'পরমার্শ' সম্পর্কে আমি কিছু বলবনা। ভদ্রতায় বাধে। কিন্তু সত্যি, আম্মো তো থ্যাংকু পেলামনা ঃ-(
Blank | ০৬ মার্চ ২০১০ ০১:২৬ | 59.93.200.83
সব্বই কোন এক টিকটিকি কে নিয়ে পরেছে। আর ইদিকে আমি যে কোন একটা কার যেন প্রেমে পরিচি, সেদিকে কোনো খেয়াল নেই কারুর ঃ(
a x | ০৬ মার্চ ২০১০ ০১:২৬ | 143.111.108.251
ওহ! হ্যাঁ সেটাও করতে পারেন। ফোন করে ওদের বলুন টিকটিকি আমার ওপর ক্রুয়েলটি ফলাচ্ছে, আমাকে অবিলম্বে এখান থেকে নিয়ে যাবার ব্যবস্থা করুন। দেখুন কি বলে।
pi | ০৬ মার্চ ২০১০ ০১:২৬ | 128.231.22.89
ডেনড্রাইট এককালে খুব পছন্দের পাত্র ছিল। এক তো অমন ম ম গন্ধ। তার উপর অমনি ঢেউখেলানো কেশাচ্ছাদিত একটা হ্যান্ডু লোকের মুন্ডু ওয়ালা মুটকি। টিউবের। কিন্তু কিশোরীবেলায় একটি অপ্রীতিকর ঘটনার পর থেকে এর সংস্পর্শ মোটামুটি বাঁচিয়ে চলি। মানে ভালোলাগার ঐ চটকাটা কেটে গেছে আর কি। হাতে একটা জায়গায় কেটে গিয়ে ছাল চামড়া উঠে গেছিলো। তারপর, ঐ যা হয়। সময়ের সাথে। সব ক্ষতের মত এও ঢাকা পড়ছিলো। ঐ লাল সরের মতন আস্তরণ টা কালে কালে কাঠিন্য লাভ করছিল। কেমন একটা খড়খড়ে টেক্সচার। হাত বুলিয়ে কী আরাম, আহা ! তা, আরাম হারাম হ্যায় এ তো কবি এবং আমার মা কবে থেকে পই পই করে বলে আসছেন। তাই হলো। ঐ হাত বোলাতে বোলাতে ই একদিন পট করে উঠে গেলো। একটু অকাল উৎপাটন ই বলা চলে। ক্ষতের তখনো কুসুমকোমল স্টেজ থেকে উত্তরিত হয় নাই। কিন্তু মূল চিন্তাটা হলো মা কে নিয়ে। ওখানে হাত দিয়েছি দেখলেই অ্যায়সান টিকটিক করতো, এখন এই ছাল ছাড়ানো দশা দেখলে আমার পিঠের ছাল আর আস্ত থাকবে না ! ঃ( যাহোক, মধুসূদন পরম করুণাময়। একটু ঘ্যানঘ্যান করতেই আমাকে বুদ্ধি বাতলে দিলেন। ডেনড্রাইট দিয়ে খসে পড়া অংশটাকে যথাস্থানে স্থাপন করলাম। দেড়দিন অব্দি মায়ের নজর এড়িয়ে কাটিয়ে মধুবাবুকে পোচ্চুর থ্যাংকু ঠ্যাংকু বললাম। এমনকি ওনার বরাদ্দ নকুলদানা র কোটায় চারটের জায়গায় পাঁচটা না ছ টা করা যায়, সে নিয়েও ভাবনাচিন্তা শুরু করে দিলাম। আর তখন ই টের পেলাম ব্যথাটা। ইনফেকশনে ভুগেছিলুম এক হপ্তা। তার চেয়েও বড় কথা, বেধড়ক পিটুনি খেয়েছিলুম। ঐ হাতটুকুনি বাদ রেখে আর সর্বত্র পিটুনি । ঃ(
SS | ০৬ মার্চ ২০১০ ০১:২৬ | 131.193.196.148
উফ্ একেই বলে টেলিপ্যাথি! এক্ষুণি লিখতে যচ্ছিলাম যে স্যান আর টিমকেও থ্যান্কু দেওয়া হয়নি।
byaang | ০৬ মার্চ ২০১০ ০১:২৫ | 122.172.49.149
মেনকা গান্ধি কি ডেন্ড্রাইট দিয়ে শিং লাগিয়ে দিলেন ফোন পেয়ে??
a x | ০৬ মার্চ ২০১০ ০১:২৫ | 143.111.108.251
তোমাকে দেবেই বা কেন? আমি আসার আগে অবধি তোমরা যা সব পরমার্শ দিচ্ছিলে!
d | ০৬ মার্চ ২০১০ ০১:২৫ | 117.195.39.50
না না একি অপবাদ!! ও তো আরেকটা ষাঁড়ের সাথে কুস্তি লড়ছিল। কিন্তু মেনকা গান্ধির ওখান থেকে বলল ষাঁড়টাকে ধরে পৌঁছে দিয়ে আসতে। ঃ((
byaang | ০৬ মার্চ ২০১০ ০১:২৪ | 122.172.49.149
অক্ষ, আর টিকি যে চোখের পাতা কামিয়ে আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে ছিলো, সেটা আমার প্রতি টিকির ক্রুয়েল্টি নয়??
Tim | ০৬ মার্চ ২০১০ ০১:২৩ | 198.82.24.29
আমাকেই দ্যায়নি তো অক্ষদাকে থ্যাংকু। হুঃ
san | ০৬ মার্চ ২০১০ ০১:২৩ | 115.117.197.85
শিং টাও কি তুমিই ভেঙেছিলে?
Tim | ০৬ মার্চ ২০১০ ০১:২৩ | 198.82.24.29
অজিতেশ নাকি?
a x | ০৬ মার্চ ২০১০ ০১:২৩ | 143.111.108.251
একিরে ভাই, কেউ থ্যান্কুও দেয় না কেন!
d | ০৬ মার্চ ২০১০ ০১:২২ | 117.195.39.50
ও হ্যাঁ ষাঁড়ও তো। আমি একবার একটা শিঙভাঙা ষাঁড়ের জন্যই মেনকা গান্ধিকে ফোনিয়েছিলাম তো।
san | ০৬ মার্চ ২০১০ ০১:২২ | 115.117.197.85
কেন, ব্যাংদি দুদিনের জন্য উটি ঘুরে আসবে !
byaang | ০৬ মার্চ ২০১০ ০১:২১ | 122.172.49.149
অ, তা প্রিভেন্ট করতে যারা আসবেন, তারা মানুষ হলেও অ্যানিমাল তো বটেক, তখন আকার প্রসেস ইমপ্লিমেন্ট করা হবে। টিউব টিউব ডেন্ড্রাইট তাদের হাতে মাখিয়ে দেওয়া হবে।
a x | ০৬ মার্চ ২০১০ ০১:২১ | 143.111.108.251
ধ্যাৎ সেতো ছিল অজিতেশ!
tkn | ০৬ মার্চ ২০১০ ০১:২১ | 122.162.42.153
ব্যাঙ, আগে জেনে নিও যাদের খবর দেবে তাদের শনিবার ওয়ার্কিং ডে কিনা। নইলে ঘরের মধ্যে তুমি, তোমার বাটি, বাটির নিচে টিকটিকি, ওপরে যত হ্যানো ত্যানো নিয়ে সোম্বার অবধি অপেক্ষা করতে হবে
SS | ০৬ মার্চ ২০১০ ০১:২১ | 131.193.196.148
ভাবতেই রোমাঞ্চ হচ্ছে, আগামীকাল সুব্যাঙ এর বাড়ীর সামনে PETA'র লোকজনেরা টিকটিকি হত্যার প্রতিবাদে জামাকাপড় খুলে দাঁড়িয়ে আছে।
Tim | ০৬ মার্চ ২০১০ ০১:২০ | 198.82.24.29
সৌমিত্রবাবুকেও খবর দিতে পারো। উনি ধরে স্টেজে নিয়ে যাবেন।
a x | ০৬ মার্চ ২০১০ ০১:২০ | 143.111.108.251
এবার বলুন ভাবতে পেরেছিলেন এত সহজ সমাধান আপনার সামনেই ছিল, শুধু অক্ষের অপেক্ষায়?
dipu | ০৬ মার্চ ২০১০ ০১:২০ | 59.164.191.211
আমার বাড়িতেও টিকটিকি কম নেই। অন্য কিছু চাই না, পেটাকে খপর দিয়ে দাও। আমি ঠিকানা, ফোন্নং সব দিতে রাজি।
Blank | ০৬ মার্চ ২০১০ ০১:২০ | 59.93.200.83
বাড়ি পাল্টাবার কথা বলচে সিওর
d | ০৬ মার্চ ২০১০ ০১:১৯ | 117.195.39.50
নাঃ মেনকা গান্ধি টিকি নিয়ে কারবার করেন না। উনি শুধুই কুকুর ও বিড়াল। কিছু খচ্চর, গাধা ও বাঁদরও। তবে তিকি, আর্শোলা ইত্যাদি নয়।
byaang | ০৬ মার্চ ২০১০ ০১:১৯ | 122.172.49.149
ফোনও চাই!! মানে টিকির গায়ে ফোন ছুঁড়ে মারবো??
a x | ০৬ মার্চ ২০১০ ০১:১৯ | 143.111.108.251
এই এইবার আরিয়া কাছাকাছি এসেছে! মেন্কা না। সোসাইটি ফর প্রিভেন্শন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল্স্। একটি ফোন করে এই পাতায় সাজেশনদত্ত কি কি করার পরিকল্পনা চলছে টিকটিকির ওপর শুধু সেইটে জানাতে হবে।
Arpan | ০৬ মার্চ ২০১০ ০১:১৯ | 112.133.206.20
ধুর, উনি তো দো পল কা জিনা না কীসব বলে গেছেন। হাত-পা সারা বডি নেড়ে।
byaang | ০৬ মার্চ ২০১০ ০১:১৮ | 122.172.49.149
ঠিকানা দিলেই কি হবে?
a x | ০৬ মার্চ ২০১০ ০১:১৭ | 143.111.108.251
আর কি লাগবে? ভাবুন ভাবুন। ঋত্বিক বলে গেছেন।
aka | ০৬ মার্চ ২০১০ ০১:১৭ | 168.26.215.13
মেনকা গান্ধীকে খবর দেওয়ার কথা কইছে। দুদ্দুর এদের নিয়ে যে কি করব।
SS | ০৬ মার্চ ২০১০ ০১:১৭ | 131.193.196.148
অক্ষদা মনে হয় PETA তে খবর দিতে চায়।
san | ০৬ মার্চ ২০১০ ০১:১৭ | 115.117.197.85
পেস্ট ক®¾ট্রালে খবর দিতে হবে?
a x | ০৬ মার্চ ২০১০ ০১:১৭ | 143.111.108.251
আর লাগবে একটি ফোন।
sayan | ০৬ মার্চ ২০১০ ০১:১৬ | 59.164.226.25
পেম অইল প্যান্টুতে হিসু করার মত। সকলেই দেখতে পাচ্চে ব্যাপারটা হচ্চে/হয়েচে কিন্তু একমাত্র যে করচে সেই বস্তুটার (পেমের) উষ্ণতা টের পাবে।
Arpan | ০৬ মার্চ ২০১০ ০১:১৬ | 112.133.206.20
গুরুর হিট কাউন্ট গত পাঁচ মিনিটে বীভৎস বেড়ে গ্যাছে! ঃ-)
a x | ০৬ মার্চ ২০১০ ০১:১৬ | 143.111.108.251
শুধু ব্যাংএর ঠিকানাটা লাগবে। আর কিস্সু না।
Blank | ০৬ মার্চ ২০১০ ০১:১৬ | 59.93.200.83
ঘরের সমস্ত পোকা মাকড় নিজে খেয়ে ফেল্লে আর টিকটিকি আসবে নি
a x | ০৬ মার্চ ২০১০ ০১:১৬ | 143.111.108.251
বলি তাইলে হ্যাঁ?
tkn | ০৬ মার্চ ২০১০ ০১:১৪ | 122.162.42.153
ভাবছে
byaang | ০৬ মার্চ ২০১০ ০১:১৪ | 122.172.49.149
অক্ষ, বাতাউচ্চি।
Tim | ০৬ মার্চ ২০১০ ০১:১৪ | 198.82.24.29
ও বুয়েচি। সাসপেন্স দিয়ে মেরে ফেলতে হবে। অসহ্য সাসপেন্স বলে একটা বইতে এসব লেখা আছে।
a x | ০৬ মার্চ ২০১০ ০১:১৪ | 143.111.108.251
আরে বলার পর সবাই বলবে, তাই তো এই জিনিসটি কেন আগে ভাবিনি!
aka | ০৬ মার্চ ২০১০ ০১:১৪ | 168.26.215.13
গ্লোবাল কমিউন। টিকি ও মানুষের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান। ঃ))
Arpan | ০৬ মার্চ ২০১০ ০১:১৪ | 122.252.231.12
ইয়েস্সার! জুলু জুলু টিল ডেথ। ঃ-))
Tim | ০৬ মার্চ ২০১০ ০১:১৩ | 198.82.24.29
বলছে না ক্যানো?!
san | ০৬ মার্চ ২০১০ ০১:১৩ | 115.117.197.85
টিকিকে পকাবু বলে গাল দিতে হবে?
sayan | ০৬ মার্চ ২০১০ ০১:১৩ | 59.164.226.25
অপ্পন্দা কি 01:04 AM'এর পোস্টে "জুলু জুলু টিল ডেথ' এর কথা কইলে! ইউ টু!!! ঃ-))
Blank | ০৬ মার্চ ২০১০ ০১:১৩ | 59.93.200.83
টিকটিকি ক্যারি করা খুব শক্ত। ন্যাজ ধরে ক্যারি করতে গেলে হাতে খালি ন্যাজ থাকে। টিকটিকি কেমন ন্যাজদান করে চলে যায়। ন্যাজ আবার নিজেই নড়ে। শুনেছি উহা শুষ্ক করে গুঁড়া করিয়া খাইলে খুব নেশা হয়
a x | ০৬ মার্চ ২০১০ ০১:১৩ | 143.111.108.251
বলব?
a x | ০৬ মার্চ ২০১০ ০১:১২ | 143.111.108.251
ভয়ংকর সোজা। পৃথিবীর সব বড় বড় সল্যুশন সাধারণত ঠিক এইরকম সিম্পল অ্যান্ড এলিগ্যান্ট হয়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন