এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৬ এপ্রিল ২০১০ ১০:৪৬ | 121.242.15.238
  • লোডশেডিং বলে লোডশেডিং - দিনে আট ঘন্টা করে...
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১০:৪৫ | 216.52.215.232
  • আর কমরেড যে ক্ষী ক্ষন! অলআউটের কোন ফ্লেভার নেই।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১০:৪১ | 216.52.215.232
  • ভালো না মন্দ, জানেন নিত্যানন্দ। ঃ-)
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১০:৩৯ | 216.52.215.232
  • সেইটাই তো রহস্য। গ্রামের আপিসে মশা থাকে না। কেন কে জানে। এদিকে আপিসের বাইরে তো মশার কমতি নেই।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১০:৩৭ | 216.52.215.232
  • মশার জন্য বেস্ট সলুশন। জানলায় নেট লাগাও। ফিনফিনে নেট যা দিয়ে অপর্যাপ্ত হাওয়া ঢোকে এবং আলো (দিনের বেলার কথা যদি ভাবো)। কাছে না গেলে বোঝা যায় না। সস্তা ও পুষ্টিকর কেমিকাল বিহীন সমাধান।

    এইখানে সব বাড়ির জানলায় নেট লাগানো বেস্ট প্র্যাকটিসের পর্যায়ে পড়ে।
  • dipu | ০৬ এপ্রিল ২০১০ ১০:৩৭ | 61.12.12.83
  • আপিসে মশা! ক্ষি যে কও!
  • kc | ০৬ এপ্রিল ২০১০ ১০:৩৫ | 194.126.37.5
  • ভালো না মন্দ?
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১০:৩৫ | 216.52.215.232
  • কিন্তু তুই তো ডেলি প্যাসেঞ্জারি করে গ্রামে কাজাতে যাস। আর সেখানে ভরপুর মশা।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১০:৩৪ | 216.52.215.232
  • কলকাতায় কী নেই কইবেন?
  • dipu | ০৬ এপ্রিল ২০১০ ১০:৩২ | 61.12.12.83
  • গ্রামাঞ্চলের দিকে মশা আছে। শহুরে এলাকায়, যেমতি আমার বাড়ি, মশা নেই।
  • pi | ০৬ এপ্রিল ২০১০ ১০:৩১ | 72.83.210.50
  • পুরসভায় বিজেপি আছে ঃ)
  • kc | ০৬ এপ্রিল ২০১০ ১০:২৯ | 194.126.37.5
  • আহা লোডশেডিং তো আমাগো কইলকাতায়ও আছে। তা এবার তাহলে ন্যাড়াদার বাড়িতে রিখোটা চীজের সন্দেশ হলে তাতে অলআউটের ফ্লেবার থাগলেও থাগতি পারে। ঃ))
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১০:২৪ | 216.52.215.232
  • লোডশেডিংও আছে!
  • kc | ০৬ এপ্রিল ২০১০ ১০:২২ | 194.126.37.5
  • লুরুতে মশা আছে শুনে খুবই ভালো লেগেছে। যাক কিছুতো আছে, যেটা বেশ অসহ্য।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ১০:১৬ | 216.52.215.232
  • গুডনাইট অ্যাডভান্সডই হোক, বা বেসিক, দরজা জানলা খোলা রাখলে কিছুই কাজ করবে না।
  • a | ০৬ এপ্রিল ২০১০ ১০:০৮ | 208.240.243.170
  • পামিতাদি, ঐ অপ্পন্দা যা বল্লো, মারাথাল্লির মোড় থেকে বামদিকে, মানে হ্যালের দিকে যেতে কিছু দোকান আছে। দেখি আমি আজ পারলে দেখে আসব। তদ্দিন, মশার হিট ইউজ করতে পারো, বেশ ভালো।
  • pi | ০৬ এপ্রিল ২০১০ ০৯:৫৭ | 72.83.210.50
  • হুঁ, আমি তো ভাবছি বটেই। খুব ভাবছি। ভাবছি যে মশারী দিয়ে ডাইনিং এর মশার মুশকিল আসানটা ঠিক কী প্রকারে হবে ! ডাইনিং টেবিলে মশারী খাটাবে ?
  • Arpan | ০৬ এপ্রিল ২০১০ ০৯:৫১ | 122.252.231.12
  • বেলান্দুরে মশা হবে নাই বা কেন?
  • dipu | ০৬ এপ্রিল ২০১০ ০৯:৪৭ | 61.12.12.83
  • কিন্তু ওখানে মশা এলো কোত্থেকে!
  • Samik | ০৬ এপ্রিল ২০১০ ০৯:৪১ | 122.162.75.11
  • ভাবছে খুব!
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১০ ০৯:৩৪ | 97.80.158.90
  • মশার   ধূপ?
    পাইনি   শ্চুপ?
  • Samik | ০৬ এপ্রিল ২০১০ ০৯:২৮ | 122.162.75.11
  • পামিতাদি,

    গুডনাইট অ্যাডভান্সড। লিকুইড। ডার্ক লাল রংয়ের প্যাকেট হয়, সাথে সিলভার রংয়ের ডিজাইন। ঐটি কেনো এবং লাগাও। মশা একমাত্র ওতেই যায়। অলআউটে যায় না।
  • Du | ০৬ এপ্রিল ২০১০ ০২:৫৩ | 65.124.26.7
  • ও আচ্ছা? আমি ভেবেছিলাম এপ্রিলের শুরুতেই।
  • Nina | ০৬ এপ্রিল ২০১০ ০২:২০ | 66.240.33.34
  • দু, বড়ম 7th April যাচ্ছে বল্ল তো। কাঁদছে সময় আর কাটেনাআআআ-------
  • Du | ০৬ এপ্রিল ২০১০ ০১:৫৯ | 65.124.26.7
  • বড়ম কি চম্পাদেশে পৌছসি?
  • aka | ০৬ এপ্রিল ২০১০ ০০:৩০ | 168.26.215.13
  • আজকাল আর কেউ ভাটায় না। এদিকে ঘুমে ঢুলে পড়ে গেলাম।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১০ ২৩:৫৭ | 112.133.206.20
  • কেসি, আমাদের এই আইটিপিএল সাইডেও প্রচুর মালদা/মুর্শিদাবাদের লোকে ভর্তি। সেদিন দেখলাম একজন কালিঝুলি মেখে ভূত হয়ে চা খেতে এসেছে। সঙ্গের লোকটিকে কনফিডেন্টলি জিগ্যেস করল, "চা খায়গা?'।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১০ ২৩:৫৩ | 122.252.231.12
  • ডিডিদা, একটু মেল চেক করবেন প্লিজ।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১০ ২৩:৪৯ | 122.252.231.12
  • মারাথাল্লিতে পাঞ্জাব হ্যান্ডলুমের দোকানে পেয়ে যাবে। অথবা ওই অঞ্চলে যেকোন ছোটখাটো বিছানাপত্তরের দোকানে। আমরা সব ছোটবড় ডিপার্টমেন্টাল স্টোরে ব্ল্যাঙ্কেটের কভার খুঁজে খুঁজে হন্যে হয়ে গিয়েছিলাম। শেষে ঐখানে পেলাম।
  • pi | ০৫ এপ্রিল ২০১০ ২৩:৪৬ | 128.231.22.89
  • এব্যাপারে আমার মূল্যবান মতামত কি কেউ চাইছে ?
  • dd | ০৫ এপ্রিল ২০১০ ২৩:১৪ | 122.167.10.242
  • তো পার্মিতা।
    পোতিবেশীদের জিগাও।
    আমি গতো পনেরো বছর লুরুর নর্থ ইস্টেও ডেরা বেঁধেছি। বর্তমানেরটি আমার চতুর্থ বাড়ী, কিন্তু মশা পাই নি।

    তবে,তোমায় লিখতে গে' মনে পল্লো লুরুর আগে আমি ছ্যালাম কসবায়,তারাগে গাংগুলীবাগানে। তাই বোধয় লুরুকে এতো মশাশুন্য মনে হয়।

    আমার এনারাই স্বজনেরা কিন্তু বিচলিত বোধ করে। তাইলে মশার উপদ্রবটাও সাবজেক্টিভ। এট্টু অপেক্ষা করো, সয়ে যাবে।
  • kc | ০৫ এপ্রিল ২০১০ ২৩:০২ | 89.203.49.18
  • বানেরঘাটার কাছে যেখানে পুর্বা প্যানোরামা হাউসিং (এরকম ই নামটা বোধহয়)এর কনস্ট্রাকশনের কাজ চলছে, ঐ এলাকায় প্রচুর মুর্শিদাবাদ, মালদা, বনগাঁর শ্রমিক / ঠিকাদার আছেন। ওখানে খবর নিন, পেয়ে যাবেন।
  • Paramita | ০৫ এপ্রিল ২০১০ ২২:৫৫ | 202.3.120.9
  • সারাক্ষণ অল আউট চলছে সন্ধে থেকে রাতভোর। সারা বছরই কি এই চলবে? সারা জীবন? কেমিকালের কোনো বিকল্প নাই? তাছাড়া লিভিং ডাইনিং-এও প্রচুর মশা। ওখানে অল আউটও ফেল।
  • dd | ০৫ এপ্রিল ২০১০ ২২:৫০ | 122.167.10.242
  • পার্মিতা

    আমার বউ (যে কিনা সব ব্যাপারেই সব কিছু জানে) সে পজ্জন্তো থতমত খে' গ্যালো মশারীর কথা শুনে।

    আমি বলি কি আচ্ছা করে গুডনাইট জ্বালিয়ে রাখো। তোমাদের তো ঘর গুলো মস্তো বড়ো, তো খাটের একদম পাশে যে প্লাগ পয়েন আছে হোথায় লাগাও। তাতেই উবগার দেবে।

    আম্মো ব্যাংগালুরে কখনো মশারী দেখি নি।
  • Paramita | ০৫ এপ্রিল ২০১০ ২২:৪০ | 122.172.36.108
  • এই নিয়ে আগে এখানে কথা হয়েছে জানি। ফলাফল মনে নাই। লুরুতে কোথায় মশারি কিনতে পাওয়া যাবে? ভয়ংকর দরকার।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১০ ১৯:৪৩ | 204.138.240.254
  • আমার আরো আধাঘন্টা। আগের সোংবারের থেকে প্রায় একঘন্টা কমিয়েছি।
  • dipu | ০৫ এপ্রিল ২০১০ ১৯:৩৭ | 61.12.12.83
  • কখুন যে বাড়ি যাবো ঃ-(
  • dipu | ০৫ এপ্রিল ২০১০ ১৭:৩৮ | 61.12.12.83
  • আমার কাছেও এসেছিল। এবং শুধু এবারে নয়, লোকসভা ভোটের আগেও। বিজেপির আইটি ভিশন, ম্যানিফেস্টো, কর্পোরেশনে এলেই কীরকম চতুর্দিকে আনন্দধারা বহিবে ইত্যাদি।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১০ ১৭:৩২ | 216.52.215.232
  • আমাদের কাছে ফোনে প্রচুর এসেমেস এসেছিল। শুধু মহাদেবপুরা কেন্দ্রের প্রার্থীদের থেকেই। কোত্থেকে নাম্বার পায় কে জানে!
  • dipu | ০৫ এপ্রিল ২০১০ ১৭:২৩ | 61.12.12.83
  • বিজেপি কংরেসের চেয়ে বেশি চেঁচামেচি করেছিল। এমনকি আমাকে ভোটার ঠাউরে আমার দরজায়ও খটখটিয়েছিল।
  • Arijit | ০৫ এপ্রিল ২০১০ ১৬:৩২ | 121.242.15.238
  • ডোমেন তো পরের কথা। কোন ব্রাউজার ব্যাভার করবো সেটা যেমন আমার চয়েজ, কোন মেল ক্লায়েন্ট ব্যাভার করবো সেটাও আমার চয়েজ। তোমাকে সেই চয়েজের অপশন দিতে হবে - আইডিয়ালি তুমি বাধ্য সেটা দিতে। নইলে তুমি আবাপ...

    এই আর কি;-)
  • Arpan | ০৫ এপ্রিল ২০১০ ১৬:১২ | 204.138.240.254
  • এইগুলি আমার ডোমেন না। তাই নিরুত্তর রহিব। ঃ-)
  • Arijit | ০৫ এপ্রিল ২০১০ ১৫:৫৪ | 121.242.15.238
  • কমন উইন্ডোজ ডোমেন নাকি বেশি সিকিওরড, তাই এইসব হচ্ছে...এরকম উঙ্কÄল লোক ভিপি হলে ভবিষ্যৎ খুব উঙ্কÄল নয়।
  • Arijit | ০৫ এপ্রিল ২০১০ ১৫:৪৪ | 121.242.15.238
  • আরে না - কমন উইন্ডোজ ডোমেন (নিউ ইয়র্ক আর কলকাতা) করতে গিয়ে পুরো ঘেঁটে রেখেছে। ওয়েবমেল অ্যাকসেস করতে গেলেও নতুন route add করতে হচ্ছে নেটওয়ার্ক লেভেলে। আর শুধু কনফিগার? আগের মেলগুলো সব ব্যাক-আপ নিয়ে ফের ইমপোর্ট করা...
  • Arpan | ০৫ এপ্রিল ২০১০ ১৫:৩২ | 216.52.215.232
  • তবে মেল ক্লায়েন্ট কনফিগার করতে বড়জোর দশ-পনেরো মিনিট লাগা উচিত।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১০ ১৫:৩১ | 216.52.215.232
  • গোয়াল কিম্বা প্রসেস ক্রমে আসিতেছে। ঃ-)
  • Blank | ০৫ এপ্রিল ২০১০ ১৫:১৭ | 170.153.65.102
  • ঃ)
  • Arijit | ০৫ এপ্রিল ২০১০ ১৪:৫৯ | 61.95.144.122
  • গোটা আপিসের প্রত্যেকটা লোকের প্রায় এক বেলা চলে গেলো মেইল ক্লায়েন্ট কনফিগার করতে। ভিপি অপারেশন্‌সের উর্বর মস্তিষ্কে ব্রেনওয়েভ এসেছে সবাইকে এক্সচেঞ্জ সার্ভার (এবং আউটলুক)-এ নিয়ে যাওয়ার - তাই। একটা ডকুমেন্ট এসেছে যাতে আউটলুকে কি করতে হয় না হয় তার লিস্টি। বল্লুম যারা আউটলুক ব্যাভার করে না তারা কি করবে - সিস্টেমস গ্রুপ বল্ল "আমরা সবাইকে আউটলুক ব্যবহার করতে এনকারেজ করছি'!!! মাইক্রোসফট কোনো অপশন না দেওয়ার জন্যে যা যা কেস খেয়েছিলো, এখানে ঠিক সেগুলোই রেপ্লিকেট করছে। এই লোকগুলো কি করে ভিপি হয় কে জানে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত