এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১২ মার্চ ২০১০ ১৪:৫৭ | 121.242.15.238
  • আমার আইই ট্যাব কেন আইই-ই নেই তো আমি জানতে যাবো কোন দুঃখে?
  • Samik | ১২ মার্চ ২০১০ ১৪:৫৫ | 219.64.11.35
  • ডাউনগ্রেড করা যায়। এইমাত্র পাতাটা খুলেছিলাম ডাউনগ্রেড করব বলে। তারপরে আর ডাউনগ্রেড না-করেই বন্ধ করে দিয়েছি। খুঁজতে হবে।
  • Arpan | ১২ মার্চ ২০১০ ১৪:৪৫ | 216.52.215.232
  • ডাউনগ্রেড করার অপশন থাকে কি কোথাও?
  • Samik | ১২ মার্চ ২০১০ ১৪:৪০ | 219.64.11.35
  • আচ্ছা। তার মানে কেউ জানে না। ঃ-) এইবার আমি ফান্ডা দিই।

    অটোমেটিক আপডেট নয়, ফাফ আপডেটের সময়ে একটা পপ আপ দেখায়, তাতে ক্লিক করলে আপডেট হয়।

    নর্মাল IE Tab আর ফাফ 3.6-এ কাজ করবে না। ওটাকে আনইনস্টল করে Coral IE Tab ইনস্টল করে নাও। হু-হা চলবে।
  • Arpan | ১২ মার্চ ২০১০ ১৪:৩৩ | 216.52.215.232
  • হ্যা, আমি জেনেরালি বহুত ল্যাদট্যাদ খেয়ে অনেকদিন পরে করি। সেইজন্য ঝাড় হয় না।

    কিন্তু ডাউনগ্রেড করার কোন অপশন রাখে না?
  • M | ১২ মার্চ ২০১০ ১৪:৩২ | 59.93.192.51
  • আমি লাষ্ট কত পেজের ভাট পড়েছি ভুলে গেছি, আর এখন পিছিয়ে মেলাতে ইচ্ছে কচ্ছেনা।

    র‌্যাদার, আজ সকালে এক ছিঁছকাদুনী বাচ্চার কান্না শুনে আমারো ঘ্যানঘেনিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কি বোরিং লাইফ রে!
    আর কদ্দিন পর সবার অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে যাবে , কিসব আনন্দের দিন চলে গেলো জীবন থেকে, অ্যানুয়াল ও নেই, আনন্দ ও নেই। ভ্যাঁ ভ্যাঁ
  • Arijit | ১২ মার্চ ২০১০ ১৪:২৮ | 121.242.15.238
  • 3.6 সদ্য বেরিয়েছে। শমীক আপডেট করেছে বলে পাচ্ছে। আপডেট না চাইলে কোরো না। অটোমেটিক আপডেট একটি ভুলভাল অপশন।
  • Arpan | ১২ মার্চ ২০১০ ১৪:২৭ | 216.52.215.232
  • তাই নাকি? আমার ফাফ'র ভার্সনটা কত জানি না দেখতে হবে।
  • Arijit | ১২ মার্চ ২০১০ ১৪:২৩ | 121.242.15.238
  • আইই ট্যাবের ডেভেলপার ফিক্স করে দেবে - চাপ নিও না। কয়েকদিন সময় লাগে। বঙ্গলিপি এক্সটেনশনটাও চলবে না - ওটা আমি লোকালি ঠিক করেছি।
  • Samik | ১২ মার্চ ২০১০ ১৪:১৯ | 219.64.11.35
  • ফাফ 3.6 আপডেটিত হবার পরে আইই ট্যাব ডিসেব্‌লড হয়ে গেছে। নন্‌-কম্প্যাটিবল। কেউ ফেস করেছে এই ইস্যুটা?
  • Samik | ১২ মার্চ ২০১০ ১৪:০৯ | 219.64.11.35
  • আগের a যদি দিল্লিতে থাকে, তা হলে আমি আইডিয়া দিতে পারি।
  • ayan | ১২ মার্চ ২০১০ ১৪:০১ | 208.240.243.170
  • এই আগের অ আমি নই নই

    অয়ন
  • de | ১২ মার্চ ২০১০ ১৩:১৪ | 59.163.30.2
  • হ্যাঁ , আমার দেড়খানা ক্লাস্টার হয়ে যেতো ঃ)), কেনো যে লোক্‌জন এতো মেটিরিয়ালিস্টিক ঃ((
  • lcm | ১২ মার্চ ২০১০ ১৩:০৫ | 69.236.164.146
  • বাপরে! কি দাম।
    রিপোর্টটার লাস্ট লাইন - ...খতিয়ে দেখা হবে....
    কে যে কাকে দেখবে।
  • Arpan | ১২ মার্চ ২০১০ ১২:৫৯ | 204.138.240.254
  • * কাউন্সিলর
  • Arpan | ১২ মার্চ ২০১০ ১২:৫৮ | 204.138.240.254
  • ঃ-)

    পাঁচবছর আগের নির্বাচনে জয়কৃষ্ণ ঘোষ র‌্যাফের হাতে ক্যাল খেয়েছিলেন, মনে আছে? র‌্যাফকে উস্কানোর পেছনে এই কাউনিসলর ও তার পতিদেবের বিশেষ ভূমিকা ছিল।
  • Rajdeep | ১২ মার্চ ২০১০ ১২:৫৪ | 202.79.203.59
  • কমরেড কিসব কাউন্সিলার নির্বাচিত করেন !

    http://www.anandabazar.com/12cal7.htm
  • Arpan | ১২ মার্চ ২০১০ ১২:৫২ | 204.138.240.254
  • অয়ন। More-এ যা। উগাদির প্রচুর সেল দিচ্ছে।
  • a | ১২ মার্চ ২০১০ ১২:৪৭ | 203.91.201.56
  • আমায় কেউ এক টা হেল্প কোর তে পার বেন? রট আয় রন এর ফার্নিচারের কিরকম দাম কোনো আইডিয়া দিতে পার বেন?
  • de | ১২ মার্চ ২০১০ ১২:৪২ | 59.163.30.2
  • অরিজিত,
    অনেক থ্যাংকু!! অনেক আলোকিত হলাম ঃ))
  • Arpan | ১২ মার্চ ২০১০ ১২:৩৩ | 204.138.240.254
  • হ্যাঁ, তিনিই বটে।

    তো, বাড়ির দাম তো লিখে দিয়েছে। ৮৫ লাখ। বাঁচা গেল। অরিজিত কীসব কোটি-ফোটির গল্প বলেছিল!

    অতএব, সৈকত, তুমি নির্বাচনে দাঁড়াতেই পারো। কেন পারো আর কেন পারো না, দুদি জানে।
  • Arijit | ১২ মার্চ ২০১০ ১২:৩০ | 121.242.15.238
  • দে - আরেকটা কাজ করেন - কোশ্চেনটা এখানেও পোস্টিয়ে দ্যান - শিবুদা, ন্যাড়াদা আর পামিতাদিরাও বলতে পারবেন।
  • Arpan | ১২ মার্চ ২০১০ ১২:২৭ | 204.138.240.254
  • কে? তুলসী?
  • Arpan | ১২ মার্চ ২০১০ ১২:২৭ | 204.138.240.254
  • অফিসে আইপিএল নিয়ে লোকজন বেটিং করছে।
  • Arijit | ১২ মার্চ ২০১০ ১২:১১ | 121.242.15.238
  • দে - উত্তর দিয়েছি, তবে কতটা কাজের হবে জানি না। স্ক্যালাপ্যাক সম্পর্কে আইডিয়া নেই তো...
  • Arijit | ১২ মার্চ ২০১০ ১২:১১ | 121.242.15.238
  • গুগুল/ইয়াহু-র এক একটা ল্যাবের তুলনায় ১২৮ নোড ছোটই। তবে সেগুনো প্রোডাকশন ল্যাবঃ-)
  • quark | ১২ মার্চ ২০১০ ১১:৫৩ | 202.141.148.99
  • কোয়াড কোর প্রসেসরওয়ালা ১২৮ নোড, বেশ ছোট্ট, কিউট মতন!
  • de | ১২ মার্চ ২০১০ ১১:৪৪ | 59.163.30.2
  • ন্যাড়াবাবুকে,
    আমি সুপারকম্পু কিনছি না তো -- আমি তো ছোট্ট একটা ক্লাস্টার কিনবো -- বড় মেশিন কালকে লিখলাম তো -- আমাদের কম্পু ডিভিশনে আছে আর তারাই হ্যান্ডল করে!

    অরিজিত, মেল করসি আইজ!
  • saikat | ১২ মার্চ ২০১০ ১১:৪০ | 202.54.74.119
  • আরে, পিছিয়ে পড়ে কিছু না বুঝে পিছিয়ে পড়লাম বলেই তোমার কাছ থেকে কনফার্ম করছিলাম। যাকগে, কাটিয়ে দাও। কী দরকার এসব ঝামেলায় গিয়ে, আজকেই আবাপে আমাদের পাড়ার কাউন্সিলারের নামে খবর বেরিয়েছে।
  • dipu | ১২ মার্চ ২০১০ ১১:৩৯ | 61.12.12.83
  • ফেক আইপিএল প্লেয়ার বই লিখেছে। সেটা ইন্ডিয়াপ্লাজাতে একশো সাতাশ টাকায় পাওয়া যাচ্ছে।
  • Arpan | ১২ মার্চ ২০১০ ১১:২৯ | 204.138.240.254
  • পিছিয়ে পোড়ো না। পিছিয়ে পড়।
  • saikat | ১২ মার্চ ২০১০ ১১:১৩ | 202.54.74.119
  • কেন? এই অপপ্রচারের ভিত্তিটা কী?
  • Arpan | ১২ মার্চ ২০১০ ১১:১১ | 204.138.240.254
  • আমি বলি নাই। জনমত। জনরব।
  • saikat | ১২ মার্চ ২০১০ ১০:৩৮ | 202.54.74.119
  • অর্পণ কি আমাকে ভোটে দাঁড়াতে বলল?
  • Arijit | ১২ মার্চ ২০১০ ০৯:৪৯ | 121.242.15.238
  • ধেত্তেরি - খেলার পাতায় আর কোনো খবর নেই গা...শুধুই আইপিএল। কি বোর।
  • Arijit | ১২ মার্চ ২০১০ ০৯:৩৯ | 121.242.15.238
  • ন্যাড়াদা - এই কোশ্চেনটা আমারও। কিছু স্পেশ্যালাইজড অ্যাপ্লিকেশনের জন্যে হয়তো সুপারকম্পিউটার ছাড়া চলবে না। কিন্তু Dean/Ghemawat-এর পেপারটার পর এখন ম্যাপরিডিউস হল the in thing। মুশকিলটা হল সমস্ত কাজকে ওই দুটো ফাংশনে ভাঙাটা অতটা ট্রিভিয়াল নয়। দে-র কাজের ব্যাপারটা শুনে মনে হল এই ধাপেই অনেকটা এফর্ট লাগবে। আর হাডুপ/ম্যাপরিডিউসের ওপর বাদবাকি ফ্রেমওয়ার্কও মোস্টলি ওয়্যারহাউজিং/অ্যানালিটিক্‌স রিলেটেড। স্ক্যালাপ্যাকের ইনট্রো দেখে সেই জিনিস তো মনে হল না। যদিও লিখেছে যে কোনো MPI বা PVM কমপ্লায়েন্ট ফ্রেমওয়ার্কে চলবে - তাই শেয়ারড নাথিং ক্লাস্টারেও চলে যাওয়া উচিত।
  • Samik | ১২ মার্চ ২০১০ ০৯:১৪ | 122.162.75.49
  • গুডমর্নিং গুরু !!
  • Du | ১২ মার্চ ২০১০ ০২:৫০ | 65.124.26.7
  • খবরওয়ালারা সেই সময় আরো কবে কবে সেন্সাসের লোক খুন হয়েছিল সেইসব লিখেছিল - সেইগুলো এখন তলিয়ে গেছে।
  • Binary | ১২ মার্চ ২০১০ ০২:৪৭ | 148.141.31.203
  • হ্যাঁ আমারো তাই মনে হল, তার্পরে, নিজেই নিজের হাত ডাক্টেপ দিয়ে বেঁধে সুইসাইড কল্ল ?

    আবার আমরা দেশের দেশের মিডিয়াকে ঢপবাজ বলি।
  • Du | ১২ মার্চ ২০১০ ০২:৪৪ | 65.124.26.7
  • সেই। আমারও ঠিক হজম হয় নি।
  • a x | ১২ মার্চ ২০১০ ০২:৪২ | 143.111.108.45
  • নিজের চোখে নিজে ডাক্ট টেপ লাগিয়ে সুইসাইড?
  • Binary | ১২ মার্চ ২০১০ ০২:৪১ | 148.141.31.203
  • হ্যাঁ তাই কত্তে হবে। কিন্তু ওদের কাছে এত ডাটা থকে আর এটা জানে না যে আমি সিটিজেন নই।
  • Du | ১২ মার্চ ২০১০ ০২:৩৪ | 65.124.26.7
  • কেকেকে বলে কেউ বলেনি - কিন্তু ঐ গ্রামে পুলিশ শুরু থেকেই সুইসাইড বলছিলো - যদিও এরকম আগেও হয়েছে - এখন দেখছি ওটা সুইসাইড বলেই কনক্লুডেড হয়েছে। তবে যখন পড়েছিলাম তখন কার লিংক দিচ্ছি http://www.cbsnews.com/stories/2009/09/26/national/main5343131.shtml বিশেষ টাইপের সাইটগুলোতে আবার তার ক্যার‌্যাকটার অয়াসাসিনেশনের চেষ্টাও হয়েছে যেগুলোতে খুব ফ্যামিলি ইত্যাদি কথাবার্তা শোনা যায়।
  • SS | ১২ মার্চ ২০১০ ০২:৩৩ | 131.193.196.148
  • বাইনারি, ওদের ফোন করে বলুন যে আপনি সিটিজেন নন। ঐ ফর্মটাতেই মনে হয় লেখা থাকে যে সিটিজেন না হলে জুরি ডিউটি দেওয়া যাবেনা।
  • Tim | ১২ মার্চ ২০১০ ০২:৩২ | 198.82.19.231
  • আম্মো ছাঁটাই কত্তে আর বহু বহু স্কুল তুলে দিতে চাই। ওবামা যদি টাকা দ্যায়। দেবে?
  • aka | ১২ মার্চ ২০১০ ০২:২৯ | 168.26.215.13
  • ওবামার মহা মুশকিল। হেলথ কেয়ার না সামলালে দল ওল্টাবে। ওদিকে জব তৈরি না করলে দেশ ওল্টাবে। গুয়ানতামো ক্লোজ না করলে গদি ওল্টাবে। আফগান যুদ্ধ না জিতলে নিজেই উল্টে যাবে। কি যে করবেন ভদ্রলোক। এত বেশি কমিট করে ফেলেছেন মহা মুশকিল।

    তবে ইকনমির অবস্থা মোটে সুবিধার ঠেকছে না। কেমন একটা কি হয় কি হয় ভাব।
  • Binary | ১২ মার্চ ২০১০ ০২:২৭ | 148.141.31.203
  • আদমসুমারি হলে তার মাথা কেউ গুনবে না।

    ইসে, কানাডায়, আমার একটা মেল এসেছে, সেরিফের কাছথেকে, জুরি বোর্ডে বসার জন্য হুকুম নামা জারি করে। উত্তর না দিলে ১০০০ ডলার ফাইন। আর সঠিক কারণ না দেখিয়ে ডিনাই কল্লে-ও ১০০০ ডলার ফাইন। আমি কানাডা-র নাগরিক নই তাও এসেছে। কে জানে কেন ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত