ডান পায়ে ফ্রিকিক আর ক্রস ছাড়া বেকহ্যাম খুব একটা স্কিলফুল প্লেয়ার নয়। আর "মশলাদার' হয়ে তো এক্কেরে ঝুলে গেসে - ফার্গি অনেক পাকা লোক, তাই আর রাখে নাই।
Arijit | ১১ মার্চ ২০১০ ১০:৩৯ | 61.95.144.122
বাইপাসের ধারে বলতে কোথায়, এবং কোন ধরণের কম্যুনিটি তার ওপর অনেকটাই ডিপেন্ড করে। হাইল্যান্ড পার্কে যে বাড়ি ৩০০০০ হবে সেটাই হয়তো মেট্রো ক্যাশ অ্যাণ্ড ক্যারির পাশে ১৫০০০ হবে।
Arpan | ১১ মার্চ ২০১০ ১০:৩৭ | 204.138.240.254
ওকে। থ্যাংকু। এইটা কি মেন্টেনেন্স নিয়ে না ছাড়া?
Rajdeep | ১১ মার্চ ২০১০ ১০:৩৪ | 202.79.203.43
১৫০০০-২০০০০ , দু-তিনমাসের ভাড়া ডিপোজিট - কমপ্লেক্সের "মর্ডান " ফ্ল্যাট হলে আর স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং হলে একটু কম - ধরুন ঐ ১০এর মধ্যে
Arpan | ১১ মার্চ ২০১০ ১০:২৮ | 204.138.240.254
সে তো অলটাইম রাজপুত্র একজনই। জর্জ বেস্ট।
হার্ডকোর ওল্ড ট্র্যাফোর্ডিয়ানদের কথা বলছি না। বাকি দুনিয়ার কথা। তোমার তো আবার সেলিব্রিটিম্যানিয়া পোষায় না। ঃ-)
Arpan | ১১ মার্চ ২০১০ ১০:২৪ | 204.138.240.254
একটা ইনফো দেবে কেউ?
বাইপাসের ধারে ১০০০ থেকে ১২০০ স্কোঃ ফুঃ ফ্ল্যাটের (২ বিএইচকে) রেন্ট কত যাচ্ছে? সিকিওরিটি ডিপোজিট কত? মোটামুটি সব মডার্ন অ্যামেনিটিজ আছে ধরে নিয়ে।
Arijit | ১১ মার্চ ২০১০ ১০:২৩ | 61.95.144.122
বেকহ্যাম ঠিক রাজপুত্তুর ছিলো না কিন্তু। হার্ডকোর ওল্ড ট্রাফোর্ডিয়ানদের জিগ্গেস করলে অন্য কয়েকটা নাম পাবে - রায়ান গিগ্স, পল স্কোলস, নিকি বাট, রয় কীন...
Arpan | ১১ মার্চ ২০১০ ১০:২১ | 204.138.240.254
রাজপুত্রের ওল্ড ট্র্যাফোর্ডে প্রত্যাবর্তনটা রূপকথার হল না।
সেই। যত বেশি লোকের অসুবিধা হবে তত বন্ধ এবং অবরোধের সাফল্য।
Arijit | ১১ মার্চ ২০১০ ১০:০৩ | 61.95.144.122
সেটা জানার জন্যেই তো যাওয়ার কথা ছিলো...
Arijit | ১১ মার্চ ২০১০ ১০:০২ | 61.95.144.122
সামরান - এয়ারটেল ব্রডব্যান্ডে কমপ্লেন করতে পারো - সাইটমিটারের রেকর্ড, ব্লগের কমেন্ট আর আইপি দিয়ে পুরো ডকুমেন্ট বানিয়ে। এয়ারটেল ব্রডব্যান্ডের যে আইপিটা এসেছে সেটা থেকে ওদের অ্যাডমিনের মেল আইডি পেলাম - domains.admin@bharti.in - এখানে খুব কড়া একটা চিঠি লিখতে পারো - পুলিশের কাছে যাবার কথা বলে।
কাল পৌনে ছটায় রুবি গোলচক্কর ক্রস করেই দাঁড়িয়ে গেলাম। অভিষিক্তা থেকে ডান দিকে আনোয়ার শাহ কানেক্টারে ঢুকলাম ছটা পঞ্চাশে। সাড়ে ছটায় হাঁটুর ডাক্তারের কাছে যাওয়ার ছিলো।
বন্ধ/মিটিং/মিছিল কোনোটাকেই বেআইনী করাকে সমর্থন করি না। কিন্তু অধিকারের সাথে দায়িত্ব বলে একটা বস্তু আসে সেটা বলতে গেলে লোকে আমাকে পোতিক্কিয়াশীল বলে গাল দেয়ঃ-(
Samik | ১১ মার্চ ২০১০ ০৯:৪৯ | 122.162.75.194
বা, আরো বেটার উপায় হল লোকটাকে বে-নকাব করে দেওয়া। ওর প্রতিটা পোস্ট যদি পার্মানেন্টলি ডিলিট না-করে দিয়ে থাকো, তা হলে সেগুলো সিরিয়ালি সাজিয়ে নিজের চাল্লাইন কমেন্ট শেষে দিয়ে একটা নতুন ব্লগ লিখে ফ্যালো। লিখে সেটাকে পাবলিশ করে দাও। লোকেও জানুক, কী কী ধরণের চীজ ইন্টারনেটে ঘোরে ...
Arijit | ১১ মার্চ ২০১০ ০৯:৪৬ | 61.95.144.122
এবার বোঝা গেলো। জিমেলে মেলটা দেখে প্রথমে কিছুই বুঝিনি।
সামরান - আইপি দেখে ট্রেস করে যেটা পাওয়া যাবে সেটা ১০০% ফুলপ্রুফ নয়। অন্ততঃ আমরা যে ধরণের টুল দিয়ে করি সেক্ষেত্রে। আন্দাজ পাওয়া যায়, তার বেশি কিছু হয় না। এক যদি না খুব অবভিয়াস কোনো আইপি রেঞ্জ থাকে - যেমন ধরো কখগ কোম্পানির আইপি হলে তুমি সেই কোম্পানিতে একটা ফর্মাল কমপ্লেন করতে পারতে।
মডারেশনের সাথে ওই রোবোট আটকানোর ইউটিলিটিটা রাখো - যেটা একটা র্যান্ডম স্ট্রিং টাইপ করায়। আর এগুলো ইগনোর করো। বা মজা পাও। আফ্রিকায় বিবি্হ্হন্ন দেশের স্বাধীনতার লড়াইয়ে কিউবার ভূমিকা নিয়ে একটা লেখা আমি ব্লগে রেখেছিলাম - বাংলা লেখা, তাতে কিছু ইংরিজী কোটেশন ছিলো বিভিন্ন সোর্স থেকে - বিশেষ করে ক্যুইটো ক্যুয়ানাভালের যুদ্ধ নিয়ে। হঠাৎ করে সাউথ আফ্রিকা থেকে হিট প্রচণ্ড বেড়ে গেলো, এবং বেশ কিছু কমেন্ট পড়লো ব্লগে - যে সাউথ আফ্রিকা মোটেও ওই যুদ্ধে প্যাঁদানি খায়নি, নেহাৎ ইউএন-এর জন্যে ছাড়তে হয়েছে ইত্যাদি। মজাটা হল এরা কেউই বাংলা বোঝা লোক নয় - অথচ শুধু ওই কয়েকটা ইংরিজী কোটেশন পড়েই এদের জ্বলে গেছে বলে কমেন্ট করে গেছে। আই বেশ মজাই পেলামঃ-)
Samik | ১১ মার্চ ২০১০ ০৯:০৩ | 122.162.75.194
আমি নেটোয়ার্কিংয়ের কিছু বুঝি না। তাই কী বলব বুঝতে পারছি না। আমার সাথে এরকম হলে আমি জাস্ট ডিলিট মারতাম। আর কী-ই বা করতে পারি? ঃ-(
Arpan | ১১ মার্চ ২০১০ ০৮:৫৪ | 122.252.231.12
সামরানদি। সাইবার পুলিশের কাছে যেতে পারো। ইদানীং কাগজে দেখছি এই ধরণের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সেইটা পরেও করতে পারো। আপাতত দেখো ওই ব্যক্তিটিকে কোনভাবে এই মেসেজটি পৌঁছে দেওয়া যায় কিনা। এই ধরণের লোকেরা আদতে খুব ভীতু হয়।
dipu | ১১ মার্চ ২০১০ ০৭:০১ | 59.164.98.166
জিমেল কে পাঠিয়েছে তার আইপি দেখা যায়। ব্লগে কী করে আইপি দেখতে হয় জানিনা। প্রথমে আইপিটা বের করো। ডায়নামিক আইপি হলে সবসময় একটা রেঞ্জের মধ্যে থাকবে, লাস্ট ডিজিটটা পাল্টাবে; স্ট্যাটিক আইপি হলে সবসময় একই থাকবে। এইবারে নেট থেকে জেনে নিতে পারো ওই আইপির সার্ভিস প্রোভাইডার কে। এবার পুলিশকে গিয়ে বলো এই সার্ভিস প্রোভাইডারের এই আইপি থেকে এরকম জ্বালাতন করছে। বাকিটা পুলিশের হাতে।
Du | ১১ মার্চ ২০১০ ০৩:২৫ | 65.124.26.7
খানিকটা ট্রেস করতে পারলেই হয়তো আন্দাজ করা যাবে। অচেনা কেউ আর কি করে জানবে ও কোথায় থাকে, কখন কি করছিলো ইত্যাদি। মোটকথা বিপদ যে তারও হতে পারে একথাটা ইউজার সাইকিতে যাওয়া উচিত, তা না হলে কম্পিউটার খুলে নোংরামি করাটা বাড়তেই থাকবে।
Binary | ১১ মার্চ ২০১০ ০৩:২০ | 148.141.31.203
সাইবার ক্রাইম ব্রাঞ্চ, অনেকটাই পয়েন্ট করতে পারে। আইপি থেকে। পার্সোনাল মেশিন হলে তো পারেই। সাইবার কাফে, বা ইনস্টিটিউশনের মেশিন হলে-ও সময় দেখে। অন্তত কে কে করতে পারে, ৪/৫ জন ইন্ডিভিজুয়াল কে আইডেন্টিফাই করতে পারে। অনেক সময় ভিপিএন দিয়ে নেটে-এ এলে, কলকাতায় বসে ঢাকার আইপি দিয়ে মেল করা সম্ভব। তবে সেক্ষেত্রে, কার ভিপিএন ব্যবহার হয়েছে, সেই সুত্র ধরেও ট্র্যাক করা যায়।
তবে কথাটা হচ্ছে, পুলিষের সাথে এতটা ফলোআপ কতটা সম্ভব।
a x | ১১ মার্চ ২০১০ ০৩:১৭ | 99.165.171.34
তোমার কাছে এই যে আইপি আছে, আর সামহয়ারইনের মডারেটরদের জিজ্ঞেস করে দেখতে পার ঐ ব্যানড আইপি একই আইপি কিনা। যদি এক হয় তাহলে ব্লগস্পটকে বলার সময় বলতে পারবে। এক না হলেও তুমি ব্লগস্পটকে বলে দেখতে পার।
SS | ১১ মার্চ ২০১০ ০৩:১৬ | 131.193.196.148
সামরান, এসব নোংরা লোকেদের কথা ভেবে মনখারাপ কোরোনা। এক কাজ করো তো, তোমার ব্লগ ভিজিট করো আর নিজের জিমেলে একটা ই-মেল করো, একই সময়ে। এতে করে দুটো সাইটের টাইম ল্যাগ কত বুঝতে পারবে। তার থেকে রাফ্লি ট্র্যাক করতে পারবে ঐ সময়ে কে কে তোমার ব্লগে ছিল।
এতো গেল দ্বিতীয় কমেন্টের কথা। এবার যদি প্রথম কমেন্টটার সময়ও সেই একই আইপি দেখতে পাও তাহলে কিছুটা আন্দাজ করতে পারবে যে ঐ ব্যক্তি কোথাকার।
samran | ১১ মার্চ ২০১০ ০৩:১৩ | 117.99.48.11
অক্ষ, ব্লগ সার্ভার ব্লগস্পট। কমেন্ট মডারেশন পাতা থেকে ব্লগ কমেন্ট অপশন খানিকটা পাল্টে দিলাম। গুগল আইডি ছাড়া কমেন্ট করতে পারবে না আর। মেল করলে ধরা পড়ে যাবে বলে বোধ হয় মেল করে না। সামহয়্যারইন ব্লগেও এই রকম কমেন্ট দিত একজন, ওখান থেকে ওরা ওকে ব্যান করেছে। সেখানে সমস্ত বাংলাদেশীদের খিস্তি করত। ভাষা দেখে মনে হচ্ছে ইনিই তিনি।
a x | ১১ মার্চ ২০১০ ০৩:০৬ | 99.165.171.34
কে করছে বলা তো শক্ত, যদিনা অপিস/ইনস্টিটুশনের আইপি হয়। তাও একাধিক লোক সেই অপিস/ইনস্টির থাকলে তাও বোঝা যাবেনা।
samran | ১১ মার্চ ২০১০ ০৩:০৩ | 117.99.48.11
এই আইপি ব্যপারটা আমি একদম বুঝি না। কম্প্যুটারের কিছুই আসলে বুঝি না। সাইটমিটার থেকে তুলে এনে পোষ্ট দিয়ে দেখি, একটা আমার আইপি! আরেকটা এয়ারটেলের ব্রডব্যান্ডের দেখাচ্ছে, এ সময়ে কমেন্টটা পোষ্ট করেছে। এই এয়ারটেলের ব্রডব্যান্ডের গ্রাহক একই দিনে দু বার ব্লগ ভিজিট করেছে। কিন্তু এভাবে কি ধরা যাবে, কে করছে?
a x | ১১ মার্চ ২০১০ ০৩:০১ | 99.165.171.34
ব্লগস্পট গুগলের। hate mail ফেডেরাল ক্রাইম, আর ঐ কমেন্টের নমুনা, এইসব দেখিয়ে কিছু কি হতে পারে?
a x | ১১ মার্চ ২০১০ ০২:৫৯ | 99.165.171.34
সামরান, ব্লগের কমেন্ট দিয়ে হয়ত ট্রেস করতে পারা যায়না, কিন্তু মেল থেকে করলেও করতে পারে। তার জন্য সাইবার পুলিশের কাছে যেতে হবে - কিন্তু তারাও খুব কিছু করতে পারবেনা। তোমার ব্লগ সার্ভার কারা? ব্লগস্পট? তুমি ওদেরকে বলে দেখতে পার এই আইপি ব্লক করা যায় কিনা।
Du | ১১ মার্চ ২০১০ ০২:৫১ | 65.124.26.7
বুঝেছি, আমার ভুল
Du | ১১ মার্চ ২০১০ ০২:৫০ | 65.124.26.7
আমি আবার একটা চীন বেজিং পেলাম। কিন্তু তুমি ৩টা পার্ট দিয়েছ তো শুধু?
samran | ১১ মার্চ ২০১০ ০২:৪৫ | 117.99.48.11
এর মধ্যে একটা আইপি তো আমার!!
কী যন্ত্রণা! কাল বাবুর ফিজিক্স পরীক্ষা। সে জেগে আছে বলে আমিও জেগে ছিলাম, বারে বারে কফি চায় বলে। মেল খুলে এটা দেখে মাথা পুরা আউলাইয়া গেলো।
মরুগ্গিয়া।
samran | ১১ মার্চ ২০১০ ০২:৩৯ | 117.99.48.11
সাইটমিটার বলে যে বস্তুটি আছে, তাতে সময়-আইপি সবই দেখিয়ে দেয়। যে সময়ে মেলটা এসেছে, ১২.৫৮এ এম, ওই সময়ে দুটো আইপি দেখাচ্ছে, 1 117.99.48.# Mar 11 2010 1:27:15 am 1 0:00 2 airtelbroadband.in 12:09:16 am 1 0:00 এর মধ্যে কি কেউ হবে?
GO BACK TO YOUR COUNTRY YOU BLOODY TRAITOR. AMADER DESH THEKE DUR HO HOTOCHCHARA BODMAISH BONGLADESI DALAL. TUJH JAISE MIRZAFAR KO TO KUTTO KI MAUT MILNI CHAHIYE. SAMRAN TUI INDIE REZAKAR EI MUHURTE INDIA CHAR. MUMBAIER GHOTONAR PORE AMAR ONYANYO MOSLEM VAIERA JOKHON KALO BADGE PORE HATCHILO TUI SEDIN MONER ANONDE IFTAR KORCHILI. AMI SEI DINI BUJHE GIYECHI TOR INTENTION MUKHE KICHU NA BOLLEO. RADICAL ISLAMIST LIKE YOU DON'T EVEN DESERVE OUR HATRED. VAR ME JAH. GO TO HELL. TOKE DEKHLEI BOJHA JAI BONGLADESIRA KENO ETO NEMOK HARAM. THUH. THUTU DILAM.BEIMAN KOTHAKAR.
এটা দু নম্বর কমেন্ট, যা আমার ব্লগে এসেছে, প্রথমটা প্রকাশ করার মতো নয়।
এই দুটো আইপি-র একটা হতে পারে। কমেন্ট পোষ্টের য অটাইম দেখঅহে্ছ, ওই সময়ে এই দুটো আইপি থেকে ভিজিটর ছিলো। যদিও নোটিফিকেশন মেইলটা আমি ১২। ৫৮am মানে খানিক আগে পেয়েছি। টাইম জোন কি আলাদা?
ইমেল থেকে আইপিটা তো পাবে। ভিউ অপশন থেকে হেডার বের করো।
aka | ১১ মার্চ ২০১০ ০১:৪৫ | 24.42.203.194
খুবই আনফরচুনেট। টেকনিকালি খুব কিছু করার নেই। পারলে ইগনোর করো। পৃথিবীতে ইডিয়টস কম নেই। ইন্টারনেটের বাই প্রোডাক্ট হল অ্যানোনিমিটির সূযোগ নিয়ে বাস্টার্ডস লাইক বিহেভিয়ার। আইপি ব্যান করলে অন্য আইপি থেকে লিখবে। ইউজার আইডি রিপোর্ট করলে অন্য ইউজার আইডি বানিয়ে নেবে। বেসিকালি পার্ভাট জনতা।
হাবিজাবিটা পোস্ট করো টেকি জনতা ঠিকই বার করে ফেলবে।
Tim | ১১ মার্চ ২০১০ ০১:৪৫ | 198.82.19.75
আমি জানিনা কিভাবে করে। কম্পু এক্ষপার্টরা জানবে নিশ্চই।
এখন আর অবাক হইনা মানুষের অকারণ গালাগালে বা কটূমন্তব্যে।
Du | ১১ মার্চ ২০১০ ০১:৪৩ | 65.124.26.7
লিখে দাও যে ওর নামে রিপোর্ট করবে তুমি সাইবার পুলিশের কাছে।
samran | ১১ মার্চ ২০১০ ০১:৪২ | 117.99.48.11
দীপু, মেসেজটা ফরোয়ার্ড করে দিলে আইপি বের করতে পারবি? ডিটেইলে ক্লিক করতে রাজ্যের সব বার্তা এলো, যার মাথা-মুন্ডু কিছুই বুঝলাম না।
samran | ১১ মার্চ ২০১০ ০১:৩৫ | 117.99.48.11
ব্লগে আইপি ব্লক করা যায়? কিভাবে? মইলে খিস্তি পাঠাতো, সেগুলো স্পম করা আছে বলে এখন আর পইঅ না, ব্লগে দিচ্ছে এখন। জঘন্য সব গালাগাল। বাংলাদেশী বলে। ফাকিং মুসলিম ইত্যাদি কানে সয়ে গেছে।
এই আইপি ব্যান করার ব্যপারটা বুঝতেই তো পারি না। কিভাবে করব? ব্লগ কমেন্টে কি আদৌ কোনো আইপি আসে?
Tim | ১১ মার্চ ২০১০ ০১:২৯ | 198.82.19.75
সামরানদি, আইপি ব্লক করা যায় না? ঐ বিশেষ আইপিকে ব্লগে ঢুকতেই না দিলে ?
আমার ব্লগে একজন একটা কমেন্ট করে গেছে। গুচ্ছের খিস্তি দিয়ে, আগেও এরকম করছে, যেহেতু ওমেন্ট মডারেশন চালু করে রাখা আছে, তাই কমেন্টগুলো আগে আমার কাছে আসে। আগেরটা ইগনোর করে গেছিলাম, কিন্তু এবার বাড়াবাড়ি করছে। কমেন্টটা এখানে পোষ্ট দিতে চাইলাম, অদ্ভুত হিজিবিজি আসছে, খিস্তিগুলো খানিকটা ইংরেজি আর খানিকটা বাংলিশে আছে। ইগনোর করা ছাড়া আর কিছু কী করতে পারি?
কোনো নাম ঠিকানা নেই, তার ইমেল আইডি সম্ভবত খুঁজে পাব, ব্লগে Anonymous হিসেবে কমেন্ট দেয়। কিছু করা সম্ভব? কেউ হেল্পাতে পারো?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন