কেসি, ওটা বললে যে ছোট করে afspa র বিপক্ষে বলতে হবে। এই বাজারে সেসব চান্স এরা কেউ নেবেন?
Arpan | ০৯ মার্চ ২০১০ ২২:৩৩ | 122.252.231.12
ওকে। এইবার পরিষ্কার হল। ধন্যযোগ।
. | ০৯ মার্চ ২০১০ ২২:৩১ | 115.117.251.252
যে সমস্ত আসন এখন তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত, সেগুলো সংরক্ষিতই থাকবে, কিন্তু তার মধ্যে ৩৩% মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে যাবে।
kc | ০৯ মার্চ ২০১০ ২২:৩১ | 89.203.49.18
অক্ষকে, কে কথা বলছেন না আজ? সোনিয়াজি সুষমাজি, বৃন্দাজি লিষ্টি বেড়েই যাবে, কেউ না কেউ না, কেউ নামোচ্চারণ করলেননা।
a x | ০৯ মার্চ ২০১০ ২২:৩০ | 143.111.108.90
হ্যাঁ, তাই দেখলাম - ক্যাবিনেটে পাশ হবার সময় মমতা কিছুই বলেনি।
. | ০৯ মার্চ ২০১০ ২২:২৮ | 115.117.251.252
*ঠেকিয়ে
h | ০৯ মার্চ ২০১০ ২২:২৭ | 121.242.108.34
হ্যাঁ। এক্ষেত্রে। গবেষক একজন না দুজন। দুজনেই বিদেশী।
. | ০৯ মার্চ ২০১০ ২২:২৪ | 115.117.251.252
দাবীটা তফশিলি জাতি উপজাতি ইত্যাদির সংরক্ষণ নিয়ে নয়। দাবীটা দলিত ও মুসলিমদের আলাদা সংরক্ষণ নিয়ে। ভারতীয় সংবিধানে এই দুই সংরক্ষণেরই কোনো ব্যবস্থা নেই। অতএব মহিলা বিলেও এই সংরক্ষণ সম্ভব নয়। যদি না এই সংরক্ষণের জন্য আর একটা নতুন সংবিধান সংশোধনী আনা হয়। কিন্তু মূলতঃ দাবীটা এই বিল থেকিয়ে রাখার একটা চাল। ১৯৯৬ সাল থেকে এই বিল তৈরি হয়ে পড়ে আছে। এর মধ্যে লালু মুলায়ম ইত্যাদিরা বহুবার সরকারের অংশীদার হয়েছেন। কখনও দলিত ও মুসলিম মহিলাদের সংরক্ষনের জন্য কোনো পদক্ষেপ নেন নি। যখনই মহিলা সংরক্ষণ বিল পেশ করা হয়, তখনই কুমীরছানার মত এই দাবীটা উঠে আসে। আরও ন্যক্কারজনক হল তৃণমূল। লালু মুলায়মরা কিছু না করলেও এই দাবীটা অনেকদিন থেকেই রাখছেন। তৃণমূল কংগ্রেস ৯ই মার্চ থেকে এই দাবী জানাতে শুরু করল। অথচ ২৬ তারিখের ক্যাবিনেট মিটিঙে, এমন কি গতকাল রাজ্যসভার হাঙ্গামার পরেও একবারও বলে নি যে আমরাও লালু মুলায়মের দাবীকে সমর্থন করি।
a x | ০৯ মার্চ ২০১০ ২২:২০ | 143.111.108.90
কোন* বিশিষ্ট
a x | ০৯ মার্চ ২০১০ ২২:১৯ | 143.111.108.90
গবেষক নিজে কি রাজনৈতিক মতাদর্শগত পক্ষপাতের উর্দ্ধে? ;-)
কোনো বিশিষ্ট মহিলারা কেসি? ইরম শর্মিলাকে নিয়ে দমু খুব সুন্দর একটা লেখা লিখেছে ওর ব্লগে।
kc | ০৯ মার্চ ২০১০ ২২:১৭ | 89.203.49.18
দুদির সঙ্গে একমত। তবুও এটা একটা প্রাপ্তি। এত বিশিষ্ট মহিলারা চারিদিকে ভাষণ দিচ্ছেন, কেউ একবারের জন্যও মণিপুরের "আইরম শর্মিলার' নাম মুখে আনলেন না। আনার কিছু নেইও, তবু মনে মনে আশা করেছিলাম আমি।
h | ০৯ মার্চ ২০১০ ২২:১৬ | 121.242.108.34
অন্য যে কোন সংরক্ষিত সেট , মহিলা সেটটার সঙ্গে ইন্টারসেক্ট করতেই পারে। সেটাই নর্মালি হয়। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে এটা হয়। ক্যান্ডিডেট লিস্ট টা দেখে নিয়ো, মোটামুটি এই হিসেব।
বাই দ্য ওয়ে, শৈবাল আর অক্ষ, একজন গবেষক কে সংহতি আর প্রগতি রেফার করলাম। বল্লাম যে ওখান রিসেন্ট পঃবঙ্গের এবং ভারতের রাজনৈতিক ডিবেট গুলো নিয়া কম্প্রিহেন্সিভ কভারেজ পাবা। সে মাল পত্তর দেখে পজিটিভ ফিডব্যাক দিল। তোমাদের জানিয়ে দিলাম। স্বভাব সুলভ নিন্দেও করে দিয়েছি একটু অবশ্য ঃ-)
sanhati.com is a website dedicated to criticise governments, specially the CPIM led State Government and the Congress led UPA Government at centre on industrial policies. Its coverage is substantial. Intellectual stalwarts of the 'committed' civil society are behind this. A great archive for critical essays. It has been accused of being too soft on the Maoists. In my opinion they are blinded by their opposition to CPIM and unable to resolve conflicts of interest between the green position on industrialisation, anthropological position on protection of traditional livelihood, popular demand for 'development' meaning mainly rural infrastructure development and state sponsored welfare and social security. but nonetheless they have a great archive for very thought provoking and intellectually challenging articles written by the best of us.
http://pragoti.org is a website dedicated to argue for controlled industrialisation i.e. defend the CPIM's position regarding capital led industrialistion. the coverage is largely concentrated on west bengal. talks exactly about the dilectics that I was just talking about, has reasonably good archive on what is the CPIM and organised Left perspective. but the interesting twist is that this is run mostly by people who were snubbed by the state unit of west bengal when they raised concern about the new industrial policy that the party's state unit adopted in 1990s. so yes, it is a place for some public debate within the CPIM.
obviously given our local preference for the cosmetic range of sweat and blood, both the websites are at pain at times to defend acts of political violence.
এটা লেখার সময় স্লাইট হাসিও পাচ্ছিল। এখানকার বিভিন্ন তর্কের কথা ভেবে।
a x | ০৯ মার্চ ২০১০ ২২:১৫ | 143.111.108.90
আমি কি বললাম কিছু কি বোঝা গেল?
a x | ০৯ মার্চ ২০১০ ২২:১৪ | 143.111.108.90
এই প্রবলেমটা অভ্যুকে আউটসোর্স করা হোক। পাই চার্ট করে। বোথ জেনেরাল কোটা এবং ব্যাকওয়ার্ড ক্লাসের সংরক্ষণের ৩৩%মহিলাদের জন্য সংরক্ষিত না, জেনেরাল কোটার মধ্যে এবং মহিলাদের সংরক্ষনের মধ্যে ব্যাকওয়ার্ড ক্লাসের সংরক্ষণ?
ইনফ্যাক্ট কি কি সংরক্ষণ? মহিলা, মুসলিম, তফশীলি জাতি উপজাতি।
Arpan | ০৯ মার্চ ২০১০ ২২:০৯ | 112.133.206.20
এই ব্যপারটায় আমিও কিঞ্চিত ঘাঁটা। তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত কেন্দ্র তো এখন আছে। এই ৩৩% হিসেবে মহিলা প্রার্থীর জন্য সংরক্ষণ সেইগুলোতেও হতে পারত। এটা তো একটা উইন-উইন সমাধান হত।
Du | ০৯ মার্চ ২০১০ ২২:০৯ | 71.252.209.231
আজকাল দাবীতে আর ভুল থাকে না অক্ষদা।
a x | ০৯ মার্চ ২০১০ ২২:০০ | 143.111.108.90
একটু ছোট করে ব্যপারটা কেউ বলবে? মহিলা সংরক্ষণ বিলে ব্যাকওয়ার্ড ক্লাসের সংরক্ষণ থাকবে এই তো দাবী টা? তো এটা ভুল কি দাবী?
তাছাড়া সিলিং আছে তো, কত সংরক্ষণ করা যায়? আলাদা করে মহিলা, তফশীলি, মুসলিম ইত্যাদি হলে সিলিং ছাড়িয়ে যাবে।
a x | ০৯ মার্চ ২০১০ ২১:৫২ | 143.111.108.90
এসবই অভ্যুর জন্য!
a x | ০৯ মার্চ ২০১০ ২১:৫১ | 143.111.108.90
আই কি কান্ড! আমি এসে সটান সার্চ করে টই টেনে বার করে ঝাপাঝপ রেসিপি লিখে দেখি আরো একটা ভাসছে!
aka | ০৯ মার্চ ২০১০ ২১:৫০ | 168.26.215.13
অঃ একটা মোচাকাটা আর একটা মোচাবাটা।
aka | ০৯ মার্চ ২০১০ ২১:৫০ | 168.26.215.13
কিন্তু আমি কি ভুল দেখছি? দুটো সর্ষেবাটা কেন টইতে?
Arpan | ০৯ মার্চ ২০১০ ২১:৪৪ | 122.252.231.12
ম্যাথ অলিম্পিয়াডের এলিমেন্টারি লেভেলের কোচ্চেনপেপার নেট থেকে দেখলাম। অংকের সাথে সামান্য ইংরেজি জ্ঞানও প্রয়োজন। প্রবলেম সলভ করতে তো বটেই, ট্রেনিং নিতেও। নিজেদের ছোটবেলার কথা ভেবে ক্লিশে হয়ে যাওয়া কথাটা আবার বললাম। কিঞ্চিৎ দীর্ঘশ্বাস সহ।
M | ০৯ মার্চ ২০১০ ২০:৪৩ | 59.93.194.121
আজকালকার ছেলে পিলেরা কি ভালো, বউকে খুশী করার জন্য রান্নাবান্নাও করে, এপ্রিলে গিয়ে পায়ের উপর পা তুলে পরের ছেলের হাতের রান্না খাবো এই ভাবনা নিয়ে ঘুমুতে চল্লুম।
M | ০৯ মার্চ ২০১০ ২০:৩৯ | 59.93.194.121
বাবারে! আমার ধেরে ছেলেটা তো কোনো বই ই ভালো বাসেনা , আমার কি হবে? মানে ছেলের কি হবে?
M | ০৯ মার্চ ২০১০ ২০:২৮ | 59.93.194.121
দমু কলকেতায় ল্যান্ডিয়েচে মনে হচ্ছে।
aka | ০৯ মার্চ ২০১০ ২০:০৯ | 168.26.215.13
ম্যাথ অলিম্পিয়াডের যে আসল টেস্টটা হয় সেটা ১১-১২ ক্লাসে দেওয়া যায়। অনেক গুলো রাউণ্ড হয়। দ্বিতীয় বা তৃতীয় রাউণ্ডের পরে নির্বাচিত ছেলেমেয়েদের বিভিন্ন অ্যাকাডেমিক ইনস্টিটিউশনে ঘুরিয়ে ঘুরিয়ে ট্রেনিং দেওয়া হয়। যেমন আইআইএসসি, আইএসাই ইত্যাদি। সেখানে তাদের অংক চর্চা চলে সাথে এলিমিনিশেনও চলে। এইভাবে শেষে তিন চার জন থাকে যারা দেশকে রিপ্রেজেন্ট করে। আমি একবার একটি ট্রেনিং এবং দু একটি ছেলেপুলেকে দেখেছি। যারা ঐ সর্বোচ্চ পর্যায়ে যায় তারা খুব ভাল, এককথায় গিফটেড। এদের ধ্যান জ্ঞান অংক বা প্রবলেম সলভিং। আইএসাইতেও এই ইন্টারেস্ট ও অ্যাপটিচিউডকেই বেশি প্রাধান্য দেওয়া হয় বলে আএমও এবং আইএসাইয়ের একটা ওয়ান-টু-ওয়ান রিলেশন থাকে। কিন্তু জেনারালি যে ছেলেমেয়েরা আইএমওতে শেষ দুই তিন রাউন্ডে থাকে তারা এক একটি পিলে টাইপ। এরা যেকোন ম্যাথামেটিকাল প্রবলেম সলভিং ফিল্ডেই ভাল করবে যদি ইন্টারেস্ট পায়।
এখন ছোটদের কিছু অলিম্পিয়াড হয় শুনেছি কিন্তু সেগুলো কি জানি না। শুনেছি কম্পিউটার অলিম্পিয়াডও হয়। এরকম বই পাওয়া যায় শুনে ভাল লাগল। ইন্টারেস্ট থাকলে বই নেড়েচেড়ে দেখলে খারাপ কি?
Arpan | ০৯ মার্চ ২০১০ ১৯:৪৭ | 112.133.206.20
অভিনন্দন। রাজ্যসভায় বিল পাশ হয়ে গেছে।
byaang | ০৯ মার্চ ২০১০ ১৯:৩৯ | 122.172.145.177
মাঙ্গলিক খুকিটা কি বস্তু?
Samik | ০৯ মার্চ ২০১০ ১৯:৩৬ | 219.64.11.35
আমার টিমের মাঙ্গলিক খুকি শুনে কেমন জানি মুষড়ে পড়ল।
stoic | ০৯ মার্চ ২০১০ ১৯:৩০ | 160.103.2.224
বিল পাশ হইয়া গ্যাসে।
SB | ০৯ মার্চ ২০১০ ১৯:১১ | 114.31.249.105
পরীক্ষা আছে এরম ইস্কুলে ভর্তি না করাই ভাল .... আবার না বাওয়াল শুরু হয়ে যায় ;-)
byaang | ০৯ মার্চ ২০১০ ১৯:০৭ | 122.172.145.177
এসবি, ঐ সায়েন্সের সিলেবাসটার মধ্যে পরিবেশ বিজ্ঞানের সিলেবাসও ঢোকানো আছে। মানে ঐ চ্যাপ্টারগুলো আমার ছেলে ক্লাস ওয়ানে সায়েন্সে এবং এনভায়রোমেন্টাল সায়েন্সে পড়লো।
byaang | ০৯ মার্চ ২০১০ ১৯:০৪ | 122.172.145.177
সত্যি এসবি, আমারও বিশেষ পছন্দ হচ্ছে না, এই বয়স থেকেই এত এত পরীক্ষা।
SB | ০৯ মার্চ ২০১০ ১৯:০৪ | 114.31.249.105
কেলাস টুর সিলেবাসঃ http://sofworld.org/nsosyllabus.html - The human body, The family, The home, The school, The neighbourhood, Important places, Transport, Life around us, Plants, Animals, Water, The earth.
ভয়ানক ব্যপার, পিয়ার প্রেসারে বাচ্চা এসব গেঁড়োর মধ্যে এখন থেকেই পরে যাচ্ছে ঃ(
. | ০৯ মার্চ ২০১০ ১৮:৫৬ | 125.18.104.1
সায়েন্স অলিম্পিয়াডের কথা শুনিই নি। ম্যাথস অলিম্পিয়াডের বইও কিনতাম না। ক্রসওয়ার্ডে মেয়েকে বই পছন্দ করতে দিলাম। মেয়ে এই বইটাই পছন্দ করল। তাই কিনে নিলাম। তারপর নিজেই নিজেই মাঝে মাঝে চেষ্টা করে। তাই বুঝলাম হয় তো আগ্রহ আছে। মানে, আপাততঃ। কয়দিন বাদে নাও থাকতে পারে। তবে এটা ক্লাস থ্রি-র গল্প।
byaang | ০৯ মার্চ ২০১০ ১৮:৫৪ | 122.172.145.177
এসবি হ্যাঁ। স্যাম্পল পেপারে যে প্রশ্নগুলো আছে আর আসল পরীক্ষায় যে প্রশ্ন আসে, দুটোর লেভেলের নাকি কোনো তুলনা হয় না!
SB | ০৯ মার্চ ২০১০ ১৮:৫৩ | 114.31.249.105
পুরো ভোজ খাওয়ার পরে আমার এক বন্ধু ১০১ টা রসগোল্লা খেয়েছিল দাদার বিয়েতে!!
(আনফর্চুনেটলি সেই বন্ধু একটা গাড়ি এক্সিডেন্টের পর এখন প্রায় তিন বছর ধরে কোমা তে, drinking and driving don't mix)
. | ০৯ মার্চ ২০১০ ১৮:৫২ | 125.18.104.1
তবে দিল্লি থাকতে অর্ধেক কি পৌনে একটা মুর্গি আখছার খেতাম। সে সব পাটও তুলে দিইছি। ঃ-|
byaang | ০৯ মার্চ ২০১০ ১৮:৫১ | 122.172.145.177
ফুটকির বাড়িতে আছে সে সব বই? সায়েন্স অলিম্পিয়াডেরও কি আছে? প্লিজ জানিও নামগুলো। দ্বিতীয় প্রশ্ন, ক্লাস ওয়ানের ছেলের অংকে আগ্রহ আছে কি নেই, সেটা জানা যাবে কি করে?
stoic | ০৯ মার্চ ২০১০ ১৮:৫০ | 160.103.2.224
হারাকিরি। ;-)
Arijit | ০৯ মার্চ ২০১০ ১৮:৪৮ | 61.95.144.122
আর ইয়ে - ওই সাতাশটা বহু বছর আগে। এখন কোনো বেবাড়িতে দুই বারের বেশি মিষ্টি জিগায় না। তবে গত জামাইষষ্ঠীতে দুকুরে খাওয়ার আগে ষোল না আঠারোটা মিষ্টির অ্যাপেটাইজার খেয়েছিলুম;-)
আমি পরিবেশন করছিলাম। দুটো দিতেই বল্লেন, "আর একটা দাও, জোড় সংখ্যায় দিতে নেই।' তিন নম্বরটা খেয়ে বললেন "তিন সংখ্যাটা শুভ নয়।' এই রকম করতে করতে আশি বছরের বুড়ো তিরিশখানা খেলেন।
. | ০৯ মার্চ ২০১০ ১৮:৪৮ | 125.18.104.1
বিয়েবাড়িতে খাওয়ার শেষে তিরিশ রসগোল্লার রেকর্ড ছিল। কিন্তু এখন পারতপক্ষে খাই না, নেমন্তন্নবাড়ি ছাড়া। তাও একটা দুটো। ঃ-
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন