এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১৬ এপ্রিল ২০১০ ২৩:৩৩ | 122.172.52.34
  • আরে ব্যাটারা যদি আগেই বলতো সোমবার অব্দি এই চলবে, অন্য কোথাও পালাতাম। কিন্তু কাল থেকে আজ বিকেল অব্দি আশা দিয়ে গেলো ""এই ৩ঃ০০টের সময় জল ছাড়ছি, এই ৬ঃ০০টার সময় ছাড়ছি। ট্যাঙ্কার এই এল বলে'' এসব বলে লোভ দেখিয়ে বাড়িতে বসিয়ে রাখলো জল ভরানোর জন্য।
  • Lama | ১৬ এপ্রিল ২০১০ ২৩:৩১ | 203.99.212.54
  • পরশুদিন নাকি হুতো কিছুতেই ইন্টারভিউ নিতে চাইছিল না । দেখে ক্যান্ডিডেট নিজে বলে গেছে "ভয় কিসের স্যার? আমি কি বাঘ না ভালুক?'

    অফিসের লোকজন আমাকে খবর দিল।
  • stoic | ১৬ এপ্রিল ২০১০ ২৩:৩০ | 160.103.2.224
  • হেন্স প্রুভড যে রবাহুতোর ক্যামেরা ইজ অলসো ঘটি।
  • Abhyu | ১৬ এপ্রিল ২০১০ ২৩:৩০ | 131.193.178.22
  • ক্যামেরার জন্যেও ভিজে গামছা চলতে পারে। একবার করলেই চলবে, বার বার করতে হবে না।
  • Arpan | ১৬ এপ্রিল ২০১০ ২৩:২৯ | 112.133.206.20
  • আহা শহরের মানুষজনের কী কষ্ট!
  • stoic | ১৬ এপ্রিল ২০১০ ২৩:২৯ | 160.103.2.224
  • স্মোক অ্যালার্মের ব্যাটারি খুলে নিলেই তো হয়। আপনার স্মোক অ্যালার্ম কি ঘটি যে গামছা পরিয়ে রাখেন ? ;-)
  • pi | ১৬ এপ্রিল ২০১০ ২৩:২৯ | 128.231.22.89
  • হ্যাঁ, সেটাই সাজেস্ট করতে যাচ্ছিলুম। হুতো ও দেখছি আমার ই মতন বুদ্ধি ধরে।
  • rabaahuta | ১৬ এপ্রিল ২০১০ ২৩:২৭ | 117.194.230.111
  • ক্যামেরার জন্যে শুকনো গামছা
  • byaang | ১৬ এপ্রিল ২০১০ ২৩:২৬ | 122.172.52.34
  • পেত্নিই বটে। কাল সকাল আটটায় জল চলে গেল। কাল আজ দুই দিন স্নান করি নি। কাল জল চলে গেল, ফোন করায় বললো, সন্ধ্যেবেলায় এসে যাবে। সেই আশায় ছিলাম। ৪লিটার বিসলেরি, কিনলে ইত্যাদি কিনে ফিরলাম। সেই দিয়ে আজ সকাল পর্যন্ত্য কোনো রকমে চললো। আজ পাড়ায় ট্যাঙ্কার দিয়ে জল আনানোর চেষ্টা হয়েছিলো। লোকাল ট্যাঙ্কারওয়ালারা, এক এক ট্যাঙ্কারের জন্য ১২০০টাকা চাইছে, তাতেও রাজি হওয়া গেলো, তখন তাদের দাবি তাদের লিখিত পত্র দিতে হবে, প্রতি মাসে দিনে ৩০টা করে ট্যাঙ্কারের জল নেওয়া হবে। অ্যাসোসিয়েশন না বলে দিলো। অন্য এক জায়গা থেকে ট্যাঙ্কার আনানোর চেষ্টা করা হল, লোকাল ট্যাঙ্কারওয়ালাদের ইউনিয়ন তাদের আরাকেরের পরে আর ঢুকতে দিল না। আশপাশের সব দোকান থেকে গত কাল থেকেই ২০লিটার জলের জার অমিল। এখন বলছে সোমবার অব্দি এই অবস্থা চলবে।
  • pi | ১৬ এপ্রিল ২০১০ ২৩:২৬ | 128.231.22.89
  • নাঃ, আমি নিজের অবস্থান পরিবর্তন করে দেখলুম। এক ই কৌণিক অবস্থানে থাকা আর কোনো কিছু কে অমনি ঘোরাঘুরি করতে দেখছি না। পেনটার ই মাথা বিগড়েছে।
  • Lama | ১৬ এপ্রিল ২০১০ ২৩:২৬ | 203.99.212.54
  • লুকনো ক্যামেরায় ছবি উঠে যাবে না বুঝি?
  • pi | ১৬ এপ্রিল ২০১০ ২৩:২৩ | 128.231.22.89
  • এখানকার বাড়ির স্মোক অ্যালার্মটার উপরে ভিজে গামছা ফেলে দিয়ে যেমন টুপি পরাই ওটাকে , ওরকম কিছু করে দিতে পারো তো ।
  • pi | ১৬ এপ্রিল ২০১০ ২৩:২২ | 128.231.22.89
  • কালকের আইসল্যান্ডের ঐ ফায়ার অ্যান্ড আইস দেখে একটাই কথা মনে আসে। ভয়ঙ্কর সুন্দর।

    কিন্তু ক্রীমসন রেড , ইয়েলো অকার, আপনি এসব ধরতে পারেন ! খী যে খাণ্ড !
  • Lama | ১৬ এপ্রিল ২০১০ ২৩:২০ | 203.99.212.54
  • অ্যালার্ম বেজে উঠবে তো!!!
  • pi | ১৬ এপ্রিল ২০১০ ২৩:১৬ | 128.231.22.89
  • লামাদা, ওদের সাথে লাল সুতোর বিড়ি ধরাবে না? ঃ)
  • aka | ১৬ এপ্রিল ২০১০ ২৩:১৩ | 168.26.215.13
  • আমার মাইগ্রেন শুরু হবার আগে অমন হয়। চোখের কোন থেকে শুরু হয়ে তারপর সেন্টারে আসে।
  • Lama | ১৬ এপ্রিল ২০১০ ২৩:১২ | 203.99.212.54
  • আপিসে এখন আর কেউ নাই। শুধু কতিপয় দারোয়ান আর আমি
  • pi | ১৬ এপ্রিল ২০১০ ২৩:১১ | 128.231.22.89
  • আর ওদিকে একটা ভারি অদ্ভুত ব্যাপার হচ্ছে। আমি এদিকপানে মুখ করে যেই লিখছি, বাদিকের খাতার উপর রাখা পেন টা কেমন বোঁ করে একটা সেমি চক্কর কাটছে বলে বোধ হচ্ছে। কিন্তু ওটার তাকালে দেখছি, যেমন কে তেমন ই তো পড়ে আছে। সামান্য শিফ্‌ট হলেও যাতে ডিটেক্ট করতে পারি , সেজন্য খাতার মলাটে পেনটাকে ঘিরে একটি আঁকিবুঁকি কেটে দিলাম। লক্ষ্মণরেখা টাইপের। নাঃ, তার রেসপেক্টেও নো নড়ন চড়ন। ইদিকে অন্যদিকে চোখ ঘোরালেই বেশ বুঝছি ঘুরে গেলো ! এখন যে রাত নয় এটাই একমাত্র ভালো কথা।
  • stoic | ১৬ এপ্রিল ২০১০ ২৩:০৮ | 160.103.2.224
  • দু,
    আমাগো এখানে মেঘ আছে বটেক কিন্তু তাতে ছাই, কোয়ার্টজ, ইত্যাদি আছে কিনা জানিনা। দেখে তো পাতি নিম্বাস মনে হচ্ছে। গন্ডগোল বেশি উত্তর ইয়োরোপে, কিন্তু মাঝখান থেকে জেনিভা এয়ারপোর্ট টি বন্ধ করেই কেলো করল।
  • pi | ১৬ এপ্রিল ২০১০ ২৩:০৬ | 128.231.22.89
  • টাচস্ক্রীন এক্কেরে জালি জিনিস। আগে জিপিএসেরটা বিগড়েছিল। এবার ফোনের টা গ্যালো ঃ(
  • stoic | ১৬ এপ্রিল ২০১০ ২৩:০৫ | 160.103.2.224
  • পাইদি আবার আমারে 'দা' কন ক্যানো ?
    আমার এখানে পশ্চিম আকাশে বজ্রগর্ভ মেঘের ফাঁকে খানিক গোধুলির আভাস। কিছুটা ইয়েলো অকার, খানিকটা কমলা, আর খানিক ক্রিমসন রেডের ছোঁয়া।
  • Abhyu | ১৬ এপ্রিল ২০১০ ২৩:০০ | 131.193.178.22
  • খুকীকে খুকী বললে তো রাগ করবেই। ঐ জন্যেই তো শমীক শিখিয়েছে খুক্স বলতে ঃ)
  • Abhyu | ১৬ এপ্রিল ২০১০ ২২:৫৮ | 131.193.178.22
  • মাথার চুল কাউন্টেবলি ইনফাইনাইট (টেকো না হলে) - মা যখন গুনে গেঁথে হিসেব করছেন তখন ঐ সেটের মেজার জিরোই ধরে নাও ঃ)
  • pi | ১৬ এপ্রিল ২০১০ ২২:৫৫ | 128.231.22.89
  • স্টৈকদা, আপনাদের আকাশের রং কী এখন ?
  • pi | ১৬ এপ্রিল ২০১০ ২২:৫৪ | 128.231.22.89
  • খুকী ! খুকীর মাথায় কত পাকা চুল সেই হিসেব এবার খুকীর মা গুণে গেঁথে করে দিয়ে গ্যাছে। ঃ(

    পাশ ফেল না, কিন্তু ঐ আর কি। বাৎসরিক যন্ত্রণা। তবে গরু কিম্বা মশা খোঁজার আগে জীবনের থেকে অনেক সুখে আছি। তখন তো মাস তিন চার বাদে ই এই আপদ হাজির হত।
    এই বসে বসে স্লাইড বানাতে হলেই আমার মাথা খারাপ হয়ে যায়। তার উপরে লোকজন কেমন অভুক্ত বাঘের চাহনি নিয়ে কোশ্চেন করবার জন্য বসে থাকে !
  • Du | ১৬ এপ্রিল ২০১০ ২২:৫১ | 65.124.26.7
  • স্টোয়িক, চোখে দেখতে পাচ্ছো এইসব বরফিলা ছাইটাই?
  • pi | ১৬ এপ্রিল ২০১০ ২২:৪৭ | 128.231.22.89
  • এরপরেও লোকে জলকে জীবন বলবে কিম্বা ব্যাংদিকে পেত্নী বলবে না ?
  • stoic | ১৬ এপ্রিল ২০১০ ২২:৪৬ | 160.103.2.224
  • এদিকে আইসল্যান্ডের আগ্নেয়গিরির উৎপাতে আমাগো ইয়োরোপের বেশির ভাগ এয়ারপোর্ট যে বন্ধ হয়ে বসে আছে, সে ব্যাপারে কারুর কোন হেলদোল নেই। ঃ-(
  • byaang | ১৬ এপ্রিল ২০১০ ২২:৪১ | 122.172.59.7
  • নির্জ্জলা দুই দিন কেটে গেল।
  • Arpan | ১৬ এপ্রিল ২০১০ ২২:২৭ | 112.133.206.20
  • ইপ্পিখুকিরে।
  • byaang | ১৬ এপ্রিল ২০১০ ২২:২৫ | 122.172.59.7
  • রঙ নিয়ে কথা হচ্ছে বুঝি?
  • pi | ১৬ এপ্রিল ২০১০ ২২:১৫ | 128.231.22.89
  • ছায়ানট তো বেগুনী না। দরবারী বোধহয় বেগুনী। কার যেন একটা ক্যাসেট কভারে রাগ রঙের এই অ্যাসোসিয়েশনটা দেখেছিলুম।
  • pi | ১৬ এপ্রিল ২০১০ ২২:১১ | 128.231.22.89
  • অপ্পন কাকে জিগায় ? ;)
  • Arpan | ১৬ এপ্রিল ২০১০ ২২:০৪ | 122.252.231.12
  • খুকি কি পাশ দিল?
  • Abhyu | ১৬ এপ্রিল ২০১০ ২২:০৩ | 131.193.178.22
  • মানে এই আকাশ কেন নীল, ছায়ানট কেন বেগুনী ইত্যাদি?
  • Abhyu | ১৬ এপ্রিল ২০১০ ২২:০০ | 131.193.178.22
  • তো এখন আমরা লাইফ অফ পাই নিয়ে দুটি কথা শুনতে পাই?
  • pi | ১৬ এপ্রিল ২০১০ ২১:৫৩ | 128.231.22.89
  • আকাশটা এমনতর নীল আগে কখনো লাগে নাই। পাতাগুলো এমনি সবুজ। আহ।

    এমন নীল বা এমন সবুজ না লাগলেও নীল বা সবুজ ই লেগেছিলো যথাক্রমে। কিছু কিছু লোকের কথা ভেবে এই ডিঃ টা দিয়ে রাখতে হল। ঃ)
  • Abhyu | ১৬ এপ্রিল ২০১০ ২১:৩২ | 131.193.178.22
  • শমীক, work from home কল্লেই হয়। No work from home করলে অবস্যি আরো ভালো।
  • Abhyu | ১৬ এপ্রিল ২০১০ ২১:৩০ | 131.193.178.22
  • আজ্জো নিজের খোলা টই প্রোমোট করছে কি না, তাই জিগাই।
  • Abhyu | ১৬ এপ্রিল ২০১০ ২১:৩০ | 131.193.178.22
  • আচ্ছা যে প্রোমোট করে তাকে কি প্রোমোটার বলে?
  • Samik | ১৬ এপ্রিল ২০১০ ২০:৪৭ | 219.64.11.35
  • সে তো বটেই। দুবারই দেরি করতে ভালো লাগে না।
  • Arpan | ১৬ এপ্রিল ২০১০ ২০:২৮ | 112.133.206.20
  • তুমি তো দেরিতে আসো। তাই না?
  • Samik | ১৬ এপ্রিল ২০১০ ২০:০৫ | 219.64.11.35
  • আমি যে কবে বাড়ি যাব!
  • Arijit | ১৬ এপ্রিল ২০১০ ১৯:৫৩ | 61.95.144.122
  • বাড়ি গেনু।
  • Arijit | ১৬ এপ্রিল ২০১০ ১৯:৪৮ | 61.95.144.122
  • ওপিয়ামে অ্যাকর নেয় কিনা দেখতে হবে।
  • SB | ১৬ এপ্রিল ২০১০ ১৯:৩৮ | 114.31.249.105
  • এই দোকানে গেলে স্টার্টার খেয়েই পেট ভরানো যায়, তাই আনলিমিটেড স্টার্টার।

    তার সাথে আগে লাইভ মিউসিক হত, এখন হয় কি?
  • Arpan | ১৬ এপ্রিল ২০১০ ১৯:৩৭ | 204.138.240.254
  • বাড়ি গেলাম। সবাইকে হ্যাপি সপ্তাহান্ত।
  • Arpan | ১৬ এপ্রিল ২০১০ ১৯:৩৫ | 204.138.240.254
  • বুইতে গেলে দেশে আইত হইবো কত্তা। ঃ-)

    টেবলে আনলিমিটেড স্টার্টার সার্ভ করেই যায়, করেই যায়। টিল ইউ কিপ দ্য ফ্ল্যাগ ডাউন।
  • stoic | ১৬ এপ্রিল ২০১০ ১৯:৩৩ | 160.103.2.224
  • আনলিমিটেড এর ফান্ডা টা বুঝলাম না। বুফে মানেই তো বাই ডেফিনিশন আনলিমিটেড আর স্টার্টার্স তো বুফের মধ্যে ইনক্লুডেড। লিমিটেড বুফে হয় নাকি ? নাকি স্টার্টার্স আলাদা ওর্ডার দিতে হয় ?
  • Arpan | ১৬ এপ্রিল ২০১০ ১৯:১৭ | 204.138.240.254
  • হ্যা, ঠিক ঠিক।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত