এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ২৫ মার্চ ২০১০ ২০:২৭ | 219.64.78.225
  • kd,

    কি বই পাঠাতে চাইছেন বুঝলাম ন। কাগুজেগুরুর জন্য আমি কোন্নগর ও ভদ্রেশ্বরের দুটি ঠিকানায় ১ বছরের গ্রাহক করিয়ে দিয়েছিলাম (গিফট সাবস্ক্রিপশান)। দুটির কোনওটাতেই আজ বিকেল পর্যন্ত বই যায় নি বলেই জানি। কিন্তু দুটিরই ঠিকানা গ্রাহক লিস্টে এবং ক্যালকাটাওয়েবের কাছেও থাকার কথা। এগুলো হারিয়ে গিয়ে থাকলে জানান, বুনানকে জানিয়ে দিচ্ছি।

    আমার নামে পুণের দোকানে দেওয়ার জন্য যে প্যাকেটটি যেত, সেটি ব্রতীশের কাছে যাওয়ার কথা।

    ধন্যবাদ।
  • a x | ২৫ মার্চ ২০১০ ২০:২৭ | 99.165.170.39
  • মুড়ো ঝ্যাঁটা না। ফুলঝাড়ু পাওয়া যায়।
  • a x | ২৫ মার্চ ২০১০ ২০:২৬ | 99.165.170.39
  • আরে তখন দেখি নাই এখানে আছে। এখানে বঁটিও পাওয়া যাবে মনে হয় খুঁজলে! যেখানে লালশাক পাওয়া যায় (চাইনিজ দোকানে), সেখানে সব পাওয়া যায়!
  • Abhyu | ২৫ মার্চ ২০১০ ২০:২৪ | 97.81.96.57
  • এই অক্ষই না আমাকে বলেছিল দেশ থেকে ঝাঁটা কিনে আনতে? (বিছানা ঝাড়ার জন্যে - ক্ল্যারিফিকেশ্ন দিই নইলে আবার কে কি মনে করবে, যদিও আমার বউ গুরু পড়ে না)
  • a x | ২৫ মার্চ ২০১০ ২০:২১ | 99.165.170.39
  • রিমি ঃ-))
    আকা তোমাদের ওদিকপানে ইন্ডিয়ান স্টোরে ঝাঁটা নাই? এদিকপানে এসে রিমি তাইলে একখান নিয়া যেতে পারে।
  • aka | ২৫ মার্চ ২০১০ ২০:১৭ | 168.26.215.13
  • ঐজন্যই আম্রিগায় ঝাঁটা নাই, সাধে কি এদের বুদ্ধির এত প্রশংসা করি।
  • rimi | ২৫ মার্চ ২০১০ ২০:১৬ | 168.26.215.135
  • বাড়ি ২ - ব্যক্তিগত সম্পত্তি, যা শুধুই অন্যকে দেবার জন্যে। যেমন ঝাঁটার বাড়ি।
  • Abhyu | ২৫ মার্চ ২০১০ ২০:১৬ | 97.81.96.57
  • ধরুন আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমি একটি মুসলমান মেয়েকে বিয়ে করে আনলাম। আমার মা-বাবা দাদা-বৌদি এমনকি দিদুও বলল - বাবা আলাদা বাড়িতে থাকো। সামাজিক অপরাধ? মনে হয় না।

    বা ধরুন আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘরে থাকব বললাম। সামাজিক বা কোর্ট ম্যারেজ ছাড়াই। আবার আমার মা-বাবা দাদা-বৌদি এমনকি দিদুও বলল - বাবা আলাদা বাড়িতে থাকো। সামাজিক অপরাধ? মনে হয় না।

    এবার ধরুন আমার দোতলা বাড়ি। একতলাটা ভাড়া দিই। আমি বললাম আমি হিন্দু বা ম্যারেড কাপল ছাড়া বাড়ি ভাড়া দেব না। সামাজিক অপরাধ?
  • aka | ২৫ মার্চ ২০১০ ২০:১৬ | 168.26.215.13
  • ঃ))

    কি ঘুম পাচ্ছে রে বাবা। আর পারি না। খানিক গিলে কুটে আসি।
  • a x | ২৫ মার্চ ২০১০ ২০:১৫ | 99.165.170.39
  • জাতি না জাত।
  • a x | ২৫ মার্চ ২০১০ ২০:১৪ | 99.165.170.39
  • ঃ-)
  • aka | ২৫ মার্চ ২০১০ ২০:০৯ | 168.26.215.13
  • বারি - পাবলিক গুড
    বাড়ি - ব্যক্তিগত সম্পত্তি
  • a x | ২৫ মার্চ ২০১০ ২০:০৬ | 99.165.170.39
  • এছাড়া এই তর্কটার দুটো লেভেল আছে।

    ১) জাতি, ধর্ম ইত্যাদির বেসিসে কাউকে বারি ভাড়া দেওয়া/না দেওয়া একটা সামাজিক অপরাধ কিনা - ঝিকি বোধহয় বলবেন না, অপরাধ না। হনু বোধহয় বলবে অপরাধ।

    আগে এই স্টেপটাই ঠিক হোক সবই ব্যক্তির মর্জি মাফিক চললেই চলতা হ্যায় কিনা। তারপর স্টেপ ২) অর্থাৎ আইন করে সেই সামাজিক অপরাধের মোকাবিলা হয় কিনা।
  • Nina | ২৫ মার্চ ২০১০ ২০:০৪ | 66.240.33.43
  • কাবলিদা , আমি এখনও গুরু পেলাম নাতোঃ((
    ছ মাসের সাবসক্রিপশন , নিয়েছি।
  • a x | ২৫ মার্চ ২০১০ ২০:০১ | 99.165.170.39
  • আইন করেই কিছু হবে এমন দাবী ভুলেও নাই। কিন্তু সমাজ বদলাবে বলে বসে না থাকে আইন থাকাটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড।

    ক্লোসড ডোর ইন্টারভিউ তে কাউকে চাকরি কিসের বেসিসে দেওয়া হলনা, সেটাও প্রমাণ করা খুবই শক্ত। কিন্তু তার জন্য উইকার কম্যুনিটির প্রোটেকশনে আইন আছে এবং আকছার লোকে কোর্টে যায়।

    একটা ক্যাভিয়াট। কোর্টে যাওয়ার ক্ষমতা অবশ্যই সবার থাকবেনা।
  • Du | ২৫ মার্চ ২০১০ ২০:০১ | 65.124.26.7
  • হনু, ১২ঃ৪৫ বড় হাতের ক। বেলকাম ব্যাক, ব্রাদার।
  • a x | ২৫ মার্চ ২০১০ ১৯:৫৮ | 99.165.170.39
  • অ্যাড দিয়ে বিয়ে করা আর অ্যাড দিয়ে কিছু বিক্রি করাকে এক করে কি ভাবে দেখা যায় বুঝছিনা।

    একটাতে টাকা পয়সার লেনদেন নেই (যদি থাকে তা আইনত অলরেডি অপরাধ)। কেউ কিছু উপার্জন করবেন না। তার থেকে ট্যাক্স দেবেন না। অন্যটাতে টাকা পয়সা রোজগার, প্রপার্টি ট্যাক্স, রেন্ট ক®¾ট্রাল এইসব।

    কে কাকে বিক্রি করবে কে কিনবে এসবে রাষ্ট্রের হস্তক্ষেপ থাকা উচিৎ নাই যদি, তবে বোর্ড ঝোলালেই বা হস্তক্ষেপ হবে কেন? Dogs and Niggers Not Allowed
  • aka | ২৫ মার্চ ২০১০ ১৯:৫৩ | 168.26.215.13
  • প্রেম কাকে বলে? সেটা না জানলে আর শিওর কি করে হওয়া যায়।
  • Du | ২৫ মার্চ ২০১০ ১৯:৫০ | 65.124.26.7
  • প্রেম অবৈধ নয় মানলাম - কিন্তু প্রেমই যে সেটাই কি শিওর? ঃ)
  • kd | ২৫ মার্চ ২০১০ ১৯:০৯ | 59.93.192.199
  • সমীর রায় আর অরূপ ঘোষ - এরা কাগুজে গুরুর সাবস্ক্রিপ্‌শন লিস্টে আছে। বাড়ীর কাছে বলে হাতে হাতে দিতে গিয়েছিলুম। সমীরবাবু গুরুচন্ডা৯র নামই শোনেননি আর অরূপবাবু আর ওনার ডাক্তার স্ত্রী খুবই অসন্তুষ্ট হ'লেন দিতে যাবো বলে ফোন করায়। তাই ওনাদেরও দেওয়া হয় নি। এখানে কেউ কি এইদু'টোর ব্যাপারে কিছু জানো?

    আর দময়ন্তী আর সুদীপ্ত শুনেছি কলকাতায় চলে এসেছে - কিন্তু এখানকার ঠিকানা আমাদের কাছে নেই - তাই বই পাঠাতে পারিনি। একটু জানিয়ে দেবে প্লীজ।
  • stoic | ২৫ মার্চ ২০১০ ১৮:১২ | 160.103.2.224
  • ভারতীয় সংবিধানে এক্সট্রাম্যারাইটাল অ্যাফেয়ার কি অপরাধ ? মানে জেলে পুরে দেবে ?
  • Rajdeep | ২৫ মার্চ ২০১০ ১৮:০৫ | 202.79.203.59
  • জিইইইও
  • aka | ২৫ মার্চ ২০১০ ১৮:০৫ | 168.26.215.13
  • নিউ ইয়র্কে নাকি একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে সিগারেট খাওয়া যায় না। নিজের বারান্দা, বাথরুমেও নয়। স্মোকারদের ভাড়া দিতে অস্বীকার করল না কিন্তু এই নিয়মে কোন স্মোকার ভাড়াও নেবে না।
  • san | ২৫ মার্চ ২০১০ ১৮:০১ | 203.91.201.56
  • এখানেও অবশ্য আমার একটুস সংবিধানবিরোধী দাবি হ্যাজ। প্রেম কক্ষনও অবৈধ হয় না, হতেই পারেনা। তাই অবৈধ প্রেম বলে কিছুর কনসেপ্ট এক্কেবারে তুলে দেওয়া হোক ঃ-)
  • san | ২৫ মার্চ ২০১০ ১৭:৫৯ | 203.91.201.56
  • ও আচ্ছা আচ্ছা। চমকে গেছিলাম ঃ-)
  • . | ২৫ মার্চ ২০১০ ১৭:৫৯ | 125.18.104.1
  • "চাট্টি এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার" থেকে। ঃ-P
  • san | ২৫ মার্চ ২০১০ ১৭:৫৮ | 203.91.201.56
  • বাই দ্য ওয়ে, অবৈধ প্রেমিক কোথা থেকে এল? ঃ-)
  • kallol | ২৫ মার্চ ২০১০ ১৭:৪৮ | 124.124.93.202
  • লুরুতে বাড়িওয়ালা কি একরকম। আমার আজ পজ্জন্ত দুই বাড়িওয়লাই খুব ভলো। কোন রকম নাক গলানো নেই। আগের বাড়িওয়ালা একই বাড়িতে থাকতো। যখন যা অসুবিধা হয়েছে, নিজে লোক লাগিয়ে করে দিতো। সেদিনও দেখা হতে খুব আড্ডা হলো।
    নতুন বাড়িওয়ালা তো অনেক দূরে থাকে। কিন্তু এও খুবই ভালো মানুষ।

    তবে শুনেছি অনেক বাড়িওয়ালা মাছ-মাংসখোরকে বাড়ি দেয় না।
  • san | ২৫ মার্চ ২০১০ ১৭:২৯ | 203.91.201.56
  • ইন ফ্যাক্ট , লুরুতে যত বাড়ি দেখেছি সেই তুলনায় বাড়িওলার সঙ্গে আলাপ তেমন হয় টয় নি। এজেন্টরাই তো দেখাত । মেয়েদের সঙ্গে কে কেমন আচরণ করে বা টাকাপয়সা নিয়ে ইত্যাদি , দেখবার সুযোগ ই পাই নি বিশেষ। আমাদের এখন যে মহিলা বাড়িওলা , তাঁকে তো একেবারে এগ্রিমেন্ট সাইন করবার সময় দেখলাম। তাও কথা কিছুই হয় নি কেননা তিনি কন্নড় ছাড়া কিছু বোঝেন না, আর আমরা কন্নড় বুঝি না ঃ-)
  • . | ২৫ মার্চ ২০১০ ১৭:২৭ | 125.18.104.1
  • কারো থাকতে পারে। থাকলে সেটা থাকা উচিত নাকি অনুচিত এই নিয়ে তর্কবিতর্ক ও সিদ্ধান্ত সম্ভব। অবশ্যই নিজস্ব নৈতিকতার মাপদন্ডে। কিন্তু সেটা আইনী অপরাধ নয়। যদি না কেউ প্রত্যক্ষভাবে জাতি-বর্ণ-ধর্ম-লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করে, যা সংবিধানবিরোধী। কিন্তু ভারতীয় সংবিধান মদ্যপায়ী, ধূম্রপায়ী, মাংসাশী, সিঁদুরবিরোধী বা অবৈধ প্রেমিকদের কোনো সাংবিধানিক সুরক্ষা দেয় নি। এখনও পর্যন্ত। ;-)
  • san | ২৫ মার্চ ২০১০ ১৭:২০ | 203.91.201.56
  • আমার সঙ্গে অশালীন আচরণ করলে নিশ্চয় রেগে যাব। সে তো ট্যাক্সিওলা বা আপেলওলা করলেও রাগতাম। এবং আমি করলে নিশ্চয় তারাও রেগে যাবে।

    এর বাইরে তিনি তাঁর স্পাউজের সঙ্গে কেমন আচরণ করেন বা চাট্টি এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার আছে কিনা বা তিনি শেয়ার বেচাকেনা করেন কিনা বা ছেলেকে হাতখরচা দেন কিনা এসব নিয়ে আমার কোনো দাবিদাওয়া নেই ঃ-)
  • de | ২৫ মার্চ ২০১০ ১৭:১৬ | 59.163.30.3
  • স্যানের পর থেকে কন্টিনিউ করি --

    বাড়িওয়ালা লিভ-ইন করে কিনা, সিঁদুর পরে কিনা, ব্যাচেলর কিনা, শুঁটকি খায় কিনা ইত্যাদী ভাড়াটে কোথাও দেখতে গ্যাছে বলে জন্মে শুনিনি ঃ))
  • . | ২৫ মার্চ ২০১০ ১৬:২৫ | 125.18.104.1
  • ভদ্রভাবে কথা বলে কিনা, মেয়েদের দেখলে কিরকম আচরণ করে, পয়সাকড়ির ব্যাপারে লোকটার ভাবভঙ্গী কিরকম- কিছুই দেখবে না তো?
  • san | ২৫ মার্চ ২০১০ ১৬:০৮ | 203.91.201.56
  • প্রোডাক্টটা যখন বাড়ি তখন বাড়ির গুণাগুণও আমাকে দেখতে হবে। ওইটুকু অ্যাড করলে আমি মেনে নেব। মানে বাড়িওলা মুসলিম কি না, তার মাথায় টাক আছে কি না, সে পোসেনজিতের সিনেমা দেখে কি না বা রাতে রুটি খায় কি না এসব দেখব না। রাজি।
  • san | ২৫ মার্চ ২০১০ ১৬:০৬ | 203.91.201.56
  • পাত্রপাত্রী প্রসঙ্গে ঃ-)))))))
  • Jhiki | ২৫ মার্চ ২০১০ ১৬:০৫ | 124.81.82.83
  • ঃ-)
    ঠিক আছে "টু লেট' টা তুলে নিলাম, এখন খালি কাগজের বিজ্ঞাপন নিয়ে কথা হোক।
  • de | ২৫ মার্চ ২০১০ ১৬:০৩ | 59.163.30.3
  • বাড়ির দরজায় "টু লেট" এর ইকুইভ্যালেন্ট টু বী পাত্র/পাত্রীর গলায় "পাত্রী/পাত্র চাই " লুটিশ ঃ))
  • Jhiki | ২৫ মার্চ ২০১০ ১৬:০৩ | 124.81.82.83
  • de কে আমারও "ক"। বাছার সুযোগ থাকলে লোকে বাছবেই।
  • . | ২৫ মার্চ ২০১০ ১৬:০২ | 125.18.104.1
  • কনজিউমার আর প্রোডিউসার কোত্থেকে এল??

    বাই দ্য ওয়ে, হোটেলে হাইলি করা যায়। কেউ বলে না- পছন্দ হচ্ছে না। দাঁত কেলিয়ে বলবে- ঘর তো খালি নেই। সেরকম বুদ্ধিমান বাড়িওয়ালা বলবে- না ভাই, ও তো ভাড়া হয়ে গেছে ভাই।
  • Jhiki | ২৫ মার্চ ২০১০ ১৬:০০ | 124.81.82.83
  • আগে বলুন পাবলিক ডোমেইনের সংজ্ঞা কি?
    বাড়ীওয়ালা 'টু লেট' নোটিশ ঝুলিয়ে বা বিজ্ঞাপন দিলে সেটা পাবলিক ডোমেইন ভুক্ত হয় তো 'পাত্র চাই' বা পাত্রী চাই' বলে কাগজে বিজ্ঞাপন কেন এর থেকে আলাদা?
  • san | ২৫ মার্চ ২০১০ ১৫:৫৯ | 203.91.201.56
  • কিছু কিছু বোধ হয় থাকে। হোটেল ফোটেলে অমুককে পছন্দ হচ্ছেনা বলে ভাড়া দেবনা বলা যায়না। যায় কি?

    আর ইয়ে, কনজিউমার আর প্রোডিউসার বোধ হয় সমার্থক নয়।
  • . | ২৫ মার্চ ২০১০ ১৫:৫৮ | 125.18.104.1
  • স্যান এবার উল্টোদিক থেকে ভাবুক। যখন তুমি ভাড়া নিতে যাবে তখন তুমিও তোমার সংজ্ঞামত পাবলিক ডোমেনে। অতএব তুমিও শুধু প্রাইস, আইডেন্টিটি প্রুফ এবং ক্রিমিনাল রেকর্ডস ছাড়া বাড়িওয়ালাকে রিফিউজ করতে পারবে না। চলবে তো? ;-)
  • stoic | ২৫ মার্চ ২০১০ ১৫:৫৭ | 160.103.2.224
  • একেই তো ইকোনোমিক্সের ভাষায় সাপ্লাই সাইড আর ডিম্যান্ড সাইড ইল্যাস্টিসিটির গপ্পো বলে। ;-)
  • Rajdeep | ২৫ মার্চ ২০১০ ১৫:৫৫ | 202.79.203.59
  • de কে ক
  • de | ২৫ মার্চ ২০১০ ১৫:৫৪ | 59.163.30.3
  • আরেকটা প্রধান কারণ -- বাড়ি হ্যাভস দের নাম্বারের সাথে বাড়ি-হ্যাভ-নটস দের নাম্বারের পার্থক্য! বেশী বাড়িওয়ালা আর কম ভাড়াটে হলেই অতো চয়েস করা বেরিয়ে যেতো!
  • . | ২৫ মার্চ ২০১০ ১৫:৫৩ | 125.18.104.1
  • যে রুলের কথা বলছ সে রুল থাকতে পারে না, থাকা উচিতও নয়। কিন্তু কে কাকে কি বিক্রি করবে, এবং কে কার থেকে কি কিনবে, এ ব্যাপারে রাষ্ট্র কথা বলার কে?

    রুল তো থাকেই- লোককে ঠকাচ্ছ কিনা, পচা মাল গচ্ছাচ্ছ কিনা, ট্যাক্স ফাঁকি দিচ্ছ কিনা ইত্যাদি।

    বাই দ্য ওয়ে, এই যারা কাগজে বিজ্ঞাপন দিয়ে বিয়ে করেন, তারা কি পাবলিকডোমেইনভুক্ত?
  • san | ২৫ মার্চ ২০১০ ১৫:৫০ | 203.91.201.56
  • আর্তি অর নো আর্তি, কনজিউমার্স প্রোডাক্টের কিছু রুল থাকা উচিৎ কিনা এ বিষয়ে যদিও কোনো উচ্চবাচ্য দেখা গেল না ঃ-)
  • de | ২৫ মার্চ ২০১০ ১৫:৪৮ | 59.163.30.3
  • কম্ফর্টের সংজ্ঞা কি হবে? কনজিউমার্স প্রোডাক্টের ক্ষেত্রে তার মাত্রাই বা কি দেখে নির্দ্ধারণ হবে?

    বিদেশেও অবশ্য বাড়ি ভাড়া দেওয়ার আগে নানা কথা লোকে বলে থাকে। বাড়িওয়ালারা সর্বত্রই বেশ ঠ্যাঁটা!
  • Jhiki | ২৫ মার্চ ২০১০ ১৫:৪৭ | 124.81.82.83
  • সে কথা লিখে লিখে তো হাত ব্যাথা হয়ে গেল। সোজা কথায় বাড়ীওয়ালা আপনাকে অপছন্দ করে মিষ্টি ভাবে কাটিয়ে দিয়ে আপনার কিছু করার নেই। বাজে কথা বলে কাটালে আদালতে মানহানির মামলা করতে পারেন, তবে সেটা প্রমান করতে পারলেও বাড়ীটা আপনি পাবেননা, হ্যাঁ বাড়ীওয়ালার কিছু জরিমানা হবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত