এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ২৩:৫৯ | 97.80.157.9
  • এক্কেরে কিলিয়ার। ব্ল্যাঙ্কি কি করবে বোঝাই যাচ্ছে - ভুলে যাবে !
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২৩:৫৮ | 122.167.249.66
  • তাহলে হাত দেখা ধরুক নয় ছবি তুলে দিক। এর চেয়ে ভালো নীঃ প্রেঃ নিঃ হয় না। আপনি-তুমির ফ্যাচাংও নেই।
  • m | ০৬ মার্চ ২০১০ ২৩:৫৫ | 173.26.17.106
  • স্মার্টনেস শেখানোর কোনো স্কুল আছে ভালো? সেখানে একটা ক্র্যাশকোর্স করে নিলে হয়ঃ)
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২৩:৫৩ | 112.133.206.20
  • জেনু কেস হলে তোতলাবার চান্স ১০১%। স্মার্টনেসের ঘটিবাটি চাঁটি।
  • san | ০৬ মার্চ ২০১০ ২৩:৫২ | 219.64.64.242
  • 'এগরোল-আ?' ফর শর্ট ঃ-)))))
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২৩:৫১ | 122.167.249.66
  • অত ঝামেলায় গিয়ে কাজ কি, "হাই দেয়ার, মাইন্ড টু গো ফর অন এগরোল" এরম বললে রেস্পন্স পাবে না বলছ?
  • m | ০৬ মার্চ ২০১০ ২৩:৫১ | 173.26.17.106
  • কোনো তাড়া নেই। আপনার সময়মত পাঠাবেন।
  • nyara | ০৬ মার্চ ২০১০ ২৩:৪৮ | 122.167.249.66
  • পাঠাব, তবে কবে হবে জানিনা। বই-গান সব এখনও বাক্সবন্দী। বেরোবার কোন চিহ্ন নেই।
  • m | ০৬ মার্চ ২০১০ ২৩:৪৬ | 173.26.17.106
  • যাকে চোখে দেখে মনে ধরলো- এইবার তারসঙ্গে আলাপ করার জন্যে একটা তুমি আপনি কিছু তো চাই ,নাকি?
  • san | ০৬ মার্চ ২০১০ ২৩:৪৫ | 219.64.64.242
  • পামিতাদি, প্রথম আলাপে আমাদের বয়েসি ( এইটা মনে হয় বোল্ড করে দিলে ভালো হয়) ছেলেমেয়েরা সমবয়সিদের আপনি বলে, না তুমি বলে, দ্যাট ইজ দ্য কোচ্চেন ঃ-)
  • m | ০৬ মার্চ ২০১০ ২৩:৪৪ | 173.26.17.106
  • কূল ও হতে পারে।যার ই হোক, সময় পেলে একটু পাঠাবেন।(অজয় চক্রবর্তী চাই না)
    আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম।
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২৩:৩৮ | 122.167.249.66
  • আপনি-তুমি।
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২৩:৩৫ | 122.167.249.66
  • প্রশ্ন হচ্ছে এরমধ্যে আপনি-আমির কেসটা এলো কি করে?
  • aka | ০৬ মার্চ ২০১০ ২৩:৩৪ | 24.42.203.194
  • ব্ল্যাংকির জন্য প্রসেস (ফুলপ্রুফ)

    স্টার্ট

    স্টেপ ১ঃ আলাপের আদিতে নাম, আগে নাম জান। কিকরে সেটাও বলে দিতে হলে অন্য প্রসেস লাগবে।

    স্টেপ ২ঃ এর পরেই ধাম।

    স্টেপ ৩ঃ বাড়ির লোকজনকে জানাও এই মেয়েটিকে পছন্দ হয়েছে আলাপ পরিচয়ে পছন্দ হলে বে করতে পার।

    স্টেপ ৪ঃ বাড়িতে বাড়িতে কথা হল।

    ডিসিশন বক্স

    স্টেপ ৪.১ ঃ সাড়া মিলল না। কাটিয়ে দিয়ে অন্য দিকে নজর দাও।

    স্টেপ ৪.২ঃ সিগনাল গ্রিন। ব্যাস সরকারী সাহায্যে ঘুরে ফিরে আলাপ পরিচয়, প্রেম ইত্যাদি কর।

    ডিসিশন বক্স

    স্টেপ ৪..১ ঃ জমল না। কদিন বাদে ভদ্র ভাবে কাটিয়ে দাও।

    স্টেপ ৪..২ ঃ জমে গেল। কবে বে করবে দুই বাড়িতে জানিয়ে দিয়ে যতদিন না বে করছ ততদিন জমিয়ে প্রেম করো।

    স্টপ

    তবে এরকম একটা আনরোমান্টিক প্রসেস কি আর বাজারে চলবে?
  • kc | ০৬ মার্চ ২০১০ ২৩:৩৪ | 89.203.49.18
  • বোঝো, আর এদিকে আমার কাছে বারুইপুরের কিছু পাবলিকের সুত্রে খপর আছে যে তিনি নাকি একজনের সঙ্গে স্টেডি আছেন পেরায় বছর তিনেক।
  • nyara | ০৬ মার্চ ২০১০ ২৩:৩৪ | 122.167.249.66
  • 'ভুল করে এসে মাঝদরিয়ায়'? নাকি 'কূল ছেড়ে এসে মাঝদরিয়ায় পিছনের পানে চাই' গানটার কথা বলছেন? যেটা অজয় চক্রবর্তী পরে রেকর্ড করেছিলেন। সেটার অরিজিনালটা আছে। কিন্তু মনে পড়ছে না ওটা বাণী কোনারের কিনা। কিরকম যেন মনে হচ্ছে দীপঙ্কর চট্টোপাধ্যায়ের। তবে মহিলা কন্ঠও হতে পারে।
  • san | ০৬ মার্চ ২০১০ ২৩:৩১ | 219.64.64.242
  • ব্ল্যাংকি আদৌ কিছু করবে বলে 'আমার' বোধ হয় না।

    অর্থাৎ মেয়েটির সঙ্গে আলাপ জাতীয় কিছু করবে বলে। এমনি অনেক কিছুই করবে যেমন মাল খাবে, দুঃখের গান শুনবে, গুরুতে এসে দুটি দুখি পোস্ট করবে ইত্যাদি ইত্যাদি।
  • m | ০৬ মার্চ ২০১০ ২৩:৩০ | 173.26.17.106
  • গল্প একলাইনের, উনি কাল এসে জানিয়েছেন যে কাসেলরকের(একটি আপিশ) একটি নাম না জানা মেয়েকে দেখে ওনার উতলা এসেছে। কি করবেন বলে দীর্ঘশ্বাস ফেলায় সবাই কি করে আলাপ করা যায় সেই সম্পর্কে সুচিন্তিত মতামত দিচ্ছেন।
    ক্লিয়ার?
  • kc | ০৬ মার্চ ২০১০ ২৩:২৯ | 89.203.49.18
  • কিন্তু, ব্ল্যাঙ্কি কি করবে সেটা ব্ল্যাঙ্কি কখন বলবে?
  • m | ০৬ মার্চ ২০১০ ২৩:২৮ | 173.26.17.106
  • ন্যাড়াবাবু আপনার কাছে বানীকোনারের আমি ভুল করে এসে মাঝদরিয়ায় গানটা আছে?
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ২৩:২৭ | 97.80.157.9
  • সকালে (১১ঃ৫৫এম) ঘুম থেকে উঠেই ভালো ভালো পোস্ট পড়ছি। কেউ একবার পুরো গল্পটা বলে দাও, শুনে উঠে দাঁত মাজতে যাব।
  • san | ০৬ মার্চ ২০১০ ২৩:২৬ | 219.64.64.242
  • না রে এক্কেবারে নেই। তোদের ভাট হবে , আমি মিস করব ঃ-(((((((
  • pi | ০৬ মার্চ ২০১০ ২৩:২৬ | 72.83.210.50
  • দীপুর সাথে ক।

    আর ওসব কোনো ফর্মুলাও হয় না। ইন্টারকশনের পর যেমন ইচ্ছে হল, তুমি তু তে বা আপনিটা তুমি তে গড়ায় এমনি এমনি ই । তার উপর ,সব তো কেবল নিজের ইচ্ছে ই নয়, অন্যজন কি বলে সম্বোধন করলো সেটাও ব্যাপার।
    আমার বয়সী, বা একটু বড় কেউ আমাকে তুমি বল্লে , আমি তাকে খুব কম কেসেই আপনি বলবো।
    আর বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দিয়ে শুরু হলে, অনেক সময় ই বড় যিনি, তিনি আপনি টা কাটিয়ে দিতে বলেন, আমি নিজেও বলি অনেককে কাটাতে, সেই কেস গুলোতে তো রীতিমতন বলা কওয়া করেই ট্রান্সিশন টা হয়।
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ২৩:২৫ | 97.80.157.9
  • হ্যাঁ পুরো গল্পটা ভালো করে শুনে নি। তারপর এক্সপার্ট ওপিনিয়ন দেব। অনেকবার প্রেমে পড়েছি, যাকে বলে নার্সারি থেকে শুরু।
  • dipu | ০৬ মার্চ ২০১০ ২৩:২৫ | 59.164.191.14
  • ভালো কথা, স্যান্দি, আগামী একমাসের মধ্যে লুরু আসার চান্স আছে?
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২৩:২৫ | 122.167.249.66
  • ঐ এক ঘন্টায় খুব এক্সপ্লিসিট ডাকাডাকি হয় নি।
  • m | ০৬ মার্চ ২০১০ ২৩:২৫ | 173.26.17.106
  • দিনকাল সত্যি ই খারাপ- এইবার আমার যুগের তুফান মেল তুফান মেল গাইতে গাইতে বিদায় নিতে হবেঃ)
  • Lama | ০৬ মার্চ ২০১০ ২৩:২৪ | 117.194.224.129
  • গু চ-র লোকদের মধ্যে আমার তুই বলার তালিকায় আছে ভূতো, হুতো, সইকত আর অরিজিৎ

    আপনি বলার তালিকায় কাবলিদা, রঞ্জন্দা ইত্যাদি

    বাকিদেরগুলো ঠিক মনে পড়ছে না।
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২৩:২৩ | 122.167.249.66
  • তবে পাশের সিট থেকে যা শুনলাম অনেক ফাঁক ফোকর আছে। কেউ একটু খোলসা করে বললে ভালো হত।
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২৩:২৩ | 112.133.206.20
  • কল্লোলদা কী বলে ডাকে?
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২৩:২১ | 122.167.249.66
  • গু চ-র লোকেদের মধ্যে আমি একমাত্র ভুতোকে তুই বলে উঠতে পেরেছি। আমাকে কেউ পারে নি। মানে আমি কি ভারিক্কি।
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ২৩:২১ | 97.80.157.9
  • ধূর ম। সে আমি গেস করেছিলাম। সেই ভদ্রমহিলা কে?
  • dipu | ০৬ মার্চ ২০১০ ২৩:২০ | 59.164.191.14
  • ও হ্যাঁ, বড় মানে ন্যাড়াদার লেভেল ওব্দি তুমি। তার ওপর আপনি ঃ-)
  • m | ০৬ মার্চ ২০১০ ২৩:২০ | 173.26.17.106
  • একজন ভদ্রমহিলা।
  • san | ০৬ মার্চ ২০১০ ২৩:২০ | 219.64.64.242
  • না 'যে কারোর বাবামা' কে আপনি বলো এখন শুনে একটু খিল্লি করলাম আর কী। সত্যি , দিনকাল ভাল নয়। মানে মানে চুপ করে যাওয়াই ভাল মনে হয় ঃ-)
  • m | ০৬ মার্চ ২০১০ ২৩:১৯ | 173.26.17.106
  • আর আমি তুই বলতে পছন্দ করি না- তুমি বলি না এরক্ম কোথাও বলেছি কি?
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ২৩:১৯ | 97.80.157.9
  • আমার প্রশ্নটার কেউ উত্তর দিলো না। ব্ল্যাঙ্কির ইয়ে কে?
  • aka | ০৬ মার্চ ২০১০ ২৩:১৯ | 24.42.203.194
  • ন্যাড়াদা, ছোটবেলার স্মৃতি ভুসি বলে কি কাটিয়ে দেওয়া যায়? স্মৃতি রোমন্থনে রোমন্থনটাই আসল স্মৃতি নয় (ইহা কে বলেছিলেন?) ঃ)))
  • dipu | ০৬ মার্চ ২০১০ ২৩:১৮ | 59.164.191.14
  • কিছু একটা বললেই তো হয়। এত লোড নেওয়ার কী হল!

    অপরিচিত ছোটদের তুই, সমবয়সী তুমি এবং বড়দের আপনি দিয়ে শুরু করি। সময়ের সঙ্গে সঙ্গে তুমি আর আপনিটা পাল্টাতে পারে। ব্যাস।
  • pi | ০৬ মার্চ ২০১০ ২৩:১৭ | 72.83.210.50
  • লোকজন এটাকে এত কনস্ট্যান্ট ব্যাপার ধরে নিচ্ছে ক্যানো ? বহু কেস ই তো প্রথম প্রথম আপনি র পর তুমি এমনকি, কোনোআ তুই তে ও দাঁড়িয়েছে।
    এক্কেবারে অজানা কারুর সাথে প্রথমবার ইন্টারকশন আপনি টা ই বের হয়, যদিনা আগে থেকে জানা থাকে আমার থেকে ছোটো বা পুরো সমবয়সী। তারপর ইন্টারকশনের ফ্রিকোয়েন্সি,ডেপথ, টেম্পারেচর, নেচর বুঝে অনেক বড় রা ই তুমি হয়ে গেছে, অনেক সমবয়সী আর ছোটোরা তুই। একটা দুটো ব্যতিক্রম, যেখানে আপনি বলাটাই ভীষণভাবে অভ্যেস হয়ে গেছে বলে কাটানো যাচ্ছে না, সেগুলো বাদে।
  • nyara | ০৬ মার্চ ২০১০ ২৩:১৭ | 122.167.249.66
  • আর্য্য, কান ধরে এক পায়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাক। ক্লাস সেভেনের, তাও ভুসি মাল, ছাড়ার শাস্তি।
  • m | ০৬ মার্চ ২০১০ ২৩:১৬ | 173.26.17.106
  • উজান মানে যদি টুংকাই হয়,তার বাবাকে আমি 'তুই' বলি- কারণ আমরা পূর্বপরিচিত।ভুতোর বাবা আর রাইএর বাবার সঙ্গে আমার এপাতায় আলাপ- তারা আমাকে তুমি বলে তাই আমিও তুমি বলি। এপাতায় দ্রি, ন্যাড়াবাবু,কেসি আরো কাউকে আমি আপনি বলি।
  • aka | ০৬ মার্চ ২০১০ ২৩:১৫ | 24.42.203.194
  • এই ডেন্ড্রাইট, প্রেম ইত্যাদি নিয়ে বহু ছোটবেলায় শোনা একটা বড়দের জোক মনে পড়ে গেল। একটু পিজে টাইপ।

    শীতকাল, বড় ভাইয়ের সদ্য বিয়ে হয়েছে। একরাতে বড়ভাই ছোটভাইয়ের কাছে বোরোলিন চাইল। পরের দিন সকালে বড় ভাই আর নতুন বউ কেউই উঠছে না। দরজাও খুলছে না। এমনকি সাড়াও দিচ্ছে না। সকলে খুব চিন্তিত, দরজা ভেঙে ঢুকবে কিনা ভাবছে। এমন সময় ছোটভাই খুব চিন্তিত মুখে জানাল - দাদা কাল বোরোলিন চেয়েছিল অন্ধকারে ভুল করে আমি ডেন্ড্রাইট দিয়ে দিয়েছি। আমাদের মনে হয় ডাক্তার ডাকা দরকার। সবাই নিশ্চিন্ত হয়ে ডাক্তার ডেকে পাঠাল।
  • san | ০৬ মার্চ ২০১০ ২৩:১৪ | 219.64.64.242
  • সাহানা, কারণটা হচ্ছে এই যে ব্ল্যাংকি প্রেমে পড়েছে।
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২৩:১৪ | 122.167.249.66
  • বলতে হবে না। পাশের সিটের লোক বলে দিয়েছে।
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ২৩:১২ | 97.80.157.9
  • আমি একটু পিছিয়ে পড়েছি। ব্ল্যাঙ্কির কি হয়েছে? প্রেমে পড়েছে? না কি পড়বে বলে মনস্থ করেছে? কে সেই মেয়ে? (পলিটিক্যালি কারেক্ট হল না, কিন্তু আমার ধারণা মেয়েই হবে)
  • m | ০৬ মার্চ ২০১০ ২৩:১২ | 173.26.17.106
  • র,ঃ))) ঘেঞ্চুর বাবার সঙ্গের কথাটা জনান্তিকে..
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২৩:১২ | 122.167.249.66
  • অরিজিনাল প্রবলেমটা কেউ বললো না।
  • sahana | ০৬ মার্চ ২০১০ ২৩:১২ | 117.194.197.137
  • বাংলা মতামত দিতে চাইঃ

    তোমরা সবাই কে কাকে কী বলো তা নিয়ে এত চিন্তিত কেন? কেনই বা সবাই সবাইকে জানাতে চাইছ কে কাকে কী বলো? তুই, তুমি, আপনির আদৌ কি এরকম কোনো ফর্মূলা আছে? থাকলেই বা না মানা নিয়ে চাপ কোথায়?
  • Du | ০৬ মার্চ ২০১০ ২৩:১০ | 72.64.99.217
  • আকার প্রসেসে কি ডেন্ড্রাইট আছে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত