মুখের ওপর ছুঁড়লে কি বুঝবে? যে এরা চারদিনের কাজ তিনদিনে করতে পারে?
tkn | ২০ মার্চ ২০১০ ১১:২২ | 122.173.184.111
কাল নতুন গুড়ের আইসক্রীম খেলাম ওহ ক্যালক্যাটায়। তেমন ইয়ে লাগে নি ঃ-(। ব্যাপারটা যেন একটা সন্দেশ আইসক্রীম মনে হল
Arijit | ২০ মার্চ ২০১০ ১১:১৯ | 121.242.15.238
সখ না - এগুলো মুখের ওপর না ছুঁড়লে এরা বুঝবে না। আর যাবোই বা কি করে - দুটো থেকে আবার মোষ তাড়ানো আছে - গ্লোবসিনে। কাল রাত দুটো অবধি জেগে স্লাইড বাইনিয়েছি।
Arijit | ২০ মার্চ ২০১০ ১১:১৭ | 121.242.15.238
আর ইদিকে শঙ্কর নেত্রালয়ে ফোং করেই যাচ্ছি করেই যাচ্ছি কেউ তোলে না। কে জানে ওয়েব সাইটে দেওয়া নম্বরটা ঠিক কিনা...
a x | ২০ মার্চ ২০১০ ১১:১৬ | 99.165.171.34
তোমারই বা অত ম্যানেজমেন্টের মুখে রিপোর্ট ছোঁড়ার বাসনা কেন? বাড়ি চলে যাও।
tkn | ২০ মার্চ ২০১০ ১১:১৬ | 122.173.184.111
হুঁ, কুচিগুলো যখন বাড়িতে দাপিয়ে বেড়ায় তখন মনে হয় কখন একটু শান্ত হয়ে বসবে, ঘুমোবে। আর যখন এরকম নিঝঝুম হয়ে থাকে তখন মনে কতক্ষনে হল্লা শুরু করবে। কমন হেপাটাইটিস ভ্যাকসিন নেওয়া আছে তো, তাও জন্ডিস হতে পারে? যাই হোক, চটপট সুস্থ হয়ে উঠুক
Arijit | ২০ মার্চ ২০১০ ১১:১১ | 121.242.15.238
কাল সন্ধের পরেও যখন উঠছে না তখন বাবা নিয়ে গেসলো - ওই ওষুধ খেয়ে একটু উঠে বসেছিলো। সকালে আগের ফর্ম নেই, কিন্তু কালকের চেয়ে নাকি ভালো বল্ল।
Arijit | ২০ মার্চ ২০১০ ১১:০৯ | 121.242.15.238
ডাক্তারও তাই বলেছে। বলেছে একটু নজর রাখতে - জন্ডিসও হতে পারে।
tkn | ২০ মার্চ ২০১০ ১১:০৯ | 122.173.184.111
অরিজিৎ, ঋতির কি এটা প্রথম গরম কলকাতায়? ডাক্তার দেখিয়েই নাও আজই।
Arijit | ২০ মার্চ ২০১০ ১১:০৯ | 121.242.15.238
হুঁ। আমি এক মাসের ওপর এক পা নিয়ে টেনে যাচ্ছি। কদিন ভাইরাল ইনফেকশনে ভুগলাম - পিঠে পুরো মোচড় দেওয়া ব্যথা - দিনে বারোখানা করে ওষুধ খেয়ে হলেও চালিয়ে গেছি। আর এদিকে লোকজন টপাটপ ছুটি নেয় - সকালে ফোং করে দিলেই হল আর কি...
a x | ২০ মার্চ ২০১০ ১১:০৮ | 99.165.171.34
হয়ত ভাইরাল কিছু হয়েছিল, দুর্বল হয়ে পড়েছে।
a x | ২০ মার্চ ২০১০ ১১:০৮ | 99.165.171.34
ডাক্তার দেখাবেনা?
tkn | ২০ মার্চ ২০১০ ১১:০৬ | 122.173.184.111
দু চারজন অসুস্থ মেসো, অবিবাহিত বোন যোগাড় করে ফেল্লে আর গোটাকয় নতুন বাড়ি কিনে নিলেই এ সোসন কমবে
Arijit | ২০ মার্চ ২০১০ ১১:০৪ | 121.242.15.238
না জ্বর নেই। গত শুক্র-শনিবার জ্বর ছিলো - সে তো রবিবার থেকে হাওয়া। কিন্তু তার পর থেকেই খাচ্ছিলো না, কাল থেকে একদম শুয়ে পড়েছে...
Lama | ২০ মার্চ ২০১০ ১১:০২ | 117.194.229.162
কি হল ঋতির?
এই রিভার্স সোসনটা খুব ভোগাচ্ছে আজকাল। সবারই মেসোর অসুখ বোনের বিয়ে পূজোর বাজার গৃহপ্রবেশ আছে। আমারই ঘরসংসার নেই যেন
a x | ২০ মার্চ ২০১০ ১০:৫০ | 99.165.171.34
জ্বর নেই?
Arijit | ২০ মার্চ ২০১০ ১০:৪২ | 121.242.15.238
রিভার্স সোসন।
কাল পই পই করে সবাইকে বলে গেলুম নর্মাল সময় চলে আসতে - কয়েকটা কাজ করে নিতে পারলে সোমবার বুক ফুলিয়ে ম্যানেজমেন্টের মুখে রেজাল্ট ছুঁড়ে দেওয়া যাবে...
কেউ এসে পৌঁছয়নি। আদৌ আসবে কি না কে জানে। একটা মেয়ের পঁচিশে মে বে, তার নাকি বাজার করা আছে, বাকিগুলো ঘুম থেকে উঠবে নটার সময়, হেলেদুলে আসবে বারোটায়।
শালা আমার একার দায়। অথচ পুঁচকে মেয়েটা বাড়িতে অসুস্থ - কদিন ধরে খাচ্ছিলো না, যে মেয়ে দিনরাত রেলিং ধরে ঝুলছে সিঁড়ির ওপর থেকে লাফাচ্ছে সেই মেয়ে কাল সকাল থেকে সন্ধ্যে অবধি টানা ঘুমিয়ে গেছে আচ্ছন্নের মত...
Arijit | ২০ মার্চ ২০১০ ১০:০৭ | 121.242.15.238
এই মঙ্গুজ ব্যাটটা ক্রিকেট ব্যাট না বেসবল ব্যাট সেটা নিয়ে সন্দ আছে। তলাটা আরেট্টু গোল হলেই বেসবল খেলা যাবে। সুশীল, থুড়ি ক্রিকেট বলে আর কিছু রইলো না গো।
সে আর বলতে! একবারই অমন প্রোজেক্টে হাত দিসিলাম। এক বুড়ো ইহুদী ডেটাবেস ডিজাইন করেছিল সে খেত চুরুট। আরেক মাঝবয়সী জর্মান-আমেরিকান ডিবিএ আমাদের কোয়ারিগুলি অপ্টিমাইজ করত, সে খেত পাইপ। আর এই শর্মা বাকিটা নামিয়েছিল। নিচের লবিতে সিগারেট, পাইপ আর চুরুটের মেলবন্ধনে ডিজাইন রিভিউ সেশন বসত। ক্ষী ভালো দিনকাল ছিল সেসব!
Binary | ২০ মার্চ ২০১০ ০১:২৩ | 148.141.31.16
অপ্পনের ইন্সট্রাকশন দেখে যেকোনো ওরাকেল ডকুমেন্টের কথা মনে হইলো। ৩০০ পাতার ডকুতে ১৪০ পাতার ভুমিকা, আর ১৪০ পাতার উপসংহার।
aka | ২০ মার্চ ২০১০ ০১:২১ | 168.26.215.13
কমরেড অপ্পন, একটা জরুরী বিজ্ঞপ্তি অমন আর্কিটেকচারে ডেটাবেস ডিজাইন্টা নিজে করবেন, কাউরে দিয়েন না। বাচ্ছা মতন কাউরে তো নয়ই। ঐটি উল্টে গেলে প্রোজেক্ট উল্টে যাবে। মতান্তরে ডেটা ড্রিভেন ডিজাইনও কইতে পারেন। বেশ ভারিক্কি লাগবেনে।
a x | ২০ মার্চ ২০১০ ০১:১৬ | 143.111.108.124
:-|
kc | ২০ মার্চ ২০১০ ০১:১২ | 89.203.49.18
অপ্পনকে দাঁত কিড়মিড় দিলাম। অক্ষদার সঙ্গে একমত। (হতে চাইনা তবুও হতে হয়, প্যাথোসযুক্ত স্মাইলি সমেত)
Binary | ২০ মার্চ ২০১০ ০১:১২ | 148.141.31.16
ধুত্তেরি, আমার এই ল্যাপিতে আবাপ খুলছে না। ঐ লেখাটা পড়া হয় নি, তবে, বেশ কিছুদিন আগে, পথিক গুহ, বেড়াল নিয়ে আবাপ-তেই লিখেছিলেন।
Arpan | ২০ মার্চ ২০১০ ০১:১০ | 112.133.206.20
আঃ! শুনলে না এইটা n টিয়ার আর্কিটেকচার। যেকোন ধরণের ক্লায়েন্টের জন্য ওয়ান সাইজ ফিটস অল! ;-)
Arpan | ২০ মার্চ ২০১০ ০১:০৬ | 112.133.206.20
অক্ষদা এখন এমপাওয়ার্ড বাই নলেজ তো, তাই কেসির মত অজ্ঞানীদের দাবায়ে রাখতে চায়। কেসি, আপনিই ভেবে দেখুন আপনি কী করবেন!
a x | ২০ মার্চ ২০১০ ০১:০৬ | 143.111.108.124
আর দেখুন বিভ্রান্ত করার কি অপচেষ্টা, সোজা বললেই হয় ক্যালকুলেটার খোলো তা না ঐ সব রান ফান।
a x | ২০ মার্চ ২০১০ ০১:০৪ | 143.111.108.124
হ্যাঁ আর তারপর মৃদু বুম শব্দ আর দেখব কম্পুর জায়গায় ছাই, অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে। একদম করবেন না কেসি!
a x | ২০ মার্চ ২০১০ ০১:০৩ | 143.111.108.124
কিটি ফুচকার জন্য মর্মপীড়া গ্রস্থ না হয়ে এইসব নিয়ে একটু লিখতে পারে তো!
Arpan | ২০ মার্চ ২০১০ ০১:০২ | 112.133.206.20
অক্ষ আর কেসির জন্য সহজ ম্যানুয়াল।
১। Windows মেশিনে Start-এ গিয়ে Run-এ ক্লিকাও।
২। যে পপআপ উইন্ডোটা আসবে সেটাতে calc লিকে এন্টার মারো।
ড্রাম বাজাটা মনে নেই। কিন্তু সোরডিংগারের বিড়াল টা খুব একটা কঠিন্না। ঐ যে, বাক্স বন্ধ থাকলে কেউ জানেনা, বিড়ালটা মরা না জ্যান্ত, সেটা একটা ত্তীয় অবস্থা, অদার দ্যান জ্যান্ত বা মরা। মানে ০ আর ১ এর পরে ২ (নট বাইনারি)।
এখন, এই কোয়ান্টাম থিওরি, সেমিকন্ডাকটারে সিমুলেট কত্তে কত বছর পেরিয়ে গেল।
aka | ২০ মার্চ ২০১০ ০০:৫২ | 168.26.215.13
ঐ ড্রাম বাজা না বাজাটা একটু বুঝিয়ে দাও দিকি, সহজ করে।
Binary | ২০ মার্চ ২০১০ ০০:৫০ | 148.141.31.16
এ পেরথম শুনেছিলাম অমল রায়চৌধুরির কেলাশে, আজি হতে বিশ বছর আগে।
পাথিক ঘোষ ল্যাখেন খারাপ নয়। আর সল্লেকে থাকেন
Binary | ২০ মার্চ ২০১০ ০০:৫০ | 148.141.31.16
আই মিন গুহ
aka | ২০ মার্চ ২০১০ ০০:৪৮ | 168.26.215.13
অ্যাল *পথিক গুহ।
aka | ২০ মার্চ ২০১০ ০০:৪৫ | 168.26.215.13
পথিক ঘোষের ঐ লেখাটা কিস্যু বুঝি নি। ঐ যে ড্রাম বাজছে অথচ বাজছে না।
Binary | ২০ মার্চ ২০১০ ০০:৪২ | 148.141.31.16
আরে এখন অবশ্য ০, ১ আর ২ এসে যাচ্ছে, সোরডিংগারের বিড়াল, সুপার কম্পিউটার। একটা বাক্সে একটা বিড়াল আর সায়ানাইড। তো তার তিন অবস্থা, বাক্স খুল্লে, আইদার বিড়ালটা মরা (১), বিড়ালটা জ্যান্ত (০), কিন্তু বাক্স বন্ধ থাকলে জ্যান্ত-বা-মরা (২)
aka | ২০ মার্চ ২০১০ ০০:৩৭ | 168.26.215.13
পৃথিবীতে 1 0 - ধরণের লোক রয়েছে যারা এগুলো বোঝে আর যারা বোঝে না।
kc | ২০ মার্চ ২০১০ ০০:৩৬ | 89.203.49.18
অপ্পনবাবু, বাগটা মনে হচ্ছে ফিক্স করা গেছে। তোমার ইঙ্গিত থেকেই করলাম। থ্যাঙ্কু। অক্ষদার কোচ্চেনটা আমারও।
a x | ২০ মার্চ ২০১০ ০০:৩৬ | 143.111.108.124
কি জালি মাইরি! এমনি এমনি লোকের এত রাগ আইটি গাইদের ওপর!
Binary | ২০ মার্চ ২০১০ ০০:৩৪ | 148.141.31.16
ডেসিমাল ২৫ = অক্টাল ৩১,
মানে ২৫/৮ = ৩, হাতে রইলো ১ = ৩১ সোজা হিসাব হে হে হে
a x | ২০ মার্চ ২০১০ ০০:২৫ | 143.111.108.124
এটা কোনো "আইটি গাই" বোঝাও- DEC 25 = OCT 31
Arpan | ১৯ মার্চ ২০১০ ২৩:৩৭ | 122.252.231.12
ওক্কে। থ্যাংকু, অয়ন।
a | ১৯ মার্চ ২০১০ ২৩:২৭ | 122.167.243.234
অপ্পন্দা, ২১ তারিখ খুলবে, মানে ৫ দিন আগে। সকাল ৮টা য় খোলে, খুব দ্রুত শেষ হয়ে যায়, মিনিট ৫-১০ এ
Paramita | ১৯ মার্চ ২০১০ ২৩:২৫ | 202.3.120.9
কেয়াবাত!
lcm | ১৯ মার্চ ২০১০ ২৩:২৫ | 128.48.7.66
প্রঃ সফটওয়্যার ইঞ্জিনিয়ার-রা কেন ক্রিসমাস আর হ্যালোউইন গুলিয়ে ফেলে। উঃ DEC 25 = OCT 31
aka | ১৯ মার্চ ২০১০ ২৩:১৮ | 168.26.215.13
ন্যাড়াদা সফটওয়ার কিন্তু একটু সফট টাইপ সফটওয়ার এই কাগজ বাগজ মেলাতে হয় না। আসলে ক্লায়েন্ট মধ্যিখানে এসে গেলেই গপ্পো এক্কেরে অন্য। তখনই সিএমেম, আওসো হ্যানা ত্যানা, ফালতু মিথ্যে বলতে হয় সারাদিন। ঃ))
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন