সেটা আমার মনে হয় না। বরং দিল্লির অভিজ্ঞতা ভয়াবহ। স্পেসিফিক কাউকে সবসময় দোষীও বলা যায় না। দিওয়ালির সময় মনে আছে আমার ছয় মাসের মেয়েকে কাঁথাকম্বলের তলায় ঢুকিয়ে দরজাজানলা বন্ধ করে বিকেল থেকে মাঝরাত অবধি বসে থাকতে হয়েছিল।
de | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৫৪ | 59.163.30.4
বলতে লজ্জা করলেও বলি -- পঃবঃ তেই এই ধরণের গুন্ডাগিরি সবচেয়ে বেশী হয়, কারণ লোকেরা প্রতিবাদ করে না। আমার স্কুল-ফাইনাল পরীক্ষার সময় মনে আছে -- পাড়ার এক উঠতি বড়লোকের বাড়িতে টানা তিন-দিন ধরে মনসা-সংকীর্তন (রয়ানি) হতো -- নন-স্টপ! আমার বাবা-মা বলতে যাওয়ার পর তাদের তিনখানা মাইকই আমাদের বাড়ির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিলো -- কান ফেটে যাওয়ার জোগাড়! এই বদমায়েশিরও প্রতিবাদ করা হয়নি -- সেই ভয়ে আর সময়ের অভাবে!
lcm | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৫১ | 69.236.173.22
প্রথমে একেবারে মাইক বন্ধ করার কথা না বলে, জাস্ট ভল্যুম কমানোর প্রস্তাব দিয়ে দেখতে পারো।
. | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৪৯ | 125.18.104.1
মস্তানের সঙ্গে কথা বলার কথা বলি নি। পাড়ার অন্য লোকজনের সঙ্গে বিশদে কথা বলেছ?
Arijit | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৪৭ | 61.95.144.122
হ্যাঁ।
আরো একজন গেছিলেন - তাঁর মেয়ে সিএফএ পরীক্ষা দিচ্ছে। তো বল্ল ওরও ছেলেমেয়ে আছে, ওর মেয়েও নাকি পরীক্ষা দেবে - তাদের অসুবিধা তো হচ্ছে না - আমাদের অসুবিধা হওয়ার কি আছে? আর আমার তিন বছরের মেয়েরও অসুবিধা হওয়ার কিছু নেই - আশেপাশের সবাই তো দিব্যি আছে ইত্যাদি।
একটাই দাওয়াই - উত্তর কলকাতার এক মস্তানকে পাড়ার লোকে পিটিয়ে পাড়াছাড়া করেছিলো - কিন্তু সেটা করতেও তো সাহস লাগবে।
lcm | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৪৫ | 69.236.173.22
অরিজিৎ-এর পাড়ায় লোকনাথবাবার অনুষ্ঠান হচ্ছে নাকি? আমি দেখেছি লোকনাথবাবার মাইকের ভল্যুম সবথেকে বেশী থাকে। শিবরাত্রি, কালী, দুর্গা, স্বাধীনতা দিবস, মাইক লাগিয়ে পাড়ার গলি ক্রিকেটের ফাইনালের ধারাবিবরনী.... - লোকনাথাবাবা-কে ভল্যুমে বিট করতে পারে না কেউ।
. | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৪০ | 125.18.104.1
কথা বলে দেখেছ?
Arijit | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৪০ | 61.95.144.122
আর অর্গানাইজার একজন গুন্ডা, তার মাথায় দুই রঙের ছাতা।
Arijit | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৩৯ | 61.95.144.122
এলাকার লোকের অধিকাংশ লোকনাথবাবার ভক্ত।
Samik | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৩৭ | 219.64.11.35
এখন আর জ্যোতি নেই, তাই জ্যোতি নেই।
Samik | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৩৬ | 219.64.11.35
ধর্মের নামে সব সয়। সব চলে। সব হয়।
saikat | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৩৬ | 202.54.74.119
সল্লেকে থেকেও আর সুখ নেই! আগে সারা বাংলা অন্ধকার হয়ে গেলেও সল্লেকে আলো থাকত, কিন্তু এখন সে 'নিয়ম' উঠে গেছে। দৈনিক সব মিলিয়ে ঘন্টা তিনেক তো যাচ্ছেই।
de | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৩৪ | 59.163.30.6
সেটা ঠিক! কিন্তু তারই মধ্যে কিছু সমমনোভাবাপন্ন লোক তো পাওয়াই যেতে পারে যাঁরা চেঁচামেচি পছন্দ করেন না-- ধর্মাচরণে তো আর কেউ বাধা দিচ্ছে না!
rabaahuta | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৩৩ | 203.99.212.54
আমাদের যেমন, দিনরাত বাড়ির সামনে ইঁট বালি সিমেন্ট নামে, উল্টোদিকে লোহা পেটায় অষ্টপ্রহর। পাড়ার লোকেরা, বেকার ছেলেরা বাড়ির সামনে ব্যাবসা না করলে কি করবে সেই সহানুভুতিতে আর্দ্র। অদ্ভুত ব্যাপার স্যাপার হয় বটে। এই যে নলবনে বিয়েবাড়ি গুলো হয়, আর তার জন্যে এসডিএফ থেকে চিংড়িঘাটা অব্দি উত্তাল জ্যাম- অটো করে যাচ্ছিলাম, অটোচালক গজগজ করছিলেন, রাত তিনটে অব্দি মাইক বাজায়, বাজি পোড়ায়, ঘুমোতে পারিনা, বাড়িতে বাজির আগুন এসে পড়ে...
. | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৩৩ | 125.18.104.1
অজ্জিতের পাড়ার কেস জানি না। তবে আমাদের জৈবনে পাড়ার লোকদের সই জোগাড় করে হরিনামসংকীর্তনের মাইক বন্ধ করিয়েছিলাম। পুলিশে যেতে হয় নি।
Rajdeep | ০৯ এপ্রিল ২০১০ ১৩:৩০ | 202.79.203.59
মার্কেটে একটা কনস্পি থিওরি কানে এল
মুলত তাপবিদ্যুৎ কেন্দ্র গুলি ঝাড় খাচ্ছে কয়লার রেকের অভাবের জন্য , সুতরাং কয়লা প্রায় জিরো বাফার ষ্টকে থাকছে আর ইউনিটও বসছে
বিশেষ কেউ রেলমন্তিরি হওয়ার পড়েই ওয়াগনের কোটা সর্বনিম্ন হয়ে গেছে ;-) এই আর কি
Samik | ০৯ এপ্রিল ২০১০ ১৩:২৬ | 219.64.11.35
ধর্মবিশ্বাস সামাজিক আফিম বিশেষ। জোট বাধার চেষ্টা করে কোনও লাভ হবে না।
rabaahuta | ০৯ এপ্রিল ২০১০ ১৩:২৪ | 203.99.212.54
বেশিরভাগ ক্ষেত্রে পাড়ার লোকেরা ধর্মপ্রাণ হয়।
de | ০৯ এপ্রিল ২০১০ ১৩:১৯ | 59.163.30.6
এসব ক্ষেত্রে পাড়ার লোকজনের সঙ্গে মিলে জয়েন্টলি মুভ করলে কাজ দেয় -- ধরুন বেশ কয়েকজন মিলে গিয়ে অর্গ্যানাইজারদের বুঝিয়ে বল্লেন? তাহলেও শুনবে না?
Arijit | ০৯ এপ্রিল ২০১০ ১৩:১৫ | 61.95.144.122
দে - এফ-আই-আর করেও লাভ হবে না। কাল ফোং করেই বোঝা গেছে। লাভ না হওয়ার কারণও আছে।
Arijit | ০৯ এপ্রিল ২০১০ ১৩:১৪ | 61.95.144.122
নিরুপম সেন
Ishan | ০৯ এপ্রিল ২০১০ ১৩:১১ | 180.215.39.54
বাই দা ওয়ে, এখন বিদ্যুৎমন্ত্রী কে? মৃণালবাবু মারা যাবার পর দপ্তরটা কি অনাথ হয়ে পড়েছে? কেউ দেখছে টেখছে না?
নাঃ। বরং একটা জেনারেটর কিনব ভাবছি। তাপ্পর সস্তায় জেনারেটর বানানোর একটা কোম্পানি খুলব।
তখন আমাদের স্লোগান হবে বন্দুক নয় জেনারেটর চালান।
de | ০৯ এপ্রিল ২০১০ ১৩:০৬ | 59.163.30.6
একটা পরিসংখ্যান যদি পাওয়া যেত -- সমাজদ্বারা উগ্রবাদী তৈরীর ক্ষেত্রে লোডশেডিং এর কতখানি ভূমিকা ঃ))!
কোমরে ছাতা বেঁধে আর মাথায় ভিজে গামছা জড়িয়ে একবার ট্রাই নিয়ে দেখতে পারেন!
Sags | ০৯ এপ্রিল ২০১০ ১৩:০৩ | 114.143.7.146
একটা ছাতা ধরার লোককে জোগার কর - যাকে বলে কিনা ছত্রধর
de | ০৯ এপ্রিল ২০১০ ১৩:০২ | 59.163.30.6
ঐ ভয়েতেই তো আমরা ইভন অভিযোগটুকুও করতে পারি না! কি জানি এটা ঠিক কি ভুল!
Ishan | ০৯ এপ্রিল ২০১০ ১২:৫৯ | 180.215.41.96
মাঝে মাঝে মনে হচ্ছে বন্দুক নিয়ে নেমে যাই। কিন্তু সেও তো রোদের মধ্যেই নামতে হবে। ফলে সেটাও হবেনা। শীতকালে ভেবে দেখব। ঃ)
Arijit | ০৯ এপ্রিল ২০১০ ১২:৫৭ | 61.95.144.122
সাউন্ড পল্যুশন নিয়ে আছে নিশ্চয়, কিন্তু খুঁজে পাচ্ছি না কোথাও। এক হয় এফ-আই-আর করা - কিন্তু তারপর তার ফলো-আপ?
Ishan | ০৯ এপ্রিল ২০১০ ১২:৫৬ | 180.215.41.96
সিঙ্গুর গেলাম। কদিন ছিলাম ও। ওখানে এখন দিনে ঘন্টা বারো লোডশেডিং। কলকাতা থেকে তিরিশ কিলোমিটার দূরে বলে। ফলে শীতকালের আগে আর যাবার সাহস করছিনা।
হায় ন্যানো, হায় মমতা, হায় শিল্পায়ন। ঃ)
Rajdeep | ০৯ এপ্রিল ২০১০ ১২:৫৪ | 202.79.203.59
সিঙ্গুর গেসলেন ? ঃ-)
Ishan | ০৯ এপ্রিল ২০১০ ১২:৫৪ | 180.215.41.96
তবে সিইএসসি এলাকায় নাকি দুঘন্টার বেশি লোডশেডিং হচ্ছেনা। জনতা যা বলল। সবার উপর কলিকাতা সইত্য। ঃ)
de | ০৯ এপ্রিল ২০১০ ১২:৫৪ | 59.163.30.6
সাউন্ড পলিউশনের এগেইনস্টে কোন সেল নেই যেখানে কমপ্লেন করা যায়?
Ishan | ০৯ এপ্রিল ২০১০ ১২:৫৩ | 180.215.41.96
ইনভার্টারের অবস্থা ঐ অজ্জিত যা বলেছে তেমনই। চার্জ হবার সময় পাচ্ছেনা বলে দিনে দুঘন্টার বেশি চলছেনা। একটা ব্যাটারি চালিত ফ্যান কিনলাম। সাড়ে ছশো ট্যাকা দিয়ে। সেটাও ঘন্টা তিন চার চলে। বাকিটা এদিক-সেদিক। ভাবছি গোটা দশেক ফ্যান কিনে নেব। আর ইলেকট্রিক কানেকশন থাকবে শুধু চার্জ দেবার জন্য। ঃ)
de | ০৯ এপ্রিল ২০১০ ১২:৫২ | 59.163.30.6
কেউ যদি চার্জটা নিয়ে কাজ ঠিকঠাক করে তাতে আপত্তির কি আছে -- কলকাতায় সব কিছু ফ্রী-তে পাওয়ার একটা চেষ্টা আছে কমন পাবলিকের, এখনো অব্দি ওয়াটার চার্জই বসিয়ে উঠতে পারলো না! জলের প্রবলেম তো আছেই একটু মুম্বইতে, তবে আমি যেখানে থাকি সেখানে বোঝা যায় না!
Ishan | ০৯ এপ্রিল ২০১০ ১২:৫১ | 180.215.41.96
কলকেতা এসে এই প্রথম গুরুতে ঢোকার চান্স পেলাম।
কি লোডশেডিং রে ভাই। দিনে দশ ঘন্টা করে। এটা কি ইয়ার্কি নাকি?
Sags | ০৯ এপ্রিল ২০১০ ১২:৪৬ | 114.143.7.146
কিন্তু মুম্বইতে অনিল দাদাকে reliability charge দিতে হয়। আর মাঝে মাঝে জল থাকেনা।
Arijit | ০৯ এপ্রিল ২০১০ ১২:৪৪ | 61.95.144.122
তার মধ্যেও কাল গোটাদিন তুমুল গর্জনে লোকনাথবন্দনা চলেছে। রাত্তির এগারোটা অবধি। আমি বাড়ি ফিরে থানায় ফোং করলুম - রিজেন্ট পার্ক থানা পাত্তাই দিলো না - আচ্ছা গাড়ি জাচ্ছে বলে রেখে দিলো - গাড়ি কোনোদিনও আসবে না। আর তারপর থেকে বাবা বেশ চাপে আছে - থানায় ফোনের খবর পেয়ে হারামীগুলো যদি উৎপাত শুরু করে...
de | ০৯ এপ্রিল ২০১০ ১২:৪৪ | 59.163.30.6
হ্ম্ম্ম! বড়ই মুশকিল -- এখেনে অনিল আম্বানী (রিলায়েন্স এনার্জি) বড়ই আরামের বদভ্যাস করে দিয়েছে-- ফেরার পর গত এক বছরে একদিন দুমিনিট লোডশেডিং ছিলো -- পার ইউনিট কতো করে দিতে হয় কলকাতায়?
Rajdeep | ০৯ এপ্রিল ২০১০ ১২:৪৩ | 202.79.203.59
বলতে নেই, আমাদের পাড়ায় এই বছরে এখনও অব্দি দিনে দেড় ঘন্টার বেশি লোডশেডিং একদিনও হয় নি ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন