এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ১৯ মার্চ ২০১০ ২৩:০৮ | 122.167.253.224
  • তাহলে কী দাঁড়াল? আমি সফটওয়্যারে কাজ করি না করিনা? তবে যেখানেই করি না কেন, আইটিওলা শুনলে গা চিড়বিড় করে।
  • sayan | ১৯ মার্চ ২০১০ ২৩:০৩ | 59.164.224.40
  • আকাদা, ঃ-))
  • aka | ১৯ মার্চ ২০১০ ২৩:০২ | 168.26.215.13
  • সেদিন হটমেলের পাসোয়ার্ড চেঞ্জ করলাম। আজ যথারীতি ভুলে গিয়েছি। তো, পাসোয়ার্ড ভুলে যাওয়ার লিংকে ক্লিক করে যা যা চাইল দিলাম, বললে তোমার পাসোয়ার্ড কিভাবে রিট্রিভ করতে হবে সেই ইনস্ট্রাকশন তোমার হটমেলে পাঠিয়ে দিয়েছি, দেখে নাও। ল্লে। ঃ(
  • lcm | ১৯ মার্চ ২০১০ ২৩:০১ | 128.48.7.66
  • সে কি! বাইনারি-র ওপর এরকম শোষন, অত্যাচার হলে তো কম্পু বন্ধ হয়ে যাবে। ডেসিম্যাল, হেক্সাডেসিম্যাল, অক্‌ট্যাল - এদের দিয়ে সব কাজ হয় নাকি ঃ)
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ২৩:০১ | 112.133.206.20
  • তাও ভাল। "উবর থেকে লিচে যায়' পড়ে অন্য কিছু মনে হয়েছিল!
  • Binary | ১৯ মার্চ ২০১০ ২২:৫৭ | 148.141.31.16
  • শোষন-টা অনেট্টা ভালবাসার মতম। উবর থেকে লিচে যায়। এই যেমন আমি আজকাল ভয়ঙ্কর শোষিত হচ্চি, পিংপং বলের মত এদি ঠেঙে ওদিক যাচ্চি, হোটেল আর উড়োজাহাজ ঘরবাড়ি হয়ে গেছে। তাবলে কি আমি ঠেমে আচি ? আমি-ও গোটা পনের বেচারা কে ভয়ঙ্কর শোষণ কচ্চি। অকারনে রাত জাগাচ্চি, সারা উইঅকেন্ড খাটাচ্চি।
  • aka | ১৯ মার্চ ২০১০ ২২:৩৪ | 168.26.215.13
  • এসবি, রাগেন না, এট্টু পা টেনেছি। আপনেও টানতে পারেন, ফাউল না করলেই হল। আপাতত মশলা খায়েন। আজ শুক্কুরবার, রাগ করতে নেই। দিনের শেষে আফনেও বিপ্লব আনবেন না আমিও কোম্পানি খুলুম না। হয়ত বাইপাসেই দেখা হবে কোনদিন, প্রাণ খুলে শোষণের গপ্প করব। সবার ওপরে শোষণ সত্য তাহার ওপরে নাই। ঃ)
  • sayan | ১৯ মার্চ ২০১০ ২২:২৭ | 59.164.224.40
  • ওহো, তৎকাল কী-ওয়ার্ডটা মিস করে গেছিলাম।। প্লিজ ইগনোর।
  • sayan | ১৯ মার্চ ২০১০ ২২:২০ | 59.164.224.40
  • ট্রেনের অ্যাডভান্স বুকিং ৯০ দিন আগে থেকে শুরু শুরু হয় এখন।
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ২২:১৭ | 122.252.231.12
  • রেলের তৎকাল টিকিট এখন কতদিন আগে দেয়? ধরা যাক, ২৬ তারিখে জার্নি। তো, কবে উইন্ডো খুলবে?
  • Nam nei | ১৯ মার্চ ২০১০ ২১:১২ | 59.93.247.97
  • আহা-হা, লামা ভায়া এ তো একেবারে বাউল গানের বান ডাকায়ে দিলে গো !!!
  • Lama | ১৯ মার্চ ২০১০ ২১:১১ | 203.99.212.53
  • হ্যাপি সপ্তাহান্ত ঃ)
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ২১:০৬ | 204.138.240.254
  • ঃ-)))

    আমার কংকল শেষ। হ্যাপি সপ্তাহান্ত।

    লামা কি এখনো আপিসে? আহা, ও বাড়ি যাক।
  • Lama | ১৯ মার্চ ২০১০ ২১:০৩ | 203.99.212.53
  • পাগল মন তুই সফো বলিস কারে
    ওরে তারাই সফো
    সফো তারাই যারা বাঁশকে বলে কেন তুমি ঝাড়ে
    সফো তারাই যারা বাঁশকে ডেকে নেয়গো নিজের ...ড়ে

    ভোলা ম অ অ অ অন
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ২০:৫৫ | 204.138.240.254
  • * বলল
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ২০:৫৪ | 204.138.240.254
  • কিন্তু বোঝে! যেমন শমীক বুঝল। মানে ও ঘুরিয়ে বল ন্যাড়াদা সফো নয়। ;-)
  • Samik | ১৯ মার্চ ২০১০ ২০:৫০ | 219.64.11.35
  • ন্যাড়াদা, এগুলো সফোদের জিনিস নয়। সফোরা এগুলো মনেপ্রাণে অপছন্দ করে। ঃ-)
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ২০:৪৭ | 216.52.215.232
  • কোর কম্পিটেন্সি! ঃ P
  • nyara | ১৯ মার্চ ২০১০ ২০:২০ | 122.167.253.224
  • এরা কী বলছে রে!? কিচ্ছু বোঝা যায় না। আমার কীরকম ধারণা ছিল আমিও সফটওয়্যারে কাজ করি! ভোলা ম অ অ অ অ অ ন
  • aka | ১৯ মার্চ ২০১০ ১৯:৩২ | 168.26.215.13
  • এরমধ্যে অবসীন প্রফিটটা বাদ গেছে। দুই নম্বর কাটা গেল। ঃ))

    নাহি কোন স্ট্যান্ডার্ড, নাহি কোন কোড ডিজাইন
    অবসীন প্রফিটের তরে সেই নিয়ে খালি কিচাইন

    ভোলা ম অ অ অ অ অ অ অ অ অ অ অ ও ও ও ও ভোলা ম অ অ অ অ ন
  • Lama | ১৯ মার্চ ২০১০ ১৯:২৬ | 203.99.212.53
  • গম্ভীর আলোচনা। গান পায়। গাই?

    দু মুঠো ভাতের টানে সেক্টর ফাইভ আসি।
    আজকের টেকনোলজি কাল হবে বাসী।।
    পঁচিশ ডলার অফশোর রেট সারারাত কোড লিখিয়া।
    বাউল গান কেউ শোনে না, ডিস্কো গানের এই দুনিয়া।।

    ভোলা ম অ অ অ অ অ অ অ অ অন...... ও ও ও ও ভোলা ম অ অ অ অন
  • aka | ১৯ মার্চ ২০১০ ১৯:১৫ | 168.26.215.13
  • অজ্জিত, প্রোডাক্ট ডিজাইন এইভাবে করলে ব্যথা বাড়বেই। সে হাজার ক্লায়েনকে বেচতে হবে, অনেক সিস্টেমের সাথে কমপ্যাটিবল হতে হবে। কিন্তু এক ক্লায়েন, এক সিস্টেমে, মিশন ননক্রিটিকাল সফটওয়ারে এ অব্যর্থ দাওয়াই। দিনের পর দিন সাকসেসফুল প্রোজেক্ট ইমপ্লিমেন্টশনের ফেদার্স টুপিতে নিয়ে ঘুরে বেড়াও।
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ১৯:০৩ | 216.52.215.232
  • নারে। আমি একদমই প্রেপ করিনি। নিজের ইনবিল্ট অ্যাপটিটিউড আর এত বছরের মর্মপীড় এক্ষপেরিয়েন্সের উপর বড় বেশি নির্ভর করে আছি। ঃ-)

    (প্রেপ না করার কারণ সময়ের অভাব)
  • sayan | ১৯ মার্চ ২০১০ ১৯:০১ | 125.22.97.34
  • অ্যাক্রস দা অর্গ! হতভাগাদের ... যাগ্গে ঃ-X

    অপ্পন্দা, এই মাসের শেষ হতে আর ক'দিন! হুলিয়ে প্রেপ নিয়েছো লিচ্চয়? আর এই সদ্য অডিটের দগদগে মর্মপীড়, উৎরোবেই, উইথ ফ্লাইং কালার্স ঃ-)
  • Arijit | ১৯ মার্চ ২০১০ ১৮:৫৮ | 121.242.15.238
  • আজ্জোর ওই স্ট্র্যাটেজি এখানেও ফলো করেছে এদ্দিন। কিন্তু ওভাবে আর চলছে না। এবং এদ্দিন ওই কনসেপ্ট ফলো করে বাঁশটা বেশ বড় আর শক্ত হয়ে গেছে যে রাতারাতি অন্য আর্কিটেকচারে যাওয়াও কঠিন।
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ১৮:৫৭ | 216.52.215.232
  • ব্ল্যাক করে ফেলেছিস শালা! আমাকে এই মাসের শেষে গ্রিন উতরোতে হবে।
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ১৮:৫৬ | 216.52.215.232
  • যাঃ বাবা! আমি তো লিখলাম দুপুরে যে এইটা প্রসেস কমপ্লায়েন্সের অডিট। ল্যাদোশদা জিগ্যেস করছিল।

    সফটওয়্যার কোয়ালিটি মিট করার চান্স প্রসেস ফলো করলে বেটার হবার কথা। (কমরেড চান্স কথাটা লক্ষ করুন)

    এইবার সার্ভিস ডেলিভারি মডেলে এইটার ওপর জোর দেওয়া হবেই। প্রোডাক্ট ডেভেলপমেন্ট কোম্পানিতে কী হবে তা ঠিক করবেন তার সিএক্ষওরা। সেইটা আমি কী বলব? আমি কি ওদের মত পয়সা পাই! ঃ-)
  • aka | ১৯ মার্চ ২০১০ ১৮:৫৫ | 168.26.215.13
  • অজ্জিত হ্যাঁ তাই বলা উচিত মনে হয়। তবে গোলাপকে তুমি যে নামেই ডাকো ইত্যাদি ইত্যাদি।
  • sayan | ১৯ মার্চ ২০১০ ১৮:৫৫ | 125.22.97.34
  • গ্রীন থেকে ব্ল্যাক। এম্বিবি পর্যন্ত যাওয়ার ধক নেই ঃ-(
    কিন্তু তুমি কি পিএমপি না পিএমবক - কোনটা করলে?
  • aka | ১৯ মার্চ ২০১০ ১৮:৫৩ | 168.26.215.13
  • গ্রিন বেল্ট আর ব্ল্যাক বেল্টে খুব ডিফারেন্স নাই। টেকনিক সব একই। একটা হল উইদিন দা সেম ডিপ, অন্যটা অ্যাক্রস দা অর্গ। একটা পার্টটাইম জব অন্যটা ফুলটাইম।

    স্টোয়িক বাঁচার তাগিদ। ঃ)
  • Arijit | ১৯ মার্চ ২০১০ ১৮:৫৩ | 121.242.15.238
  • ফাইন। তাইলে এটাকে সফটওয়্যার কোয়ালিটি বলা উচিত না প্রসেস-কমপ্লায়েন্স বলা উচিত?

    সফটওয়্যার কোয়ালিটি হল তোমার সফটওয়্যার তার টার্গেট রীচ করছে কিনা, বা বাগ আছে কিনা, বা পারফরম্যান্স কেমন।

    আর অডিটে দেখে তুমি প্রসেস ফলো করছো কিনা। তাইলে অডিট সফটওয়্যার কোয়ালিটি নয়।
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ১৮:৫০ | 216.52.215.232
  • সান্দা কি গ্রিন বেল্ট? নাকি আরো এগিয়েছিস?
  • stoic | ১৯ মার্চ ২০১০ ১৮:৫০ | 160.103.2.224
  • আজ্জোর দেওয়া স্ট্র্যাটেজির লিস্টে এক নম্বর পয়েন্টের শেষ পার্ট টা আমার বেশ ফিশি লাগল। ;-))
  • sayan | ১৯ মার্চ ২০১০ ১৮:৪৯ | 125.22.97.34
  • হুঁ সেই ভালো, নর্ম্যালাইজেশান আর ব্যান্ড ডিস্ট্রিবিউশানের আগে এইসব একদম ভালো কথা নয়। অ্যাপ্রেইজালের ভুত মাথা থেকে নামলে হয়! ঃ-(((
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ১৮:৪৭ | 216.52.215.232
  • অরিজিতকে -

    থাকে তো! তুমি মেজারমেন্ট ক্রাইটেরিয়া কী ডিফাইন করবে সেইটা তো তোমার প্রোজেক্টের অবজেক্টিভ এবং স্টেকহোল্ডার এক্সপেক্টেশন দিয়ে ঠিক হবে। ডিফাইন করার পরে তোমাকে স্ট্র্যাটেজি ডকুমেন্ট করতে হবে কীভাবে তুমি সেইটা মিট করার প্ল্যান করছ। প্রসেসের লোকজন এসে এভিডেন্স দেখবে যে তুমি যা প্র্যাকটিস করবে বলে লিখেছ আর যেইটা করছ সেইটার মধ্যে কোন গ্যাপ আছে কিনা। ব্যস, তাদের কাজ ওইটুকুই। এইটাকে ওভারহেড বলতে পারো, আমি আপত্তি করব না। কিন্তু তাদের কাজ কখনোই কোড বোঝা নয়।
  • aka | ১৯ মার্চ ২০১০ ১৮:৪৭ | 168.26.215.13
  • গুরু বাংলা সার্ভাইভাল স্ট্র্যাটেজী বলি।

    ১। ক্লায়েনের ডিবিএর সাথে হেব্বি ভাব জমাও। মাল খাওয়াও, বিড়ি খাওয়াও, মাংস খাওয়াও আর যা যা করা দরকার কর।

    ২। আর্কিটেকচারে যতটা পারা যায় কোড ব্যাকেণ্ডে রাখ। ঐ থ্রি টায়ার আর্কিটেকচার অমুক তমুক কা মারো গোলি। ফ্রন্ট এন্ড হল শুধু ডিসপ্লে আর ভ্যালিডেশন। আর বিজনেস লেয়ার হল ডামি। ঃ))

    ৩। টেস্ট এনভায়রনমেন্টকে প্রোডাকশন কর, টেস্টের জন্য অন্য এনভায়রানমেন্ট রেডি কর।

    ৪। প্রোডাকশনে গেলে যে যে কোয়ারি বম্ব করছে সেগুলো ওভারনাইট রিরাইট কর। ডিবিএর সাথে ভাবটা এখানেই কাজে লাগবে।

    একেই বলে n-টায়ার আর্কিটেকচার। আজ অবধি ফেলিওর নেই। ঃ))

    এবারে আমাকে আর্কিটেকচার, এফিশিয়েন্সি অমুক তমুক নিয়ে জ্ঞান দিলে খুব বাধ্য ছাত্রর মতন শুনব কিন্তু পরের প্রোজেক্টেও ঐ n-টায়ার আর্কিটেকচারই ফলো করব। ঃ))
  • Arijit | ১৯ মার্চ ২০১০ ১৮:৪৭ | 121.242.15.238
  • হ্যাঁ - সান্দা কি সব বল্ল - গাল দিলো কিনা বুঝলুম না। আমি এবার যাই...
  • Sibu | ১৯ মার্চ ২০১০ ১৮:৪৫ | 216.239.45.130
  • ক্লায়েন্ট চড়াতে গেলে এইসব দাঁতভাঙা টার্ম মনে রাখতে হয়!!
  • stoic | ১৯ মার্চ ২০১০ ১৮:৪৪ | 160.103.2.224
  • আর্সা বার্সা ফাটাফাটি ম্যাচ হবে। পুরো এক কেস বীয়ার নিয়ে বসতে হবে। ঃ-))
  • Arijit | ১৯ মার্চ ২০১০ ১৮:৪৪ | 121.242.15.238
  • আমাদের হপ্তায় দুই তিন খান করে ডকুমেন্ট আসছে - হেডারে সিএমএম ইনিশিয়েটিভের ওপর ফিল্টার বানিয়ে রেখেছি, একটা ফোল্ডারে জমা হয়, খুলেও দেখিনিঃ-)
  • sayan | ১৯ মার্চ ২০১০ ১৮:৪৩ | 125.22.97.34
  • একটা ডিম্যাক সিক্স-সিগমা নামিয়ে ফ্যালো, ডিপিএমও মেজার করে খপাখপ বাগ ধরে নাও। তার আগে যদি ভ্যালিডেট লেভেলে কোড-রিভিউ চেকলিস্ট রিলিজিয়াসলি ফলো করানো যায় তো পোয়া বারো। কিন্তু তাও মনে হয় মহাভারত অশুদ্ধই রয়ে যাবে।
  • stoic | ১৯ মার্চ ২০১০ ১৮:৪৩ | 160.103.2.224
  • নাঃ, সেমাইফাইনাল ড্র অলরেডি ডিসাইডেড বেসড অন কোয়ার্টার-ফাইনাল।

    Inter Milan/CSKA Moscow v Arsenal/Barcelona
    Bayern Munich/Manchester United v Lyon/Bordeaux
  • Arijit | ১৯ মার্চ ২০১০ ১৮:৪০ | 121.242.15.238
  • কিন্তু আর্সা আর বার্সা - অপ্পনের তো চাপ হয়ে গেলো!
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ১৮:৪০ | 216.52.215.232
  • উঁহু। গ্রেডের ব্যপারটা উড়িয়ে দিলে হবে না। তুমি যা প্রমিস করছ সেইটা যদি ডেলিভার না কর তাহলে তোমার প্রোডাক্ট ল্যাকস কোয়ালিটি। পারফরমেন্স ক্রাইটেরিয়া যদি ডিফাইন্ড হয় স্কোপ ডেফিনিশনে তাহলে পারফর্মেন্সের ইস্যু হল কোয়ালিটি ইস্যু। আর যদি না থাকে তাহলে সেইটা গ্রেডের ইস্যু।
  • Arijit | ১৯ মার্চ ২০১০ ১৮:৪০ | 121.242.15.238
  • শুধু ফাইনালটাই লটারি করে ঠিক হয় না;-)
  • Arijit | ১৯ মার্চ ২০১০ ১৮:৩৯ | 121.242.15.238
  • ধরা যাক কোডের বেস্ট প্র্যাকটিস, গাইডলাইনস - অর্গ গাইডলাইন এবং পিএম প্র্যাকটিসে এগুনো থাকে কি? থাকলে কোন লেভেলে থাকে? মানে একদম অ্যালগো-র এফিসিয়েন্সী লেভেলে থাকে কি? কি কি ক্রাইটেরিয়া ব্যাভার হয়? লোকে কতটা ফলো করে?

    এগুলো সিরিয়াস কোশ্চেন কিন্তু। খিল্লি করছি না।
  • aka | ১৯ মার্চ ২০১০ ১৮:৩৭ | 168.26.215.13
  • এবং কোয়ালিটির এই পুরো ব্যপারটাই কিন্তু প্রোডাক্ট কোম্পানি আর সার্ভিস ইন্ডাস্ট্রীর ক্ষেত্রে আলাদা। প্রোডাক্ট কোম্পানি পুশ করে কিন্তু সার্ভিস ক্লায়েন পুল করে। সার্ভিসে টাইমটা বিরাট ব্যপার। কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ালিটি অনেক বেশি ম্যাটার করে। সার্ভিসে তাই প্রসেসের ওপর জোর দেওয়া হয় যাতে কোডে ডিফেক্ট বেশি না থাকে। অনেক সময়েই পারফরম্যান্স মাপার সময় বা উপযুক্ত রিসোর্স থাকে না। তবে প্রোডাকশনে গিয়ে স্লো পারফর্ম করলে রাতজেগে কোয়ারি ঠিক করতে হয়। এই নিয়েই বেঁচে থাকা। এইসব কথা বলতে গেলে মহাভারত কম পড়বে। ওদিকে স্টোয়িক বোর হয়ে যাচ্ছে। ঃ)
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ১৮:৩৬ | 216.52.215.232
  • সেমাইফাইনাল লাইনআপও কি লটারি দিয়ে ঠিক হয়?
  • stoic | ১৯ মার্চ ২০১০ ১৮:৩৪ | 160.103.2.224
  • আই হ্যাভ আ ব্যাড ফিলিং যে এ বছর ইন্টার ফাইনালে যাবে। ঃ-(
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ১৮:৩৩ | 216.52.215.232
  • কে মেজার করবে? কার করার কথা? কীভাবে মেজার করবে?

    এগুলি তোমার পিএমপ্ল্যানে থাকার কথা। যেইটা তৈরি করবে অর্গ গাইডলাইন এবং ইন্ডাস্ট্রি প্র্যাকটিস মেনে।

    তো, মুশকিলটা কোথায়?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত