আমার চেনাজানাদের মধ্যে যাদের বি এস এন এল মোবাইল আছে তাদের নম্বর অ্যানালিসিস করে , কলকাতা এরিয়ার নম্বর ৯৪৩ দিয়ে শুরু হয়
Samik | ০৮ এপ্রিল ২০১০ ১৪:২১ | 219.64.11.35
পঃবঃটা কী করে বুঝলে? কলকাতা নয়?
Rajdeep | ০৮ এপ্রিল ২০১০ ১৪:১৫ | 202.79.203.59
শমীক ওটা বি এস এন এল পঃবঃ এর নম্বর , সুইচ অফ বলছে
Samik | ০৮ এপ্রিল ২০১০ ১৪:১৪ | 219.64.11.35
সে করা যাবে না-হয়। সকাল থেকে তো বাড়িতেই ছিলাম। এই তো আপিসে এলাম।
dipu | ০৮ এপ্রিল ২০১০ ১৪:০৭ | 61.12.12.83
তোমার নম্বর থেকে রিং ব্যাক করলে কেটে দিচ্ছে তো কোন ফোন বুথ থেকে ফোন করো।
Samik | ০৮ এপ্রিল ২০১০ ১৪:০৪ | 219.64.11.35
কাব্লিদা -- আমার মনে হয় না নম্বরটা আপনার বন্ধুর। যদি হয়ও, নম্বরটা সম্ভবত কোনওভাবে অন্য কারুর হাতে মিসইউজ হচ্ছে।
গত চার রাত্তির ধরে কেউ রাত ঠিক একটা দশ থেকে একটা পঁচিশের মধ্যে এই নম্বর থেকে মিস্ড কল দিচ্ছে। আমার ঘুমটি চটকে দিচ্ছে বেশ খানিকক্ষণের জন্য। প্রতি রাতে একটাই মিস্ড কল। প্রথম তিন দিন পাত্তা দিই নি। কাল চতুর্থ রাতে এটা হবার সাথে সাথে আমি রিং ব্যাক করি। অন্যপ্রান্তে কেউ রিং হবার সাথে সাথে লাইনটাকে কেটে দিচ্ছে। বার চার পাঁচ কেটে দেবার পরে মোবাইলটা সুইচ অফ করে দিচ্ছে। তারপরে আর ট্রাই করেও নম্বর পাওয়া যাচ্ছে না। বলছে সুইচ্ড অফ। ইংরেজি, হিন্দি আর বাংলায় বলছে।
আজ সকালেও আমি অনেকবার চেষ্টা করলাম। যতবার আমার নম্বর থেকে কল পাচ্ছে, ততবার কেটে দিচ্ছে, আর তারপরে সুইচ অফ করে দিচ্ছে খানিকক্ষণের জন্য। অবশেষে নেটে বসে কিছু উদ্ধারের চেষ্টা করলাম। নম্বরটা বিএসএনএলের। 94 দিয়ে শুরু। বাংলায় মেসেজ আসছে মানে, পশ্চিমবঙ্গের নম্বর। কলকাতাও হতে পারে, অন্য কিছুও হতে পারে। একটা সাইটে নাম্বারটা ফিড করাতে তারা বলছে এটা কলকাতার নম্বর।
আমি নম্বরটিতে গোটা দুই ধমকি এসেমেস পাঠিয়েছি, পুলিশে খবর দেব বলে। আজ রাত্তিরটা দেখি, এর পরে হয় তো সত্যিই পুলিশের কাছে নম্বরটা দিতে হবে।
rabaahuta | ০৮ এপ্রিল ২০১০ ১৩:০৮ | 203.99.212.53
আজিকালি কমে গেছে ভাট সন্নাটা দ্বারের কপাট রুধে রাখে- প্রহরী সে একমনা গুরুগাম্বাট দ্বিপ্রহর বাকি আছে হামেহাল কম পড়ে চাট ক্লান্ত কেদারা আর এদুপুরে বিরহিনী খাট অন্নচিন্তা আর অন্যচিন্তাগুলি একে আরে মারে ধোবিপাট
আমার এ কি যে বিষ জ্বালা দুইবিঘা মনবজমিনে লোভ দেয় প্রোমোটার- অনাবাদী পতিত ফাঁকা মাঠ
. | ০৮ এপ্রিল ২০১০ ১২:৫২ | 125.18.104.1
এপিফ্যানিকে বাংলায় ইউরেকা বলা হয়।
kc | ০৮ এপ্রিল ২০১০ ১২:২৮ | 194.126.37.5
@ অপ্পন, হ্যাঁ, আমি হলাম গিয়ে 'ঘ শ্রেণী'র লোক। ;-)
stoic | ০৮ এপ্রিল ২০১০ ১২:১৭ | 160.103.2.224
রেড কার্ড টা না হলে কাল ম্যাচ টা হয়ত পার করে দেওয়া যেত। তবে অনেক কিছুই 'হয়ত' হলে অনেক কিছু হত। হার্টব্রেক এর মধ্যে একটাই সিলভার লাইনিং যে নানি আর ভ্যালেন্সিয়া আশা করি নেক্সট সীজনে ভাল খেলবে। পরপর তিনবার ফাইনালে যাওয়া আর হল নি। ঃ-(
Arijit | ০৮ এপ্রিল ২০১০ ১২:১১ | 61.95.144.122
epiphany-র চারটে মানে হয় -
1.(initial capital letter) a Christian festival, observed on January 6, commemorating the manifestation of Christ to the gentiles in the persons of the Magi; Twelfth-day. 2. an appearance or manifestation, esp. of a deity. 3. a sudden, intuitive perception of or insight into the reality or essential meaning of something, usually initiated by some simple, homely, or commonplace occurrence or experience. 4. a literary work or section of a work presenting, usually symbolically, such a moment of revelation and insight.
Arpan | ০৮ এপ্রিল ২০১০ ১২:০৪ | 204.138.240.254
epiphany-এর অর্থ দেখলাম এই লিখেছে (কেমব্রিজ অনলাইন ডিকশনারি)ঃ
when you suddenly feel that you understand, or suddenly become conscious of, something that is very important to you or a powerful religious experience
একে তো এককথায় বোধিলাভ বলে।
ডিঃ পান পুরোপুরি ইন্টেনশনাল। ঃ)
kd | ০৮ এপ্রিল ২০১০ ১১:৪৭ | 98.64.219.52
শমিক, এই নম্বরটা আমার এক বন্ধুর হ'লেও হ'তে পারে - ও আগামী তিন মাস আমার হ'য়ে কাগুজে গুরুর কাজকম্মো দেখবে। আগে মেলে জানিয়েছি যার কথা।
নিউ ইয়র্কে ফিরে সঠিক জানাতে পারবো।
অদ্ভুত ব্যাপার, আগে তিন বার এইটা পোস্ট করলুম - হ'লো না। হঠাৎ মনে পড়লো নাম-ঠিকানায় কীসব বারণ আছে - 'কমা'ও তার মধ্যে একটা হ'তে পারে - তাই হয়তো south beach, FL থাকায় পোস্ট হচ্ছে না - তা নাহোক, কিন্তু তাই বলে মিথ্যে মিথ্যে 'পোস্ট হয়ে গেছে' বলবে? ঃ(
এই লাস্ট যেটা বল্ল দিপু - এটা কারো পক্ষেই স্বাস্থকর নয়। ওই তিনটে কি চারটে টিমই ঘুরেফিরে জেতে...
dipu | ০৮ এপ্রিল ২০১০ ১০:৪৬ | 61.12.12.83
ইপিএল টা এবারে ত্রিমুখী লড়াই হওয়ায় আর চার নম্বর নিয়েও মারামারি হওয়ায় তবু খানিক জমেছে। সে তুলনায় লা লিগায় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের থেকে অন্য দলগুলোর যোজন দূরত্ব।
কিন্তু প্লেয়ারের স্কিল দেখতে চাইলে স্পেন-ইতালিতেই যেতে হবে।
Rajdeep | ০৮ এপ্রিল ২০১০ ১০:৪৫ | 202.79.203.59
হুঁ , কবে যে এসব খেলা মাঠে বসে দেখতে পাবো ঃ-( যাউগ্গা
Samik | ০৮ এপ্রিল ২০১০ ১০:৪০ | 122.162.75.62
9477556590
এই নম্বরটা কি কলকাতার কোনো গুরুর পাব্লিকের? কিংবা তাদের কোনও পরিচিত লোকের?
Arijit | ০৮ এপ্রিল ২০১০ ১০:৩৬ | 61.95.144.122
এক নম্বর কি দুই নম্বর সেই নিয়ে তর্ক করছি না - এটা পার্সোনাল প্রেফারেন্স। কেউ ব্রাজিলের খেলা পছন্দ করে, আমি করি না। কিন্তু প্রচুর ইউরোপীয়ান খেলা দেখেছি, সেখানে এমন এমন ফাউল দেয়, যেগুলো ইপিএলে পাত্তাই দিত না। আর এগুলো টিভি দেখে বলা কথা নয়।
Rajdeep | ০৮ এপ্রিল ২০১০ ১০:৩১ | 202.79.203.59
না, মানতে পারলুম না
ইপিএলে দেখেছি ফাউল এবং কথায় কথায় হুইসল অনেক বেশী, এই যেমন ধরেন ছোটো রোনাল্ডো ম্যান ইউ তে থাকাকালীন কি অ্যাক্টোটাই না করত তারপর রিয়ালে গিয়ে বেশ খানিকট শায়েস্তা হয়েছে
আর ইউরো কাপ ,চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরিসংখ্যানেও ইপিএলের ক্লাবরা কিন্তু মোটেই এক নম্বর নয়
kc | ০৮ এপ্রিল ২০১০ ১০:২৯ | 194.126.37.5
কেন যে কালকে মরতে তিন গোলের পর টিভি বন্ধ করে দিলাম। আমি দেখলে কিছুতেই ম্যানিউ এর এই অবস্থা হতনা।
dipu | ০৮ এপ্রিল ২০১০ ১০:২৮ | 61.12.12.83
স্পিড আছে ঠিক কথা। এবং শুধু স্পিডই আছে, আর কিছু নাই, সেটাও ঠিক কথা।
"The Premier League represents a more 'physical' side of the game, it's always a 'man for man,' 'body for body' game. All those crunching tackles flying in are rarely seen in Spain, except, of course, when Pepe loses his head and goes kicking players around.
The La Liga is more about flair, skill, and technique. There's a build up to every goal, unlike the Premier League where around 40% of the goals are long distance strikes and 36% are headers or tap-in's from balls launched into the box from 30-60 yards away from the goal."
Arijit | ০৮ এপ্রিল ২০১০ ১০:২১ | 61.95.144.122
এ কি বলে রে? ইপিএল-এর স্পীড আর ফিজিক্যাল নেচারের জন্যে প্রচুর নামীদামী লা-লিগা বা সিরি-আ প্লেয়ার ওখানে টিঁকতে পারে না!!! এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ফ্যাক্ট!
Rajdeep | ০৮ এপ্রিল ২০১০ ১০:১৯ | 202.79.203.59
আংরেজি লিগ আবার লিগ হল নাকি ? ঃ-) কিরকম যেন সখি-সখি টাইপ
লিগ হল গিয়া লা লিগা , বুন্দেশলিগা আর সিরি আ - ফুটবল এক্টুস রাফ এন্ড টাফ না হলে চলে !
Arijit | ০৮ এপ্রিল ২০১০ ১০:০৯ | 61.95.144.122
তবে আমি ইংল্যান্ডের বাইরে খুব বেশি চেলসী ফ্যান দেখিনি - বেশির ভাগই ম্যানিউ, লিভারপুল বা আর্সেনাল। তার কারণ মোরিনহো-র আগে চেলসী তো সেই অর্থে খুব সাকসেসফুল ছিলো না।
Arijit | ০৮ এপ্রিল ২০১০ ১০:০৪ | 61.95.144.122
চেলসী ফ্যানেরাও পুরোপুরি স্যাটিসফায়েড হবে না - ইন্টারের কাছে হেরে প্রি-কোয়ার্টারেই বিদেয় হওয়ার পর।
Arpan | ০৮ এপ্রিল ২০১০ ১০:০০ | 112.133.206.20
ছটা নয়, পাঁচটা।
Arpan | ০৮ এপ্রিল ২০১০ ১০:০০ | 112.133.206.20
তার কারণ এইখানে কেউ চেলসি ফ্যান নেই। ঃ-)
দেখা যাক, এখনো ছটা করে ম্যাচ বাকি। অনেক কিছু এদিক ওদিক হবে। রুনি কি খেলতে পারবে? কাল কিছুক্ষণ পরেই তো খোঁড়ানো শুরু করল।
Arijit | ০৮ এপ্রিল ২০১০ ০৯:৫১ | 61.95.144.122
এই সীজনে গুচ-র ইপিএল ফুটবল ফ্যানেরা কেউই স্যাটিসফায়েড নয় এক্সেপ্ট এই শর্মা;-)
Sibu | ০৮ এপ্রিল ২০১০ ০৯:১৮ | 173.138.37.19
কে কে 'উভচর মানুষ' পড়তে চাও হাত তোল।
arindam | ০৮ এপ্রিল ২০১০ ০৬:৫৭ | 59.93.195.109
সুমন এখন কিছু বললেই মনে হয় ব্যাটা ঢপ দিচ্ছে, আর দু'দিন বাদেই তা প্রমাণ হয়। আবার কিছুদিন বাদে পদত্যাগ যাত্রাপালার জন্য অপেক্ষা করে থাকা।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন