এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৮ এপ্রিল ২০১০ ১৭:২৬ | 216.52.215.232
  • আমার জ্যান্ত ব্যাগেজের সমস্যা নেই। ইন ফ্যাক্ট ট্রলিগুলি বানানোই থাকে যাতে বাচ্চাদের বসিয়ে ঘোরাঘুরি করা যায়। ঃ-)
  • Arijit | ০৮ এপ্রিল ২০১০ ১৭:২৪ | 61.95.144.122
  • কফিশপ/ক্রসওয়ার্ড আর হাইপারের রেখে যাওয়া "জ্যান্ত ব্যাগেজের চরকিবাজি' সামাল দেওয়া কি একসাথে যায় রে পাগল...
  • Rajdeep | ০৮ এপ্রিল ২০১০ ১৭:২৩ | 202.79.203.59
  • দেখাশোনা ফ্রি ... কেনাকাটি পরে ঃ-) এটাই বা কম কি
  • Arpan | ০৮ এপ্রিল ২০১০ ১৭:২০ | 216.52.215.232
  • আরে না। ভেতরে কফি শপ আর ক্রসওয়ার্ডস আছে। আর চিন্তার কী আছে? ঃ-)
  • Arijit | ০৮ এপ্রিল ২০১০ ১৭:১৮ | 61.95.144.122
  • এসব জায়গায় না যাওয়াই ভালো। লোকজনের "হাইপার' হয়ে যাওয়ার চান্স আছে। শপিং-এ ইন্টারেস্টেড নয় (এই আমার মতন) লোকজনের প্রবলেম হবে;-)
  • dipu | ০৮ এপ্রিল ২০১০ ১৭:১৮ | 61.12.12.83
  • SBর দেওয়া লিঙ্কটা খুলতে গিয়ে দেখলাম আপিসে বসে দেখার পক্ষে অত্যন্ত বিপজ্জনক ছবিছাবাতে ভর্তি।
  • Arpan | ০৮ এপ্রিল ২০১০ ১৭:১৩ | 216.52.215.232
  • না। স্পেন্সার্স-হাইপার এবং টোটাল-হাইপার মার্কেট আলাদা। এরা শুধুই হাইপার সিটি।

    http://www.hypercityindia.com/AboutUs_Overview.aspx
  • de | ০৮ এপ্রিল ২০১০ ১৭:১১ | 59.163.30.2
  • এই ভাটের পাতায় বোধহয় কেউ টিস্যু পেপার আর আরো কিছু কিছু জিনিস নিয়ে হা-হুতাশ করেছিলেন -- তাদের জন্য হাইপারসিটি আইডিয়াল!
  • Rajdeep | ০৮ এপ্রিল ২০১০ ১৭:১০ | 202.79.203.59
  • এখেনে সাউথ সিটিতে স্পেনসার্স-হাইপার আছে ; বেশ ভালই... লুরুরটাও কি স্পেনসার্সের?
  • Arpan | ০৮ এপ্রিল ২০১০ ১৭:০৯ | 216.52.215.232
  • হু! আমি প্রথম দর্শনেই বেশ ইম্প্রেসড।
  • de | ০৮ এপ্রিল ২০১০ ১৭:০৮ | 59.163.30.2
  • আরে আমি প্রত্যেক শনিবার যাই তো হাইপারসিটি-- আমি ওখান থেকেই সপ্তাহের বাজার সারি -- ভিড়ভাট্টা মোটে নেই! অনেক ভ্যারাইটি!
  • Arpan | ০৮ এপ্রিল ২০১০ ১৭:০৩ | 216.52.215.232
  • কেউ হাইপার সিটি গেছো? বাড়ির কাছে বিশাল এলাকা নিয়ে খুলেছে। বিগ বাজারকে দশ গোল দেবে।
  • Arpan | ০৮ এপ্রিল ২০১০ ১৭:০০ | 216.52.215.232
  • ভাগ্যিস আমার মেশিনে খুলল না।
  • dipu | ০৮ এপ্রিল ২০১০ ১৭:০০ | 61.12.12.83
  • সোয়াহিলি গান বলতে মনে পড়ল, Nowhere in Africa সিনেমাটার এন্ড ক্রেডিটসের সময় একটা ছোট্ট করে গান আছে। ব্যাপক লেগেছিল।
  • de | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৫৯ | 59.163.30.2
  • "ম্যাগো" টইতে SB এক্‌খান জার্নাল আর্টিকলের লিং দেছেন -- পড়ে থেকে রাগে গরগর কচ্ছি!
  • Lama | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৫৮ | 203.99.212.54
  • বিগ বাজারে লোকজনকে ভাঙ্গা কমোড পর্যন্ত নিয়ে আসতে দেখেছি, বিক্রীর জন্য
  • de | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৫৭ | 59.163.30.2
  • মানে, দাদা!

    বিগ বাজারে না যাওয়াই ভালো -- সুস্থ লোকে পাগল হয়ে যায় ওখানে গেলে!
  • Arpan | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৫৭ | 216.52.215.232
  • আমি আজ অব্দি কখনো নিজের ইচ্ছায় বিগ বাজার যাইনি।
  • de | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৫৫ | 59.163.30.2
  • যাঃ গ্যালো! সবে এট্টু সুখের মুখ দেখছিলো!
  • Arijit | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৫৪ | 61.95.144.122
  • আমি আজ অবধি কখনো বিগ বাজার যাইনি।
  • Lama | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৫০ | 203.99.212.54
  • আমার গিন্নী একবার কি সব কুপন পেয়েছিল বিগ বাজারের, সেগুলো দেখিয়ে শনিবার শনিবার অর্ধেক দামে সর্বোচ্চ দু কিলো চিনি পাওয়া যায়। কিন্তু তার জন্য এক হাজার টাকার কেনাকাটা করতে হয়। সেটা তো প্রতি সপ্তাহে করা যায় না, সেই জন্য গিন্নী মাসের প্রথম শনিবার সেই কুপন নিয়ে বিবা যান।
  • stoic | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৪৯ | 160.103.2.224
  • ন্যাড়াদা কি আফ্রিকান ফোক শোনেন?
    অঁজেলিক কিজো র এই সোয়াহিলি স্পাইন চিলার টা শুনতে পারেন।


  • de | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৪৬ | 59.163.30.2
  • ঐজন্যিই আম্মো যাই না ঃ))
    যদি বেচে দেয়!

    তবে আমার পাশের ফ্ল্যাটওয়ালী প্রতি বছর গাড়ি বোঝাই করে যায় আর গাড়ী বোঝাই করেই ফেরে -- এবার বুঝলাম ব্যাপারখানা --

    কিন্তু ধরো যদি কেউ কুপনগুলো আট্টু কম দামে বেচে দেয় -- ধরো কেউ পঁচিশ টাকার কুপন পেয়ে পনেরো/দশ টাকায় বিক্কিরি করলো --
  • Samik | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৪৫ | 219.64.11.35
  • ৮টা নতুন বেথেসম কিন্তে হবে কেন? একটা গাঁট্টাগোট্টা সর্দার কিনলেই তো সেটা ইকুয়াল্টু আটটা বেথে হবে।
  • Samik | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৪৪ | 219.64.11.35
  • না, বিগবাজার আমার একেবারে পছন্দ নয়, আমি তাই যাই না। ঐসব উদ্ভট অফার দেখে দেখে আমার অফারে অ্যালার্জি ধরে গেছে। বিগ্বা থেকে একবার জামাকাপড়ও কিনেছিলাম, বার দুয়েক কাচার পরে একেবারে জ্যালজেলে হয়ে গেছে। বাকি রইল হার্পিক ভিম্বার বালতি মুসুর্ডাল ইত্যাদি কেনা। ও আমাদের সেক্টর চার মার্কেটে প্রচুর দোকান আছে। খামোকা বিগ বাজারে ভিড় ঠেলতে যাবো কেন?
  • a | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৪০ | 208.240.243.170
  • মানে ১টা পুরনো বেথে কে বেচে ৮টা নতুন বেথেসম কিন্তে হবে? না না এই ভুল করবে না কেউ, বেথে নির্ভয়ে বিবা যাও ঃ)
  • Samik | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৩৬ | 219.64.11.35
  • পাছে বউ আমাকে বেচে দেয়!
  • Samik | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৩৬ | 219.64.11.35
  • মে বি। আমি দু বছর আগে লাস্ট খোঁজ নিয়েছিলাম। গত দুবছরে আমি বিগ বাজারে যাই নি। ঃ-)
  • Arpan | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৩৪ | 216.52.215.232
  • বেথে ৪ বলছে বটে কিন্তু ওইটা ৮। এইখানে তাই লিখে রেখেছে। গত শুক্কুরবারেই দেখলাম।
  • Arpan | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৩২ | 216.52.215.232
  • খুব সোজা হিসেব। এক কিলো কাগজ এরা কেনে ২৫ টাকা দিয়ে। যেখানে এমনিতে পুরনো খাতা/বই/শিশিওলা দেয় বড়জোর ছ' টাকা এবং ওজনেও প্রভূত চুরি করে।

    এইবার এই ২৫ টাকা তোমাকে নগদে দেবে না। দেবে সমমূল্যের এক্ষচেঞ্জ কুপন। সেইটা রিডিম করতে দেবে বড়জোর দু-তিন হপ্তা। রিডিম করবে কীভাবে? নির্দিষ্ট কিছু জিনিস কিনতে গেলে ওই এক্ষচেঞ্জ কুপন ইউজ করা যাবে এবং সবচেয়ে বড় ক্যাচটা হল এইখানেই। কোন জিনিসের দামের ১/৮ অংশ ওই কুপন দিয়ে পে করা যাবে। মানে খাড়াইল ওই ২৫ টাকার কুপন রিডিম করতে গেলে ২০০ টাকার জিনিস কেনো। কিনতেই হবে।

    বোঝা গেল?
  • Samik | ০৮ এপ্রিল ২০১০ ১৬:৩১ | 219.64.11.35
  • ক্যাচ আছে। কাবাড়ি কেনে ২৫ টাকা কিলো দরে। ধরো তোমার কাছে ১০ কেজি পুরনো কাগজ আছে। তুমি দাম পাবে ২৫০ টাকা। কিন্তু তোমাকে তার চারগুণ দামের জিনিস কিনতে হবে, মানে ১০০০ টাকা। আর সেটা এফএমসিজি হলে চলবে না। জামা-কাপড়, কার্পেট, বেডকভার এইসবই কিনতে হবে।
  • Rajdeep | ০৮ এপ্রিল ২০১০ ১৬:২৯ | 202.79.203.59
  • বিগবা অনেক কিছুই করে - বহুত ডিটেল আছে

    সিম্পলি হল- একটা ব্যাপকতর সাপ্লাই চেন ম্যানেজমেণ্ট
  • de | ০৮ এপ্রিল ২০১০ ১৬:২৬ | 59.163.30.2
  • খুব চাপে ছিলাম ক'দিন --

    আচ্ছা বিগ-বাজার গুলো এতো কাবাড়িওয়ালা হয় কেন মার্চের শেষে? এখানে অনেকে প্রতি বছরের জঞ্জাল জমিয়ে রাখে মার্চের শেষে বেচবে বলে -- এবং যা শুনেছি -- সাধারণ কাবাড়িওয়ালাদের থেকে কয়েকগুণ বেশী দামে এরা কেনে! কেং কয়ে?
  • Rajdeep | ০৮ এপ্রিল ২০১০ ১৬:২৫ | 202.79.203.59
  • ......... পুরোনো জঞ্জাল , হাল ছেড়ো না
  • Arpan | ০৮ এপ্রিল ২০১০ ১৬:২১ | 216.52.215.232
  • দর করলে? ঃ-)
  • . | ০৮ এপ্রিল ২০১০ ১৬:২১ | 125.18.104.1
  • বেথে ও বেথী- ভালই হবে।
  • Lama | ০৮ এপ্রিল ২০১০ ১৬:২১ | 203.99.212.54
  • আমার বউ সেদিন বলছিল আমিও নাকি পুরনো হয়ে গেছি। বিগ বাজারে পুরনো জিনিসপত্র কেনাবেচা হচ্ছিল কিনা
  • Samik | ০৮ এপ্রিল ২০১০ ১৬:১২ | 219.64.11.35
  • তা, মিড এজে এসে একটা ব্যথী থাকলে মন্দ হত না। ভেবে দেখি নি যদিও। বউটাও বেশ পুরনো হয়ে গেছে ঃ-)
  • Arijit | ০৮ এপ্রিল ২০১০ ১৬:০৯ | 61.95.144.122
  • ব্যথী-ই
  • Arijit | ০৮ এপ্রিল ২০১০ ১৬:০৯ | 61.95.144.122
  • আহা না হয় ব্যথী-ও হল। পোস্ট-৩৭৭ এসব ব্যাপারে খুব সতর্ক থাকতে হয়;-)
  • Samik | ০৮ এপ্রিল ২০১০ ১৬:০২ | 219.64.11.35
  • আমার কলকাতায় ব্যথা? হাঃ, হাসাইলে বালক!!
  • Arijit | ০৮ এপ্রিল ২০১০ ১৫:৫৭ | 61.95.144.122
  • এক খান বই পাবলিশ হয়েছে - Jad Adams বলে কোনো বিলিতি ঐতিহাসিকের - হাওয়া গরম হল বলে;-)
  • Arpan | ০৮ এপ্রিল ২০১০ ১৫:৫৪ | 216.52.215.232
  • শেষে বেথেও সিংকিং সিংকিং ড্রিঙ্কিং ওয়াটার।
  • Blank | ০৮ এপ্রিল ২০১০ ১৫:৪৬ | 170.153.65.102
  • বেথে আজকাল মাঝে মাঝেই কোলকাতা আসে কিন্তু। কি কেস কে জানে !!!
  • a | ০৮ এপ্রিল ২০১০ ১৫:৩০ | 208.240.243.170
  • বেথের পুরনো ব্যথা নয়তো? ঃ)
  • Rajdeep | ০৮ এপ্রিল ২০১০ ১৪:৩৬ | 202.79.203.59
  • উঁহু , ৫ পয়সার কানেকসনওয়ালা সিম আছে নম্বর কিন্তু ৯৪৩ দিয়ে শুরু
  • Samik | ০৮ এপ্রিল ২০১০ ১৪:৩৪ | 219.64.11.35
  • হুঁ, আম্মো তাই জানতাম। ৯৪৩৩ কলকাতা বিএসএনএল। যাই হোক, way2sms.com দেখাচ্ছে এটা কলকাতার নম্বর।
  • sinfaut | ০৮ এপ্রিল ২০১০ ১৪:২৯ | 203.91.193.7
  • না না, ৯৪৭৭, ৯৯টাকার সীমের বিএসএনএল কানেক্সান। কলকাতাতেও আছে। আমারই আছে। বিএসএনএল টু বিএসএনএল ৫ পয়সা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত