এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ০৫ মার্চ ২০১০ ২৩:২২ | 117.195.39.50
  • ও পেল্যাস্টিক? তা'লে ঠিক পালিয়ে যাবে। কোনও ভয় কোরো না। আর আটকে রাখা হয়েছিল বলে, সহজে আসবেও না এদিকে আর।
  • tkn | ০৫ মার্চ ২০১০ ২৩:২২ | 122.162.42.153
  • ওটাকে একতা কোনে ঠেলে নিয়ে গিয়ে কিছু দিয়ে ঠেসে চেপে দাও। এমনিতে বেরোবে না ঠিকই কিন্তু ঘরের মাঝে তোমরাই কখন হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে মনে হচ্ছে
  • Tim | ০৫ মার্চ ২০১০ ২৩:২২ | 198.82.24.29
  • হ্যাঁ হ্যাঁ, লামাদা।
  • Tim | ০৫ মার্চ ২০১০ ২৩:২১ | 198.82.24.29
  • কে যেন সেঁকোবিষ হজম করে ফেলেছিলো? সে বলতে পারবে।
  • san | ০৫ মার্চ ২০১০ ২৩:২১ | 115.117.197.85
  • তবে কাসুন্দি দিও না। পিলিজ। ওটা রসগোল্লার জন্যই জমিয়ে রেখো।
  • d | ০৫ মার্চ ২০১০ ২৩:২০ | 117.195.39.50
  • কিন্তু টিকতিকি বেশ বিষাক্ত না? ভাজলে কি বিষটা কমবে?
  • Tim | ০৫ মার্চ ২০১০ ২৩:২০ | 198.82.24.29
  • টিকটিকথকতা?
  • aka | ০৫ মার্চ ২০১০ ২৩:২০ | 168.26.215.13
  • ও হ্যাঁ একটু লেবু কচলে দিতে ভুলবেন না।
  • byaang | ০৫ মার্চ ২০১০ ২৩:২০ | 122.172.49.149
  • ইস্টিল না। পেলাস্টিকের বাটি। তার উপর এক বোতল লাইজল, আর এক বোতল হিট। তাতেও নড়িয়ে ফেলবে , বলছো?
  • tkn | ০৫ মার্চ ২০১০ ২৩:১৯ | 122.162.42.153
  • আমার মনে হয় ঐ বাটির সামনে গিয়ে ওকে এই ভাট পড়ে শোনাও। ও নিজেই দয়াপরবশ হয়ে বলে দেবে কোনটা অব্যর্থ
  • aka | ০৫ মার্চ ২০১০ ২৩:১৯ | 168.26.215.13
  • না না ডিপ ফ্রাই। স্কীনটা বেশ মুড়মুড়ে হবে। সাথে একটু বারবিকিউ সশ না থাকলে গোলমড়িচ ও চলবে।
  • Tim | ০৫ মার্চ ২০১০ ২৩:১৯ | 198.82.24.29
  • অন আ সেকেন থট, গাইকোর আপিসে ফোন কত্তে পারো। ঃ-)
  • Tim | ০৫ মার্চ ২০১০ ২৩:১৯ | 198.82.24.29
  • সরু কই, পেটমোটা বলছে তো। টিকটিকিটাকে জিমে নিয়ে গেলে অবশ্য অন্যকথা।
  • byaang | ০৫ মার্চ ২০১০ ২৩:১৮ | 122.172.49.149
  • ক্লোরোফর্ম কোত্থেকে আনবো? কেউ বিক্রি করে না। কোথায় পাবো বলতে পারিস?
  • san | ০৫ মার্চ ২০১০ ২৩:১৭ | 115.117.197.85
  • ব্যাংদি, এক কাজ করো। টিকটিকি তো সরু লম্বা। ঐরকম করেই টোম্যাটো ক্যাপসিকাম আর মাশরুম কেটে টিকটিকির সঙ্গে স্টার ফ্রাই করে নাও। ফিডব্যাক দিতে ভুলো না।
  • tkn | ০৫ মার্চ ২০১০ ২৩:১৭ | 122.162.42.153
  • তাইলে আর কি। তুইও একদিন হেড হবি, তখন তোর ফিটের মাপের জুতো নিয়ে যাস। সাইজ তো তখোনো তিনই থাকবে
  • d | ০৫ মার্চ ২০১০ ২৩:১৭ | 117.195.39.50
  • ইস্টিলের বাটি তো? ওতে কিছু হবে না তেমন। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। সকালে উঠে দেখবে ও ব্যাটা বাটি সরিয়ে কখন পালিয়ে গেছে। (দ্বিতীয় হাতের অভিজ্ঞতা)।
    তবে নোড়া চাপা দিলে কি হবে জানিনা।
  • Tim | ০৫ মার্চ ২০১০ ২৩:১৭ | 198.82.24.29
  • ক্লোরোফর্মও ইউজ কত্তে পারো। নিজের ওপর। একবার অজ্ঞান হয়ে গেলে আর ভয় লাগবে না।
  • byaang | ০৫ মার্চ ২০১০ ২৩:১৬ | 122.172.49.149
  • দু, প্লিজ আর বোলো না। প্লিইইইইইইইইইইইইইইজ!
  • san | ০৫ মার্চ ২০১০ ২৩:১৬ | 115.117.197.85
  • সরি এটা কি লিখলাম। আমাদের সেক্টরে একেবারে অ্যাকাউন্ট হেড গোত্রের লোকেরাই শুধু অনসাইট যায়। সাধারণতঃ। এক আধটি কোং ব্যতিক্রম থাকতেও বা পারে কিন্তু এমনিতে নয়।
  • Tim | ০৫ মার্চ ২০১০ ২৩:১৬ | 198.82.24.29
  • দুদি যে খুব সাহসী আমি আগেই যান্তাম।
  • SS | ০৫ মার্চ ২০১০ ২৩:১৬ | 131.193.196.148
  • পাশের বাড়ী থেকে কাউকে ডেকে হেল্প করতে বললে পারেন।

    আর বাটির তলায় কাগজ ভরার সাহস নেই তাহলে বাটি সরিয়ে একটা লম্ফঝম্প করা টিকটিকির গায়ে ডিম ঢালবেন কী করে? ওটা তো আরো শক্ত কাজ।
  • Du | ০৫ মার্চ ২০১০ ২৩:১৫ | 65.124.26.7
  • আমার হস্টেলের রুমে টিউবলাইট খারাপ থাকতো বেশিরভাগ সময়। অগত্যা টিকটিকির খাবার জোটানোর জন্য টেবিলল্যাম্পের কাছাকাছি আসতেই হত। সেইখানে তারে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। পাতা নেই সেই চোখকে কাছ থেকে এক্কেরে প্রাগৈতিহাসিক। টিকটাইনোসোরাস জাতীয় একটা নামই দিয়ে দিতে ইচ্ছে হয় ভয় ও সম্ভ্রমে।
  • Arpan | ০৫ মার্চ ২০১০ ২৩:১৫ | 112.133.206.20
  • আরে বাচ্চাদের পায়ের সাইজ তো তিনই হবে। (স্যানকে) ঃ-)
  • tkn | ০৫ মার্চ ২০১০ ২৩:১৪ | 122.162.42.153
  • ওঃ, সাড়া দিয়েছে অন্ততঃ। হুঁ আপাতত ঐ ভাবে শিল চাপা বা নোড়া চাপা দিয়ে রেখে দাও। কাল সকালে অর্ধচৈতন্য হয়ে পড়বেই। তারপরে ডিমায়িত করে দেখো কি হয়। যাই হোক, কিছু একটা হবেই। তবে সেটা করার সময় দুর থেকে কোরো। হাঁচড়ে পাঁচড়ে পালাতে গিয়ে যদি কোলে উঠে পড়ে তো ঃ-))))
    নাঃ সিরিয়াসলি, ওভাবে রাখলে অর্ধেক মরেই যাবে। তারপরে কাল ঝাড়ু পেটা করতে করতে দরজার বাইরে পাঠিও।
  • san | ০৫ মার্চ ২০১০ ২৩:১৪ | 115.117.197.85
  • আম্রিকা ? আমি তো আইটিওলা নই। আমাদের সেক্টরে অনসাইট হয় না।
  • byaang | ০৫ মার্চ ২০১০ ২৩:১৪ | 122.172.49.149
  • টিম আমার অলরেডি যথেষ্ট গা গোলাচ্ছে, তুই আরো গুলিয়ে দিস না।
  • dd | ০৫ মার্চ ২০১০ ২৩:১৩ | 122.167.41.200
  • ছি ছি ছি।
    ছ্যাঃ

    অ্যামোনকি ছোঃ। ছোঃ ও। ও।

    দেশ জুড়ে গ্লোবাল কেঁচোবৃত্তি, কটনে ভয়ানক বিটিত্ব, লুরুতে ইন্ডিতে পরিপুর্ন জো,পদ্দে ফেটে যাচ্ছে আমাদের ঈশেনের দুনিয়া,... আর আপুনেরা, ক্ষি আর কইবো, আপুনেরা, ইইশ, .... আপুনেরা টিগটিগি নিয়া .....

    ওফ।
  • Tim | ০৫ মার্চ ২০১০ ২৩:১৩ | 198.82.24.29
  • হ্যাঁ এইত্তো রেসিপি পেয়েছি। ডিমের কুসুম দিয়ে ম্যারিনেট করে নাও। তারপর ছাঁকা তেলে ভাজলেই মনে হয় খাওয়া যাবে।
  • d | ০৫ মার্চ ২০১০ ২৩:১৩ | 117.195.39.50
  • না না ডিমে ওরা মরে না তো। স্রেফ পছন্দ করে না গন্ধটা। তবে তুমি গোটা ঘরের মেঝেয় ডিম ভেঙে ছড়িয়ে রেখ দেখতে পারো। অজ্ঞান হলেও হতে পারে।
  • Tim | ০৫ মার্চ ২০১০ ২৩:১২ | 198.82.24.29
  • টিকটিকি খেতে কেমন কে জানে। নইলে রান্নাও করে ফেলতে পারো।
  • tkn | ০৫ মার্চ ২০১০ ২৩:১১ | 122.162.42.153
  • আমারও ঐ, প্রথম হাত অভিজ্ঞতা। ডিমের খোলা কাজে দেয়, তবে এমার্জেন্সীতে দেবে কিনা জানিনা।

    কিন্তু ব্যাঙ আর কথাই কয় না কেন? টিকটিকিটাই বাটি চাপা দিয়ে দিল নাকি তাকে?
  • d | ০৫ মার্চ ২০১০ ২৩:১১ | 117.195.39.50
  • স্যান তুমি আম্রিকা গেলে দেশ থেকে পর্যাপ্ত জুতো কিনে নিয়ে যেও। সেখানে কিডস সেকশান ছাড়া তোমার মাপে পাবে না। সে ভারী সমস্যা।
  • byaang | ০৫ মার্চ ২০১০ ২৩:১১ | 122.172.49.149
  • ও বাটি আমি আবার রাখবো নকি! মাথা খারাপ! আর এটা একটা পেটমোটা টিকটিকি, ইনি আমার বাড়িতে বংশবিস্তার করুক, আমি মোটেও চাই না। এসএসের বুদ্ধিটা অ্যাপ্লাই করার মত নার্ভের জোর পাচ্ছি না। তেকোনার বুদ্ধিটা কাজের মনে হচ্ছে। আমি যদি একটা ডিম ফাটিয়ে রেডি থাকি, বাটিটা ফট করে তুলেই ওর গায়ে ডিমের কুসুমটা ঢেলে দি, তাহলে কি মরবে সাথে সাথে বা অচৈতন্য হবে?
  • d | ০৫ মার্চ ২০১০ ২৩:০৯ | 117.195.39.50
  • আচ্ছা টিকটিকিটা কি বুটি বুটি না ডোরা দাগওয়ালা? কতটা লম্বা?
  • kd | ০৫ মার্চ ২০১০ ২৩:০৭ | 59.93.205.19
  • টিকটিকি তাড়ানোর অব্যর্থ উপায় - ডিমের খালি খোলা দেওয়ালে আটকে দাও। এক্সপেরিমেন্টালি ঘরের একটা দেওয়ালে লাগাও, টিকটিকিরা সেই দেওয়ালে আসবে না কিন্তু অন্য দেওয়ালে ঘুরে বেড়াবে।

    দিস ওয়ার্কস। ফার্স্টহ্যান্ড এক্সপিরিয়েন্স।
  • tkn | ০৫ মার্চ ২০১০ ২৩:০৫ | 122.162.42.153
  • কেষ্টা নামক পুরাতন ভৃত্য সব বাঙালীর ঘরে আছে বলে ওদের ধারনা। রবিঠাকুর পড়া টিকটিকিস
  • san | ০৫ মার্চ ২০১০ ২৩:০৪ | 115.117.197.85
  • ইয়ে, আমারো পায়ের সাইজ তিন। তো?
  • byaang | ০৫ মার্চ ২০১০ ২৩:০৪ | 122.172.49.149
  • বসন্তের ভাট পড়েই তো এই সর্বনাশ হোলো আমার। বাড়ি ফিরে দখিনা বাতাস খাওয়ার জন্য বারান্দার দরজা খুলতেই টিকটিকিবাবু ঢুকে পড়লেন। যাদের চোখের পাতা নেই, সেই সব প্রাণীতে আমার সাংঘাতিক অ্যালার্জি।
  • tkn | ০৫ মার্চ ২০১০ ২৩:০৪ | 122.162.42.153
  • এ হেঃ বাটি চাপাটা না পড়েই লিখে দিয়েছি। হ্যাঁ, ঐ বাটিটাকে আস্তে আস্তে দেওয়ালের দিকে স্লাইড করে নিয়ে গিয়ে ওর ওপর তোমার শিলনোড়া চাপিয়ে দাও। যতই লাফাক বেরোতে পারবেনা। দুদিন পরে অক্সিঅভাবেই ঘুচে যাবে লাফালাফি (বড় নৃশংস পদ্ধতি)
    আমার বাড়িতে মাঝে মাঝেই টিকটিকি আসে যায় তো! থাকলেই বা ক্ষতি কি। তবে ইয়ে, বাঁচুক বা মরুক ও বাটি আর ব্যাভার কোরো না ঃ-)
  • san | ০৫ মার্চ ২০১০ ২৩:০৩ | 115.117.197.85
  • এই কাঁচা ডিমের কেসটা আমার মাও ট্রাই করেছিল। কোন লাভ হয়নি। এখন আমাদের বাড়িতে ডিমও থাকে, টিকটিকিও থাকে।
  • d | ০৫ মার্চ ২০১০ ২৩:০২ | 117.195.39.50
  • কিন্তু কেষ্টার জীবরা কেষ্টার বাড়ীতে না থেকে আমাদের বাড়ী আসে কেন?
  • SS | ০৫ মার্চ ২০১০ ২৩:০১ | 131.193.196.148
  • ঐ জন্যই তো লিখলাম আস্তে আস্তে স্লাইড করে....

    বাটিটা কয়েক মিলিমিটার ফাঁক করে কার্ডবোর্ডটা তলায় ভরুন। ভয় পেলে চলবে না।
  • tkn | ০৫ মার্চ ২০১০ ২৩:০১ | 122.162.42.153
  • ব্যাঙ, বাড়িতে ডিম আছে? তাহলে ডিমটা ভেঙে ভেতরের তরলটা ফ্রিজে সেভ কর আর টিকটিকিটা যে কোনে ঢুকছে সেখানে খোলাটা রেখে দাও। ওরা ডিমের গন্ধ সহ্য করতে পারবে না। বেরিয়ে এলে ঝুলঝাড়ু দিয়ে তাড়া করে নিয়ে যাও আউটলেটের দিকে। বার করে দাও
  • Du | ০৫ মার্চ ২০১০ ২৩:০০ | 65.124.26.7
  • মাথার ওপর তুলে ধরে কার্ডবোর্ডটা সরিয়ে নাও। বাস তোমার রাজা হওয়া আটকায় কে?
  • Arpan | ০৫ মার্চ ২০১০ ২৩:০০ | 112.133.206.20
  • বুদ্ধিতে বেস্পোতি! দুদিন অমনি রেখে দাও না। অক্সিজেন না পেয়ে এমনি মারা যাবে।

    কিন্তু ঘরে একটা টিকটিকি থাকলে এমন কী ক্ষতি। বেচারা কেষ্টার জীব!
  • d | ০৫ মার্চ ২০১০ ২৩:০০ | 117.195.39.50
  • কি দেখে ছুটছে? যা দেখছে, সেটা সরিয়ে ব্যালকনিতে দিয়ে এসো। অথবা দাঁড়াও দাঁড়াও ওর পিত্তি চড়ে গিয়ে থাকতে পারে , তাহলে চিরতার রস খাওয়াতে হবে। আর যদি ওর জীবনেও বসন্ত এসে থাকে, তাহলে তুমি ওর দিকে তাকিও নাকো।
  • byaang | ০৫ মার্চ ২০১০ ২২:৫৯ | 122.172.49.149
  • বাটিটা তুললেই তো ছোটাছুটি করবে!
  • byaang | ০৫ মার্চ ২০১০ ২২:৫৮ | 122.172.49.149
  • এসএস, কার্ডবোর্ড ঢোকাতে গেলে যাদি ফাঁক গলে টিকটিকিটাও বেরিয়ে আসে? ব্যাটা আবার বেডরুমের মেঝেয় অধিষ্ঠান করছে। আমি ভয়ের চোটে ছেলের ঘরে ঠাঁই নিয়েছি। কাল সকালে কি করবো?
  • SS | ০৫ মার্চ ২০১০ ২২:৫৭ | 131.193.196.148
  • ছুটে বেড়াচ্ছে? এক্ষুণি যে বল্লেন বাটি চাপা দেওয়া আছে!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত