এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • vikram | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৫ | 193.120.76.238
  • আমর সোসন নাই।আপিস, আপিস থেকে সিনেমাহল, সিনেমাহল থেকে সমন্দর, সমন্দর থেকে কাবাব, তারপরে হুঁকো, একটা স্কচও হয়ে যাক, তার পড়ে মৃদু বরখ পচ্চে, শুক্রবার আরও সিনেমা, শনিবার সিনেমা, রোব্বার পাহাড়ে বেউ বেউ, সঙ্গে ছাইকেল, হ্যাঃ হ্যাঃ হ্যাঃ - ছবি পর্যন্ত দেখাবো না। ওহো, এর মধ্যে আবার একদিন একটু কারণবারি প্রভৃতি।
  • Lama | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩০ | 203.99.212.54
  • দীর্ঘশ্বাস
  • I | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:১২ | 59.93.217.84
  • মনটা খুবই খারাপ। চণ্ডালগণ সোসিতো হবে, হতেই থাকবে, আর আমরা কিনা কাল ড্যাং ড্যাং করে বেউ বেউ কর্তে সিকিম যাবো !
    কি আর করবো, ফিরে এসে ছবিই দেখাবো নাহয়!
  • I | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৪ | 59.93.217.84
  • কেন? সৌরভ তো কালকে উচ্ছসিত হয়ে কোন একটা টিভি চ্যানেলে কিসব যেন বলছিল। অনেকক্ষণ ধরে, বরর বরর করে।
  • M | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫০ | 59.93.218.95
  • আমার এত ঘুম্পায় কেন?
  • mita | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৬ | 122.166.185.116
  • পনেরো দিন সকাল থেকে বিকেল ছুটোছুটির পরে আজ আমার Visa and India stay extension পর্ব শেষ হোলো। সব কাগজ থাকা সত্বেও রোজ ই কিছু না কিছু বলে ফেরত পাঠাচ্ছিল। কাল আর পারিনি, দেখলাম একটা নোটিস রয়েছে please send your complaints, suggestion to the DC of P at so and so email id, আমি একটা ইমেল করে, কবে থেকে এই চলছে, কি ভাবে হ্যারাস্‌ড হয়েছি, একদম নাম দিয়ে সব লিখে ভাবলাম কিছুই হবে ন, কিন্তু তাও। আজ সকালে একটা এসেমেস , তারপরে একটা ফোন কল, সব ব্যাপারটা মিটে গ্যালো, ফাইনালি। জাস্ট কয়েক ঘন্টার ব্যাপার, তার জন্যে দিন দশেক ঘোরালো। পরে অফিসের লোকেরা বলছিল, পয়্‌সা চাইছিল, তুমি বুঝতে পারোনি। কি জানি, চাইলে তো দিতাম না, কিন্তু আমায় কেউ চাইলো ও না। শুধু atleast 5 times they sent me back with one new requirement. I felt they are really disorganized যাক, জমা নিয়েছে শেষ অবধি, এই অনেক।
  • subyaang | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:১২ | 122.172.63.140
  • ঃ))
  • Du | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:১১ | 65.124.26.7
  • নাসা ডে তে সিন্নী প্রসাদ ভালো জমবে ;-)
  • subyaang | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১৪ | 122.172.108.246
  • ঃ-) যা বলেছেন বিক্রম!
    নাসা ডে তে কেজির বাচ্চারা সব মহাকাশচারী সেজে নাচগান করে, আরেকটু বড় ছেলেমেয়েদের জন্য রচনা লেখা, বক্তৃতা দেওয়া ইত্যাদি ভ্যারেন্ডা ভাজা, আরো বড় ছেলেমেয়েদের স্পেস স্টেশনের মডেল বানাতে হয়। সারাদিন ধরে চলে এই কর্মকান্ড। বাবামাদের ছুটি নিয়ে দেখতেও আসতে হয় ঘাড় কাত করে।
  • vikram | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৭ | 193.120.76.238
  • নাসা ডের র শুরু হওয়া উচিত নাসারন্ধ্রে তৈল সংযোগ এর মাধ্যমে। তারপরে নিদ্রা।
  • subyaang | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৪ | 122.172.108.246
  • শমীক, এই গ্র্যান্ডপেরেনট্‌স ডের শিকার আমিও। আমার ছেলে প্রচন্ড কষ্ট পেত, ঐ দিনটায়। কিন্তু স্কুল থেকে কখনো এক সপ্তাহ আগে থেকে জানাতো না। গ্র্যান্ডপেরেনট্‌স ডে পালন করার ঠিক দুইদিন আগে জানাতো। আমার ছেলে দাদুঠাকুমাকে ফোন করে কান্না, "তোমরা আজই চলে এসো"। আবার বুড়োমানুষদুটো ঐদিকে মনখারাপ করে বসে থাকতেন, নাতির অনুরোধ কোনোমতেই রেখে উঠতে পারতেন না তাঁরা। একদিনের মধ্যে ওনাদের পক্ষে কিছুতেই উড়ে আসা সম্ভব হত না।

    তবে স্কুলে বিভিন্ন দিন পালনের মধ্যে হাইট যেটা শুনেছি, সেটা হলো আমার বাড়ির কাছে যে রায়ান ইন্টারন্যাশানাল স্কুল, সেখানে বছরে একদিন নাসা ডে পালন করা হয়। ঃ-)
  • Samik | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩৮ | 219.64.11.35
  • ইন্দ্রাণী,

    সেই গান কেন আমি পারি না শোনাতে ... আমি কালকেই বলে দিয়েছি। আপনি সেকেন, আপনি সেকেন ...
  • kallol | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩৬ | 124.124.93.202
  • সচিনের ২০০ নিয়ে সৌরভের কোন মন্তব্য চোখে পড়লো কারুর? খুব আশ্চর্য।
  • stoic | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৮:২৬ | 160.103.2.224
  • কিন্তু সন্দেহজনক কেন, সেটা ক্লিয়ার হল না। ঃ-)
  • Lama | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৮:১১ | 203.99.212.54
  • হা কে হি? সে সিদ্ধি নয়, বীয়ারের ক্ষেত্রে প্রযোজ্য
  • shrabani | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১৬ | 124.124.244.109
  • সেবছর হোলির একটা গানের লিঙ্ক কে দিয়েছিল, দুর্দান্ত। এক হোলির দিনে বার বার শুনেছি জানালা দিয়ে মাঠে অন্যদের হোলি খেলা দেখতে দেখতে। খুঁজতে হবে লিঙ্কটা এখনও যদি বেঁচে থাকে।
  • indrani | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১৫ | 124.171.24.131
  • ঝিকি,
    আপনি সেই জিগ্যেস করলেন না সেদিন-বাচ্চা মেয়ে একটা,সিঁড়ির নিচে দাঁড়িয়ে গান গাইছে -বাণী জয়রামের গান-পম্পা সিনেমা-কি গান?
    তো, সেই থেকে মাথায় ঘুরপাক খাচ্ছে... চিত্রমালায় দেখেছি অনেকবার -ছোটোবেলায়..কিছুতেই মনে আসছিল না-আর প্রবল অস্বস্তি হচ্ছিল। এই এখন হঠাৎ মনে এলো-'সেই গান কেন আমি পারি না শোনাতে'।

    জানি না, আপনি এখানে নিয়মিত আসেন কি না, বা অন্য কেউ ইতিমধ্যে আপনাকে জানিয়েছেন কি না।
    আচম্বিতে মনে পড়াটা এমন স্বস্তিদায়ক যে না লিখে আর থাকতে পারলাম না।
  • Blank | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১৪ | 170.153.65.102
  • ওটা নিশ্চয় প্রিন্টিং মিসটেক ছিলো, অথবা কারকে সমস্যা ছিলো
  • . | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১০ | 125.18.104.1
  • এদানীং আমি উদাহরণ দেওয়া ছেড়ে দিইচি। ঃ-)

    এ কি রে ব্ল্যাঙ্কি! বললি তো। কেন আমি কি করে জানব।
  • Blank | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৯ | 170.153.65.102
  • ট্রেন গুলো সব সময় ভর্তি থাকে ক্যান?
  • shrabani | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৯ | 124.124.244.109
  • de,
    আমার গল্পের নটে গাছ তো মুড়িয়েছে, তোমরা লিখতে পারো অন্য পৌষের গল্প।
    কলকাতায় দোল কি রোব্বার? এখানে তো এবারে লং উইকএন্ড।
  • de | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৬ | 59.163.30.4
  • এইরে! আমি হা কে হি দেখছিলাম ঃ))
  • dipu | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০২ | 61.12.12.83
  • সিদ্ধি খেলে হেবি হাসি পায়। হাসিটা রীতিমত সন্দেহজনক।
  • Lama | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০০ | 203.99.212.54
  • ভাং আর সিদ্ধি একই জিনিস।

    গল্প বলব আর একটু পরে, কাজকর্ম সেরে নিই।
  • Samik | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৯ | 219.64.11.35
  • দে কে ডিট্টো। প্রথমে ভেবেছিলাম, এটা বোধ হয় নর্থ ইন্ডিয়া বলে এমন মাইন্ডসেট।

    আসলে আমরা তো পরবাসী। স্কুলগুলো কেবলমাত্র ভূমিপুত্র-কন্যাদের সেন্টিমেন্টের কথা ভেবে চলে, যেটা দিল্লির মত জায়গায় খুব অড। কারণ, এখানের অধিকাংশই মাইগ্রেটেড।

    মেয়ের আগের ইস্কুলে একটি ছিল গ্র্যান্ডপেরেন্টস ডে। দাদু-ঠাম্মাদের নিয়ে যেতে হবে স্কুলে। ফরনাথিং একটা চার বছরের বাচ্চাকে সেদিন উইকডে-তে স্কুলে পাঠানো গেল না। তার দাদু-ঠাম্মা যে হুগলিতে থাকে!

    কতরকমের যে চাপ!
  • de | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৮ | 59.163.30.4
  • ভাং খাওয়ার আগে অব্দি পুন্যাত্মা -- খেলে পরে দুরাত্মা --
  • san | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৭ | 203.91.201.56
  • আমি ভাং খাইনি। সিদ্ধি খাইনি। আফিং খাইনি।

    আমার বেঁচে থেকে কী লাভ ঃ-(
  • Blank | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৬ | 170.153.65.102
  • ভাং পুন্যাত্মাদের পানীয়
  • de | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৫ | 59.163.30.4
  • আমি কোনোদিন ভাং খাইনি ঃ(((
  • rabaahuta | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৩ | 203.99.212.53
  • পাঁঠাটাকে ভাং খাইয়ে তাকে খেয়ে, তারপর আরেকটু ভাং। তার আগেও আরেকটু। আরও একটুখানি, মাঝে।
    এই হচ্ছে ভোজনবিধি।
  • de | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫১ | 59.163.30.4
  • শমীক, এবারের বুবুভাও দারুণ হয়েছে! তোমার টাইমিংসের এক্ষপিরিয়েন্সের সাথে একটু শেয়ার করি, আমার মেয়ের স্কুলেও দেখেছি -- যে কোন রিহার্সাল, এক্সট্রা ক্লাস বা অমনি কিছু আলটপকা টাইম স্কুলগুলো এমনি ভাবে ঠিক করে যেন ধরেই নেওয়া হয় কেউ বাড়িতে আছে এই সব ফাইফরমাশ খাটার জন্য -- যেখানে বাবা-মা দুজনেই ওয়ার্কিং, তাদের কথা মাথাতেই থাকে না!
  • Blank | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫০ | 170.153.65.102
  • যদি আমি ভাং না খাই, তো পাঁঠা খাবো
  • san | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৩ | 203.91.201.56
  • ব্ল্যাংকি, ট্যামারিন্ডে সুন্দর করে মুর্গি ও পাঁটা পাওয়া যায়। ( এটা বোল্ডে লেখা যায়না? )

    এক কাজ কর, তুই ও চলে আয়। নইলে পরেরদিন ফের বলবি ট্যামারিন্ড নাকি ভেজ ঃ-)
  • Samik | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪২ | 219.64.11.35
  • স্যানের কথাটা পড়ে মনে হল, ভাত আর দুধ আলাদা করে খেলেই হল, খামোকা পায়েস বানিয়ে খাওয়ার দরকারটাই বা কী?

    কিংবা, ভাতের সাথে ডাল মেখে খেলেই হয়, খামোকা খিচুড়ি বানিয়ে খাওয়ার দরকার কী?
  • de | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪১ | 59.163.30.4
  • প্রী-নিরাকার,
    সজীব-নির্জীবের ব্যাখ্যা দ্যান, উদাঃ সহ!
  • Blank | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৮ | 170.153.65.102
  • সে আমি কবে এবং কেনো বল্লুম!!!!
  • . | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৭ | 125.18.104.1
  • হ্যাঁ রে, তুই যে বলেছিলি খাওয়াবি?
  • Blank | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৫ | 170.153.65.102
  • দোলের দিন ট্যামারিন্ড !!! বাঙালীর এ কি হলো
  • de | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৪ | 59.163.30.4
  • শ্রাবনী,
    আমার একটা অভিযোগ আছে! পৌষের গল্প বন্ধ করলে কেনো? কতো মন দিয়ে পড়ছিলাম ঃ(((

    হুতো

    পাঁচালী নিয়ে আরো প্যাঁচাল পোডো ঃ))
  • Blank | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৪ | 170.153.65.102
  • পেলিং হাজার খানেকের কাছা কাছি টাকার একটা হোটেলের নাম ধাম দাও না
  • san | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৪ | 203.91.201.56
  • রোব্বার হবে ঃ-)
  • de | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৯ | 59.163.30.4
  • আমি যে সিন্নীর গপ্পো বল্লাম তাতে ঐগুলোই মেন -- আর সুজি গরম দুধে ভিজিয়ে রাখা হয়, ঘন বানানোর জন্য অল্প ময়দাও অ্যাড করা হয় কখনো-সখনো -- আটা নাই!

    স্যান,
    খাবার কি আর শুধু খাবার, কত কিছু জড়িয়ে থাকে, এই বস্তুটি পুজোর ধূপ-ধুনোর গন্ধ মেকে হেব্বি খেতে হয় ঃ))

    ট্যামারিন্ডে খাওয়া হোলো?
  • . | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৬ | 125.18.104.1
  • চাঁদের আলোয় ফুরফুরে হাওয়ায় পুকুরের ধারে চুমুক মারিবার সজীব ও নির্জীব উপকরণ এখনও কম পড়ে নাই। ঃ-P
  • shrabani | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৪ | 124.124.244.109
  • ব্ল্যাঙ্ক বলেই পীড়ের থান আর সেই থানে ঢিল!
  • dipu | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২১ | 61.12.12.83
  • পাঁচালী ব্যাপ্পোক! ঃ-)
  • san | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২০ | 203.91.201.56
  • তার্পর আবার পুকুর, চাঁদ , লন্ঠন এইসব ইনগ্রেডিয়েন্টস লাগবে। কী চাপ !
  • rokeyaa | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৯ | 203.110.246.230
  • পাঠিকাদের জন্য কিছু নাই?
  • san | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৯ | 203.91.201.56
  • আমের পাল্প, কাঁটালের রস, কলা এইসব যদি খাইই, তো খামখা সিন্নিতে ডুবিয়ে খেতে যাব ক্যানো? ঃ-০
  • rabaahuta | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৬ | 203.99.212.53
  • মর্মপীড়ের পাঁচালী ও ব্রতকথা
    ***************

    জগাই পাগল খাচ্ছে ক্ষীর
    মস্তকে তার মর্মপীড়
    সাত জার্মান ভীষন বীর
    ঠেকিয়ে রাখেন মর্মপীড়
    শীতের সকাল শীতল নীর
    গিজার দেবেন মর্মপীড়
    গরম কালে বাসের ভীড়
    বন্ধ ডেকেছেন মর্মপীড়
    মধ্যরাতে সাইন্সসিটির
    ট্যাক্সিচালক মর্মপীড়
    দাশকেবিনের আফগানীর
    পাঁউরুটিতে মর্মপীড়
    একলা ফ্ল্যাটে রাতগভীর
    নীলছবিতে মর্মপীড়
    মদনা ছোঁড়া ছুঁড়ছে তীর
    বর্ম বেচেন মর্মপীড়
    চশমাচোখে তীক্ষ্ণধীর
    ব্রেনোলিয়ায় মর্মপীড়
    গহ্বর চাই শল্লকীর
    লোন মেটাবেন মর্মপীড়
    আধেক ডাগর হুইস্কির
    রক্সোপরি মর্মপীড়
    আপৎকালীন চকখড়ির
    ব্ল্যাকবোর্ড দেন মর্মপীড়

    ***************
    (উদগ্রীব ভক্ত পাঠকদের নীরব অনুরোধে, সাঁইত্রিশ খন্ডে সমাপ্য)
  • . | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৪ | 125.18.104.1
  • ডেস্পাইট অল দীজ রোমান্টিক ফ্রিল্‌স, ইট'স ইনহেরেন্টলি আটাগোলা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত