এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ১০:১২ | 216.52.215.232
  • গোলটা করবে কে? বার্বাতোভ? না পার্ক? না ভ্যালেন্সিয়া?
  • dipu | ০৭ এপ্রিল ২০১০ ১০:১১ | 61.12.12.83
  • অঁরি তো বার্সেলোনাতে চান্সই পাচ্ছে না। আমার ধারণা এই সিজনের শেষে ওকে কোথাও ছেড়ে দেবে।
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ১০:০৭ | 121.242.15.238
  • আর্সেনাল কয়েকজন প্লেয়ারকে রিপ্লেসমেন্ট ছাড়া হুট করে ছেড়ে দিয়ে ভুল করেছে - অঁরি, প্যাট্রিক ভিয়েরা আর অ্যাশলি কোল। শেষের জন অবশ্য পয়সার জন্যে চেলসীতে গেছে, যদিও খুব ভালো কিছু করেনি সেখানে। বরং আর্সেনালে থাকাকালীন অনেক ভালো খেলতো। প্যাট্রিক ভিয়েরা সিরিয়াস মিস্‌। ও থাকলে মাঝমাঠেই অনেক বল আটকে যেত।
  • dipu | ০৭ এপ্রিল ২০১০ ১০:০৬ | 61.12.12.83
  • শনিবার রাত্তিরে হুল্লাট খেলা হবে। লা লিগার ডিসাইডার। মুখপোড়া টিভি চ্যানেল তখন ওয়েস্টহ্যাম, হাল সিটি এইসব ভুলভাল টিমের খেলা দেখাবে। নানারকম জালি করে ম্যাচ দেখতে হবে।
  • dipu | ০৭ এপ্রিল ২০১০ ১০:০৩ | 61.12.12.83
  • কাল মেসি তিনটে চান্স নষ্ট করেছে। যে চারটে গোল করেছে তার দুটো আর্সেনালের নড়বড়ে ডিফেন্ডারদের জন্য। বক্সে বল ক্লিয়ার করতে পারে না।

    আর ওয়ালকট কাল নিশ্চই রিলেটিভিস্টিক স্পিডে খেলছিল। সেকেন্ড হাফে খুঁজেই পাওয়া যাচ্ছিল না।
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ১০:০১ | 121.242.15.238
  • বায়ার্ন উঠবে কিনা বলা যাচ্ছে না। রুনি নেই বটে, তবুও খেলাটা কিন্তু ওল্ড ট্রাফোর্ডে - ৭৫০০০ লোকের সামনে। একটা অ্যাওয়ে গোলও আছে।
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ০৯:৫৭ | 204.138.240.254
  • কালকের জন্য? ঃ-(

    একদিক থেকে ভালো হয়েছে। প্রিমিয়ার লিগে পুরো মনোযোগ দেওয়া যাবে। যদিও তিন নম্বরের ওপরে যাওয়া মুশকিল আছে। আর দুই, ওয়েঙ্গার কাল এই প্রথম মানল যে তারকা প্লেয়ারদেরও দরকার আছে যারা এক একদিন নিজেরাই ম্যাচের রং বদলে দেয়।

    এই বার্সিলোনা টিমটাকে হারানো প্রায় অসম্ভব। যদ্দূর মনে হচ্ছে বায়ার্ন আর বার্সেলোনা ফাইনাল হবে।
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ০৯:৫১ | 121.242.15.238
  • কমরেড অপ্পনের জন্যে সমবেদনা রইলো।
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ০৯:৪৬ | 121.242.15.238
  • ম্যাকে ইঁদুর - আমি তো সেই ১৯৯৪ থেকে উইন্ডোজ 3.1 হয়ে ২০০৮-এ এক্সপি অবধি ঘাঁটলুম। ম্যাকটা কিনেছিলুম ২০০৪-এ, ইঁদুরে কখনো অসুবিধা হয়নি। বরং এখন কোনো উইন্ডোজ ল্যাপিতে গেলে দুই আঙুলে স্ক্রোল করতে পারিনা বলে বহুত অসুবিধা হয়।

    তবে অপ্পন একটা গুরুতর কোশ্চেন করেছে। এক হিসেবে বলা যায় OSX (মানে ডারউইন) OpenBSD-র ওপর তৈরী - সেটা পক্ষে যুক্তি। তাছাড়া বাদবাকি যা সফটওয়্যার ব্যাভার করি সবই গ্নু/ওপেন সোর্স। বিপক্ষে যুক্তি হল ম্যাকের অনেক কিছুই ওপেন সোর্স নয়। আমার একটা ইন্টেল-কোর মেশিনে ইউবান্টু বা ফেডোরাতেও আপত্তি নাই - অ্যাজ লঙ অ্যাজ ইট ইজ আউটসাইড দি ইভিল এম্পায়ার। শুধু মেশিনটা দেখতে এত সুন্দর হবে নাঃ-(
  • Arya | ০৭ এপ্রিল ২০১০ ০৯:০৪ | 203.91.201.56
  • জনগণ এর মধ্যে কেউ কি পুনেতে থাকেন? হাডপ্সর এরিয়া তে?
    ফ্ল্যাট ভাড়া কিরকম ? ডিপোসিট আর ব্রোকারেজ কিরকম?
  • Samik | ০৭ এপ্রিল ২০১০ ০৯:০০ | 122.162.75.40
  • হিন্দুস্তান টাইম্‌সে দিয়েছে লিংক।
  • SS | ০৭ এপ্রিল ২০১০ ০৩:০২ | 131.193.196.148
  • আবাপ'তেও বেরোলো আজ খবরটা। কিন্তু ভিডিওর লিংক দেয়নি।
  • SS | ০৭ এপ্রিল ২০১০ ০২:১২ | 131.193.196.148
  • ভিডিওটা দেখুন ও দেখান, http://www.wikileaks.org/

    ইরাকে কীভাবে সাধারণ মানুষের উপর গুলি চালানো হয় তা ছাপা অক্ষরে পড়েছি। আজ প্রথম war zone video দেখলাম। কনভার্সেশনগুলো মন দিয়ে শুনবেন।
  • dipu | ০৭ এপ্রিল ২০১০ ০২:০৮ | 59.164.188.35
  • ইন্টারমিলানের সঙ্গে ম্যাচ এত একপেশে হবে না। হোপফুলি।
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ০১:০৫ | 112.133.206.20
  • ঘুমুতে যাই। এ টিমকে কে রুধিবে?
  • SS | ০৭ এপ্রিল ২০১০ ০০:৫৯ | 131.193.196.148
  • এক্ষুণি নিচের রেডিও বাংলায় ক্লিক করে দেখি "Annabelle the Sheep" কার্টুনের ছবি দিয়ে 'বাজে গো বীণা' গানটা চলছে। সঙ্গে ভেড়ার নাচ!
  • dipu | ০৭ এপ্রিল ২০১০ ০০:৫৯ | 59.164.188.35
  • এ বছরের চতুর্থ হ্যাটট্রিক।
  • dipu | ০৭ এপ্রিল ২০১০ ০০:৫৮ | 59.164.188.35
  • দুখানা বাজে মিস করল। তারপরেও হ্যাটট্রিক ঃ-)
  • Blank | ০৭ এপ্রিল ২০১০ ০০:৫১ | 59.93.194.85
  • ম্যাক হলে ওটা দু মিনিটে শিখে যেতো। জেবনকে ৪৭ ঘন্টা ৫৮ মিনিট স্লো করে উইন্ডোজ
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ০০:৫০ | 122.252.231.12
  • মেসি পুরো ভগবানের মত খেলছে।
  • dipu | ০৭ এপ্রিল ২০১০ ০০:৩৯ | 59.164.188.35
  • ঃ-)
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ০০:৩৭ | 112.133.206.20
  • এই টিমটা যা-তা! ঃ-)
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ০০:৩৫ | 122.252.231.12
  • পুরসি!
  • Nina | ০৬ এপ্রিল ২০১০ ২২:৫১ | 75.147.111.42
  • ইউরেকা! পেয়ে গেছি---Iffat Ara Khan পেয়ে গেছি লিঙ্ক । লাগবে না আর। ঃ-))
  • Nina | ০৬ এপ্রিল ২০১০ ২২:০২ | 66.240.33.36
  • আমার একটা ছোট্ট আর্জি আছে, প্লিজ। ইফত আরার বাংলা পুরাতনি গানের link এর খোঁজ কেউ একটু যদি দিতে পারেন।
  • Du | ০৬ এপ্রিল ২০১০ ২১:৪৫ | 65.124.26.7
  • আমরাও খুব শুনতাম রেডিও। আর গৌহাটী রেডিওতে কি ভালো সব নাটক হত। কলকাতাতেও পরে শুনেছি - আসলে রেডিওতে নাটক আমার ভীষণ ভালো লাগে।
  • aka | ০৬ এপ্রিল ২০১০ ২১:৪০ | 168.26.215.13
  • http://radiobanglanet.com/ এই যে রেডিও বাংলা শোন। কি বাজে বকছে আর রূপম ইসলামের সেই খুঁচিয়ে খুঁচিয়ে বলা আকাশ বাতাস এইসব গান দিচ্ছে (কপিরাইট ল্যাদোষ দা), তাও কি ভাল লাগছে। কদ্দিন বাদে রেডিও শুনছি। এককালে আমি সারাদিন রেডিও শুনতুম।
  • Du | ০৬ এপ্রিল ২০১০ ২১:২৬ | 65.124.26.7
  • ওপেননেস আর স্ট্যান্ডার্ড না মানার ব্যাপারে চাকুদাদা বিলুদাদার থেকেও ওপরে যাচ্ছে।
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১০ ২০:৫৭ | 128.192.7.51
  • ডিঃ - আবার পার্সোনালি নিয়ে রাগ করবেন না যেন। আজকাল খুব ভালো ভাপা দই বানাচ্ছি, তাহলে সেটার ভাগ পাবেন না।
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১০ ২০:৫৬ | 128.192.7.51
  • কমরেড আকা, ঐ হল বনেদি বড়লোক আর আঙুল ফুলে কলাগাছের পার্থক্য। ছোটো থেকে ম্যাক ইউস করলে অন্য কিছু ছুঁতেই পারতেন না। কি আর করবেন, শ্রমজীবী মানুষ, বিল্লুদার মধ্যমেধার জয়গান করুন ঃ)
  • aka | ০৬ এপ্রিল ২০১০ ২০:৩৭ | 168.26.215.13
  • কমরেড গ্রেট মেন ইত্যাদি ইত্যাদি। ঃ)) যাই গিলে আসি।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ২০:৩২ | 112.133.206.20
  • তবে মোটেও বানাম্ভুল করি নাকো। গ্নুকে গ্নু-ই লিখি।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ২০:২৬ | 112.133.206.20
  • যত দেখছি তত অবাক হচ্ছি। কমরেড আকার ভাবনাচিন্তা বেশ মিলে যায় আমার সাথে।
  • aka | ০৬ এপ্রিল ২০১০ ২০:১৯ | 168.26.215.13
  • আমি বুয়েছি, ম্যাকে ইঁদুর ঘোরালে মনে হয় পিচ্ছিল সারফেসে ঘোরাঘুরি করছি। এই যে বাড়ির লোকজন দুদিনে স্কাইপে ভিডিও চ্যাট করতে শিখে গেল তা ম্যাকেও হত হয়ত কিন্তু দুদিনে হত না। তারপর আবার তিঙ্গুন দাম। শুধু এইজন্যই বিল্লুদার প্রশংসা প্রাপ্য। গ্লু-আন্দোলন ইত্যাদি দিয়ে বাড়ির লোকজনকে স্কাইপ করাতে গেলে ১০০ বছর কেটে যাবে। ও দিয়ে আমার কোন কাম নাই।
  • Sibu | ০৬ এপ্রিল ২০১০ ১৯:৫৭ | 68.29.216.216
  • পামিতা কি ম্যাক-বুক প্রো-র স্লিক মেটাল কেসিং-এর প্রশংসা করছে ;), না ম্যাক অ্যান্ড চীজের ডিসগাস্টিং স্লাইমিনেসের কথা বলছে?
  • intellidiot | ০৬ এপ্রিল ২০১০ ১৯:৪২ | 61.8.134.18
  • কিন্তু ন্যাড়াদা ইউবান্টু বলে ক্যানো? বলা উচিত উবুন্তু বা উবুন্টু ঃ-)
    http://www.ubuntu.com/aboutus/faq
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১৯:৩৪ | 204.138.240.254
  • দিনের বেলা মশা উড়ে এলে কিস্যু করার নেই। পুরো হার্মাদ।
  • rokeyaa | ০৬ এপ্রিল ২০১০ ১৯:৩৩ | 203.110.243.21
  • সুতীব্র প্রতিবাদ!
    বাঁকুড়ায় মশা অন্ততঃ যাদবপুরের থেকে কম!
  • Paramita | ০৬ এপ্রিল ২০১০ ১৯:২৪ | 202.3.120.9
  • ম্যাকটা বড্ড পিচ্ছিল।
  • Paramita | ০৬ এপ্রিল ২০১০ ১৯:২২ | 202.3.120.9
  • a/র্পণকে থ্যাংকু। উইকেণ্ডে দেখতে হবে খুঁজে মা-হা আর হ্যালে। জানলায় সর্বত্র নেট লাগানো। কিন্তু সারাদিন তো দ্বার বন্ধ করে দিয়ে মশা রোধা যায় না। মশারা দিনের বেলায় ঢুকে পর্দার আড়ালে লুকিয়ে থাকে। বেডরুমে তত উপদ্রব নেই, অল আউট ভালোই কাজ করে। হলঘরে উপদ্রব। অল আউট অতটা জায়গা কাভার করতে পারে না বোধ হয়। আমাদের বাড়ির পেছনে বেলান্দুর লেক, সেখান থেকেই তারা ঝাঁকে ঝাঁকে উড়ে আসে।

    ডিডিদাদা, নন-এনারাই এমনকি বাঁকুড়া বললেও ভুল হয় না, ভুক্তভোগীর দলে আছে।
  • . | ০৬ এপ্রিল ২০১০ ১৮:৫৯ | 125.18.104.1
  • জীবন স্লো হওয়াই তো ভালো।

    "ঐ জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা--
    তার কোলে ফুল পড়ে আছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা।" ঃ-)
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১৮:৫৯ | 216.52.215.232
  • ম্যাক দিয়ে জিন্দেগি শুরু করলে ঠিক ছিল। এখন সবকিছুর অল্টারনেটিভ খুঁজতে বসলে জাস্ট ছবি হয়ে যাবো।

    সে যাক। প্রশ্নটা ছিল ম্যাকের স্বার্থ তোমার গ্নু আন্দোলনের অ্যাজেন্ডার পরিপন্থী কিনা।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১৮:৫৬ | 216.52.215.232
  • ধুর বাওয়া। ফ্রিওয়্যার বা শেয়ারওয়্যার। শোননি নাকি?
  • Blank | ০৬ এপ্রিল ২০১০ ১৮:৫৫ | 170.153.65.102
  • উইন্ডোজ জীবনাটাকে খুব স্লো করে দেয়।
  • Arijit | ০৬ এপ্রিল ২০১০ ১৮:৫২ | 121.242.15.238
  • অপ্পন বেশ ভালো গোলপোস্ট সরাতে পারে;-)

    যাকগে বাড়ি গেলুম।
  • Arijit | ০৬ এপ্রিল ২০১০ ১৮:৪৯ | 121.242.15.238
  • এইত্তো বল্লে ফ্রী সফটওয়্যার - আম্মো তাই বল্লুম - আমি ফ্রী সফটওয়্যারেই চালাই।

    অনেক সফটওয়্যারই ম্যাকে চলে, অনেক সফটওয়্যার চলে না। আমি যেগুলো ব্যাভার করি সেগুলো চলে। যেগুলো চলে না তার ইক্যুইভ্যালেন্ট আছে (যেমন ভিসিও, ম্যাকের ক্ষেত্রে ওমনিগ্র্যাফল আর এক্সফিগ)।

    যার যেটা প্রেফারেন্স। আমি কোনো "হোলি ওয়ার'-এ নেই। তুমি অ্যাডভান্টেজ জিগালে - আমি বল্লুম। ইন্টারনেট এক্সপ্লোরার চালাতে পারা-টা আমার কাছে সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ নয় যেগুলো বল্লাম সেগুলোর চেয়ে।
  • nyara | ০৬ এপ্রিল ২০১০ ১৮:৪৮ | 202.47.143.2
  • তবে ম্যাকের বুট আপ স্পিডের কাছে সব শালা হারে। ম্যাকের যেসব ভাল ইউজেবিলিটি আছে, সেগুলোর জন্যে আমাদের মতন মোটামুটি স্যাভি ইউজারদের ম্যাকে আসার কোন দরকার নেই।
  • nyara | ০৬ এপ্রিল ২০১০ ১৮:৪৫ | 202.47.143.2
  • আমি ম্যাকে একেবারেই ইমপ্রেসড নই। আমার কাছে ভাল লিনাক্স ডিস্ট্রিবিউশন যেকোনদিন বেশি প্রেফারেবল। এখনও অব্দি ইউবান্টুতে আমি হেবি স্যাটিসফায়েড।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১৮:৪৫ | 216.52.215.232
  • আচ্ছা ওপেন সোর্স ছড়ো। আমার মেশিনে অন্তত দশ-বারো রকমের কাজের সফটওয়্যার রয়েছে সেইগুলো আমি কি অ্যাপলে চালাতে পারব? এইগুলো ওপেন সোর্স না।
  • Arijit | ০৬ এপ্রিল ২০১০ ১৮:৪৫ | 121.242.15.238
  • আর সিকিউরিটি/ভাইরাসের ব্যাপারটা যে কোনো *nix-এর ক্ষেত্রেই একই কনসেপ্টে চলে - পারমিশন। এটা উইন্ডোজেও করা যায় (কম্পু বাওয়ালির টইয়ে পাবে) - কেউ করে না - ল্যাদে। *nix-এ এটা ডিফল্ট।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত