তার জন্য তো উদয়াস্ত দাসখত লিখে দিয়েছি। তার মানে তো তাই দাঁড়াল।
lcm | ১০ মার্চ ২০১০ ১২:২৯ | 69.236.183.240
কেন, তোমাদের তো আছে। ১০% ইনকাম ট্যাক্স ই তো জমিদারি।
Arijit | ১০ মার্চ ২০১০ ১২:২৯ | 61.95.144.122
ছি অপ্পন - আজ না ওয়ার্ল্ড নো স্মোকিং ডে?
;-)
Arpan | ১০ মার্চ ২০১০ ১২:২৮ | 216.52.215.232
আমিও এই বিড়ি খেতে বেরিয়ে এই গাড়ি আর স্পিডোমিটারের কথা ভাবছিলাম।
হায় জগদীশচন্দ্র!
Arpan | ১০ মার্চ ২০১০ ১২:২৬ | 216.52.215.232
লসাগুদাঃ তার আগে একটি পৈতৃক জমিদারি থাকা আবশ্যক। অথবা লুরুতে চার পাঁচটি ফ্ল্যাট।
lcm | ১০ মার্চ ২০১০ ১২:২৩ | 69.236.183.240
হ্যাঁ।
a x | ১০ মার্চ ২০১০ ১২:২২ | 99.165.171.34
গাড়ি না থাকলে গতিবেগ বুঝবেনা? ;-)
a x | ১০ মার্চ ২০১০ ১২:২২ | 99.165.171.34
এলসিএমের একটি কন্যা আছে, না? সেই ক্যালিতে ভাটের ছবিতে দেখেছিলাম বোধহয়।
lcm | ১০ মার্চ ২০১০ ১২:২০ | 69.236.183.240
ধুর! অপ্পন যে কি বলে। .... মন দিয়ে সিনেমা দেখো...
byaang | ১০ মার্চ ২০১০ ১২:১৫ | 122.172.54.199
উফ্ফ্ফ, দের কি বুদ্ধি! গাড়ি তে বসিয়ে গতিবেগ বোঝানো, এতো আমার মাথাতেই আসে নি। আজ থেকে দেকে আমার অভিধান করলাম, আটকে গেলেই দেকে জিগাবো। ঃ-))
byaang | ১০ মার্চ ২০১০ ১২:১২ | 122.172.54.199
হায় হায় দে, গরমের ছুটিতে আমি আর ছেলে প্ল্যান করেছিলাম লীলা মজুমদার পড়ার। সে এখনি বদ্যিনাথের বড়ি, দিনদুপুরে,ঘোঁতন কোথায় ইত্যাদি পড়ে চমৎকৃত! পুজোর ছুটি মোট্টে ১০দিন, তাতেও স্কুল থেকে হোমওয়ার্কের বোঝা চাপিয়ে দেয়। এ যে আমার কি শাস্তি হোলো!!
de | ১০ মার্চ ২০১০ ১২:১১ | 59.163.30.2
গতিবেগ বোঝাবে? একটু ফাঁকা রাস্তায় ভোরবেলা নিয়ে যাও -- গাড়ির পাশে বসাও আর মিটারের দিকে নজর রাখতে বলো -- মোটামুটি যে দূরত্ব তুমি জানো -- প্রায় এক কিলোমিটার -- সেটা বিভিন্ন গতিতে চালিয়ে বোঝাও -- হয়ে গেলো!
Arpan | ১০ মার্চ ২০১০ ১২:১১ | 216.52.215.232
... মন দিয়ে উপার্জন কর।
(যার কাজ যার সাজে। সেইটাই ভালো)
lcm | ১০ মার্চ ২০১০ ১২:০৯ | 69.236.183.240
আরে ধুর! সব এক। শেষে গিয়ে সব এক্কারে ফ্ল্যাট। যখন সেভেন/এইট/নাইনে উঠবে তখন চ্যালেঞ্জ মাথায় উঠল, যা পারিস কর বাবা, একটু বুঝে শুনে পড়িস। কয়েকটা এক্সট্রা টিউটর ঠুকে দিয়ে আলার নামে ছেড়ে দিয়ে ...
পাই, হোমি ভাবা তে কুচোদের জন্য কিছু নাই, ওখানে তো আম্মো গেছি! এতো ছোটদের বাবা-মা ছাড়া গতি নাই!
ব্যাং, দেখেই ঘাবড়িও না, গরমের ছুটি, পুজোর ছুটি গুলোকে কাজে লাগাও -- এগুলো কোন ব্যাপারই না!
Arpan | ১০ মার্চ ২০১০ ১২:০৮ | 216.52.215.232
থ্রিতে কেসিনাগের বইতে ছিল। সরকারী গণিতে (নব গণিত মুকুল) ছিল না।
byaang | ১০ মার্চ ২০১০ ১২:০৭ | 122.172.54.199
কিন্তু ক্লাস ২য়ে কি গতিবেগের অংক কষতুম নাকি? আমারটা এখন ১ থেকে ২য়ে উঠতে যাচ্ছে, তাকে কেমন করে এসব ব্যাপার বোঝাই?
Arpan | ১০ মার্চ ২০১০ ১২:০৪ | 216.52.215.232
হায়! এইগুলি সব কেসি নাগ মশায় থেকে টোকা! ;-)
খালি ইংরেজি জানতুম না বলে কচিবয়সে অলিম্পিয়াডে বসা হল না। (ফ্যাঁচ! ফ্যাঁচ)
byaang | ১০ মার্চ ২০১০ ১২:০২ | 122.172.54.199
নমুনা ৩)
A planet, which travelled at 30km per minute, collided with another planet that travelled at 40km per minute. How far apart were the two planets 5 minutes ago?
নমুনা ২) A teacher divides 26 students into four groups. The number of students in each group is different. How many students are in the smallest possible group?
এটাও ২-৩র জন্য
a | ১০ মার্চ ২০১০ ১১:৫৬ | 208.240.243.170
অর্পন দা, প্লে স্কুলের বিষয়ে কিছু জানার ছিলো, কোন মেল আইডিতে মেল করলে এখন দেখতে পাবে?
byaang | ১০ মার্চ ২০১০ ১১:৫৬ | 122.172.54.199
বুঝলুম দে! (দীর্ঘশ্বাস ছেড়ে)
Arpan | ১০ মার্চ ২০১০ ১১:৫৪ | 216.52.215.232
কোন ক্লাস লেখা নেই। আমি শুরুর দিকের কয়েকটা প্রশ্ন দেখছিলাম। আয়তক্ষেত্রের বা বার্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা ক্লাস ফাইভের আগে কষতাম?
byaang | ১০ মার্চ ২০১০ ১১:৫৪ | 122.172.54.199
নমুনা ১) It takes Prof. Sullivan 11minutes to stroll pass the twelfth lamp post along a quiet road. How many lamp post would he have strolled pass after 30minutes?
এটা জুনিয়র ২ লেভেল, ক্লাস ২-৩ এর বই থেকে নেওয়া।
de | ১০ মার্চ ২০১০ ১১:৫১ | 59.163.30.2
দ্যাখো, গতানুগতিক ধরণের পড়ানোতে বেশীর ভাগ বাচ্চারা (99.999999...%)বোরড ফীল করে। ইন্টারেস্টটা তোমায় গ্রো করাতে হবে -- মজা করে -- চ্যালেঞ্জ করে -- ক্রমাগত ইনোভেটিভ থাকার চেষ্টা করে। সায়েন্সের প্রিন্সিপল বই দেখিয়ে পড়ানোর চাইতে ছোট ছোট এক্সপেরিমেন্ট করে দেখালে অনেক বেশী এফেক্টিভ! খুব ছোট্ট উদাঃ ওয়াটার সাইকল তুমি বই থেকে পড়াতে পারো আবার এভাবেও পারো --
ফ্রিজের ট্রে থেকে বরফের কিউব বাচ্চাকে বলো বার করতে -- ঠান্ডার ফিলিংস হবে -- ওটাকে একটা পাত্রে রেখে গরম করতে বলো-- জল হলো -- আরো গরম -- ভেপার দেখাও --ফীল করাও -- তারপরে ডীপ ফ্রীজ থেকে একটা ঠান্ডা থালা বার করে সেটা টগবগ করে ফোটা জলের মুখে ধরো -- কন্ডেন্সেশন --ঐ থালার জলটা আবার ফ্রীজে রেখে জমাট বাঁধিয়ে দেখাও --
এতে অবশ্য প্রিসিপিটেশান বোঝানো গেলো না --কিন্তু তাও তুমি কিছুটা শেখাতে পারলে। এইরকম নানা জিনিস করার চেষ্টা করতে হবে সবসময়!
byaang | ১০ মার্চ ২০১০ ১১:৫০ | 122.172.54.199
আকা, অপ্পনের সাইটটা দেখে আমিও এট্টু ঘেঁটে গেছি। ওগুলো কোন ক্লাসের বলা নেই। আমার কাছে ঐ স্যাপের বইগুলো আছে। তোমাকে পাঠাচ্ছি, কয়েকটা স্যাম্পল।
aka | ১০ মার্চ ২০১০ ১১:৪৭ | 24.42.203.194
অপ্পন থ্যাংকু। কিন্তু এগুলো কি টু থ্রিএর অংক? ঘাবড়ে গেলুম তো। ফুটকি মেল করো কিন্তু।
kc | ১০ মার্চ ২০১০ ১১:৪৪ | 194.126.37.5
অক্ষদা দুদির মত ধাঁধা মোডে চলে গেল কেন?
byaang | ১০ মার্চ ২০১০ ১১:৩৮ | 122.172.54.199
হ্যাঁ দে, আমিও বইপত্তর যা যা বাজারে পাওয়া যায় ঘেঁটে ঐ স্যাপের বই কিনেছি। কিন্তু যা বুঝলাম, শুধু বই দিয়ে হবে না, নিজে সাথে বসে প্রচুর রগড়াতে হবে। স্কুল তো সিলেক্ট করেছে, ক্লাসের পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে। এখন পুরোটা আমার ঘাড়ে চেপে গেলো। কোনো পরীক্ষায় ভালো করার উদ্দেশ্য নিয়ে কোনো কিছু শেখা, এটা আমার ঠিক ভালো লাগে না। তাই তোমাকে জিজ্ঞেস করছিলাম এই পরীক্ষায় ভালো করাটা কতটা জরুরি? আর ওর সায়েন্সে, অংকে উৎসাহ আছে কিনা, সেটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। তার সামনে পড়ার বই আর গল্পের বই রাখলে সে গল্পের বই বেছে নেবে, আর রাত ৮ঃ০০টা নাগাদ বিবেকের তাড়না অসহ্য হলে গুটি গুটি পড়ার টেবিলে বসবে। ঃ-) আমার এতে কোনো অসুবিধে নেই। কিন্তু ঐ যে স্কুলের প্রেশার এবং পীয়ার প্রেশার!!
a x | ১০ মার্চ ২০১০ ১১:২৬ | 99.165.171.34
আর দোষ হয় মাওবাদীদের!
de | ১০ মার্চ ২০১০ ১১:২৪ | 59.163.30.2
ব্যাং-কে, আমার অ্যানুয়াল এক্সাম চলছে তো ঃ)), তাই কাল পরে আর লিখতে পারিনি।
পরীক্ষার চাপ না নিয়ে যদি একটা বাচ্চা সাধারণ সায়েন্স-এর লজিক গুলো প্রথম থেকেই একটু এগিয়ে শেখে তাতে ক্ষতি তো কিছু নেই! তবে বইপত্র কিনে তুমি সিলেবাস সম্বন্ধে একটা ধারণা করা ছাড়া আর কিছুই হবে না -- কারণ ফান্ডা ক্লীয়ার থাকলে তবেই অ্যানসার দিতে পারবে-- আদার-ওয়াইজ বই গিলিয়ে কোন লাভ নেই। একই রকম ভাবে ম্যাথ্স এর জন্যও তোমাকে ভেবে নানা রকম ভাবে শেখাতে হবে। মোদ্দা কথা তোমাকে অনেকটা টাইম স্পেন্ড করতে হবে বাচ্চার পিছনে। অনেক ছোট বাচ্চাদের জন্যও নেট -এ একটা kangaroo-math বলে একটা এক্সামের website আছে -- সেটা দেখলে কিছু আইডিয়া পেতে পারো। ওটা একটা international exam, Germany তে থাকাকালীন আমার মেয়ে ঐ গুলো দিতো -- সেখানে অবশ্য পুরো চাপ স্কুল নিতো , আর এখানে পুরোটাই আমাকে নিতে হয়।
Rajdeep | ১০ মার্চ ২০১০ ১১:২৩ | 202.79.203.59
de ঃ)))
de | ১০ মার্চ ২০১০ ১১:১৩ | 59.163.30.2
পুঁইশাক সম্বন্ধীয়ঃ
স্থান -- সর্দারজীর ইন্ডিয়ান স্টোর, স্টুটগার্ট। পাত্র-পাত্রী -- স্টুটগার্ট ইউনিভার্সিটির কতিপয় উত্তর-ভারতীয় (সম্ভবত উঃপ্রঃ আর পঞ্জাবী , সর্দার নয়)স্টুডেন্ট
আমিও বেশ কিছু জিনিস কিনে লাইনে দাঁড়িয়েছি দাম দেবো বলে, আমার একটু আগে লাইনে শুনি প্রচন্ড বাগবিতন্ডা, পাবলিক পুঁইশাক আর তার সাথে পনিরের দাম ফেরত চাইছে, সর্দারজীও কিছুতেই ফেরত দেবে না! লাইন আর এগোয় না দেখে আমি নারদের কৌতূহলে এট্টু এগিয়ে সেই ছেলেদের একজন, যে এট্টু কম মারমুখী ছিলো তাকে পাকড়ে জিগালাম ব্যাপারটা কি? সে বল্লো, গত দিন তাদের এক উত্তর ভারতীয় গেট-টুগেদারের আগে তাদের প্ল্যান ছিলো পালক পনীর বানাবে, সেই মতো দোকানে এসে পনীর কিনেছে, পালক খুঁজতে গিয়ে দেখে সেটা ফুরিয়েছে, পাশে মোটামোটা পুঁইয়ের পাতা দেখে তাদের ধারণা হয় এটে আরো ভালো ঘন সবুজ পালক-পনীরের গ্রেভী হবে। সর্দারজীকে জিগিয়েছে -- ইয়ে পালক য্যায়সা বনতা হ্যায় ক্যা? আর সেও হ্যাঁ করে দিয়েছে! -- এর পরে তারা সেই পুঁইশাক দিয়ে পালক-পনীর বানিয়েছে -- ফল যে কি জঘন্য হয়েছে তা মুখযুদ্ধের তোড় দেখেই বোঝা গেলো! তো আমি সেই ছেলেটাকে একটু শান্তমতো দেখে তাকে পুঁইয়ের, কুমড়ো আলা একটা রেসিপি লিখে দিয়েছিলাম। পুঁইশাক, আমার মতে, নিরামিষের চাইতে আমিষ বেশী ভালো লাগে -- ইলিশের মাথা দিয়ে, যেকোন বড় মাছের তেল দিয়ে ছ্যাঁচড়া, বা চিংড়িমাছ দিয়ে -- সেগুলো তো আর তাদের বলা গেলো না -- তারা যে শাকাহারী!
shrabani | ১০ মার্চ ২০১০ ১০:৫২ | 124.124.244.109
m, পুঁইশাক কেরালায় আমার শাশুড়ী খুব সরু করে বাঁধাকপির মত কুটে নারকেল দিয়ে একটা ভাজা ভাজা কিছু বানায়, খেতে বেশ ভালো লাগে।
Arijit | ১০ মার্চ ২০১০ ১০:৩৬ | 61.95.144.122
Bendtner বহুদিন পর গোল করলো...
Arpan | ১০ মার্চ ২০১০ ১০:৩৪ | 204.138.240.254
হ্যাঁ, পুণ্য। ঃ P
Arijit | ১০ মার্চ ২০১০ ১০:২৫ | 61.95.144.122
গঙ্গাচানের চে বড়;-)
a x | ১০ মার্চ ২০১০ ১০:২৫ | 99.165.171.34
পুণ্য যদিও হবেনা।
Arpan | ১০ মার্চ ২০১০ ১০:২২ | 216.52.215.232
যাই, সকাল সকাল প্রতিদিন পড়ে আসি। পূণ্য হবে। ঃ)
byaang | ১০ মার্চ ২০১০ ১০:২০ | 122.172.54.199
হ্যাঁ ফুটকি, আমিও ঐ বইগুলোর কথাই বলছিলাম, আমার কাছে জুনিয়র ১ আর জুনিয়র ২ আছে। থ্যাংকু।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন