পিএফ ট্রান্সফার করলে না উইথড্র করলে, কোনটায় কম সময় লাগে?
h | ২৫ মার্চ ২০১০ ১১:১৩ | 203.99.212.53
ধুস আইন করে কিসু হয় না। মুসলমান বন্ধুর সংগে মেস করতে গিয়ে কি নাকানি চোবানি। কোথাও বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না। একজন দিয়ে তারপরে তাড়িয়ে দিলেন। শেষ মেষ এক মহিলা, যিনি আপারেন্টলি, বড় ছেলের মৃত্যুর পরে, বাড়ি থেকে পুজোর পাট তুলে দিয়েছিলেন, তিনি দিলেন। বাংআল এবং দুর্মুখী। রেগে গেলে বাড়ির লোককে ফ্যানটাসটিক খিস্তি দিতেন, যেহেতু খিস্তি মূলতঃ মেয়েদের গাল দিয়ে হয়, অনেক সময়েই ঘনিষ্ট আত্মীয়দের গাল দিতে গিয়ে নিজেকেই গাল দেওয়া হয়ে যেত। তাতে অবশ্য থামতেন না। আমাদের কোন দিন গাল দেন নি। ভালো বাসতেন। শুধু একবার কাপড় কেচেছিলাম, সেটা অ্যাপারেন্টলি ভালো ধো-ও-য়া হয় নি। আমায় আদর করে বলেছিলেন, এক পোলা তো কিসু কাজ zআনেনা বাল। যখন মারা যান, তদ্দিনে আমি বাড়ি ছেড়ে দিয়েছি, আমায় আর আমার দুই বন্ধু কে দেখতে চেয়েছিলেন, আর হাসপাতালে ভর্তি হয়ে বলেছিলেন, স্যামড়া গুলা কোন খোz রাখে না, মাইয়াদের পোঁদে পোঁদে ঘুইরা বেড়ায়। আমার তখনকার লাভ ইনটারেস্ট একবার বহুদিন আমার খবর না পেয়ে, একবার সে বাড়িতে খোজ নিতে এসছিল, মাসিমা তাঁকে চিনতেন ঃ-)
Arpan | ২৫ মার্চ ২০১০ ১১:০৩ | 216.52.215.232
তবে লেটস বি রিয়ালিস্টিক। পুরনো ভাড়াটে আইনের সংশোধনেরও দরকার।
মতামত আমার জন্যে নয়, এখানে কতোরকমের আইডিয়া পাওয়া যায়, সারা পৃথিবীর বাঙ্গালিরা তাদের মতামত দেন - তার থেকে দু-একটা মনিমুক্তো তুলে বৌ কে দিলে - কাজে লাগতে পারে, তাই।
Arijit | ২৫ মার্চ ২০১০ ১০:৫৩ | 61.95.144.122
সান ল্যাবটা শেষ হবে এই হপ্তায় - ভাবলুম কদিন এট্টু জিরোব - ধুর বাল - আরো ছয় হপ্তার একটা ঝাড়, এবং আরো বড় ঝাড় ধরিয়ে দিলোঃ-(
a x | ২৫ মার্চ ২০১০ ১০:৪৪ | 99.165.170.39
আপনার স্ত্রী প্রোফেশনাল কাউন্সিলিং করেন আর আপনি এই ফোরাম থেকে মতামত নেবেন? ঃ-০
kc | ২৫ মার্চ ২০১০ ১০:৪২ | 194.126.37.5
বাংলাদেশে গত সাধারণ নির্বাচনের সময় একটা স্লোগান সেদেশের টিভি চ্যানেলগুলোতে দেখাত, '' আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব''। আমার খুব ভাল লেগেছিল স্লোগানটা। ঃ))
a x | ২৫ মার্চ ২০১০ ১০:৪২ | 99.165.170.39
বোর হইনি তো।
দুকামরার ঘরে ৬ জনকে ভাড়া দেবেন না, সে মেয়ে হোক বা ছেলে হোক বা বিবাহিত হোক বা অবিবাহিত হোক, এই স্ট্যান্ডটা আপনার উদাহরণ থেকে পরিষ্কার হলনা।
ধরে নিলাম কল সেন্টার নির্বিশেষে অল্পবয়সী ৬টি ছেলে মানে আপনি তুমুল হৈ হট্টোগোল আশঙ্কা করেন। সেটি কি ৬ টি মেয়ে হলে করতেন না? বিবাহিত স্বামী স্ত্রী, ৪ টি দুরন্ত বাচ্চা হলে করতেন না?
এরকম যদি আইন হয় - ম্যারিটাল স্ট্যাটাসের জন্য ডিস্ক্রিমিনেট করা যাবেনা - তখন সেই ছেলেগুলো কোর্টে গেলে আপনি বলতেই পারেন, দুকামরার ঘরে ৬ জনকে ভাড়া দেবেন না। কিন্তু দুকামরার ঘরে ৬টি অন্য কাউকে ভাড়া দেওয়াও তাহলে চলবেনা। বাকিটা তাদের প্রমাণ করার ব্যপার।
কিন্তু আইন না করে আপনাকেই বা প্রোটেকশন দেওয়া হবে কেন, এবং আইন করে অবিবাহিত কটি ছেলেকে থাকার প্রোটেকশন দেওয়া হবেনা কেন?
আপনার বাড়ি ভাড়ার এগ্রিমেন্টে এই ক্লজ রাখতে পারেন, অশান্তি করলে বেরিয়ে যেতে হবে।
santanu | ২৫ মার্চ ২০১০ ১০:৩৪ | 82.112.6.2
ধরে নিলাম এরকম একটা আইন হলো। আমি আমার দু-কামরার একটা ছোট ফ্ল্যাট ভাড়া দেব। সামনের কল সেন্টারের ছটি ছেলে এসে বল্ল, ওরা থেকে যাবে, কোন অসুবিধা নাই। আমি আমার শিক্ষামতো মিষ্টি করে বা হুস করে কাটিয়ে দিলাম। তারা গিয়ে আমার নামে কেস ঠুকে দিল - অবিবাহিত বলে আমি ভাড়া দিই নি।
AX আপনি বোর হবেন না। এই উদাহরণ গুলো একদম রিয়েল লাইফ। এটা ঘটেছে আমার মাএর ফ্ল্যাটে মাস খানেক আগে।
আর আপনার মনে আছে সেই "মেয়েকে সব ছুট দিয়েছি কিন্তু মেয়ে প্রেগন্যান্ট হয়ে গেলে কি করব / করবে' - নিয়ে অনেক খুঁছিয়ে ছিলাম। সেটাও রিয়েল লাইফ ছিল। ঠিক ঐ সময়টাতেই পরপর অনেক গুলো বাবা-মা, আমার বউএর কাছে পয়সা দিয়ে নিজেদের বা মেয়েকে আনছিল এই সমস্যার কাউন্সেলিংএর জন্য - তা আমি ভেবেছিলাম, এই ফোরামে যদি ভালো কিছু উত্তর পাওয়া যায়।
a x | ২৫ মার্চ ২০১০ ১০:১৫ | 99.165.170.39
যদিও আমাদের মত দেশে যেখানে জায়গা কম, মানুষ বেশি, সেখানে মনে হয় ১) নংটাও হওয়া উচিৎ।
যেমন ল্যান্ড সিলিং, সেরকম মানুষ পিছু কত ম্যাক্সিমাম বর্গফুটে বাস করতে পারে এরকম কিছু। জমিদারীর দিন গিয়াছে যে, ফর গুড অর ব্যাড।
a x | ২৫ মার্চ ২০১০ ১০:১৩ | 99.165.170.39
১) বাড়ি খালি থাকলেই ভাড়া দিতে হবে এরকম দাবী করিনি।
২) বাড়ি যদি ভাড়া দেওয়া হয় এবং বিজ্ঞাপন বা ব্রোকার মারফৎ কেউ বাড়ি দেখতে আসে, তাকে ভাড়া দেবার সময় তার জাত, তার ধর্ম, তার লিঙ্গ ইত্যাদির বেসিসে তাকে রিফিউস করা যাবেনা। কেউ যদি কোর্টে প্রমাণ করতে পারে তাহলে সেটা শাস্তিযোগ্য হবে।
আমি আইনজীবি নই কাজেই আইনের কি ভাষা হবে সেটা বলা আমার পক্ষে সম্ভব না, তবে বক্তব্যটা বোঝাতে পারলাম আশা করি।
Arpan | ২৫ মার্চ ২০১০ ১০:১০ | 204.138.240.254
এই ট্যাক্সিওলাদের সিধা করার একটা উপায় আছে (হাতে সময় থাকলে)। নিয়ারেস্ট থানার নাম করে বলতে হয় ওখানে নিয়ে চলো। আজ অব্দি ব্যর্থ হয়নি।
santanu | ২৫ মার্চ ২০১০ ১০:০৯ | 82.112.6.2
AX, আইন টা কি হবে? সেটাই প্রশ্ন?
ট্যাক্সিতে বোধ হয় আইনটা হলো, খালি থাকলে, প্যাসেন্জার হাত দেখালে থামতে হবে আর প্যাসেন্জার কে নিয়ে যেতে হবে, সে অবিবাহিত হোক বা শুঁটকিপ্রেমী।
বাড়ি খালি থাকলে, যেই আসবে তাকে ভাড়া দিতে হবে!!!
a x | ২৫ মার্চ ২০১০ ১০:০৫ | 99.165.170.39
ঝিকি, লিভ-ইন, ননভেজ ইত্যাদি নিয়ে আমি পরে আলোচনা করব। যে সমাজে জাতের ভিত্তিতে বা ধর্মের ভিত্তিতে আগে আটকায় সেখানে সেটা নিয়ে আলোচনা করাটা আগে দরকার বোধ করি।
অর্পণ, হ্যাঁ তুমি ঠিক। ট্যাক্সির কথাটা মাথায় এসেছিল ঐ ট্যাক্সিওয়ালারাও এরকম রোয়াব দেখায় - আমার গাড়ি যেখানে খুশি যাব, সেই রিয়াকশনে ঃ-)
Arpan | ২৫ মার্চ ২০১০ ১০:০০ | 216.52.215.232
অক্ষদাকে আইন বানানোর ইস্যুতে সাপোর্ট করছি। কিন্তু কালও বলেছি, আজও বলছি, ট্যাক্সি বা দোকানের সাথে তুলনাটা ঠিক হচ্ছে না।
ax এর মতনুসারে কেউ পাত্র বা পাত্রীর বিজ্ঞাপন দিলে যে প্রথমে contact করবে তাকেই বিয়ে করতে হবে! মানুষের নিজের ওপর বা তার property র ওপর তো আর কোন contol থাকবে না, পছন্দ-অপছন্দও থাকবে না কারণ সে public domainএ (এক্ষেত্রে বিজ্ঞাপনের মাধ্যমে) চলে এসেছে!! আর মশাই, মুসলিম এলো কোথথেকে? কথাবার্তা তো চলছিল নন-ভেজ আর লিভ-ইন কাপল ভাড়াটেদের নিয়ে। সবকথায়, সব আলোচনায় মুসলিমকে টেনে না নিয়ে এলে হয় না? এটাও তো একধরণের মৌলবাদ।
a x | ২৫ মার্চ ২০১০ ০৯:৪৩ | 99.165.170.39
আইন করলে আমি কোর্টে যেতে পারি অন্তত! প্রমাণ করা পরের স্টেপ। আইন করে তার ইমপ্লিমেন্টশেন কি করে হবে সেটা সবসময়ই একটা প্রশ্ন থাকে প্রায় সব ক্ষেত্রেই।
আর সমাজের সব নিয়মই আগে মানুষের মানসিকতা বদলাবে তবে কোনোরকম বদল আসবে এই আশায় বসে থাকলে আজও সতীদাহ সেইভাবেই চলত বোধহয়।
santanu | ২৫ মার্চ ২০১০ ০৯:২৯ | 82.112.6.2
হ্যা, বলতে তো পারি -
ব্যাটা মুসলিম কে ভাড়া দেয় না - মৌলবাদি
ব্যাটা বিবাহিত না হলে ভাড়া দেয় না - প্রাচীন্পন্থী
ব্যাটা শুঁটকি খানেওয়ালা কে ভাড়া দেয় না - গন্ধবাদী
ব্যাটা ভাড়াই দেয় না - সমাজ্শত্রু
কিন্তু আইন করে কি ভাবে এটা আটকানো যাবে?
a x | ২৫ মার্চ ২০১০ ০৯:২২ | 99.165.170.39
এইযো অভ্যুকান্তি চন্দ্র, মেইল দেখ।
a x | ২৫ মার্চ ২০১০ ০৯:০৮ | 99.165.170.39
বাড়িওয়ালা যদি কোনো মুসলিম ধর্মাবলম্বীকে বাড়ি না দেয়, শুধু সেই পরিচয়ের ভিত্তিতে, সেটাই তার শিক্ষা ও রুচির পরিচয়। তিনি মিষ্টি বললেন না কড়া বললেন না মিথ্যে বললেন তাতে সেটা বদলায় না।
ভাড়া না দিলে তো কিছু বলার নেই। কিন্তু ভাড়া দেওয়া মানে ঐ যে লিখলাম তিনি প্রাইভেট প্রপার্টি পাব্লিক ডোমেনে নিয়ে এলেন, তখন বলতেই পারি। এর মধ্যে শোষক, শোষিত, মালিকের কালো হাত এসবের কোনো সম্পর্ক নেই।
Abhyu | ২৫ মার্চ ২০১০ ০৯:০০ | 97.81.96.57
চিহ্নিত - হ+ন, যদিও উচ্চারণ ন+হ অভিজ্ঞতা - জ+ঞ
Abhyu | ২৫ মার্চ ২০১০ ০৮:৫৮ | 97.81.96.57
chihnit, abhij`Nataa
Jhiki | ২৫ মার্চ ২০১০ ০৮:৫৬ | 124.81.82.83
"বাড়ীওয়ালা" 'chinhita' লিখতে পারছি না, তাই marked লিখলাম, experience এর বাংলাটাও লিখতে পরি না। কেউ হেল্পাবেন প্লীজ।
Jhiki | ২৫ মার্চ ২০১০ ০৮:৪৩ | 124.81.82.83
ax Date :24 Mar 2010 -- 05:57 PM পোস্ট টা বুঝতে পারলাম না! বাড়ীর সাথে ট্যাক্সির তুলনা! ট্যাক্সির মানে তো ভাড়ার গাড়ী, তার লাইসেন্স সেভাবে। ভাড়া যাওয়াই তার কাজ। কিন্তু লাইসেন্সেড ভাড়ার বাড়ীর কনসেপ্ট আমি দেশে বা যে যে বিদেশে থেকেছি, তার কোথাও দেখিনি। আমি তথাকথিত উন্নত দেশে কখনও থাকি নি তাই সেখানকার নিয়ম জানিনা। এখন যখন লাইসেন্স নেই, তখন মালিকের পছন্দ অপছন্দই চুড়ান্ত, পছন্ত না হলেও ভাড়া দেবেন না বাড়ী খালি রাখবেন, তার মর্জি। এটা সেই বাড়ীওয়ালার শিক্ষা আর রুচির ওপর নির্ভর করে, যে তিনি ভাড়া না দেওয়ার আসল কারণ বলবেন, না অন্য কিছু মিষ্টি মিষ্টি কথা বলে কাটিয়ে দেবেন। আসলে আমাদের পঃবঙ্গের মানুষের অবচেতন মনে কিছু শ্রেণী শোষক শ্রেণী হিসাবে marked হয়ে আছে, বাড়ীওয়ালার তার মধ্যে অন্যতম।
Arpan | ২৫ মার্চ ২০১০ ০৭:১৬ | 122.252.231.12
কাব্লিদা, আমিই জিগিয়েছিলাম। জাস্ট লুরুর সাথে কম্পেয়ার করতে। আমার এইমুহূর্তে বাড়ির দরকার নেই। ঃ-)
kd | ২৫ মার্চ ২০১০ ০১:০৪ | 59.93.201.132
কিছুদিন আগে কেউ (অর্পণ কি?) কলকাতায় বাড়ীভাড়ার কথা জিগ্গেস করছিলো। আমাকে একজন জানালো, বাইপাস থেকে একটু ঢুকে (কী একটা ল্যান্ডমার্কও বলেছিলো, ভুলে গেছি) আনওয়ারশাহ রোড এক্সটেন্শনে একটা বাড়ীতে দু'টো ফ্ল্যাট আছে ১১০০ মতো sqft - ভাড়া ৩৭৫০-৪০০০ মতো। বাড়ীটা একদম বড় রাস্তার ওপর নয়, একটা রো পেছনে। এর বেশী জানতে চাইলে বোলো, ভদ্রলোকের কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো।
a x | ২৪ মার্চ ২০১০ ২৩:১৬ | 143.111.108.124
এটা পড় সবাই। একটু লম্বা, কিন্তু খুব সাবলীল ভাষা। ভ্রমণকাহিনী বলতে পার। পড়লে ঠকবেনা ঃ-)
পুলিশ ফুলিশ এনে ব্যবস্থা করেছে অনেক - 'প্রফেশনাল' ব্যবস্থা - কিন্তু মনে হয় এই সব কালেক্টিভ মনের মধ্যে রয়ে যায় না কি? যে অফিসে দিনরাত কাজ করছি - ক্যফেটেরিয়ায় সময় কাটাচ্ছি - নিজের বলে ভাবছিনা কিন্তু। কেউই ভাবছেনা - কারন তারা জানে আগেরজনের কথা।
aka | ২৪ মার্চ ২০১০ ২২:২০ | 168.26.215.13
হ্যাঁ তো। তবে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের প্রবলেম সত্যিই আছে। আমি কোন প্রফেশনাল জায়গায় কাউকে অমন চেঁচাতে দেখি নি। তাও লোকটি খানিকটা মিস আণ্ডারস্টুড।
vikram | ২৪ মার্চ ২০১০ ২২:১৬ | 193.120.76.238
নির্ঘাত আমেরিকায় আপিশ
aka | ২৪ মার্চ ২০১০ ২২:১৪ | 168.26.215.13
না হাতকড়াটা অন্য কেস। এটা অন্য। এখানে যেহেতু ভদ্রলোকের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রবলেম আছে তাই পুলুশ দাঁড়িয়ে ছিল।
a x | ২৪ মার্চ ২০১০ ২২:১০ | 143.111.108.124
পুলিশ হাতকড়া পরাল কেন? শুধু বসের ওপর চেঁচানোর জন্য এই? খুব অদ্ভূত লাগছে শুনতে!
d | ২৪ মার্চ ২০১০ ২১:১৬ | 115.117.214.213
বাড়ীভাড়া? হে হে আমার গল্পটার বয়স এখনও ১৫ দিনও হয় নি। সল্ট লেক, নিউ টাউন আর মেট্রোপোলিটান সিটি এলাকায় বাড়ী দেখে বেড়াচ্ছি। তো সল্লেকেঃঃ একজন - 'তা আপনি ফ্যামিলি নিয়ে থাকবেন তো?' আমি - না না একাই থাকবো। একজন - ওহো বিধবা? দেখে একদম বুঝতে পারি নি। আমি - না না বিধবা নয়, বিয়ে করার সময় পাই নি। একজন (মুখটা বেশ গম্ভীর) - ওঃ ডিভোর্সি (আরো কিছু বলতে যাচ্ছিলেন, আমি আমার ত্যাঁদোড় ক্লায়েন্টের কংকল হ্যান্ডল করার স্কিলটার পূর্ণ সদ্ব্যবহার ঘটাই। ওনাকে আর কথা বলতে দিই না। কথার তোড়ে ভাসিয়ে বলি) আমি - আরে নারে বাবা বিয়েটা ইনিশিয়েট করারই সময় পাই নি এখনও বিধবা, ডিভোর্সি, সেপারেশান , এসব তো অনেক পরের কথা। ভাববেন না, একটু সময় পেলেই করে ফেলবো। তবে তবে এইসব ফাউ প্যাচাল পেড়ে তো কোনও লাভ নেই। আপনার বাড়ীটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না। অসম্ভব খারাপ মেটেরিয়াল দিয়ে বানানো, কেমন ঘিঞ্জি ঘিঞ্জি। xxxxx টাকা ভাড়া দিয়ে এত সাবস্ট্যান্ডার্ড বাড়ীতে থাকতে যাব কেন? না না আর ভেতরের ঘরটার দেখানোর কোনও দরকার নেই। এরপরে আর ওনাকে কিছু বলতে না দিয়ে ব্রোকারের দিকে ফিরে 'কিসব নিম্নমানের বাড়ীঘর দেখাচ্ছেন মশাই? আর দেখাবেন না এসব। শুধুশুধু সময় নষ্ট। এরপরে একটা ঝটকা মেরে ঘুরে ট্যাক্সি নিয়ে ধাঁ।
এরকম আরও কিছু আছে। ঃ))
aka | ২৪ মার্চ ২০১০ ১৮:৫৭ | 168.26.215.13
আমিও নয় নয় করে অনেক দেখলাম। এমনকি পুলুশ এসে ঘর থেকে টেনে বের করে হাতকড়া দিয়ে নে গেল তাও দেখলাম। তাও এখনো স্ট্রেস তৈরি হয়। লোকটিকে আর হয়ত দেখব না।
byaang | ২৪ মার্চ ২০১০ ১৮:৫৫ | 122.172.147.110
আমার এক বন্ধু একবার আরপিজি ( কোম্পানির মালিক) কে চিনতে না পেরে, চেঁচিয়েছিলো ""এ প্যায়ের নিচে করকে ব্যয়ঠো, জানতা নেহি ইয়ে চেয়ারম্যান্কা রুম হ্যায়''।
san | ২৪ মার্চ ২০১০ ১৮:৫০ | 203.91.201.56
আরে দেবেনা কেন। তবে প্রতি তিনমাসে একবার বাড়িঘর রং করার পয়সা বুঝে নিও ঃ-)
stoic | ২৪ মার্চ ২০১০ ১৮:৫০ | 160.103.2.224
দেশের কথা জানিনা, ইয়োরোপের যে যে দেশে থেকেছি আজ অবধি, এবং বাড়ি ভাড়া করেই, সেখানে রেন্টাল কনট্র্যাক্ট সই করতে হয়, এবং সেই রেন্টাল কনট্র্যাক্টে 'টার্মস অ্যান্ড কন্ডিশানস' লেখা থাকে। যেমন টেনান্ট তিন মাস পরপর রেন্ট না দিলে বাড়িওলা কি কি করতে পারে বা না পারে ইত্যাদি। এখন প্রশ্ন হল রেন্ট করার আগের অ্যাপ্লিকেশান ফেজে, যেখানে বাড়িওলা, বা রেন্টাল এজেন্সি কাকে চুজ করবে অ্যাজ আ টেনান্ট, সেইখানে। সেই ব্যাপারে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশানস দেখেছি বলে মনে পড়ে না। আর কাউকে টেনান্ট হিসেবে চুজ করার পর অন্যান্য অ্যাপ্লিক্যান্টদের কেন সিলেক্ট করা হল না, তার কোন কৈফিয়ত দেওয়া হয় না। তাই এই গ্রে এরিয়াটিতে কেউ পার্সোনাল প্রেজুডিস ফলো করে টেনান্ট সিলেক্ট করলেও কিছু বলা বা করা বেশ টাফ। (ডিঃ মতামত ব্যক্তিগত)
a x | ২৪ মার্চ ২০১০ ১৮:৪৯ | 99.165.170.39
যাঃ পাম্মিতে কে থাকতে দেবেনা?
san | ২৪ মার্চ ২০১০ ১৮:৪৯ | 203.91.201.56
জল এবং ইলেক্ট্রিসিটির গল্প এগ্রিমেন্টের কপিতে থাকে তো।
অক্ষদির সঙ্গে একমত। ওর সঙ্গে ম্যারিটাল স্ট্যাটাস ঃ-)
অরিজিত ঃ-))))))
a x | ২৪ মার্চ ২০১০ ১৮:৪৯ | 99.165.170.39
শুধু পুলুশ ডাকেনা, চাকরি যায় দেখছি!
byaang | ২৪ মার্চ ২০১০ ১৮:৪৮ | 122.172.147.110
যারা পান পরাগ খায় (যে কোনো প্রদেশেরই হোক না কেন), আমি কখনো তাদের বাড়ি ভাড়া দেবো না।
. | ২৪ মার্চ ২০১০ ১৮:৪৮ | 125.18.104.1
অ! আমি এই সব কেস মানে মাস রিট্রেঞ্চমেন্ট, ফায়ারিং ইত্যাদি অনেক দেখেছি। চাকরিবাকরি ছেড়ে দেওয়ার পরে লিখব।
Arpan | ২৪ মার্চ ২০১০ ১৮:৪৭ | 204.138.240.254
অরিজিত ঃ-))
Arpan | ২৪ মার্চ ২০১০ ১৮:৪৬ | 204.138.240.254
একমত। এইটা করাই উচিত।
byaang | ২৪ মার্চ ২০১০ ১৮:৪৬ | 122.172.147.110
অ্যাঁ, বসের উপর চেঁচালে পুলিশ ডাকে বস!!
Arijit | ২৪ মার্চ ২০১০ ১৮:৪৪ | 121.242.15.238
শুঁটকিমাছ এবং কাঁঠালের গন্ধ অপছন্দ করা কি প্রাদেশিকতার মধ্যে পড়ে? কখনো বাড়ি ভাড়া দিলে ওই দুটো জিনিস দেখে নিতে হবে;-)
aka | ২৪ মার্চ ২০১০ ১৮:৪৪ | 168.26.215.13
না না চাকরি গেল। কাল বসের ওপর চেঁচিয়েছিল। পুলুশ দেখছে বন্দুক টন্দুক আছে কিনা। মনে হয় সিকিউরিটি গ্রাউণ্ডে যাবে।
a x | ২৪ মার্চ ২০১০ ১৮:৪৩ | 99.165.170.39
এই আইনটা থাকা উচিৎ অন্তত যে জেন্ডার, রিলিজিয়ন, প্রাদেশিকতা ইত্যাদির বেসিসে ডিস্ক্রিমিনেশন চলবেনা।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন