এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • J | ১৪ এপ্রিল ২০১০ ১৩:৫৯ | 220.253.70.126
  • tkn,
    মাঝে কদিন লেখবার সুযোগ হয়নি; অবশ্য আপনার লেখাটা পড়েছিলাম।
    পার্ক স্ট্রীটে যাই তো, তবে কম। আপনার খোঁজ দেয়া নার্সারীতে অবশ্যই যাবো। তবে বিরাটী বারাসাত বা বাইপাসের কোন পার্টিক্যুলার নার্সারীর নাম পেলে খুব ভালো হতো। আমি তো ওখানে থাকিনা, তাই কাউকে বলে চারা আনাবো সম্ভব হলে।
    যাই হোক, যে সব ইনফো দিয়েছেন তাতেই আমি এগোতে পারবো, কি বলে যে ধন্যবাদ দিই!
    --
    পার্ক স্ট্রীট সম্পর্কে ভীতি এখনও আছে যদিও মাদার টেরিজা হবার পর এখন আর সেই রমরমা চোখে পড়ে না।
    একটা কথা ভয়ে ভয়ে জিজ্ঞেস করি? এই নিউ মার্কেট ব্যাপারটা কি? বাঙলা উপন্যাসে উঠতে বসতেই নায়িকারা সেখানে টুকি টাকি বাজার করতে যান। লাইট হাউসের পাশে লাল বাজারটা দেখেছি; একবার বহু বছর আগে ঢুকেছিলাম কিন্তু এমন কিছু আহামরি তো মনে হয়নি। নাকি ঐ পুরো এলাকাটাই নিউ মার্কেট? গ্লোব সিনেমার সামনে।
    গল্পে এমন লেখে যেন ওখানেই সেরা জিনিষ মেলে, এটা কি মিথ?
    এইরে, গাঁইয়া প্রশ্ন হয়ে গেল কিন্তু সত্যি বলছি ব্যাপারটা আমার কাছে এখনও পরিষ্কার নয়!
    আমি অবশ্য ভীতুর ডিম, সরকারী এম্পোরিয়াম বা কোম্পানীর শোরুম ছাড়া ঢুকতেই সাহস পাই না পাছে গলাটা কুচুৎ!
  • SB | ১৪ এপ্রিল ২০১০ ১৩:৫৬ | 114.31.249.105
  • প্রমানিত হলে লাইসেন্স বাতিল হবে, এরকম আগেও হয়েছে।
  • rabaahuta | ১৪ এপ্রিল ২০১০ ১৩:৫১ | 203.99.212.53
  • হুঁ।

    আজ পিয়ারলেস গেছিলাম, একটা রিপোর্ট আনার ছিল, পেলাম না স্বাভাবিক ভাবেই। আরো লোকজন ছিল, অনেক দুর থেকে আসা, আগে থেকে অ্যাপন্টমেন্ট নেওয়া, গেটের কাছে। ভেতরটা পুরো ধ্বংসস্তূপ- কাঁচ, টিভি- কম্পু মনিটার, জানালা দরজা।
    হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চয় ইন্সুরেন্সের পয়সা পেয়েই যাবে- কিন্তু দূর দূর থেকে আসা লোকজন আবার আসবে, আবার অনেক ঝামেলা সয়ে অ্যাপন্টমেন্ট নেবে।

    সত্যিই যদি অ্যাকসিডেন্টের লোকদের টাকার জন্যে ফেরানো হয়ে থাকে- তাহলে শাস্তি প্রাপ্য তো বটেই- কিন্তু শাস্তিটা দেবে কে? এদের জন্যে ফলোআপ করার মনে হয় না কেউ আছে- আবার ভাংচুরে পলিসি মেকারদের, বা প্রতিষ্ঠানেরও বিশেষ কিছুই যায় আসেনা।
    একটু পড়াশুনো, একটু আইন মানার প্রবণতা থাকলেই অনেককিছু এড়ানো যায় বোধয়।
  • . | ১৪ এপ্রিল ২০১০ ১৩:২৪ | 125.18.104.1
  • বিধানসভা ভাঙচুর আমার কাছে অত গুরুত্বপূর্ণ নয়। হাসপাতাল ভাঙচুর, গণপিটুনি, পথ অবরোধ অনেক বেশি গুরুত্বপূর্ণ- যেখানে সাধারণ মানুষ বিনা অপরাধে মারা যাচ্ছে, আহত হচ্ছে, নাকাল হচ্ছে, যেখানে স্বাভাবিক জীবনযাপনের ন্যূনতম গ্যারান্টিও থাকছে না। এই বিষাক্ত মানসিকতা থেকে পরিত্রাণ পাবার জন্য কোনো রাজনৈতিক দলেরই কোনো রাজনৈতিক সদিচ্ছা নেই।
  • Rajdeep | ১৪ এপ্রিল ২০১০ ১৩:১৯ | 202.79.203.59
  • বিধানসভা ভাঙচুরও এ ব্যাপারে একটা বড় মাইলস্টোন হিসেবে থাকবে
  • saikat | ১৪ এপ্রিল ২০১০ ১২:৫০ | 202.54.74.119
  • আমার অস্বস্তিকর লাগে, আপাত ভাবে শান্ত পরিবেশের নীচে ভায়োলেন্স কতখানি ব্যাপ্ত হয়ে আছে ! যে কোন ঘটনা ঘটলেই দৈনন্দিনের চাপা ভায়োলেন্স বেরিয়ে আসতে পারে। এবং সেই সময়ে 'সুশৃঙ্খল' ভাবে ভাঙচুর ঘটতে থাকে।
  • . | ১৪ এপ্রিল ২০১০ ১২:২০ | 125.18.104.1
  • সবথেকে বেশি হয় তো না। তবে চরিত্র আলাদা। ব্যক্তিগত বেআইনী কাজকর্মে দিল্লি অনেক এগিয়ে। কলকাতা, এবং পশ্চিমবঙ্গের কোর কম্পিটেন্স হল মব ভায়োলেন্স, অর্থাৎ গণপিটুনি, পথ ও রেললাইন অবরোধ, পাবলিক প্লেসে ভাঙচুর ইত্যাদি। কয়েকদিন আগে তিন ভদ্রলোক ভদ্রমহিলা বাড়ি থেকে পালানো দুই কিশোরীকে সাহায্য করতে গেলে নারী পাচারের অভিযোগে তাদের পিটিয়ে মেরে ফেলা হয়। তার দুই একদিন পরে একজন অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষকে খুব সম্ভবতঃ একই অভিযোগে পিটিয়ে মারা হয়। কলকাতায় নয়, তবে পশ্চিমবঙ্গে। তারপর এই ঘটনা। এমনিতেই হাসপাতাল ভাঙচুর পশ্চিমবঙ্গে জলভাত। কিন্তু আইসিসিইউ, বা ওয়ার্ডে ঢুকে ভাঙচুর, যেখানে রোগীদের কিচেন বা স্টোররুমে পালিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে- বীভৎস, অভাবনীয়।
  • Rajdeep | ১৪ এপ্রিল ২০১০ ১১:৫৩ | 202.79.203.59
  • ফালতো ইনভেস্টমেন্ট ঃ-) এমনিতেই তো গাদা গাদা আছে তারানন্দ , কলকাতা , এন ই , তারাটিভি ইত্যাদি
  • Arpan | ১৪ এপ্রিল ২০১০ ১১:২৫ | 216.52.215.232
  • * এডিশন
  • Arpan | ১৪ এপ্রিল ২০১০ ১১:২৫ | 216.52.215.232
  • যাঃ ন্যাড়াদা কী নাদান! নেটেই তো ToI-এর সব কটা দিশন পড়ে ফেলা যায়।
  • saikat | ১৪ এপ্রিল ২০১০ ১০:৪৯ | 202.54.74.119
  • শুভাপ্রসন্নের টিভি চ্যানেল।

    http://tinyurl.com/y449sr6
  • nyara | ১৪ এপ্রিল ২০১০ ১০:৪৬ | 203.110.238.16
  • TOI কলকাতা এডিশন তো আমার নেই। উত্তরটা বলেই দাও।
  • Arijit | ১৪ এপ্রিল ২০১০ ১০:৪৩ | 61.95.144.122
  • কিন্তু মজিদ মাস্টারের সাথে বিগবাজার এলাকার সম্পক্কো কি? মজিদ মাস্টার তো ওই ভেড়ি এলাকার লোক!
  • Arijit | ১৪ এপ্রিল ২০১০ ১০:৪১ | 61.95.144.122
  • আজ নতুন দাবি ছিলো নাকি? আমি তো ভাবলুম কালকের জের চলছে।

    ন্যাড়াদা - কালকের TOI কলকাতা এডিশনের দ্বিতীয় পাতায় উত্তর আছে।
  • saikat | ১৪ এপ্রিল ২০১০ ১০:৪০ | 202.54.74.119
  • পরিবর্তনের সময়ে এরকম ঘটে থাকে।
  • Bhuto | ১৪ এপ্রিল ২০১০ ১০:৩৯ | 203.91.193.50
  • মজিদ মাস্টার কে ধরতি হবে পেলাস তিনোমুলের লোকজনেদের মারা বন্ধ করতি হবে। এই হলো দাবী, মানে পথের দাবী বা পথ আটকানোর দাবী। কালকের পিয়ারেলেসের টা অন্য ইস্যু।
  • Bhuto | ১৪ এপ্রিল ২০১০ ১০:৩৭ | 203.91.193.50
  • বাবা অয়ন, তোমার সঙ্গে কি বাসে কবে দেখা হবে সেই প্রতীক্ষায় থাকব হিন্দি সিনেমার মতো?
    শ্লা, এই উইকেন্ডে কি করছিস?
  • nyara | ১৪ এপ্রিল ২০১০ ১০:৩৬ | 203.110.238.16
  • ভারতের বড় আর মেজ শহরের মধ্যে কী কলকাতায় ল'-লেসনেস আর অ্যানার্কি সবথেকে বেশি?
  • Lama | ১৪ এপ্রিল ২০১০ ১০:২৮ | 203.99.212.53
  • আজ আমারও অভিজ্ঞতা অরিজিতের মত- আবার দেখলাম পিয়ারলেসের কাছে একটা বাসে আগুন ধরিয়ে দিয়েছে
  • dipu | ১৪ এপ্রিল ২০১০ ১০:২৫ | 61.12.12.83
  • দাবী হল এই লেখাটা অবিলম্বে পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত করতে হবে।
  • . | ১৪ এপ্রিল ২০১০ ১০:২৩ | 219.64.68.225
  • কারা অবরোধ করেছে? দাবীটা কি?
  • Arpan | ১৪ এপ্রিল ২০১০ ১০:০৫ | 204.138.240.254
  • ঃ-)

    একবার দেখেছিলাম এক্ষেলকে ডেটাবেস হিসেবে কেউ লিখেছিল।
  • Arijit | ১৪ এপ্রিল ২০১০ ০৯:৫০ | 61.95.144.122
  • কালে কালে কত কি দেখবো/জানবো।

    একটা সিভি পেলাম - তাতে অপারেটিং সিস্টেম এক্ষপিরিয়েন্সের মধ্যে উইন্ডোজ ক-খ-গ ছাড়া রয়েছে "টেলনেট'।
  • Arijit | ১৪ এপ্রিল ২০১০ ০৯:৪৬ | 61.95.144.122
  • বিগবাজারের কাছে বাইপাস অবরোধ। কালকের জের। অলিগলি দিয়ে ঘুরে বাঘাযতীন টপকে এসসি মল্লিক রোডে এসে ফের গরফা দিয়ে বাইপাস ধরলুম।

    আর মাত্র একটা পয়েন্ট, তিনটে খেলা থেকে। তাইলেই চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন।
  • Tim | ১৪ এপ্রিল ২০১০ ০৩:৫২ | 198.82.17.113
  • এসব ট্যাক্সের পোগ্গাম কারা লেখে কেজানে। সবই কেটে নিলো। গরীব বড়োলোক ভেদাভেদ নাই!
  • Paramita | ১৪ এপ্রিল ২০১০ ০২:২৩ | 202.3.120.9
  • নেশা হয়ে গেছে। বাবা জেগে থাকলে কেড়ে সরিয়ে ফেলে। আজ ট্যাক্সোর নামে রাত্রিজাগরণ।
  • Du | ১৪ এপ্রিল ২০১০ ০২:২৩ | 65.124.26.7
  • আমাদের রোববারেই হয়ে গেলো গেল, বাঙালী খাদ্য উৎসব দিয়ে। আসলে বোধয় বুধবারে।
  • Du | ১৪ এপ্রিল ২০১০ ০২:২১ | 65.124.26.7
  • সত্যি এই রেটে পানপরাগ খাচ্ছো? ভালো না তো ওটা।
  • Paramita | ১৪ এপ্রিল ২০১০ ০২:২০ | 202.3.120.9
  • পয়লা বৈশাখ বেষ্পতিবার না? আজ থেকেই সবাই হেপি বাড্ডে হেপি বাড্ডে করতে লেগেছে কেন?
  • Paramita | ১৪ এপ্রিল ২০১০ ০২:১৯ | 202.3.120.9
  • যাই ঘুমোতে যাই। একটু পানপরাগ খেয়ে।
  • Paramita | ১৪ এপ্রিল ২০১০ ০২:১৬ | 202.3.120.9
  • প্রায় ঘন্টা দুয়েক ধরে 1099-এর দিকে তাকিয়ে তাকার পর বুঝলাম আমার W2-তে ভুল রিপোর্ট করেছে।
  • Du | ১৪ এপ্রিল ২০১০ ০২:১৬ | 65.124.26.7
  • a x | ১৪ এপ্রিল ২০১০ ০১:৫১ | 143.111.22.23
  • আমি গত দুই বছর ধরে, মানে যবে থেকে ডিপেন্ডেন্ট ক্লেম করতে হয়, সোজা H&R Blockএ চলে যাই। আগের্দিন ১৩ তারিখ রাত ১১টায় করেছিলাম, এবার ভয়ংকর ভালো হয়ে গত সপ্তান্তে করে নিয়েছি। আর কোনো W4 এর ধার মারাইনা। যা কাটার কাটে। বছরের শেষে পাই।
  • Abhyu | ১৪ এপ্রিল ২০১০ ০১:৩৮ | 131.193.178.22
  • http://apps.irs.gov/pub/irs-pdf/fw4.pdf
    আজ্জো, ঐ W4এ দ্যাখো একটা লাইন আছে (ছয় নম্বর লাইন) যেখানে বলা যায় তুমি এক্সট্রা কতো টাকা কাটাতে চাও। সেখানে ২০০ কি ৪০০ ভরে দাও। নিশ্চিন্তি।
  • byaang | ১৪ এপ্রিল ২০১০ ০০:৪৩ | 122.172.104.115
  • শারুখের টুইট গুলো ? আহা রে বেচারা।
  • aka | ১৩ এপ্রিল ২০১০ ২৩:৫৮ | 168.26.215.13
  • i am not sad. just feel awful for kolkata & all of this, most wonderful city & my sponsors..nokia & xxx drink. no promises anymore.bye all.

    bye all. i am off now to deal with disappointments in the way i know best. u find ur poison. love u all. unconditional apologies to all.
    28 minutes ago via web

    substance leads to style & glamour. supporters of kkr v can say goodbye to ipl now.better than last yr is not good enuff.
  • aka | ১৩ এপ্রিল ২০১০ ২৩:৪৭ | 168.26.215.13
  • আম্মো তাই করতাম। ঃ)
  • Blank | ১৩ এপ্রিল ২০১০ ২৩:৪২ | 59.93.199.243
  • ধুর, দেশে সবচে সহজ। ৫০ ট্যকা খালি ঃ) হাফ স্মার্নফ
  • aka | ১৩ এপ্রিল ২০১০ ২৩:৩৯ | 168.26.215.13
  • তাও বেশ সহজ। দেশে অনেক কঠিন।
  • Blank | ১৩ এপ্রিল ২০১০ ২৩:৩৭ | 59.93.199.243
  • সফটওয়ার গুলো তো খালি w2 ফর্ম ধরে ভরে। ঐ ধরে আইটেমাইজড করা যায় না। তার জন্যি হাতে ভরতে হয়, হেব্বি হ্যপা, কিন্তু লাভ বেশি
  • aka | ১৩ এপ্রিল ২০১০ ২৩:৩৫ | 168.26.215.13
  • হাতে ভরবা কেনে? সফটওয়ার আছে না? সহজ তো। আজকাল আবার সফটওয়ার গুলা ডাব্লু ২ ইমপোর্ট করতে দেয়। ঝটপট হয়ে যায়।
  • Blank | ১৩ এপ্রিল ২০১০ ২৩:৩২ | 59.93.199.243
  • ট্যাক্ষো ভরা খুব কঠিন ওদেশে, যদি আইটেমাইজড ট্যাক্ষো ভরতে হয়
  • aka | ১৩ এপ্রিল ২০১০ ২৩:১৮ | 168.26.215.13
  • কিন্তু এই যে লোকের জীবনে একটা কেমন ডেডলাইন প্রেসার সেটা নেই। তখনো ছিল না। সেটা?

    আর দুঃখের কথা কি বলব? কিছুতেই W4 কনফিগারেশন ঠিক হয় না। বছরের শেষে পাঁজরাটা খুলে যাওয়ার জোগাড় হয়। ম্যারেড জিরো ক্লেইমেও হচ্ছে না। এবারে সিঙ্গল জিরো করে দেখব। তাতে না খেতে পাওয়ার একটা চান্স আছে তবুও বছরের শেষে পাঁজর খুলতে দেব না। এই আমার নতুন ট্যাক্সো বছরের রিজলিউশন।
  • nyara | ১৩ এপ্রিল ২০১০ ২৩:১৪ | 122.172.20.186
  • কিন্তু তুমি যখন ট্যাক্সো ভরছিলে তখন তো অন্যরা নিশ্চিন্দে খেলা দেখেছে, তার একটু বাদে কফি খেয়েছে, তারপর বিকেলে বেড়াতে গেছে ইত্যাদি।
  • aka | ১৩ এপ্রিল ২০১০ ২৩:১২ | 168.26.215.13
  • আগে ট্যাক্ষো ভরে এইযে এখন নিশ্চিন্দে খেলা দেখছি, একটু বাদে কফি খাব, তারপর বিকেলে বেড়াতে যাব, রাতের বেলায় আবাপ পড়ব। শেষ মুহূর্তের জন্য কোন কাজ ফেলে রাখতে আছে নাকি?

    ছড়ানোটা বড় ব্যপার নয় কিভাবে সেই ছড়ানো রিকভারিত হয় সেটাই বড় ব্যপার। ;)
  • Arpan | ১৩ এপ্রিল ২০১০ ২৩:০৮ | 112.133.206.20
  • ট্যাক্ষো ভরা খুবই সহজ। ওদেশে তো জলের মত সোজা। তাই নিয়ে হুমদো হুমদো লোকের কী চিন্তা!
  • pi | ১৩ এপ্রিল ২০১০ ২৩:০৬ | 137.187.177.247
  • না না হয়নি ! তবে এখনো তো সময় আছে।
  • byaang | ১৩ এপ্রিল ২০১০ ২৩:০৬ | 122.172.104.115
  • হ্যাঃ, প্রিন্টারের কালি কিনতেও ছড়ায়, সে আবার প্রোঅ্যাক্টিভ!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত