এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ০৭ মার্চ ২০১০ ২৩:৪৮ | 122.162.75.241
  • হ্যাঁ, সেই আয়েসাইয়ের টুপ।
  • Abhyu | ০৭ মার্চ ২০১০ ২২:৫২ | 97.80.157.9
  • আচ্ছা হায়দ্রাবাদের সুদীপ্ত, এখন যে কলকাতা ফিরে গেছে, তার কনট্যাক্ট ইনফো চাই। জরুরী।
  • SS | ০৭ মার্চ ২০১০ ২২:৪৯ | 131.193.196.148
  • বেশ মজাদার স্বপ্ন।
  • Abhyu | ০৭ মার্চ ২০১০ ২২:৪৫ | 97.80.157.9
  • আরে এই অনুষ্টুপ তো আই এস আই তে পড়ত ! নইলে এমন স্বপ্ন দেখে ঃ)
  • san | ০৭ মার্চ ২০১০ ২২:৪৪ | 115.117.249.18
  • দারুণ স্বপ্ন তো !
  • byaang | ০৭ মার্চ ২০১০ ২২:৪৪ | 122.172.148.103
  • ঃ)))
  • Lama | ০৭ মার্চ ২০১০ ২২:৪৩ | 117.194.234.140
  • শমীক ঃ)
  • pi | ০৭ মার্চ ২০১০ ২২:৪২ | 128.231.22.89
  • ঃ)
  • Samik | ০৭ মার্চ ২০১০ ২২:৩৯ | 122.162.75.241
  • এখানে অনেকদিন আগে কিছুকালের জন্য লিখেছিল আমার বন্ধু অনুষ্টুপ। স্বপ্নটা তারই ছিল।

    তার পুরো নাম অনুষ্টুপ শেঠ। স্বপ্ন দেখেছিল, বাবার সঙ্গে কোনও একটা মেলায় গেছে, সেইখানে একটা বিশাল বড় নাগরদোলা। তো, টুপকে রেখে টুপের বাবা নাগরদোলায় চড়ে পড়েছে। সেই সময়ে কে যেন টুপকে বলেছে এই নাগরদোলায় চড়ে ঘুরলেই নামের জায়গাটা ফাঁকা হয়ে যায়।

    হলও ঠিক তাই। নাগরদোলা যেই একপাক ঘুরেছে, টুপের বাবার নাম হয়ে গেল ফাঁকা শেঠ। টুপ কী করে এটা রিয়েলাইজ করেছিল, স্বপ্নে এতশত ভাবা যায় নি। কিন্তু বাবার নাম ফাঁকা হয়ে যাওয়াতে সে খুব আতঙ্কিত হয়ে পড়েছিল। সাথে সাথে চেঁচিয়ে নাগরদোলাওলাকে বলল, নাগরদোলাটাকে উল্টোদিকে ঘোরাতে, যাতে বাবার নামটা আবার রিকভার করা যায়।

    নাগরদোলা উল্টো ঘুরল, কিন্তু নাম তো রিকভার হলই না, টুপের বাবার এবার পদবীটাও উড়ে গিয়ে পুরো নাম হয়ে গেল ফাঁকা ফাঁকা।

    এর পরেই স্বপ্নভঙ্গ ঘটে ও সকাল হয়ে যায়।
  • SS | ০৭ মার্চ ২০১০ ২২:৩৬ | 131.193.196.148
  • মেয়েটির অফিসে নয়? তাহলে চলবে না।
  • SS | ০৭ মার্চ ২০১০ ২২:৩৫ | 131.193.196.148
  • লামা এতক্ষণ ধরে ব্ল্যাংকের কাতর আহ্বানেও চুপ করে আছেন? কি পাষাণ-হৃদয় মানুষ!
  • san | ০৭ মার্চ ২০১০ ২২:৩৪ | 115.117.249.18
  • মেয়েটির আপিসে
  • Lama | ০৭ মার্চ ২০১০ ২২:৩২ | 117.194.234.140
  • আরে আমি ই তো ঐ আপিসে চাক্রি করি
  • san | ০৭ মার্চ ২০১০ ২২:৩০ | 115.117.249.18
  • আমার মনে হয় এখন জরুরি ভিত্তিতে কমন ফ্রেন্ড/পরিচিত ব্যক্তি খোঁজা দরকার। যে আলাপ টালাপ করিয়ে দিতে পারবে, মাঝে মাঝে এখানে ওখানে দুজনকেই ডাকতে পারবে ইত্যাদি।

    কারোর কোনো বন্ধু বা বন্ধুর বন্ধু বা বন্ধুর বন্ধুর বন্ধু এরকম কেউ কি ওই আপিসে চাক্রি করে না? এ কি করে হয়? অ্যাত অ্যাত আইটিওলা তবে দুনিয়ার কোন কামে লাগব?
  • SS | ০৭ মার্চ ২০১০ ২২:২৮ | 131.193.196.148
  • দুর, তারপর তো ফাঁকা শব্দটা ইনভ্যালিড হয়ে যাবে। ইয়ানি কি ব্ল্যাংকের অন্য একটা নাম দিতে হবে।
  • Abhyu | ০৭ মার্চ ২০১০ ২২:২৫ | 97.80.157.9
  • আর তারপর থেকে আমরা কি তাকে ফাঁকাখুকি বলে ডাকতে পারি?
  • SS | ০৭ মার্চ ২০১০ ২২:২৪ | 131.193.196.148
  • ঃ) এরপর থেকে এই মেথডে ছোটোখাটো প্রাণীদের মোকাবিলা করতে পারবে।

    সবাই কি পিছিয়ে গিয়ে পড়তে আরম্ভ করে দিলো?
    আমি এদিকে অভ্যুর সাতদিনের ফাঁসির অপেক্ষায় বসে আছি।
  • byaang | ০৭ মার্চ ২০১০ ২২:২৩ | 122.172.148.103
  • ব্ল্যাংকি, তুই বরং মেয়েটার সামনে গিয়ে "ফাঁকা নাকি, ফাঁকা নাকি" গাইতে পারিস। মেয়েটা তেলেবেগুনে জ্বলে উঠলে বলিস, "ঠাকুরঘরে কে"। তারপর থেকে দেখবি মেয়েটাই তোকে রোজ খুঁজবে।
  • byaang | ০৭ মার্চ ২০১০ ২২:২০ | 122.172.148.103
  • এসএস থ্যাঙ্কু। তোমার আর তেকোনার বুদ্ধিই শেষ অব্দি কাজে লাগলো।
  • Abhyu | ০৭ মার্চ ২০১০ ২২:১৪ | 97.80.157.9
  • পরে কেন, অ্যাঁ? এখনই হোক না।
  • SS | ০৭ মার্চ ২০১০ ২২:১৪ | 131.193.196.148
  • খ্যাক, খ্যাক........ চোরের মন পুলিশ পুলিশ....@অভ্যু

    এই তো দু তিন পাতা আগেই ৭মার্চ ১২এ ম ঘটিকায়।
  • Samik | ০৭ মার্চ ২০১০ ২২:১৩ | 122.162.75.241
  • ফাঁকা নিয়ে একটা স্বপ্নাদ্য গল্প আছে। বলছি পরে।
  • san | ০৭ মার্চ ২০১০ ২২:১২ | 115.117.249.18
  • কেন, ব্ল্যাংক আর ফাঁকার মানে কি এমন আলাদা?
  • Abhyu | ০৭ মার্চ ২০১০ ২২:১২ | 97.80.157.9
  • কে জানে কে দিয়েছে !
  • Blank | ০৭ মার্চ ২০১০ ২২:১০ | 59.93.246.33
  • এই নামটা আবার কোত্থেকে গজালো!!
  • SS | ০৭ মার্চ ২০১০ ২২:০৯ | 131.193.196.148
  • সুব্যাঙ, টিকটিকির খবর পড়ে নিয়েছি ঃ)
  • SS | ০৭ মার্চ ২০১০ ২২:০৭ | 131.193.196.148
  • ব্ল্যাংক, ফাঁকাখোকা নামটা পছন্দ হলো? আমি দিইনি কিন্তু।
  • Abhyu | ০৭ মার্চ ২০১০ ২১:৫৬ | 97.80.157.9
  • শ্যাড মাছের গল্প আর রেসিপির জন্যে অনেক ধন্যবাদ। এবারে কাঁঠাল বিচি দিয়ে ডালের রেসিপিটা পেলেই রান্না শুরু করি। রেসিপিটা রান্নার টইতে দিলে আরো ভালো, পার্মানেন্ট হবে।
  • Blank | ০৭ মার্চ ২০১০ ২১:৪৯ | 59.93.246.33
  • একে আমি দুখী, তার মধ্যে Kc দা কেমন বাজার ঢিলে করে দিচ্ছে। পুরো সিপিয়েমের অপপ্পোচার ঃ( ঃ(
  • kc | ০৭ মার্চ ২০১০ ১৯:৫২ | 89.203.49.18
  • মামী, আপনার কত্তার জিমেল বক্সে বাণী কোনারের গানখান পাঠাইছি। চেক করিয়া বুঝিয়া লইবেন।
  • bb | ০৭ মার্চ ২০১০ ১৮:২৬ | 117.195.175.133
  • আমাদের ছোটবেলায় রেকর্ড পাওয়া যেত 'ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীর' কাহিনী বা লালকমল আর নীলকমলের কাহিনী। এর mp3 বা soft copy কারুর কাছ থেকে পাওয়া যেতে পারে?
  • dipu | ০৭ মার্চ ২০১০ ১৭:১৮ | 59.164.188.102
  • ভুতোদা জানে। শিগ্গিরিই পাবেন।
  • dd | ০৭ মার্চ ২০১০ ১৬:০০ | 122.167.32.52
  • আচ্ছা,

    গু চ (ছাবা) চার ও পাঁচ , মানে লাস দুটো ইস্যু আর চটি বই গুলো পাওয়ার কোনো চান্স আছে ?

    হায়,হায়, যদি বা ছাবার অক্ষরে নিজের নাম উঠলো কিন্তু স্বচক্ষে দ্যাখতেই প্যালাম্না। অদ্যাবধি।

    কে জানে? কেউ জানে? কোনো উপায়? আমি নিজেই কালেক্ট করে নিবো'খনে।

    কোথায় পাবো তারে?
  • kk | ০৭ মার্চ ২০১০ ১১:২৯ | 67.187.111.178
  • হ্যাঁ, একজন মাছ মেয়েও তো ছিলো। নাথুর গল্পে।
  • san | ০৭ মার্চ ২০১০ ১১:২১ | 203.91.201.56
  • কলিদি, হলদে পাখির পালক মনে পড়ল। ময়ূর মেয়ে। সেই ঝগড়ু বলেছিল না?
  • kk | ০৭ মার্চ ২০১০ ১১:১৭ | 67.187.111.178
  • তিন নম্বর সেনেটেন্সে শজারুকে দেখে হবে **।
  • kk | ০৭ মার্চ ২০১০ ১১:১৫ | 67.187.111.178
  • আমি শ্যাড মাছের একটা গল্প জানি।

    এক নদীর ধারে জঙ্গলে শজারু থাকতো। একদিন জল খেতে গিয়ে চাঁদের আলোয় দেখলো জলের ওপর মৎসকন্যা খেলা করছে। শজারু দেখেই ডুব দিয়ে মিলিয়ে গেলো। শজারু কিন্তু ঐ এক ঝলক দেখেই তাকে ভালোবেসে ফেলেছে। প্রতি রাত্রে গিয়ে জলের দিকে তাকিয়ে বসে থাকে যদি পলকের জন্যেও দেখা হয়। কিন্তু হয়না। হয়না। মনের দুঃখে শজারু জলে ঝাঁপ দিলো। জলের দেবতার মনকেমন করেছিলো হয়তো। তিনি ওকে ডুবে মরতে না দিয়ে মাছ বানিয়ে দিলেন। শজারু হয়ে গেলো শ্যাড মাছ, কাঁটায় ভর্তি।

    এবার নন্‌ফিকশন অংশটুকু বলি। শ্যাড হলো সাহেব ইলিশ মাছ। একই স্বাদ, একই কাঁটা। ডিম থাকলে একটু রেয়ার করে ভেজো, যাতে ভেতরটা স্লাইট পিংক থাকে। তাহলে চমৎকার স্বাদ হবে।
  • kc | ০৭ মার্চ ২০১০ ১১:১৩ | 194.126.37.5
  • অভ্যু, পাঁচফোরন দিয়ে ফুলকপি আলুর পাতলা ঝোল বানাও।
  • Abhyu | ০৭ মার্চ ২০১০ ১০:৩৬ | 97.80.157.9
  • শ্যাড মাছ কিনলাম। কারো এক্সপিরিয়েন্স আছে? http://en.wikipedia.org/wiki/American_shad
  • Abhyu | ০৭ মার্চ ২০১০ ১০:৩৫ | 97.80.157.9
  • আপিসেই যখন থাকতে হচ্ছে হাসি মুখে থাক ঃ)
    আমিও রোব্বার সন্ধ্যেবেলা আপিস যাই।
  • san | ০৭ মার্চ ২০১০ ১০:৩৩ | 203.91.201.56
  • উইকেন্ডের ভোরবেলায় আমি দুখী মুখে আপিসে ঃ-(
  • dipu | ০৭ মার্চ ২০১০ ০৯:৩০ | 59.164.191.14
  • বৃন্দা ফন্টের লেখা ওপেনাপিসে খুলে কপি বা এডিট করতে গেলেই ঝুলে যাচ্ছে ও অনতিবিলম্বে ক্র্যাশ করছে কেন?
  • lcm | ০৭ মার্চ ২০১০ ০৭:২০ | 69.236.183.240
  • মালয়ালম (মান্না) ঃ


    হিন্দি (হরিহরন) ঃ


    বাংলা (যেসু দাস/সবিতা)ঃ


    ( আমার মালয়লাম-টা বেশী ভাল লাগে। এই ভার্শানে শেষের দিকে একটা অন্য গানের সুর ইন্টার্লুড করা আছে।)
  • dd | ০৭ মার্চ ২০১০ ০১:১৮ | 122.167.9.129
  • @ব্ল্যাংকি
    এইডা কও

    "হা হা হা, আপুনেরে ক্ষি মিষ্টি অপিচ সেক্সি দেখতে লাগছে রে তোমারে, ক্ষি বল্বো তোকে,হুফ " এর পর একট ছোট্টো দেখে ঢুঁষো মেরে তোমার সি ভি দিয়ে দ্যাও। এক হাতে রাখো স্যামুইচ অন্য হাতে পি ও পি প্রেজেন্টেশন ।

    ব্যাস। মোটামুটি অল বেস কভার্ড।

    আর আপুনি/তুমি/তুই নিয়া অ্যাতো বিতর্কো ক্যানো? যার য্যাটা ভাল্লাগে।

    ধরুন হেথায়, এই ভাটপাতায়। আমারে কেউ আপুনি কয়, কেউ কয় তুমি। তো?

    আম্মো কাউরে দাদা কই বা দিদি, বা নাম ধরে ডাকি। বা স্যার কই বা সাহেব। তো?

    অই সম্বোধনে ক্ষি বা আসে যায়। (আমি কই)
  • bb | ০৭ মার্চ ২০১০ ০০:১৮ | 117.195.170.41
  • @ ঈশান দেশে wii পাওয়া যায় সর্বত্র, কিন্তু দাম বেশী। wii এর গেমিং কনসোল আর Fit এর দাম ২৪ হাজার টাকা। মানে ২২৫ এর টা এদেশে ৫০০ ডলার দাম।
  • Arpan | ০৭ মার্চ ২০১০ ০০:০১ | 112.133.206.20
  • পামিদি, তোমরা মোবাইল কানেকশন পেলে নাম্বার পাঠিয়ে দিও।
  • Abhyu | ০৭ মার্চ ২০১০ ০০:০০ | 97.80.157.9
  • তবে সামনের ডিসেম্বরে সেই স্টেডির সঙ্গে আলাপ করার ইচ্ছে রইল, বুঝলি ফাঁকাখোকা?
  • Paramita | ০৭ মার্চ ২০১০ ০০:০০ | 122.167.249.66
  • এবার তাহলে আমি যাই।
  • m | ০৭ মার্চ ২০১০ ০০:০০ | 173.26.17.106
  • যদি না অলরেডি গিয়ে থাকে!
  • Arpan | ০৭ মার্চ ২০১০ ০০:০০ | 122.252.231.12
  • দিপুর আইডিয়াটাই একমাত্র পাতে দেবার মত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত