এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৫ মার্চ ২০১০ ১৪:৫৯ | 121.242.15.238
  • ও পেয়ে গেছি। অ্যাপাচেরটা তো।
  • Arijit | ১৫ মার্চ ২০১০ ১৪:৫৮ | 121.242.15.238
  • লিংক দাও। আমি হাডুপ/হাইভ নিয়ে কিছুদূর কাজ কচ্ছিলুম - এগুলো দেখিনি। ক্যাসান্ড্রা নামটা শোনা লাগছে।
  • intellidiot | ১৫ মার্চ ২০১০ ১৪:৫৭ | 117.194.66.90
  • ঃ-) টিপিকাল দিল্লীর উচ্চারন, আহা কদ্দিন শুনিনি...
  • intellidiot | ১৫ মার্চ ২০১০ ১৪:৫৪ | 117.194.66.90
  • অরিজিতদা, তুমিও নো-সিকুয়েলে ইন্টারেস্টেড ছিলে না? ক্যাসান্ড্রা আর রেডিস রিসেন্টলি ট্রাই করলাম। রেডিস দারুন লেগেছে। মেমক্যসড অথবা টোকিও ক্যাবিনেট মোটামুটি বিদায়। তবে ক্যাসন্ড্রা থেকে এইচবেসকে এগিয়ে রাখবো, কম সেটাপ কস্টের জন্য। তুমি যদি দেখার সুযোগ পাও তাহলে কেমন লাগলো জানিও।
  • Samik | ১৫ মার্চ ২০১০ ১৪:৫০ | 219.64.11.35
  • কাল একটা জন্মদিনের পাটিতে খেতে গেছিলাম। তা মেয়ের বাপ অভ্যাগতদের মনোরঞ্জনের জন্য একটি লোকাল ব্যান্ডপার্টি নিয়ে এসেছিলেন। তারা একে একে কী-সব ভয়ঙ্কর গান টান গাইল, যেমন ঃ

    কাϾট্র রৌড্‌স, ট্যাক মি হৌম, টু দা প্ল্যাস আয় বিলং ব্যাস্ট ভাজ্জিনিয়া

    নো নিউ ইয়ার্স ড্যায় টু স্যালিব্র্যাট

    নাথিংস গন্না চ্যাঞ্জ মায় লাভ ফর য়ু

    ইত্যাদি, ইত্যাদি।
  • Arijit | ১৫ মার্চ ২০১০ ১৪:৪৪ | 121.242.15.238
  • আমারোঘুম্পাচ্ছে
  • intellidiot | ১৫ মার্চ ২০১০ ১৪:৩৮ | 117.194.66.90
  • পুরো বেইমান মওসম... কদ্দিন পরে একটা ভাতঘুম দেবো... আহা ঃ-)
  • intellidiot | ১৫ মার্চ ২০১০ ১৪:৩৭ | 117.194.66.90
  • আজ কলকাতার দক্ষিণে বৃষ্টি হবে বলে মনে হচ্চে ঃ-)
  • rabaahuta | ১৫ মার্চ ২০১০ ১৪:৩১ | 203.99.212.53
  • ইয়ে... মানে ইসে
    মানে আবার কে ডুবলো?
  • Nam nei | ১৫ মার্চ ২০১০ ১৪:০১ | 125.20.3.146
  • বেফালতু রসাতলে ডুবে গেছে আজ
    সারাদিন ভেবে রাখা যত ছিল কাজ
    মাথা খালি ভোঁ ভোঁ করে
    রোদজ্বলা দুই প্রহরে
    কতো খই ভাজবি ব্যাটা এবার তুই ভাজ
  • kd | ১৫ মার্চ ২০১০ ১৩:৫০ | 59.93.194.201
  • আমি একটা হেব্বি আইডিয়া পেলুম মিনিটখানেক আগে। এই যে আজকাল কাউকে ফোন করলে কিছুক্ষণ গান শোনাবেই - তার রিঅ্যাকশন। সঙ্গে হেঁড়ে গলায় প্রান খুলে গাওয়ার চেষ্টা করা।

    এক্ষুনি একজনকে(S) ফোন করলুম। গান শুরু হ'লো - আমার পছন্দের গান, Country roadsS গাড়ী চালাচ্ছিলো, তাই R ফোন ধরলো, আর ধরেই বলে (তখন আমি খুব দরদের সঙ্গে 'west virginiaaaaa' তে), ""এ কে রে বাবা, হেঁড়ে গলায় চেঁচাচ্ছে!''

    সত্যি কথা বলার জন্যে ও'কে ক্ষমা করে দিলুম।

    পুঃ ভুতো'ও খুব অবাক চোখে কান দু'টো খাড়া করে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে ছিলো - শেষ হ'তে একটা ঘেউ, সেটা ধমক না প্রশংসা, ওই জানে।
  • M | ১৫ মার্চ ২০১০ ১৩:৪১ | 59.93.164.218
  • কি মনখারাপিয়া শুনশান চাদ্দিক।

    আমি সব্বাইকে এট্টুস হিংসিয়ে যাই, আমি হয়তো আড়াইমাসের জন্য বরের কাছে বেউ বেউ কত্তে যাবো।

    হ্যা ঃ এদ্দিন সবাই যাচ্ছিলো আর আমি শুনছিলাম।
  • rabaahuta | ১৫ মার্চ ২০১০ ১৩:৪১ | 203.99.212.53
  • সুপক্ক ধান খেতে দিতে হবে মই
    ভীষন ব্যাস্ত প্রাতে অবসর কই
    অলস লেখনী ত্যাজি
    নিশিদিন বসে ভাজি
    অকলুষ অফুরান ধামাভরা খই
  • Nam nei | ১৫ মার্চ ২০১০ ১৩:১৯ | 125.20.3.146
  • লিমেরিক লিমেরিক নামে সেই টই
    দুদিন ধরে হাওয়া হয়ে গেল কই?
    চুপচাপ দেখি সবাই
    কারো মুখে রা নাই
    কেউ তো কিছু করে না হইচই
  • intellidiot | ১৫ মার্চ ২০১০ ১২:০৫ | 117.194.68.52
  • ডীপুর কি বুড্ডি ;-)
  • dipu | ১৫ মার্চ ২০১০ ১১:৪৪ | 61.12.12.83
  • এটা অন্য কোনো পাই। লার্ন মোর অ্যাবাউট পাইটা পড়ে মনে হল।
  • saikat | ১৫ মার্চ ২০১০ ১১:৪০ | 202.54.74.119
  • বুঝি না বাবা , লোকের কাগজ আর টিভি-র কাছ থেকে এত চাহিদা কেন? পড়ার আর দেখার জন্য তো আরও কত কী আছে।
  • intellidiot | ১৫ মার্চ ২০১০ ১১:৩৯ | 117.194.68.52
  • হুমম... বাঃ... জব্বর ঃ-)
  • intellidiot | ১৫ মার্চ ২০১০ ১১:৩৫ | 117.194.68.52
  • পাইদিকে কনগ্র্যা কেন? আচ্ছা কারনটা পরে জানবো, আমিও কনগ্র্যা জানালাম ঃ-)
  • Blank | ১৫ মার্চ ২০১০ ১১:৩২ | 170.153.65.102
  • দমাদ্দম টা কি বস্তু? রোব্বর করে তো কার্টুন নেটওয়ার্কে ভালো ভালো প্রোগ্রাম হয়। কার্টুন থিয়েটার গুলো তো ব্যপক হয়
  • Blank | ১৫ মার্চ ২০১০ ১১:৩১ | 170.153.65.102
  • পাই দিকে কনগ্র্যা ঃ)
  • intellidiot | ১৫ মার্চ ২০১০ ১১:২১ | 117.194.68.52
  • এই তো, অরিজিতদার জন্যই টাটা মার্কেটে আনছে ফোটন টিভি ঃ-)
  • kc | ১৫ মার্চ ২০১০ ১০:৩৬ | 194.126.37.5
  • অজ্জিত কি নেক্সট নীরদ সি চৌধুরী? ;-)
  • Arpan | ১৫ মার্চ ২০১০ ১০:১৫ | 204.138.240.254
  • এই কার্টুন নেটওয়ার্কে দমাদ্দমটা সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে।
  • Arpan | ১৫ মার্চ ২০১০ ১০:১৪ | 204.138.240.254
  • কেন আরেকটা টিভি কেনো। ঃ-)
  • Arijit | ১৫ মার্চ ২০১০ ১০:১৩ | 121.242.15.238
  • কিন্তু লোকে বাঁচে কি করে? আমি ছুটির দিন আইপিএল চাই না, ঘ্যানঘ্যানে নিউজ চ্যানেল চাই না, কার্টুন নেটওয়ার্কে দমাদ্দম চাই না, স্টার*-এ বোরিং সিরিয়াল চাই না - কোথাও একটু ভালো সিনেমা আর ফুটবল চাই...মোবাইলে ওয়্যারলেস টিভি সার্ভিস চাই।
  • Arpan | ১৫ মার্চ ২০১০ ১০:১০ | 204.138.240.254
  • হনুর কথার প্রতিধ্বনি করিঃ তাও তো নিউজ চ্যানেলের কথা বল নাই।
  • Arijit | ১৫ মার্চ ২০১০ ১০:০৪ | 121.242.15.238
  • গত তিনদিন ধরে বাংলা কাগজে আইপিএল ছাড়া আর কিস্যু নাই - শারুখ খান কি রঙের জোব্বা পরেছিলো, ক্যাট্রিনার চোখটা কতটা কটা ইত্যাদি। অসইহ্য। টিভি খোলো তো নিউজ চ্যানেল জুড়ে আইপিএল। ব্রিটিশ ট্যাবলয়েডগুলোও এত হ্যাংলা নয়।
  • SS | ১৫ মার্চ ২০১০ ০০:০৫ | 131.193.196.148
  • উঃ, পুরো দশে দশ আর সঙ্গে দুটো নকুলদানা।
  • aka | ১৪ মার্চ ২০১০ ২৩:৪৬ | 24.42.203.194
  • তাই কও। দেখিস নকুলদানা তুই খাস নে যেন।

    এইটা এসএসের জন্য রইল।

  • Abhyu | ১৪ মার্চ ২০১০ ২৩:২৮ | 97.80.157.9
  • না আমি হিন্দি গান বেশি শুনি না। ওটা আমার এক বান্ধবী বলল ঃ)
  • SS | ১৪ মার্চ ২০১০ ২৩:২৭ | 131.193.196.148
  • এটা বলতে পারলে আমিও দুটো ভার্চুয়াল নকুলদানা দেব...
    দস্তক এর 'তুমহে ক্যায়সে ম্যাঁয় বতাউঁ' গানটা কোত্থেকে টোকা?
    খুব সহজ প্রশ্নকিন্তু।
  • M | ১৪ মার্চ ২০১০ ২১:১৬ | 59.93.218.252
  • মিঠু,
    এই বসন্তে জ্বর বাধালে?আছো ক্যামন?
  • aka | ১৪ মার্চ ২০১০ ১৯:১৪ | 24.42.203.194
  • অভ্যুরে দুটো নকুলদানা। কিন্তু কি আশ্চর্য্য অভ্যু হিন্দি গানও শোনে!!!
  • byaang | ১৪ মার্চ ২০১০ ১৫:৫১ | 122.172.63.137
  • শমীক, আমাকে পাবলিশারের নাম বলতে পারো? বাকি সব ডিটেলও?
  • Samik | ১৪ মার্চ ২০১০ ১৫:১৩ | 122.162.75.37
  • ব্যাঙ, বই পাওয়া যাচ্ছে ইংরেজিতে শিশু ভোলানাথের। কিন্তু অনলাইন আমিও ঐ আংশিক মাকে আমার পড়ে না মনে ছাড়া আর কিছু পেলাম না।
  • byaang | ১৪ মার্চ ২০১০ ১১:৫৮ | 122.172.63.137
  • হ্যাঁ, ইংরাজিতে।
  • a x | ১৪ মার্চ ২০১০ ১১:৫৭ | 99.165.171.34
  • ইংরেজিতেই চাই?
  • byaang | ১৪ মার্চ ২০১০ ১১:৪৩ | 122.172.63.137
  • শিশু, শিশু ভোলানাথের কবিতাগুলোর ইংরাজি অনুবাদ কি নেটে পাবো? আমি সার্চ করলাম, কিন্তু বিশেষ সুবিধা করতে পারলাম না। মাকে আমার পড়ে না মনে পেলাম, কিন্তু পুরোটা নেই। কেউ কোনো লিংক দিতে পারবেন?
  • dipu | ১৪ মার্চ ২০১০ ১১:১০ | 59.164.99.60
  • ....in addition to English she knew Bengali, Sanskrit, Urdu, Hindi, French, Piano and Violin.
  • Abhyu | ১৪ মার্চ ২০১০ ১১:০৮ | 97.80.157.9
  • নকুল দানা?

  • Abhyu | ১৪ মার্চ ২০১০ ১০:৫৯ | 97.80.157.9
  • Exceptionally modern for the times, after siring 3 sons he sired only daughters thereafter ...


    জানতে হলে পড়ুন http://en.wikipedia.org/wiki/Hemendranath_Tagore
  • aka | ১৪ মার্চ ২০১০ ১০:২৭ | 24.42.203.194


  • এই গানটা চেনা লাগলে দুটো নকুল দানা পাবা।
  • h | ১৪ মার্চ ২০১০ ০৮:০১ | 121.242.108.34
  • বাংলা মিডিয়া বলতে যা আজকাল বুঝি, সেটার মূল বাণিজ্যিক সাফল্যের কারণ, সৌন্দরিয় কি রাজ, হল গিয়ে এই pettiness। মিডিয়া, মানুষের 'নিজের' কথা বলে যেটা চালাচ্ছে, সেটার মধ্যে চিন্তাভাবনার বিন্দুমাত্র অবকাশ নাই, এবং সেটাকেই অদ্যাবধি অশ্রুত স্বর হিসেবে চালানো হচ্ছে। রাজনৈতিক ভাবে, একদিক থেকে দেখলে, মমতার ভাষা বা এক্সপ্রেসনের মূল চিহ্নতাৎপর্য টা এটাই। রাজনীতি বলতে যে সময়ে মূলতঃ কতগুলো স্কিম বোঝানো হয়, যে গুলো প্রতি বাজেট বা নির্বাচনী ইশ্তাহারে আসে যায়, সেই জগতে মোটামুটি এই pettiness টাই মূল এবং অপেক্ষাকৃত ভাবে দীর্ঘস্থায়ী সুর।
    beyond the immediate ছাড়া কোন perspective রাখাটা আপাতত প্রায় অপরাধ। 'বালিতে বেল পাকলে বালিগঞ্জের কি?' - এটা বালির বোম্বিং এর পরে আবাপ-র হোর্ডিং ছিল। শহর জুড়ে। তো সকলেই একমত হবে, সত্যি বালিতে বেল পাকলে বালিগঞ্জের কি, এবং মোটামুটি নিঃশব্দে অনুচ্চারণে একমত হবেন, ওবামা দুগ্গোপূজো করলে সত্যি বালিগঞ্জের তা নিয়ে অনেক আলোচনা করা উচিত। ইত্যাদি।
    অতএব pettiness ঠিক, কিন্তু কখন গন্ডী ছাড়াবো, আর কার হাত ধরে ছাড়াবো, সেটাও মোটামুটি ঠিক করে দিচ্ছেন, বাঙালির প্রিয় মিডিয়া- নিখিলেশ-রা। তাও তো কাগজ বেটার, টেলিভিসন দেখলে পাগল হয়ে যাবে।
  • kity | ১৪ মার্চ ২০১০ ০৫:২০ | 131.95.30.135
  • গীতগোবিন্দের জয়দেব স্বয়ং আসিয়া উপস্থিত হইলেও খুব ভিন্ন কিছু কইতেন বলে মনে হয় না! :-)
    হে গোবিন্দ, সকলই তোমার ইচ্ছা। :-)
  • a x | ১৪ মার্চ ২০১০ ০৪:১০ | 99.165.171.34
  • আবাপ তো কিছুই প্রায় বলেনি, সেই নন্দীগ্রামের সময় কবি জয়দেব (নট অফ গীত গোবিন্দ ফেম) এসে আমাকে লিখলেন, আপনিও তো মা, কিম্বা হলেও হতে পারেন মা ইত্যাদি। অ্যাস ইফ আমার সব চিন্তা ভাবনা স্টেমস ফ্রম মা হওয়া - বাস্তব অর পোটেনশিয়াল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত