এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২২ মার্চ ২০১০ ১৫:১০ | 170.153.65.102
  • আরে সব সরকারী কর্মচারী রা করে। পুরো পঞ্চবার্ষিকি প্ল্যান।
  • quark | ২২ মার্চ ২০১০ ১৫:০৯ | 202.141.148.99
  • ঐ ৫১১০ টা কিন্তু ঝক্কাস ছিলো, যাই বলো।
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১৫:০৯ | 204.138.240.254
  • ফোনাস। বাড়িতে নেট ডাউন না থাকলে কেটে দেবো।
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১৫:০৬ | 121.242.15.238
  • যখনকার কথা বলছি তখন নোকিয়ার ৫১১০ দিয়ে আম পাড়া যেত;-)
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১৫:০৫ | 121.242.15.238
  • তিন মাস আগে কোন পাগলে প্ল্যান করে? আর লোকে ওই টেন্টেটিভ টিকিট কেটে রেখে আরো ঝামেলা বাড়ায়।
  • Blank | ২২ মার্চ ২০১০ ১৫:০৫ | 170.153.65.102
  • অজ্জিত দা কোন সময়ের কথা বলছে ?
  • Blank | ২২ মার্চ ২০১০ ১৫:০৪ | 170.153.65.102
  • যাউগ্গা এবার থেকে বেড়াতে গেলে অপ্পন দাকে ফোনাবো ঃ)
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১৫:০৪ | 121.242.15.238
  • তৎকাল কাটার জন্যে প্রথম দিন (তখন মনে হয় ওই দুই দিন ছিলো) ভোর সাড়ে চারটের সময় সরোজিনী নগরে বুকিং কাউন্টারের সিঁড়ির ওপর বসেছি - আটটায় গেট খোলার সময় লাইনে তিন নম্বর। তৎকালের দুটো কাউন্টার - কাউন্টারের লাইনে দুই নম্বর। টিকিট শেষ। বার তিন চার হয়েছে এরকম।
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১৫:০১ | 204.138.240.254
  • কেন বলব? আমি কি স্থিকাবু? ঃ)
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১৪:৫৯ | 121.242.15.238
  • তৎকাল বলে না, আমার এই তিনমাস আগে টিকিট কাটাও ভুলভাল লাগে - মানে পুরো টিকেটিং সিস্টেমটাই বাজে। যবে থেকে ট্রেনের টিকিট কাটতে শুরু করেছি তবে থেকেই।
  • Blank | ২২ মার্চ ২০১০ ১৪:৫৮ | 170.153.65.102
  • এজেন্টের ফী ২০০
    তারপরে ফাইন ১৫০

    এরপরে ফোন নিয়ে পরে থাকা, অন্য ঝামেলা তো আছেই। তারপরেও অপ্পন দা বলবে না জিনিসটা হেব্বি চাপের হয়েছে ঃ)
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১৪:৫৬ | 204.138.240.254
  • এরা দুই স্থিকাবু ভুলেই গেছিলাম। ;-)
  • Blank | ২২ মার্চ ২০১০ ১৪:৫৬ | 170.153.65.102
  • আরে সেটা যথেষ্ট অসুবিধের ব্যপার হলো নাকি। অন্যের ওপর সব সময় ডিপেন্ড করা। সকাল বেলা কোনো বন্ধুকে ফোন করে বসে আছি টিকিট কেটে দেওয়ার জন্য।
    আর এজেন্ট তো extra পয়সা নেবে।
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১৪:৫৫ | 204.138.240.254
  • আর হার্ডকপি না থাকলে ১৫০ না ২০০ টাকা ফাইন নেয়। ফেয়ার এনাফ। যে টিকিট কাটছে সে তার মোবাইলে যে এসেমেসটা আসে সেটা ফরওয়ার্ড করে দিলেই হল। তাতে পিএনআর নম্বর লেখা থাকে। সেটা বললেই হয়।
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১৪:৫৫ | 121.242.15.238
  • এজেন্ট কেটে ইমেল করবে? ধরো তোমার মেল চেকানোর উপায় নাই।

    এখানে বড্ড বেশি আগে থেকে বেড়ানোর তোড়জোড় শুরু করতে হয় - বাজে ঝামেলা।
  • Blank | ২২ মার্চ ২০১০ ১৪:৫৪ | 170.153.65.102
  • এই রেল দিদির পাল্লায় পরে আমার হঠাৎ ঘোরা ঘুরি গুলো পুরো ঘুগনি হয়ে যাচ্ছে
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১৪:৫৩ | 204.138.240.254
  • কেন হবে না! এজেন্টকে/বন্ধুকে দিয়ে কাটাও না।
  • Blank | ২২ মার্চ ২০১০ ১৪:৫৩ | 170.153.65.102
  • বেড়াতে গিয়ে ঠিক সকাল ৮ টায় সাইবার কাফে খুঁজে টিকিট কাটা টা একটা প্রায় অসম্ভব ব্যপার। তারপর যদি সেটা পাহাড়, জঙ্গলের মতন জায়গায় বেড়াতে যাও।
    তা ছারা দুদিনের কেসে টিকিট না পেলে তখন কি করবো সেই প্ল্যানটা করাও মুশকিল। ততক্ষনে বাসের টিকিট ও সব উড়ে গেছে।
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১৪:৫১ | 121.242.15.238
  • ধরো তুমি বেস্পতিবার ঠিক করলে শুক্কুরবারে বেরিয়ে রোববার ফিরবে - যাওয়ারটা তৎকালে হবে, ফেরারটা হবে না।
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১৪:৪৯ | 204.138.240.254
  • কীসের সমস্যা? এটা তো বরম ভালো হয়েছে। আরো শর্ট নোটিসে ট্র্যাভেল করা যায়।
  • Blank | ২২ মার্চ ২০১০ ১৪:৪১ | 170.153.65.102
  • ওটাই দিদির প্রথম পরিবর্তন, ৫ থেকে ২ করে দেওয়া। সমস্যা হয় ফেরার টিকিট তৎকালে কাটতে গেলে
  • a | ২২ মার্চ ২০১০ ১৪:২৫ | 208.240.243.170
  • হুম। মাঝে ৫ দিন ছিল তাহলে।
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১৪:১৭ | 121.242.15.238
  • আমার ইনবাক্সোর চে এইসব ইউজারগ্রুপগুলোতে বেশি মেল।
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১৪:১৪ | 216.52.215.232
  • @অয়নঃ তৎকাল কোটার টিকিট এখন দুইদিন আগে কাটা যায়।
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১৪:১৩ | 216.52.215.232
  • আমার ডিলিট না করে ২০%। বুইঝ্যা দ্যাখো।
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১৪:১২ | 121.242.15.238
  • আর ইয়ে - এই ৩৫% নানারকম মেইলিং লিস্ট (হাডুপ, হাইভ, এক্সটার্ম ইত্যাদি হাবিজাবি) নিয়ে
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১৪:০৫ | 121.242.15.238
  • আমি ডিলিট করি না, তাও ওই হার্ডলি ৩৫%

    ইনফারেন্স - অজ্জিত চূড়ান্ত আনসোশ্যাল ;-)
  • Samik | ২২ মার্চ ২০১০ ১৩:৪৩ | 219.64.11.35
  • আমার জিমেলবাক্সোও অরিজিতের সমসাময়িক। অদ্যাবধি ইনবক্সে ১০০টির বেশি মেল আর সবশুদ্ধ ১২%-এর ওপরে উঠতে পারি নি। ইপিস্তা কিন্তু চলমান আর্কাইভ। যে কোনও পুরনো মেলের রেফারেন্স, আমর কাছে নেই, কবে কোন জন্মে ডিলিট মেরে দিয়েছি, ট্র্যাশ থেকেও সে উড়ে গেছে, কিন্তু ইপিস্তা ঠিক সেই রেফারেন্স মেল অ্যাটাচমেন্ট সমেত খুঁজে আমাকে আবার ফরোয়ার্ড করে দিতে পারে। যে কোনও মেল, যাতে আমি আর ইপিস্তা দুজনেই ছিলাম, বা কেবল ইপিস্তা ছিল।

    এর্থেকেই বোঝা যেতে পারে ইপিস্তা কীভাবে মেল ডিলিট করে। ঃ-)
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১২:৫০ | 216.52.215.232
  • ঃ-)
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১২:৪৩ | 121.242.15.238
  • অ্যাটাচমেন্ট লিখে সার্চ করতে হবে কেন? "হ্যাজ অ্যাটাচমেন্ট' চেকবাক্সোটা চেক করে সার্চ করো!
  • pi | ২২ মার্চ ২০১০ ১২:১৯ | 72.83.210.50
  • 'অ্যাটাচমেন্ট' লিখে তো সার্চ করি। কিন্তু তাতেও কোটি কোটি মেইল হাজির হয়। আউটলুক টা ট্রাই করবো।
    আমার মনে হচ্ছে, খান কত খুব বড়সড় ফাইল ঘাপটি মেরে আছে !
    প্রথমদিকে বেশ আস্তে আস্তে বাড়তো, দুটো অ্যাকাউন্টের বেলাতেই দেখেছি। ৩০ % ভর্তি হতেই কত সময় নিয়েছে।
    তারপর শেষের দিকে একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ঃ(

    আর, ট্র্যাশ খালি করেই করেই তো সারভাইভ করছি এখন ঃ(
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১২:১০ | 216.52.215.232
  • জাস্ট একটি সম্ভাবনা।

    তুমি ট্র্যাশ ফোল্ডার লিচ্চয় খালি কর্ছ??
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১১:৫৩ | 216.52.215.232
  • ওরম সাইজ লিমিট ফিল্টার করে সার্চ করার অপশন তো নেই। অরিজিত যেমনভাবে বলল সেইভাবে কর।

    অথবা আউটলুক ইউজ কর।
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১১:৪৫ | 121.242.15.238
  • একদম নীচে সার্চ অপশনস ব্যাভার করো - "হ্যাজ অ্যাটাচমেন্ট' চেক করে সমস্ত অ্যাটাচমেন্টওয়ালা মেলের লিস্ট পাবে।
  • pi | ২২ মার্চ ২০১০ ১১:৪২ | 72.83.210.50
  • অর্পন , কীকরে ওগুলো কে সার্চ করে ?

    আমি তো ধরে ধরে পেজমেকার , mp3, tiff , ppt এগুলো সার্চ মেড়ে ওড়াই। সাধারণত এগুলো ই বড় হয়। কিন্তু ওড়ানোর মত এই সকল ফাইলকে উড়িয়েও আমার দুটো অ্যাকাউণ্ট ৯৯% এর চেয়ে বেশি ঃ(
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১০:৫৩ | 216.52.215.232
  • থ্যাংকু, শমীক। পেয়ে গেছি। ঃ)
  • Samik | ২২ মার্চ ২০১০ ১০:৪১ | 122.162.75.248
  • অর্পণ, পিডিএফ বানানো না হলে আমাকে পাঠিয়ে দাও।
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১০:১৪ | 216.52.215.232
  • ঠিক আছে। যে কনভার্সেশনগুলি ১০ এমবির বড় সেইগুলো আলাদা করে সার্চ করার ব্যবস্থা তো করা যায়।
  • Tim | ২২ মার্চ ২০১০ ১০:১১ | 67.88.206.99
  • হ্যাঁ আমারো। ঃ)

    কখন যে ঘুমোবো কে জানে! ঃ(
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১০:০৯ | 121.242.15.238
  • মাইরি - আমার সেই ২০০৫ থেকে জিমেল চলছে - এখনো ৩৫% পেরোতে পারলুম না...
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১০:০৬ | 216.52.215.232
  • অতএব, ইপিস্তার জন্য একটিই ওয়ার্ক-অ্যারাউন্ড আছে। জিমেলের মেলবাক্স আউটলুকে খোলো (যা সাইজ প্রায় পুরো দিন লেগে যেতে পারে)। সাইজ অনুযায়ী সর্ট কর। তারপর ঢিঁসক্যাও, ঢিঁসক্যাও, ঢিঁসক্যাও ...
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১০:০৪ | 121.242.15.238
  • কারণ জিমেল শুধু একটাই ভিউ অপশন রেখেছে - কনভার্সেশন অনুযায়ী। সাইজ বা ডেট দিয়ে সর্ট করলে এটা ঘেঁটে যাবে।
  • SS | ২২ মার্চ ২০১০ ১০:০২ | 128.248.169.67
  • ৭ জিবি'র জিমেলেও কোটা ফুরিয়ে যাচ্ছে??
  • Arpan | ২২ মার্চ ২০১০ ১০:০২ | 216.52.215.232
  • অ্যাপারেন্টলি জিমেলে এই ফিচারটি নেই। কেন নেই ভগা জানে। খুবই বেসিক রিকোয়্যারমেন্ট।
  • Arijit | ২২ মার্চ ২০১০ ০৯:৫৯ | 121.242.15.238
  • কোন কথা এবং কেন চোখ গোল হয়?
  • pi | ২২ মার্চ ২০১০ ০৯:৫৩ | 72.83.210.50
  • ঈপ্সিতা, ঈপ্সিতা, ঈপ্সিতা ......আর কতবার লিখতে হবে ? ঃ(

    ঠিক নামটা তো প্রায় ভুলেই গেছি, কেউ যাও বা লেখে, তাও ভুল বানামে... ঃ(

    তবে, আমারো হেল্প চাই। আগেরটাতে রোজ কোটা এক্সিড করেছে, মেল পাঠাতে পারবে না এই হুমকির চোটে এই টা খুলেছিলুম। গতকাল থেকে এই আইডি টাও র ও এই হাল ঃ(
    কেউ পিলিজ বাতাও জিমেইলে কি'করে সাইজ অনুযায়ী মেইল সর্টিং করে !
  • Arpan | ২২ মার্চ ২০১০ ০৯:৪৮ | 216.52.215.232
  • এইটা কি খুলিগুহার সামনে বেতাল, বেতাল,... বেতাল ওইরকম ভাবে বলতে হবে?
  • aka | ২২ মার্চ ২০১০ ০৯:৪৬ | 24.42.203.194
  • দুটোই সমানভাবে অ্যাক্টিভ। ইপ্সিতা নবম আশ্চর্যের প্রথম। বাকিরা ইপ্সিতা, ইপ্সিতা, ...... ইপ্সিতা (নয় অবধি)
  • Arpan | ২২ মার্চ ২০১০ ০৯:৪০ | 216.52.215.232
  • জান্তাম। পাইদিদিই বনের মোষ তাড়াবার জন্য প্রথম হাত তুলবে। ঃ-)

    কিন্তু ক্ষী ক্ষেলো। ইপিস্তার দেখি দুইখানে জিমেল আইডি। কোনখান ইউজ করুম? ডট পিবি?
  • pi | ২২ মার্চ ২০১০ ০৯:৩৩ | 72.83.210.50
  • পাঠায়ে দাও।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত