কোডের কোয়ালিটি কি করে মেজার করবে? ক'টা বাগ আছে সেটা এক ব্যাপার আর পারফরম্যান্স আলাদা ব্যাপার। কোয়ালিটি বলতে এক্ষেত্রে পারফরম্যান্স দেখে না মনে হয়। আর নয়তো আলাদা কিছু একটা বলে দেবে - ওই যেমন কোয়ালিটি আর গ্রেডঃ-)
stoic | ১৯ মার্চ ২০১০ ১৮:২৯ | 160.103.2.224
আরে আমার ফেভারিট ব্যাটসম্যান নয়। যখন রিটায়ার করছিল, তখন কেউ একটা নিন্দেমন্দ করছিল বলে মৃদু প্রতিবাদ করেছিলাম। ব্যাস। সেও বহুযুগ হয়ে গেল। এদিকে কমরেড কি দেখেছেন আজ দুপুরে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার-ফাইনাল ড্র লটারি হল ? আর্সেনাল ভার্সেস বার্সেলোনা, ম্যান ইউ ভার্সেস বায়ার্ন। জমে ক্ষীর। (বাকি দুটো লিওঁ এগেইনস্ট বোর্দো আর ইন্টার এগেইনস্ট মস্কো) ঃ-)
Arpan | ১৯ মার্চ ২০১০ ১৮:২৭ | 216.52.215.232
টাইমশিটে রিসোর্স লেভেলিং করতে আমার হপ্তায় অন্তত চারটি ঘন্টা যায়।
Arpan | ১৯ মার্চ ২০১০ ১৮:২৬ | 216.52.215.232
আমাদের হাল মোটামুটি সেম। খালি একজন অনসাইট রিসোর্স আছে। শুরুতে মেন্টেনান্স প্রোজেক্ট হিসেবে শুরু হয়েছিল। এখন তাতে অন-কল সাপোর্ট শুরু করিয়েছে। ক্লায়েন্ট সাপোর্টের জন্য কোন আলাদা পয়সা দেবে না। আর অনসাইট এনগেজমেন্ট ম্যাঞ্জার মোটামুটি মাইক্রোম্যানেজমেন্ট করে যাচ্ছে।
aka | ১৯ মার্চ ২০১০ ১৮:২২ | 168.26.215.13
শেষ যে মেইনটেইন্স প্রোজেক্ট করেছি তাতে কোন অনসাইট ছিল না। ক্লায়েন নাকি নিজে অফশোর মেইনটেইন করবে। অফশোরে ১০ টা রিসোর্স ক্লায়েন একা মেইনটেইন করবে। ফলত অ্যাকাউন ম্যাঞ্জারকেই অনসাইট কো-অর্ডিনেট করতে হত। পরের প্রোজেক্ট তো চাই, ঘরের কোণে প্রতিদ্বন্দী ঘোরাফেরা করছে। শেষে আবার রিসোর্সদের টাইম শিটের বার গ্রাফ দিতে হত। কেন কে বেশি কাজ করছে, কেন কে কম কাজ করছে এইসব ব্যখ্যা করতে হত। লাইফ এখন হেল। ভাল ক্লায়েন বলে কিছু হয় না।
sayan | ১৯ মার্চ ২০১০ ১৮:২০ | 125.22.97.34
শ্রাবণীদি, আশেপাশে স্পেন্সার্স আছে কি? আমি ওখান থেকে সোডেক্সো দিয়ে একটা সেϾট্রফিউগাল জ্যুসার, একটা টোস্টার আরেট্টা কফি মেকার কিনেছিলাম। দিব্যি নিয়ে নেয়। রিলায়েন্স ফ্রেশ, মোর ইত্যাদি জায়গাগুলোয় নন-ফুড আইটেম কিনলেও দিব্যি অ্যাকসেপ্ট করে দেখি।
Arpan | ১৯ মার্চ ২০১০ ১৮:১৫ | 216.52.215.232
কমরেড আজ্জো। সবচেয়ে ভালো হল মেন্টেনান্স এন সাপোর্ট প্রোজেক্ট। তাও আজকাল রিসোর্স না বাড়িয়ে কাজ চাপিয়ে দেবার কেন্দ্রীয় প্রবণতা চোখে পড়ছে।
Arpan | ১৯ মার্চ ২০১০ ১৮:১৩ | 216.52.215.232
আরো সোজা করে বললে পিডিসিএ (প্ল্যান-ডু-চেক-অ্যাক্ট) সাইকল। ডেমিং সাহেব সেই কবে বলে গেছেন।
aka | ১৯ মার্চ ২০১০ ১৮:১১ | 168.26.215.13
সফটওয়ার কোয়ালিটি ব্যপারটা খুব গোলমেলে, সে আইএসও বল, সিএমএম বল বা আজকের দিনের সিক্স সিগমা প্রসেস বল। সবই একই ওয়াইন বিভিন্ন বোতলে বাজারে ছাড়া। মোদ্দা কথা যা করবে ডিফাইন কর, তারপর সেটা কর, মেজার কর, অ্যানালাইজ কর, তারপরে আরও ইমপ্রুভ কর। মুশকিল হল আইটি হল সার্ভিস ইণ্ডাস্ট্রী। এইযে কোয়ালিটির ওভারহেড (টাকা এবং টাইম) তা ক্লায়েন্ট দিতে রাজী নয়। একদিকে ক্লায়েন্টের কস্ট কমানো অন্যদিকে প্রসেস ধরে কাজ করা এই কনফ্লিকটিং দুটো লক্ষ্যকে কখনোই এক জায়গায় আনা যায় না। যেমন চেঞ্জ রিকোয়েস্ট, সমস্ত প্রসেস বলবে সাইন করা রিকোয়ারমেন্টে চেঞ্জ হলে সিআর রেইজ করতে হবে। ক্লায়েন্টকে বল, বলবে পরের প্রোজেক্টটা কি চাও? ফলত অনসাইট-অফশোরে ঝগড়া, কিছু লোকের শোষণ বৃদ্ধি। আর একটা কারণ হল এস্টিমেশন প্রসেসটা পুরো ঢপের - সে ফাংশন পয়েনই বল, ইউজ কেসই বল দিনের শেষে কমরেড অপ্পনের যা মনে হয় তাই হল এস্টিমেশন। এরপরে ক্লায়েন্টের চাপ, সেলসের চাপ ইত্যাদি ইত্যাদি। আর কে না জানে গোড়ায় গলদ হলে সারা জেবন শোষণ।
মা মাগো। তিন ঘন্টার অডিট এই শেষ হল। কোন এনসিআর পায়নি। একটা পয়েন্ট রেজ করেছে, ফোল্ডার আর্কাইভাল নিয়ে, যেটা আমি বলে দিয়েছি কাস্টমার গুরুত্ব না বুঝলে কিছু করা খুব ডিফিকাল্ট।
যাই, একটা বিড়ি খেয়ে আসি।
Samik | ১৯ মার্চ ২০১০ ১৭:১৫ | 219.64.11.35
মিষ্টিমুখের পাশে মদান আর আরেকটা ডিপার্টমেন্টাল স্টোর খুলেছে। তারা নেয়।
বিশাল মেগামার্ট নেয়। বিগ বাজার নেয় কিনা জানি না।
আমাদের বৈশালীতে নীড্স সুপারমার্কেট আছে একটা। তারা নেয়। ওদের আর কোথাও ব্র্যাঞ্চ আছে কিনা জানি না।
shrabani | ১৯ মার্চ ২০১০ ১৭:১৩ | 124.30.233.102
শমীক, এন সি আরে সোডেক্সো ক্যুপন কোথায় কোথায় ইউজ করা যায়। আমাদের একসাথে আঠেরো হাজার টাকার দিচ্ছে।ঃ(
Arijit | ১৯ মার্চ ২০১০ ১৫:৪৭ | 121.242.15.238
ডিবি সিপিইউ টাইম আছে।
যাকগে - ৪+ বছরের কোর জাভা/j2ee, প্রেফারেবলি প্রোফাইলিং, SOA ইত্যাদি জানা লোক থাকলে খোঁজ দিও তো।
এইচ-আরের এফিসিয়েন্সী দেখে কান্না পায়।
Blank | ১৯ মার্চ ২০১০ ১৫:৩৫ | 170.153.65.102
নানা ঐকিক নিয়ম নয় তো। ঐ জন্যই তো গ্রাফ আঁকা। গ্রাফ দেখে বুঝতে হবে ডেটা বাড়ার সাথে সাথে run time change কেমন হয়। হয়তো ১০০ র জন্য ১ সে, আবার ২০০ হলে ওটা ৪ sec হয়ে যায়। ফিসিকালি এই সময় মাপাটাও চাপ, তুমি কি actual cpu time দেখতে পাও সিস্টেমে? ঐকক নিয়ম হলে তো O(n) হয়ে যেতো।
Arijit | ১৯ মার্চ ২০১০ ১৫:২৫ | 121.242.15.238
গ্রাফই আঁকবো ভাবছি। কারণ Big O-র কনস্ট্যান্ট ফ্যাক্টর কোত্থেকে পাবো?
Arijit | ১৯ মার্চ ২০১০ ১৫:২৫ | 121.242.15.238
শুদু মাইনাস ফাংশন নয় - ওর মধ্যে কি সব ম্যাচিং-এর গল্প আছে।
Arijit | ১৯ মার্চ ২০১০ ১৫:২৩ | 121.242.15.238
হুঁ - কিন্তু এখানে দুটো ভেরিয়েবল। আরো কমপ্লিকেটেড হয় ভিতরে একটা তিন নং ভেরিয়েবল ধরলে - দুটো টেবিলের মধ্যে কিছু ম্যাচিং রেকর্ড। তার ওপর আরো হয় যদি টাইম উইন্ডো লাগাই। ঐকিক নিয়মে ১০০ রেকর্ডে অমুক, তাই ২০০ রেকর্ডে তমুক হবে এটা বলা যাচ্ছে না।
Blank | ১৯ মার্চ ২০১০ ১৫:২১ | 170.153.65.102
অজ্জিত দা কি কিছু data র জন্য রানটাইম মাপতে চাইছো। Big O দিয়ে কিন্তু change of runtime মাপা হয় (আমি যদ্দুর জানতুম)। তুমি complexity equation দিয়ে একটা গ্রাফ আঁকতে পারো। তাহলে সেই গ্রাফ ধরে বলতে পারো যে যদি ১০০ data র জন্যো ১ মিনিট সময় নেয়, তো ২০০ হলে কত নেবে।
a | ১৯ মার্চ ২০১০ ১৪:৪২ | 208.240.243.170
এটা প্রসিডুরাল করছ কেন? এটা তো মাইনাস ফাংশন বা intersect, based on your requirement
Arijit | ১৯ মার্চ ২০১০ ১৪:৩৫ | 121.242.15.238
N < M হবে।
Arpan | ১৯ মার্চ ২০১০ ১৪:৩৩ | 204.138.240.254
অডিট শুরু হল বলে। পরে কব্ব।
Arijit | ১৯ মার্চ ২০১০ ১৪:৩২ | 121.242.15.238
হুম্ম্ম্ম্ম। মানে গুপিই সব। গুপিই যদি করতে হবে তাইলে আদৌ জিনিসটার দরকার কি? একটা লেভেলে দরকার - অস্বীকার করার উপায় নেই - মানে ডকুমেন্টেশন, রিভিউ ইত্যাদি। কিন্তু সেটা নিয়ে বাড়াবাড়ি অনর্থক।
বাই দ্য ওয়ে - একটা অংক করো।
দুটো টেবল আছে - একটাতে N রেকর্ড, অন্যটাতে M, M < N
for each x in [x1, x2, ... XN] begin search x in [y1, y2, ...yM] end
কমপ্লেক্সিটি হল N*log(M)
এবার এটা বিভিন্ন N,M-এর জন্যে বিভিন্ন সময় নেয়। কমপ্লেক্সিটির সাথে সময়ের কোরিলেশন কিভাবে করা যাবে?
আচ্ছা গুরু ২ এর কূটকচালির দুটো লিংকেই একই লেখা খুলছে কেন?
dipu | ১৯ মার্চ ২০১০ ১৪:২৪ | 61.12.12.83
দন্দো।
Arpan | ১৯ মার্চ ২০১০ ১৪:২০ | 204.138.240.254
দ্বন্দ্ব, নয়?
de | ১৯ মার্চ ২০১০ ১৪:১৯ | 59.163.30.6
স্যান, লুরুর দুক্কু কমেছে তাইলে এট্টু?
অর্পণ, ভুল লিখলাম?
Arpan | ১৯ মার্চ ২০১০ ১৪:১৭ | 204.138.240.254
গোল আসে অর্গ প্রসেস অ্যাসেট মানে হিস্টরিকাল ডেটাবেস থেকে। তুমি তাকে ওভাররাইড করতেই পারো প্ল্যানিঙের সময়।
চল্লিশটা বাগ আসতেই পারে। খুব স্বাভাবিক। কিন্তু ঝামটা হল পঁচের জায়গায় চল্লিশ এলে প্রচুর জায়গায় জবাবদিহি করতে হয়। লোকে অযথা এসে ঘাড়ে চেপে বসে, ইত্যাদি। এইবার কত রিপোর্ট করবে, ফ্ল্যাগ রেইজ করার সময় সত্যি হয়েছে কিনা এইবার সেটা তোমার কল।
Arijit | ১৯ মার্চ ২০১০ ১৪:১২ | 121.242.15.238
এই গোলটাও আমার কেমন ভুলভাল লাগে। অংকগুলো পুরো সাম্যবাদী স্টাইলে করা - সবার সমান স্কিলসেট, জাভায় কোডিং করতে দিলে সবাই একই জায়গায় একই ভুল করবে বা করবে না, ডিজাইন ডকুমেন্টে সবাই একই বানান ভুল করবে - ইত্যাদি। নইলে, রিভিউতে আমি দশ হইতে চল্লিশটা বাগ বের করিব - এটা বলা যায় কেং কোয়ে?
Arpan | ১৯ মার্চ ২০১০ ১৪:১২ | 204.138.240.254
দ-এ ব-এ।
san | ১৯ মার্চ ২০১০ ১৪:০৯ | 203.91.201.56
দেদি, ট্যামারিন্ডের খাবার বেশ ভাল লেগেছে। বলা হয় নি।
de | ১৯ মার্চ ২০১০ ১৪:০৬ | 59.163.30.6
আপিসকে দেওয়া খিস্তিও কি রিভিউ কমিটির কাছে যায়? নাহলে বানান নিয়ে এতো কি দ্বন্দ? প্রাণ ভরে দিলেই তো হলো!
Arpan | ১৯ মার্চ ২০১০ ১৪:০৩ | 204.138.240.254
হ্যাঁ, টেস্টিঙের থেকে বেশি বেরোনো তো অবশ্যই "উচিত'।
Arpan | ১৯ মার্চ ২০১০ ১৩:৫৭ | 204.138.240.254
রিভিউতে গোলের থেকে বেশি বেরোনো খুব ঝাড়। রিকোয়ারমেন্ট এবং ডিজাইন ঠিকঠাক বেসলাইন হয়নি। স্কোপ নিয়ে পরে ঝাড় খাবার চান্স আছে।
Arijit | ১৯ মার্চ ২০১০ ১৩:৫৪ | 121.242.15.238
বেশি বোলে তো টেস্টিং-এ বেশি বাগ বেরনোর চেয়ে রিভিউয়ে বেশি বেরনো ভালো। মানে তখন তাই বলতো। টেস্টিং-এ বেশি বেরনো মানে রিভিউ করোনি ইত্যাদি।
. | ১৯ মার্চ ২০১০ ১৩:৫২ | 125.18.104.1
ঠিক আছে। তাহলে পায়ুকামী বরাহবংশাবতংসই বলব।
san | ১৯ মার্চ ২০১০ ১৩:৫২ | 203.91.201.56
কাজই জীবন।
অন্যদিকে আমি খুব খুশ। এমন জটিল একখান রিপোর্ট বানাইছি, ক্লায়েন্টের মাথা ভোঁভোঁ করবেই করবে ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন