আমাদের দিল্লীর সেই বাড়ীর নেক্সট ডোর নেবার আর উল্টোদিকেই ইস্ত্রিওয়ালা ছিল জাসুস। আমাদে বাড়ীতে কি হচ্ছে, কে বেশী রাতে বাড়ী ফিরছে, কার সাথে দেখা করতে বয়ফ্রেন্ড আসছে, এই সব খবর ল্যান্ডলেডির কানে তারা পৌঁছে দিত। আমরা তো পাশের বাড়ী মহিলাকে দেখলেই তাকে শুনিয়ে শুনিয়ে নানারকম মিথ্যা PNPC করতাম, মানে কাল অমুক রাত ২টোতে বাড়ী এসেছে etc. etc. আর পরে সেই নিয়ে ল্যান্ডলেডি ফোনে করলে কিছু খোরাক নেওয়া হত!
kd | ২৪ মার্চ ২০১০ ১৩:১৭ | 59.93.247.231
ভেজ/ননভেজ নিয়ে এক গপ্পো বলি।
আমাদের এই ভবানীপুরেই (চক্রবেড়িয়ার ওধারে) তিন ভাই তাদের পৈতৃক বাড়ী প্রমোটার দিয়ে ফ্ল্যাট বানালো - পাঁচ-ছ'তলা। ওরা তিনজনে এক-একটা করে ফ্ল্যাট পেলো। যখন পজেশন নিতে যাবে, বাড়ীর অন্য ফ্ল্যাটের মালিকেরা দল বেঁধে ওদের ঢুকতে দিলো না। পাড়ার মস্তানদের আমার থানায় পয়সা দিয়ে রেখেছিলো, কেউই কোন সাহায্য করে নি। শেষ পর্যন্ত ওরা তিনজনেই ফ্ল্যাট বেচে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হ'লো।
ও হ্যাঁ, অন্যেরা সব গুজরাতি - ওদের আপত্তি, বাঙালীরা মাছ খাবে, সারা বাড়ী গন্ধ হ'বে।
পজিটিভ ব্যাপার হ'লো, এই গুজরাতিরা ফ্ল্যাট বিক্রি আর নতুন ফ্ল্যাট কেনায় তিনজনকে খুব সাহায্য করেছিলো আর নেগেটিভ ব্যাপার হ'লো, যে পাড়ায় এরা বংশানুক্রমে থেকেছে, সেখানকার মস্তানরাই ওদের এগেনস্টে।
ঘটনাটি আমার এখানে না থাকাকালীন, পুরোটাই শোনা কথা। কতটা সত্যি কতটা মিথ্যে জানি না।
de | ২৪ মার্চ ২০১০ ১৩:১৫ | 59.163.30.5
লিভ টুগেদারে বাড়ি ভাড়া দিতে অনেক বড় শহরেরই আপত্তি -- আমাদের যা ভুগতে হয়েছে এককালে, বাড়িওয়ালারা রীতিমতো চর লাগিয়ে রেখেছিলো আশেপাশে -- তখন রেগে বোম হতাম --এখন মনে পড়লে কুলকুলিয়ে হাসি পায় ঃ))
tkn | ২৪ মার্চ ২০১০ ১৩:০২ | 122.177.130.197
ঃ-) যাক...
Arijit | ২৪ মার্চ ২০১০ ১২:৫৯ | 121.242.15.238
টিকেন - পুরো ফিট। বাপের মত - পালদাদাইয়ের ডিস্পেন্সারীর গন্ধ পেলেই আদ্ধেক অসুখ হাওয়াঃ-)
Arpan | ২৪ মার্চ ২০১০ ১২:৫৮ | 216.52.215.232
তবে আমি দেখেছি টাকা মনমতো পেলে বাকি অসুবিধা হাওয়া হয়ে যায়। আমিও এককালে ব্যাচেলর হিসেবে বাড়ি ভাড়া নিতে গিয়ে প্রচুর ভুগেছি এবং সেটা আরো ছোট শহরে। পরে আইটির কল্যাণে বাড়িভাড়া যঝন লাফিয়ে বাড়তে লাগল তখন ওই লোকগুলোকেই বেমালুম পাল্টে যেতে দেখেছি। এমনো অ্যাড আসত যে অমুক কোম্পানির ছেলে/মেয়েদেরই তারা ভাড়া দিতে চায়। ঃ-)
san | ২৪ মার্চ ২০১০ ১২:৫৭ | 203.91.201.56
একই রকম। দুএকটি লোক থাকতেই পারে যারা বিবাহিত কাপল ছাড়া ভাড়া দেবেনা । একটা শহরের বেশিরভাগ বাড়িওলা এরকম হলে সেটা সেই শহরের লোকেদের মানসিকতা সম্পর্কে ভালো কথা বলেনা। এইটুকুই।
tkn | ২৪ মার্চ ২০১০ ১২:৫৭ | 122.177.130.197
অরিজিৎ, ঋতি কেমন আছে?
san | ২৪ মার্চ ২০১০ ১২:৫৪ | 203.91.201.56
ওটা উদাহরণ। যে একটা প্রেজুডিস একজন বাড়িওলার থাকলে ঠিক আছে। মানসিকতাটা ছেয়ে গেলে চাপ।
Jhiki | ২৪ মার্চ ২০১০ ১২:৪৯ | 124.81.82.83
@ san সত্যি তা হয় কি? এই তো এত এত চাকরি করা মেয়ে একা ভাড়া থাকে, তাদের কে বাড়ী দিচ্ছে? বারো বছর আগে দিল্লী তে আমরা খালি কয়েকজন মেয়ে একটা বাড়ীতে (নট ফ্ল্যাট)থাকতাম, কেউ তো না করেনি। অনেকে মনে করে বাড়ীতে অবিবাহিত মেয়ে রাখা মানে তাদের দায়িত্ব বেড়ে যাওয়া, কিন্তু তাদের বাদ দিয়েও অনেক লোক আছে যারা ভাড়া টাইমে পেলেই খুশী।
Jhiki | ২৪ মার্চ ২০১০ ১২:৪৩ | 124.81.82.83
সে আমরা বাঙালীরা বুঝবনা, তবে যারা নন-ভেজ খায়না, তারা তাদের বাড়ীতে সেটা রান্না হোক, তা না-ই চাইতে পারে। আর লিভ-ইন অনেকে মন থেকে মানেন না,নিজের বাড়ীতে সেই জিনিসের প্রশয় তারা কিভাবে দেবেন? আমি জানিনা আপনার নিজের বাড়ী আছে কিনা, থাকলে আপনিও তার প্রতি যত্নবান হবেন। যদি কোন কারনে ভাড়া দেন, তো আপনার ও কিছু criteria থাকবে, হতে পারে তা অন্য কিছু, কিন্তু থাকবে, হয়তো আপনি খালি আপনার "গুরু ভাইবোনদের'ই ভাড়া দেবেনঃ-)
dipu | ২৪ মার্চ ২০১০ ১২:৪০ | 61.12.12.83
ভারতে যদি কোন কাপ্ল ঘরভাড়া নেওয়ার সময় বাড়িওলাকে বলে আমরা গে/লে, বাড়িওলার মূর্চ্ছা ও পতন গ্র্যান্টি ঃ-)
san | ২৪ মার্চ ২০১০ ১২:৩৬ | 203.91.201.56
একখান বাড়িতে আবার আমাদের বলেছিল দুজনের কারো বাবামা কখনও বেড়াতে আসবেন না এরকম ব্যাপার হলে তবেই ভাড়া দেবে ( জল বেশি খরচ হবে) ঃ-)
kd | ২৪ মার্চ ২০১০ ১২:৩৩ | 59.93.247.231
সানফ্র্যান্সিসকোতে যেমন গে/লে না হ'লে ফ্ল্যাট ভাড়া পাওয়া না। ঃ)
san | ২৪ মার্চ ২০১০ ১২:৩১ | 203.91.201.56
লুরুতেও।
dipu | ২৪ মার্চ ২০১০ ১২:৩০ | 61.12.12.83
যেমন অনেক অ্যাপার্টমেন্টে মুসলিমদের থাকতে দেয় না। মুম্বাই-দিল্লীতে শুনেছি এই রোগ প্রচুর।
san | ২৪ মার্চ ২০১০ ১২:৩০ | 203.91.201.56
ঝিকি আপনার কথা মাইক্রো লেভেলে ঠিক আছে। ধরুন কোনো এক বাড়িওলা বলল আমি একা মেয়েকে ( /ব্যাচেলর ছেলেকে) বাড়িভাড়া দেবই না। কোন যুক্তিতে আর আমি বলব যে তার বাড়িতে তার ডিসিশন নেওয়া ঠিক নয়? কিন্তু এই যুক্তিকে এক্সপ্যান্ড করে যদি হাজার হাজার বাড়িওলা সকলেই বলতে থাকেন একা মেয়েকে আমরা ভাড়া দেবই না, তো সেই পরিস্থিতিটা ওভারঅল খুব একটা ভালো কিছু হয় না। নয় কি? কালেক্টিভে চলে গেলে সেটা একরকম ডিস্ক্রিমিনেশনে পৌঁছে যাবে বা যায় বলেই আমার মনে হয়।
dipu | ২৪ মার্চ ২০১০ ১২:২৭ | 61.12.12.83
পছন্দ-অপছন্দ থাকা ভাল। কিন্তু ননভেজ খেলে থাকতে দেব না বা বিয়ের কাগজ না দেখালে থাকতে দেব না গোছের মানসিকতা ছেয়ে গেলে চাপ।
dipu | ২৪ মার্চ ২০১০ ১২:২৫ | 61.12.12.83
এরম একটা কেস জানি। তাদের অনেক ভুগতে হয়েছিল।
লুরুতে প্রথম এসে ঘর খুঁজতে বেরিয়ে এক অ্যাপার্টমেন্টে গেলুম। তারা বলল অবিবাহিতদের থাকতে দেবে না। কারণ অবিবাহিতরা খুব হইহল্লা করে, প্রতিবেশীদের শান্তিভঙ্গ হবে। তারপর শেষে যে বাড়িটায় ঢুকলুম সেই বাড়িওলার আবার নীতি হচ্ছে বিবাহিতদের থাকতে দেবে না। কারণ বিবাহিতদের সংসারে নিত্য অতিথির আনাগোনা লেগেই আছে, বড্ডবেশী জল আর ইলেকট্রিক খরচা হবে। ইত্যাদি।
Jhiki | ২৪ মার্চ ২০১০ ১২:২৩ | 124.81.82.83
কেন বাড়ীর মালিকের কোন পছন্দ-অপছন্দ থাকতে নেই? বাড়ীটা যখন তার, তখন সিদ্ধান্তও তার, তার বেসিস যাই হোক না কেন!
san | ২৪ মার্চ ২০১০ ১২:২০ | 203.91.201.56
তবে ওরম ভুলভাল বাড়িওলা বোধ হয় কোনো শহর থেকেই পুরো নির্মূল হয় না। এদেশে। আইন থাক আর না থাক। নন ভেজ হলেও তো কত লোকে বাড়িভাড়া দেয় না। কী করবি?
san | ২৪ মার্চ ২০১০ ১২:১৮ | 203.91.201.56
তাই নাকি? আমাদের কোথাও কেউ বিয়ের কাগজ চায় নি।
Arpan | ২৪ মার্চ ২০১০ ১২:১৭ | 216.52.215.232
অ্যাঁ, তোর সাথে হয়েছে এম্নি!
dipu | ২৪ মার্চ ২০১০ ১২:১৬ | 61.12.12.83
মানে বিয়ের কাগজপত্র।
dipu | ২৪ মার্চ ২০১০ ১২:১৬ | 61.12.12.83
লুরুতে অনেক তেএঁটে বাড়িওলা ও অ্যাপার্টমেন্ট কাগজপত্র না দেখালে ঘর দেয় না। এইবারে কি তাদেরকে গিয়ে বলা যাবে ঘর দিবি না পুলিশ ডাকবো?
Jhiki | ২৪ মার্চ ২০১০ ১২:১২ | 124.81.82.83
arijit আয়ান ঘোষ ই, a একটু কম পড়েছিল ঃ-)
Arijit | ২৪ মার্চ ২০১০ ১২:১১ | 121.242.15.238
আর পলিগ্যামি কি করে হয়? পলিয়্যান্ড্রি কয়েন।
Arijit | ২৪ মার্চ ২০১০ ১২:১১ | 121.242.15.238
আয়ান ঘোষ।
san | ২৪ মার্চ ২০১০ ১২:১০ | 203.91.201.56
তখন কি অভিসারের বিরুদ্ধে আদৌ কোনো আইন ছিল? না থাকলে অফেন্স হবে কেন? ঃ-)
Jhiki | ২৪ মার্চ ২০১০ ১২:০৮ | 124.81.82.83
কিন্তু রাধা-কেষ্ট কবে বিয়ের আগে একসাথে থাকত? রাধা তো মাঝরাতে অয়ন ঘোষের বেডরুম থেকে বেরিয়ে অভিসারে যেত, সেটা তো polygamy তাই offenceও।
Arpan | ২৪ মার্চ ২০১০ ১২:০৭ | 204.138.240.254
ঃ-)
(রাধাকিষ্টো প্রসঙ্গে)
san | ২৪ মার্চ ২০১০ ১২:০৪ | 203.91.201.56
জিনিসটা ঠিক 'অবৈধ' বলে বোধ হয় কোথাও বলা ছিলনা। যতদূর জানি। মানে ভুলও জানতে পারি।
শুধু মুম্বই কেন, দিল্লি, লুরু, হাইড, ইত্যাদি ইত্যাদিতে বহু লোকেই তো একসঙ্গে থাকত বা থাকে। কোলকাতায়ও একটু আধটু।
nyara | ২৪ মার্চ ২০১০ ১২:০৪ | 203.110.238.16
কী করে আটকবে। তোমার মেশিনে/ব্রাউজারে রেডিরেকশন হলে আটকাতে পার। DNS লেভেলে হলে তুমি পারবে না, কিন্তু সরকার পরবে। কিন্তু একেবারে গুগুলের সার্ভারে রিডিরেকশন হলে কেউ পারবে না, এক যদি না তুমি আউটগোইং ট্র্যাফিক আটকে দাও।
এইসব মিডিয়া রিপোর্ট টেকনিকালি অত্যন্ত ভাসা ভাসা হয়। আসলে কে কীভাবে কী করছে, বোঝা শক্ত।
Arijit | ২৪ মার্চ ২০১০ ১২:০০ | 121.242.15.238
বাই দ্য ওয়ে - অটোম্যাটিক রিডাইরেকশন আটকানো যায় না? মানে আমি গুগুল ডট্ কম চাই, গুগুল ডট্ কো ডট্ ইন চাই না - কিন্তু খালি রিডাইরেক্ট করে দেয়।
অ্যাকচুয়ালি একটা এক্ষপেরিমেন্ট করতে চাইছিলুম - অনেক আগে - যখন কাকুর সাথে চীনের প্রথম ঝগড়া হয় তখন করে দেখেছিলুম - গুগুল ডট্ কম আর গুগুল ডট কো ডট ইউক-তে একই কী-ওয়ার্ড দিয়ে সার্চালে আলাদা রেজাল্ট আসতো - সংখ্যা আর টপ লিস্ট।
dipu | ২৪ মার্চ ২০১০ ১২:০০ | 61.12.12.83
হুঁ। এইটা পড়ে হেবি হাসি পেয়েছে। রাধাকেষ্টকে টেনে এনে প্রমাণ করতে হচ্ছে লিভ টুগেদার ভাল জিনিস।
dipu | ২৪ মার্চ ২০১০ ১১:৫৯ | 61.12.12.83
মুম্বাই-ব্যাঙ্গালোর এ তো অলরেডি লিভ টুগেদার বৈধ ছিল। নাকি ভুল জানতাম? মুম্বাইতে লিভ টুগেদার করে এমন কজনকে চিনি, ওখানে ওসব নিয়ে কেউ মাথা ঘামায় না।
san | ২৪ মার্চ ২০১০ ১১:৫৮ | 203.91.201.56
রাধাকৃষ্ণকে সাক্ষী মানতে হচ্ছে !!
Arijit | ২৪ মার্চ ২০১০ ১১:৫৮ | 121.242.15.238
মানেটা হল কাকু যায় নাই এখনো, google.cn-কাকু অন্য google.com.hk-কাকুকে কোশ্চেন করে উত্তর দিচ্ছিলো, সেইটে বন্ধ হয়ে গেছে। মানে আপাতত সার্ভিস নাই। কাকু তো R&D সেন্টার বা "সেল্স প্রেজেন্স' রাখবে কইয়াই দিসে। চাঁটিবাটি গোটানো অত সহজ নাকি? দুই পক্ষেরই তুমুল ক্ষতি - কেউ সেটা চাইবে না।
Arpan | ২৪ মার্চ ২০১০ ১১:৫৬ | 204.138.240.254
ঝিকি। কোন কেসে এই রায় দিয়েছে সেইটা আগে জানতে হবে। ধরুন, আমি লিভ টুগেদার করি এবং সেইটা বৈধ না অবৈধ সেইটা নিয়ে মাথাব্যথা নেই। এইবার কেউ যদি সেইটা নিয়ে মাথাব্যথার কারণ করে তবে কোর্টের বৈধতার রায় আসাটা জরুরি।
অ্যাট দি এন্ড অব দ্য ডে, গুগুল ব্যবসা করতে নেমেছে। অত বড় মার্কেট ছেড়ে দেবে এটা ভাবাটাই ছেলেমানুষী। ব্যবসা আর এথিক্স? হঃ। সকাল সকাল কোটা কমপ্লিট।
Jhiki | ২৪ মার্চ ২০১০ ১১:৫১ | 124.81.82.83
@ kc না, তবে আমার PGর বেশীরভাগ রুমমেটরা ছিল।
kc | ২৪ মার্চ ২০১০ ১১:৪৮ | 194.126.37.5
ঝিকি কি কোনোকালে CES এ ছিলেন নাকি?
Jhiki | ২৪ মার্চ ২০১০ ১১:৪৬ | 124.81.82.83
লিভ টুগেদার বৈধ কেমন একটা কাঁঠালের আমস্বত্তের মত ব্যাপার লাগে। লীগাল রাইট চাইলে বিয়ে করে ফেলনা বাপু। দুটো প্রাপ্তবয়স্ক প্রাপ্তমনস্ক নারী-পুরুষ একসাথে থাকবে তার আবার বৈধ-অবৈধ!
Arijit | ২৪ মার্চ ২০১০ ১১:৪৫ | 121.242.15.238
google.cn-এ সেন্সরিং হত - সেন্সরিং বন্ধ করে সব ইউজারদের হংকং-এর সার্ভারে রিডাইরেক্ট করা হচ্ছে।
In terms of Google's wider business operations, we intend to continue R&D work in China and also to maintain a sales presence there, though the size of the sales team will obviously be partially dependent on the ability of mainland Chinese users to access Google.com.hk. Finally, we would like to make clear that all these decisions have been driven and implemented by our executives in the United States, and that none of our employees in China can, or should, be held responsible for them. Despite all the uncertainty and difficulties they have faced since we made our announcement in January, they have continued to focus on serving our Chinese users and customers. We are immensely proud of them.
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন