এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ০৬ মার্চ ২০১০ ০১:৪২ | 173.26.17.106
  • প্রথমেই 'তুমি' বলা ঠিক শোভন নয়ঃ))
  • Tim | ০৬ মার্চ ২০১০ ০১:৪২ | 198.82.24.29
  • আরে হ্যাঁ তো! এইজন্যই আমার নামটা চেনা চেনা লাগছিলো।
  • aka | ০৬ মার্চ ২০১০ ০১:৪১ | 168.26.215.13
  • ব্ল্যাংকি বেউলো কতদূর? এইসব জায়গায় কাজে না লাগলে টীচারের থেকে পয়সা ফেরত নেওয়া উচিত।
  • san | ০৬ মার্চ ২০১০ ০১:৪১ | 115.117.197.85
  • হুতোদার থেকে চাট্টি পদ্য ধার নিয়ে নে না
  • m | ০৬ মার্চ ২০১০ ০১:৪১ | 173.26.17.106
  • এপাতায় তিনটে কমবয়সী ছোকরা আছে।
    ব্ল্যাংকি, তিমি আর দীপু- এই বসন্তেই হিল্লে হলে আমাদের তিনটে খাওয়া পাওনা হবেঃ))

    মানে আর কেউ থাকলেও আমি জানি না।তারাও জানান দেবেন।
  • a x | ০৬ মার্চ ২০১০ ০১:৪১ | 143.111.108.251
  • যাই হোক, এইসব প্রেম ফ্রেম এনে আসল ব্যপারটা থেকে ডাইগ্রেশনের একটা চেষ্টা চলছে।
  • san | ০৬ মার্চ ২০১০ ০১:৪১ | 115.117.197.85
  • 'আপনাকে' !!!
  • a x | ০৬ মার্চ ২০১০ ০১:৪০ | 143.111.108.251
  • ক্যাসেলরক তো বার্গার।
  • byaang | ০৬ মার্চ ২০১০ ০১:৪০ | 122.172.49.149
  • পাত্র হলেই হোলো।
    সু না কু ভেবে কি লাভ,
    শুধু শুধু মন্‌খারাপ!
  • Blank | ০৬ মার্চ ২০১০ ০১:৪০ | 59.93.200.83
  • চিন্তে জানতে চাই বল্লে খুব চাপ। সে যদি কোয়ালিটির কেউ হয়, তো আমাকে একটা বড় পিপিটি ধরিয়ে দেবে ঃ(
  • Tim | ০৬ মার্চ ২০১০ ০১:৩৯ | 198.82.24.29
  • প্রেমও কি পরে ফেলেছে?
  • SS | ০৬ মার্চ ২০১০ ০১:৩৯ | 131.193.196.148
  • পাই আমার উপর চটে গেল কেন? ধন্যবাদের তালিকায় রাখিনি বলে?
  • m | ০৬ মার্চ ২০১০ ০১:৩৯ | 173.26.17.106
  • এই সব আমাকে শেখাতে হবে!! ছ্যাঃছ্যাঃ!! এত গুলো মুশকো ব্যাটাছেলে থাকতে?
    কায়দা করে কিছু একটা বলে কথাবার্তা শুরু করে দিতে পারো- যেমন আজ কি গরম পড়েছে, কিম্বা বাঃ- যদি জিজ্ঞাসু চোখে তাকায়,তাইলে একটা মিষ্টি হাসি , আপনাকে তো রোজ ই দেখি জাতীয় কিছু একটা...

    আজ্জো ও ও ফিল্ডে নেমে পড়োঃ)
  • pi | ০৬ মার্চ ২০১০ ০১:৩৯ | 128.231.22.89
  • আমি খামোখা তোমার জন্য সুপাত্র হতেই বা যাবো ক্যানো।
    ওহো। দাঁড়াও দাঁড়াও। এই যাদের যাদের থ্যাংকু দিলে, ম দি, তেকোনাদি, কেডি দা প্রমুখ, এঁরা তোমার জন্য সুপাত্র ?
  • a x | ০৬ মার্চ ২০১০ ০১:৩৮ | 143.111.108.251
  • তীব্র প্রতিবাদও জানানো উচিৎ।
  • a x | ০৬ মার্চ ২০১০ ০১:৩৮ | 143.111.108.251
  • এক মিনিট এক মিনিট। এই অন্য কাকে থ্যান্‌কু দেওয়া হয়নি এইসব তুশ্চু পয়েন্ট তুলে আমার সাজেশন আর অন্যদের সাজেশন যে এক লেভেলে এই ভুলভাল আইডিয়াটাকে লেজিটিমেসি দেওয়া হচ্ছে। এর তীবর প্রতিবাদ জানানো দরকার! একে বলে ম্যানুফ্যাকচারিং ফলস্‌ হোমোজেনিটি। দরকার পড়লে ইয়েল ইউনির প্রফঃ থুম্পার লেকচার সিরিজ পড়ে নেবেন এর ওপর।
  • byaang | ০৬ মার্চ ২০১০ ০১:৩৮ | 122.172.49.149
  • ব্ল্যাঙ্কি, প্রেমে পড়েছিস বলে কি এর সাথেই প্রেম করতে চাস? নয়তো আর আলাপ করে কি লাভ!
  • Tim | ০৬ মার্চ ২০১০ ০১:৩৭ | 198.82.24.29
  • কায়দাটাই তো জিগ্গেস কচ্ছে!
  • SS | ০৬ মার্চ ২০১০ ০১:৩৭ | 131.193.196.148
  • ব্ল্যাংক তো সাবওয়ের ফুটলং পাঁউরুটি পরে/পরেছিল...... বহুদিন আগে। kc কি সেটার কথা বল্লেন?
  • d | ০৬ মার্চ ২০১০ ০১:৩৬ | 117.195.39.50
  • গিয়ে বল যে চিনতে জানতে চাস। মানে এরকম নয়, একটু কায়দা করে বল।
  • Blank | ০৬ মার্চ ২০১০ ০১:৩৬ | 59.93.200.83
  • আকাদা কোন সালের কোন মেয়েটার কথা বলচে ?
  • Tim | ০৬ মার্চ ২০১০ ০১:৩৬ | 198.82.24.29
  • হ্যাঁ, অবস্থার গভীরতাটা না মেপে আলাপ করিস না।
  • byaang | ০৬ মার্চ ২০১০ ০১:৩৬ | 122.172.49.149
  • থ্যাঙ্কু অপাত্রে দান করতে নেই।
  • m | ০৬ মার্চ ২০১০ ০১:৩৫ | 173.26.17.106
  • আমার মনে হয় পাই এর বরের বোধিজ্ঞান লাভ হয়ে গেছে:P
  • Blank | ০৬ মার্চ ২০১০ ০১:৩৫ | 59.93.200.83
  • চিনি না জানিনা আলাপ ক্যায়সে করবো ঃ( ঃ(
    টিকটিকির চেয়েও বেশী ক্রিটিকাল সিচুয়েশান ঃ(
  • aka | ০৬ মার্চ ২০১০ ০১:৩৫ | 168.26.215.13
  • এক কালে যখন সেক্টর ফাইভে সবুজ বনানী আছিল। তখন ব্ল্যাংকো বাবুর কোংয়ের কোন একজন ঝুপসে খেতে গেলে সেই ঝুপসের বিক্রি বেড়ে যেত।
  • pi | ০৬ মার্চ ২০১০ ০১:৩৪ | 128.231.22.89
  • আর আমাকে যে থ্যাংকু দেওয়া হল না, সেটাও লোকের নজরে পড়ে না। কী আর বলবো। ব্যাঙদির সাথে সাথে সাথে এসেসের উপর ও চটবো। এই অব্দি। আর কী বলবো। কারণ কী আর বলবো তো আগেই লিখে দিয়েছি। তারপর আর কী করে বলি ! কিন্তু এই বলতে গিয়ে একটা জিনিস বুঝলাম। চটে গেলে আমিও কিছু না বলে থাকতে পারি। ব্যাঙদি ব্যতিক্রম নয়। এটা না বলে পারলাম না।
  • byaang | ০৬ মার্চ ২০১০ ০১:৩৪ | 122.172.49.149
  • হ্যাঁ ব্ল্যাংকি, ক ক।
  • Tim | ০৬ মার্চ ২০১০ ০১:৩৪ | 198.82.24.29
  • থ্যাংকু নয় নাই দিলে, তবু আরেকটা বুদ্ধি দিই। মামুর পাইথনের গপ্পটা টিকিকে পত্তে দাও। ব্যাটা কমপ্লেক্সেই মরে যাবে।
  • m | ০৬ মার্চ ২০১০ ০১:৩৪ | 173.26.17.106
  • পড়েই গেছো যখন,ঝপাং করে আলাপ করে ফেলোঃ)
  • san | ০৬ মার্চ ২০১০ ০১:৩৩ | 115.117.197.85
  • হ্যাঁ ব্ল্যাংকি, আম্মো শুনতে চাই। বল বল।
  • Blank | ০৬ মার্চ ২০১০ ০১:৩৩ | 59.93.200.83
  • ক্যাসেলরকের একটা মেয়ে, দেড়টা নাগাদ নীচে নেমে লাঞ্চ করে। আমি কেমুন তার প্রেমে পরে গেচি ঃ( ঃ(
  • kc | ০৬ মার্চ ২০১০ ০১:৩৩ | 89.203.49.18
  • পাঁউরুটি নিয়ে আরো কিছু করা যায়, ব্ল্যাঙ্কিরে জিগান।
    মঃ
  • aka | ০৬ মার্চ ২০১০ ০১:৩২ | 168.26.215.13
  • থ্যাংকু। আমার অমন যুগান্তকারী প্রসেস দেবার পরেও আমাকে সেলসম্যানের মতন দুচ্ছাই করেছে। তাই নিয়ে কি আমি কিছু বলছি। কাজ করে যান ফলের আশা করিবেন না। কি যেন বলে এটাকে ডিঅন্টোলজিকাল?
  • SS | ০৬ মার্চ ২০১০ ০১:৩২ | 131.193.196.148
  • ইন্ডিয়াতে ওভাবে ধর্ণা দেয় কিনা জানিনা। এখানকার খবরে ছবি দেখি জামাকাপড় ছাড়া, গায়ে শুধু অ্যানিমাল প্রিন্ট আঁকা।
  • byaang | ০৬ মার্চ ২০১০ ০১:৩২ | 122.172.49.149
  • অক্ষ হামাকে আপনি কয় ক্যানো? অক্ষ কি মানিকদা?
    অক্ষ তুমি ঋতুপন্নো হও।
    ব্যাঙদি তুই কও!
  • a x | ০৬ মার্চ ২০১০ ০১:৩১ | 143.111.108.251
  • উফ্‌ফ্‌ মানুষ কি অবুঝ! এরকম একটা সহজ, ইয়েট সুন্দর, ইয়েট ফুলপ্রুফ, ইয়েট হাত-পা নাড়া নেই, ইয়েট দন্ডশ্রম নেই উপায় বাতলালাম তা নয় সেই ডেন্ড্রাইটেই আটকে আছে!
  • m | ০৬ মার্চ ২০১০ ০১:৩১ | 173.26.17.106
  • আর আমিও ব্ল্যাংকির প্রেম কাহিনী শুনতে চাই(অবশ্যি২ সেটা কোনো 'মহিলা'র সঙ্গে হতে হবে।
  • san | ০৬ মার্চ ২০১০ ০১:৩১ | 115.117.197.85
  • তাও তো টিকির চাদ্দিকে মদ ঢেলে ওকে মদ খাইয়ে বেহুঁশ করে তারপরে অচৈন্য অবস্থায় ঘাড় ধরে বার করে দেবার পরামর্শ টা দিই নি। এতেই এই !
  • Tim | ০৬ মার্চ ২০১০ ০১:৩১ | 198.82.24.29
  • পশুপাখীদের বাঁচানোর অর্গানাইজেশনের নাম পেটা রাখার সময় আরেকটু ভাবা উচিত ছিলো।
  • Blank | ০৬ মার্চ ২০১০ ০১:৩১ | 59.93.200.83
  • আম্মো থ্যাংকু পেলুম না। ইদিকে পোকা মাকড় খাওয়ার মুল্যবান আইডিয়া আমার দেওয়া
  • m | ০৬ মার্চ ২০১০ ০১:৩০ | 173.26.17.106
  • আমি কিচু না খেয়েই জ্ঞান হারিয়ে ফেলবো মনে হচ্ছেঃ((((
  • byaang | ০৬ মার্চ ২০১০ ০১:২৯ | 122.172.49.149
  • আরে, হামরা মাথা মে এক বুদ্ধি আয়া। পঁউরুটিকে উপর ডেন্ড্রাইট মাখাকে টিকিকো খানে দেগা, টিকি কো নশা হোগা অর টিকি জ্ঞান হারায়েগা।
  • Tim | ০৬ মার্চ ২০১০ ০১:২৯ | 198.82.24.29
  • আমি ব্ল্যাংকির পেম্‌কাহিনিটা সুন্তে চাই।
  • m | ০৬ মার্চ ২০১০ ০১:২৯ | 173.26.17.106
  • বাবা!! পাঁচ মিনিটেই হুহু করে পিছিয়ে গেলামঃ(((

    তিমি,ঐটা কবিদাদুর গান, অবশ্যি কাব্যি করে যৌবনজলতরঙ্গ রুধিবে কে এ এ এ এ বলা যায়।

    আর পেটার লোকজন জামাকাপড় ছাড়া বাড়ির সামনে এসে ধর্না দেয়!!!
  • d | ০৬ মার্চ ২০১০ ০১:২৯ | 117.195.39.50
  • এই "হাফ দমু'টা কি রে বাবা!! আমি তো প্রায় দেড় মত।
  • a x | ০৬ মার্চ ২০১০ ০১:২৮ | 143.111.108.251
  • এই দেখ! একিরে। এই ভাবেই যুগে যুগে গ্যালিলিওরা অবহেলিত!
  • byaang | ০৬ মার্চ ২০১০ ০১:২৮ | 122.172.49.149
  • মিঠু
  • a x | ০৬ মার্চ ২০১০ ০১:২৭ | 143.111.108.251
  • ঃ-))
  • byaang | ০৬ মার্চ ২০১০ ০১:২৭ | 122.172.49.149
  • আমার থ্যাংকু এসএস, টিকেন, মিথু আর হাফ দমুর জন্য বহাল রইলো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত