অয়ন যেখানে উঠেছে সেইটা আমার বাড়ি থেকে গাড়িতে পাঁচ মিনিট।
san | ০৬ মার্চ ২০১০ ২২:০৪ | 219.64.64.242
এদিকে আমি কত্তদিন লুরু যাই নি ঃ-(
san | ০৬ মার্চ ২০১০ ২২:০৩ | 219.64.64.242
মাইরি মিঠুদি, তুমি একদেড় দশক ল্যাগে চলছ ঃ-)
Paramita | ০৬ মার্চ ২০১০ ২২:০৩ | 122.167.249.66
হুম
Arpan | ০৬ মার্চ ২০১০ ২১:৫৯ | 122.252.231.12
হালুমের পরিবর্তিত রূপ?
Paramita | ০৬ মার্চ ২০১০ ২১:৫৮ | 122.167.249.66
খাঁকারি
Arpan | ০৬ মার্চ ২০১০ ২১:৫৪ | 112.133.206.20
রোড, মুভি কেউ দেখেছে? এনি ফিডব্যাক?
Arpan | ০৬ মার্চ ২০১০ ২১:৫৩ | 112.133.206.20
তার উপরে কী গরম পড়েছে আজ! মিনি লু দিচ্ছিল দুপুরে।
byaang | ০৬ মার্চ ২০১০ ২১:৩৬ | 122.172.54.105
ঃ-))
m | ০৬ মার্চ ২০১০ ২১:৩১ | 173.26.17.106
কোনোদিকেই তেমন শান্তি নেই......
byaang | ০৬ মার্চ ২০১০ ২১:২৯ | 122.172.54.105
ঃ-))) সেই। হয় মা-বাবার জন্য দুশ্চিন্তা, নয়তো ছেলের জন্য!!
m | ০৬ মার্চ ২০১০ ২১:২৫ | 173.26.17.106
না চাইলে এসো না। যেখানে আছো সেখানে থাকো।
byaang | ০৬ মার্চ ২০১০ ২১:২২ | 122.172.54.105
ঐ "বাধ্য"টাই তো করতে চাই না ওকে।
m | ০৬ মার্চ ২০১০ ২১:১৭ | 173.26.17.106
প্রায়োরিটি ঠিক করো প্রথমে-তারপর সিদ্ধান্ত নাও। যাই ঠিক করো না কেন,ছেলেমেয়ে সব সময় ই আমাদের সিদ্ধান্ত মেনে নিতে 'বাধ্য'- তারপর খারাপ লাগা সে সঙ্গে সঙ্গে থাকবেই, তার থেকে সহজে মুক্তি নেই।
byaang | ০৬ মার্চ ২০১০ ২১:০৫ | 122.172.54.105
ঃ-)) জানো তো মিঠু আজ তোমার একটা লেখার কথা ভাবছিলাম। তুমি একবার লিখেছিলে না, দেশে ফিরে গেলেও তোমার খুব মনখারাপ হবে। ছেলের স্কুলের কথা মনে পড়বে! সব কিছু একই ভাবে চলবে, শুধু তুমি থাকবে না!
খুব দোটানার মধ্যে আছি। কোলকতায় ফিরে যাওয়া দরকার, বুঝতে পারি - নিজের জন্য, বুড়োবুড়িগুলোর জন্য, হয়তো বা ছেলের জন্যও। এইভাবে বিচ্ছিন্ন হয়ে থাকতে ভালো লাগে না, ছেলের জন্যও এইভাবে বড় হওয়া কতটা স্বাস্থ্যকর জানি না! কিন্তু সাহস, মনের জোর কিছুই পাই না। আবার ছেলেটা যে জীবনের সাথে মানিয়ে নিয়েছে, যে শহরটায় বেড়ে উঠছে, ওকে ঠাঁইনাড়া করতেও চিন্তা হয়! ওর কেমন লাগবে, ও কি মানিয়ে নিতে পারবে কোলকাতায় ফিরে গিয়ে, এইসব চিন্তা হয়! তোমরা হয়তো এগুলো আরো বেশি করে বুঝতে পারো, আমি তো তবুও দেশেই আছি!
m | ০৬ মার্চ ২০১০ ২০:৫২ | 173.26.17.106
হুতো এসে একটা শোকগাথা লিখবে আশায় আছিঃ)
byaang | ০৬ মার্চ ২০১০ ২০:৪৪ | 122.172.54.105
থ্যাংকু মিঠু। সে বেচারা দমবন্ধ হয়েই মরেছিলো।
Ishan | ০৬ মার্চ ২০১০ ২০:৪৪ | 173.26.17.106
আমার একটা ফান্ডা দরকার।
দেশে wii পাওয়া যায়? গেলে কোথায়, কত দাম ইত্যাদি।
m | ০৬ মার্চ ২০১০ ২০:৩৪ | 173.26.17.106
কাল রাতে ঘুমোতে পারি নি( ব্যাংএর জন্যে চিন্তায়)- সকালে উঠেই পাতা উলটে দেখতে বসেছি আপডেট আছে কিনা-যাক, সে পাপ বিদেয় হয়েছে দেখে শান্তি পেলামঃ))
কলেজ টলেজে পড়াকালীন সমবয়সীদের প্রথম আলাপেই অনেকে তুই বলে। তবে ব্ল্যাংক তোমার বয়েস নিশ্চয় ই ২৫ +। কাজেই প্রথম আলাপে একজন একেবারে 'অচেনা' মহিলাকে তুই বা তুমি বলাটা আমার কাছে খুব একটা স্বাভাবিক বলে মনে হয় না।উনি তোমাকে 'অসভ্য' ভাবতে পারেন।অবশ্যি মহিলা যদি তোমাকে আপনি বলার জন্যে পাগল ভাবেন তাহলে আলাপ আর বেশিদূর এগিয়ো না-আর আলাপ এগোলে তুই /তুমি তে শিফট করে যেওঃ)))
মানে প্রথম আলাপে প্রচন্ড স্মার্ট হওয়ার চে একটু বোকা বোকা থাকা ভালো। চোখ ধাঁধানোর জন্যে পরে অনেক সময় পাবে;) আর জনান্তিকে বলে রাখি, স্ট্রিট স্মার্ট ছেলেদের কদর মহিলামহলে প্রেমের জন্যে বেশ কমঃ))
santanu | ০৬ মার্চ ২০১০ ২০:২১ | 95.141.130.90
চলো যাই তে কদিন আগে আমার মা সুন্দরবন গেসলেন - বেশ ভালো
sana | ০৬ মার্চ ২০১০ ১৯:৪৪ | 58.106.29.26
চলো যাই বলে একটা আছে সুনছি,ওটা ভাল কি?
sana | ০৬ মার্চ ২০১০ ১৯:১৬ | 58.106.29.26
দেশে বয়সক মানুষ দের বেরাতে পাঠাতে হলে কোন ট্রাভেল এজেন্ট ভাল,কেউ বোলবেন? খুব দরকার।
san | ০৬ মার্চ ২০১০ ১৫:২৮ | 115.117.221.185
১) একটা টিকটিকিতে কতটা মাংস থাকে যা খেয়ে ব্যাংদির সোমবার অব্দি চলে যাবে? আজ দুপুর, রাত্তির, কাল দুপুর, রাত্তির। ছেলেও তো আছে।
২) ফুটকির প্যাঁচাওলা নতুন ফ্ল্যাট কোথায়? প্যাঁচা দেখতে একদিন আমি সেখানে বেড়াতে যেতে চাই।
৩) ব্ল্যাংকি , বাপু দয়া করে আপনি বলে কথা শুরু করিস না। আমাদের কালে কাছাকাছি বয়সের ছেলেপিলে আপনি বলে কথা শুরু করলে আমরা তাকে পাগল ভাবতাম। এখন বললেও ভাবব। তুই তো আরো ছোটো।
ইত্যাদি।
kd | ০৬ মার্চ ২০১০ ১৫:০১ | 59.93.211.85
আমি ও'দেশে যাওয়ার সময় টাটা-এআইজি করে যাই - প্রি-ট্রি নেই। আমায় করে দেয় প্রশান্ত ঘোষ (98314-01060) - কেমন কভারেজ ওই বলে দেবে - আমি শুধু জানি চার মাসের(min) আর হাজার কুড়ি টাকা।
পরের বছর থেকে আর করতে হবে না - মেডিকেয়ার শুরু হয়ে যাবে।
হ্যাঁ টাকা/পয়সার বদলে কয়েক শ/হাজার পেনি /ডাইম/ডলার হলেও মন্দ হয় না। তবে এখন উল্টে দিতে হচ্ছে ব্যাঙ্করাপ্ট সরকারকে।
Lama | ০৬ মার্চ ২০১০ ১২:৪২ | 117.194.224.87
তা জানি না। তবে আমার মাইনেতে যদি ভুল করে কয়েক হাজার এক্সট্রা পয়সা/টাকা মিশে যেত তাহলে বেশ হত
pi | ০৬ মার্চ ২০১০ ১২:৪২ | 72.83.210.50
আর একটা কথা বলেই কেটে পড়বো। সেটা হল, জনতার মনে কী পাপ , কী পাপ ! বলিহারি। আমি কি ব্ল্যাংকিকে শুধু ফুটলং পরার পরামর্শ দিয়েছিলুম ? একবার ও ? তাও খামোখা লোকজন ....
a x | ০৬ মার্চ ২০১০ ১২:৪০ | 99.165.171.34
পয়সা আবার ভুল করে মেশে কি করে! একি জামার হাতায় পকেট ছিল ঠাকুরের?
a x | ০৬ মার্চ ২০১০ ১২:৩৭ | 99.165.171.34
হ্যাঁ তেলাপোকা আর গোবি মাঞ্চুরিয়ান তো প্রায় একই রং। ভালোই বেশি ক্রিস্পি ক্রিস্পি হবে।
pi | ০৬ মার্চ ২০১০ ১২:৩৩ | 72.83.210.50
তবে কয়েন তো এমনি এমনি ই ভালো খেতে। ডালনা মাখিয়ে চুষলে বেটার লাগবে কি ? ঠিক বুঝতে পারছিনা।
Lama | ০৬ মার্চ ২০১০ ১২:৩২ | 117.194.224.87
ডালে বা ডালনায় পয়সা তো ভুল করে মিশে যেত। যে জিনিসটায় ইচ্ছে করে পয়সা মেশানো হত, সেটা ছিল হোলির দিনের ভাং- তামার পয়সা।
pi | ০৬ মার্চ ২০১০ ১২:৩১ | 72.83.210.50
তবে, আরশোলা পাবার ফ্রিকোয়েন্সি আবার বেশি ছিল কপির অন্য প্রিপারেশনে। গোবি মাঞ্চুরিয়ান।
a x | ০৬ মার্চ ২০১০ ১২:৩০ | 99.165.171.34
ঠাকুর বোধহয় ঐ কুয়ো বা পুকুর, যেখানে লোকে পয়সা ছোঁড়ে তার জল দিয়ে ডালনা বানাতেন!
Lama | ০৬ মার্চ ২০১০ ১২:২৯ | 117.194.224.87
আমাদের ফুলকপির ডালনায় যেটা বেশি পাওয়া যেত সেটা হল পাঁচ পয়সার কয়েন। হোস্টেলের ঠাকুরের ভাষায়, "আমার হাতে লক্ষ্মী আছেন'
Lama | ০৬ মার্চ ২০১০ ১২:২৮ | 117.194.224.87
শুনেছি টিকটিকির লেজ রোদে শুকিয়ে গুঁড়ো করে তামাকের সঙ্গে মিশিয়ে কলকেতে টানলে খুব ভালো ধুমকি হয়
pi | ০৬ মার্চ ২০১০ ১২:২৬ | 72.83.210.50
আমাদের ডালনায় পাওয়া গেছিলো। ফুলকপির। তবে ওটাতে বেশি ফ্রিকোয়েন্সি ছিল আরশোলা পাবার।
Lama | ০৬ মার্চ ২০১০ ১২:২৬ | 117.194.224.87
না না আমি তো ফার্স্ট ব্যাচে খেয়েছিলাম। তখনো ওটা পাওয়া যায় নি। থার্ড ব্যাচে আবিষ্কার হল, ততক্ষনে বেশির ভাগ লোকের খাওয়া হয়ে গিয়েছিল।
byaang | ০৬ মার্চ ২০১০ ১২:২৪ | 122.172.146.253
বাটির খোঁজ হচ্ছে কেন?
a x | ০৬ মার্চ ২০১০ ১২:২৪ | 99.165.171.34
থ্যান্কু দু, দেখব এটা।
byaang | ০৬ মার্চ ২০১০ ১২:২৪ | 122.172.146.253
তারপরেও সেই ডাল খেলি তোরা? ওটা দেখার পরও?
byaang | ০৬ মার্চ ২০১০ ১২:২৩ | 122.172.146.253
বললাম না, বাটিশুদ্ধু বাক্সের ভিতর ঢুকিয়েছি, আর সবশুদ্ধু ফেলে দিয়েছি!!
Lama | ০৬ মার্চ ২০১০ ১২:২৩ | 117.194.224.87
আমাদের হোস্টেলের ডালে একবার টিকটিকি পাওয়া গিয়েছিল। বড়ঠাকুরের কাছে শুনেছিলাম ডালে টিকটিকি, খুচরো পয়সা, পেরেক ইত্যাদি পাওয়া নাকি খুব স্বাভাবিক ব্যপার।
Arpan | ০৬ মার্চ ২০১০ ১২:২১ | 122.252.231.12
ঠিক আছে আমরা কোথায় খেতে বেরোচ্ছি সেইটা নাই বা বললাম আর।
বাটিটা কী করলে?
byaang | ০৬ মার্চ ২০১০ ১২:১৫ | 122.172.146.253
হ্যাঁ, তিনি দেহ রেখেছেন। পেট উল্টে, কালো হয়ে মরে পড়েছিলেন, লেজত্যাগ করেন নি অবশ্য। আমি এসএসের বুদ্ধিমত একটা সার্ফ এক্সেল এর মোটা কার্ডবোর্ডের বাক্স এক হাতে নিয়ে আর অন্য হাতে প্লাস্টিকের প্যাকেট পরে ধীরে ধীরে বাটিটা স্লাইড করে কাত করা কার্ডবোর্ডের বাক্সর মধ্যে ঢোকাচ্ছিলাম, দেখ্লাম থপ করে তিনি পেট উল্টে বাক্সর ভিতর পড়লেন। সাথে সাথে বাক্সর মুখ বন্ধ করে নিচে গিয়ে বিনে ফেলে এলাম। তারপর একপ্রস্থ লাইজল মোছা, দুইপ্রস্থ ডেটল মোছা আরো এক প্রস্থ সার্ফ এক্সেল প্লাস লাইজল মোছা করে এট্টু হাঁফ ছাড়তে এলুম।
আর আজ কেউ আমার সামনে খাওয়ার কথা বোলো নি। আমি সোমবারের আগে কিছু খেতে পারবো বলে মনে হয় না। পাজিগুলো ডেমো দিতেও এলো না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন