কী জানি অভ্যু। বোধহয় যথেষ্ট সমাজবদ্ধ জীব নই, মানবিক আর আইনতঃ অপরাধের বাইরে আর কিছু বুঝি না।
aka | ২৬ মার্চ ২০১০ ০০:২৭ | 168.26.215.13
সব কেমন ঝিমিয়ে গেল, এদিকে আমার আবার ঝিম পায়।
Abhyu | ২৬ মার্চ ২০১০ ০০:০৯ | 128.192.7.51
অর্পণ, আমার ক্ষেত্রে হলে আমিও ক্ষমা করতে পারতাম না। কিন্তু তা বলে ওটা 'সামাজিক' অপরাধ বলতে পারি না। অমানবিক বা নিষ্ঠুর বটে, কিন্তু অপরাধ নয়।
স্যান, তোর অ্যানালজিটা ঠিক হল না। বাবা যদি সারাক্ষণ লোকের বাড়ি গিয়ে পিএনপিসি করে বেড়ায় সেটাও কারো অপছন্দ হতে পারে, কিন্তু সে জন্যে বাড়ি থেকে তাড়ালে সেটা সামাজিক অপরাধ বলে গণ্য হওয়াই উচিত। অন্য দিকে কারো বাবা যদি গার্লফ্রেণ্ডকে বিয়ে না করে বাড়িতে তোলে, এবং তাতে বাড়ির লোকের আপত্তি থাকে, সেক্ষেত্রে বাবাকে পথ দ্যাখো বললে সেটা 'সামাজিক' অপরাধ নয় বলেই আমার মনে হয়।
যাই হোক, অপরাধ হলেও আমার কোনো আপত্তি নেই ঃ)
Arpan | ২৬ মার্চ ২০১০ ০০:০৭ | 122.252.231.12
আব্বে, ঢাই হাজার পে তিনমহলা ফেলাট, কম সে কম দুই হাজার স্কোফু অইবো। কিতনা নাইনসাফি কিয়া উয়ো বেচারিকে সাথ জারা সোচো। ঃ-)
মানে ভাজপার হয়ে দাঁড়ানোর প্ল্যানের কথা বলি নি কিন্তু।
aka | ২৫ মার্চ ২০১০ ২৩:৫৩ | 168.26.215.13
আরে আমারো এই প্ল্যান ছিল শ্যামনগর থেকে ব্যারাকপুর, সেখান থেকে ডানলপ, সেখান থেকে উল্টোডাঙা, সেখান থেকে সেক্টর ফাইভ। তবে এসি ট্যাক্সির। অনসাইট চলে আসায় আর হল নি।
Arpan | ২৫ মার্চ ২০১০ ২৩:৫২ | 112.133.206.20
শ্রীবোদাগুপ্ত, এত কিছু কইলা এবং শুরুই করলা জিগাইয়া আলুচানা কইর্যা কিছু লাভ হয় কিনা? তুমি, মানুষটা, যদ্দূর বুইলাম, বেসিকালি ভালো, তয় মাইরি বিস্তর পড়াশুনা করা মানুষ, লাভ কী ক্ষতি কী বইল্যা পাতি ম্যাঙ্গো পাব্লিকেরে অ্যান্টিপুর্কি দ্যাও ক্যান?
বুঝলা, আজ অ্যাগজন লোকাল দাদাস্থানীয় ব্যক্তি আমাগো বাসায় আইসিলো। লুরুতে। অ্যাম্নিতে ভালো মনুষ্য, পরোপকারী, ছোটব্যালা থেইক্যা পরিসয়। গলি ক্রিকেট একলগে খেইল্যা বড় হইসি। দোষের মধ্যে এখখান, গত পুর নির্বাচনে ভাজাপার হইয়্যা কন্টেস্ট করসিলো। তাও ঠিক আসে, কিন্তু আজ যখন আমাগো বাসায় বইস্যা কইলো অহন সর্ভে কইর্যা বুঝা গ্যাসে গুজরাতের মাইনরিটিরা দ্যাশের মাঝে সব থেইক্যা সুখে আসেন এবং সাচার কমিটির রিপোট তারে বেসিকালি সাপোট করে, তখন বেসিকালি ভাইব্যা পাইলাম না অরে কী কমু। বেসিকালি আমিও মানুষটা খারাপ না, এর পরেও লোগটারে লইয়্যা গিয়া ডিনার খাওয়াইলাম, গাড়ি কইর্যা স্টেশন ছির্যা দিলাম এবং বাড়ি আইস্যা স্মারনফের বোতল খুইল্যা তোমারে এই পোস্ট লিখতাসি।
হিক!
Binary | ২৫ মার্চ ২০১০ ২৩:৪৬ | 148.141.31.203
দেখলে ন্যাড়া ক্যামোন একঢিলে দুইপাখি মাল্লো।
Binary | ২৫ মার্চ ২০১০ ২৩:৪৩ | 148.141.31.203
টিমের কথায় মনে পোল্লো। সল্লেক থেকে যকন বেলুড়ে চাগরি কত্তে যেতাম, তখন প্ল্যান করেছিলাম গাড়ি না কিনে এট্টা অটো কিনবো। বাড়ি থেকে বেরিয়েই, বাসস্ট্যান্ডে গিয়ে , 'উল্টোডাঙ্গা,'উল্টোডাঙ্গা' করে চ্যাঁচাবো, তারপর 'উল্টোডাঙ্গা গিয়ে 'শ্যামবাজার, শ্যামবাজার', তারপর শ্যামবাজার গিয়ে 'ডানলপ, ডানলপ' ... এই কত্তে কত্তে আপিশ। যা প্যাসেঞ্জার হতো তাদিয়ে তেলে খরচ চলে যেত।
nyara | ২৫ মার্চ ২০১০ ২৩:৩৯ | 203.83.248.37
আমাদের বাড়ি একটি মুশলমান পরিবার ভাড়া নিয়েছেন। উফ, নিজেকে কী এনলাইটেন্ড মনে হচ্ছে। কোন হিন্দু পরিবার ভাড়া নিলে ভাড়ার টাকা সর্বধর্ম মিশনে দান করে মরমজ্বালা ঘোচাতে হত। খুব বেঁচেছে। টাকা কটা।
aka | ২৫ মার্চ ২০১০ ২৩:৩৯ | 168.26.215.13
কিন্তু হানুদা আমারে কি বলে গেল বুইয়ে দিলে না।
Binary | ২৫ মার্চ ২০১০ ২৩:৩৭ | 148.141.31.203
আরে, এর আপসাইড কেউ দেকলো না। আমি একবার হায়দ্রাবাদে, দোতালার উপর তিন কামড়ার, প্রচুর হাওয়া খেলা বাড়ী মাত্তর মাসিক দুই-হাজারে পেয়েছিলাম (ওরকম বাড়ীর রেট এমনিতে তখন ছিলো ৬/৭ হাজার), মালিক মুসলমান বলে। তেবে থাকা হয়নি কারণ, অনসাইট চলে এলাম।
আমার একটা বাড়ি থাকলে নিজেকেই ভাড়া দিতাম। রোজগারও হতো আর থাকার ঝামেলাও মিটে যেত একেবারে। বারবার বাসা বদলানো ভারি কষ্টের।
Binary | ২৫ মার্চ ২০১০ ২৩:২৮ | 148.141.31.203
হঠাৎ মনে হল, আমার একটা বাড়ী থাকলে, সেটা, মুসলমান বা ক্রিশ্চান, সমকামী-লিভ-টুগেদার-করা কোনো কাপলকে-ই শুধু ভাড়া দিতাম, রীতিমত কাগজে বিজ্ঞাপন দিয়ে।
pi | ২৫ মার্চ ২০১০ ২৩:২৫ | 128.231.22.89
মুসলমানকে ভাড়া না দেওয়া না বলে ইস্যুটা অন্য ধর্মের কাউকে ভাড়া না দেওয়া বল্লেই তো ল্যাঠা চুকে যায়। মনে তো হয় না, ঝিকি তাহলে এই ইস্যুতে আর আপত্তি তুলবেন।
Binary | ২৫ মার্চ ২০১০ ২৩:২৩ | 148.141.31.203
আমার আবার কিচুতেই ঘুম্পায়না, রাত্তিরেও না।
Tim | ২৫ মার্চ ২০১০ ২৩:২৩ | 198.82.20.171
আমারো।কেন যে ভালুক কল্লো না ভগবান!
pi | ২৫ মার্চ ২০১০ ২৩:২৩ | 128.231.22.89
বাড়ি নেবার সময় ও লোকে ডিস্ক্রিমিনেট করে তো। এদেশে একবার যখন মাস তিন চারেকের জন্য এসেছিলাম, দেশ থেকেই ঐ শহরের এক সিনিয়র কে দিয়ে বাড়ি বুক করিয়েছিলাম। বলেছিলাম, যা ভালো বোঝো , তোমরাই ঠিক করে নিও। তো, হঠাৎ একদিন মেইল, বাড়িওয়ালা 'কাল্লু' হলে তোমার অসুবিধে নেই তো ? আমি একটু অবাক ই হয়েছিলাম। যাই হোক, পরে ওখানে গিয়ে ওদের কাছে, আর বাড়িউলির কাছেও শুনেছিলাম। আফ্রিকান অ্যামেরিক্যান বলে অনেকেই বাড়ি নিতে চায় না। এবং তাদের মধ্যে অনেক ভারতীয় আছে। ঃ)
এই যারা নিজেদের বাড়ি মুসলমান ( বা হিন্দু, খ্রীশ্চান, যাই হোক ) কি সমকামী কাপল কি লিভ টুগেদার করা কাপল কি সিংগল উওম্যান কে দিতে চায় না, তাদের যদি কখনো অন্যত্র গিয়ে নিজেদের বাড়ি ভাড়া নিতে হয়, আমি নিশ্চিত, তারা নিজেরাও বাড়িওয়ালা হিসেবে অন্য ধর্মের কাউকে কি সমকামী কাপল কি লিভ টুগেদার করা কাপল এদেরকে পেতে চাইবে না। চয়েস থাকলে। এ ব্যাপারে সাধারণত চয়েস থাকে কম, যেভাবে হোক আস্তানা যোগাড়ের তাড়না থাকে বেশি, তাই বাধ্য হয়ে মেনে নেয় অনেকসময় ই। আর এরকম কেস শোনাও যায় তাই কম। কিন্তু, এরকম অনেক ভাড়াটেও পরবর্তীকালে নিজে বাড়িওয়ালা হলে ডিস্ক্রিমিনেট করবেন, যদি করার হয়, মানে মানসিকতা তাই হয়। এবার এই মানসিকতা পরিবর্তন তো আর শুধু আইন দিয়ে হয় না, কিন্তু আইন থাকলে কিছুটা কিছু হয়তো হয়। আর আজেবাজে আইন গুলো হঠানো টা আরো দরকার।
এই যে আর্টিকল ৩৭৭ এর মত আইনকানুন, যেখানে আইন ই বলছে অপরাধ, সেখানে তো এই মানসিকতাকে অফিসিয়ালি ই নারিশ করা হচ্ছে।
এগুলো ওঠা, বা এই লিভ টুগেদার কে আইনি বৈধতা দেওয়া , এই স্টেপ গুলো তাই খুব প্রয়োজনীয় ছিল, আর দেরিতে হলেও স্বাগত।
aka | ২৫ মার্চ ২০১০ ২৩:২০ | 168.26.215.13
আরে ও এমনিতেও পায় ওমনিতেও পায়।
Binary | ২৫ মার্চ ২০১০ ২৩:১৮ | 148.141.31.203
তাইলে তো আরো ঘুম্পাবে ....
aka | ২৫ মার্চ ২০১০ ২৩:১৮ | 168.26.215.13
না না ভাত সাঁটিয়ে এলুম, স্টেকের ঝোল দিয়ে।
Binary | ২৫ মার্চ ২০১০ ২৩:১৬ | 148.141.31.203
আজ্জো, কফি খেয়ে এলে বুঝি ?
aka | ২৫ মার্চ ২০১০ ২৩:০৯ | 168.26.215.13
আমি আবার কি কইলাম? এমন নয় যে এই বিষয়ে আমার গুরুত্বপূর্ণ মতামত নাই, কিন্তু এখনো তো দেই নাই। হানুদা কোন কথার রেফারেন্সে কইলে একটু ধরতাই দাও।
Binary | ২৫ মার্চ ২০১০ ২৩:০৮ | 148.141.31.203
অন্য ধর্মে বিয়ে (বিয়ের সঙ্গে ধর্মের কি সম্পক্কো, সেটাই ক্লিয়ার হোক) করলে, সেটা অন্যরকম ভাবাটা-ই প্রথম অপরাধ, বাড়ীতে থাকতে দেওয়া-না-দেওয়াটা অনেক পরের।
h | ২৫ মার্চ ২০১০ ২৩:০৬ | 121.242.108.34
আচ্ছা আমার একটা জেনুইন প্রশ্ন আছে। এই যে যেকোন আলোচনা আজকাল এই কোম্পানির সাইকোলোজিকাল সিচুয়েশন টেস্টের মত 'এমন হলে কি করিতেন/বলিতেন' ইত্যাদি প্রশ্নোত্তরে পর্যবসিত হয়, এটাতে এগজ্যাকটলি কি লাভ হয়। মানে এটা আমার ভ্যালু সিস্টেমের পরীক্ষা হতে পারে, কিন্তু আলোচনায় কিসু লাভ হয় কি?
বাই দ্য ওয়ে, আর্য, আমার কোন কিছুকেই অপরাধ বলার ক্ষমতা নেই, মানে বিয়ন্ড দ্য অবভিয়াস, সেটা তো রাষ্ট্রকে বলতে হবে, আইনের নিরিখে। এইবার একটা আইন বা একটা বিচারপদ্ধতি বা একটা রায় মিডিয়ায় এলে আমি বা যে কেউ আলোচনা করতে পারি মাত্র। একটা লোককে অপরাধী বলার অধিকার তো নেই আমার, ক্লেম ও করিনি।
সংখ্যাগুরু প্যারোকিয়াল হওয়া তো অপরাধ নয়, আমাগো ভারতবর্ষে, লোকে মুসলমান খুন করে মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে, ঠাকুর করলে, প্রধানমন্ত্রী-ও হতে পারে, আমি কোথাকার কে কিছু বলার। আর খামোখা একটা লোককে অপরাধী বলবো-ই বা কেন, জাস্ট নরম কইরা (বরিশালের 'ইনডাইরেকটলি' পদ্ধতিতে) প্যারোকিয়াল সংখ্যাগুরু বলেছি। তাও সম্ভাবনা অর্থে ঃ-) তাতে কার কি এসে যাচ্ছে বাপ।
Binary | ২৫ মার্চ ২০১০ ২৩:০১ | 148.141.31.203
আবার টিকটিকি ? সেই টুপি ঢাকা টিকি ?
nyara | ২৫ মার্চ ২০১০ ২৩:০০ | 203.83.248.37
টিকটিকি কদিন চলেছিল?
Binary | ২৫ মার্চ ২০১০ ২২:৫৯ | 148.141.31.203
বাড়ী ভাড়াটারা নিয়ে চাদ্দিন হয়ে গেল। শেষ হয়নিকো। এরপরে একটা তুতুভুতু টই খুলে নিলেই হয়।
Arpan | ২৫ মার্চ ২০১০ ২২:০৭ | 122.252.231.12
অভ্যু, তোমার দেওয়া তিনটে কেসেই ভিক্টিম আমি হলে আমি তো অন্যপক্ষকে কোনদিন ক্ষমা করতে পারতাম না। কাজেই তিনটেই সামাজিক অপরাধ। হ্যাঁ, তৃতীয়টা হয়ত সারাজীবন মনে রাখার মত ব্যপার হত না।
d | ২৫ মার্চ ২০১০ ২১:৫৭ | 219.64.78.225
@ kd, ঠিকাছে। ব্যাপার্না। আমার কোনও হ্যারাসমেন্ট হয় নি।
ধন্যবাদ আপনাকে।
Arpan | ২৫ মার্চ ২০১০ ২১:৫৪ | 112.133.206.20
মাই ঘশ! এখনো চলছে!
কাব্লিদা। এখনো আমি কাগু-৫ পেলাম না। একটু চেক করে জানাবেন পোস্ট করা হয়েছিল কিনা?
kd | ২৫ মার্চ ২০১০ ২১:৫০ | 59.93.192.199
সরি দময়ন্তী, ভালো করে না রিসার্চ করে ফাল্তু তোমায় হ্যারাস করলুম। আসলে এই পোস্ট করার ব্যাপারে এত ঝামেলা হচ্ছে যার বেশীরভাগই আমার ক®¾ট্রালের বাইরে - ডিটেলে গিয়ে বোর করবো না। তাই অন্ততঃ চেষ্টা করছি আমার দিক থেকে ভুল যত কম হয়। মেলিং লিস্টে তোমার ডিস্ট্রিবিউশনের জন্যে পাওয়া কপি-সংখ্যা ইন্টেলির ঘাড়ে চাপাবার পর তোমার নামটা ডিলিট করতে ভুলে গিয়েছিলুম - তাই পরে যখন শুনলুম তুমি কলকাতায় আসছো আর আমার কাছে তখনও তোমার পুনের ঠিকানা, তখন ব্যস্ত হয়ে পড়লুম তোমার ঠিকানা পাওয়ার জন্যে - এমনিতেই এত দেরী হয়ে গেছে সকলকে পাঠাতে। এখন গন্ডগোলটা কোথায় করেছি ধরতে পেরেছি। সরি এগেইন।
ও হ্যাঁ, তোমার অন্য দু'টি ঠিকানায় বই পাঠানো হয়েছে - আশা করি ইতিমধ্যে পেয়ে গেছেন।
সুদীপ্তর কেসটাও বোধহয় একই। সরি সুদীপ্ত।
san | ২৫ মার্চ ২০১০ ২১:২৫ | 115.117.245.60
অঃ। তা, অভ্যুদা,বাড়ির একমাত্র আর্নিং মেম্বার বাড়ির ছেলে হলে সে বাবা-মাকে তার নিজের (পৈতৃক নয়) বাড়ি থেকে বার করে দেয় যদি, যেকোনো কারণেই হোক, সেটাও সামাজিক অপরাধ নয় তো? আইনি নয় সামাজিক অপরাধ কিনা জানতে চাইছি।
মানে বাবার বাড়িতে থেকে বাবার অপছন্দের কাজ করা আর ছেলের বাড়িতে থেকে ছেলের অপছন্দের কাজ করা তো ইকুইভ্যালেন্ট হল। সেক্ষেত্রে বাবাকে তাড়ালে সামাজিক অপরাধ হয় কি হয়না?
a | ২৫ মার্চ ২০১০ ২০:৫৬ | 208.240.243.170
আচ্ছা অভ্যু বাবুর তিনটি কেসের, প্রথম দুটিতে, আমি যদি বলি যে বাড়ির মেন আর্নিং মেম্বার হল গিয়ে বাবা। আর বাবার মতে ছেলে অন্য ধর্মে বিয়ে করলে বা লিভ ইন করলে সেটা অন্য বাড়িতে গিয়ে করুক।
তো, এটা কি সামাজিক অপরাধ?
Du | ২৫ মার্চ ২০১০ ২০:৪৩ | 65.124.26.7
তা ছাড়াও কনট্র্যাক্টের ডেফিনিশন অনুযায়ী তার লিগ্যাল হওয়াটা আবশ্যক ।
Abhyu | ২৫ মার্চ ২০১০ ২০:৪৩ | 97.81.82.15
অভব্যতা নিশ্চয়ই। তাই আমি করব না। ব্যক্তিগতভাবে। কিন্তু ব্যক্তিগত লেভেলে আর সামাজিক লেভেলে ব্যাপারটা এক না-ই হতে পারে। নইলে আর সমাজ বলছে কেন?
d | ২৫ মার্চ ২০১০ ২০:৪০ | 219.64.78.225
রেসিস্ট্যান্স আসবে সে আমিও জানি। কিন্তু তাই বলে সেটা অভব্যতা হবে না কেন? কলকাতায় তো লোকে দেখি যত্রতত্র "খ্যা-অ্যা-ক থু:' করে। তাই বলে কি সেটা ভাল কাজ হয়ে গেল নাকি?
d | ২৫ মার্চ ২০১০ ২০:৪০ | 219.64.78.225
রেসিস্ট্যান্স আসবে সে আমিও জানি। কিন্তু তাই বলে সেটা অভব্যতা হবে না কেন? কলকাতায় তো লোকে দেখি যত্রতত্র "খ্যা-অ্যা-ক থু:' করে। তাই বলে কি সেটা ভাল কাজ হয়ে গেল নাকি?
Abhyu | ২৫ মার্চ ২০১০ ২০:৩৯ | 97.81.82.15
উচ্চারণ করো দেখি ঃ অ্
Abhyu | ২৫ মার্চ ২০১০ ২০:৩৮ | 97.81.82.15
চাইনীজ দোকানে মাদুরও পাওয়া যায়।
Abhyu | ২৫ মার্চ ২০১০ ২০:৩৫ | 97.81.96.57
আচ্ছা দ্বিতীয়টা শুধু, কিন্তু প্রথমটাতেও সামাজিক রেসিস্ট্যান্স আসবেই।
Abhyu | ২৫ মার্চ ২০১০ ২০:৩৪ | 97.81.96.57
না ডি, মানা গেল না। সমাজ তো একজনকে নিয়ে হয় না। প্রথম দুটোতে হ্যাঁ বলতে গেলে (অন্তত আমাদের গেরামে) সামাজিক অনুশাসন ভাঙ্গতে হয়। সেটা দরকার হতে পারে, সে প্রসঙ্গে যাচ্ছি না।
d | ২৫ মার্চ ২০১০ ২০:২৯ | 219.64.78.225
অভ্যুরাম,
তিনটিই আমার মতে সামাজিক অপরাধ। অত কড়া কথা যদি বলতে না চাও তো "সামাজিক অভব্যতা'।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন