এদের আলাদা কোনো সিলেক্শন পরীক্ষা হয় নি। সারা বছরের কন্সিসটেন্সি দেখে বোধহয় সিলেক্ট করেছে।
. | ১০ মার্চ ২০১০ ১৪:৩২ | 198.96.180.245
আমাদের বাইল্যকালেও তো ছাত্রবৃত্তি পরীক্ষা হত শুনেছি। সেও তো স্কুল সিলেক্ট করেই পাঠাত মনে হয়। সেটা কি কেস ছিল?
pi | ১০ মার্চ ২০১০ ১৪:৩১ | 208.54.90.23
সেতো আমাদের ইস্কুলেও সারা গরমের ছুটি জুড়ে অ্যানুয়াল ফাংশান না কিসের একটা রিহার্স্যাল হত। ভারি তো ছিল এক দুখানা গান , এদিকে রোজ হাজিরা মাস্ট ! তবে মা বাবাকে ছুটি নিতে হয়নি। যে কয়েকজন বন্ধু প্রোগ্র্যাম করতাম, তাদের বাড়ির কেউ না কেউ রোটেট করে পৌঁছে দিতেন। না হলে, মা বা বাবার আপিস যাবার টাইম মতন যেতাম , সেই মতন আসতাম, তার জন্য রিহ্যার্সালের এক দেড় ঘণ্টা আগে পৌঁছে যেতে হত কখনো, কখনো থাকতে হত এক দেড় ঘণ্টা বেশি। তবে সেটা মজার ব্যাপার ই ছিল। আমার মত আরো কারুর না কারুর অমনি দশা হত। তো, খেলতাম ! নইলে হস্টেলের লোকজন তো ছিল ই। ওদের সাথে গল্প করতাম। তা ও না হলে হস্টেল থাকা সন্ন্যাসিনী দিদিমণিদের সাথে গপ্পো করতুম
আরেকটু বড় হবার পর, এমনি বাসে চলে একা একা যাতায়াত করতাম, বন্ধুরা মিলে। ওটাই মজা ছিল।
উফ্ফ, প্রথম যেদিন একা যাই, কী বড় ই না মনে হয়েছিল নিজেকে । ক্লাস ওয়ানে উঠে যেদিন মনিট্রেস হয়েছিলাম, প্রায় সেই দিনকার মতন।
byaang | ১০ মার্চ ২০১০ ১৪:৩০ | 122.172.54.199
দে, এদের স্কুলে প্রতি ক্লাস থেকে বেশ কয়েকজনকে সিলেক্ট করে স্কুল, তার পর তাদের ফর্ম পাঠিয়ে দেয়। তার বাইরেও যারা ইন্টারেস্টেড তারাও ফর্ম নিতে পারে, কিন্তু স্কুল তাদের প্র্যাক্টিস ক্লাস দেবে না।
. | ১০ মার্চ ২০১০ ১৪:২৯ | 198.96.180.245
কলকাতার কোনো স্কুলে এত নীচু ক্লাসে ম্যাথস অলিম্পিয়াডের সিলেক্শন হয় বলে শুনি নি।
de | ১০ মার্চ ২০১০ ১৪:২৫ | 59.163.30.5
ব্যাং, আমার মেয়ের স্কুলে কিন্তু কোন সিলেকশন নেই -- স্কুল থেকে নোটিশ দেয় -- যারা ইন্টারেস্টেড তারা ফর্ম তুলে ফিল-আপ করে ফেরত দেয়, ব্যাস!
a x | ১০ মার্চ ২০১০ ১৪:২৪ | 99.165.171.34
অরিজিৎ, পাঃভঃর বাচ্চারা সেইজন্য খুব একটা কম্পিটিটিভও হয়না কিন্তু ;-)
Arpan | ১০ মার্চ ২০১০ ১৪:১৫ | 204.138.240.254
বোঝো! ব্যাঙদি, তাই তো কইলাম। গোকুলে বাড়িছে! ঃ-(
byaang | ১০ মার্চ ২০১০ ১৪:১৪ | 122.172.54.199
না রে পাই, ওর সাথে ওদের ক্লাসের আর যে কটা ছেলে সিলেক্ট হয়েছে, তাদের মা-বাবাদের সাথে কথা বলে দেখেছি, তারাও জানতো ক্লাস ১০এর আগে অলিম্পিয়াড হয় না। সব্বাই মোটামুটি একই জায়গায়। মা-বাবারা চাইছে, এটা মনে হয় সব ক্ষেত্রে সত্যি নয়।
Arijit | ১০ মার্চ ২০১০ ১৪:১৪ | 61.95.144.122
পাঃভঃ অনেক সুখের। নাচায়, গাওয়ায়, সবই করে - কিন্তু এত চাপ নাই। যা কিছু প্র্যাকটিস ইত্যাদি সব স্কুলের সময়ের মধ্যে। বড়জোর মাকড়সার মুখোশ বা রুডল্ফের মুখোশ বানিয়ে দিতে হয় - তো সে ধরণের কাজ ওয়ার্ক এডুকেশনের সময় পোচুর করেছি, কাজেই হয়ে যায়। কিছু নাকি দোকানও আছে যেখানে এসব কিনতে পাওয়া যায়।
কে বললো অপ্পন? তোমারও দিন আসছে, জাস্ট সবুর করো কটা দিন। গত বছর কোন একটা প্রোগ্র্যামে নাচে নাম দিয়ে চলে এলো, তারপর সে কি ভয়ানক অবস্থা আমাদের! ছুটির পরে নাচ প্র্যাক্টিস হবে,স্কুলবাস আনবে না, মা-বাবাকে আনতে যেতে হবে। শনি-রবিও প্র্যকটিসে নিয়ে চলো। এগুলো শমীক আগে লিখেছিলো। অ্যাবার আই হ্যাভ আ ড্রিম গানের সাথে নাচ। প্রোগ্রামের দুইদিন আগে ছেলে এসে বললো, সে নাকি মেয়ে হয়েছে নাচে। মেয়েদের ফ্রক স্কুল থেকে দেবে, কিন্তু ব্যালে শু, রিবন, ইত্যাদি কিনতে হবে। ছেলের জন্য নীল রংএর মেয়েদের জুতো কিনতে হোলো।
a x | ১০ মার্চ ২০১০ ১৪:০৯ | 99.165.171.34
আচ্ছা বাচ্চা যখন সিলেক্টেড, তখন ওর হয়ত একটা ন্যাক আছে, বা অঙ্কে ভালো। তো চাপ ছাড়াই যেটুকু মানে যে কটা স্টেপ অবধি যায় যাকনা? কিন্তু এটা বোধহয় বোঝানো খুব খুব দরকার যে মাঝপথে বেরিয়ে এলে সেটা এমন কিছু ব্যপার না।
pi | ১০ মার্চ ২০১০ ১৪:০৭ | 208.54.90.23
আবার এটা যখন সফল অ্যাডভার্ট , তার মানে আদতে মা বাবা ই চাইছেন এটা ঃ)
lcm | ১০ মার্চ ২০১০ ১৪:০৬ | 69.236.183.240
চাপ খুব ভালো জিনিস, যতক্ষন চাপ ভালো লাগে, বেশ আরাম, ম্যাসাজ টাইপের।
Arijit | ১০ মার্চ ২০১০ ১৪:০৫ | 61.95.144.122
স্কুল কেন চাপ দেয় তার উত্তর খুব সোজা। অনেকটা বাপ-মা কেন চাপ দেয় সেরকমই। "আমাদের স্কুলে ৬০০ ছাত্র অলিম্পিয়াডে যায়' - এটা স্কুলের পক্ষে বিরাট বড় অ্যাডভার্ট।
a x | ১০ মার্চ ২০১০ ১৪:০৪ | 99.165.171.34
ঃ-))
Arpan | ১০ মার্চ ২০১০ ১৪:০২ | 204.138.240.254
বোঝো! বিশপ কটন বলে এই সমিস্যে। রায়ান হলে শুনলাম অন্য সমিস্যে। নাচ-গান-মক ইউএন কাউন্সিল-বৃক্ষরোপণ ইত্যাদি নানা চাপ।
byaang | ১০ মার্চ ২০১০ ১৪:০১ | 122.172.54.199
*সিলেক্ট
lcm | ১০ মার্চ ২০১০ ১৪:০১ | 69.236.183.240
অ্যাই, অ্যাই, কথাটাই বলতে চাইছিলাম। অভিভাবকের ফুরিয়ার সিরিজ ভালো লাগা তো দুরের কথা, শুনলে বিষম ওঠে,,,, তেমন হলে। তাই তো বলি, নিজে নিজে শিখে নাও বাপু, আমি চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ দিতে পারুম না।
byaang | ১০ মার্চ ২০১০ ১৩:৫৯ | 122.172.54.199
স্কুল কেন চাইছে, আমার জানা নেই। সিলেক্ট হওয়ার পর না গেলে কি হয়, সেটাও এখনো জানা নেই। আমাকে স্কুলে ডেকে কড়কানি দেওয়া হয়েছে এই বলে যে বুদ্ধিমান বাচ্চার বুদ্ধি পুরোপুরি বিকশিত করাটা স্কুলের একার দায় নয়, মা-বাবারও সমান দায়। অতএব আমাকে এবার সেই দায় নিতে হবে। স্কুলও জুন থেকে নতুন ক্লাস শুরু হলে যেসব বাচ্চারা সিলেত হয়েছে তাদের ছুটির পরে আলাদা ক্লাস প্র্যাক্টিস ক্লাস নেবে, কিন্তু তার আগে আগামী আড়াই মাসে সিলেবাস এগিয়ে নিয়ে যাওয়াটা বাড়ির ঘাড়ে।
santanu | ১০ মার্চ ২০১০ ১৩:৫৯ | 82.112.6.2
ও! আমি ও বুঝি নি। সরি।
একটা ৬-৭ বছরের বাচ্ছাকে মা পিষে ফেলবে - এই পিষে ফেলাটা জরুরী কি না জানার জন্য, মায়ের এতো প্রশ্ন ছিল!!
মায়ের এতো প্রশ্ন ছিল!!
. | ১০ মার্চ ২০১০ ১৩:৫৮ | 125.18.104.1
বাচ্চা যদি অঙ্ক করতে ভালোবাসে তাহলে করতে দিন। একসাথে বসে সল্ভ করুন। ভালো না লাগলে করবে না। কিন্তু তার জন্য পিষতে হবে কেন?
তবে আর একটা ব্যাপার আছে। অভিভাবকেরও অঙ্ক করতে ভালো লাগতে হবে। নইলে আবার অন্যরকম চাপ। ;-)
pi | ১০ মার্চ ২০১০ ১৩:৫৪ | 208.54.90.23
সিলেক্ট হবার পর না গেলে স্কুল কি খুব বকনে ? মানে যেতেই হবে, এরকম কিছু বলেছে কি স্কুল ?
আর স্কুল কেন চাইছে সেটা জানতে চাইলাম যে। আমার ধারণা হয়েছিল, অভিভাবকেরা চান বলে স্কুল চায়।
. | ১০ মার্চ ২০১০ ১৩:৫২ | 125.18.104.1
বাচ্চা চিন্তা করতে চায় কি চায় না সেটা বাচ্চার উপরে ছেড়ে দেওয়াই ভালো। অভিভাবকরা এদিক ওদিক দুইদিকেই চাপ খেয়ে সেটা বাচ্চার উপরে চাপান। কেউ চাপ খাচ্ছেন আমার বাচ্চা কিছু পারছে না ভেবে। কেউ চাপ খাচ্ছেন আমার বাচ্চার বেশি চাপ হয়ে যাচ্ছে এই ভেবে। ক্লাস নাইনে বাচ্চা যদি ফুরিয়ার সিরিজ শিখে আনন্দ পায় তাতে মুশকিল কোথায়? অভিভাববকদের এই চিন্তাভাবনার সঙ্গে বাচ্চাদের চিন্তাভাবনার অনেকসময় কোনো মিল থাকে না।
এই ক'দিন আগে আমার মেয়ের বাৎসরিক পরীক্ষা শেষ হল। যেহেতু জীবনের প্রথম বাৎসরিক পরীক্ষা, তাই আমরাও যথারীতি "আহা রে" "কি চাপ রে" ভেবে মুখ ভেটকে ছিলাম। অথচ দেখা গেল পরীক্ষার দিনেই মেয়ের স্কুলে যেতে সবথেকে মজা। সে চায় সারা বছরই যেন পরীক্ষা হয়। কারণ এক দেড় ঘন্টায় লেখা শেষ করে বাকি এক আধ ঘন্টা ক্লাসে বসে খেলা, বেরিয়ে আবার খেলা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা এবং স্কুলের দিনে যে সব কার্টুন দেখা হয় না সেগুলো বসে বসে দেখা।
অতএব চাপের ব্যাপারটা নিয়ে অত চাপ নেবেন না। শুধু দেখুন বাচ্চাকে যা করতে হয় তাতে সে আনন্দ পাচ্ছে কিনা। যা করতে আনন্দ পাচ্ছে সেটাই করতে দিন।
byaang | ১০ মার্চ ২০১০ ১৩:৫২ | 122.172.54.199
শান্তনু, ঠিক বুঝলাম না। বাচ্চার এখানে কোনো ভুমিকাই নেই। সে থোড়ি বোঝে অলিম্পিয়াড কি! সে স্কুল থেকে সিলেক্ট হয়েছে বলে এবার তাকে তার মা এবং স্কুল পিষে ফেলবে। এই পিষে ফেলাটা আদৌ জরুরি কিনা সেটা জানতেই এত প্রশ্ন, এত পোস্ট! বাচ্চা তো বেছে নেওয়ার কোনো সুযোগই পাচ্ছে না এক্ষেত্রে। বাচ্চাদের ঘাড়ে বড়দের পাপ চাপিয়ে লাভ কি!
santanu | ১০ মার্চ ২০১০ ১৩:৪৬ | 82.112.6.2
এই চাপ তো কোন একটা বাচ্চা চাইছে - গরমের ছুটিতে লীলা মজুমদার না পড়ে, এই অংক করার, কারণ তাকে স্কুল সিলেক্ট করেছে।
a x | ১০ মার্চ ২০১০ ১৩:১৬ | 99.165.171.34
দেখেছ এই প্রশ্ন নাকি ২-৩ এর বাচ্চাকে! রীতিমত অ্যাবিউস!
byaang | ১০ মার্চ ২০১০ ১৩:১৬ | 122.172.54.199
লসাগু, আমারও ঐ এক প্রশ্ন। ৬-৭ বছরেই কেনো এগুলো শিখতে হবে! তলিয়ে চিন্তা করার বয়স কি এটা!!
pi | ১০ মার্চ ২০১০ ১৩:১৫ | 208.54.90.23
কেন, কলকাতায় যে শুনি, এসব নিয়ে ট্রেনিং দেবার জন্য অনেক সেন্টার হয়েছে। ব্রেনভিটা না কি নাম শুনেছিলাম। ব্রিলিয়ান্ট আগরওয়ালের জুনিয়র ভার্শন !
কিন্তু আবার আমার সব গুলিয়ে গেল । এই কদিন আগে শুনলাম, লোকজন ছেলেমেয়ের জন্য এদেশের মতন চাপ বিহীন পড়াশুনা প্রেফার করছে, সে জন্য 'অন্যরকমের' স্কুল খোঁজা হচ্ছে। এই চাপ টা তাহলে কে চাইছে ? কে দিচ্ছে? কেন চাইছে ? কেন দিচ্ছে ?
ঘুমিয়ে পড়া ভাল।
Arpan | ১০ মার্চ ২০১০ ১৩:১৩ | 216.52.215.232
০ হলে আর চারটে গ্রুপ থাকবে নাকি? -১ কেন নয় তালে?
a x | ১০ মার্চ ২০১০ ১৩:১২ | 99.165.171.34
১ টাও।
a x | ১০ মার্চ ২০১০ ১৩:১২ | 99.165.171.34
০ টা ছেলে ঠকানো প্রশ্ন।
Arijit | ১০ মার্চ ২০১০ ১৩:০২ | 61.95.144.122
আরে ওই লরেন্সেই তো আমার ব্যাচমেট ছিলো - গবা - ছোকরা ক্লাস নাইনেই ক্যালকুলাস মোটামুটি শেষ করে বসেছিলো। উমা-র সময় আমরা যখন হাতির শুঁড়ে হাবুডুবু খাচ্ছি, সে ব্যাটা আরো কি কি সব ভীষণ ভীষণ থিওরি নিয়ে ব্যস্ত থাকতো। সেও অলিম্পিয়াডে গেসলো, ফাইনাল অবধি।
Blank | ১০ মার্চ ২০১০ ১৩:০০ | 170.153.65.102
ইয়ে মানে ০ ই বা নয় কেনো ?
a | ১০ মার্চ ২০১০ ১২:৫৮ | 208.240.243.170
১৩,৭,৫,১ ই বা না কেন?
a x | ১০ মার্চ ২০১০ ১২:৫৫ | 99.165.171.34
একসময় সেন্ট লরেন্স থেকে প্রচুর জেবিএনএসটিএস পেত।
lcm | ১০ মার্চ ২০১০ ১২:৫৩ | 69.236.183.240
পাগল নাকি। ওয়ান/টু তে এসব দিয়ে শুরু করলে, শেষ করবে কি দিয়ে। নাইনে গিয়ে ফুরিয়ার্স সিরিজ শেখাতে হবে ।
a x | ১০ মার্চ ২০১০ ১২:৪৭ | 99.165.171.34
কি করে সিরিজ বার হবে অভ্যু এসে বুঝিয়ে দেবে!
a x | ১০ মার্চ ২০১০ ১২:৪৬ | 99.165.171.34
না না ওটা দিয়ে শুরু করলাম। এটা সিরিজ। কটা কম্বো হয় সেটা বার করার সিরিজ। লোয়েস্ট তো ১।
byaang | ১০ মার্চ ২০১০ ১২:৪৪ | 122.172.54.199
কেমন করে কষলে এটা অক্ষ? ২, ৪, ৯ আর ১১ হবে না কেন?
ডিঃ আমি বুঝতে চাইছি, তক্কো করছি না।
aka | ১০ মার্চ ২০১০ ১২:৪৪ | 24.42.203.194
১, ৫, ৬, ১৪ নয় কেন?
a x | ১০ মার্চ ২০১০ ১২:৪৩ | 99.165.171.34
৫ ৬ ৭ ৮
byaang | ১০ মার্চ ২০১০ ১২:৪০ | 122.172.54.199
আমি এখনও পারবো না এইগুলো। ঐ কয়েকজনের গ্রুপে ভাগ করার অংকটার উত্তর কি হবে? এক না দুই? নাকি অন্য কিছু?
de | ১০ মার্চ ২০১০ ১২:৩৯ | 59.163.30.2
ব্যাং ঃ))
গাড়ি না থাকলে বুঝবে না কেন অক্ষ -- আমি তো বাস-ড্রাইভার কাকুর পিছনের সিটে বসতে খুব ভালোবাসতাম ছোটবেলায় -- ঐভাবে শেখাবে ঃ))
আকা, এই ভালো লাগাটা তৈরী করানোটা বাপ-মায়ের দায়িত্ব -- বেশীর ভাগ বাচ্চা অরিজিনালি ভীষণ ভালো -- ওদের লজিক ফাটাফাটি! শুধু শুরুটা আমাদের কত্তে হবে!
এই অঙ্কগুলোর একটাও আমি কেলাশ টু বা থ্রিতে পারতামনা।
aka | ১০ মার্চ ২০১০ ১২:৩২ | 24.42.203.194
এই অংক গুলো কি কঠিন রে বাবা। আমার জানাশোনা যার ম্যাথ অলিম্পিয়াডে ভাল করেছে তারা সবাই পরে গিয়ে পিক করেছে। তাদের সবারই একটা বিশেষ ভাল লাগা ছিল। তা হচ্ছে ম্যাথামেটিকাল প্রবলেম সলভিং। আর তারা বেশ ভাল পারতও বটে। তবে এইগুলো জোর করে লাভ নেই। কারুর ভাল লাগলে করবে না লাগলে করবে না। ছোট বয়সে ভাল লাগা তৈরি হলে ঠিক বয়সে পিক করে যাবে। আমি অনেককে দেখেছি।
Blank | ১০ মার্চ ২০১০ ১২:৩০ | 170.153.65.102
কি চাপের অঙ্ক !! কেলাশ টু থ্রী তে তো 'সরল করো' করতেই আমি ইয়ে করে ফেলতুম ঃ(
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন