ওহ, জ্যাজ। আলোচনা গাড়ী থেকে গানবাজনা-র দিকে শিফ্ট করল নাকি।
Arijit | ০৫ মার্চ ২০১০ ১২:৪২ | 61.95.144.122
সায়েন্স সিটির পিছনে কোথায় আগুন লেগেছে শুনলুম?
Arijit | ০৫ মার্চ ২০১০ ১২:৩৯ | 61.95.144.122
হ্যাঁ - মার্কেট সেগমেন্ট। ওইটাই মারুতি/সুজুকির রেভোলিউশন বলতে পারো। ৮০০ দিয়ে শুরু। ভারতে গাড়ির মার্কেটকে পুরো উল্টেপাল্টে দিয়েছিলো।
Arijit | ০৫ মার্চ ২০১০ ১২:৩৮ | 61.95.144.122
আরে বেস্ট কোয়ালিটি বিরিয়ানী চাইলে তাইলে তো মারুতি আর হন্ডা/নিসান না করে মারুতি আর বিএমডাব্লু করতুম। করিম্স/ঝুপ্স == হন্ডা/মারুতি ঃ-)
Arpan | ০৫ মার্চ ২০১০ ১২:৩৬ | 204.138.240.254
মার্কেট সেগমেন্টের কথা ভাবুন কমরেড।
. | ০৫ মার্চ ২০১০ ১২:৩৬ | 125.18.104.1
তুমি তো মারুতির সাথে করিম্সের তুলনা কর নি। ঝুপ্সের সাথে তুলনা করছিলে।
Arijit | ০৫ মার্চ ২০১০ ১২:৩৪ | 61.95.144.122
সে মারুতিও কোয়ালিটি গাড়ির জন্যে বিখ্যাত নয়। মারুতি বিখ্যাত অ্যাফোর্ডেবল গাড়ির জনে;-)
. | ০৫ মার্চ ২০১০ ১২:৩২ | 125.18.104.1
করিম্স বিরিয়ানির জন্য বিখ্যাত নয়।
Arijit | ০৫ মার্চ ২০১০ ১২:৩২ | 61.95.144.122
সুইফ্ট আর আই-টোয়েন্টির মধ্যে বল্লে আমি সুইফ্ট বলবো। কিন্তু সুইফ্ট আর জ্যাজ হলে নো ডাউট জ্যাজ (দাম আলাদা, কিন্তু সাইজ বা ক্যাটেগরিতে এক)। এস-এক্স-ফোর বা সিভিকের মধ্যে এক কথায় সিভিক।
Arijit | ০৫ মার্চ ২০১০ ১২:৩০ | 61.95.144.122
শুরুতেই তো বল্লাম - কম দামে অনেক ফীচার দেয় - কম্পিটিটরের (হুন্ডাই, ফিয়াট ইত্যাদি) চেয়ে। এবং সেই কারণেই ফীচারগুলোর কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে। করিম্সেও বিরিয়ানী পাওয়া যায়, সেক্টর ফাইভের ঝুপসেও। দুটোই বিরিয়ানী, দুটোতেই বড় এক পিস্ মাংস দেয়। কিন্তু...
Arijit | ০৫ মার্চ ২০১০ ১২:২৮ | 61.95.144.122
খুব ছোট জিনিস - ড্রাইভার আর প্যাসেঞ্জার সীটে ওই চোখে আলো পড়া আটকানোর জন্যে ফ্ল্যাপটা - নড়িয়ে দেখবে খুব ডিসক্রীট স্টেপ মুভমেন্ট - একজায়গায় দাঁড় করালে সেটা থেমে যায় না, ওর পছন্দমত একটা পোজিশনে দাঁড়ায় - খুব অল্প হলেও।
de | ০৫ মার্চ ২০১০ ১২:২৬ | 59.163.30.5
মারুতি ওয়াগন আরের কোয়ালিটি আমার তো খারাপ লাগেনি ঃ)), তবে আগেই তো বল্লাম চার-পাঁচ লাখি গাড়ির সঙ্গে দশ-বারো বা তারো বেশী-দামের গাড়ির তুলনা আমি কত্তেই যাবো না! সেম রেঞ্জে টাটা ইন্ডিকা বা হিয়ুন্ডাই ইত্যাদী আমি চালিয়েছি -- আমার কিন্তু ওয়াগন আরের নিউ মডেলটা এদের সবার চেয়ে ভালো লেগেছে -- তবে গাড়ি সম্বন্ধে পসন্দ আপনা-আপনা ঃ))
Arijit | ০৫ মার্চ ২০১০ ১২:২৫ | 61.95.144.122
সার্ভিস কোয়ালিটি নিয়ে আমার কিছু বলার নেই - কারণ এখনও অবধি আমি ডিলার ওয়ার্কশপেই যাই। এবং সেখেনে কাস্টমার সার্ভিস ম্যানেজার বলে সব্বাইকে ১০ রেটিং দিতে!
সাইকেলের ছোঁয়া লাগলে বাম্পার খুলে যাওয়া, দেড় বছরের মাথায় ফ্যানবেল্ট ক্ষয়ে যাওয়া - এগুলো সার্ভিসিং-এর ব্যাপার তো নয়, গাড়ির কোয়ালিটি। ইভেন, আমার ধারণা সুইফ্টের ডিজাইনে গলদ আছে - ডানদিক বাঁদিকে শার্প টার্নে এদিক ওদিক দেখতে বেশ কসরৎ করতে হয় - সেটাও এতেই প্রথম দেখছিঃ-(
Arpan | ০৫ মার্চ ২০১০ ১২:২১ | 204.138.240.254
অরিজিত। সার্ভিস কোয়ালিটি নিয়ে বলছি শুধু। এটা ডিপেন করে। আমি যেখান থেকে কিনেছি এবং সার্ভিসিং করাই সেইটা এ-ক্লাস। এমনকি ফ্রিতে আমার অফিস থেকে লোক পাঠিয়ে গাড়ি নিয়ে সার্ভিসিং করে আবার ফেরত পাঠিয়ে দেয়। সত্যি অ'সাম।
Arijit | ০৫ মার্চ ২০১০ ১২:১৭ | 61.95.144.122
গাড়ির কোয়ালিটি বড় না ক'টা সার্ভিস সেন্টার রয়েছে সেটা বড়? মানে বিরিয়ানি খেতে হলে করিম্সে যাবো, নাকি আশেপাশে যে গাদা দোকান রয়েছে যেখানে তিরিশ টাকায় ফুল প্লেট দেয় দেড় মিনিটের মধ্যে সেখানে যাবো?
পসন্দ আপনা আপনা। আমি মারুতি ছাড়া আন্য যেগুলো চালিয়েছি তার ভিত্তিতে কোয়ালিটি নিয়ে বল্লাম।
Arpan | ০৫ মার্চ ২০১০ ১২:০৩ | 204.138.240.254
ভালো কথা। রাহুল মহাজনের বে হচ্ছে, না? মাইরি, সন্ধেতে লোডশেডিং হলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে।
Arpan | ০৫ মার্চ ২০১০ ১২:০২ | 204.138.240.254
ভয় নেই। ন্যাড়াদা নেটিব দেশের আদবকায়দায় শিগ্গির সিজনড হয়ে যাবেন। ঃ-)
de | ০৫ মার্চ ২০১০ ১২:০১ | 59.163.30.3
শমীককে ক", আমারো একই কথা, সার্ভিস সেন্টারের availability শুধু মানসিক শান্তি দেয়। আমারো নিয়মিত সার্ভিসিং (যেটা কিনা খুব efficient, far more efficient than honda or so) ছাড়া আর কখনো কোন কিছুর দরকার পড়ে নি। আশেপাশের লোকজনকে হন্ডা নিয়ে প্রায়ই হা-হুতাশ কত্তে শুনি কিনা, সারা বম্বে তে হাতে গোনা কয়খান সার্ভিস সেন্টার --সে¾ট্রাল, সাউথ মুম্বইয়ের লোকেদের উজিয়ে নভি-মুম্বই অব্দি যেতে হয় সার্ভিসিং এর জন্য--অতি জঘন্য ইন-এফিসিয়েন্ট সার্ভিস! পানভেলে যে সেন্টারটা রয়েছে, সেটার ডীলার রাহুল মহাজন, সেটা এক্কেরে দু-নম্বরি কাজকম্মোতে ভত্তি !
lcm | ০৫ মার্চ ২০১০ ১১:৪৭ | 69.236.183.240
গাড়ী নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, বছরে রেজিস্ট্রেশন ফি (dmv) ফি কত? বা, লাইসেন্স ফি এবং অন্যান্য আনুসঙ্গিক ফি কত? এখানে আমার একটা গাড়ীর রেজিস্ট্রেশন বিল আজ এসেছে। একটু বাড়িয়ে দিয়েছে মনে হল।
ন্যানোতে সেই যে চলতে চলতে আচমকা আগুন লেগে যাচ্ছিল, সেসব থেমেছে?
Samik | ০৫ মার্চ ২০১০ ১১:৩০ | 122.162.75.200
আমারো মারুতি ওয়্যাগনার। চার বচ্ছর ধরে চালাচ্ছি, ভীষণ খুশি পারফরমেন্সে। বাড়ির চারপাশে অজস্র অথরাইজ্ড সার্ভিস সেন্টার, এই ব্যাপারটাই আমাকে মানসিক শান্তি দেয় খুব। দু একবারের বেশি যাবার দরকার পড়ে নি, নিয়মিত সার্ভিসিং ছাড়া।
টাটা ইন্ডিকা টিন দিয়ে তৈরি। দিল্লি এনসিআরে একটা টাটা ইন্ডিকাও যদি কেউ দেখাতে পারে যার পেছনটা তোবড়ানো নেই, আমি তাকে করিম্সে খাওয়াবো। ও তো মনে হয় আঙুল দিয়ে টিপলেও তুবড়ে যায়।
Arpan | ০৫ মার্চ ২০১০ ১১:২৬ | 204.138.240.254
তবে, টাচউড, আমার এসব কিছু হয়নি। দিব্যি চলছে। এসিটা এবার মনে হল কেমন কমজোরি। সার্ভিসিঙের সময় দেখাতে হবে।
Arpan | ০৫ মার্চ ২০১০ ১১:২৪ | 204.138.240.254
অরিজিত। বাকি সব নিয়ে ক।
Arijit | ০৫ মার্চ ২০১০ ১১:২৩ | 61.95.144.122
হ্যাঁ, এল-২৩৮ আছে। এল থাকলেই হবে তো;-)
pi | ০৫ মার্চ ২০১০ ১১:২২ | 72.83.210.50
এল বাসগুলো নেই আর ?
dipu | ০৫ মার্চ ২০১০ ১১:২২ | 61.12.12.83
ওই বাঘ দেখে আমি ভাবতুম ওগুলো সব ফরওয়ার্ড ব্লকের বাস।
pi | ০৫ মার্চ ২০১০ ১১:২১ | 72.83.210.50
বাঘ ছাপ বাস তো আমি এবার ও গিয়ে দেখে এসেছি। ছবিও তুল্লাম তো। তাই মনে আছে।
dipu | ০৫ মার্চ ২০১০ ১১:২১ | 61.12.12.83
মার্কেটে কুড়ি পয়সাও নেই।
pi | ০৫ মার্চ ২০১০ ১১:২০ | 72.83.210.50
টাটা সুমো তো পুরো আরশোলার মত কথায় কথায় উল্টে যায় ! কতগুলো সুমোন অ্যাকসিডেন্ট যে শুনেছি ! সবচে সাঙ্ঘাতিক লেগেছিলো রেমো ফার্নাণ্ডেজের দলের বেলায়। আগের দিন ফেস্টে ফাটিয়ে গান বাজনা শুনিয়ে গ্যালো ছেলেপুলেগুলো, ফাটিয়ে তালি দিলো জনতা। পরের দিন হস্টের্লের পাশেই মেডিক্যাল সেন্টারের সামনে তাদের সার সার মৃতদেহ । লক্ষ্ণৌ যাবার পথে সুমো উল্টেছিল।
Arijit | ০৫ মার্চ ২০১০ ১১:২০ | 61.95.144.122
পিক আপ দিয়ে বাকি জিনিসের কোয়ালিটি ঢাকবে কি করে? প্রতি সার্ভিসিং-এ মাডফ্ল্যাপের বোল্টগুলো লাগানো হয়, পনেরোদিনের মধ্যে খুলে পড়ে যায়। সিট কভার লাগানোর জন্যে সিট খুল্ল, তাপ্পর সিট লাগাতে গিয়ে ভিতরের ক্লিপ ভেঙে গেলো। ছয় বছরে একবারও হন্ডার ফ্যানবেল্ট পাল্টাতে হয়নি (পুরো বয়স ধরলে সেটা নয় বছরের পুরনো ছিলো) - এখানে দেড় বছরের মধ্যে পাল্টাতে হল - ভয়ংকর ক্যাঁচ ক্যাঁচ করছিলো। ভিতরের অ্যাক্সেসরিজগুলো দেখলে কেমন খেলনা খেলনা লাগে...
Arpan | ০৫ মার্চ ২০১০ ১১:১৯ | 216.52.215.232
* বাসের
Arpan | ০৫ মার্চ ২০১০ ১১:১৮ | 216.52.215.232
লাল এল বাসগুলি কী ভালো ছিল। একটা বাঘের মাথার ছবি থাকত বাসে গায়ে। রাজ্য পরিবহণ সংস্থার লোগো।
saikat | ০৫ মার্চ ২০১০ ১১:১৬ | 202.54.74.119
টিকিটও আর কুড়ি পয়সার নেই। ঃ-)
pi | ০৫ মার্চ ২০১০ ১১:০৮ | 72.83.210.50
বাস টাসের ইচ্ছা আমার কোনোকালে নেই। আমি সেরেফ কন্ডাকটর হতে চেয়েছিলাম। ছোটোবেলায় আসলে আমার একটা জিনিসে ভারি ধন্দ লাগতো। বাস কষ্ট করে চালাচ্ছে ড্রাইভার। কন্ডাকটর কেমন হাওয়া খেতে খেতে চলেছে আর হাওয়া খাওয়ার জন্য সবাই টাকা দিচ্ছে কন্ডাকটরকে।ভারি পচ্ছন্দ হয়েছিল কাজটা। তবে, এই টাকার ব্যাপারটার জন্য ই পছন্দ ছিল কিনা বলতে পারিনা। মূল আকর্ষণ ছিল ব্যাগটা। সে আমলে বইমেলা ঢোকার আগে একটা লেক্সপো ভিসিট বরাদ্দ থাকতো।কন্ডাকটরের ব্যাগ তো আর পেলুম না। বায়না করে এমন একটা ব্যাগ কিনেছিলাম যেটা ঐ কন্ডাকটরের ব্যাগের সাথে সবচে মেলে। ঐ লম্বা হাতল আর অর্ধবৃত্তাকার শেপে। সেইটে গলায় ঝুলিয়ে , ব্যাগ ভর্তি জমানো টিকিট নিয়ে , ওঃ তখন সব কত্ত কত্ত কুড়ি পয়সার টিকিট ছিল, আমাদের বাড়ি থেকে সিঁথি মোড়ের টিকিট। তখন তো ডাকতার দেখাতে হোক কি বনফুল মাসির বাড়ি যেতে হোক, কি সার্কাস দেখতে , সব ঐ সিঁথিমোড়, তাই কুড়ি পয়সার টিকিট খুব খুব জমতো। আর ঐ ব্যাগ গলায় ঝুলিয়ে, ব্যাগ ভর্তি জমানো টিকিট নিয়ে বাড়িএ জানলার তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শার্সি চাপড়ে চাপড়ে চীৎকার চলতো ... টবিন রোড, সিঁথিমোড়, চিড়িয়ামোড়, শ্যাম বা-জা-আ-আ-র
ব্যাগটা এবার গিয়ে খুঁজে পেলাম। তবে একটাও টিকিট নেই।
nyara | ০৫ মার্চ ২০১০ ১১:০৬ | 203.110.238.16
সার্ভিস সেন্টারের অ্যাভেলিবিলিটি দেখে যদি গাড়ি কিনতে হয়, তাহলে সে গাড়ি রিলায়াবিলিটির দিক থেকে না কেনাই ভাল।
Arpan | ০৫ মার্চ ২০১০ ১১:০৪ | 216.52.215.232
আর সুইফটের পিক-আপ যাতা!
Arpan | ০৫ মার্চ ২০১০ ১১:০২ | 216.52.215.232
তখন লাল মারুতি দেখলে লোকে এমন করত যেন রাস্তা দিয়ে মিস ওয়ার্ল্ড হেঁটে যাচ্ছে।
de | ০৫ মার্চ ২০১০ ১১:০২ | 59.163.30.3
অ্যাকচুয়ালি, আমার মারুতি সার্ভিস সেন্টারের অ্যাভেলেবিলিটি খুব পছন্দ, লং ড্রাইভে বেরোলে--( যা কিনা আমরা মাঝে-সাঝেই গিয়ে থাকি) , কোন প্রবলেমে খুব কার্য্যকরী --
মারুতি প্রথম যখন বেরিয়েছিল, আমাদের এক বন্ধু ঠেকে এসে বলল, 'আজ বেলেঘাটায় একটা মারুতি আমায় ধাক্কা মারল।' ঠেকের সবাই এক সঙ্গে জিগেস করেছিল, 'মারুতিটা কেমন আছে?'
Arijit | ০৫ মার্চ ২০১০ ১০:৫৭ | 61.95.144.122
বম্মার কি দুটো বাড্ডে? কাল ছিলো তো, কিন্তু ওক্কুটে আজও দেখাচ্ছে...
Arijit | ০৫ মার্চ ২০১০ ১০:৫৬ | 61.95.144.122
সে তো গোটা ভারতে সংখ্যা দেখলে মারুতি পয়লা নং। কারণটা হল (১) কম দামে প্রচুর ফীচার দেয় আর (২) প্রতি গলিতে মারুতি ঠিক করার লোক মেলে।
আমার সন্দটা সেই সব ফীচার আর গাড়ির ওভার-অল কোয়ালিটি নিয়ে। এবং সেটা নিজের এক্ষপিরিয়েন্সের (মারুতি এবং হন্ডা, নিসান ইত্যাদি) ওপর ভিত্তি করে।
de | ০৫ মার্চ ২০১০ ১০:৫৬ | 59.163.30.3
বম্ম, হ্যাবাড্ডি! খুব ভালো থেকো আর দুটো ললিপপ দিলাম, এট্টা তোমার আর আরেট্টা ঋভুর!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন