হ্যাঁ। আমি একটা পোষ্ট করতে গেলাম, হলনা। ভুত ছাড়াবে কে? মামু কখন আসবে?
Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১৪:০৯ | 216.52.215.232
টইতে সেই ভূতটা এসে বাসা বেঁধেছে।
lcm | ০৬ এপ্রিল ২০১০ ১২:৫৯ | 69.236.173.22
ওহ! ব্ল্যাংক মনে হচ্ছে আইপ্যাড টা ভালো খেয়েছে। আইপ্যাড-কে যদি ল্যাপটপ হিসেবে ধরতে হয়, তবে তার এক কম্পিটিটর ধরো ম্যাকবুক বা ম্যাকবুক এয়ার। কিন্তু টাচ্ স্ক্রিন ল্যাপটপ প্রায় বছর চারেক আগে মার্কেটে আসে, কিন্তু বাজার ধরতে পারে নি। শুধু শিপিং কোম্পানী (ফেডেক্স, ইউপিএস) গুলোতে ব্যবহার হচ্ছে। আসলে, কিবোর্ডের বদলে দামড়া স্ক্রিনে টাইপ করার ব্যাপারটা পাবলিক খায় নি। আইপ্যাড নিঃসন্দেহে একটা সেগমেন্টে খেলবে - আদার পোর্টেবেল ডিভাইসেস ডোমেইনে, মে নট বি ইন ল্যাপটপ ডোমেইন (স্পেশালি কর্পোরেট ডোমেইনে)। আইফোন কিন্তু অপ্রত্যাশিত ভাবেই কর্পোরেট মার্কেট থেকে ব্ল্যাকবেরির শেয়ারের খানিকটা নিয়ে নিয়েছে। এই মুহুর্তে ডেল বা এইচপি -- আইপ্যাড তাদের ল্যাপটপ মার্কেট নিয়ে নেবে বলে চিন্তিত নয়। তবে সময়ই বলতে পারবে।
Blank | ০৬ এপ্রিল ২০১০ ১২:৫০ | 170.153.65.102
আরে ল্যাপি যদি টেবিলে রাখো তো এটাকেও টেবিলে রাখবে নইলে হাতে নেবে
Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১২:৩২ | 204.138.240.254
এনডিটিভি দেখাচ্ছে সত্তর।
Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১২:২৮ | 204.138.240.254
ল্যাপটপ হাতে ধরে বসে থাকি?
Arijit | ০৬ এপ্রিল ২০১০ ১২:২৬ | 121.242.15.238
বিল্লুদারও এরকম একটা কোট আছে - কম্পিউটারে ২৫৬ কিলোবাইটের বেশি মেমরির কোনো দরকার নেই;-)
Samik | ০৬ এপ্রিল ২০১০ ১২:২৬ | 122.162.75.225
ভয়ঙ্কর ঘটনা। ছত্তিশগড়ের দান্তেওয়াড়াতে। তিরিশজন সিআরপিএফ নিহত। মতান্তরে পঞ্চাশজন, কি পঞ্চান্নজন। আহত প্রচুর। এক হাজার মাওবাদী আজ সকালে অ্যাটাক করে। হেলিকপ্টার গেছে আহতদের উদ্ধার করার জন্য, তারা হেলিকপ্টারেও গুলিগোলা ছুঁড়ছে।
Lama | ০৬ এপ্রিল ২০১০ ১২:২৫ | 203.99.212.53
কোথায় যেন পড়েছিলাম, পঞ্চাশের দশকে আই বি এমের বড়কর্তা বলেছিলেন, "আমরা আশা করছি ২০০০ সালের আগেই প্রযুক্তিগত উন্নতির ফলে কম্পিউটার যন্ত্রটা এত ছোট হয়ে যাবে, যে একটা টেবিলের ওপরেই একটা কম্পিউটার রাখা যাবে।'
Blank | ০৬ এপ্রিল ২০১০ ১২:২৫ | 170.153.65.102
তো ল্যাপটপ নিয়ে কি ভাবে কাজাও তুমি?
kc | ০৬ এপ্রিল ২০১০ ১২:২৫ | 194.126.37.5
আইপ্যাডে ইউএসবির ফুটো থাকা দরকার, ব্যাটারি যাতে ক্রেতারাই চেঞ্জ করতে পারেন সে ব্যবস্থা হতে হবে, মেমারি বাড়তে হবে, তবে ব্যাপক চলবে।
lcm | ০৬ এপ্রিল ২০১০ ১২:২৪ | 69.236.173.22
আইফোন-এ আমার একটাই অভিযোগ। অ্যাপ লিখতে গেলে তোমাকে অ্যাপেল প্লাটফর্মে যেতে হবে। জাভায় এক পিস হেলো ওয়ার্ল্ড লিখে চালানো যাবে না। এটা একটু মাইক্রোসফট স্টাইলের দাদাগিরি।
Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১২:২৩ | 204.138.240.254
মানে ধরে বসে থাকতে হবে? আমার তো ফোন হাতে পাঁচমিনিট ধরে রাখলেই হাত ব্যথা হয়ে যায়!
Blank | ০৬ এপ্রিল ২০১০ ১২:২১ | 170.153.65.102
আরে না, অত কিছু লাগবে না। এমনি আরামসে কাজ করতে পারবে। ওগুলো যদি তোমার মনে হয় তো নিতে পারো।
Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১২:১৮ | 204.138.240.254
ও আচ্ছা।
lcm | ০৬ এপ্রিল ২০১০ ১২:১৮ | 69.236.173.22
প্রথমে বলেছিল আইপ্যাড হল আমাজন কিন্ড্ল বা সোনি-র বুক রিডার বা পোর্টেবেল গেম কনসোল (নিন্তেন্ডো ডি এস, বা, সোনি পিএসপি)... - এদের কম্পিটিটর। আমি কিন্ড্ল একদিন এক বন্ধুর থেকে নিয়ে দেখেছিলাম। পোর্টেবেল বুক রিডার হিসেবে অনবদ্য। ওতে একটা জিনিস ছিল, আমাজন প্রোভাইডেড ফ্রি ইন্টারেনেট কানেক্শন।
Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১২:১৭ | 204.138.240.254
আর সারাক্ষণ দুহাতে ধরে কিছু কাজ করাটা তো আরো চাপের। এইবার ব্ল্যাঙ্ক বলবে ডকিং স্টেশন বসাও, কিবোর্ড লাগাও, হ্যানা ত্যানা। তো সেসব যখন লাগালামই সেই তো মালটা আবার একটা গোদা কম্পু টাইপেরই জিনিস হল।
Blank | ০৬ এপ্রিল ২০১০ ১২:১৬ | 170.153.65.102
আরে এর পর থেকে ল্যাপটপ জিনিসটা উঠে যাবে। পুরোপুরি প্যাড কনসেপ্ট টাই চালু হয়ে যাবে।
lcm | ০৬ এপ্রিল ২০১০ ১২:১২ | 69.236.173.22
জানি তো, আছে তো। তাই তো বলছি ঃ)
Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১২:১১ | 216.52.215.232
আমি এখনো বুঝলাম না নতুন কী আইডিয়া লঞ্চ হল আইপ্যাডের হাত ধরে।
Blank | ০৬ এপ্রিল ২০১০ ১২:০৯ | 170.153.65.102
আইপড টাচ আর আইফোনের মধ্যে ফোন ছারা কোনো তফাৎ নেই।
Blank | ০৬ এপ্রিল ২০১০ ১২:০৮ | 170.153.65.102
আই প্যাড কে তুমি একদম পাতি কম্পুর মতন করেই ব্যবহার করবে। ভবিষ্যতে শুধু আমাদের মতন কোডাররা ল্যাপি বা ডেস্কটপ কিনবে। নন-কোডারদের কোনো কাজে লাগবে না ল্যাপটপ। তাদের জন্য সব কিছু আছে আই প্যাডের বিশাল application এর মধ্যে। এখন প্রায় ১ লাখের মতন application। প্রতিদিন ই কিছু কিছু বাড়ে। তুমি চাইলে নিজেই অ্যাপ্লি বানিয়ে বিক্রি করতে পারো। অ্যাপলের সাথে মাইক্রোসফটের তফাৎ হলো, itunes মতন জিনিস গুলো ফ্রী।
lcm | ০৬ এপ্রিল ২০১০ ১২:০৬ | 69.236.173.22
যা! আইপড টাচ্ মোটেই রিভোলিউশন নয়, আইফোন এবং আইপড হল রিভোলিউশন।
lcm | ০৬ এপ্রিল ২০১০ ১২:০৪ | 69.236.173.22
আই-প্যাড এর মিক্স্ড রিভিউ। অ্যাস ইউসুয়্যালি, অ্যাপেল-এর অন্য প্রোডাক্টের মতন ভিসুয়্যাল অ্যাপিল নিয়ে বা ডিজাইন নিয়ে কোনো কথা হবে না। কিন্তু, এর টার্গেট যে কারা, তা নিয়ে বিজ্ঞজনেরা ....। অ্যাপেল-এর ধীরে ধীরে আইবিএম-এর মতন অবস্থা না হয়, নিজেদের এক প্রোডাক্টের সাথে অন্য প্রোডাক্টের কম্পিটিশন।
অ্যাপেল-এর সাথে গুগল-এর এখন বেশ ঝগড়া। শুরু হয় আই ফোন অ্যাপ নিয়ে। গুগল-এর ওপেন সোর্স ফিলসফি অ্যাপেল পাত্তা দেয় নি। দুনিয়ার বেশীর ভাগ কম্পুটিং ফোন ইউএসবি পোর্ট দিলেও, আইফোন দেবে না - কিছু করত হলে আইটিউন্স ব্যবহার করো, বা, হ্যাক করো। অনেক পন্ডিত এ ব্যাপারে অ্যাপেল এর সাথে মাইক্রোসফ্ট-এর মিল খুঁজে পাচ্ছেন।
Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১২:০০ | 216.52.215.232
বুইলাম না। আমি খুব একটা গ্যাজেট স্যাভি নই।
Blank | ০৬ এপ্রিল ২০১০ ১১:৫৭ | 170.153.65.102
অপ্পন দা ipod touch থেকে এই রিভোলিউশান টা শুরু হয়েছে। একটা PDA এর সাথে একটা কম্পুর যাযা তফাৎ, এর সাথে মোটামুটি প্রায় তেমন ই তফাৎ।
Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১১:৫৬ | 216.52.215.232
* কি
Blank | ০৬ এপ্রিল ২০১০ ১১:৫৫ | 170.153.65.102
মনে হয় না USB আসবে। অ্যাপলের কোনো প্রোডাক্টে নেই USB। কিন্তু তুমি চাইলে কীবোর্ড নিতে পারো তো। Optiona কী বোর্ড আছে
Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১১:৫৪ | 216.52.215.232
ও। আই সি।
আইপ্যাড নিয়ে মাতামাতির কারণ আমিও বুঝছি না। গোদা বাংলায় নতুন কিছু আইডিয়া কী? সেই তো PDA টাইপের জিনিস একখান।
lcm | ০৬ এপ্রিল ২০১০ ১১:৪৯ | 69.236.173.22
নেটবুক হল ছোট ল্যাপি। হালকা, কোনো অপটিক্যাল ড্রাইভ (সিডি/ডিভিডি) নাই। দাম ২৫০-৩৫০ ডলার।
আই-প্যাড এর পরের ভার্সান-এ ক্যামেরা আর ইউএসবি পোর্ট এলে....। কিন্তু, মুশকিল হল টাইপ, টাইপ করতে গেলেই আর্ধেক স্ক্রিনে কিবোর্ড চলে আসে। সুতরাং যারা ভাবছে, ইক্লিপ্স খুলবে...।
Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১১:৪৩ | 216.52.215.232
নেটবুকটা কী জিনিস? নোটবুক?
Blank | ০৬ এপ্রিল ২০১০ ১১:৪৩ | 170.153.65.102
আই প্যাড একটা অসা জিনিস। খালি দাম বড্ড বেশী। কি পাতলা আর হাল্কা
lcm | ০৬ এপ্রিল ২০১০ ১১:৩৫ | 69.236.173.22
হে হে, শিবুদা ব্যাপারটাকে জিডিপি অবধি নিয়ে গেছে।
এই ল্যাপি মানে এই ম্যাকবুক যেখানে নিয়ে গেলাম... অ্যাপেল শো রুমে কি ভীড় - আইপ্যাড রিলিজ হচ্ছে। রিলিজের আগেই ৩ লাখ বিক্রি (প্রি-অর্ডার) হয়ে বিক্রি হয়ে গেছে। এখন অর্ডার করলে এক/দুই সপ্তাহ ওয়েটিং। বেস্ট বায়-তে নাকি সোল্ড আউট। কে বলবে রিসেশন চলছে। তো আমাকে ওয়েট করতে বলল যখন, ততক্ষণ দেখলাম আই-প্যাড। বড় সাইজের আই ফোন, থুড়ি ফোন নেই (ক্যামেরাও নেই), বড় সাইজের আই প্যাড টাচ্। অলরেডি দেখলাম স্ক্রিন ভর্তি নখের আচড়। এ জিনিস যে কি করে ল্যাপটপ/নেটবুক-এর বিকল্প হবে কে জানে। হবে হয়ত...
Samik | ০৬ এপ্রিল ২০১০ ১১:৩৫ | 122.162.75.11
যাবতীয় বাঙ্গালা মুভি বিক্কিরি করছে আনন্দ পাব। এইখেনে। http://www.anandamovies.com/ দাম পাঁচ টাকা। পাঁচ টাকা। পাঁচ টাকা।
আমেরিকান টাকা অবশ্য।
Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১১:২২ | 216.52.215.232
আমার মেয়ের যখন মাসখানেক বয়স তখন ল্যাপির "ক্যাপস লক' কি টা খামচে তুলে এনেছিল।
rabaahuta | ০৬ এপ্রিল ২০১০ ১১:২১ | 203.99.212.53
আমার ওরম হয়েছিল- তো আমি অনুপস্থিত কি'র গহ্বরে কাঠি/পেন্সিল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কাজ করতাম। তবে আমার কথা অবশ্য ধরতে নেই, আমি কৃপণ মানুষ।
Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১১:২১ | 216.52.215.232
লসাগুদা, মেল দেখো।
Sibu | ০৬ এপ্রিল ২০১০ ১১:১৮ | 173.152.98.92
দেশে হলে ডিলিট কি ফেভিকল দিয়ে জুড়ে দিত। চাই কি পাড়ার ছেলে হলে একটা মার্লবরো খাওয়ালেই হত, পয়সাও লাগত না। এ ব্যাটা ২০০ ডলার চার্জ করছে। তাতে জিডিপি এস্টিমেট ইনফ্লেটেড হচ্ছে। কিন্তু কনজিউমারের লাভ নবডঙ্কা।
lcm | ০৬ এপ্রিল ২০১০ ১১:১০ | 69.236.173.22
এপ্রিল ফুল করবে বলে মেয়ে ল্যাপটপের বাটন বদল করেছে, m আর n কি বাটন , i আর o জায়গা বদল করেছে ... ইত্যাদি। এরকম করতে করতে ডিলিট কি টা তুলেছে কিন্তু আর লাগাতে পারছে না। আরো কয়েকটা কি লড়বড় করছে। নিজেই এপ্রিল ফুল হয়ে গেছে। ডিলিট টা আমিও চেষ্টা করে হাল ছেড়ে দিলাম, ভেঙ্গে গেছে মনে হচ্ছে। দোকানে গেলাম, অ্যাপয়েন্টমেন্ট দিল পরের দিন। পরের দিন গিয়ে দেখি বেজায় ভিড়। দোকান ভর্তি লোক। এক ছোকরা খানিকক্ষণ নেড়েচেড়ে বলল পুরো কি বোর্ড রিপ্লেস করতে হবে, পার্ট্স/লেবার নিয়ে এস্টিমেট ২০০ ডলার। নেটে দেখলাম ডিলিট কি ১০ ডলারে বিক্রি হচ্ছে। আর পুরো কিবোর্ড লেআউট ৩৯ ডলারে। দেখি...।
Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১১:১০ | 216.52.215.232
এই লসাগুদা। একটু জরুরি দরকার আছে। মেল করছি দু মিনিটের মধ্যে।
Sibu | ০৬ এপ্রিল ২০১০ ১১:০৯ | 173.152.98.92
ঝামেলা কেন? গসাগু এসে গেছে?
lcm | ০৬ এপ্রিল ২০১০ ১১:০৩ | 69.236.173.22
বড় ঝামেলা।
Arijit | ০৬ এপ্রিল ২০১০ ১০:৫১ | 121.242.15.238
থাকার মধ্যে ইদানিং বক্তিয়ার খিলজীদের সংখ্যা বড্ড বেড়েছে;-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন