এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ৩০ মার্চ ২০১০ ১৫:৩১ | 219.64.11.35
  • অপ্পন - হুঁ। তবে জরুরি প্রয়োজন কিছু নয়, নিতান্তই ব্যক্তিগত ছোট্ট প্রয়োজন। ঃ-)
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ১৫:৩০ | 204.138.240.254
  • ফিরে এলে মানে? নির্বাচনে দাঁড়ালে? না দলে ফিরে এলে?
  • Arijit | ৩০ মার্চ ২০১০ ১৫:২৯ | 121.242.15.238
  • ক (মানে পদত্যাগ করলে হ্যাটস অফ)।

    সুজনদার ফাঁকা মাঠ হবে না - হয়তো শোভনকেই দাঁড় করিয়ে দেবে, বা ব্রাত্য রাজী হলে ওকে;-) তবে বাই-ইলেকশনে লোকে খাটতে চায় না বিশেষ।
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৫:২৭ | 202.79.203.59
  • না না সেটি হচ্ছে না কমরেড , সোনারপুর -বারুইপুর-ভাঙরে তিনোমুলের প্রায় একচেটিয়া , তবে লিড কমলেও তিনোমুল সিপিয়েমের থেকে এখনও এগিয়ে
  • de | ৩০ মার্চ ২০১০ ১৫:২৭ | 59.163.30.5
  • কাল রাত্তিরের ফ্লাইটে কোলকাতা আসছি -- আবার শুক্কুরবারের রাত্তিরে ফেরত আসবো। গু-চ কি কলেজস্ট্রীটেও পাওয়া যাচ্ছে? তাইলে একবার ঢুঁ মারতাম! আমার কপি তো এসে পৌঁছায়নি এদ্দিনেও।
  • kc | ৩০ মার্চ ২০১০ ১৫:২৭ | 194.126.37.5
  • সৈফুদ্দিন চৌধুরী ফিরে এলে কিন্তু সুজনবাবুর সামনে সত্যিই ফাঁকা মাঠ।
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ১৫:২৩ | 204.138.240.254
  • তালে কি এখন সুজনবাবুর ফাঁকা মাঠ?
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৫:২২ | 202.79.203.59
  • তবে যাই হোক - সত্যিই যদি স্পিকারের কাছে নিয়ম মেনে পদত্যাগ করেন , তবে হ্যটস অফ
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ১৫:২১ | 204.138.240.254
  • শমীকের দেখি হারিকেন ট্যুর। গায়ের ব্যথা মরবে না তো! জরুরি প্রয়োজন?
  • kc | ৩০ মার্চ ২০১০ ১৫:১৮ | 194.126.37.5
  • আরে শৈবাল, রোসো রোসো, একা সুমন নয়, আরও দুএকটা বাওয়াল আসছে, জমে যাবে। ঃ))
  • SB | ৩০ মার্চ ২০১০ ১৫:১৫ | 114.31.249.105
  • কসুর একটা হিট গান আছে না? 'কার সঙ্গে আছি সেটা বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি সেটাই বড় কথা' - তিণোমূল পাড়ায় পাড়ায় এই গানটা বাজাতো, ওনার নিজের এই কথাগুলো ওনাকেই ফেরত দেওয়ার সাধ হচ্ছে!
  • de | ৩০ মার্চ ২০১০ ১৫:০৭ | 59.163.30.5
  • সিপিয়েমও খেত, তবে ওপেনলি নয়, বেশ মাথা খাটিয়ে ঃ)-- এখন দিদিপার্টি খুল্লাম-খুল্লা এজেন্ট বসিয়ে খায়! মাঝখান থেকে ম্যাঙ্গোরা যে তিমিরে সেই তিমিরে!
  • Samik | ৩০ মার্চ ২০১০ ১৫:০১ | 219.64.11.35
  • রাইট। পেছন থেকেও কে একজন যেন বলছিল জল-শোভন।
  • de | ৩০ মার্চ ২০১০ ১৪:৫৯ | 59.163.30.5
  • অ্যাকর্ডিং টু প্রতিদিন-- কসু সাবোতাজ কচ্ছেন সিপিয়েমের হয়ে। কিন্তু উনি তো সিপিয়েমেরও বিরোধী। বাবা রামদেবের মতো আলাদা দল-টল না খুলে বসেন এবার!
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৪:৫৩ | 202.79.203.59
  • কমরেড চৌধুরি - ওটা জানি তো ঃ) কিন্তু তখন কিসুতেই খুলতেসিল না ; নজ্জা পাচ্ছিল বোধহয় ঃ))

    হ্যাঁ দীপু জল শোভনঃ-) এখন অবশ্য নামটা বদলেছে - মাল শোভন, আলিপুরে জেলা পরিষদ ভবনে ওনার দালালরা রীতিমত রেটচার্ট নিয়ে ঘোরে
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ১৪:৪৬ | 204.138.240.254
  • এঃ কমরেড ঘোষ দেখি পুরানো জায়গায় গিয়া খপর পড়েন।

    এইযে এইখানে পড়েন। ই-পেপার।

    http://epratidin.in/
  • kc | ৩০ মার্চ ২০১০ ১৪:৪০ | 194.126.37.5
  • আরে সেই জন্যই তো গল্পটার মজা। ঃ))
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৪:৪০ | 202.79.203.59
  • যাক - একটাই ভাল লাগছে যে উপনির্বাচনের দিন হাফ বেলা সবেতন ছুটি পাব ;-)
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৪:৩৬ | 202.79.203.59
  • kc কে, অথচ ঐ মেট্রোরেল এক্সটেনসন উদ্বোধন মঞ্চে নচির সঙ্গে ডুয়েট গেয়েছে ঃ-))
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ১৪:৩৩ | 204.138.240.254
  • না না, শুধু গোলমেলে প্রাণী নয়, অতিবিপ্লবীও বলেছে। ঃ)
  • Arijit | ৩০ মার্চ ২০১০ ১৪:৩২ | 121.242.15.238
  • বাকি পকাবুরা সম্ভবতঃ কিছু বলবেন না কারণ এটা প্রতিদিনে বেরিয়েছে মানে মোটামুটি দেবীর আশির্বাদ মাথায় করেই বেরিয়েছে;-)
  • kc | ৩০ মার্চ ২০১০ ১৪:৩২ | 194.126.37.5
  • যাত্রার কমেন্টারি শুনুন, সঙ্গে শুনুন এই গল্পটা,
    গতবছরের ঘটনা, দেশে গেছি, সকালবেলায় সব্জী বাজার করে হাঁটতে হাঁটতে পাড়ায় ঢুকেছি, দেখলাম কসু ওনার বাড়ির গেটের পাশে দাঁড়িয়ে আছেন, নমস্কারের জবাবে ওনার প্রতি নমস্কারটা হল প্রায় ৯০ ডিগ্রীতে ঝুঁকে গিয়ে।
    কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ''সুমনদা এটা কি হল? ষ্টেশনটার নাম গীতাঞ্জলি হল কেং কয়ে?''
    উত্তর দিলেন ''কোন ষ্টেশন?'' বললাম ''কেন নাকতলার মেট্রোটা?''
    উনি বললেন ''তাই নাকি? গীতাঞ্জলি নাম দিয়েছে? দ্যাখো কান্ড?'' তার সঙ্গে সেই অননুকরণীয় বাচনভঙ্গী।
    কসু হলেন আধুনিক কালের 'পাগলা দাশু'। কখোনো মনে হয় ব্যাটা মিচকে, কখনও মনে হয় পাগল। আসলে যে কী তা বোঝা যায়না কিছুতেই।
  • . | ৩০ মার্চ ২০১০ ১৪:৩০ | 125.18.104.1
  • সুমন কাল রাত্রে স্টার আনন্দ সাক্ষাৎকারে বারবার ফিরদৌসী বেগমের নাম করছিলেন। কাল যাঁরা সুমনকে "অপমান" করেছেন তাঁদের অন্যতম। ভদ্রমহিলা আমাদের এলাকার কমিশনার এবং মিউনিসিপালিটির চেয়ারম্যান। সুমনকে "অপমান" করেছেন কি করেন নি তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু কি অপদার্থ পৌরসভা হতে পারে না থাকলে বোঝা যায় না। আমি যেখানে থাকি সেখানে জেলা পরিষদ, পৌরসভা এবং সাংসদ- সবই তৃণমূল। তৃণমূলের রাজত্বে থাকার অর্ধেক অভিজ্ঞতা হয়েছে এবং মোটামুটি বোঝা গেছে তৃণমূল প্রশাসন কি। এরপরেও অনেকে অনেক কিছু বলবেন। বেস্ট অফ লাক টু দেম।
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৪:২৯ | 202.79.203.59
  • এই পাতার একদম নিচের খবরটিতে পেয়ে যাবেন "একটি গোলমেলে প্রাণী"
    http://www.sangbadpratidin.in/westbengal.php

    পোতিদিনের টিমে তো চোন্দিল-অনিন্দ্য-জয়-রিতুপন্নো সহ একরাশ পকাবু আছেন - দেখা যাক তেনারা সুমনের প্রতি এই ভাষা প্রয়োগের পিতিবাদ করেন না নীরবে টুটুর প্রসাদ গ্রহণ করেন ......
  • dipu | ৩০ মার্চ ২০১০ ১৪:২৫ | 61.12.12.83
  • জল শোভন? সেই গুবলুগাবলু মতন দেখতে?
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ১৪:২২ | 204.138.240.254
  • শোভনদেব বোধহয় এখন আর কল্কে পান না।
  • rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৪:২১ | 202.79.203.59
  • শোভন চাটুজ্জে - হ্যাঁ দ চ প র সভাপতি , বেহালার কাউন্সিলর
  • Arijit | ৩০ মার্চ ২০১০ ১৪:২০ | 121.242.15.238
  • হুঁ। শোভনদেব তো আলাদা লোক।
  • Samik | ৩০ মার্চ ২০১০ ১৪:১৯ | 219.64.11.35
  • শোভন কি তরফদার? তিনি কি দচপ-র তৃণমূল সভাপতি?
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৪:১৫ | 202.79.203.59
  • ""গোলমেলে প্রানী"" বলেচে আজকের পেরথম পাতায়
  • a | ৩০ মার্চ ২০১০ ১৪:১৪ | 208.240.243.170
  • বেথে তাপ্পর?
  • Arijit | ৩০ মার্চ ২০১০ ১৪:১২ | 121.242.15.238
  • কিন্তু লোকে পোতিদিনকে খিস্তি মারলো কেনে? পোতিদিন কি কসু-কে গাল দিয়েছে?
  • de | ৩০ মার্চ ২০১০ ১৪:০৭ | 59.163.30.5
  • থ্যাংকু, শমীক! যাত্রার কমেϾট্রর জন্য! আরো কতো যে দেখতে হবে আগামী কয়েক বছরে!
  • Arijit | ৩০ মার্চ ২০১০ ১৪:০৪ | 121.242.15.238
  • এই শিশির কোন শিশির? কাঁথির শিশির অধিকারি?
  • Samik | ৩০ মার্চ ২০১০ ১৩:৫৭ | 219.64.11.35
  • শোভন শিশির, শেম, শেম
    সব দোষ সিপিয়েম

    রাইটার্সের গদিই aim
    সব দোষ সিপিয়েম

    ঃ-)
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৩:৫২ | 202.79.203.59
  • কসুমনের ছাতাপ্রেম
    সবদোষ সি পি এম

    "ভদ্র"জনের দখলপ্রেম
    সবদোষ সি পি এম

    শালা
    দুনিয়াটাই গটাপ গেম
    সবদোষ সি পি এম
  • Samik | ৩০ মার্চ ২০১০ ১৩:৫০ | 219.64.11.35
  • বাজি? হতেও পারে। সুমন আজ দু লাইনে সীতারাম ইয়েচুরির প্রশংসা করলেন। তবে ওটা কথার কথা বলেই মনে হল।
  • a | ৩০ মার্চ ২০১০ ১৩:৪৭ | 208.240.243.170
  • সিপিয়েমের গটাপ কি গটাপ নয়? কে বাজি ধরবেন?
  • Samik | ৩০ মার্চ ২০১০ ১৩:৪৪ | 219.64.11.35
  • দাবিদাওয়া মানে? রীতিমতো বাওয়ালি। এরা নাকি ভোটের আগে সুমনের সাথে যাদবপুরে কাজটাজ করেছিল। সুমনের চেলা, বা প্রাক্তন চেলা, হোয়াটেভার।

    একজন বোধ হয় গণশক্তি বা প্রতিদিনকে খিস্তি মেরে কিছু একটা বলেছিল, মাইকের পেছনে বলে শোনা যায় নি, সুমন বেশ রেগে উঠল, অ্যাই! খবর্দার। প্রেসকে নিয়ে একটাও বাজে কথা নয়। যা বলবার আমাকে বলো, প্রেসের নামে খারাপ কথা বলবে না।

    এইবারে একটা লোক এগিয়ে এল, এই যে দাদারা, ক্যামেরা বন্ধ করুন প্লিজ। আমরা দাদার সঙ্গে কথা বলব এখন। ক্যামেরা বন্ধ করুন।

    ক্যামেরা অবশ্য বন্ধ হল না। নাটক আরো জমে গেল।
  • Arijit | ৩০ মার্চ ২০১০ ১৩:৩৭ | 121.242.15.238
  • প্রেস কনফারেন্স চললে অন্য লোক এসে কি করে দাবীদাওয়া করে? মানে প্রেস কনফারেন্স বলতে যা দেখি সেটা হলে?
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৩:৩৬ | 202.79.203.59
  • হুল্লাট বাওয়াল তো ! এরপরে নিশ্চই পতন ও মুর্ছা মতান্তরে মুর্ছা ও পতন !!

    থ্যাংকু শমীক ঃ)
  • Samik | ৩০ মার্চ ২০১০ ১৩:৩৫ | 219.64.11.35
  • আরো কিছু মশলা আছে। খানিক বাদে লিখছি।
  • Samik | ৩০ মার্চ ২০১০ ১৩:৩২ | 219.64.11.35
  • এবার এইসব যখন হচ্ছে, তখন ক্যামেরার পেছনে লোক জড়ো হচ্ছিল। দেখা যাচ্ছিল না, কেবল গুঞ্জন কলরব চলছিল। "দাদা একটু চুপ করুন না', "বলতে দিন না' ইত্যাদি চলছিল। হঠাৎ দেখি একদল লোক, প্রায় দশ পনেরোজন হবে, এসে পুরো সুমনকে ঘিরে ধরল। -- দাদা আপনি যাবেন না, আপনার হাত ধরছি, আপনার পায়ে পড়ছি, আমরা মানছি তৃণমূলে অনেক খারাপ লোক আছে, কিন্তু আপনিও তো ছিলেন, আপনিই আমাদের জোর, আপনার মত মানুষ আছেন বলেই আমরা সব সহ্য করেও তৃণমূলে পড়ে আছি। এখন আপনি চলে গেলে তো আমরা মারা পড়ব। এতদিন সিপিয়েম মেরেছে, এইবারে তৃণমূলও মারবে। আপনি থাকুন। আপনাকে সাথে নিয়ে লড়ব। ভালো খারাপ সব মানুষ নিয়েই তো একটা দল হয়। আপনি কাজ করুন দাদা, আমরা আপনার হয়ে গলা ফাটাবো। আমরা আপনাকে ঘিরে রাখব।

    সুমনও তেরিয়া, সেদিন যখন শোভনদেব, শিশির, আমাকে দিনের পর দিন অপমান করে গেছেন, তখন আপনারা কোথায় ছিলেন? কিছু করতে পেরেছেন। এ আমার একার লড়াই, আমাকেই লড়তে হবে। সঙ্গী শুধু আমার বিবেক। আল্লার কসম, খোদার কসম, আমি আপনাদের ছেড়ে যাবো না। যদি আল্লা করেন, আমি আপনাদের জন্যেই কাজ করব, পরের নির্বাচনে আমি আপনাদের সঙ্গেই ক্যাম্পেনিং করব, আমি বাই হার্ট চাই সিপিয়েম যাক, সিপিয়েমবিরোধী অবস্থান থেকে আমি একচুলও সরছি না, কিন্তু দলদাস হতে আমার আপত্তি। নিজের বিবেক দলের কাছে বাঁধা রেখে আমি সিপিয়েমবিরোধীতা করতে পারব না। আমি আমার মতন করে প্রতিবাদ করব। আমি চিরদিনই একা ছিলাম, আজও একাই থাকব।

    এর পর আমি টিভি বন্ধ করে দিলাম।
  • . | ৩০ মার্চ ২০১০ ১৩:২২ | 125.18.104.1
  • শোভনদেব নয়, শোভন।
  • Samik | ৩০ মার্চ ২০১০ ১৩:২২ | 219.64.11.35
  • তৃণমূলের নেতাদের কাছে আজ আমি এতটাই অসহ্য হয়ে গেছি, তারা আমার প্রেজেন্সেই মাইকে করে আমার ম-মাসি উদ্ধার করছে, আমাকে নিজের কানে সেই ভাষা শুনতে হচ্ছে।

    আসলে, যারা রাজনীতি করেন, তারা আলাদা একটা প্রজাতি। অনেক অপমান সয়ে, নিজের বিবেক বিক্রি করে, অনেক দুর্নীতির মধ্যে গা ডুবিয়ে থাকলে তবে রাজনীতিক হওয়া যায়। এ ব্যাপারে তৃণমূল আর সিপিয়েমে আজ আর কোনও ভেদাভেদ নেই। আমি সেই প্রজাতির হতে পারলাম না। সরি। রাজনীতির ময়দানে আমি বিশাল রকমের মিসফিট। জনতার আদেশে জিতে এসে জনতার জন্য কাজ করতে চেয়েছিলাম। অপমানিত হলাম বার বার। আমার রাজনীতিতে আসাটাই একটা ভয়ঙ্কর ভুল হয়েছে।

    লালমোহন টুডুর দেহ অতোপসি না করে ঘন্টার পর ঘন্টা ফেলে রেখে পচতে দেওয়া হল, আর আমি তৃণমূল সাংসদ বলে তার কোনও প্রতিবাদ করতে পারব না? বলতে গেলেই আমি মাওবাদী? ছত্রধরের মুক্তির দাবিতে গান লিখেছি বলে আমি মাওবাদী? তা হলে তো এই মাওবাদীর আর তৃণমূলে থাকার কোনও যৌক্তিকতাই নেই।

    ক্রমশ
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৩:১৯ | 202.79.203.59
  • অ্যাল ঃ(

    এক বৃহৎ সংবাদপত্র গোষ্ঠি পুরভোটের আগে কসুমনকে দিয়ে দলের পিছনে কাঠি দেওয়াচ্ছে ঃ))
  • Samik | ৩০ মার্চ ২০১০ ১৩:১৮ | 219.64.11.35
  • যতটা যা শুনলাম, অল্প করে দিচ্ছি। মোদ্দা কথা,

    আমাকে দলের কেউ সিরিয়াসলি নেয় না। আমি কথা বেচে খাওয়া মানুষ, সেই আমাকে দলের প্রতিটা কথায় হ্যাঁ হুজুর, জো হুজুর করে যেতে হয়, নিজের কথা বলবার সুযোগ পাই না। না পার্লামেন্টে, না দলের ভেতরে। আমি একজন এমপি, আমার ফান্ডের টাকা আমি জনগণের জন্য কীভাবে খরচা করব, সেটা দল আমাকে পরামর্শ দিতে পারে, কিন্তু সেই ফান্ড দল ক®¾ট্রাল করতে পারে না। আমি জনতার আদেশে একটা এলাকার নির্বচিত প্রতিনিধি, সেখানকার লোকজন আমার কাছে যা চাইবেন, আমি সেই মতো সেখানকার কাজ করব, দল যা চাইবে, সেই মতো কাজ করতে পারবো না। অথচ সেইটাই হচ্ছে। আমি কিছু করতে গেলেই আমাকে আটকে দেওয়া হচ্ছে। শোভনদেব আমার ফান্ডের ক®¾ট্রাল ছিনিয়ে নিচ্ছে জোর করে। আমি জনতার আদেশে জিতে সংসদে গেছি, আমি জনদাস। আমি দলদাস নই। তৃণমূলের প্রথম সারির নেতাদের মধ্যে একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আমি জাস্ট সেই দলে আছি বলে সেটার প্রতিবাদ করতে পারব না? ত হলে দলের বাইরে বেরিয়েই প্রতিবাদটা করি। আমি দলের স্বার্থে নিজের বিবেককে বিকিয়ে দিতে পারব না। আমার কৈফিয়ৎ জনতার কাছে, দলের কাছে নয়।

    ক্রমশ
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৩:১৭ | 202.79.203.59
  • গতকাইলকে কইলকাতা টিভিতে তিনোমুলের এক সেজ নেতা কইল - " এক বৃহৎ সংবাদপত্র গোষ্ঠ
  • Arijit | ৩০ মার্চ ২০১০ ১৩:১০ | 121.242.15.238
  • কেউ কমেন্টারি দাও। আর শমীক একটা অ্যাবস্ট্র্যাক্ট দিয়ে ফ্যালো।
  • Samik | ৩০ মার্চ ২০১০ ১৩:০৮ | 219.64.11.35
  • ফাটাফাটি। জাস্ট ফাটাফাটি। জানি না কেউ এই মুহূর্তে বাড়িতে আছে কিনা। থাকলে ঝটপট স্টারানন্দ খুলে ফ্যালো। কবির সুমনের প্রেস কনফারেন্স হচ্ছে। আমি অর্ধেক দেখে আপিস চলে এলাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত