এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ১০:৩১ | 216.52.215.232
  • (তাদের) দাবিটা কী? (বলে ফেলো, শেয়ার করলে রাগ কমে)
  • Arijit | ১৯ মার্চ ২০১০ ১০:২৫ | 121.242.15.238
  • নাআআআআআআআ জম্মেও কমবে নাআআআআআ। সেই গণদেবতায় অনি বলেছিলো না - এ আমার তূষের আগুন, জম্মেও নিববে না - সেই।
  • Arpan | ১৯ মার্চ ২০১০ ১০:২৩ | 216.52.215.232
  • অরিজিতের রাগ কমল? ঃ P
  • Arijit | ১৯ মার্চ ২০১০ ১০:১০ | 121.242.15.238
  • সব ভাষায় জেরক্স করা যায়ই তো। জানো দিল্লীতে দোকানে লেখা থাকতো - দেশের মধ্যে ইমেল ১৫/-, ইন্টারন্যাশনাল ইমেল ৩০/- ?

    ;-)
  • Jhiki | ১৯ মার্চ ২০১০ ০৮:৪৪ | 124.81.82.83
  • উনি hair transplant করিয়েছেন............... এটা আজকাল খুবই স্বাভাবিক ব্যাপার। কলকাতায় মাত্র লাখখানেক খরচ করলেই মাথায় চুল গজায়, তারপর যত চুল চান আর যত কষ্ট (মাথার পেছন দিক থেকে চুল সহ পট্টি কাটতে হয়, সেই ক্ষতটা বেশ যন্ত্রণাদায়ক) সহ্য করতে রাজী হবেন সেইমত খরচা!
  • lcm | ১৯ মার্চ ২০১০ ০৭:৪৯ | 69.236.164.146
  • একজন পাঠিয়েছে এই ক্লিপটা। লিখেছে, ট্রেনে শিলিগুড়ি থেকে ফেরার পথে, শান্তিনিকেতন থেকে ট্রেনে ওঠেন এই গায়ক। ক্লিপটা-র শুরুর দিকে একটু ডিস্টারব্যান্স আছে, কিন্তু ওভারঅল আমার বেশ লাগল। "লাল পাহাড়ীর দ্যাশে যা... ' আগে শুনেছি, কিন্তু এটা...
  • Binary | ১৯ মার্চ ২০১০ ০৭:৩৬ | 66.94.87.210
  • মাথায় আচ্ছা করে গোবর-সার মেখেছিলো তাই
  • aka | ১৯ মার্চ ২০১০ ০৭:০২ | 24.42.203.194
  • আচ্ছা হর্ষ ভোগলের মাথায় চুল গজালো কেমন করে?
  • kity | ১৯ মার্চ ২০১০ ০১:১৩ | 131.95.30.135
  • ভাষা শেখা খুব জটিল কাজ। এর একমাত্র সমাধান হলো টিভি সিরিয়াল দেখা। এর উপরে ওষুধ নাই। সোপ অপেরার ঝগড়াঝাটি গপ্পোগাছা বৌশাশুড়ীর লড়াই ভাবী জামাতা আর রাশভারী বড়লোক শ্বশুরের তর্ক এসব দেখতে দেখতে কখন দেখবেন নিজেও বলতে শিখে গেছেন চম্‌ৎকার।
  • Binary | ১৯ মার্চ ২০১০ ০১:০৭ | 148.141.31.16
  • অলরেডি হয়ে গেছে।
  • kity | ১৯ মার্চ ২০১০ ০১:০৬ | 131.95.30.135
  • দেখুন ভাষায় কত অ্যাসিমেট্রি। "হাই, আমি হচ্ছি পার্থ" বালে একগাল হেসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে ফেললে কোনো ঝামেলা নেই, শুধু একটু পজিশন পালটে "আমি পার্থ হচ্ছি" বললেই সব গন্ডগোল!
    সিমেটরি খুঁজিয়া খুঁজিয়া হেক্সাগনে গিয়া কালকে যেই লিখতে গেলাম অমনি "ইউনিকোডে মত দিন" কল বিগড়াইয়া গেল। জালিম, সব জালিম এই দুনিয়ার।
  • Blank | ১৯ মার্চ ২০১০ ০১:০৬ | 59.93.199.3
  • এটা নতুন কিছু নয়। ছোট বেলা থেকে জেন্ডার নির্বিশেষে বাঙালীকে শেখানো হয়, 'কষ্ট করলে কেষ্ট মেলে'।
    আমি নয় ভালো এবং স্ট্রেট ছেলে, তাই কষ্ট করাতে ইন্টারেস্ট পাই নে
  • Nina | ১৯ মার্চ ২০১০ ০১:০৪ | 66.240.33.34
  • ঃ))
  • kity | ১৯ মার্চ ২০১০ ০১:০১ | 131.95.30.135
  • খুবই চিন্তার কথা!!!!
  • Abhyu | ১৯ মার্চ ২০১০ ০০:৫৮ | 128.192.7.51
  • বাঙালী গে হচ্ছে?
  • tkn | ১৯ মার্চ ২০১০ ০০:৪১ | 122.173.184.111
  • ঃ-)
  • Nina | ১৮ মার্চ ২০১০ ২৩:৫৮ | 66.240.33.44
  • ইস! তেকোনা, এট টু ব্রুটে! ছোটবেলা থেকে প্রতি বছর কলকাতায় দাদাদিদিইদল হ্যাটা দিত " তোরা হলি গে "হচ্ছে" বাঙালী --ঃ((
  • rabaahuta | ১৮ মার্চ ২০১০ ২৩:৫৪ | 203.99.212.53
  • হুঁঃ, কাজে মন নাই।
    এই যে আমি সক্কাল থেকে ডিলবার্ট পড়ছি, কখন রাত হল, কত ঘন্টা কেটে গেল, কোন হুঁশ নাই। পাঁচ দিনে তিন বছরের সব স্ট্রিপ পড়ে ফেল্লাম।
  • Lama | ১৮ মার্চ ২০১০ ২৩:৪৪ | 203.99.212.54
  • আপিসে চৌদ্দ ঘন্টা পূর্ণ হল
  • Du | ১৮ মার্চ ২০১০ ২৩:৪৩ | 65.124.26.7
  • লামা, পরম গুরু ঃ)))
  • a x | ১৮ মার্চ ২০১০ ২৩:৪২ | 143.111.108.124
  • তেকোনা ঃ-)
  • Samik | ১৮ মার্চ ২০১০ ২৩:৩৯ | 122.162.75.200
  • টই খুলে দিয়েছি। প্লিজ ওখানে একটু কপি পেস্টিয়ে দাও সবাই। আমার স্টকেও অনেক আছে।

    আর পামিতাদি, এনজয় মাডি বলছে না মেঘ?
  • tkn | ১৮ মার্চ ২০১০ ২৩:৩৪ | 122.173.184.111
  • এগিয়েছিল তো। অঞ্জনা মাঝে মাঝেই জিজ্ঞেস করত "তোর দাদা কবে পুরো পার্থ হবে রে?" আর দাদাকে সেটা বললেই দাদা লাল হয়ে বলত "ধুত। আমি তো পার্থই! বোঝাতে পারিনি ঠিক করে"...
    তবে তখন তো এমন ডোকোমো, এয়ারটেল, রিলায়েন্স-এর হাতফোন/কানফোন ছিল না, আর অন্তর্জালের হাতও আইনের মত দিকে দিকে ছড়িয়ে পড়েনি। ল্যান্ডলাইন প্রায় ল্যান্ডমাইনের মত ভয়ানক ছিল। দুপক্ষেই বাবা, মা, দাদা ইত্যাদিরা ফোন তুলত প্রথমে। এই সব ইনুন্তি বিনুন্তি প্রবলেমের ধাক্কায় গল্পটা তলিয়ে গেল কবে যেন ..
  • Lama | ১৮ মার্চ ২০১০ ২৩:৩৪ | 203.99.212.54
  • উনি আর গুরুতে আসবেন কি? উনি নিজেই পরম গুরু।
  • Arpan | ১৮ মার্চ ২০১০ ২৩:৩৩ | 112.133.206.20
  • সহধর্মিনী এই গল্পটা জানে না। গুরুতে আসে না বলেই তো ছাড়লাম। ;-)
  • san | ১৮ মার্চ ২০১০ ২৩:৩৩ | 115.117.227.196
  • সত্যকে কাটছাঁট? ছি ছি, এসব শুনলেও পাপ হয়। রামরামরামরামরাম।
  • Lama | ১৮ মার্চ ২০১০ ২৩:৩২ | 203.99.212.54
  • আমার অবশ্য সহধর্মিনীর খাতিরে সত্যগুলো মাঝে মাঝে পরিবর্তিত হয়ে যায়, যেমনঃ যখন চিংড়িঘাটা থাকি, তখন বলি "রুবির কাছে'
  • Binary | ১৮ মার্চ ২০১০ ২৩:৩২ | 148.141.31.203
  • আরে অপ্পন, এই গপ্পটা তোমার সহধর্মিনী এসে বলে যাক, তাইলেই সত্যটা বজায় থাকে।
  • Binary | ১৮ মার্চ ২০১০ ২৩:৩০ | 148.141.31.203
  • সত্যের খাতিরে কয়টা সহধর্মিনী না হয় পরিবর্তন হলই !!!
  • Lama | ১৮ মার্চ ২০১০ ২৩:৩০ | 203.99.212.54
  • না না, সহধর্মিনী আর পরিবর্তন হবে কি করে? বরং সত্যকে একটু কাটছাঁট করা যায় দরকার মতো (বিশেষ করে সহধর্মিনীকে খুশি রাখতে)
  • Arpan | ১৮ মার্চ ২০১০ ২৩:৩০ | 122.252.231.12
  • আর শুধু শ্বশুরমহায় না। এইবার লুরু এসে মুদির দোকানে ঢুকে আমার পিতৃদেবের প্রশ্ন, "ডিম রাখতা হ্যায়, ডিম?'
  • a x | ১৮ মার্চ ২০১০ ২৩:২৯ | 143.111.108.124
  • অঞ্জনা-পার্থ সংবাদ এরপর আর এগোয়নি?
  • Binary | ১৮ মার্চ ২০১০ ২৩:২৮ | 148.141.31.203
  • হ্যাঁ, সত্যি বলতে ভয় কি ?
  • Lama | ১৮ মার্চ ২০১০ ২৩:২৮ | 203.99.212.54
  • শ্বশুরমশায়ের আরো কীর্তিঃ বাজার থেকে ফিরে "লাফানো কইমাছ এনেছি' বলে থলি উপুড় করতেই চারটে মাছের মাথা বেরিয়ে এল। উনি চিন্তিত হয়ে বললেন, "কেনার সময় তো ধড়গুলো ছিল'
  • san | ১৮ মার্চ ২০১০ ২৩:২৭ | 115.117.227.196
  • হুঁ, সহধর্মিণী পরিবর্তন করা যায়, সত্য অবিচলিত ও অপরিবর্তনীয়।
  • tkn | ১৮ মার্চ ২০১০ ২৩:২৭ | 122.173.184.111
  • প্রবাসী, দুরন্ত হিন্দী বলিয়ে বাঙালীরা দিব্যি খাসা বাংলাও বলে। আমার গিরিডিবাসী মাস্তুতো দাদা কলকাতায় এসে আমার বন্ধু অঞ্জনার সঙ্গে আলাপ করার সময় খুব স্মার্ট মুখ করে বলল "আমি পার্থ হচ্ছি"... অঞ্জনা একগাল হেসে উত্তর দিল "পুরোপুরি হয়ে গেলে খবর দেবেন। এসে আলাপ করে যাব"
  • Lama | ১৮ মার্চ ২০১০ ২৩:২৬ | 203.99.212.54
  • সহধর্মিনীর ভয়ে সত্যি কথা বলব না নাকি?
  • sayan | ১৮ মার্চ ২০১০ ২৩:২৪ | 59.164.108.222
  • টিকেন, আহা নিজেরই তো আছে একটা, ওটাই ভেজে খাবো'খন। বেফালতু কালোবাজারি কেন আবার।
    তবে ভ্যাক্‌সিন থাকলে ট্রাই করকে দেখেঙ্গে। ঃ-)
  • Binary | ১৮ মার্চ ২০১০ ২৩:২২ | 148.141.31.203
  • মর্মপীড়া-র ভাইরাস, স্টেইন চেঞ্জ কত্তেই থাকে কত্তেই থাকে, ভ্যাকসিনে কি কাজ দেয় ????
  • san | ১৮ মার্চ ২০১০ ২৩:২১ | 115.117.227.196
  • এইটা আমার দিদির শাশুড়িও বলেছিলেন। কাদের কাদের যেন খেতে দিয়ে বলেছিলেন, 'শরম টরম তো কুছ হ্যায় নেহি, আচ্ছাসে খানা খাও'। ইত্যাদি।
  • nyara | ১৮ মার্চ ২০১০ ২৩:২১ | 203.83.248.37
  • আমার বন্ধুর বাবা বেড়াতে গিয়ে বাজারে গিয়ে খুব 'চিড়িয়া' খুঁজছিলেন। শেষে মুদির দোকানে গিয়ে পেলেন। ওনার ব্রেকফাস্টে চিঁড়ে-দই না হলে চলে না।
  • Arpan | ১৮ মার্চ ২০১০ ২৩:২১ | 112.133.206.20
  • হিন্দি নিয়ে এত খোরাক করার কিছু নেই। বাঙালির ইংরেজিও সময়বিশেষে তথৈবচ।

    আমার এক পাড়াতুতো দাদা ডিজিটাল ক্যামেরায় ছবি দেখে বলেছিল, "বাঃ। বেশ ক্লিয়ারিটি তো।'
  • Binary | ১৮ মার্চ ২০১০ ২৩:২০ | 148.141.31.203
  • এতদ্বারা লামা প্রমান করিলেন, ওঁ-র সহধর্মিনী গুরু-তে আসেন না।
  • Lama | ১৮ মার্চ ২০১০ ২৩:১৯ | 203.99.212.54
  • আর আমার বন্ধু সৌমেনের মা সৌমেনের পুনের ফ্ল্যাটের গৃহপ্রবেশে প্রতিবেশীদের মধ্যে সিন্নি পরিবেশন করছিলেন, আর বলছিলেন "খাও, খাও। শরম ভি নেহি হ্যায়।' (খাও, খাও। লজ্জা কোরো না।)
  • a x | ১৮ মার্চ ২০১০ ২৩:১৭ | 143.111.108.124
  • ঃ-))
  • Lama | ১৮ মার্চ ২০১০ ২৩:১৭ | 203.99.212.54
  • শ্বশুরমশায়রা ওরকমই হয়ে থাকেন। কিন্তু সবাইকে টেক্কা দিয়েছেন আমার শ্বশুরমশায়। উনি সত্যজিত রায়ের ভক্ত। সত্যজিতবাবু যখন মৃত্যুসজ্জায় তখন উনি ঠিক করলেন সত্যজিত যখন পরলোকগমন করবেন তখন উনি একদিন উপোস করবেন। যথারীতি সত্যজিত রায়ের মৃত্যুর পর উপোস শুরু হয়েছে, আমার বাঁজখাই দাদাশ্বশুর খাবার টেবিলে জ্যেষ্ঠ পুত্রকে অনুপস্থিত দেখে কারণ জানতে চাইলে তাঁকে কারণ জানানো হল। দাদাশশুর বললেন। " হ্যা না খাইলে কি মরা ব্যাটা বাইচ্চা উঠব?' তখন শবশুরমশাই ভুল বুঝতে পেরে গোটা কুড়ি লুচি খেয়ে উপবাস ভঙ্গ করলেন।
  • tkn | ১৮ মার্চ ২০১০ ২৩:১৬ | 122.173.184.111
  • সায়ংকবি, মোঃ ওয়েলকাম। তবে, কোনো অসুখই তো পথ্যে সারেনা। পীড়া বার বার ফিরে এলে কলিজা কিন্তে কালোবাজার যেতে হবে। তাচ্চেয়ে মর্মপীড়ার ভ্যাকসিন নিয়ে রাখো বরং ঃ-)
  • san | ১৮ মার্চ ২০১০ ২৩:১৬ | 115.117.227.196
  • আমাদের চেনা একজন বাংলার বাইরে বেড়াতে গিয়ে বাসে চেপেছে। নামার আগের স্টপেজ এগিয়ে এসেছে এমন সময় দরজার সামনে এসে হলে কন্ডাক্টরকে খালি খালি বলেছিল , ভাই হাম গিরেগা গিরেগা ( আমি নামব)। কন্ডাক্টর যত সাহস দিয়ে বলে নেহি নেহি আপ নেহি গিরেঙ্গে উনি তত বলেন নেহি নেহি ভাই হাম গিরেগা !!

    শেষে কী হয়েছিল কে জানে।
  • Binary | ১৮ মার্চ ২০১০ ২৩:১৪ | 148.141.31.203
  • আরে না, ৮০ না হোক ৫০ পয়সাতো ছিলো-ই, এট্টু নাহয় বাড়ীয়ে বলেছি, অত কি ধত্তে আছে ?
  • Binary | ১৮ মার্চ ২০১০ ২৩:১৩ | 148.141.31.203
  • মার্ফিস ল, দুনিয়ার সচ্চেয় ন্যালা ক্যাবলা খোরাক লোক হচ্চে শ্বশুর মহায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত