এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪২ | 198.82.17.242
  • নাহ মনের দুঃখে কাজাতে যাই। একটা দিনও ছুটি নাই। সোসন। ঃ-(
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪১ | 198.82.17.242
  • আর*
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪১ | 198.82.17.242
  • বড়ো হওয়া র বিয়ে হওয়া কি এক নাকি? ;-)
  • tkn | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪০ | 122.161.62.69
  • বিয়ের আগে মেয়েরা রং কানা হয়? আর বিয়ের পরে ছেলেরা? তার মানে কি এই বোঝায় যে মেয়েরা বড় হতে হতে শেখে আর শিখতে শিখতে বড় হয়। উল্টোদিকে ছেলেরা.......... ঃ-(((
    টিম?
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪০ | 198.82.17.242
  • যাব্বাবা, বল্লাম না "এক্ষেপশন দিয়ে""। এরা পড়া করেনা।

    বাকিসব উধারণ আজ্জোদা দেবে। কাই স্কোয়ার টেস্ট করে নিক।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৯ | 72.83.210.50
  • মেয়েরা বিয়ের পর রঙ কানা হয়।
    পাই রঙ কানা।
    পাইয়ের বিয়ে হয়ে গেছে।

    এতদ্বারা টিম বাবু সম্বন্ধে কী প্রমাণিত হয়?
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৮ | 198.82.17.242
  • বুলফাইট নিয়ে প্যারাটা কোথায় আছে? ওটা আমি পত্তে চাই। ঃ-)
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৮ | 122.167.17.232
  • আমি তো কলর ব্লাইন্ড।
    লাল সবুজে তফাৎ বুঝি না।

    তো আমার ভুবন অন্নতর। দেখি এই ব্যাংগালুরুতে, নীলচে নীল আকাশরে ব্যাক গ্রাউন্ডে রেখে পাড়া কাঁপাচ্ছে কৃষ্ণচুড়া। গাঢ় সবুজ পাতা আর তেমতি সবুজ ফুল। চোখ জুড়িয়ে যায়।

    ইটি তি, আপ্নেরা, মানে স্ট্রেইট আর বোরিং পিপলরা দ্যাখতে পান্না।
  • san | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৮ | 219.64.76.10
  • কোয়েলিয়া গান থামা এবার - বাণী কোনারের গাওয়া কোন এক সুতোয় দেওয়া হয়েছিল। কোন সহৃদয় ব্যক্তি কি তার সন্ধান দিতে পারেন?
  • nyara | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৫ | 122.172.163.139
  • আর আমি, দেখুন আমাকে দেখুন, এই আমি - আজ অব্দি কোন সাবজেক্ট নিয়ে এক প্যারা বলতে পিছিয়ে এসেছি সে অপবাদ কেউ দিতে পারবেন না। বিপ্লব, গাজরের হালুয়া, বুলফাইট, কন্সপিরেসি সবেতেই আছি স্যার।
  • subyaang | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৪ | 122.172.147.126
  • "বিয়ের আগে মেয়েরা রঙকানা" হয় এই মতবাদটি একটু ডেটা, এগজ্যাম্‌প্‌ল, এক্ষেপ্‌শন দিয়ে এস্টাব্লিশ করা হোক ।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩১ | 72.83.210.50
  • বিশেষ জেণ্ডাররা ঘাস বলতে কখনো নীলচে সবুজ আর আকাশ বলতে কখনো সবজেটে নীল বোঝেন, সে নিয়েও কোনো দ্বিমত ছিল না তো !
    ধূসর বলে শেডটি ও তাঁরা কেবল ধূসর বলেই চিনতে পারেন না এ নিয়েও আমার সাথে অনেকেই একমত হবেন।

    সু দি , :D
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩০ | 198.82.17.242
  • এক্ষেপশন দিয়ে।

    আজ্জোদা, কর।
  • aka | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩০ | 128.61.21.98
  • ডিডি দার থেকে একটা বিষয়ে আমি এগিয়ে। আমি বড় হয়ে ডিডিদা হব নিশ্চিত।
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৯ | 198.82.17.242
  • তবে অপ্পনকে কোন থিওরিই বাঁচাতে পারছে না। বড়োজোর পাইকে রঙকানা প্রমাণ করে দেয়া গ্যালো। ঃ)
  • aka | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৯ | 128.61.21.98
  • এর্জন্য কাই স্কোয়ার টেস্ট করতে হবে। করব?
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৮ | 122.167.17.232
  • লক্ষ লক্ষ সবজেক্ট আছে এই দুনিয়ায় (ইশপেসালি আম্রিগায়),অপিচ, একটি, একটি ও সবজেক্ট নাই যেটি আমি কাউরে,কাউরেই শিখাইতে পারি।

    হায়! আমি বড়ো হয়ে ক্ষি হবো? বড্ডো চিন্তা হয়।
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৭ | 198.82.17.242
  • এইসব ডেটা থেকে একটা থিওরি খাড়া করা যায়। বিয়ের আগে মেয়েরা আর বিয়ের পরে ছেলেরা রঙকানা হয়। এবার আজ্জোদা এক্ষেপশন, এগজাম্পল ইত্যাদি দিয়ে সাপোট করবে।
  • aka | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৩ | 128.61.21.98
  • আমার অসুবিধা নাই। এমন এক ইমেজ করেছি আমি পড়ালেই ফেল মারবে গ্র্যান্টি - বাংলা থেকে অ্যানালিসিস।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:২২ | 112.133.206.20
  • বিশেষ জেন্ডারেরা যে সবুজ বলতে শুধু ঘাস আর নীল বলতে আকাশই বোঝেন সে নিয়ে দ্বিমত নাই। কখনো দ্বিমত ছিল কি? মানবচরিত্র বলতে বোঝেন সাদা আর কালোর অসহ্য মেলোড্রামা। ধূসর বলে কিছু শেড আছে জানেন কি? ঃ-)
  • subyaang | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:২২ | 122.172.147.126
  • আচ্ছা গুড্‌নাইট সব্বাইকে। জয়িতাকে একটা দরকারি স্ক্র্যাপ করে ঘুমাতে যাই।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:২০ | 112.133.206.20
  • আর ভর্ৎসনা পড়া-টড়া ধরা আমি কখনো করি না। আমি তো সাবজেক্ট ম্যাটার এক্ষপার্ট তাই লাইনের পাশে বসে রগড় দেখি আপাতত। পরে অংক-টংক ইত্যাদি করাবো ঠিক আছে। না হলে সায়েন্স গ্রুপে ডাহা ফেল মারার চান্স আছে। ঃ-)
  • subyaang | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৮ | 122.172.147.126
  • পাইয়ের কমেন্ট পড়ে খ্যাক খ্যাক, বিশেষ জেন্ডারের উদ্দেশ্যে।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৮ | 72.83.210.50
  • আর আপনি ঘাসের রং কী বলতে পারেন নি, ভাটপাড়া তার ও সাক্ষী আছে কমরেড।

    আর রবিন ব্লু সংক্রান্ত ট্রিভিয়াল কোশ্চেনের উত্তর আমি দি না। আমার কি কোনো একটা ইয়ে নেই ?
  • kc | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৬ | 89.203.49.18
  • বলেন সবাই, ডিমের রঙ,
    http://en.wikipedia.org/wiki/American_Robin
    আজি রবিনের রঙে, রঙ মেলাতে ....
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৬ | 112.133.206.20
  • ইনি মশা না ধইর‌্যা উকিল হন নাই ক্যান! নিজেই প্রশ্ন কইর‌্যা নিজেই উত্তর দ্যান।

    কমরেড, এই প্রবণতাটিকে কি বিশেষ একটি জেন্ডারের সাথে কোরিলেট করা যায়?
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৪ | 112.133.206.20
  • যাই। কাল আবার বানেরঘাটা ন্যাশনাল পার্ক বেউ বেউ কত্তে যাব।
  • aka | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৪ | 128.61.21.98
  • না না আউটলায়ার বলে বাদ দিয়ে দেব। আর যদি এরম ডেটা আরও আসতে থাকে তাহলে বিশেষ জেণ্ডারের সাথে কোরিলেটেড বলব।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৪ | 72.83.210.50
  • কন্যা গ্রীন আর ব্লু আলাদা করতে পারছে না , সেটা কার বক্তব্য ? পিতার তো ? তাহলে তো ঠিক ই আছে। হয়তো দুটো ই সত্যি নীল কি দুটো ই সবুজ। একটু অন্য শেড ওয়ালা। বাপের চোখে একটা নীল রূপে প্রতিভাত হইয়াছে। কন্যাকে মৃদু ভর্ৎসনা করে থিওরী চূর্ণ বিচুর্ণ করার ফেক আত্মপ্রসাদে টইটম্বুর হয়েছেন পিতা। হায় রে। বেচারী কন্যা।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১১ | 122.252.231.12
  • আর এই যে একখানি ভুল ডেটা দিলেন আমাগো ভাটপাড়ার মহলানবিশবাবু আপনাকে ক্ষ্যাক কইর‌্যা চাইপ্যা ধরবেন।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১০ | 122.252.231.12
  • ওমা আর কার কাছে শেখে আবার? আর সেইজন্যই তো গ্রীন আর ব্লু আলাদা করতে পারে না। হ্যা হ্যা হ্যা হ্যা।
  • subyaang | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১০ | 122.172.147.126
  • আমি পাইয়ের হয়ে নাক গলিয়ে উত্তর দিয়ে গেলুম।
  • subyaang | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৮ | 122.172.147.126
  • ডিম মাত্রেই সাদা। কিন্তু সাদার অনেক রকম আছে। লালচে সাদা, নীলচে সাদা, কালচে সাদা। কিন্তু আপনি জেনে কি করবেন! আপনার চোখ আর বুদ্ধিতে ঠিক ঠাওর হবে না রঙের তফাত। মেয়ের মাকেই মেয়েকে রঙ চেনাতে দিন।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৮ | 112.133.206.20
  • মিনিট্যাবও গাঁতাতে হবে। লোকে সিকিম তিব্বত বেড়াতে গেছে। আর আমি কিনা পরীক্ষার পড়া গাঁতাচ্ছি। মরণ!
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৫ | 112.133.206.20
  • আপনারে কই নাই কমরেড। পাইদিদিরে কইলাম। ভাটের পাতা সাক্ষী আছে উনি সেইবার চিনতে পারেন নাই।
  • tkn | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৫ | 122.161.62.69
  • সুব্যাঙ, ঃ-)))
  • aka | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৪ | 128.61.21.98
  • ডেটা দেন কয়ে দিচ্ছি।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৩ | 112.133.206.20
  • আর এইটা কইয়্যা যান। রবিন পাখির ডিম ক্ষী রঙের? সবুজ না নীল।
  • aka | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০২ | 128.61.21.98
  • থিওরি করে চেঁচাইয়েন না। মেজার করেছেন? মেজার। মিনিট্যাব আছে আপনাদের? যত্তসব।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০১ | 122.252.231.12
  • না, সেটা বলিনি। ফিশ আদৌ কালার করেছে কিনা সেইটাই ধোঁয়াশা।

    নেক্সট ডে আবার জিগ্যেস করেছিলাম কোন রাইমটা বলেছিলে ওখানে? অম্লানবদনে বলে মেরি হ্যাড আ লিটল ল্যাম্ব।

    কাজেই কী করেছে ভগা জানে!
  • subyaang | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০১ | 122.172.147.126
  • মেয়ের বাপের অতিউর্বর কল্পনায় মাছের গায়ের রঙ ঠিক কি ছিলো?
  • Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৯ | 122.252.231.12
  • চোপরাও! মেয়ে গ্রিন আর ব্লু আলাদা করতে পারে না মাঝে মাঝেই। সাধের থিওরি এইবার যে ধুলোয় লুটোয়। ঃ)
  • subyaang | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৮ | 122.172.147.126
  • হ্যা হ্যা হ্যা। অথবা গ্রীনিশ ব্লু চেয়ার।
  • subyaang | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৭ | 122.172.147.126
  • মেয়ে ঠিকই করেছে। ঐ ১২পিস ক্রেয়নের বাক্স থেকে বেছে নিয়ে, মাছের রঙ করা অসম্ভব।
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৭ | 72.83.210.50
  • তাও ভালো। বাপকে গ্রীন চেয়ার আনতে বলেনি।
  • dd | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৫ | 122.167.17.232
  • মনেপ্পানে ঘিনা করি এই দোল। রাগে গা কাঁপে।

    কিন্তু ক্ষি উপায় - সেই আগামী কাল ন্যাকাচৈতন্ন সেজে কমিউনিটি দোলে সবার রঙে রঙ ম্যাশাতে হবে।
    ও গো আমার পিয়ো ....

    আর আজ এইমাত্তর কম করে এক কেজি লইট্টা মাছ ভাজা হুইশকী দিয়ে মেরে আসলাম।
    বড্ডো ভাল্লাগ্লো।
  • subyaang | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৩ | 122.172.147.126
  • দে, তুমি সেদিন তাহানের কথা বলছিলে না! যদি খুঁজে পাও তো মেয়েকে মাকড়ি দেখিও, মেয়ে খুব মজা পাবে।
  • Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৩ | 122.252.231.12
  • মেয়ে তো দাবি করল টুইংকল টুইংকল বলেছে। আর কাইট কালার করেছে। রেড কালার। আর ফিশও নাকি কালার করেছে। গ্রীন। কী জানি! উর্বর কল্পনাশক্তি!

    তার পরে আমাদের যখন ডাকল তখন আবার জিয়েস করল বেটা হোয়াট ইজ ইয়োর নেম। মেয়ে তো কিছুতেই মুখ খুলবে না। তারপরে বলল বেটা গো অ্যান্ড ব্রিং দ্যাট অরেঞ্জ চেয়ার। অনেকগুলি কালারের চেয়ার এক জায়াগায় রাখা ছিল। মেয়ে চুপচাপ গিয়ে নিয়ে এসে বসল। ব্যাস।

    আমাদের তেমন কিছু জিগ্যেস করেনি। রায়ানে কেন দিতে চাই জিগ্যেস করল। বাঁধা গত। ঃ-)
  • subyaang | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫০ | 122.172.147.126
  • আছে হয়তো!! ;-)
  • subyaang | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৯ | 122.172.147.126
  • তেকোনা, এখানেই উত্তর দিয়ে দিলাম। অধিকার কড়ায়গন্ডায় বুঝিয়া লইলাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত