এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ১১ মার্চ ২০১০ ২৩:৩৪ | 148.141.31.16
  • এখোনো এসে পড়িনি, পিংপং বলের মতো এদিক-ওদিক কচ্চি।
  • aka | ১১ মার্চ ২০১০ ২৩:৩২ | 168.26.215.13
  • বাড়ির চাকরিটা তো রাখতে হবে নাকি? একে তো এই বাজার। ঃ((
  • a x | ১১ মার্চ ২০১০ ২৩:৩২ | 143.111.108.45
  • বাইনারি কানাডা থেকে আম্রিকা এসে কেমনতর হয়ে গেছেন।
  • a x | ১১ মার্চ ২০১০ ২৩:৩০ | 143.111.108.45
  • এটা আমার কারেন্ট ক্রাইসিস। কি করে জানিনা আমার আইডিয়া গুলো অন্য লোকে এক বছর আগে চুরি করে নিচ্ছে!
  • Binary | ১১ মার্চ ২০১০ ২৩:৩০ | 148.141.31.16
  • আরে সেসব আবার কি ? ক্যান্সার নির্মূল করাটাকি পাথ ব্রেকিং নয় ? এখোনো কেউ করে ফেলেচে বলে শুনিনি !!

    আজ্জো পালালো নাকি, ধমক খেয়ে ?
  • Blank | ১১ মার্চ ২০১০ ২৩:২৭ | 59.93.202.32
  • আমিও তো ভাবতুম নোবেল পাবো, কিছু একটা আবিষ্কার করে। তারপর দেখি, আমি যেটাই আবিষ্কার করতে যাই, সেটাই কেউ না কেউ আবিষ্কার করে ফেলেছে।
    কি অন্যায়!!
  • a x | ১১ মার্চ ২০১০ ২৩:২৪ | 143.111.108.45
  • আরে আমার তো সেই কবে নোবেল পাবার কথা। সেই যবে স্টেটমেন্ট অফ পার্পাসে লিখেছিলাম যে শুধু আমার রিসার্চের মধ্যেই কেমন ভবে ক্যান্সার নির্মূল করে দেবার গুপ্তমন্ত্র লুকিয়ে আছে। এত বাজে বাজে লোক মশাই কমিটিতে কি বলব! নোবেল পেতে নাকি আবার পাবলিশ করতে হয়, পাথ ব্রেকিং কি সব করতে হয়! আরবিট সব দাবী!
  • Blank | ১১ মার্চ ২০১০ ২৩:২৪ | 59.93.202.32
  • আকাদা অমনি পালালো !!!!!
  • Binary | ১১ মার্চ ২০১০ ২৩:২২ | 148.141.31.16
  • আজ্জোকে হিয়ার হিয়ার, সেদিন আর দূরে নেই ....
  • rimi | ১১ মার্চ ২০১০ ২৩:২০ | 168.26.215.135
  • আকা, এইখানে না ভাটিয়ে জিটকে আয় !
  • aka | ১১ মার্চ ২০১০ ২৩:২০ | 168.26.215.13
  • অক্ষদা নোবেল পেলেই আমাদের সকলের এটা কমন পড়ে যাবে। গর্ব করে ছেলেকে বলব। ঐ দ্যাখ আমার অক্কুটে আছে, গুচতে ভাট মারি ইত্যাদি। তারপর একটা খাতা পাঠিয়ে অটোগ্রাফ নেব।
  • Binary | ১১ মার্চ ২০১০ ২৩:১৯ | 148.141.31.203
  • ক্লিভল্যান্ডে কোতায় কোতায় ? দেখি যদি এট্টু ঘুরে-টুরে আসা যায় .....

    তবে গুরুর সক্কলে যা নোবেল মাখামাখি কচ্চে, আর গুরু তে আসা চলবেনিকো, ইনি্‌ফরিয়ারিটি কম্পেলক্স হইতাচে
  • aka | ১১ মার্চ ২০১০ ২৩:১৮ | 168.26.215.13
  • বাইনারিদা আমি তো সব্যসাচীর মতন, হিসেব কষছিলাম মাত্তর। ঃ(
  • a x | ১১ মার্চ ২০১০ ২৩:১৬ | 143.111.108.45
  • ক্লিনিকের*
  • a x | ১১ মার্চ ২০১০ ২৩:১৫ | 143.111.108.45
  • এইটে কমন পড়েছে। গোটা সাতেক নোবেল দেখেছি। তিনটের সাথে মুখোমুখি কথা বলেছি।

    মিলিয়েনেয়ার রো'টাও কমন পড়েছে। ক্লিভল্যান্ডে আছে একটা। সেখানে ক্লিভল্যান্ড ক্লিনে্‌কর একটা রোটারি হাউস গোছের আছে, আম্মো তাতে নেমন্ত খেয়েছি। ঐ রাস্তায় সব আগেকার দিনের বড়লোকদের বাড়ি ছিল - রকেফেলারদের বাড়িও আছে। ইনফ্যাক্ট অনেক ডিস্ট্যান্ট অতীতে এই রাস্তাটাকে "মোস্ট বিউটিফুল রোড ইন অ্যামেরিকা" আখ্যা দেওয়া হয়েছিল। এখন ঘীর গন্ধটুকুও আর নাই।
  • Binary | ১১ মার্চ ২০১০ ২৩:১৫ | 148.141.31.203
  • যাক বাঁচা গেল, কোটি টাকাও আজ্জোর কাচে কিচুই না।
  • aka | ১১ মার্চ ২০১০ ২৩:১১ | 168.26.215.13
  • কোটি টাকা খুব বেশি টাকা আর নয় আজকের দিনে। হিসেব কষে দেখো একটি বাড়ি, একটি গাড়ি, সপ্তাহে একদিন বাইরে খাওয়া, রোজ মাছের ঝোল ভাত, সপ্তাহে একদিন মাংস এর সাথে ছেলেমেয়ের পড়াশুনো, মেডিক্যাল এমার্জেন্সি এইসবের জন্য কত টাকা হলে রিটায়ার করা যায়? ইনফ্লেশনটা মাথায় রাখতে হবে। চোখ কপালে উঠে যাবে গ্র্যান্টি রইল।
  • Du | ১১ মার্চ ২০১০ ২৩:১১ | 65.124.26.7
  • ন্যাড়াবুর টা ইফি, অপ্পনেরটা একেবারে সলিড ঃ) এক লৌতা তো
  • Du | ১১ মার্চ ২০১০ ২৩:১০ | 65.124.26.7
  • * ঘ্যামা লিস্টে নয় , লিস্টে ঘ্যামা অ্যাডিশন হবে
  • Tim | ১১ মার্চ ২০১০ ২৩:০৮ | 198.82.19.231
  • যাক, ভাটের সুবাদে অন্তত দুজন কোটিপতির সাথে আলাপ হয়েচে।
  • Tim | ১১ মার্চ ২০১০ ২৩:০৫ | 198.82.19.231
  • ঃ-)
    নোবেলক আমি বেশি দেখিনি। এক-দুজন হবে হয়ত। তাও অনেক দূর থেকে। সেদিক থেকে ইয়ে হওয়ার মতই ব্যাপার।
  • nyara | ১১ মার্চ ২০১০ ২৩:০০ | 122.166.161.133
  • দুকুরদি আমার আর অর্পণের এক্সপেন্সে কী জোক মারলেন বুঝতে পারলাম না।
  • Du | ১১ মার্চ ২০১০ ২২:৫৬ | 65.124.26.7
  • ঠিক জানতাম ঃ) ওরে, কাঙালীভোজনের নাম শোননি?
    তবে আমার নেমন্তের ঘ্যামা লিস্টে এই শনিবার এমন একটা অয়াডিশন হল যে না শুনিয়ে পারছি না। এক ছেলের বিয়েতে গেসলাম। মেয়েপক্ষের লোক টোস্ট দিয়ে বলে - her father is a distingished economist Nobel laureate and all that শুনে এমন হাভাতেপনা হল মনে -লজ্জার ব্যপার । তোমরা ইউনি লোকজন নিশ্চয় অনেক নোবেল পাব্লিক দেখেছ কিন্তু আমার এত ক্লোজ ব্রাশ এই প্রথম। মনের মধ্যে এমন একটা awe এর ফীলিং হল, যেটা হবে বলে কোনওদিন ভাবিনি।
  • aka | ১১ মার্চ ২০১০ ২২:৫০ | 168.26.215.13
  • দুদির এই ধাঁধাটা বুইতে পারি নি। অপ্পন আর ন্যাড়াদা ভোটে দাঁড়াচ্ছে নাকি? কোন পার্টি? আমারও ভোটে দাঁড়ানোর ইচ্ছে, কিন্তু কেউ আমাকে নেয় না।
  • aka | ১১ মার্চ ২০১০ ২২:৪৫ | 168.26.215.13
  • আপাতত এক মিলিয়ন টাকা হলেই আমি দুদিকে নেমন্তন্ন করে খাওয়াব।
  • Tim | ১১ মার্চ ২০১০ ২২:৪৩ | 198.82.19.231
  • বাব্বা সবাই কত বড়োনোক! মিলিওনেয়ারের পাড়ায় নেমন্তন্ন খেতে যায় (ওটাই দুদির পাড়া কিনা কে জানে)! আমারো আর পোশ্নো করার ধ্বক নাই।
  • Du | ১১ মার্চ ২০১০ ২২:২৫ | 65.124.26.7
  • ড্যালাসে একটা মিলোয়নেয়ারস রো আছে। সেখানে একবার নেমন্ত খেতে গিয়েছিলাম । হুহা বাড়িদের মাঝখানে এখনও টিকে আছে কটা ছোট্ট বাড়ী বিস্তৃত মাঠ আর ব্যাক ইয়ার্ডে পুরোনো সাইকেল দোলনা - বহু বছর আগের ধুধু হাফ গ্রাম ড্যালাসের সাধারণ পাড়ার স্মৃতি নিয়ে।
  • a x | ১১ মার্চ ২০১০ ২২:১৩ | 143.111.108.45
  • প্রশ্ন ১) কোটি টাকার সম্পত্তি থকলে ভোটে দাঁড়ান যায়না? এই যে এত এত ফিলিম স্টাররা দাঁড়ায়?

    প্রশ্ন ২) ন্যাড়া বাবু ও অর্পণের কোটি টাকার সম্পত্তি আছে?

    ঃ-০ আর প্রশ্ন করার ধ্বক নাই।
  • Du | ১১ মার্চ ২০১০ ২২:০৯ | 65.124.26.7
  • ঃ)
  • Binary | ১১ মার্চ ২০১০ ২১:৫৭ | 148.141.31.203
  • ক্ষেঃ ক্ষিঃ ? আমি আবার কোদ্দিয়ে এলুম ? আমি জেবনে ভোট-ই দেই নাই তো ভোটে দাঁড়ামু ক্যামনে ?
  • Arpan | ১১ মার্চ ২০১০ ২১:৫১ | 112.133.206.20
  • হেঃ দুদি বাইনারিদা আর সৈকতরে (সইকত নয়) ভুইল্যা গ্যাসেন। ঃ-)
  • vikram | ১১ মার্চ ২০১০ ২১:৩৫ | 193.120.76.238
  • অর্পন, কোনটা রিস্ক আর কোনটা নয়, সেটা নিজে মনে মনে ঠিক করো। এবারে যে ঘটনাটার রিস্ক বার করছো, সেটাকে লক্ষ লক্ষ বার ছক্কা চালার মতো করে যা যা ইনপুটের কম্বিনেশান হতে পারে তাই দিয়ে বের করে দেখো। প্রত্যেকবার দেখার সময় চেক করো পাশ না ফেল। লক্ষ লক্ষ বারে যতগুলি ফেল হলো সেটা গুনে রাখো। যতগুলি ফেল তাকে যত লক্ষ বার চেলেছো তাই দিয়ে ভাগ দাও। যা পেলে তাই হলো রিস্ক।

    এইটা গাঁত উপায়, কিন্তু খুব কাজের। গাঁত উপায়ে থাম্ব রুল হলো যে অর্ডারের র্স্ক অ্যাক্সেপ্টেবল, একশোকে তাই দিয়ে ভাগ দিলে কত লক্ষ বার চালতে হবে ঠিক ঠাক রেজাল্টের জন্য সেটা বেরোয়। মানে ধরো 10[-6 লেভেলের বেশি রিস্ক হলে তোমার ইসে টাকে উঠে যাবে। সেক্ষেত্রে ১০০/১০[-৬ , মানে ১০[৮ বার চালতে হবে। কনভার্জেন্স।

    কিন্তু কোনো গ্রান্টি নাই। অনেক সময় ত্যাঁদোড় প্রব্লেমে আরো ভাবাভআবি কত্তে হয়।

    কিন্তু মোদ্দা আইডিয়া রিস্কের পার্সপেক্টিভ থেকে এই।
  • Du | ১১ মার্চ ২০১০ ২১:০২ | 65.124.26.7
  • সিওর নই, কিন্তু ঐ কোটির হিসাবের এইরকমই কোন ব্যাপার আছে বলে আমার মনে হয়েছিল। ন্যাড়াবু আর অপ্পন ভোটে দাঁড়ায়েন/ও না যেন ।
  • nyara | ১১ মার্চ ২০১০ ২০:১৭ | 122.166.161.133
  • কমদামী মেশিনে হাডুপ ক্লাস্টার বানিয়ে প্যারালেল প্রসেসিং না করে সুপার-কম্পিউটার কেনার সুবিধেটা কী? যদি না মিশন ক্রিটিকাল অ্যাপ্লিকেশন হয়।

    জানতে চাইছি।
  • kc | ১১ মার্চ ২০১০ ২০:১৭ | 89.203.49.18
  • ভয় পেয়োনা, সবাই আছে তো!!
  • Samik | ১১ মার্চ ২০১০ ২০:০৭ | 12.191.136.2
  • বড্‌ডো ভয় করছে। ঃ-(
  • Samik | ১১ মার্চ ২০১০ ১৮:০২ | 12.191.136.3
  • না কনফিউশন হয় নি। আমি আগে তো তিন বছর ধরে ঐ এনিপিজেডেই যেতাম টিসিএস আপিসে। তারপরে আর যাই নি সেও চার বছর হয়ে গেল।
  • shrabani | ১১ মার্চ ২০১০ ১৭:৫৬ | 124.124.244.109
  • আমার মনে হয় তোমার এন ই পি জেড আর এনটিপিসি তে কনফিউজন হয়েছে।
    নয়ডায় ধারেপাশে রেসিডেন্সিয়াল জায়গা তো খালি নেইই প্রায়, সবই ঐ দুরে দুরে এখন, যা খালি দেখা যায় সেগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে, বিল্ডাররা নানা কারণে কাজ শুরু করছেনা। কোঅপারেটিভ কে দেওয়া তো অনেকদিন বন্ধ হয়ে গেছে। কয়েকবছর আগেই তো এত ল্যান্ড স্ক্যাম নিয়ে মিডিয়া ক্ষেপেছিল!
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১৭:৩৯ | 216.52.215.232
  • এ আর এমন কী দূর! লোকে এর থেকেও বেশি দূর থেকে এখানে এসে অফিস করে।
  • Samik | ১১ মার্চ ২০১০ ১৭:৩৮ | 12.191.136.3
  • আমার বাড়ি থেকে তা হলে কুড়ি বাইশ কিমির কম নয় ঃ-০
  • Samik | ১১ মার্চ ২০১০ ১৭:৩৭ | 12.191.136.3
  • তাইলে অবশ্যই ডাইভার্জ করিচি।
  • Samik | ১১ মার্চ ২০১০ ১৭:৩৭ | 12.191.136.3
  • আরে হ্যাঁ, তা অবশ্য। ছেচল্লিশ সাতচল্লিশ ঐ ভঙ্গেল পেরিয়ে যেতে হয়, তাই না? আমি আন্দাজ করছিলাম এন্টিপিসির রাস্তায় পড়ে।
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১৭:৩৬ | 216.52.215.232
  • ও, আচ্ছা, বহেনজির রাজ্যপাট! ঃ)
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১৭:৩৫ | 204.138.240.254
  • যাঃ। তুমিই তো লিখলে? নাকি সে অন্য বেথে!
  • shrabani | ১১ মার্চ ২০১০ ১৭:২৮ | 124.124.244.109
  • শমীক মনেহয় নয়ডার চালু সেক্টর গুলোরই খোঁজখবর রাখো। ৪৬ ৪৭ এসব অনেক দুরে এন ই পি জেডের রাস্তায় গিয়ে অনেক ভেতরে যেতে হয়। সেক্টর নাম্বার শুনলে মনে হয় এসব পাশাপাশিই হবে কিন্তু তা নয়।

    দু চার কিমি নয় অনেকটাই দুর, আমর বাড়ি এক প্রান্তে আর এসব জায়গা আর এক প্রান্তে। সেদিন দেখতে গেলাম বলে জানলাম। তবে তোমার বাড়ির থেকে দুরত্ব কম তো বটেই, যতই হোক জেলাটা তো একই, গৌতম বুদ্ধ নগর!ঃ)
  • Samik | ১১ মার্চ ২০১০ ১৭:০৯ | 12.191.136.3
  • না, বেথের কাজ বেথে করে নি। আমার বাড়ি থেকে সাতচল্লিশ যত দূর, তার তুলনায় অনেক কাছে থাকে শ্রাবণী। দু-চার কিলোমিটারের মধ্যেই। আমার ক্ষেত্রে দূরত্বটা বারো চোদ্দ কিমি হবে। ঃ-)
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১৭:০০ | 204.138.240.254
  • হু। বেথের কাজ বেথে করেছে। ঃ-)
  • shrabani | ১১ মার্চ ২০১০ ১৬:২২ | 124.124.244.109
  • শমীককে আর কতবার বলতে হবে আমি কোথায় থাকি, সেদিনও গিয়ে বললাম!

    নয়ডা তে একটাই শপ্রিক্স আছে, তার পিছন দিকেই আমি থাকি সেখান থেকে ৪৭ ইত্যাদি প্রচুর দুর। একদিন ইন্টেলি কে কোনো ডিরেকশন দিতে গিয়ে এ নিয়ে এখানেও বহুত কথা হয়েছিল।

    নয়ডায় সেঃ ৪৭, ৪৬ এসব নতুন আসছে। এখনো রাস্তাঘাটও অনেক বাকী, ছড়ানো ছিটানো কোঠি বাড়ী আছে এদিক সেদিক কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নেই। আমি সেদিন ওদিকে একজনকে নিয়ে গার্ডেনিয়ার সাইটে গেছিলাম। সবে মাটি খোঁড়া শুরু হয়েছে।
    এছাড়া নয়ডায় বাড়ী ঘরদোর আসছে এক্সপ্রেসওয়ে আর হিন্ডনের ধারে, এখানেও সব ফাঁকা।

    আমাদের সেক্টরে তিনটে খালি জায়গা ব্যাপক দাম দিয়ে গার্ডেনিয়া আর প্রতীক কিনে করছে, তাতে হাত ছোঁয়াতে আমাদের চেনাজানা সাধারণ লোকে পারেনি।

    আমি জানিনা এজেন্টরা যা বলে তাতে কিছু বাদ দিয়েও আমাদের সেক্টরে পাঁচবছরে প্রায় পাঁচগুণ দর বেড়েছে!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত