এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১৩:৫৯ | 61.95.144.122
  • কিন্তু যাচ্ছে কোন দিক দিয়ে? পরমা পেরিয়েই যেটা তৈরী হচ্ছে সেটা ওঠা না নামা?
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১৩:৫৬ | 204.138.240.254
  • নতুন রাস্তা হচ্ছে তো। কালকেই তো গৌতমবাবু একটা রাস্তার শিলান্যাস করলেন রাজারহাটে।
  • . | ১২ এপ্রিল ২০১০ ১৩:৫৬ | 125.18.104.1
  • ঐ এলিভেটেড রাস্তা হল পরমা দ্বীপ থেকে পার্ক সার্কাস সাতমাথার মোড় অবধি উড়ালপুলের প্রাথমিক অংশ।
  • kc | ১২ এপ্রিল ২০১০ ১৩:৪৪ | 194.126.37.5
  • সবগুলোই ফালতু, এই যে কলকাতা নাম বানিয়ে ছেড়ে দিল, তাতে কী হল? ভীনভাষার লোকগুলো বলছে ক(অ)লকাতা, সেদিন গাভাসকার এই রকম ই বলছিলেন, শুনলেই নিজের চারদিকে পোড়াপোড়া গন্ধ পাই।
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১০ ১৩:৪০ | 202.79.203.59
  • কলকাতায় নামকরণ নিয়ে বেশ একটা কুইজ হয়ে যেতে পারে

    অবন ঠাকুর সরণী কোনটে বলোতো ?
    বা
    হেমন্ত মুখো সরণী
    বা
    গুরু নানক সরনী

    ইত্যাদি ইত্যাদি ঃ-)
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১৩:৩৮ | 61.95.144.122
  • এটা তো সেরকম মনে হচ্ছে না। যেটা বল্লাম সেটা নামছে না - কারণ ওটা দক্ষিণদিকে যাবার লেন। মানে ওদিক থেকে উঠছে। আর সিলভার স্প্রিং-এর কাছেও নয় - সায়েন্স সিটি গোলচক্কর পেরিয়ে রুবির দিকে যেতে।
  • saikat | ১২ এপ্রিল ২০১০ ১৩:৩৫ | 202.54.74.119
  • মহা ফালতুর প্রকৃষ্ট উদাহরণ - মাদার টেরেসা সরণী !
  • saikat | ১২ এপ্রিল ২০১০ ১৩:৩৪ | 202.54.74.119
  • এই রকম তো একটা হওয়ার কথা পড়েছিলাম, ৪ নং ব্রীজ থেকে ITC-র পেছন দিয়ে আকাশে আকাশে এসে silver spring-এর কাছে নামার।
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১৩:৩২ | 61.95.144.122
  • *ওয়ে* বা বাই দ্য টা বাদ। খিচুরি হয়ে গেছে;-)
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১৩:৩২ | 61.95.144.122
  • নতুন রাস্তাঘাট আর কই যে নাম দেবে? এত এত নাম - সব বসে বসে পচবে নাকি? ;-)

    বাই দ্য ইয়ে - সায়েন্স সিটি থেকে রুবির দিকে ঢুকতে সার্কলটা পেরোতেই একটা কি ফোর লেন এলিভেটেড ওয়ে তৈরী হচ্ছে - সেটার আল্টিমেট ডেস্টিনেশনটা কি কেউ জানো? কে একজন বল্ল পার্ক সার্কাসের দিকে যাবে - তার মানে কি সায়েন্স সিটির পিছন দিয়ে ঘুরবে? আকাশে আকাশে?
  • kc | ১২ এপ্রিল ২০১০ ১৩:২৫ | 194.126.37.5
  • এই নামকরণের কেসগুলো মহা ফালতু, নতুন রাস্তাঘাটের নাম দিলেই পারে, শুধুশুধু পুরোনো যে গুলো আছে সেগুলোকে নিয়েই ধাষ্টামো। মানসিক বন্ধ্যাত্বের প্রকৃষ্ট উদহরণ। টা সে বাইপাসই হোক বা টালিগঞ্জ ষ্টেশনই হোক।
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১০ ১৩:১৩ | 202.79.203.59
  • জিও , থেমে গেলে হবে না , এক্কেরে মিউট করে দিতে হবে মানে নিজেরা ঘরে বসে শুনুক ক্ষতি নেই কিন্তু পিতিবেশিদের মোটেও বিরক্ত করা চলবে নাকো
  • saikat | ১২ এপ্রিল ২০১০ ১২:৫৫ | 202.54.74.119
  • (বুর্জোয়া) মিডিয়ার দ্বারা ।
    এবং পথহারা হইতেসেন।
    অতএব মানুষকে বোঝাতে হইব।
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১২:৫২ | 204.138.240.254
  • এবং আল্টিমেটলি বিভ্রান্ত হইতাসেন।
  • saikat | ১২ এপ্রিল ২০১০ ১২:৫০ | 202.54.74.119
  • দেক্তাসেন, শুন্তাসেন আর টিভি সিরিয়াল দেখতে গিয়ে ভুলেও যাইতাসেন।
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১২:৩৯ | 61.95.144.122
  • তবে সিদিন রাত্তিরে থানায় ফোং করার জন্যে, না কি পরের দিন পল্যুশন বোর্ডে মেল করার জন্যে, না কি আঙুল বাঁকিয়ে ঘি তোলার চেষ্টা করার জন্যে - কে জানে কেন - লোকনাথের কন্ঠস্বরটা বেশ নিÖপ্রভ গেছে।
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১২:৩৬ | 216.52.215.232
  • চিন্তা কইরেন না। মানুষ সব দেক্তাসেন, শুন্তাসেন।
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১০ ১২:৩৪ | 202.79.203.59
  • ঐ সরণীর নামকরণ নিয়ে কলকাতা পুরসভার বিরোধী দলনেতা পুর অধিবেশনে অন রেকর্ড বলেছেন ""তাহলে তো অনেক গুণ্ডা-মস্তানের নামেও রাস্তার নামকরণ করতে হয়""
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১২:৩৪ | 61.95.144.122
  • এসইবি - ইস্পেশ্যাল ব্র্যাঞ্চ।
  • saikat | ১২ এপ্রিল ২০১০ ১২:৩৩ | 202.54.74.119
  • সল্লেকের নাম তো আর পাল্টানো যাবে না ঃ-)
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১২:৩১ | 216.52.215.232
  • সল্লেকও এসইবি।
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১২:৩১ | 216.52.215.232
  • বললেই হল! আমাদের দিন গিয়াছে। আপনাদের দিন এয়েছে।

    সৈকত দেখেছ তো? এক রাস্তার নাম পাল্টেই ওদের জীবন জ্যোতির্ময় হয়ে উঠল।
  • quark | ১২ এপ্রিল ২০১০ ১২:৩০ | 202.141.148.99
  • কলকাতার লোকেদের আপাততঃ অনেকগুলো রিকোয়েস্ট করা হয়েছে। তার মধ্যে আমার মতে সবচেয়ে বিচিত্র - সন্ধ্যে ছ'টা থেকে রাত দশটা পর্যন্ত্য রাস্তার হোর্ডিং এর আলো বন্ধ রাখুন।
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১২:৩০ | 61.95.144.122
  • আমি তো এসইবি - চিরকেলে বঞ্চিত, শোষিত, নিপীড়িত এলাকা।
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১০ ১২:২৯ | 202.79.203.59
  • হ্যাঁ সরণী থেকে শ চারেক মিটার দুরে

    কেউ নজর দিবেন না !
  • saikat | ১২ এপ্রিল ২০১০ ১২:২৮ | 202.54.74.119
  • এই জ্যোতি বসু সরণী-টি বেশ ভাল। বিধাননগরের নিকট দিয়া জ্যোতি বসু সরণী !!!
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১২:২৭ | 216.52.215.232
  • যাঃ! প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব! দুই কমরেড যে দেখি দুইরকম রিপোট দিতাসেন। ঃ)
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১২:২৭ | 61.95.144.122
  • কাল রোব্বার বলেই মনে হয় সকালে দুই, রাতে দুই - চার ঘন্টায় ছাড় দিয়েছে।
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১০ ১২:২৬ | 202.79.203.59
  • ও হ্যাঁ গত হপ্তায় টোটাল ঘন্টা দুয়েক আর শুক্কুরবার রাতে মিনিট দশেকের জন্য গিয়েছিল ;-)

    ""লোডশেডিং লোডশেডিং"" অপোপোচারে একদম কান দিবেন না !
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১২:২৪ | 216.52.215.232
  • কমরেড কোথায় থাকেন? জ্যোতি বসু সরণীর পাশে?
  • saikat | ১২ এপ্রিল ২০১০ ১২:২৪ | 202.54.74.119
  • ইয়েস, সল্লেকে থেকে এইটুকু সুখ-ও যদি ভোগ করতে না পারি ..... ঃ-)
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১০ ১২:২২ | 202.79.203.59
  • গত দুদিন একবারও রিপিট একবারের জন্যও কারেন্ট অফ হয় নি ঃ-)
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১২:২০ | 204.138.240.254
  • হ্যা, হ্যা, দরকার হলে কেষ্টোপুর আর সুকান্তনগর পুরো অন্ধকার করে এইখানে আলো দেওয়া হোক! ;-)
  • saikat | ১২ এপ্রিল ২০১০ ১২:১৯ | 202.54.74.119
  • কেসটা শুধু দাদুর জন্য ছিল না। সল্লেক ভিআইপি-দের বাসস্থান বলে ঐ 'নিয়ম'টি ছিল। আশায় আছি কখন তেনারা একটু 'চাপ' দেবেন। ঃ-)
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১২:১৮ | 204.138.240.254
  • তবে লুরুর সব জায়গায় এই নিয়ম নয়। আমাদের এরিয়াটা প্রিভিলেজড। কোরামঙ্গলার মত পশ জায়গা শুনলাম সন্ধেবেলা আঁধারপুরী।
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১২:১৭ | 204.138.240.254
  • খুবই স্বাভাবিক। আহা দাদু আর কটা বছর যদি থেকে সেঞ্চুরিটা করে ফেলতেন। ঃ-(

    লুরুতে একটা ভালো ব্যপার হল মাসে এক-দুদিন ছাড়া সন্ধে সাতটার পরে আর যায় না। পরদিন সকাল আটটা অব্দি আলো থাকে। আর এমনিতে এখানে সন্ধে সাড়ে ছটা অব্দি প্রখর তপন তাপ (ও আলো)। ঃ-)
  • saikat | ১২ এপ্রিল ২০১০ ১২:১৫ | 202.54.74.119
  • না না, রাতে ঘুমোতে এখনো অসুবিধে হয়নি। ঃ-) পাশেই কেষ্টপুরে শুনলাম রাত্রে থাকছে না।
  • saikat | ১২ এপ্রিল ২০১০ ১২:১৪ | 202.54.74.119
  • কালকে একটু কম গেছিল, হয়ত রোব্বার বলে। তবে দিনে সব মিলিয়ে ৪-৫ ঘন্টা। সন্ধ্যের দিকে ২ ঘন্টা মোটামুটি নিয়ম।
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১২:১৩ | 61.95.144.122
  • এদ্দিন তো যেতই না। এই এখন রাতে ঘন্টা দুই থাকছে না বলে লোকে কমপ্লেন করছে যে রাতে ঘুমোতে পারেনি;-)
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১২:১২ | 204.138.240.254
  • এখনো কি তাই?

    লুরুতে পাঁচ থেকে ছ ঘন্টা যায়। গরমও যথেষ্ট। ৩৭-৩৮ তো হবেই।
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১২:১১ | 61.95.144.122
  • সল্লেকে আর কতক্ষণ কারেন্ট যায়? বড়জোর দুই ঘন্টা। সে তো স্বর্গ।
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১২:১১ | 204.138.240.254
  • আমি পাঠাচ্ছি না। ওই যে কথা আছে না, সুখে থাকতে ভূতে কিলায়।
  • saikat | ১২ এপ্রিল ২০১০ ১২:১০ | 202.54.74.119
  • এই আঁধার আর গ্রীষ্মে এখানে পাঠাচ্ছ? বোর না হওয়ার উপাদান যথেষ্ঠ। ঃ-)
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১২:০৬ | 204.138.240.254
  • তোমার মেয়ের সাথে আমার মেয়ের আলাপ করিয়ে দিলে ভালো হত। বেচারা সল্লেকে গিয়ে বোর হয়ে যেতে পারে। কিন্তু আমি যাচ্ছি না এইবার। মা আর মেয়ে মিলে ছুটিতে যাচ্ছে।
  • saikat | ১২ এপ্রিল ২০১০ ১২:০৫ | 202.54.74.119
  • ৪ বছর ৩ মাস ।
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১২:০৪ | 61.95.144.122
  • আরে ঋক তো এখনো ওরকম বলে। "আমি জন্ম হয়েছিলাম'...
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১২:০৩ | 204.138.240.254
  • সৈকতের মেয়ে কত বড়?
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১২:০২ | 204.138.240.254
  • আমার মেয়ে এখন ভার্ব, টেন্স ইত্যাদি শিখছে। দু-একটা মণিমুক্তোঃ

    ১। "বই কি কেউ ছিঁড়ে? ছিঁড়ে না' (বাবা স্কুলের বই দেখছিল)

    ২। "কালারের বাক্সোটা কই? ওটা গুছিয়ে রেখতে হবে'
  • saikat | ১২ এপ্রিল ২০১০ ১১:৫৮ | 202.54.74.119
  • আমার মেয়ের ক-বর্গ রিপ্লেস হয়ে যায় ত-বর্গ দিয়ে। কাক-ই ঠিকঠাক বলতে পারে না। ঃ-(
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১১:৫৬ | 61.95.144.122
  • ঃ-) এও চালাবে বলেই মনে হয়। শুনলুম জিনে আছে। আমি না, আমার বউও না। আগে কার নাকি ছিলো...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত