এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ২৩:০৯ | 97.80.157.9
  • আকা,শুনি শুনি
  • san | ০৬ মার্চ ২০১০ ২৩:০৯ | 219.64.64.242
  • কেন, মিঠুদি তো উজান, ভুতো, রাই এদের সকলের বাবামাকেই তুমি বলে দেখি !!!
  • aka | ০৬ মার্চ ২০১০ ২৩:০৮ | 24.42.203.194
  • হ্যাঁ বন্ধুর মাদের কাকিমা বলি কিন্তু আপনি বলি। এমনকি শ্বশুর, শাশুড়িকেও আপনি বলি ওদিকে ভায়রা প্রথম দিন থেকেই তুমি কয়। অথচ আমি ওনাদের চিনি সেই ছোটবেলা থেকে। এইসব আর কি। সব মিলিয়ে মিশিয়ে। খানিকটা নিজ নিজ স্বভাবের ওপরেও ডিপেন করে।

    তবে আপিস পাড়ায় কিব্বে কেমন চলছে! না বহুত রিস্ক। ব্ল্যংকির জন্য একটা সহজ, এলিগেন্ট কিন্তু আন-পপুলার স্টেপ বাই স্টেপ প্রসেস আমি বলে দিতে পারি কিন্তু ব্ল্যাংকির তা মনে ধরবে না।
  • . | ০৬ মার্চ ২০১০ ২৩:০৮ | 115.117.228.231
  • হোপফুলি ঘেঞ্চুর বাবা ছাড়া।
  • m | ০৬ মার্চ ২০১০ ২৩:০৮ | 173.26.17.106
  • আর সৈকতের বাবা-মাকেও তুমি বলি।
  • Abhyu | ০৬ মার্চ ২০১০ ২৩:০৭ | 97.80.157.9
  • তীর্থদার (এবং আমার জন্যে) ল্যাপটপের একটা স্পেসিফিকেশন বানিয়েছিলাম - সেই সূত্রে তীর্থদার সঙ্গে প্রথম বাক্যালাপ (ফোনে না মেলে মনে নেই) - আমার থেকে ১০ বছরের বড় তীর্থদার প্রথম ডায়ালগ ছিল ঃ আরেব্বাস গুরু কি বানিয়েছো !

    ৭ বছর আগের কথা। এখনো তুমি-ই বলে ঃ(

    তবে আমার বৌয়ের সঙ্গে আমি তুমি দিয়েই শুরু করি। তার আগের প্রেমগুলো সব তুই ছিল। এখন অপরিচিত কারো সঙ্গে তুমি দিয়েই কথা শুরু করি। আপনি যে বলি না এমন নয়, কিন্তু এমন আড়ষ্ট হয়ে যায় যে অপর পক্ষ নিজেই বলে যে ভাই তুমিই বল। ঃ)

    তবে বয়সে অনেক বড় হলে আলাদা কথা। অবশ্য মিতাদিকে তুমিই বলি।
  • m | ০৬ মার্চ ২০১০ ২৩:০৬ | 173.26.17.106
  • আমি আমার বন্ধুর মাদের (যারা মা-বাপের বন্ধু) তাদের কে মাসি পিসি তুমি বলি। ছোটবেলার বন্ধুদের মা বাবা সবাই তুমি। স্কুলের পরে সব বন্ধুদের মাকে আপনি-তবে তাদের মধ্যে অনেকেই পরে তুমি হয়েছে। এখন যে কারুর বাবামা ই আপনি।
  • . | ০৬ মার্চ ২০১০ ২৩:০৬ | 115.117.228.231
  • আমি "মাসিমা, মালপোয়া খামু (ভাববাচ্য)" জেনারেশন। ঃ-P
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২৩:০৬ | 122.252.231.12
  • আম্মো ল্যামির জেনারেশনের।
  • a x | ০৬ মার্চ ২০১০ ২৩:০৬ | 99.165.171.34
  • ভাচ্চুয়াল কেস পুরো আলাদা ন্যাড়াদা। এর একটা থিওরি আছে আমার, মানে যেটা দিয়ে এই আপনি ইত্যাদি করি আমি। বলা যাবেনা। আওয়াজ খাবো।
  • sinfaut | ০৬ মার্চ ২০১০ ২৩:০৫ | 117.194.197.137
  • যাদের সাথে আমার বেশি কথা বলার নেই, ইচ্ছে নেই, অপ্রয়োজন তাদেরকে আমি আপনি বলে থাকি।
  • san | ০৬ মার্চ ২০১০ ২৩:০৫ | 219.64.64.242
  • হ্যাঁ , আম্মো আমার শাশুড়িকে আপনি বলি। যখন ওনার সঙ্গে আলাপ হয়েছে তখন আর 'বন্ধুর মা' ছিলেন না তিনি, একেবারে 'হবু শাশুড়ি' ছিলেন তো। তবে সে ঠিকই আছে, আমার বর ও তো আমার মা বাবাকে আপনিই বলে, তুমি তো আর বলে না। সেম সেম।
  • Lama | ০৬ মার্চ ২০১০ ২৩:০৪ | 117.194.224.129
  • আমিও ঐ "মাসীমা/কাকিমা, আপনি' জেনারেশনের
  • san | ০৬ মার্চ ২০১০ ২৩:০৪ | 219.64.64.242
  • বন্ধুর মা দের অ্যাকচুয়ালি কাকিমা বলি, মাসি নয়
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২৩:০২ | 122.167.249.66
  • আমি আমার শাশুড়িকেও আপনি বলি। কিছুতেই তুমি বের হয়নি মুখ দিয়ে। এদিকে পিসি, মাসি, কাকি ইত্যাদি শাশুড়িদের তুমি বলি।

    বন্ধুর মা-দের "মাসিমা আপনি"
  • . | ০৬ মার্চ ২০১০ ২৩:০২ | 115.117.228.231
  • অ্যাকচুয়ালি প্রথমে হাই-লেভেল সিস্টেম স্টাডি করে বুঝে নেওয়া উচিত কিভাবে শুরু করা দরকার। হঠাৎ করে গিয়ে যে কোনোটাই ব্যাকফায়ার করতে পারে।
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২৩:০১ | 122.252.231.12
  • না না, মাসির থেকে মাস টাই শুনতে ব্যপক লাগছে। ঃ-)
  • m | ০৬ মার্চ ২০১০ ২২:৫৯ | 173.26.17.106
  • @অপ্পন
  • san | ০৬ মার্চ ২০১০ ২২:৫৯ | 219.64.64.242
  • জন্মে কোনোদিন বন্ধুর মাদের আপনি বলি নি। আমার বন্ধুরাও কখনও বলেছে বলে শুনি নি। বলা যেতে পারে, এটাই ইভন কখনও মাথায় আসে নি ঃ-(
  • m | ০৬ মার্চ ২০১০ ২২:৫৮ | 173.26.17.106
  • যাহা বেগুন তাহাই বাইগন-সুধাশশী না কইলেই হইলোঃ)
  • nyara | ০৬ মার্চ ২০১০ ২২:৫৮ | 122.167.249.66
  • *'মাসি তুমি'
  • nyara | ০৬ মার্চ ২০১০ ২২:৫৮ | 122.167.249.66
  • আমরা ছেলেবেলায় বন্ধুদের মাদের 'মাসীমা আপ্নি' বলতাম। স্যানদের বয়েসীরা দেখি 'মাস তুমি' বলে।
  • Lama | ০৬ মার্চ ২০১০ ২২:৫৮ | 117.194.224.129
  • কল্পনা করার চেষ্টা করছি, এক যুবক এ টি এমের সামনে দাঁড়িয়ে ঢোঁক গিলে গিলে বলছে "আমি না, আমি না ... রোজ আপনাকে স্বপ্ন দেখি'
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:৫৭ | 122.252.231.12
  • থ্যাপোস না পাপোস? ঃ-)
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:৫৬ | 112.133.206.20
  • আরে ক্যাম্পাসের প্রেম হলে আলাপ তুই দিয়েই শুরু হত। এইটা তো তা নয়।

    আরেকটা ব্যপার করা যায়। শুরুতেই ইংরেজিতে চলে যা।
  • san | ০৬ মার্চ ২০১০ ২২:৫৬ | 219.64.64.242
  • আমি সত্যিই জানতে আগ্রহী রইলাম ব্ল্যাংকি, সিফো আরো যারা আমার বয়সি এখানে আছে, কোনোদিন কোনো সমবয়েসি ব্যক্তির সঙ্গে আলাপের সময় আপনি বলেছে কিনা। সকলের কথা শুনে আমি খুবই ঘেঁটে যাচ্ছি। এবারে মনে হচ্ছে এখানে সকলে খুব বেশি গুরুগম্ভীর সংসারী প্রকৃতির হয়ে গেছে বা আমি কোন এক অন্য দুনিয়ায় বড় হয়েছি ঃ-((((
  • m | ০৬ মার্চ ২০১০ ২২:৫৪ | 173.26.17.106
  • যাক,উত্তম আর জিৎ এর মাঝে মিসিং লিংক থ্যাপোস পাল এসে পড়েছেনঃ)))
  • m | ০৬ মার্চ ২০১০ ২২:৫৩ | 173.26.17.106
  • ধ্যাত্তেরি,প্রেমে কি বলবে সেটা তো অন্য কথা। এতো প্রথম দিনের আলাপে কি বলবে আপনি/তুমি/তুই সেই নিয়ে কথা হচ্ছে!!

    ভাববাচ্যও চলতে পারে।পরামর্শের গোড়াতেই বলে রেখেছি।
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:৫৩ | 112.133.206.20
  • মোটেও ছিলে/ছিলাম না। খালি কৌতূহল ছিল প্রোফেসর নাকি ভুতুম কাকে দেখি। ;-)
  • Lama | ০৬ মার্চ ২০১০ ২২:৫১ | 117.194.224.129
  • "তুই' নৈব নৈব চ।

    দাদার কীর্তির তাপস পালের মত বোকা বোকা ভালোমানুষ টাইপের ভাবভঙ্গী করলে মনে হয় বেশ কাজ দেবে।
  • m | ০৬ মার্চ ২০১০ ২২:৫১ | 173.26.17.106
  • নাঃ,ঐ অ্যাঙ্গেল হলে এদ্দিনে হয়ে যেত-ওটা নিশ্চয় খোঁজ নিয়েছেঃ))))
  • . | ০৬ মার্চ ২০১০ ২২:৫০ | 115.117.228.231
  • @অপ্পন, অপরিচিত ছিলাম না বোলচো? ;-)

    হ্যাঁ, কনটেক্সট-স্পেসিফিক তো বটেই। মিতাদিকে আমি প্রথম থেকেই "তুমি" বলে গেলাম অথচ ন্যাড়াস্যারের বেলায় "আপনি"র আড় ভাঙতে পারলাম না। ঃ-P

    তবে প্রেমটেমের ব্যাপারে প্রথম থেকে "তুই' নট ব্যাড। যদি "তুই"টাকে ব্ল্যাংকি ক্যারি করতে পারে। সম্বোধনও তো বেসিকালি পোষাকের মতন।
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:৪৯ | 112.133.206.20
  • ম, রাজনৈতিক প্রেম প্রযোজ্য হলেও হতে পারে। সিপিয়েম অ্যাঙ্গলে। ঃ-)
  • Ishan | ০৬ মার্চ ২০১০ ২২:৪৭ | 173.26.17.106
  • ব্ল্যাংকি বরং ঋতুবাবুর ভঙ্গীতেই বলুক। তাইলে জমে যাবে। ঃ)
  • Du | ০৬ মার্চ ২০১০ ২২:৪৬ | 72.64.99.217
  • ব্ল্যাংকি, নো তুই। খুব আঁতকে উঠে লিখলাম কারণ ঋতুদার কথা মনে পড়ে গেলো - সরি তোর লাগেনিতো পড়েই
  • nyara | ০৬ মার্চ ২০১০ ২২:৪৫ | 122.167.249.66
  • এটা অক্ষদি কী বলিলেন? অক্ষদি, দুকুরদি , রবাবু, দ্রি প্রমুখকে তো আমরা পরস্পর আপনি বলেই সম্বোধন করে থাকি।
  • san | ০৬ মার্চ ২০১০ ২২:৪৪ | 219.64.64.242
  • আমাকে গুরুচন্ডালিতে ছাড়া কেউ , কক্ষনও, কোথাও আপনি বলে নি। সমবয়সীরা তো না ই। প্রথম দ্বিতীয় তৃতীয় কোন আলাপেই কখনও না।

    আর যে যাই বলো, আঠাশ বছরের একটা ছেলে ধারেকাছের বয়েসি একটা মেয়েকে আপনি বলে সামনাসামনি আলাপ করছে সিচুএশনটাই তো আমার খুব অজানা অচেনা লাগছে। সেটা বলতে গিয়ে কি কেলো। তবে কাজ নেই, একটু ভাটানো খারাপ কি ঃ-)
  • a x | ০৬ মার্চ ২০১০ ২২:৪৪ | 99.165.171.34
  • তোরা যদুপুরে আপনি বলতিস নাকি ? :-o
  • Du | ০৬ মার্চ ২০১০ ২২:৪৪ | 72.64.99.217
  • একেবারে শুরুতে তুই কোনদিন বলিনি অবশ্য।
  • m | ০৬ মার্চ ২০১০ ২২:৪৩ | 173.26.17.106
  • র, বাল্যপ্রেম, ছাত্রপ্রেম,রাজনৈতিকপ্রেম কোনোটাই ব্ল্যাংকির কেসে প্রযোজ্য নহে।
  • a x | ০৬ মার্চ ২০১০ ২২:৪৩ | 99.165.171.34
  • কিম্বা, "এই সরি, তোর লাগলনাতো"? বলা যায়না, বৈপ্লবিক প্রেম হতে পারে!
  • Paramita | ০৬ মার্চ ২০১০ ২২:৪৩ | 122.167.249.66
  • রবাউর কাউন্টার একজাম্পল হিসেবে মোরা ইদে।
  • Du | ০৬ মার্চ ২০১০ ২২:৪৩ | 72.64.99.217
  • মিঠু, আমারও তাই। মাঝে মাঝে নতুন বউদের কদিন বাদে তুই বলার চেষ্টা করি কিন্তু স্টেডি হয় না। অথচ বহু আগে কিন্তু খুবই তুই বলতাম।
  • aka | ০৬ মার্চ ২০১০ ২২:৪২ | 24.42.203.194
  • এটা খুবই কনটেক্সট সেন্সিটিভ। ট্রেনে, বাসে একরকম আবার বন্ধুর বন্ধুর সাথে আড্ডার সময়ে একরকম। তবে আপিস পাড়ায় একটি যুবতী মেয়েকে ঢুসো মেরে কি কেমন আছো বললে প্রচূর রিস্ক আছে।
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:৪২ | 122.252.231.12
  • মামী। তাহলেও হত না। অলরেডি বুকড ছিল। ঃ-)
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:৪১ | 112.133.206.20
  • 10:36 পোস্টের জবাব দিলা না?
  • Ishan | ০৬ মার্চ ২০১০ ২২:৪১ | 173.26.17.106
  • ব্ল্যাংকি বরং একদম না-চেনা এই মেয়েটাকে তুই দিয়ে শুরু করে দেখুক। তাপ্পর কি হয়, এসে আমাদের জানাক।

    ডিঃ অঘটন ঘটলে কোং দায়ী না। ঃ)
  • m | ০৬ মার্চ ২০১০ ২২:৪০ | 173.26.17.106
  • অপ্পন, এখন তুমি কইলে হয়তো হতোঃ)
    অপরিচিত কাউকে প্রথম আলাপে তুই বলা আমি নিজে ব্যক্তিগত ভাবে অপছন্দ করতাম- এখনো করি। ছাত্রজীবনে কেউ আমাকে তুই বল্লে তখন আমিও তাকে তুই বলতাম। তবে এখন আর নতুন করে কাউকে তুই বলতে পারি না। তুই বলার অভ্যাস মনে হয় চলে গেছেঃ(((
  • Arpan | ০৬ মার্চ ২০১০ ২২:৩৯ | 112.133.206.20
  • আব্বে বুর্জোয়া মামু। আদার ব্যপারী। জাহাজের খবর রাখিনা।

    আমার এখন যাকে বলে নুন আনতে পাস্তা ফুরনোর দশা। আমদানি আটানা তো খর্চা রুপাইয়া।
  • a x | ০৬ মার্চ ২০১০ ২২:৩৮ | 99.165.171.34
  • ঈশান আমার ফান্ডা যদি আমার থেকে কয়েক দশক এগিয়ে থাকে, সেকি আমার দোষ? তোমারও দোষ না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত