এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ৩১ মার্চ ২০১০ ১১:৩৫ | 121.242.15.238
  • তবে লেটেস্ট খবর তো বুধবার অবধি দেখবে - মানে আজকের আবাপ তাই লিখেছে। তার পরে আরো কিছু হয়েছে নাকি?
  • Arijit | ৩১ মার্চ ২০১০ ১১:২৯ | 121.242.15.238
  • ট্যাকোবেল অতি অখাইদ্য। খাবারও যেমন, ওদের লোগো-তে ওই কুকুরটাও তেমন। আমি ওইটার জন্যে আরোই যাবো না।
  • dd | ৩১ মার্চ ২০১০ ১১:২৫ | 122.167.15.137
  • এটাও আপুনেদের জানা উচিৎ।

    যারা অধুনা বা একদা বিদেশবাসী তাগো লগে না, কিন্তু যারা ঘিয়ে ভাজা স্বদেশী,সেই স্বল্প কজনের জন্য।

    টেকো বেল নামে একটু বহুজতিক সংস্থা ভারতে পোথোম আবির্ভুত হলেন,এবং সেটি ব্যাংগালুরে। তিন মে' নিয়ে গিয়ে সেথায় খে' এলাম। গতকালে। বুড়ীটা,নেচো,টেকো ইত্যকার নানান চ্যাহারার ও নামের খাবার খ্যালাম।

    উফ্‌ফ। একটা আরেকটার থেকে খারাপ। কোনো মাথা মুন্ডু নি। মনে হয়,কাবাবের পরীক্ষায় অফুরন্ত ফ্যাল, পাঁপড়ে লবডংকা,কিমায় রাস্টিকেট। এতো হতচ্ছাড়া বিকট খাবার খুব কমই খেয়েছি।

    তবে আমার এক এনারই ভাই কইলেন,গোমাংসের বদলে চিকেন দিলে মেক্সিকান ফুড না ক্ষি অম্নি যাচ্ছেতাই ই হয়।

    মোট কথা, হেথায় খাইয়েন্না।
  • kc | ৩১ মার্চ ২০১০ ১১:২৪ | 194.126.37.5
  • আপাততঃ খিল্লি খাবে তিনোমুল। সে কমরেড অপ্পন যাই বলুন না কেন,!!
  • Arijit | ৩১ মার্চ ২০১০ ১১:১৭ | 121.242.15.238
  • না। পাগল/মিচকে কিনা জানি না, তবে সুবিধের লোক নয় এই নিয়ে তর্ক নেই। তা সত্বেও যদি নিজের গ্রাউন্ডে স্টিক করে রিজাইন করে, শুধু ওই গ্রাউন্ডে স্টিক করে থাকার জন্যেই কমেন্ডেবল বলা যায়। ওইটুকুই। সিপিয়েম এবার বাহবা বলে ক্যান্ডিডেট হতে বল্লে সিপিয়েমকে বরং খিস্তি মারা যাবে।
  • Arpan | ৩১ মার্চ ২০১০ ১১:১৪ | 204.138.240.254
  • JJTT ;-)
  • Arijit | ৩১ মার্চ ২০১০ ১১:১১ | 121.242.15.238
  • যাঃশালা এই সব নিজেরা বলে গেলো এদ্দিন ধরে যে লোকটা প্রতিবাদ করছে তার একটা দাম থাকা উচিত - তাই ভাবলুম যদি সত্যিই রিজাইন করে সেটা কমেন্ডেবল - এখন সেটা নিয়েও বাওয়াল দেয়! এরা যে কখন কি চায় কে জানে।
  • samik | ৩১ মার্চ ২০১০ ১০:২০ | 122.162.75.29
  • ডিডিদাদা হক্কথা কইসেন। ঃ-)

    লোকের বাড়িতে স্প্যানিয়েল কুত্তা থাকে না? স্পিৎজ? ক্যামন সুন্দর ঝুপ্পু তুলোর বল? পায়ে পায়ে ঘোরে, ফ্যাকফ্যাক করে কোলে উঠে গাল চেটে দেয়? গৃহশোভাবর্ধনকারি? কেউ কি স্পিৎজ স্প্যানিয়েল ঘরের সুরক্ষা বাড়াবার জন্য পোষে? পোষে ঘরের সৌন্দর্য বাড়াবার জন্যে।

    মমতার ঘরে সুমনও ঐ তাই। ছিলেন। কী সোন্দর গান ল্যাখেন, বাংলা গানে বিপ্লব এনে দিলেন, অ্যামন একটা সুন্দর স্প্যানিয়েল ব্রীডের গায়ক তৃণমূলের ঘরে থাকলে ঘরের শোভা বাড়ে না? সিপিয়েমের ড্রয়িংরুমে তো কত বড় বড় স্প্যানিয়েল পাগ্‌ স্পিৎজ আছে। কারুর নাম হুনীল, কারুর নাম ইয়ে ... আর তৃণমূলের থাকবে না? তাই সেধে সেধে যাদবপুর থেকে সুমনকে তুলে আনা।

    এইবার সেই স্প্যানিয়েল যদি অ্যালসেশিয়ানের মত বিহেভ করতে চায়, মানাবে? ভরদুকুরে একলা গৃহক?Ñ£ পরকীয়া করার জন্য হ্যান্ডসাম কাউরে ডাকলেন, স্প্যানিয়েল অ্যামন দাঁত দেখালো, এমন ঘাউ-ঘাউ কল্লো (এর বেশি আর কিছুই করার ক্ষমতা তার নেই) যে হ্যান্ডু কেউ পালিয়ে পগার পার, মালকিন নিজের ঘরের মধ্যেই পড়লেন পোচোন্ডো অস্বস্তিতে। তখন আর সেই তুলোর বল স্প্যানিয়েলকে আর সহ্য হয়? ক্যাঁৎ করে একটা লাথি মারতে ইচ্ছে হয় না? স্প্যানিয়েল আছিস, স্প্যানিয়েলের মত থাক! স্প্যানিয়েল ডোবারম্যান হলে ঝাঁট জ্বলে না?
  • Sibu | ৩১ মার্চ ২০১০ ১০:১৪ | 71.102.122.58
  • উটি ইন্ডিয়ান এক্সপ্রেসের ইঞ্জিরী।
  • Samik | ৩১ মার্চ ২০১০ ১০:১২ | 122.162.75.29
  • মহাশ্বেতা দেবি গুছিয়ে পেগলেছেন। আর কিসু কওনের নাই।

    আর ইয়ে, বিট্রেয়াল "অফ' পিপল? শুভাপোসোন্নোর কোট ... টু দা পিপল হবে না?
  • Sibu | ৩১ মার্চ ২০১০ ১০:১১ | 71.102.122.58
  • দীপ্তেনদা, লোকে বদলায় এও স্বাভাবিক। আবার লোকে তাকে আবাজ মারে তাও স্বাভাবিক। তবে আমার আবাজ কসুকে ঠিক নয়। এট্টু মজা পাই যারা লালগড়েও থাকে আবার মমতাতেও থাকে তাদের নিয়ে। তাই এট্টুসখানি আবাজ দেই।
  • dd | ৩১ মার্চ ২০১০ ১০:০৬ | 122.167.7.17
  • কিন্তু আমার অ্যাগটা পোশ্নো আছে, আছে তো আছেই। যতো ই গলা খাঁকারী দি না ক্যানো, এট্টু গুজ গুজ করে।

    ধরুন, লোকে তো মত চেঞ্জ কত্তেই পারে, সেটাই বা সেই টাও স্বাভাবিক, তাইলেই তারে ক্যাঁক করে চেপে ধরেন ক্যানো ?

    যেমতি কসু। তিনি তো ক্রমাগত বদলে যাচ্ছেন। তো আমার অপিনিয়ন ও উনার ব্যাপারে বদলাচ্চে, উনি যেই স্পীডে বাঁই বাঁই কচেন আম্মো সেই স্পীডে বন বন কচ্ছি। যখন উনি এম্পি হলেন মমতায় গদগদ ভক্তিভাবে থরোথরো, তখন আমি মর্মান্তিক চটা, এখন লালগড় নিয়ে উনার স্ট্যান্ড খুব পসন্দো।

    অস্বস্তি কোথায়? তেমতি ছোট্টোবেলায় পটল খ্যাতাম না, এখন দিব্বি খাই। হয়তো আরো বড় হলে আবার খাবো না। পটল কিন্তু বদলায় নি। উনার কোনো বিটি অবতার নেই যে আমার ভালোবসা বা ঘিনায় কোনো এমএন সির প্রভাব আছে। তা ও আমি আমার পজিশন বদলেছি। কিন্তু এতে দ্বিচারিতা ক্যানো হবে?

    লোকে পাল্টায়। ব্যাদেয় আছে।
  • Sibu | ৩১ মার্চ ২০১০ ১০:০৪ | 71.102.122.58
  • ক'দিন আগে খবর দেখলাম না মহাশ্বেতা আর কাকবাবুতে ভারী খটাখটি!!
  • SB | ৩১ মার্চ ২০১০ ১০:০৩ | 115.117.250.94
  • Rajdeep | ৩১ মার্চ ২০১০ ১০:০২ | 202.79.203.59
  • তৃপকাবুদের গোষ্ঠিবদ্ধ মানসিকতার কিন্তু তারিফ করতে হয় !

    সর্বত্রই একসুরে - দুনিয়া রসাতলে যাক , জল-শোভন মাল শোভন হোক , ডেইলি পাঁচটা করে প্রাতঃরাশ হোক কিছু এসে যায় না ..... ২০১১ র সেই কি মিষ্টি দেখ মিষ্টি কি মিষ্টি এ সকালের প্রতীক্ষায় ঃ-)
  • Sibu | ৩১ মার্চ ২০১০ ০৯:৪৩ | 71.102.122.58
  • পকাবু তো আসলে প্রকাবু। তাদের আবার হেলদোল কি?
  • Rajdeep | ৩১ মার্চ ২০১০ ০৯:৩৯ | 202.79.203.59
  • আরে স্থিকাবুরা না হয় ঝোল-টোল খাচ্ছেন ঃ-) , সেলিব্রিটি পকাবুরা কি করতাসেন? যে কাগজের মাইনে করা লেখক তেনারা সেই পোতিদিন কসুকে ""একটি গোলমেলে প্রানী"" আখ্যায় ভুষিত করেছে; তারপরেও তো কোনো বিকার নেই - টুটুর পেসাদ আর রেল কমিটির মণিকাঞ্চন যে এত সুস্বাদু ........
  • Arpan | ৩১ মার্চ ২০১০ ০২:১৭ | 122.252.231.12
  • যাক ম্যানিউটা হেরেছে। ফন ডার সর না থাকলে আরো কটা গোল হত।

    তবে ব্যাটারা ঠিক ওল্ড ট্র্যাফোর্ডে বেরিয়ে যাবে।
  • Samik | ৩০ মার্চ ২০১০ ২৩:৫৪ | 122.162.75.108
  • সুদীপ বন্দ্যো সুমনের সাংসদ পদ খারিজ করার জন্য স্পিকারকে চিঠি পাঠিয়ে দিয়েছেন।

    ২০১১ এখন ঘোর অনিশ্চয়তায়। একটাই রিলিফ, বিংশ শতাব্দীতে মানুষের (শোকের) আয়ু। ঃ-)
  • nyara | ৩০ মার্চ ২০১০ ২২:০২ | 203.83.248.37
  • ওহ্‌, স্থিকাবুরা তো একেবারে নালেঝোলে হয়ে গেছেন। দেখবেন আবার হড়কে যাবেন না।
  • Binary | ৩০ মার্চ ২০১০ ২১:৩৩ | 148.141.31.1
  • ছোটোবেলায় দুখান বস্তু,সচ্চেয়ে জটিল লেগেছিলো, 'টু দি পাওয়ার এন' আর জি -এর ইউনিট 'সেকেন্ড স্কোয়ার'।

    তো সেই ট্রাডিশন এখনো চলছে।
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ২১:৩২ | 112.133.206.20
  • কারণ তারা বিভ্রান্ত। ;-)
  • Sibu | ৩০ মার্চ ২০১০ ২১:২৯ | 66.102.14.1
  • n হলে a naachaarI, মানে অনাচারী।
  • Du | ৩০ মার্চ ২০১০ ২১:২৬ | 65.124.26.7
  • আরে আমি বুঝেছি। শুধু জনগনকে বোঝাতেই যা পারিনা ;-)
  • kc | ৩০ মার্চ ২০১০ ২১:২৫ | 89.203.49.18
  • কাকে কয়েছ খুলে বলনা কেন?
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ২১:২৪ | 122.252.231.12
  • এইরে। দুদি তোমাকে বলিনি।
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ২১:২৩ | 122.252.231.12
  • এইত্তো। মেথড অফ ইন্ডাকশন। ঃ)
  • Du | ৩০ মার্চ ২০১০ ২১:২২ | 65.124.26.7
  • সেইসময় গুচতে যে যা বলেছিল একই বোধহয় বলছে। একেবারে কিছুই না দেখে মন থেকে বললে মতামতগুলো একমাত্রিক হতো হয়তো - এক্ষেত্রে তা হচ্ছে না।
    মিচকে আর পাগলের জন্য মনে হয় সুরাকে ধরতে হবে - বাকী মতামতগুলোর সোর্স দেখুন কমরেড।

    কাল বহুদিন পরে প্রতিদিন আর স্টেটসম্যান দেখলাম - একই গল্প লিখেছে - এক ভাষা এক কনটেন্ট। কেয়াবাত।
  • stoic | ৩০ মার্চ ২০১০ ২১:২০ | 160.103.2.224
  • আমি নাচারি সাজেস্ট করতে যাচ্ছিলাম। ঃ-)
  • a x | ৩০ মার্চ ২০১০ ২১:১৮ | 143.111.108.132
  • নিচোরি।
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ২১:১৬ | 112.133.206.20
  • মেয়ের স্ক্র্যাপবুক দেখতে গেছিলাম। ঃ-)

    অক্ষদা, দুই হলে দ্বিচারী। n হলে?
  • kc | ৩০ মার্চ ২০১০ ২১:০৬ | 89.203.49.18
  • অপ্পন বোধ হয় পড়া কত্তে গ্যালো।
  • a x | ৩০ মার্চ ২০১০ ২১:০৪ | 143.111.108.132
  • সিরিয়াসলিই তো। অমি সব কিছু সিরিয়াসলি করি, কেউ বলতে পারবে আমি খিল্লি করি কিছু নিয়ে?
  • Binary | ৩০ মার্চ ২০১০ ২১:০৪ | 148.141.31.1
  • মানে অপ্পন বলতে চাইলো, এখন ছিপিএম, কসু-কে গালি দিলেও সেটা মনে হয় 'প্রশ্রয় মিস্রিত' গালি। মানে সেটা হতেই হবে। মানে সেটা নাহলে আর ছিপিএম কি ?
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ২১:০০ | 112.133.206.20
  • অক্ষদা কি সিরিয়াসলি জিগালো! মানে সেই পার্সোনাল প্যাকের মত?
  • kc | ৩০ মার্চ ২০১০ ২০:৫৯ | 89.203.49.18
  • ঃ)
  • a x | ৩০ মার্চ ২০১০ ২০:৫৮ | 143.111.108.132
  • শত না শঠ?
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ২০:৫৭ | 122.252.231.12
  • কসু যে এমন করতেই পারেন সেটা ডিসেম্বরে ওনার প্রথম "বিদ্রোহ' ঘোষণার পরেই এই পাতায় অনেকে প্রেডিক্ট করেছিল। মানে সম্ভাবনার কথা। এও বলা হয়েছিল সিস্টেমের ভেতরে থেকেও সিস্টেমকে পাল্টানোর চেষ্টা করাটা এমন কিছু অসাধুবাদযোগ্য নয়। এখন না হয় মিচকে আর পাগল এমন প্রশ্রয়মিশ্রিত দুটো অপশন দেওয়া হচ্ছে। দিনকয়েক আগের আর্কাইভ ঢুঁড়লেও নাটুকে, শতচারী এমন অনেকগুলো অপশনেরই দেখা মিলবে।

    তো, তাতে মজা পেলে সেটা প্রকাশ করা যাবে না? সিপিয়েম কি রিতুপন্নোর মত মার্জিনালাইজড? ঃ)
  • Du | ৩০ মার্চ ২০১০ ২০:৫৪ | 65.124.26.7
  • ও তুমি জাস্ট কিডিং? ঃ)
  • Samik | ৩০ মার্চ ২০১০ ২০:৫১ | 219.64.11.35
  • খুব জটিল প্রশ্ন। রাজনীতির ময়দানে বৃত্তের বাইরে দাঁড়িয়ে প্রতিবাদে গলা ফাটালে বলা হয়, এতই যখন আপত্তি, তুম হি কিঁউ নহী বদলতে হো দেশ কো? পলিটিক্স জয়েন করো, আইপিএস মে ভর্তি হো জাও, দেশ কো বদলো। মানে, সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেমকে বদলাবার চেষ্টা করো। আমীর খান থেকে কঙ্কনা সেনশর্মা আমাদের তাইই শেখান।

    সিস্টেমের মধ্যে ঢুকে প্রতিবাদ করতে গেলে বলা হয়, দলের মধ্যে থাকতে গেলে দলের ডেকোরাম তো মেনে চলতেই হবে। দলে জয়েন করার সময়ে মনে ছিল না? দলের পতাকা লাগিয়ে এমপি-ও হবে, আবার দলের নিয়মনীতি মানবে না, দুটো একসাথে তো চলে না বাপু! তোমার জানা ছিল না, রাজনীতিতে এমনটাই হয়?

    আমরা যখন টিসিএস জয়েন করি, আমরা কখনো টিসিএসকে খিস্তি করি? টিসিএস ছাড়ার কথা ভাবি? আমরা জয় টাটা জয় টাটা করে মনের আনন্দে কোড লিখি, ম্যাঞ্জার হই আর লভ্যাংশের সিংহভাগ বখরা টিসিএসেরই তৈরি করা পলিসির জোরে টিসিএসের হাতে তুলে দিই। যতদিন না আইবিএম এসে আমাকে ফুসলে নিয়ে যাচ্ছে ততদিন আমার চোখে টিসিএসের কোনও দোষ নেই। তারপরে আইবিএমে গেলেই টিসিএস শালা বালের কোম্পানি। আইবিএম কী চোষে মাইরি!!

    খুব কনফিউজ্‌ড। খুব।
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ২০:৪৭ | 112.133.206.20
  • দুদি দেখছি তার থেকেও বেশি ইমোশনাল। ঃ)
  • Binary | ৩০ মার্চ ২০১০ ২০:৪৭ | 148.141.31.1
  • বা JMTT
  • aka | ৩০ মার্চ ২০১০ ২০:৪৫ | 168.26.215.13
  • আঃ এও বলে দিতে হবে? যখন যেমন তখন তেমন সংক্ষেপে JJTT
  • Binary | ৩০ মার্চ ২০১০ ২০:৪৫ | 148.141.31.1
  • ভাআআআরী ইমোশোনাল। সেই যবে থেকে পাবলিক অ্যাপিয়ারেন্স, তবে থেকে, ১৯৮৯-৯০।
  • Du | ৩০ মার্চ ২০১০ ২০:৪৫ | 65.124.26.7
  • কসুকে কি যাই করুক তাতেই খারাপ করেছে বলতে হবে নাকি, অপ্পন? যেমন সিপিএমকে বলতে হয়?

    যাগ্গে, খবরের কাগজে নতুন রাজনৈতিক বিশেষণ আসছে - বেয়াড়াপনা।
  • kabir suman | ৩০ মার্চ ২০১০ ২০:৪৪ | 219.64.11.35
  • আশাটাও পণ্য এখন বাজারদরে
    বিকোতে পারলে টাকা আসবে ঘরে, আসবে ঘরে ...
  • a x | ৩০ মার্চ ২০১০ ২০:৪৩ | 143.111.108.132
  • কিরম হলে সুবিধে হয়? ভোটে দাঁড়ালে অসুবিধে, না দাঁড়ালে অসুবিধে, পদত্যাগ করলে অসুবিধে, না করলে অসুবিধে। কাজেই খুব জটিল প্রশ্ন!
  • Samik | ৩০ মার্চ ২০১০ ২০:৪৩ | 219.64.11.35
  • আকা! ভূল নয়, ভুল।
  • kc | ৩০ মার্চ ২০১০ ২০:৪২ | 89.203.49.18
  • কিন্তু সুমন লোকটা অ্যাকচুয়ালি কিরম? মিচকে না পাগল?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত