এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ৩০ মার্চ ২০১০ ২০:৪১ | 219.64.11.35
  • ঃ-)
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ২০:৪০ | 122.252.231.12
  • ওই জন্য ক দেওয়া হয়নি। মানে স্যাম্পল সাইজটা এত ছোট নয়। ঃ)
  • aka | ৩০ মার্চ ২০১০ ২০:৩৯ | 168.26.215.13
  • আঃ ঐজন্যই তো খ দিলাম। ছোটখাটো ভূল সংশোধনযোগ্য। ঃ))
  • kc | ৩০ মার্চ ২০১০ ২০:৩৮ | 89.203.49.18
  • যাঃ। আমিই ছড়িয়েছি। পড়া না করার ফল। কিন্তু এরম দুটো কথার জন্য অক্ষদাকে 'ক' কিন্তু দেওয়া যায়না।
  • aka | ৩০ মার্চ ২০১০ ২০:৩৭ | 168.26.215.13
  • কেসি পড়া করতে গেছে। ঃ))
  • aka | ৩০ মার্চ ২০১০ ২০:৩৪ | 168.26.215.13
  • কেসি কি আমার খ টাও দেখতে পেল না?
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ২০:৩৪ | 122.252.231.12
  • ৩ঃ২৯-এ কমরেড মুকাজ্জি তাঁকে ক দিয়েছেন।

    আর "আবার' ছড়ানো মানে কী? মানে কী, অ্যাঁ!! আমি কি ছিপিএম না বেথে! ঃ-)
  • a x | ৩০ মার্চ ২০১০ ২০:৩২ | 143.111.108.132
  • কেসি কি অসমর্থিত তথ্যটা দেখতে পালেন না?
  • Binary | ৩০ মার্চ ২০১০ ২০:৩২ | 148.141.31.1
  • কোন টেক্সট বই ? মানে পড়া হয় নি ? অক্কুট-টা অবশ্য আজকাল পড়ি-ই না।
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ২০:৩১ | 112.133.206.20
  • কমরেড ঘোষ। ৩ঃ২২।
  • kc | ৩০ মার্চ ২০১০ ২০:২৯ | 89.203.49.18
  • কমরেড আবার ছড়ালেন, কে রেড স্যালুট দিল বলে আপনার মনে হল? য়্যাঁ? ঃ))
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ২০:২৯ | 112.133.206.20
  • আঃ। সকাল সকাল আবার পড়া না করে এসেছে!
  • Binary | ৩০ মার্চ ২০১০ ২০:২৮ | 148.141.31.1
  • রেড সেলুট ? কে দিলো ? কখন দিলো ? সবাই তো খিল্লি-ই কচ্চে প্রথন থেকে, তিনোমুল-ছিপিএম-মাওবাদী সক্কলে ....
  • aka | ৩০ মার্চ ২০১০ ২০:২৭ | 168.26.215.13
  • আচ্ছা আচ্ছা খ - এগ্রি, ক - স্ট্রংলি এগ্রি ইত্যাদি। ছোট্ট এদিক ওদিক নিয়ে মাথা ঘামালে হবে?
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ২০:২৫ | 112.133.206.20
  • আর আপনারা কাল অব্দি লোকটার এত পেছনে লেগে এখন তাকে রেড স্যালুট দিচ্ছেন তাতে একটুও আনন্দ নেব না নাকি? ঃ-)
  • kc | ৩০ মার্চ ২০১০ ২০:২৪ | 89.203.49.18
  • আজব তো! অক্ষদা 'ক' পায় কী করে? এখানে তো কেউ অক্কুটের মতন উল্টো পাল্টা কথা বলেনি। তিনোমুল খিস্তি খেলে কি একটু আনন্দও নেবনা নাকি? ঃ))
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ২০:১৭ | 122.252.231.12
  • বাজারে একটা হাওয়া উঠেছিল সুমন এবার সুসি জয়েন করতে পারেন।

    আর অক্ষদাকে ক। ঃ)
  • Manish | ৩০ মার্চ ২০১০ ২০:১৪ | 117.241.228.122
  • please আমায় সুমন বলবেন না কারণ আমি কবীর সুমন।
  • a x | ৩০ মার্চ ২০১০ ২০:১২ | 143.111.108.132
  • সিপিএমের গোষ্ঠিবদ্ধ মানসিকতার কিন্তু তারিফ করতে হয়!
    ওর্কুট খুলে যা দেখি, গুচ খুলেও তাই দেখি, সুমনের নামে একই "অসমর্থিত তথ্য" দিয়ে দুনিয়া কাঁপিয়ে যাচ্ছেন!
  • Manish | ৩০ মার্চ ২০১০ ২০:১০ | 117.241.228.122
  • কাল তারানন্দে কসু যখন live ইন্টারভিউ দিচ্ছিলো তখন কথার ফাকেঁ ফাকেঁ রাম পেদাচ্ছিলো (তরলের রং দেখে তাই মনে হোলো)।
  • Binary | ৩০ মার্চ ২০১০ ১৯:৫২ | 148.141.31.1
  • কোন সালে মনে নেই, তবে ফোন করে মাঝরাতে বিপ্লব চাটুজ্জে -কে খিস্তি করার দায়ে পুলিশ সুমন-কে লাল বাজারে তুলে নিয়ে গিয়ে কিঞ্চিৎ কড়কে দিয়েছিলো। সেই সময়-ও সুমন আজকালে লিখছিলো, মনে হয়, 'হয়ে ওঠা গান'। কিন্তু সেই ঘটনার পরেই অশোক দাগু, 'অসভ্যতার সীমা আছে' বা ঐরম কি একটা শিরোনামে, সুমন-কে খিস্তি করেছিলো।

    যতদুর মনে হয় ৯৪-এ বালির রবীন্দ্রভবনে সুমনের পোগ্গাম শুনতে গেছিলাম, তো সেটা স্থানীয় সিপিএম-এর স্পনসর্ড ছিলো। সেই সেখানেই সুমন, সিপিএম-কে লক্ষ্য করে, 'আপোষেই চলছে সবার পাকস্থলী' গেয়েছিলো। তার্পর পোগ্গাম শেষে নাকি ডিওয়াইএফাই -এর ছেলেদের সঙ্গে ব্যাপক বাওয়াল হয়।
  • Samik | ৩০ মার্চ ২০১০ ১৯:৫০ | 219.64.11.35
  • সুমন আজ বলল, তারা টিভিতে ওর চাগ্রি ছিল। গতবছর ওকে তারা টিভি থেকে বের করে দেওয়া হয়েছে।
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৯:২৭ | 202.79.203.59
  • অসমর্থিত ভিতরের খবর হল প্রায় মাঝরাতে মারিয়া থানায় এফ আই আর করতে যান, সুমন চেষ্টা করেন সিপিয়েমের ওপরমহলে প্রভাব খাটিয়ে পুলিশকে এফ আই আর রেকর্ড না করাতে।
    ২০০৬এ প্রয়াত এক নেতা বলেন এসব কিছু করতে অস্বীকার করেন , এফ আই আর নথিবদ্ধ হয়

    ব্যাস ..... সবশেষ
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ১৯:২৬ | 204.138.240.254
  • সুমনকে তার পরেও আজকালে কলাম লিখতে দেখেছি। নন্দীগ্রামের ঘটনার আগে পর্যন্ত।
  • Samik | ৩০ মার্চ ২০১০ ১৯:২০ | 219.64.11.35
  • সুমনের উত্থান প্রথম আজকালের হাত ধরে। তোমাকে চাই-এর সময়। বসে আঁকো-র সময়। সিপিয়েম এসেফাইয়ের খুব কাছের লোক ছিল। এ দেশ তোমার আমার ক্যাসেটেও গান গেয়েছিল।

    ফল অ্যাপার্ট হয় যখন মারিয়া সুমনের এগেইনস্টে এফাইআর লেখায়। তখন থেকে সিপিয়েম নিজে থেকেই দূরত্ব বাড়ায়। তার আগে পর্যন্ত, ঐ কলাভবন (নাকি কলামন্দির?)-এর অসভ্যতার সময়েও সুমন কলাম টলাম লিখত আজকালে। যদিও অনিয়মিত।
  • Arijit | ৩০ মার্চ ২০১০ ১৯:০০ | 121.242.15.238
  • সাপোর্টার ছিলো কিনা বলা মুশকিল, তবে দু পক্ষই একে অপরের থেকে সুবিধা নিয়েছে। কসু এসএফআই-এর "এ দেশ তোমার আমার' ক্যাসেটে গান গেয়েছিলো, তার আগে সিপিএমের বিভিন্ন প্রোগ্রামেও। তবে আমরা যখন কলেজে পড়ি - থার্ড ফোর্থ ইয়ার - মানে ৯৪-৯৫, তখন দেখেছি বেশ অ্যান্টি-সিপিএম - সিপিএমের ঘনিষ্ঠ কোনো গোষ্ঠী প্রোগ্রামে ডাকলে যেত না। মোটামুটি কানোরিয়া থেকেই সম্ভবতঃ চেঞ্জটা এসেছিলো।
  • Sibu | ৩০ মার্চ ২০১০ ১৮:৪৯ | 71.102.122.58
  • এইটে জেনুইন পোশ্নো, একেবারেই রেটোরিক না। আচ্ছা, কসু একসময় সিপিএম সাপোর্টার ছিল না? নাকি ভুল জানতাম! আর যদি ঠিক জেনে থাকি, দেন, হাউ অ্যান্ড হোয়েন দে ফেল অ্যাপার্ট?
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৮:৪২ | 202.79.203.59
  • রিডিফের ঐ অর্টিকলের নিচে এই কমেন্টটা দেখে একচোট ঃ-)))
    System and corruption
    by RAVISHANKAR SHARMA on Mar 30, 2010 06:25 PM | Hide replies

    HE should join Baba Ramdev' s mission of cleanising the rot.Rashtra Bhavna , Hyderabad
  • Sibu | ৩০ মার্চ ২০১০ ১৮:৩১ | 71.102.122.58
  • হুম্‌ম্‌ম্‌ম্‌, এইটে তো আগে দেখিনি - He, however, claimed that Mahato had consulted party chief Mamata Banerjee during the tribal movement. "I didn't want the Communist Party of India-Marxist to take advantage of this." However, the Trinamool chief in the past had denied links with Mahato.
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ১৮:২৯ | 204.138.240.254
  • লুরুতে একপশলা বিষ্টি হল। বাড়ি যাই।
  • Samik | ৩০ মার্চ ২০১০ ১৮:১৯ | 219.64.11.35
  • হ্যাঁ, লাস্ট প্যারাটা লিখতে ভুলে গেছিলাম। মানে এন্ডিটিভির রিপোর্টের লাস্‌ প্যারাটা।

    প্রশ্ন ছিল, জানেনই যদি রাজনীতি এমন জায়গা, তা হলে তৃণমূলের টিকিটে লড়লেন কেন? আগে জানতেন না তৃণমূল কেমন দল?

    তার উত্তরে ঐ লাস্ট প্যারা। "মাননীয়া মমতাদেবী এমনভাবে এসে আমাকে ইনসিস্ট করতে লাগলেন, এমনভাবে বারবার বলতে লাগলেন যে প্লিজ সুমন, ডোন্ট সে নো, আমার আর "না' বলার জায়গাটাই রইল না, না বললে সেটা অনেক অভদ্রতা হয়ে যেত। আমি নিজে অ্যান্টি সিপিয়েম, ভাবলাম, ওদেরও তো রাজনৈতিক অ্যাজেন্ডা একই, একসাথে কাজ করতে পারলে হয় তো লোকের আরও ভালো করা যাবে, সিপিয়েমকে আরও সহজে তাড়ানো যাবে। আমাকে বিশেষ কোনও এফর্ট দিতে হয় নি, তাতেই সুজনবাবুকে আমি আটান্নহাজার ভোটে হারাতে পেরেছি। আপনারা যান তো, জিজ্ঞেস করে দেখুন দলের প্রথম সারির নেতাদের, ভোটের আগে ক্যাম্পেনিংয়ে কোন লোকটা আমার কনস্টিটিউয়েন্সিতে এসে আমার হয়ে প্রচার করে গেছেন? একমাত্র মমতাদেবী ছাড়া আর কেউ আসেন নি। আমি তো দলে নবাগত, রাজনীতিতে নবাগত, আমি তো চেয়েছিলাম সবাই আসুন, আমার যাদবপুরে এসে তৃণমূলের কথা বলুন। ... মমতা ছাড়া কেউ আসেন নি। কেউ চানই নি যে আমি আসি, আমি জিতি। তারপরেও আমি জিতেছি। কোনও কারচুপি করে নয়, জনতার ভালোবাসায় আমি জিতেছি।

    ইত্যাদি, প্রভৃতি।
  • aka | ৩০ মার্চ ২০১০ ১৭:৫৫ | 168.26.215.13
  • জমে ক্ষীর, পাগলা লুটেপুটে খা, এই বাজার।
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৭:৩২ | 202.79.203.59
  • তা ঠিক ঃ-) , মাননীয় বলে একবার যদি শুরু করে না ......... পাগলা জমে ক্ষীর

    কিন্তু সমস্যা হল গিয়ে শুদু নিদ্দল হয়ে জিতবে না সবাই জানে - সিপিয়েমের সমর্থন চাই-ই চাই , সেক্ষেত্রে কসুমনের সমস্যা তো আছেই

    আর সিপিয়েমেরও বড় সমস্যা আছে গতবছর মে মাসে বিলোনো বৌ পেটানো- তিনটে বিয়ে -চারটে গার্লফ্রেন্ডের লিফলেট !
  • Sibu | ৩০ মার্চ ২০১০ ১৭:১৯ | 71.102.122.58
  • ধুত্তোর, আধো জনম হাম নিদে গোঙায়নু। কসুর প্রেস কনফারেন্স লাইভ কমেন্টারী শোনা হল না।

    এখন কসু নির্দল হয়ে জিতে এলে পোচ্চুর খোরাক পাওয়া যাবে। লোকসভায় কোটা করে সবাইকে গালাগালি দেবে। সাত জার্মান জগাই একা ...
  • sudarsana | ৩০ মার্চ ২০১০ ১৭:১১ | 124.125.236.157
  • আচ্ছাইন্টারনেট থেকে ফ্রী তত ফোন করা যায়।অএই কথাটা কি ঠিক?সবাই কি এ ব্যাপারে কিছু জানেন?
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ১৭:০৯ | 216.52.215.232
  • ও। বুঝে গেছি। ধন্যযোগ। ঃ)

    ম্যাপ দেখে মনে হল কেষ্টোপুর খাল বাগজোলা খালের সাথে কানেক্টেড। এই বাগজোলা খালই কি বিদ্যাধরী ক্যানাল?
  • kc | ৩০ মার্চ ২০১০ ১৬:১৯ | 194.126.37.5
  • ম্যাপ খুঁজছ? তো 'র'বাউকে জিগাও না কেনে? ওনার তো একখান আস্ত স্যাটেলাইটও আছে।
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ১৬:১৭ | 204.138.240.254
  • এটা দেখেছি। ম্যাপ খুঁজছিলাম একটা।
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৬:০১ | 202.79.203.59
  • হ্যাঁ ভাঙর রাজারহাটের দক্ষিন-পূর্ব দিকেই , কিন্তু এবারের ডিলিমিটেশনে যাদবপুর লোকসভার অন্তর্গত হয়েছে
  • kc | ৩০ মার্চ ২০১০ ১৫:৫০ | 194.126.37.5
  • আমারও তাই মনে হয়। ছড়িয়েছি মনে হয়।
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ১৫:৪৮ | 204.138.240.254
  • হয়ত মন্দার বোসসুলভ পোশ্ন হয়ে গেল। ভাঙ্গর রাজারহাটের দিকে আসে না?
  • kc | ৩০ মার্চ ২০১০ ১৫:৪২ | 194.126.37.5
  • সোনারপুর বারুইপুরে তিনোমুলের নিজেদের মধ্যেই খিচ লেগেছে, আর ভাঙ্গরে একচেটিয়া ব্যাপারটা একটু কমেছে, আরাবুল ইসলাম (নামটা ঠিক তো?) নিউট্রালাইজ্‌ড হওয়াতে।
  • Arpan | ৩০ মার্চ ২০১০ ১৫:৪১ | 204.138.240.254
  • বুঝলাম। আমি ভাবলাম তুমি আবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার কথা বলছ। ঃ)
  • Rajdeep | ৩০ মার্চ ২০১০ ১৫:৪০ | 202.79.203.59
  • পুততুন্ডবাবু অলরেডি কান্তিদার গণকনভেনশন টাইপের মিটিঙে রেগুলার হাজিরা দিচ্ছেন ঃ-) এদিকে আবার সদ্যসমাপ্ত পার্টি মিটিঙে তিনো-কং জোটে থাকার প্রস্তাবনা করা হয়েছে ;-)

    সত্যি কে কি করচে বোঝা দুস্কর !
  • kc | ৩০ মার্চ ২০১০ ১৫:৩৩ | 194.126.37.5
  • সফিবাবু ফিরে এলেই যথেষ্ট। আর সেটা মনে হচ্ছে হতে চলেছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত