এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ০৮ মার্চ ২০১০ ২২:০৩ | 122.167.251.97
  • নাহ, বাক্সো থেকে বইপত্তর কিছুই এখনও বেরোয়নি। তবে একটা বাক্সর মাথা ফাঁক হয়ে আছে। শ্বশুরমশাই বই ছাড়া থাকতে পারেন না। উনি ঐ বাক্সে হাত ঢুকিয়ে যা বেরোচ্ছে তাই পড়ছেন। প্রথম দিন দেখলাম 'নির্বাচিত কলাম' পড়ছেন। পরেরদিন সেটা হয়ে গেল 'চিলেকোঠার সেপাই'। গেলকাল ছিল 'দক্ষিণ অ্যামেরিকার গল্পের অনুবাদ'। নজর রাখছি, অ্যারোন কোপল্যান্ড বেরোলে খবর দেব।
  • pi | ০৮ মার্চ ২০১০ ২১:২৫ | 128.231.22.89
  • এখানে ফোটো তোলা মানা, এই মর্মে জাহির নোটিশের যে কত ফোটো দেখলুম ঃ)
  • pi | ০৮ মার্চ ২০১০ ২১:২৩ | 128.231.22.89
  • ও হ্যাঁ, আরেকটা ছবিতে বিল্ডিং এর জানলার কাঁচে মেঘের প্রতিফলনটাকে সাবজেক্ট বলেছিলুম। সেটাতেও কনভিন্সড হয়েছিল। আসলে তুলছিলাম অন্য একটা বিল্ডিংএর রিফ্লেকশন। ভাগ্যে মাঝখান থেকে মেঘটা হাজির হয়েছিল !
  • aka | ০৮ মার্চ ২০১০ ২১:২১ | 168.26.215.13
  • কল্কাতায় দ্বিতীয় হুগলি সেতুর ছবি তোলা মানা। এটা জানি।
  • aka | ০৮ মার্চ ২০১০ ২১:২০ | 168.26.215.13
  • দুদি সাথে পুত্র থাকিলে সাত খুন মাপ। ঃ))
  • aka | ০৮ মার্চ ২০১০ ২১:১৮ | 168.26.215.13
  • আমি দুদুবার লাস ভেগাস গেছি কিন্তু একটাও বিখ্যাত বিল্ডিংয়ে ঢোকা হয় নি। ২০ টাকার জুয়ো খেলে ১০০ টাকা জিতেছিলুম আবার পুরোটাই হেরে গিয়েছি। এই প্রসঙ্গে মনে পড়ল হোভার ড্যামের ওপর নীল মেঘ দেখেছিলাম প্রথমবার, দ্বিতীয়বার শ্রীমান সাম্পানকে দেখাতে গিয়ে দেখিলাম উহার রং কালো। ইহারই নাম রিলেটিভিটি বোধহয়। জানা আছে কবিগুরু কখন বর্ণান্ধ হয়েছিলেন?
  • Du | ০৮ মার্চ ২০১০ ২১:১৮ | 65.124.26.7
  • আকা তোমার কপাল ভালো।
    (জনান্তিকে) পুলিশটা কি ছিল কালো?

    ডাউনটাউনে বিল্ডিং এর ছবি তুলছিলো বলে এখানে একজনকে পুলিশ ধরেছিলো, নিউজে দেখিয়েছিলো। তখনই বললো যে পুলিশ এগুলো খেয়াল রাখে। মানে সন্দেহ হলেই ধরার স্কোপ আছে।
  • . | ০৮ মার্চ ২০১০ ২১:১৮ | 115.117.238.66
  • ন্যাড়াস্যার, বাক্সো থেকে অ্যারন কোপল্যান্ড বেরিয়েছে?
  • pi | ০৮ মার্চ ২০১০ ২১:১৭ | 128.231.22.89
  • আমি তো এখানে গুচ্ছ গুচ্ছ বিল্ডিং এর ছবি তুলেছি। বেশিরভাগ সময়েই নির্বিঘ্নে সব হয়ে যায়। কিন্তু একবার আমার ঐ ছবি তোলার জন্য আমার পাশে দাঁড়ানো বন্ধুকে পুলুশ ডেকে নিয়ে গেসলো। আমি তখন তাকে ছবি গুলো দেখাচ্ছিলুম।
    যাহোক, সে ছোকরাকে জিজ্ঞাসাবাদ করে কাগজপত্তর দেখলো সব। আমার কাছে কেন দেখতে চায়নি আজো বুঝিনি। ক্যামেরাটা কিন্তু ছিল আমার হাতেই।
    তারপর ছবিগুলো দেখতে চাইলে আমি বিল্ডিংএর ঈশানকোণে স্থিত মেঘটাকে দেখিয়ে বল্লুম, ঐটাই সাবজেক্ট ছিল। বিল্ডিং টা ফ্রেমিং নিমিত্ত। আর দুটো ছবির সাবজেক্ট বলেছিলুম জেটপ্লেনের কাটাকুটি এবং সোনালী ডানার চিল।
    কনভিন্সড হয়েছিল মনে হয়। আর তো কিছু জিগায় নি।
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২১:১৬ | 216.52.215.232
  • অ। কিন্তু, আমার কাছে তো কাগুয়েক আছে!
  • rokeyaa | ০৮ মার্চ ২০১০ ২১:১৫ | 203.110.243.21
  • অপ্পন্দা, আমি কাগুয়েকের কথা বলছি, যেটা অন্য কারুর কাছে নেই ঃ)
    অবশ্য তুমি না চাইলে আলাদা কেস!
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২১:১৩ | 216.52.215.232
  • হ্যা, বিল্ডিঙের ছবি তুলতে হলে লাস ভেগাস যাও।
  • tkn | ০৮ মার্চ ২০১০ ২১:০৯ | 122.173.185.8
  • ঃ-)) অপ্পন, এটা শুনে হাসি মুখে রেগে গেলুম
  • Lama | ০৮ মার্চ ২০১০ ২১:০৯ | 203.99.212.54
  • দাড়িদাদু পুরো বর্ণান্ধ ছিলেন না- শুধু লাল আর কমলা রঙের মধ্যে পার্থক্য করতে পারতেন না। কেউ একজন এটা নিয়ে প্রশ্ন করলে বলেছিলেন, "লাল হচ্ছে রক্তের রং, মানের মৃত্যুর রং, ধ্বংসের রং। ও রং দেখতে না পেলেও ক্ষতি নেই।'
  • aka | ০৮ মার্চ ২০১০ ২১:০৯ | 168.26.215.13
  • না না দুদি, কালই ঘোর দুকুরে আমি আটলান্টার বিরাট বাড়ির ছবি তুলছিলাম। পুলুশ কইল এই দুকুর রোদে ভাল ছবি আসব না। কি জ্ঞান, ঠিক তাই। একটাও ছবি ভালো আসে নি।
  • tkn | ০৮ মার্চ ২০১০ ২১:০৮ | 122.173.185.8
  • স্যান, প্র্যাক্টিস করে করে ভাবা বন্ধ করেছি তো ঃ-))
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২১:০৮ | 216.52.215.232
  • ঢাকা পড়েছে। গোঁপে।
  • tkn | ০৮ মার্চ ২০১০ ২১:০৭ | 122.173.185.8
  • ওটা ঠোঁটের মোচড়। গোঁফ যদি ওটা হয় তো ঠোঁট কোন্টি???
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২১:০৬ | 216.52.215.232
  • নাহলে একবার চেক করে দেখি ভুতোর কাছে এক্ষট্রা কপি আছে কিনা। থাকলে নিয়ে নেব।
  • Du | ০৮ মার্চ ২০১০ ২১:০৬ | 65.124.26.7
  • এখানে বিল্ডিং এর ছবি তুললে পুলুশ ধরে নিয়ে যায় ঃ(
  • pi | ০৮ মার্চ ২০১০ ২১:০৫ | 128.231.22.89
  • প্রতিবাদসূচক চাউনি টা কেমন যেন এক গুঁফো ব্যক্তির নিষ্পলক দৃষ্টির মত দেখাচ্ছে ঃ)

    দাড়িদাদুকে বর্ণান্ধ বলার কারণ উদাঃ সহযোগে অলরেডি ব্যাখ্যায়িত হইয়াছে।
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২১:০৪ | 216.52.215.232
  • হ্যা। রোকেয়াবিবি, আমি এখনো কাগু-৫ পাইনি। মেল করে পাঠানো যাবে না?
  • aka | ০৮ মার্চ ২০১০ ২১:০৪ | 168.26.215.13
  • ঋত্বিক বিশেষজ্ঞ না হলে ঐটা বোঝা যাবে না। একটা চাবুকের শব্দ, তামাদি হয়ে যাওয়া সমাজের মুখে সজোরে। (আমার কি জ্ঞান, অথচ ..)
  • san | ০৮ মার্চ ২০১০ ২১:০৪ | 203.91.201.56
  • ছি ছি ছি, তেকোনাদি ভাবা প্র্যাক্টিস করেনি।
  • san | ০৮ মার্চ ২০১০ ২১:০৩ | 203.91.201.56
  • ভাবছি।অপ্পন না হলেও আমি আজ ঈশ্বরবিশ্বাসী হয়ে যেতেও পারি।

    এক মাস পরে আজ কিনা আমি সাড়ে এগারো ঘন্টার কম সময় অফিসে থেকে বাড়ি ফিরছি ঃ-)))))))))
  • rokeyaa | ০৮ মার্চ ২০১০ ২১:০২ | 203.110.243.21
  • কাগুয়েক তিনটের মধ্যে একটা শান্তনুদা, একটা পাইদিদা, আরেক্টা অপ্পনদা। কিন্তু কোনটা কিকরে পাঠাবো জানি না।
  • tkn | ০৮ মার্চ ২০১০ ২১:০১ | 122.173.185.8
  • @ আকা, সপাং-টা কি??
  • aka | ০৮ মার্চ ২০১০ ২১:০০ | 168.26.215.13
  • কোথায় যেন পড়িলাম দাড়িদাদু নাকি বর্ণান্ধ ছিলেন? ইহা কি সত্যি? (ডিঃ অনুসন্ধিৎসু মনের পিপাসা অন্য কোনো মানে করিবেন না)
  • aka | ০৮ মার্চ ২০১০ ২০:৫৯ | 168.26.215.13
  • আমি তো কাউকে দুঃখ দিতে চাই নি, আমি তো শুধু বাঁচতে চেয়েছি (সপাং, অক্ষদা শিখিয়েছে, ভুল হলে ওনাকে ধরুন)
  • tkn | ০৮ মার্চ ২০১০ ২০:৫৯ | 122.173.185.8
  • আমি রোকেয়াকে থাংকু দিলাম। পড়তে পারি বা না পারি, ভদ্রলোক হওয়ার এমন সুযোগ ছাড়তে চাই না।
    আর ব্যাঙের প্রতি প্রতিবাদসূচক চাহনি :-{
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২০:৫৮ | 216.52.215.232
  • কোথায়! এখনো আপিসে কিবোর্ড পিষছি!!
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২০:৫৭ | 216.52.215.232
  • যাক। আকাজীর ভাবমূর্তি দেখি প্রায় কিষেনজীর কাছাকাছি!
  • tkn | ০৮ মার্চ ২০১০ ২০:৫৬ | 122.173.185.8
  • এরর দেখাচ্ছে মানে পাপী মন??? ঃ-((((

    অপ্পন আজ থেকে তাইলে ঈশ্বরবিশ্বাসী হইল? ঃ-))
  • san | ০৮ মার্চ ২০১০ ২০:৫৬ | 203.91.201.56
  • ঃ-)))))))))))))))))
  • subyaang | ০৮ মার্চ ২০১০ ২০:৫৪ | 122.172.59.170
  • বিটিডাব্লু, আমার কেন জানি না মনে হচ্ছে ব্ল্যাংকির মোটেই আগে বাড়ার কোনো ইচ্ছে নেই, ও শুধু মেয়েটাকে দেখলে আর না দেখলেও চাপ হওয়ার ব্যাপারটা নিতে পারছে না।
    আমি কি ঠিক বলছি ব্ল্যাংকি? তুই কি আর চাপ নিতে পারছিস না?
  • subyaang | ০৮ মার্চ ২০১০ ২০:৫১ | 122.172.59.170
  • আমি নেম কলিং করে কারো মনে দুঃখ দিলে আকাজী আমাকে বকুনি দেবে। আর এমনিতেও আমি কারো মনে দুঃখ দেওয়া থেকে বিরত থাকি।
  • pi | ০৮ মার্চ ২০১০ ২০:৪৬ | 128.231.22.89
  • রোকেয়াবিবি, আমার জন্য প্রথম কা-গু আছে তো ?
    কাব্লিদাকে ওটা দিতে পারিস ?

    আমার কাছে এক্ষণে কোন কা-গুর কোন সংখ্যা নাই ঃ(
  • stoic | ০৮ মার্চ ২০১০ ২০:৩২ | 160.103.2.224
  • রোকেয়াকে থ্যাংক্যু।
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২০:২৯ | 204.138.240.254
  • তো, এখন নাম বল। কারা কারা?
  • byaang | ০৮ মার্চ ২০১০ ২০:২৮ | 122.172.59.170
  • আমি কারো নাম করেছি নাকি!! শুধু বহুবচন ব্যবহার করেছি। নিজেকে সেই বহুবচনের অন্তর্গত কেউ যদি ভাবে, তালে আর কি করা!!
  • aka | ০৮ মার্চ ২০১০ ২০:২৮ | 168.26.215.13
  • থ্যাংকু কমরেড অপ্পন। আগাম দিলাম।
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২০:২৬ | 204.138.240.254
  • আর কাল থেইক্যা গুরুতে শখানেক লিং দিয়া যামু। কখন কার কাজে লেগে যায়। তখন কমরেড বলবেন না যেন স্প্যামিং হচ্ছে। ঃ-)
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২০:২৫ | 204.138.240.254
  • আমাকে পাপী বলার সুতীব্বো পিতিবাদ করে গেলাম! কোন যুক্তিতে পাপী কইল হেইডাও কইল না।
  • aka | ০৮ মার্চ ২০১০ ২০:২৩ | 168.26.215.13
  • হ্যাঁ দেওয়াটাই বড় কথা কি দিলাম সেটা নয়। এই যেমন আমার থ্যাংকু।
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২০:২২ | 204.138.240.254
  • ল্লে! ক্ষী অকাট্য যুক্তি।
  • aka | ০৮ মার্চ ২০১০ ২০:২১ | 168.26.215.13
  • থ্যাংকু থ্যাংকু। কাকে দিলাম না জেনেই দিয়ে দিলাম। ভদ্রলোকের যা কাজ।
  • byaang | ০৮ মার্চ ২০১০ ২০:২১ | 122.172.59.170
  • আমার কাছে কি কেউ চেয়েছিলো, নাকি রোকেয়ার কাছে কেউ চেয়েছিলো!! আমরা তো নিজেদের থেকেই দিলাম!!
    চাইলে তবেই দিতে হয়, এরকম নাকউঁচু তো আমরা নই!
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২০:১৮ | 204.138.240.254
  • ক্ষী ক্ষান্ড! তখন তো বললাম ২০১০-এর সব নেটে আছে। তখন তুমি চাও নাই ক্যানো?
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২০:১৭ | 204.138.240.254
  • হোয়াট্‌ডুউমিনবাই এদের!!

    আমার কোন এরর দেখাচ্ছে না। আর থ্যাংকু থোড়ি ফিরিয়েছি!
  • byaang | ০৮ মার্চ ২০১০ ২০:১৭ | 122.172.59.170
  • আর যাদের কাছে আছে, তারা তো রোকেয়া দেওয়ার আগে দেয় নি! তাই রোকেয়ার থ্যাংকু অবশ্যই প্রাপ্য হয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত