এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ০৬ মার্চ ২০১০ ২২:৩৭ | 99.165.171.34
  • ধুর। আমি আমার থেকে অনেক বড় না হলে, একই ওয়ার্ক প্লেস/ইন্টার‌্যাকশন স্ফিয়ার হলে আদপেই আপনি বলি না।
  • . | ০৬ মার্চ ২০১০ ২২:৩৭ | 115.117.228.231
  • কুড়ি বছরের প্রেম প্লাস বিয়ে যদি সাক্সেস হিসেবে পরিগণিত হয়, তবে এটুকু কইতে পারি, যে "তুই" দিয়ে শুরু করে ব্যাপারটা মন্দ হয় নি। এখনও "তুই"ই চলছে। ঃ-P
  • Ishan | ০৬ মার্চ ২০১০ ২২:৩৬ | 173.26.17.106
  • আব্বে অপ্পন wii এর কি হল?

    (এবার নাম ধরে ধরে জিগাবো)
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:৩৬ | 112.133.206.20
  • তুমি কি অপরিচিত ছিলে?
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:৩৫ | 112.133.206.20
  • কতদিন অপরিচিতদের সাথে বাংলায় কথা বলি না! ঃ-(((
  • Ishan | ০৬ মার্চ ২০১০ ২২:৩৫ | 173.26.17.106
  • আম্মো আমাদের নন্দন ইশকুলে টিচারদের তুমি বলেই ডাকতাম। কলেজে বন্ধুবান্ধবদের প্রথম থেকেই তুই বলে ডেকেছি। বন্ধুর বন্ধুদের তুমি-টুমি দিয়েই শুরু করেছি।

    কিন্তু এক্কেবারে নতুন লোকের সঙ্গে আলাপে তুমি? সেই ২২-২৩ থেকেই একদম নো-নো।
  • Du | ০৬ মার্চ ২০১০ ২২:৩৫ | 72.64.99.217
  • সিম্পলি হাই বললে কি ক্ষতি?
  • . | ০৬ মার্চ ২০১০ ২২:৩৫ | 115.117.228.231
  • অপ্পন কি প্রথম সাক্ষাতে আমারে "আপনি" বইলা ডাকসিলা?
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:৩৪ | 112.133.206.20
  • আমি একটা পোটেনশিয়াল কেস তুই দিয়ে শুরু করায় এক অভিজ্ঞ সমবয়সী দশ সেকেন্ড ধরে ৎচু ৎচু ৎচু করে আক্ষেপ করল আর বলল তুমি দিয়ে শুরু করতে পারলি না। কেসটা বেশিদূর এগোয়নি ইভেনচুয়ালি।
  • m | ০৬ মার্চ ২০১০ ২২:৩৩ | 173.26.17.106
  • অপ্পন,আমিও । কাল থেকে সেই কথাটাই বলেছিলাম- দুজন অপরিচিত লোক 'আমার' মতে প্রথম আলাপ টা আপনি বলেই শুরু করতে পারে।
    আর সেই জন্যে দশক টশক পেরিয়ে আমি উত্তমকুমারের আমলে গিয়ে ঠাঁই পেলামঃ(((
  • san | ০৬ মার্চ ২০১০ ২২:৩৩ | 219.64.64.242
  • তোমাদের তো সাদাকালো পর্দায় দেখিনা। তুমি তো সেটা জানতে চাইলে ঃ-(
  • . | ০৬ মার্চ ২০১০ ২২:৩২ | 115.117.228.231
  • আহা! সবাই সবাইকে বলবে কেন? অল্পবয়সীর তুমি তুই করেই ডাকে। আরও মজার ব্যাপার হল, বাচ্চারা আজকাল টিচারদের "স্যার, তুমি" "ম্যাডাম, তুমি" করে ডাকে। এটা আমাদের সময় ছিল না।
  • Ishan | ০৬ মার্চ ২০১০ ২২:৩২ | 173.26.17.106
  • অক্ষদার শুধু ঢাক পেটানো। ফান্ডা দেবার নাম নেই ওদিকে।
  • san | ০৬ মার্চ ২০১০ ২২:৩২ | 219.64.64.242
  • ব্ল্যাংকিকে আমি আজ আরেকটা আইডিয়া দিয়েছি। এখানে নোট করে রাখি। বলেছি , মেয়েটির অফিস সংক্রান্ত কিছু নিয়ে আলাপ জমাতে। ইম্প্রেস করবার চেষ্টা হচ্ছে একদম না বোঝাতে। খুব নীরস অফিস, কাছারি, রেজুমে পাঠানো বা তার ফলোআপ বা কোনো কাল্পনিক বন্ধুর পাওয়া অফার সংক্রান্ত ইনসাইডার ইনফর্মেশন ইত্যাদি ইত্যাদি ঃ-))))) খুবই আনরোম্যান্টিক কিছু। কিন্তু কাজে দেয়।
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২২:৩২ | 122.167.249.66
  • একেবারে উত্তমকুমার! আমরা কি দোষ করলাম? উত্তমকুমারের তুলনায় ছোত্তোই তো। কত্ত কত্ত লোকেকে আপনি বলে নিয়ত ডাকাডাকি করি।
  • kc | ০৬ মার্চ ২০১০ ২২:৩১ | 89.203.49.18
  • 'তুমি; না বলাই ভাল। 'আপনি' থেকে 'তুমি' তারপর 'তুই' তে যে ডিমোশোনের ডান্ডা, এটা বেশ ভালরকম স্মৃতিচারণ যোগ্য, বড়ই নস্ট্যালজিক, তাই ভবিষ্যতের কথা ভেবে আপনি বলাই ভাল।
  • Ishan | ০৬ মার্চ ২০১০ ২২:৩১ | 173.26.17.106
  • ট্রেনে-বাসে আমার বয়সী একটা গুঁপো লোক আমাকে দুম করে "একটু সরে বোসো তো' বললে হেবি খচে যাব। ডেফিনিটলি।
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:২৯ | 122.252.231.12
  • আমি প্রথম আলাপে এবং অপরিচিত লোক হলে আপনি বলতে/শুনতে প্রেফার করব। সমবয়সী হলেও।
  • a x | ০৬ মার্চ ২০১০ ২২:২৯ | 99.165.171.34
  • কাজের ইনফো দেয়না!!! কাজের?? ইনে্‌ফা?? কাজের ইনফো?? দেয়না?? বলতে পারলে? এই সমস্ত লাইফ চেঞ্জিং ডিসিশানের ইনফো সেই কাল থেকে দিয়ে দিয়ে দিয়ে দিয়ে লোকে পাতার পর পাতা ভরিয়ে ফেলল আর তুমি বলছ দেয় না??!
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২২:২৮ | 122.167.249.66
  • না না স্যান ঠিক বলে নি। তবে "আমাদের বয়সী" বলল বলে প্রতিবাদ কল্লাম না। শুধু সাদাকালো ছবির পাত্রপাত্রীর বয়স জিগেস করলাম।
  • san | ০৬ মার্চ ২০১০ ২২:২৮ | 219.64.64.242
  • আপনি কোনোজন্মে শুনিনি। রাস্তাঘাট ইত্যাদিতে আসলে মনে হয় না আদৌ অন্য লোকের কথা মন দিয়ে শুনেছি বলে। তবে আপনি শুনলে মনে থাকত।

    পামিতাদি, হ্যাঁ সাদাকালোতে উত্তমকুমারদের শুনিছি তো।
  • Ishan | ০৬ মার্চ ২০১০ ২২:২৮ | 173.26.17.106
  • কিন্তু wii এর কি হল?

    কেউ একটা কাজের ইনফো দেয়না।
  • m | ০৬ মার্চ ২০১০ ২২:২৭ | 173.26.17.106
  • জেনে ভালো লাগলো রাস্তায়,দোকানে বাজারে সবাই সবাইকে চেনা অচেনা নির্বিশেষে তুমি বলে ডাকাডাকি করেঃ)
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:২৭ | 112.133.206.20
  • আরে আফিস যাওয়া বাদ দাও। আর ভালো মাছ আনতে আমাকেও আগে দশ কিমি দৌড়তে হত।
  • a x | ০৬ মার্চ ২০১০ ২২:২৭ | 99.165.171.34
  • তবে হ্যাঁ, আমার একটিও প্রেম আপনি দিয়ে শুরু হয়নি। তবে তাহারা অচিরেই ঝরে গেছে, কাজেই গ্যারান্টি দিতে পারবনা।
  • . | ০৬ মার্চ ২০১০ ২২:২৫ | 115.117.228.231
  • স্যান মনে হয় ঠিকই বলেছে। আজ থেকে পাঁচ ছয় বছর আগে সমবয়সী কাউকে আমিও আপনি বলতাম না। এখনও অফিসের অনেককেই প্রথম আলাপে তুমি বলি। আবার কাউকে আপনি।
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২২:২৫ | 122.167.249.66
  • বড়ম, বাড়ির বাকিসব আলোগুলো কি নিভে গেছে আর কেউ জেগে নেই? রেডিওতে কি একটা ঘ্যাসঘেসে আওয়াজ ভেসে আসছে?
  • M | ০৬ মার্চ ২০১০ ২২:২৪ | 59.93.204.8
  • ওরে বাবা! আমার মনে হলো চম্মা দরকার আর হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে নিয়ে পরে ফেললাম ইদিকে ওটা ড্রয়ারে ছিলো আর স্পষ্ট মনে আছে আমি ড্রতে হাত লাগাই নাই।

    মা মাগো, এগুলো আমার সাথেই কেন হয়?
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২২:২৪ | 122.167.249.66
  • আচ্ছা, ব্ল্যাংকির অরিজিনাল প্রবলেমটা কি ছিল? আমারও খুব সাজেশন দিতে ইচ্ছে করছে।
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২২:২৩ | 122.167.249.66
  • মানে সাদাকালো সিনেমায় তোমাদের বয়সীদের আপনি বলতে শুনেছো?
  • m | ০৬ মার্চ ২০১০ ২২:২৩ | 173.26.17.106
  • ট্রেনেবাসে? রাস্তাঘাটে?বাজারে দোকানে?
  • a x | ০৬ মার্চ ২০১০ ২২:২৩ | 99.165.171.34
  • অ্যাস ইউসুয়াল, সেই আমার মাথাতেই এই ব্ল্যাংকের প্রবলেমরও সবচেয়ে চমকপ্রদ অথচ সহজ/সরল সমাধানটি মাথায় এসেছে।

    ব্ল্যাংক তুমি এক কাজ কর। বেশ কটি তুমি ইন্টেরেস্টেড না এমন মেয়ে বাছ ওখানে, তারপর রাফ কপি কর, মানে এই প্রতিটি সাজেস্টেড মেথড - স্যানের মেথড, ঈশানের মেথড, মিঠুর মেথড ইত্যাদি চালিয়ে যাও। একটা না একটা কাজে দেবে, যেটা কাজ করবে সেটা তারপর ঐ বিশেষ মেয়েটির খাতায় ফেয়ার কপি মানে ফাইনালি ঝেড়ে দাও! ব্যাস!
  • san | ০৬ মার্চ ২০১০ ২২:২২ | 219.64.64.242
  • ইন ফ্যাক্ট এর মধ্যে যে স্মার্টনেস বা চোখ ধাঁধানোর কিছু থাকতে পারে, তাও আমার চিন্তার অগোচর। কেননা বরাবর এমনটাই দেখে আসছি, সহজ ও স্বাভাবিক ।

    উফ্‌ফ আমি মনের দুঃখে কত বকে চলেছি। দুঃখু কেননা কাল আপিস যেতে হবে। ফের।
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২২:২১ | 122.167.249.66
  • নাহ, তা হয় না। আমি পুরোনো এয়ারপোর্টের মধ্যে দিয়ে একটা সরুমত শর্টকাট ধরে ঝাঁ করে আপিশ চলে যাই।
  • san | ০৬ মার্চ ২০১০ ২২:২১ | 219.64.64.242
  • এটা তো ঘটনা, যে আমি এই এতদিনে আমাদের বয়সী কোনো ছেলেমেয়েকে জেন্ডারনির্বিশেষে আলাপের সময় আপনি বলতে শুনি নি। কাউক্কে না। একটিও না। কলেজ টলেজ তো বহুদিন আগে কেটে গেছে সেসব ধরছিনা। অফিসে না, পার্টিতে না, এর ওর তার বাড়িতে না, কোথাও না। জাস্ট কোত্থাও না।

    শুধু সাদাকালো সিনেমায় দেখেছি ঃ-)
  • M | ০৬ মার্চ ২০১০ ২২:২০ | 59.93.204.8
  • বাপরে!আমি এখন ভাট সাগরে খাবি খাচ্চি, আর মাউস ক্লিকাতে কাতে হাত ব্যাথা।
    তবে যাই বলো বাপু নেল পালিশের গন্ধ ভালো হলেও খেতে অতি অখাদ্য,ওর চে লিপস্টিক , নিদেন মুড়ি ও ভালো খেতে।

    আর কলিরে (kk)থ্যাঙ্কু! আর আমার মন খারাপ থাকেই না প্রায়, হয় আর তা বুঝতে বুঝতেই চলে যায়।
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:১৯ | 112.133.206.20
  • ওঃ। সেসব তো উইকেন্ড অ্যাফেয়ার। বাকি পাঁচদিন তো দৌড়তে হয় না।
  • san | ০৬ মার্চ ২০১০ ২২:১৭ | 219.64.64.242
  • না না , আমার মেঘে মেঘে মধ্যবয়সের দিকে এগোচ্ছে। বলছিলাম তুমি অতীতে বাস করো, মানে মনে মনে। ঃ-)
  • san | ০৬ মার্চ ২০১০ ২২:১৬ | 219.64.64.242
  • এইটা পুরোই চাটগাঁ থেকে কবে এলের কেস হয়ে গেল ঃ-)))))
  • m | ০৬ মার্চ ২০১০ ২২:১৫ | 173.26.17.106
  • স্যান, তুমি কি ঘুরিয়ে আমাকে বৃদ্ধা আর নিজেকে কচি বলতে চাইলে?;)
    তবে অচেনা লোকের সঙ্গে প্রথম আলাপে সম্বোধনের ভদ্রতা দশকে দশকে বদলে যায় এইটা জানা ছিলোনা.. অবশ্য বাঙালি প্রগতি দৌড় দেখা থেকে গত সাত-আট বছর অনেকটা দূরে আছি..
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২২:১৫ | 122.167.249.66
  • ভালোমন্দ খেতে। ভালো মন্দ মাছ কিনতে। অ্যাপ্লায়েন্স কিনতে। মনে হয় ভারতনাট্যম শেখাতে কি ডাক্তারের খোঁজেও ঐ চত্বরে যেতে হবে, তবে এখনও ওসব লিস্টিতে ঢোকে নি।
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:১৪ | 122.252.231.12
  • গুড।
  • san | ০৬ মার্চ ২০১০ ২২:১৪ | 219.64.64.242
  • আরে তাই তো। ভুলেই গেছিলাম। মনে পড়ল এখন। এখনও বেশ ফাঁকা। মানে খুবই ফাঁকা।
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:১২ | 122.252.231.12
  • কীসের জন্য কোরামঙ্গলা দৌড়তে হয়?
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:১১ | 122.252.231.12
  • তুমি না। স্যান। ঃ-)
  • san | ০৬ মার্চ ২০১০ ২২:১১ | 219.64.64.242
  • আমি যদি চাইলেই ঝাঁ করে চলে যেতে পারতাম, তাহলে তো এখন আমি লুরুতেই থাকতাম ঃ-((((((((((((
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২২:১১ | 122.167.249.66
  • সারজাপুর খারাপ জায়গা না। ফাঁকা ফাঁকা। তবে কারণে অকারণে কোরামঙ্গলা দৌড়তে হয়। আমি উইপ্রোর আপিশে গেছিলাম তুমি কি করে জানলে?
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২২:০৯ | 122.167.249.66
  • স্যান যত্তদিন ব্যাঙালোরে যায় নি, আমিও প্রায় ততদিন আম্রিকায় যাই নি। অথচ কি দুস্তর তফাৎ। স্যান চাইলেই ঝাঁ করে চলে আসতে পারে। আমি, হায়।
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:০৯ | 122.252.231.12
  • তুমি উইপ্রোর অফিসে গেছিলে না?
  • san | ০৬ মার্চ ২০১০ ২২:০৮ | 219.64.64.242
  • শার্জাপুর একটি ধু ধু মরুভূমি ছিল। বছরখানেক আগে।এখন ক্যামন , কে জানে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত