schetana | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৯ | 122.172.105.61
শমীক ঠিক বলেছে। ফেলুদার গোয়েন্দাগিরিটা উপন্যাস নয়, প্রথম গল্প ফেলুদার। সন্দেশে বেরিয়েছিল। পরে আজকালের রবিবাসরীয়র পাতায় আবার বেরোয়।
Jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৬ | 124.81.82.83
ফেলুদার গোয়েন্দাগিরি বোধহয় প্রথম প্রকাশিত উপন্যাস। তবে দার্জিলিং জমজমাট ফেলুদার প্রথম গোয়েন্দাগিরির গল্প, পরে লেখা ও প্রকাশিত হয়েছিল। তবে ১০০% sure নই, পড়শু দেশে যাচ্ছি, বাড়ীতে পুরো সেট আছে, দেখতে হবে ঠিক বলছি কিনা।
san | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৫ | 115.117.236.106
লাভ আজ কালের সঙ্গেই পরপর দেখেছিলাম কামিনে। সে মাল দেখে সেদিন প্রথম রিয়েলাইজ করি, 'খাজনার চেয়ে বাজনা বেশি' এই প্রবচনে কবি আসলে ক্ষি বলতে চেয়েছেন ঃ-)))))
Jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১০ | 124.81.82.83
আমার ছেলে দেখে লিটল আইনস্টাইন আর মিকি মাউস ক্লাব হাউস। আর কখনও সুযোগ পেলে দেখে 'স্পেশাল এজেন্ট ওসো' আর 'হ্যান্ডি ম্যানি'। এখন সে তিন বছর দু মাসের, এক বছর থেকে ২ বছর অবধি সে টম আর জেরি খুব মনযোগ দিয়ে দেখত। এখন আর দেখে না। তার সমস্ত কথবার্তাও মিকি, ম্যানি, ওসো এদের দ্বারা প্রভাবিত। সে সমস্ত যন্ত্রপাতি যেমন স্ক্রু ড্রাইভার, রেন্চ, প্লায়ার সব চেনে এবং মাঝে মাঝেই বাবার সাথে তার ভাঙা খেলনা fix করতে বসে যায়। আবার সে ম্যাপ ও চিনে গেছে, একদিন আমার ব্যাগ থেকে সে একটা কার্ড বার করল, তার back side এ location map ছিল। সে সেটা দেখে বল্লো Mamma, we have got the map, let's go to find the treasure, তো কি আর করা, সারা বাড়ী ঐ ম্যাপ এর সাহায্যে খোঁজাখুঁজি করে কোন বিশেষ জায়গা থেকে ট্রেজার বার করতে হল! এমনকি ওসোর 3 special steps করিয়ে তাকে দাঁত মাজাতে হয়, pit the cat এর মত সে রাস্তা আটকে দাঁড়ালে তাকে গুনে গুনে ৫/৭ টা কয়েন দিয়ে ছাড়া পেতে হয় ইত্যাদি। এসব সারাক্ষণ চলে। আমদের বাড়ীতে আমরা ছাড়া এইসব cartoon character রাও বহাল তবিয়তে বাস করে!
san | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১০ | 115.117.236.106
উরে বাবা সকাল সকাল উঠেই মনে পড়াল লাভ আজ কাল। রাম রাম রাম রাম রাম।
suchetana | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০৩ | 122.172.105.61
এঃ, আমার আগেই শমীক লিখে দিলো! ঃ-(
suchetana | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০৩ | 122.172.105.61
ফেলুদার গোয়েন্দাগিরিটা তো প্রথম গল্প। সেটায় যদ্দুর মনে পড়ছে ফেলুদা আর তোপসে মাসতুতো ভাই ছিলো। আমি একটা ছেলেকে চিনি, সে যখন ফেলুদার যে বই পড়ে পরের ছুটিতে মা-বাবাকে সেই জায়গায় বেড়াতে নিয়ে যেতে হয় তাকে। শুনে আমি পরামর্শ দিয়েছিলাম,তাকে একসাথে ফেলুদার গোয়েন্দাগিরি আর দার্জিলিং জম্জমাট পড়তে দেওয়া হোক। ঃ-)
Samik | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৯ | 122.162.75.96
সেটা গল্প। বই নয়। ফেলুদার প্রথম আত্মপ্রকাশ ঐ গল্পে। মুখোশে চুরুটের গন্ধ পেয়ে অপরাধী ধরেছিল।
Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৫ | 122.252.231.12
দার্জিলিং নিয়ে আরেকটা ছিল তো। ফেলুদার গোয়েন্দাগিরি। সেই রাজেনবাবুর মুখোশ।
Samik | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৩ | 122.162.75.96
দু,
বাদশাহী আংটি আর দার্জিলিং জমজমাট।
অভ্যু আর বেয়ান,
আমার নাম নিয়ে কাল এত গলা সাধলে কেন? বিপ্লবীদের দঙ্গলে রেফারেন্সটা কীসের জন্য? আমি বোধ হয় কিছু মিস করে গেছি।
Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০৮:২৭ | 112.133.206.20
আমার মেয়ে রোজ আরো একটু একটু করে টম এন জেরির পাল্লায় পড়ে যাচ্ছে। মিস্টার বিনও এখন কল্কে পান না।
Du | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০৪:১৪ | 65.124.26.7
থ্যাংকু আজ্জো। তোমরাও ঘুরে যাও এদিক থেকে একবার।
m | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০২:১৩ | 173.26.17.106
অক্ষ, ঃ)) হয় ডোরা নয় ডিয়েগো। কাইলান মাঝখানে কয়েক দিন দেখেছে,তবে মেয়ে বলে মনে হয় কাটিয়ে দিয়েছে। আর এক আছে বব দ্য বিল্ডার, মিহি সুরে বব দ্য বিল্ডার ক্যান উই ফিক্স ইট? সঙ্গে মাঝে মাঝেই অন্যদের পায়ে মিক্সারের কি রোড রোলারের গুঁতো। আর আছে স্পঞ্জবব- দর্শনে আর মন ভরে না, সঙ্গে গলা ছেড়ে সঙ্গীত সাধনা চলছে চলবে।
a x | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০২:০২ | 143.111.108.241
বুঁচি দেখে ডোরা। ডোরার সাথে ওর প্রথম আলাপ হয় পেন্টুতে , শি গট ইন হার প্যান্টস। মানে ডায়াপারে আঁকা। প্রিন্সেস আঁকা না কিনতে চাইলে ডোরা আঁকা কিনতে হবে। আর এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং দেখে। খুব উত্তেজিত হয়ে মাঝে মাঝেই ডোরা আইস, ডোরা নোস, ডোরা শোল্ডার করে ডোরার অঙ্গ প্রত্যঙ্গ দেখায়। লেটেস্ট যোগ হয়েছে কাইলান। চাইনিজ ডোরা বলা যেতে পারে। আবার ড্রিল শুরু করে, কাইলান আইস, কাইলান নোস, কাইলান শোল্ডার। কাইলানের ঠাকুদ্দাও আছে। ইও-ইও ঠাকুদ্দর নাম। নিহাও ইও ইও! এই লুপ চলে আজকাল বাড়িতে।
aka | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০২:০০ | 168.26.215.13
দুদি টেক্সাস টু কলম্বাস খুব বেশি না। গ্রাম কি শহর জানার নিমন্ত্রন রইল।
sayan | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫৭ | 59.164.224.173
অ্যালভিন অ্যান্ড দি চিপমাঙ্কস - দ্য স্কুইক্যুয়েল এটাও বেশ লেগেছে ঃ-)
sayan | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪১ | 59.164.224.173
"নাইন' দারুন লেগেছে।
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৩ | 115.184.98.18
দার্জিলিং জমজমাট?
অক, ঃ)
গুড নাইট সক্কলকে।
aka | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩১ | 168.26.215.13
আর আম্রিগার ইকনমি যে কোনদিকে চলেছে বোঝা দায়। পণ্ডিতরা বলছে আবার একটা ইনোভেশনই নতুন দিগন্ত খুলে দিতে পারে। আবার অনেকে বলছে এই আইটি ইনোভেশনের দিন শেষ হল বলে। আসছে নতুন কিছু। কি সেটা জানতে পারলেই কেল্লা ফতে। প্রচূর টাকা থাকলে এই দেশ কালের বাধা পেরিয়ে যাওয়া যায়। নতুন যেটা আসছে তাতেই ইনভেস্ট করব।
Du | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৮ | 65.124.26.7
ছেলেকে কাল আমার এক বোন দুখন্ড ফেলুদা পাঠিয়েছে - এখন পড়ছে emperors ring, বললো যে danger in Darjeeling ভালো লেগেছে - আমিই আসল নামটা মনে করতে পারলাম না ঃ(
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৪ | 115.184.98.18
জোরালো কারণ থাকা খুব দরকার।
আমার এখানে থাকা নিয়ে নতুন কোন সারপ্রাইজ নেই বা নতুন কোন আশাভঙ্গ নেই কিন্তু ওখানকার কথা জাস্ট ভুলতে পারছি না। প্রেম ভেঙে গেলে যেমন হয় আর কি। নতুন করে প্রেমে পড়া শক্ত হয়। তারপর আবার এই বয়সে। হেসো না।
aka | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৩ | 168.26.215.13
আমাদের এই শহর টা পরিভাষা অনুযায়ী যাকে বলে ""স্মল টাউন""। এখানে মেলা হয়, সার্কাস হয়, নাটক হয়। তবে শহুরে সুযোগ সুবিধাও সব পাওয়া যায়। সব মিলিয়ে থাকতে খারাপ না। বড় শহর থেকে একটু বেশি দুরে। সব কি আর একসাথে পাওয়া যায়।
(দুদির প্রশ্নের উত্তরে একগাদা ভার্বোজ ঃ))
Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৯ | 198.82.16.229
নাইন দেখি নি তো।
Du | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৮ | 65.124.26.7
সত্য গেরামের নাটক, আজ্জো? লেখক প্যাট্রিক কনরয় নাকি গ্রামে থাকতে ( এ নিয়ে সিনেমা কনর্যাক, ভালো লেগেছিলো) ক্রিসমাস ক্যারোল করেছিলেন ছোটরা এবং তাদের বাবামাদের সাথে - সেই পড়ে অবদি গ্রামের নাটক দেখতে ইচ্ছে হয়।
কলি, আমি অনেক পিছিয়ে থাকি ঃ(
হালুম ঃ)))
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৬ | 115.184.98.18
সে তো চলবেই। তবে ১১০-২২০V-এর ব্যাপারটা আছে তো, তাই একটা ট্রান্স্ফর্মার লাগবে।
হ্যাঁ জিনিস সব পৌঁছেছে অবশেষে।
aka | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৫ | 168.26.215.13
পামিতা দি, মুশকিল হল কারণগুলোও জোরালো।
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৪ | 115.184.98.18
মেঘ বেটার। এই কমপ্লেক্সটা খুব ভালো, বিকেলে ঝাঁকে ঝাঁকে বাচ্চারা খেলতে বেরোয়, স্কুলের এক বন্ধুকে কমপ্লেক্সে পেয়েছে, তাকে আঁকড়ে ধরেছে। রোজ তাকে চিঠি কার্ড বানিয়ে উপহার দেয়।
tkn | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৩ | 122.162.16.194
পারমিতা, আমার বাড়িতে সর্বক্ষন ওদেশ থেকে আনা ডিভিডি চলে এদেশি ডিভিডি প্লেয়ারে। ট্রাই করতে পারেন
m | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১২ | 173.26.17.106
তোমাদের জিনিসপত্র পৌঁছেছে? নাকি এখনো মধ্যপথে?
m | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১১ | 173.26.17.106
পারমিতা,মেঘের মন কি খানিকটা বসেছে এখন?তোমার টা আন্দাজ করতে পারছি।
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১১ | 115.184.98.18
হ্যাঁ, তবে ডিভিডি প্লেয়ার চালাতে একটা ট্রান্সফর্মার চাই। সেসব বেরোয় নি এখনো।
tkn | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১০ | 122.162.16.194
ওয়েক আপ সিড দেখেছিস? কোচ কার্টার? আমার কোচ কার্টার খুব ভালো লেগেছিলো। অবশ্য আমার প্রিন্সেস ডায়েরীদ্বয়ও ভালো লেগেছে বেশ ঃ-)) তবে আর যাই করিস, ভুলেও হারিপ্পা দেখিস না..
m | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৯ | 173.26.17.106
তুমি ঐ ডিভিডি গুলো নিয়ে গেছো তো?
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৯ | 115.184.98.18
খুব জোরালো কারণ না থাকলে এসো না।
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৮ | 115.184.98.18
জর্জ তো ওরা খুব ভালোবাসে। একটা একটা করে বেরোয় আর বাপ আল্লাদ করে মেয়েকে দ্যান। এখন আর মেঘ তত দ্যাখে না তবে গুঞ্জা আসার আগে অবধি প্রচন্ড দেখতো। তবে আজকাল দুজনেই কৃষ্ণা বলরামে কনভার্টেড।
aka | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৭ | 168.26.215.13
ভেবে দেখলাম এই দেশ ছেড়ে যেতে আমার মতন ঘোর দেশপন্থীরও কষ্ট হবে। থাকতে থাকতে কবে যে সব কিছু এত আপন হয়ে গেছে। ক্ষী যে মুশকিল। এখানে থাকলে দেশের কথা মনে পড়ে আবার দেশে যাবার চিন্তা প্রবল হলে এখানের কথা ভেবে খারাপ লাগে। প্রচণ্ড কনফিউজড।
kk | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৫ | 67.187.111.178
ওরে বাবা ঐ রবার্ট ডাউনী জুনিয়র হোম্স? জুড ল কে ভালো মানিয়েছে অবশ্য। কিন্তু হোম্স বক্সিং করছে, আইরিন অ্যাডলার ভাড়াটে দুষ্টু মহিলা। অদ্ভুত বলে অদ্ভুত?!?!
আমার নাইন বেশ লাগলো। দেখেছো টিম? দু দি?
হুঁ তেকোনা, যাত্রা কোথা পাই?
m | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৪ | 173.26.17.106
পারমিতা, দেশ থেকে কি কিছু ডিভিডি নিয়ে গেছো? মানে ঐ ক্লিফোর্ড,জর্জ জাতীয়?টিনটিন তো জর্জ বলতে অজ্ঞান।
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০২ | 115.184.98.18
মাল্টিকুইজিন অন্দ্রা তালি
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০১ | 115.184.98.18
এইখানে পিবিএস কিডস খুব মিস করি।
aka | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০১ | 168.26.215.13
কোথায় কোথায়? আমাদের গেরামে শার্লক হোমসের নাটক হবে। দেখতে যাব মনে হয়।
Du | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০১ | 65.124.26.7
MAT কি?
Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০০ | 198.82.16.229
আরে না না নতুন সিনিমা তো। ঝাঁ চকচকে শার্লক হোমস, দিনরাত মারামারি কচ্ছে। ঃ-)
m | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৯ | 173.26.17.106
আমি মাঝে মাঝে পিবিএসে শার্লক হোমস দেখতাম- টিয়া পাখির মত নাকটা বাদ দিলে লোকটাকে মনে হয় রক্তাল্পতায় ভুগছেঃ((তুমি নিশ্চয় সেটার কথা বলোনি তিমি?
Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৯ | 198.82.16.229
যাহ্ হিন্দি সিনেমার থেকে আবার খাবারে এসে পড়লাম। ঃ-)
aka | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৭ | 168.26.215.13
দুদির ঐ খাবার টা খেতে হলে আইদার লিখে কাউকে দিয়ে আনিয়ে নিতে হয় নয়ত দোকানে গিয়ে আঙুল দেখিয়ে কিনতে হয়। খবরদার ড্রাইভ থ্রু থেকে কেনার চেষ্টাও করবেন না। আমার অবিশ্যি ড্রাইভ থ্রু থেকে বিস্কোটি কিন্তেও অসুবিধা। এদ্দিনেও বলে উঠতে পারলাম না বিইসখঅটি।
Du | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৭ | 65.124.26.7
দোকানটার নাম লেখা বা বলা দুটোই সমান কঠিন। সোজা গিয়ে বলি ফিয়েস্তা স্যান্ডুইচ দাও, ব্যস ঃ)
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৬ | 115.184.98.18
আর কি কখনো কবে.. তবে MAT-ও মন্দ কি।
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৩ | 115.184.98.18
ঐটা আমার প্রবলেম, দুঃখ কষ্টের স্মৃতি আমার বিশেষ মনে থাকে না(ঝগড়ার সময় একটা বিশাল প্রবলেম সেটা)। এটা দেখে নিশ্চয়ই খুউউব কষ্ট হয়েছিল, তাই এক লাইনও মনে পড়ছে না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন