প্রেমের কাঁথায় আগুন! তিনি কাল গেছেন, পরশু ফিরবেন। পিতাপুত্রের ফোনালাপের মধ্যে আমার আঁ আঁ চিৎকার (স্প্রেয় করার সময়ে চেঁচিয়ে ভয় কাটাচ্ছিলুম) তিনি শুনতে পাচ্ছিলেন কিনা, তাই শুধোলেন চেঁচানোর হেতু।
aka | ০৬ মার্চ ২০১০ ০০:৪৩ | 168.26.215.13
ডেনড্রাইট তুলতে।
d | ০৬ মার্চ ২০১০ ০০:৪৩ | 117.195.39.50
তার্পিন তেল দিয়ে যেন কি একটা এক্সপেরিমেন্ট করতাম? সেকেন্ড ইয়ারে ছিল।
m | ০৬ মার্চ ২০১০ ০০:৪২ | 173.26.17.106
তার্পিন তেল কি কাজে লাগে? মানে এখন মনে পড়ছে না।
san | ০৬ মার্চ ২০১০ ০০:৪২ | 115.117.197.85
তার্পিন তেল দিয়ে টিকটিকি ঘষা হবে। তা ভালো। টিকিটার স্কিন বেশ উঙ্কÄল ও মোলায়েম হবে কালেদিনে ঃ-)
d | ০৬ মার্চ ২০১০ ০০:৪১ | 117.195.39.50
কিন্তু তোমরা বাড়ীতে অ্যাসিড, তার্পিন তেল, এইসব কেন রাখো???
m | ০৬ মার্চ ২০১০ ০০:৪১ | 173.26.17.106
তোমাদের কি প্রেম সুচেতনা!হংকং এ বসেও বিভুকে সব খবরাখবর দাওঃ)))
byaang | ০৬ মার্চ ২০১০ ০০:৪০ | 122.172.49.149
আকাজী, ফির টিকিসমেত দড়ি ক্যায়সে উঠায়া যায়ে???
san | ০৬ মার্চ ২০১০ ০০:৪০ | 115.117.197.85
ব্যাংদি -
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
byaang | ০৬ মার্চ ২০১০ ০০:৩৯ | 122.172.49.149
ডেন্ড্রাইট তার্পিন তেল দিয়ে ঘষলে উঠে যায়। মানে আমি একবার সেইভাবে তুলেছিলাম আর কি, সেই জন্য বললাম।
d | ০৬ মার্চ ২০১০ ০০:৩৯ | 117.195.39.50
হায় আকাবাবু, দড়িটা কে তুলবে? আর টিকিরে দড়ির ওপরে ফেলবেই বা কে? তার আগেই যদি ডেনড্রাইট শুকিয়ে যায়? কি তাড়াতাড়ি শুকায় জান?
(কিস্যু জানে না)
aka | ০৬ মার্চ ২০১০ ০০:৩৮ | 168.26.215.13
হাঃ হাঃ হাঃ এই আমার প্রসেসের ভেরিফিকেশন। মানুষে চটি টেনে তুলতে পারলে না, টিকিও নিজেরে টেনে তুলতে পারবে না।
byaang | ০৬ মার্চ ২০১০ ০০:৩৭ | 122.172.49.149
স্যানবালিকে, আমি জীবনেও বিভীষণের কাছে কোনো পরামর্শ চাই নে। তিনি গায়ে পড়ে পরামর্শ দিলে গাঝাড়া দি। আজও চাই নি, শুধু ঘটনার গভীরতাটা জানিয়ে দিলাম।
d | ০৬ মার্চ ২০১০ ০০:৩৪ | 117.195.39.50
ঘরের মধ্যে (বা বাইরে) ডেনড্রাইটের শ্রাদ্ধ কখনও কোরো না কোরো না আ। আমি একপাটি জুতোর শুকতলায় এই অ্যাত্ত অ্যাত্ত ডেনড্রাইট ঢেলে শুকোতে দিয়েছিলাম। সে জুতো মেঝের সাথে একেবারে গেঁথে যায়। তাকে আর তুলতে পারি নি। এখনও বোধহয় গুরগাঁওয়ের সেই বাড়ীটার ছাদে আছে সেই একপাটি।
san | ০৬ মার্চ ২০১০ ০০:৩৩ | 115.117.197.85
ডিঃ এর মানে এই নয় যে ব্যাংদি হংকং এ থাকা কোনো ব্যাটাছেলের কাছে পরামর্শ চাননি ;-)
ডিঃ, মঃ
pi | ০৬ মার্চ ২০১০ ০০:৩৩ | 128.231.22.89
এইবার সমস্যার একটা কিনারা করতে পারছি বলে মনে হচ্ছে। ব্যাটা প্রিণ্টার ও ব্যাটাচ্ছেলে।
byaang | ০৬ মার্চ ২০১০ ০০:৩৩ | 122.172.49.149
সিরিয়াসলি পাই, সম্ভব হলে প্রিন্টারের নম্বর দিস, অ্যায়সান ঝাড় দেবো না!!
dipu | ০৬ মার্চ ২০১০ ০০:৩২ | 59.164.191.211
একটা বাগ আর একটা সিংগি ছিল। ক্লাসে। কই, কখনও চাপ হয়নি।
byaang | ০৬ মার্চ ২০১০ ০০:৩১ | 122.172.49.149
সিকিউরিটির লোকগুলো ব্যাটাছেলে, তাই ওদের দ্বারা কোনো কাজের কাজ হবে না। রাজনৈতিকভাবে ভুল কথা বলার জন্য ক্ষমা চেয়ে নিলাম।
pi | ০৬ মার্চ ২০১০ ০০:৩১ | 128.231.22.89
তোমার সাথে প্রিন্টারের আলাপ করিয়ে দিচ্ছি। একবার এগুলো শোনাবে ফোনে ? জানিনা, আর কিসে কাজ হবে ঃ(
m | ০৬ মার্চ ২০১০ ০০:৩০ | 173.26.17.106
বাগ সিংগি আমি খুব ভালোবাসি(বেড়ার ওধারে) কিন্তু সাপের আসলে কোনো বেড়া নাইঃ((
Arpan | ০৬ মার্চ ২০১০ ০০:২৮ | 112.133.206.20
অ। কাজের লোক ছুটিতে। সমিস্যে নাই। ভোরভোর ইন্টারকমে সিকিউরিটির লোগেরে ডাইকো।
byaang | ০৬ মার্চ ২০১০ ০০:২৮ | 122.172.49.149
রেগে আছি কারন ভুতো আমাকে যে কা গু ৫ দিলো তার ভিতর কম করে ৮টা পাতা প্রিন্ট হয় নি, পাতাগুলো পুরো সাদা, ফলে আগেপরের লেখাগুলো আধাখামচা । আমার সত্তরের শেষের পাতাগুলো নেই।
ভুতোর সাথে তো দেখা হচ্ছে না, তাই তোর উপর রেগে গেছি।
pi | ০৬ মার্চ ২০১০ ০০:২৭ | 128.231.22.89
ও হ্যাঁ, কেন চটেছো ?
pi | ০৬ মার্চ ২০১০ ০০:২৭ | 128.231.22.89
তুমি চটে গেলে কথা কও না ? বিভীষণ বাবু তো সৌভাগ্যবান এবং জগতের অনেক পুরুষের ঈর্ষার পাত্র হবেন মনে হয়। ঃ)
Tim | ০৬ মার্চ ২০১০ ০০:২৬ | 198.82.24.29
ব্যস, আমার প্রসেসটাও প্রুভ্ড হয়ে গ্যালো। পেটেন্ট করিয়ে রাখতে হবে। স্যানই সইতে পাচ্ছেনা তো তুচ্ছ টিকটিকি।
aka | ০৬ মার্চ ২০১০ ০০:২৬ | 168.26.215.13
পৃথিবীতে দুই ধরণের ভাল কবিতা হয় এক, ভাল কবির ভাল কবিতা, আর দুই, ডিডির কবিতা। ভাল কবি তো অনেক, ডিডি এক। আপনি দু চারটে না লিখলে তো শুক্কুরবারটা কেমন জানি লাগে। সবই সেগমেন্টেশন, আপনার র বাউ কয়েছেন। ঃ)
tkn | ০৬ মার্চ ২০১০ ০০:২৬ | 122.162.42.153
:-o ঃ-)
san | ০৬ মার্চ ২০১০ ০০:২৫ | 115.117.197.85
পাইদির পোস্ট পড়ে আমার চোখ কান নাক ভোঁ ভোঁ কচ্ছে
Tim | ০৬ মার্চ ২০১০ ০০:২৫ | 198.82.24.29
ছিঃ, কুকুরে ভয় পাস?
byaang | ০৬ মার্চ ২০১০ ০০:২৪ | 122.172.49.149
টিঘেন, ডোরাকাটা এবং ছোপছোপ ঘ ঃ-))
san | ০৬ মার্চ ২০১০ ০০:২৪ | 115.117.197.85
সে তো আম্মো ডাইনোসরের সামনেও নির্ভয়ে দাঁড়াতে পারি। কিন্তু কুকুরে কী ভয় পাই !
Tim | ০৬ মার্চ ২০১০ ০০:২৩ | 198.82.24.29
দিস ইজ কল্ড পাইজ টিকটিক। ব্যাংদি এইটা রেকর্ড করে টিকটিকিকে শোনাও।
byaang | ০৬ মার্চ ২০১০ ০০:২৩ | 122.172.49.149
পাই, তোর উপর আমি এমন চটে অছি না, যে রাগে কথা বলতেই ইচ্ছে করছে না।
tkn | ০৬ মার্চ ২০১০ ০০:২২ | 122.162.42.153
ব্যাং!!! সত্যি??? ঘ না গ?
pi | ০৬ মার্চ ২০১০ ০০:২২ | 128.231.22.89
বোঝো! কি বলে ! পছন্দ হয়নি বলে কানে তোলেনি ! আরে কানে না তুলেই পছন্দ হয়নি বুইলে ক্যামনে? আর কানে তুললে পছন্দ হতনা তাই বা বুঝলে ক্যামনে? না বুঝলে সেকথা বল্লে ই বা ক্যামনে? বুঝিয়ে দাও। তুমি না বল্লে বোঝাবে ক্যামনে? না বল্লে কানে তুলবো ই বা ক্যামনে ? আর কানে না তুল্লে বুঝবো ক্যামনে ? ক্যামনে ? ক্যামনে ? ক্যামনে ? বুঝলে কি ? সমস্যার গভীরতা ?
Tim | ০৬ মার্চ ২০১০ ০০:২২ | 198.82.24.29
ঘুমন্ত সরীসৃপে ভয় পায়না। নট ব্যাড।
ডিডিদা কবিতাগুলো ভাটেই লিখছে।
byaang | ০৬ মার্চ ২০১০ ০০:২২ | 122.172.49.149
মিঠু আমি বাঘের সাথে ও লড়ে যেতে পারি, কিন্তু চোখ খোলা সরীসৃপ দেখলেই হাঁটু কাঁপে।
dd | ০৬ মার্চ ২০১০ ০০:২১ | 122.167.41.200
আরেঃ আকা এম্নি ভীতু? এম্নি?
আরে, রামো কহঃ। এ তো আমরই মতম। বিলকুল।
বাগ? হাস্তে হাস্তে (ঘটী? তাইলে এট্টা চন্দোবিন্দু দ্যান, একস্ট্রা অ্যান্ড ফালতু) পোগা মাগোড় দ্যাখলে খাডের উপর স্ট্যান্ড আপ? !!!
হা,হা,হা, আমি তো হাস্তে হাস্তে মরি। ঈ ক্ষি এ কৌতুখ।
(আম্মো, এম্নি করি।)
byaang | ০৬ মার্চ ২০১০ ০০:২০ | 122.172.49.149
থ্যাংকু কমরেড অপ্পনভাই। আমি টিকেন ও এসএসের বুদ্ধি গ্রহণ করিয়াছি। কাজের মেয়ে ছুটিতে।
aka | ০৬ মার্চ ২০১০ ০০:১৯ | 168.26.215.13
আরে খিল্লি কোথায়? একটু আউট অফ বাক্স ছিল। লোকে বুইতে পারছে না, সেটা আমার দোষ? কাজে লাগাবেন লাগান, না লাগালে একবছর বাদে দোকান থেকে কিনতে হবে, তখন ঠিকই বিশ্বাস করবেন। নাঃ লোকের উপকার একেবারেই করতে নেই। রেসিপি দিলাম হল না, ভালো উপায় বাতলালাম তাও হল না। এদের তুমি ক্ষমা করো প্রভূ।
আমি এনি ডে আরশোলা,টিকটিকি,উচ্চিংড়ে, শুঁয়োপাকা ইত্যাদির চাইতে কেন্নো আর কেঁচো প্রচন্ড ঘেন্না পাই। ভয় যদি কিছুতে পাই সে হলো সাপ- এছাড়া সব নস্যি।
Arpan | ০৬ মার্চ ২০১০ ০০:১৭ | 112.133.206.20
এতক্ষন সব সিরিয়াস কথা কয়েছি। এখন একটা ফাজলামো মেরে শুতে যাই।
কমরেডদি, দুগ্গা নাম কইর্যা শুইয়্যা পড়েন। তারপরে সকালে যেই আসুক, কাজের লোক বা মর্নিং শিফটের জমাদার, তারে বাকি কাজটা আউটসোর্স কইর্যা দ্যান।
আউটসোর্সিং বিনা দুনিয়া অচল। টিং টং।
byaang | ০৬ মার্চ ২০১০ ০০:১৫ | 122.172.49.149
অ, ওটা খিল্লি ছিলো? আর আমি কিনা সরলমনে বিশ্বাস করে বসলুম!!
tkn | ০৬ মার্চ ২০১০ ০০:১৫ | 122.162.42.153
আমি হলে যেমতি কয়েছি তেমনি করব ১। বাটি অল্প ফাঁক ২। বোতল উজাড় করে স্প্রে ৩। চাপা এবং শিল চাপা ৪। আকার পদ্ধতির স্টেপ ৪-এর ২ (কাল সকালে বাটি তুলে নিস্তেজ টিকিকে বাইরে বিদায়)
আকার পুরো পদ্ধতিতে গ্রীণ সিগন্যালাম না কারণ-
১। আমার বাড়িতে অত ডেনরাইট নাই ২। ওসব লাগিয়ে দড়ি ধরে বসে থাকলেই হবে না, তাতে হাওয়া লাগিয়ে তারপরে টাইমলি বাটি তুলে টিকটিকি বার করে তাকে আটকে চেপে দিতে হবে একটু। নইলে মনে হয় না আটকাবে ৩। অত খাটুনির দরকার হবে বলে মনে হয় না ঃ)
san | ০৬ মার্চ ২০১০ ০০:১৫ | 115.117.197.85
বুঝসি। আকাদার ব্রেনওয়াশ কমপিলিট। ঃ-((((
এই হয়।
pi | ০৬ মার্চ ২০১০ ০০:১৪ | 128.231.22.89
আমি ইতিহাসে পোচ্চুর নম্বর পেয়েছিলাম। কারণ আর কিছুই না। আমার বক্তব্য গুলো ঐ জোন্স , থাপার ইত্যাদি ঐতিহাসিকের নামে চালিয়ে এসেছিলুম। আর হ্যাঁ, মনে পড়লো। কোটেশন গুলো 'সবুজ' কালিতে দিতুম। অর্থাৎ আমি যখন দশম শ্রেণী, আমি যখন শাড়ি, তখন থেকেই ইতিহাস পরিবর্তন করে চলেছি।
aka | ০৬ মার্চ ২০১০ ০০:১২ | 168.26.215.13
যুগান্তকারী আইডিয়ার কোন কিউসি হয় নাকি? না কোন ভেরিফিকেশন হয়? যত্তসব।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন