এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Lama | ০৬ মার্চ ২০১০ ১১:৫৪ | 117.194.224.87
  • এ তো মহা প্যাঁচালো সমস্যা
  • . | ০৬ মার্চ ২০১০ ১১:৩৭ | 219.64.69.12
  • কে জানে! এখনও সেই ফ্ল্যাটে শিফ্‌ট করা হয় নি। একদিন তদারকি করতে গিয়ে দেখা গেল তাদের মধ্যে একজন বাথরুমের ফুটো দিয়ে ঢুকে মেঝেটা সযত্নে চুনকাম করেছেন এবং সেখানে গ্যাঁট হয়ে গোলগোল চোখে আগন্তুকদের দিকে নজর রাখছেন।
  • Lama | ০৬ মার্চ ২০১০ ১১:২৪ | 117.194.224.87
  • তিনটে প্যাঁচা? মাঝরাতে ভুতভুতুম করে ডেকে পাড়াশুদ্ধু লোকের ঘুমের বারোটা বজচ্ছে ন?
  • . | ০৬ মার্চ ২০১০ ১১:২১ | 219.64.69.12
  • আমার বাপ-মার ফ্ল্যাটের ছাদে প্যাঁচা পোষা হয়েছে। তিনটে আস্ত প্যাঁচা।
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ১১:২০ | 122.252.231.12
  • কাকারে আউটসোর্স কইর‌্যা দ্যান!
  • Lama | ০৬ মার্চ ২০১০ ১১:১৯ | 117.194.224.87
  • অবশেষে বাজার করা হল। কিন্তু মেয়ে একটা প্যাঁচা চেয়েছিল,বাজারে পেলাম না। মেয়ের ভারি দুঃখ হয়েছে। আমি বলেছি ও জিনিস বাজারে পাওয়া যায় না, আজ রাতে জ্যান্ত ধরে দেব। আশা করছি সন্ধ্যের আগে ভুলে যাবে। নয়তো এই বুড়ো বয়েসে রাতবিরেতে প্যাঁচা শিকারে যেতে হবে।
  • h | ০৬ মার্চ ২০১০ ১১:১৭ | 121.242.108.34
  • ঠিক আছে, এর পরের একটা সম্ভাব্য স্টেপ বলে রাখছি। যখন আপিসে ফেরার সময় হবে, লাঞ্চের পরে, তখন একটু ট্রেসেবল ভাবে, এটিএম বা কফির দোকানের দিকে এগিয়ো। যদি পশ্চাৎগমন ঘটে, তখন অকারণে হাই বা থ্যাংক ইউ বা আফটার ইউ ইত্যাদিও বলতে পারো।

    লিফটেও এগোতে পারো, যদি জানাতে চাও তুমি কোন ফ্লোর। আর মাঠে জায়্‌গা এমন ভাবে নেবে, যাতে হয় তুমি নইলে কাসলরক লিফটের বোতামের কাছে থাকবে, তাইলে আবার হুইচ ফ্লোর বলার সুযোগ পেলেও পেতে পারো। তবে আদেকলামো কোরো না। অসংখ্য ভুঁড়ি বা স্লিভলেস এর মধ্যে দিয়ে মাথা গুঁজে দূরতম কাসল রককে বোলো না, হুইচ ফ্লোর।

    নিয়ারেস্ট শুক্রবার যদি দেখো ক্যাজুয়াল উইয়ার আর তেমন ক্যাজুয়াল নেই, তাইলে নেকস্ট স্টেপ।

    একটা সোমত্থ ছেলে প্রেম করতে পারে না, অকারণে হা হুতাশ করে, কি আর বলবো। বলি রক বা কাসল কোনোটি ই তো কম পড়ে নি ঃ-(

    এর পর থেকে অ্যাডহাইস মেলে দেবো , শুধু একটাই কথা বলে যাই, বুঁচকি সুলভ ধ্যাতের অপেক্ষায় থেকো না। হবার হলে বাপ এটিএম বা লিফটেই পরবর্তী পদক্ষেপ হবে। স্খলন সম্ভাবনা ও এক্ষেত্রে পজিটিভ।
  • dipu | ০৬ মার্চ ২০১০ ১১:১৫ | 61.12.12.83
  • আড়াই ঘন্টা হয়ে গ্যালো। আপিসে। হা উইকেন্ড।

    কোন্টে আবার টু-স্টেটস থেকে টুকলো? খেয়াল কল্লুম না তো।
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ১১:১৩ | 122.252.231.12
  • আমরা সব একটু আগে উঠলাম। এই দাঁত মেজে প্রাতরাশ সারছি। ঃ-)
  • Lama | ০৬ মার্চ ২০১০ ১১:১০ | 117.194.224.87
  • বৌ আর মেয়ে
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ১১:০৯ | 122.252.231.12
  • কে?
  • Lama | ০৬ মার্চ ২০১০ ১১:০৭ | 117.194.224.87
  • স্বেচ্ছায় কি আর উঠি দাদা? ঠেলে তোলে
  • h | ০৬ মার্চ ২০১০ ১১:০৬ | 121.242.108.34
  • চশমা যখন আছে, চশমার ফাঁক ও তখন থাকা উচিত। যেকোন স্বাভাবিক দ্বিবচনে এটি অবশ্যম্ভাবী। প্রথমের দিকে মূলতঃ ঝরোখাভ্যাস করে দেখ। দৃষ্টি বিনিময়ে কিছুদূর অগ্রগতি হলে জানিয়ো। সরাসরি হাতে এখনি লম্বা কিছু নিয়ো না। গ্রীষ্মের দুপুরে শিষ্টতা হবে না। তবে অন ডিমান্ড অ্যাডভাইস দিতে পারবো না, আমি উত্তর-মোবাইল পর্যায়ে আছি।
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ১১:০৫ | 122.252.231.12
  • হ্যা।

    কিন্তু, লামা ছুটির দিন সকালে ৭ঃ৩০ টায় ওঠে শুনে কেমন ব্যোমকে গেলুম!!
  • Lama | ০৬ মার্চ ২০১০ ১১:০৩ | 117.194.224.87
  • পাত্তা দিতে/ পেতে কে চাইছে? ব্ল্যাঙ্ক?
  • Samik | ০৬ মার্চ ২০১০ ১১:০০ | 122.162.75.43
  • সানন্দার "কানে কানে' থেকেঃ

    এই পরিস্থিতিতে আমি এক প্রি-প্রেম কাপ্‌লের এই রকম কথোপকথন শুনেছিলাম ...

    -আপনি বুঝি কুকুরে খুব ভয় পান?
    -না না, আমি তো কুকুর খুব ভালোবাসি।
    -বাড়িতে কুকুর পুষেছেন বুঝি?
    -নাহ্‌, আমি সারাদিন কাজে বাইরে থাকি, কুকুর পুষলে কে তার দেখাশোনা করবে?
    -কেন, আপনার বউ/স্বামী?
    -ধুর, বিয়েই করি নি ...

    সালটা ছিল ৯৪ কি ৯৫।
  • kc | ০৬ মার্চ ২০১০ ১০:৫৭ | 89.203.49.18
  • এই সকল পরামর্শই ছাত্রসুলভ, একটা পার্টিকুলার বয়সের পর এই সব কায়দা চলে না। সোজসুজি গিয়ে আপনি সম্বোধনে কথা শুরু করাই ভাল।
    ইহা ডিঃ নয়, মঃ তো অবশ্যই নয়।
  • Samik | ০৬ মার্চ ২০১০ ১০:৫৫ | 122.162.75.43
  • মেয়েদের পাত্তা দেওয়া এবং প্রেম সংক্রান্ত যে কমেন্টটা ইশেন করল, ওটা চেতন ভগত থেকে টোকা। টু স্টেট্‌স। ঃ-)
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ১০:৫০ | 122.252.231.12
  • ব্ল্যাঙ্কির জন্য আরেকটা পরামর্শ আছে। মেয়েটা কোন বাসে/শাটল ট্যাক্সিতে যায় সেটা খেয়াল রাখ। সুবিধেমত লিফট নে। বাসে আগে সিট নে। মেয়েটা সিট না পেলে সিট অফার কর। ভদ্রতাবশত না বললে ব্যাগটা ধরব কিনা জিগ্যেস করতে পারিস।

    কাজে দেয়। আর্টস ডিপের একটা মেয়ে এই করে আমাকে পটিয়ে ফেলেছিল। ঃ-)
  • aka | ০৬ মার্চ ২০১০ ১০:৪৬ | 24.42.203.194
  • টিক টিক টিক, মহাকালের পদব্রজে যাত্রাই আসলে একটি একটি মুহূর্ত, কখনো মেদুর কখনো কার্ল লিউইস। অংক খাতায় যা রিলেটিভিটি, মাটির কাছাকাছি তাই চলতা ফিরতা ধুলো। এলোচুল আর কপালের টিপ, বসন্তের হাওয়ায় সবই উড়ে যাবে/যায়। আর সাথে কয়েকটি সেকেন্ড। টিক, টিক, টিক।
  • Du | ০৬ মার্চ ২০১০ ১০:৩৭ | 71.170.168.238
  • অক্ষ, kvrao.com থেকে করা হয়েছিল - কিছু টেস্ট ফেস্ট কিছু লাগে না।
  • aka | ০৬ মার্চ ২০১০ ১০:২২ | 24.42.203.194
  • অভ্যু বলতে ভুলে গিয়েছিলাম। বউ বললে ওসব কঠিন প্রশ্নের উত্তর জানা নেই। সামনে যা পাওয়া গিয়েছিল তাই কেনা হয়েছে। বাকি যা ছিল সব আমি সাবড়ে দিয়েছি তাই সাইজ টাইজ ম্যাটার করে না। মোটামুটি চারটে মাছ ডুবে যাওয়ার মতন লাগবে। যদি চারটে মাছ করিস। বাকিটা খেয়ে নিস ফেলে দিস নে।
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ১০:০৭ | 97.80.157.9
  • সাদা চুলেও কেমন গাইতেন

  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ০৯:৫৬ | 97.80.157.9
  • আকাকে আমি কদিন আগে একটা কোচ্চেনকরেছিলাম। বলল বউকে জিগ্গেশ করে মেল্করবে। আজও কল্ল না ঃ(
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ০৯:৫৪ | 97.80.157.9
  • আকার মতো আমি লিং দিই?

  • aka | ০৬ মার্চ ২০১০ ০৯:৪৫ | 24.42.203.194
  • ক্যাপ্টেন মর্গ্যান আমার হেব্বি প্রিয়। হানুদা বললে নাকি ভাল না।
  • Lama | ০৬ মার্চ ২০১০ ০৯:৩৯ | 117.194.224.87
  • পিনাকীর সহিত আমি একমত- অদ্য শনিবার মোটেই ফুল খেলিবার দিন নহে, বাজার করিবার, রিলাক্স করিবার এবং মদ্য পান করিবার দিন
  • pinaki | ০৬ মার্চ ২০১০ ০৯:৩৪ | 67.43.241.179
  • প্রিয়, ফুল খেলিবার দিন নয় অদ্য,
    বরং খাইলে খাইতে পারো তিন পেগ মদ্য।
    রিল্যাক্স করিতে চাও যাবতীয় অর্গ্যান?
    সর্বদা সাথ দেবে ক্যাপ্টেন মর্গ্যান।
  • Lama | ০৬ মার্চ ২০১০ ০৯:২৫ | 117.194.224.87
  • শনিবারের সকাল। বাজার যাব যাব ভাবছি, ঘন্টা দুয়েক ধরে পাঁয়তাড়া কষে যাচ্ছি, যাওয়া আর\হচ্ছে না। গিন্নী ভারি ক্ষুব্ধ।

    এদিকে হুতোর দাঁত মাজা পর্যন্ত হয়ে গেল।
  • aka | ০৬ মার্চ ২০১০ ০৮:৪৯ | 24.42.203.194
  • আর এই যে ওজ্জিনালটা। এমন সুন্দর একটা গানকে অমন মর্বিড করে টুকতে ক্যালি লাগে।



    লিরিকঃ

    Kiss me, kiss me a lot,
    As if tonight was
    the last time.

    Kiss me, kiss me a lot,
    Because I fear to lose you,
    To lose you again.

    Kiss me, kiss me a lot,
    As if tonight was
    the last time.

    Kiss me, kiss me a lot,
    Because I fear to lose you,
    To lose you again.

    I want to have you very close
    To see myself in your eyes,
    To see you next to me,
    Think that perhaps tomorrow
    I already will be far,
    very far from you.

    Kiss me, kiss me a lot,
    As if tonight was
    the last time.

    Kiss me, kiss me a lot,
    Because I fear to lose you,
    To lose you again.

    Kiss me, kiss me a lot,
    Because I fear to lose you,
    To lose you again.

    Because I fear to lose you,
    To lose you again.
  • aka | ০৬ মার্চ ২০১০ ০৮:৪৭ | 24.42.203.194
  • এইবার গান শোনো

  • aka | ০৬ মার্চ ২০১০ ০৮:৩৪ | 24.42.203.194
  • হ্যাঁ মনে পড়েছে, ঐ আইসি(ঐ)আই লোম্বার্ড, ওটাই ছিল আমাদের। প্রি-এক্সিংটিং কণ্ডিশনটা একটা জালি, শুধু এটার জন্যই ওবামার হেলথকেয়ার প্ল্যান সমর্থন করা উচিত।
  • a x | ০৬ মার্চ ২০১০ ০৫:৫৫ | 143.111.108.251
  • লালমোহন টুডুর বাবা পুলিশ কনস্টেবল ছিলেন।
  • a x | ০৬ মার্চ ২০১০ ০৫:৪২ | 143.111.108.251
  • লিং নাই। মা ওখানে করেছিল ইন্সু এজেন্ট মারফৎ। সেই ইন্সু এজেন্টের নম্বর ইত্যাদি চাইলে জিগাতে পারি।
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ০৫:১২ | 128.192.7.51
  • কিন্তু তাতে তো পোষ্কার বলছে What is not covered * Pre-existing conditions except in case of life-threatening situations
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ০৪:৫৫ | 128.192.7.51
  • লিং?
  • a x | ০৬ মার্চ ২০১০ ০৪:৫৪ | 143.111.108.251
  • অভ্যু, আইসিআইসিআই লম্বার্ড দেয় তো প্রি-এক্সিস্টিং। গতবার পড়েছিল ২৪,০০০ মত। এবার বলে ৪০,০০০। কিন্তু সেটা ঐ ৭৫ বয়স ধরছে বলে নাকি বেশি।
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ০৪:৩৭ | 128.192.7.51
  • প্রি এক্সসিস্টিংওয়ালা জানতে পারলে আমাকে মেল কোরো। মেল আইডি তো আছেই (উইন্ডোসের সঙ্গে না এলেও ঃ)
  • pinaki | ০৬ মার্চ ২০১০ ০৪:২৯ | 131.151.102.250
  • http://www.travelinsure.com/what/vusahigh.asp

    আগের বার আমার বৌ আর মেয়ের এইটা থেকে করিয়েছিলাম। ডিডাক্টিবল মিনিমাম ২৫০ ডলার। প্রতি মাসে পঞ্চাশ-ষাট ডলার মত পড়েছিল যদ্দূর মনে পড়ে। তবে বয়স্ক লোকেদের জন্যে ওটা মাসে ১৫০ মত হয়ে যাবে।

    ইপিস্তর থেকে আমাকেও টাটা এআইজির গল্পটা জানতে হবে। কারণ আমি যদ্দূর জানি এই যেটা আমি বল্লাম, এটাও টাটা এআইজির। তালে ইপিস্তও কি একই পলিসির কথা বলছে?
  • a x | ০৬ মার্চ ২০১০ ০৪:২১ | 143.111.108.251
  • হামার তো ওহি প্রি-এক্সসিস্টিং ওয়ালাই লাগেগা।
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ০৪:১৮ | 128.192.7.51
  • প্রি এক্সিস্টিং কিচ্ছু কাভার করে নি। সব দিতে হয়েছে পকেট থেকে।
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ০৪:১৭ | 128.192.7.51
  • অক্ষর জন্যে http://www.visitorscoverage.com/
    Inbound Guest
    কিনেছিলাম
    Medical Maximum: $65,000 Maximum Per Injury/ Sickness
    Deductible: $50 Per Injury / Sickness Deductible Per Person

  • pi | ০৬ মার্চ ২০১০ ০৪:১৬ | 128.231.22.89
  • টাটা এ আই জি নিয়ছিলাম। ভালো। এখানে আর্জেন্ট কেয়ারে নিয়ে যেতে হয়েছিলো মাকে, অসুবিধা হয়নি।
  • a x | ০৬ মার্চ ২০১০ ০৪:১৪ | 143.111.108.251
  • এবং ৭৪ বছর ৪ মাস কে ৭৫ বছর বলে কাউন্ট করবে, তাই আরো বেশি।
  • a x | ০৬ মার্চ ২০১০ ০৪:১৩ | 143.111.108.251
  • উঁহু। প্রি-এক্সিসটিং কন্ডিশন থাকলে কি কভার করে, এটাই জানার।

    আগেরবার আইসিআইসিআই থেকে হয়েছিল, এইবার ৪০,০০০টাকা চাইছে :-(
  • aka | ০৬ মার্চ ২০১০ ০৩:৪৯ | 168.26.215.13
  • http://www.anandabazar.com/6edit1.htm

    এই ভদ্রলোকের সাথে দেখা হলে কেউ বলে দেবেন উনি ক্রিকেট তো বোঝেনই না, বোঝেন না যে সেটাও বোঝেন না।
  • Du | ০৬ মার্চ ২০১০ ০৩:৪৭ | 65.124.26.7
  • রাখি তো। এবার 'আমরা' এখান থেকে করিয়েছিলাম। জেনে এসে জানাবো।
  • Tim | ০৬ মার্চ ২০১০ ০৩:৩৪ | 198.82.24.29
  • এইটা আমারো জানার ছিলো। ইপিস্তা কি চলে গ্যালো?
  • aka | ০৬ মার্চ ২০১০ ০৩:৩১ | 168.26.215.13
  • রাখি, আইসিআইসিআই। প্রচূর ডিডাক্টবল থাকে। তবে এ তথ্য অনেক পুরোন। নতুন কিছু বাজারে এসে থাকতে পারে। গুগুলে ট্রাভেলার্স ইন্সিওরেন্স ইউএসএ দিয়ে সার্চিয়ে দেখ। পাইয়ের তো রিসেন্ট এক্সপেরিয়েন্স।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত