এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pipi | ১০ মার্চ ২০১০ ১৬:৪৫ | 141.80.152.168
  • স্টৈক, হ্যাঁ এখানে এরকম কোর্স আছে কিন্তু সমস্যা হল সেসবই জার্মান ভাষায়। আর তারউপর সেলামীও প্রচুর।
  • stoic | ১০ মার্চ ২০১০ ১৬:৪২ | 160.103.2.224
  • দ্যাশে হয় বোধহয়। দে বলতে পারবেন।
  • a x | ১০ মার্চ ২০১০ ১৬:৪১ | 99.165.171.34
  • ডক্টরেট ছাড়াই অ্যাস প্রফ?
  • de | ১০ মার্চ ২০১০ ১৬:৪১ | 59.163.30.5
  • স্যরি, আমি ভাবলাম পিপি দ্যাশের কথা জিগায়!
  • de | ১০ মার্চ ২০১০ ১৬:৩৮ | 59.163.30.5
  • অনেকেই প্রথমে ন্যাশনাল ল্যবে কাজ শুরু করেন ঐ অ্যাসঃ প্রফ রেঞ্জে -- ডক্টরেট করে জব চেঞ্জ করেন ---এক্ষপিরিয়েন্সও হয় --ডক্টরেটও হয়!
  • dipu | ১০ মার্চ ২০১০ ১৬:৩৭ | 61.12.12.83
  • ল্লেঃ। এর মধ্যে ফ্যামিলির মুখ কোত্থেকে এলো! ডিআরডিও তে কাজ করে যারা তাদের মুখেই শুনেছি কর্মক্ষেত্র অত্যন্ত বোরিং। প্রচুর লোক সুযোগ পেলেই ডিআরডিও ছেড়ে পালায়।
  • stoic | ১০ মার্চ ২০১০ ১৬:৩৭ | 160.103.2.224
  • পিপি কি ডয়েশল্যান্ডে ? প্রচুর কোর্স আছে, যা করে এই ধরনের চাকরি পাওয়া যায়। যেমন QSE (Quality, Safety, Environment), বা HSE (Health, ..), এক্সেকিউটিভ ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ইত্যাদি। বেশ কিছু জনতা পিএইচডি করে এইসব কোর্স করছে, পোস্ট-ডক না করে।
  • pipi | ১০ মার্চ ২০১০ ১৬:৩৩ | 141.80.152.168
  • আচ্ছা, রিসার্চ লাইনে ডাইরেক্ট ওয়েট ল্যাব রিসার্চ ছাড়া আর কি কোন চাকরির পসিবিলিটি নেই? মানে, এই যে দেখি ল্যাব ম্যানেজার, রিসার্চ কো-অর্ডিনেটর, প্রজেক্ট ম্যানেজার এদের সবার ডক্টরেট ডিগ্রী আছে। কিন্তু তারপরে এরা এই চাকরীগুলো পায় কি করে? মার্কেটে তো দেখি এমন জব অ্যাড গুলোতে ৫-৭ বছরের এক্সপি চায় খালি। ফ্রেসার্সকে কেউ চাকরি না দিলে সেই এক্সপিটা আসবে কোথা থেকে? এতো দেখি ক্যাচ ২২! নাকি এসবের কোন প্রাইভেট ট্রেনিং ইনস্টিটুইট আছে?
  • de | ১০ মার্চ ২০১০ ১৬:৩২ | 59.163.30.5
  • স্টৈক ঃ))
  • de | ১০ মার্চ ২০১০ ১৬:৩১ | 59.163.30.5
  • DRDO আর CSIR এর বেসিক রেঞ্জ একই রকম হওয়ার কথা লজিক্যালি -- আর পয়সার কথা যদি বলো -- তাহলে তো কারো কাছে sky is the limit -- প্রচুর হইহুল্লোড় করে, সকাল সাতটা থেকে রাত বারোটা অব্দি আপিসে কাটিয়ে, ফ্যামিলির মুখ না দেখে -- লাখো লাখো টাকা কামিয়ে পঞ্চাশ পার হতে না হতেই ফুরুৎ -- ওরকম জীবন সবার ভালো নাও লাগতে পারে!
  • stoic | ১০ মার্চ ২০১০ ১৬:২৭ | 160.103.2.224
  • ছেলেদেরও শুনতে ভালই লাগে। কাউকে ভালো/গোলা দেখতে লাগছে বললে (মানে অপোজিট সেক্স বললে) তো ভালই লাগে। বিশেষ করে একটু বেশী বয়সে, যখন মিডলাইফ ক্রাইসিস দেখা দেব দেখা দেব করছে। ঃ-)
    তবে রং নিয়ে কোন প্রশ্ন করবেন না। এই ফোরামে রং নিয়ে প্রশ্নোত্তরে বেশ চাপ আছে। ঃ-))
  • de | ১০ মার্চ ২০১০ ১৬:২৩ | 59.163.30.5
  • এইটে রিভার্স হলে ছেলেদের কেমনি লাগে? গালের রংয়ের ই বা কি পরিবর্তন হয়?
  • dipu | ১০ মার্চ ২০১০ ১৬:২৩ | 61.12.12.83
  • CSIR এ কী হয় জানি না .... তবে DRDO তে সায়েন্টিস্টরা কীরকম পয়সা পায় জানি। মোটেই ভালো নয়। অবশ্য হেবি সুখের চাকরি, কোনো চাপ নাই। আগেকারদিনের খাতালেখা চাকরির মত। তবে হইহুল্লোড় করা পাবলিকদের পোষাবে না।
  • pipi | ১০ মার্চ ২০১০ ১৬:২১ | 141.80.152.168
  • 'তোকে/তোমাকে/আপনাকে দেখতে আজ গোলা লাগছে' - এইটা শোনার পর যদি কোন মেয়ের গাল লজ্জায় লাল হয় তাহলে বুঝতে হবে কেস একটু গভীরে গেছে। তখন সাহস করে পরের বলটা ছোঁড়া যেতেই পারে। আর যদি স্রেফ মিষ্টি হেসে শুকনো একটা থ্যাঙ্কস দেয় তাহলে অন্য রাস্তা দেখতে হবে।
    ডিঃ- স্যাম্পল সাইজ খুব বড় নয়। কাজেই ১০০% ফুল প্রুভড বলতে পারলাম না।
  • de | ১০ মার্চ ২০১০ ১৬:১৯ | 59.163.30.5
  • হলদে হওয়ার কিছু নাই -- রেগুলার ইন্টার্ভ্যালে প্রোমোশন -- নিয়ম আছে -- ও হ্যাঁ এইমাত্র শুনলাম -- PRIS অ্যাড কোল্লে আরো বাড়ছে --দেড়ের বেশী !
  • a x | ১০ মার্চ ২০১০ ১৬:১৯ | 99.165.171.34
  • ঠিক তাই। অপশন দেওয়া হলে এই মুহূর্তে ঐ স্টুডেন্ট লাইফে ফিরে যেতে রাজি আছি।
  • stoic | ১০ মার্চ ২০১০ ১৬:১৭ | 160.103.2.224
  • ব্ল্যাংকি,
    আমি কানাডায় পিএইচডি করেছি, নব্বই এর শেষ দশকে। মাসে হাতে পেতাম ১২৫০ ক্যানাডিয়ান ডলার। বাড়ি ভাড়া (একা থাকতাম) ৪৫০ ডলার, হেল্‌থ ইন্সিওরেন্স টিউশান ফি ইত্যাদি মিলিয়ে আরো ৪০০ ডলার। বাকিতে খাওয়া দাওয়া, ভরপুর মদ্যপান ও অত্যধিক নারীসঙ্গে বাকি সব বেরিয়ে যেত। কিসুই জমত না। ইন ফ্যাক্ট মাসের শেষে নেক্সট পে চেকের অপেক্ষা করতে হত ডিম সেদ্ধ আর ভাত খেতে, বা পাউরুটি তে মেওনীজ মাখিয়ে (খারাপ খেতে নয়, ইনফ্যাক্ট সেই বদভ্যেস টা আমার এখনো রয়ে গেছে)। কিন্তু সেই জীবনের একটা আলাদা আনন্দ ছিল, একটা রেবেল উইদাউট আ কজ টাইপ ফিলিং ছিল। শেয়ার করে থাকলে, বা বাইরে না খেলে, বা সেলিবেট জীবন যাপন করলে হয়ত পয়সা জমত। কিন্তু সে তো আর হইল না। ঃ-)
  • de | ১০ মার্চ ২০১০ ১৬:১৬ | 59.163.30.5
  • CSIR এও ঐরকম রেঞ্জ আছে তো -- প্রথম বোধহয় -- অ্যাসঃ প্রফ, তাপ্পর অ্যাসোঃপ্রফ, রিডার , প্রফ -- শুরু প্রায় ৪০-৫০,০০০ দিয়ে তারপরে ধীরে ধীরে বাড়ে -- মোদ্দা-কথা, কষ্ট করে চালাতে হয় না যদি না রিয়াল এস্টেটে অতিরিক্ত আগ্রহ থাকে!
  • dipu | ১০ মার্চ ২০১০ ১৬:১৩ | 61.12.12.83
  • ওই দেড় লাখ অবদি পৌঁছতে প্যান্টুল হলদে হয়ে যায়। ওইজন্যে অনেকের পোসায় না।
  • Blank | ১০ মার্চ ২০১০ ১৬:১২ | 170.153.65.102
  • মনের দুঃখু তে একটু খেয়ে আসি।
  • a x | ১০ মার্চ ২০১০ ১৬:১১ | 99.165.171.34
  • তুমি বোধহয় মইদ্যে খরচ কর। আমার সে বালাই নাই। এমনকি সিগারেটের খরচও আর নাই।
  • Blank | ১০ মার্চ ২০১০ ১৬:১০ | 170.153.65.102
  • আরে টাইট ঘুগনী খাও নি !!!! সে এক রকম ঘুগনী যা পাতায় দিলে ওখানেই আঁটকে থাকে। আমাদের বাড়িতে সবসময় রানিং ঘুগনী হয়, যা আমার এক্কেবারে অপচ্ছন্দ।
  • stoic | ১০ মার্চ ২০১০ ১৬:০৯ | 160.103.2.224
  • দে, আমি যাদের কথা বল্লাম, তারা রিডার বা প্রফ না, আমাদের দেশের CSIR সায়ান্টিস্ট (কোন গ্রেড বলতে পারব না) এর সমগোত্রীয়। এখানে ইউভার্সিটি তে প্রফের মাইনে সাড়ে তিন থেকে চার হাজার ইউরো মত। মাসে।
  • Blank | ১০ মার্চ ২০১০ ১৬:০৯ | 170.153.65.102
  • কি ধন্দ্ব। ইদিকে আমাদের সারাক্ষন ই হাঁড়ির হাল হয়ে থাকে US গেলে ঃ( ঃ(
  • kd | ১০ মার্চ ২০১০ ১৬:০৮ | 59.93.171.120
  • উঃ আআআর পারা যায়না!
    এই ক্যাস্‌লরক বস্তুটি কোথায় জানাও তো। আমি যাচ্ছি সেখানে - গিয়ে মেয়েটার কান ধরে হিড়হিড় করে টেনে এনে ব্ল্যাংকির সামনে নিয়ে এসে বলি, এই ব্যাটা সেই কবে থেকে তোর জন্যে হেদিয়ে মরছে, মন দিয়ে যে পিটির জ্ঞানগর্ভ পোস্টগুলো পড়বো, তার উপায় নেই। নে, তোরা একটু পেমটেম কর্‌ বাপ্‌, আমাদের রেহাই দে।
    ঃ)
  • a x | ১০ মার্চ ২০১০ ১৬:০৮ | 99.165.171.34
  • কিন্তু লেক্সাস কিনতে চাইলে, কিম্বা বাচ্চার কলেজ ফান্ড বানাতে, কিম্বা দোতলা বাড়ি কিনতে কিঞ্চিৎ চাপ আছে ;-)
  • Samik | ১০ মার্চ ২০১০ ১৬:০৭ | 219.64.11.35
  • ব্ল্যাংকিকে আলাপ করার একটা ভালো রাস্তা আমি বলে দেব। একটু পরে। চা খেয়ে আসি।
  • de | ১০ মার্চ ২০১০ ১৬:০৫ | 59.163.30.5
  • এদেশে=ভারতে
  • a x | ১০ মার্চ ২০১০ ১৬:০৪ | 99.165.171.34
  • ও এই প্রশ্ন? আমি স্টুডেন্ট থাকাকালীন ১১০০ মত মাসে পেতাম। থাকতাম স্টুডিওতে। ভাড়া দিতাম ৪০০ মত - এটা ইউনিভার্সিটি টাউন বলে ভাড়া কম। খেতে লাগত ২০০ মত। ইন্সু দিতাম ১৫০ মত। আরো কি সব করে টরে হাতে বোধহয় ১০০ মত বেঁচে থাকত। এখন বেড়েছে আরো -হয়ত ১৫০০ মত পায়। তবে সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। অনেকে খুবই কম পায়। তখন চারজনে শেয়ার করে থাকে - বাইরে কম খায়, ইত্যাদি। চলে যায়।

    নিউ ইয়র্ক, বস্টন, স্যানফ্র্যানে থাকলে পয়সা বেশি দেয়, কিন্তু খরচও অনেক বেশি।

    এখন মানে পোস্টডকে তো অনেক পাই সেই তুলনায়। বাচ্চা না থাকলে প্রচুর জমা উচিৎ। বাচ্চা থাকলেও খুব কিছু খারাপ না। খারাপ না ইন দ্য সেন্স দিব্যি প্রায়ই ভালো মন্দ খাই, ভালো ডে কেয়ারে বাচ্চা যায়। ভালো বড় বাড়িতে থাকি, গাড়ি চালিয়ে হুশ হাশ এদিক ওদিক যাই। ব্যাস আমার কাছে হাইলি বড়লোকি ব্যপার স্যাপার।
  • de | ১০ মার্চ ২০১০ ১৬:০৪ | 59.163.30.5
  • স্টৈকের কমপ্যারিজনে ধুনো দি -- এদেশে সিনিয়ার সায়েন্টিস্টের (প্রফ বা রিডার রেঞ্জে) মাইনে প্রায় সব মিলিয়ে মাসে দেড়-লাখের কাছাকাছি ন্যাশনাল ল্যাবে (যেখানে PRIS এরিয়ার আছে) -- এদেশের পক্ষে যথেষ্ট সুখের জীবন -- চাপ নাই!
  • stoic | ১০ মার্চ ২০১০ ১৬:০৩ | 160.103.2.224
  • টাইট ঘুগনি টা কি বস্তু? ;-)
  • Arpan | ১০ মার্চ ২০১০ ১৫:৫৭ | 216.52.215.232
  • ফটাকসে তোকে আজ গোলা লাগছে বলে ফেলার পরে একটা মেয়ের গালটাল বিচ্ছিরিরকমের লাল হয়ে গেছিল। অবশ্য সে অপরিচিত ছিল না।

    র-বাবুর প্রস্তাব সমর্থন করলাম।
  • stoic | ১০ মার্চ ২০১০ ১৫:৫৬ | 160.103.2.224
  • কে কি ভাবে থাকে সে জটিল প্রশ্ন ব্রাদার। উপায় থাকে না বলে যা পায় তাই দিয়েই কষ্ট করে থাকে। কি আর করবে ?
    USA র রিসার্চ সায়েন্টিস্ট দের মাইনে ইত্যাদি ব্যাপারে অক্ষ বেটার বলতে পারবে, আমি বহুদিন ইয়োরোপে।
    একটা এগজাম্পল দিই, এখন যেখানে আছি, সেই ফ্রান্সে। ফ্রান্সের যে সরকারী রিসার্চ অর্গ্যানাইজেশান, CNRS, যা কিনা আমাদের দেশের CSIR, আম্রিগার NIH বা DOE বা UKNERC এর সমগোত্রীয়, সেখানে একজন টেনিয়োর্ড সায়ান্টিস্ট মেরেকেটে হাতে মাসে হাজার দুই ইউরো মত পায়। তাই দিয়ে সংসার চালায়। ইন ফ্যাক্ট কষ্ট করেই চালায়। ওয়েলফেয়ার স্টেট, প্রচুর সরকারী সাহায্য, ইত্যাদি কারণে ম্যানেজ হয় যায়।
  • byaang | ১০ মার্চ ২০১০ ১৫:৫৬ | 122.172.54.199
  • হুতোর পোস্টে আগে আমি হেসেছি। আমি ফার্স্ট।
  • Arpan | ১০ মার্চ ২০১০ ১৫:৫৪ | 216.52.215.232
  • হুতো ঃ-)))))
  • Blank | ১০ মার্চ ২০১০ ১৫:৫৪ | 170.153.65.102
  • ঠিক ঠিক। ছোট বেলায় আমি হেব্বি শোষিত ছিলাম। এমনকি মাঝে মাঝেই আমাকে মশারী টাঙাতে হতো। শিশু শ্রম পুরো
  • byaang | ১০ মার্চ ২০১০ ১৫:৫২ | 122.172.54.199
  • তা ঠিক, শিশুদের উপর সব চাইতে বেশি সোসন হয়! আমি তো যাই করতাম, মা ধরে পিটিয়ে দিত। ক্লাস ফোরে ইন্দিরা গান্ধী মরে গিয়ে যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হলেন, বাধ্য হয়ে ওনাকে একটা চিঠি লিখলাম, বিশ্বের সব দেশে ছোটোদের ধরে পেটানো জেলযোগ্য অপরাধ, অবিলম্বে এই দেশেও এই আইন বলবৎ করুন বলে। সেন্টিও দিয়েছিলাম আপনার দাদুর নামে শিশুদিবস পালন করি আমরা এসব বলে। ক্লাসের সব মেয়েরা ফটাফট সই করে দিলো। একজন বললো তার বাবা রাজীব গান্ধির ঠিকানা জানে, বাবা পোস্ট করে দেবে। বাবা এসে হেডমিস্ট্রেসের হাতে চিঠি তুলে দিলো। ফলে শিশুসোসনও বন্ধ হোলো না এদেশে। তারপর স্কুল থেকে মাকে ডেকে পাঠিয়ে মায়ের হাতে সেই চিঠি তুলে দিলো, বাড়ি এসে মা আবার পেটালো।
  • Blank | ১০ মার্চ ২০১০ ১৫:৫০ | 170.153.65.102
  • ছোট বেলায় আমাকেও রাস্তার টাইট ঘুগনি আর চালতার আচার খেতে দেওয়া হতো না। আরো অনেক কিছুই বারন ছিলো, কিন্তু ঘুগনি আর চালতার আচার খেলেই মুখ এত হলুদ হয়ে যেতো যে ধরা পরে যেতুম ঃ(
  • . | ১০ মার্চ ২০১০ ১৫:৪৯ | 125.18.104.1
  • ধুরঃ! সোজা গিয়ে বল- আপনাকে আজ দেখতে খুব ভালো লাগছে। বা, আপনাকে আজ অন্যরকম লাগছে। পরীক্ষিত সত্য- এখনও চড় খাই নি। ;-)

    কিন্তু ঐ, ক্যারি করতে হবে। বলার মধ্যে সপাট ইনোসেন্স থাকা চাই। ঠিকঠাক কমিউনিকেটেড না হলে পোটেনশিয়াল প্রেম তো যাবেই, এগ্‌জিস্টিং অঙ্গপ্রত্যঙ্গ নিয়েও সন্দেহ দেখা দেবে। ঃ-P
  • Blank | ১০ মার্চ ২০১০ ১৫:৪৬ | 170.153.65.102
  • ঐ যে স্টৈক দা যা বল্লো, USA র গ্রান্ট। ইয়ারলি যেটা, তো চাকরি বাকরি তে সত্যি ওর চেয়ে বেশী মেলে। আমি তো এমনি আমাদের মতন সস্তার টাইপিস্ট ছারাও, ফুল টাইম ঠিক ঠাক লোকেদের স্যালারি দেখেছি।
    প্রথম বার যখন যাই, তখন আমরা চারটে বন্ধু এক সাথে থাকতুম, এক গাড়ি শেয়ার করতুম। কিন্তু তাতেও আমাদের রীতিমতন টানাটানি পরতো। হিসেব করতে হতো মাঝে মাঝেই। তো ওদেশে ভারতীয় স্টুডেন্টরা থাকে কি ভাবে !!
    আমরা তো এমনকি খুব অবাক হতাম যে লোকে ফ্যামিলি নিয়েও থাকে কি করে !!
    আমরা তো সারাক্ষনই বলাবলি করতাম যে কোলকাতায় আমরা এর চেয়ে অনেক ভালো ভাবে থাকি, টাকা পয়সা নিয়ে চিন্তা না করে।
    ব্যপারটা খুব ই ইসে মতন একটা প্রশ্ন হলো বটে, কিন্তু সত্যি ব্যপারটা খুব চাপের।
    যদিও এমনি একটা ইসে প্রশ্নের জন্য দুঃখিত
  • byaang | ১০ মার্চ ২০১০ ১৫:৪২ | 122.172.54.199
  • হুতো ঃ-))
  • de | ১০ মার্চ ২০১০ ১৫:৪২ | 59.163.30.5
  • দুপ্পুর বেলা ভুট্টা খায়, তাও ধার করে -- এমন ছেলেকে জম্মে কোনো মেয়ে বে কব্বে না ঃ))
  • . | ১০ মার্চ ২০১০ ১৫:৪২ | 125.18.104.1
  • আর বাইল্যকালে ওরকম একটু আধটু সোসন থাকে। আমাকে ছোটোবেলায় কাঠি আইসক্রিম খেতে চাইলে বকত, সন্ধের পর পাড়ায় ঘুরে বেড়াতে দিত না, এমন কি ঘরের মধ্যে কপিলের ডেলিভারি প্র্যাকটিস করতে গিয়ে কাঁচ ভেঙে ফেললেও বকত- কি "সোসন"!
  • santanu | ১০ মার্চ ২০১০ ১৫:৪২ | 82.112.6.2
  • ভুট্টা হলে তুই বলা ভালো, 'একটা ভুট্টা খাওয়ানা রে'
  • stoic | ১০ মার্চ ২০১০ ১৫:৪২ | 160.103.2.224
  • পিএইচডির পয়সা কড়ি নিয়ে কি প্রশ্ন শুনি। করেই ফ্যালো।
  • dipu | ১০ মার্চ ২০১০ ১৫:৪২ | 61.12.12.83
  • যাঃ। ভুট্টা!
  • byaang | ১০ মার্চ ২০১০ ১৫:৪১ | 122.172.54.199
  • তো কি ঊষাকালে ভুট্টা অফার করা যায়?
  • rabaahuta | ১০ মার্চ ২০১০ ১৫:৪১ | 203.99.212.53
  • বিনয় মজুমদার

    ক্ষমা ক্ষমা
  • byaang | ১০ মার্চ ২০১০ ১৫:৩৯ | 122.172.54.199
  • বা ধর, গিয়ে বললি "আজ আমি সব টাকা খরচা করে ফেলেছি, আমাকে একটা ভুট্টা খাওয়াবেন ?" সেই প্রশ্ন করাই হোলো।
  • Blank | ১০ মার্চ ২০১০ ১৫:৩৯ | 170.153.65.102
  • আরে এই দুক্কুর বেলা কাউকে ভুট্টা অফার করা যায় নাকি? তাও আজকে লবি তে একটু দেখতে পেলুম ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত