suchetana | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৭ | 122.172.106.160
অর্পণের জন্য সার্চ করতে গিয়ে ইউটিউবে অ্যাত্তো বাজে একটা আবৃত্তির লিংক পেলাম, মেজাজটাই বিগড়ে গেলো। সঞ্চিতা গাঙ্গুলির সাধারণ মেয়ে আবৃত্তি।
san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:২০ | 203.91.201.56
ইন ফ্যাক্ট, সাধারণ মেয়েই বরং আমার একটু আরোপিত মনে হয়।
Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৭ | 204.138.240.254
সাধারণ মেয়ে কেউ খুঁজে দেবে একটু? ওই অনলাইন রচনাবলী থেকে? প্রায় ভুলে গেছি কবিতাটা। ঃ-)
suchetana | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৩ | 122.172.106.160
আর সাধারণ মেয়ে কবিতাটাতেই কি ভিখিরিপনা নেই! শরৎবাবুকে অনুরোধ করা হচ্ছে সেই মেয়েটাকে জিতিয়ে দিতে। আর মালতীবালায় যেটাকে থ্রেট বলা হচ্ছে, সেটা আমার বেশি সাহসী মনে হচ্ছে, যে মেয়েটি নিজে নিজের সাথে বোঝাপড়া করতে চাইছে। সে তার তীব্র কষ্টের, হেরে যাওয়া জীবনের থেকে বেরোতে চাইছে, সে যে কোনোভাবেই হোক না কেন?
Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:১২ | 216.52.215.232
গয়া গয়া গ্যা।
ডুমিনি গন!
Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:১০ | 216.52.215.232
সে তো পেয়েছে। কবিতা ও গান দুটোই সুপার ডুপার হিট।
lcm | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৯ | 69.236.176.155
ভিক্ষে করে পয়্সা না পেলে --- তখনই নিন্দনীয়। পেয়ে গেলে কেল্লা ফতে।
san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৮ | 203.91.201.56
বা ভিখিরিপনা হলেই বা নিন্দনীয় কেন?
suchetana | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৮ | 122.172.106.160
আ-কারের অভাব অবহেলা করা হউক। ভালোবাসা হবে।
pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৮ | 72.83.210.50
হ্যাঁ, সেটাও ভিখিরিপনা নয় তো, আমার মতে। তাই তো বলছি। আর তাকে ভিখিরিপনা বল্লে জগতের, জীবনের সব চাওয়া ই ভিখিরিপনা।
Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৭ | 216.52.215.232
আরে ভিখিরিপনা আমি বলেছি নাকি? ঃ-)
যারা বলেছেন, কেন বলেছেন, সে সংক্ষিপ্তাকারে লিখেছেন।
rabaahuta | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৭ | 203.99.212.53
কি কান্ড। ভাগ্যিস ছোটবেলায় এসব জানতাম না।
san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৬ | 203.91.201.56
তবে সাবধান প্রেম নিয়ে বেশি বাড়াবাড়ি করলে একটু পরে স্টৈক এসে বকে দিতে পারেন।
pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৬ | 72.83.210.50
সমিকদাআআ, মেল পাইনু। গুচ্ছ গুচ্ছ থ্যাংকু দিনু ঃ)
( খুকস বল্লে এই সম্বোধন ই জুটবে, হ্যাঁ, ঃ) )
suchetana | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৫ | 122.172.106.160
একমুখী প্রেম হলেই বা সেটা ভিখিরিপনা কেন? একজন ভালোবাসলো, আরেকজন ভালোবাসলো না। প্রথমজনের তাতে ভারি বয়েই গেলো শমীকের মত, সে কষ্ট পেতেই থাকলো, ভলোবাসতেই থাকলো, তার চাওয়াটা মরে গেল না। ব্যাস, সে ভিখিরি!
lcm | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৫ | 69.236.176.155
অসম রাজ্যের প্রেমকাহিনী নিয়ে অলোচনা হচ্ছে বুঝি। বেশ।
pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৪ | 72.83.210.50
আরে, অসম আমি বলিনি, এখানেই অনেক আগে কেউ একটা বলেছে ওটা। মনে পড়ছে না। তাই ঐ টার্ম টা দিয়েই রেফার করছিলাম।
তবে একদিকে প্রেম আছে, অন্যদিকে আছে। অসমান তো বটেই। আর তোমার বর্ণিত অসমতা গুলোর জন্য ও অনেক প্রেমকে একমুখী থেকে যেতে হয় তো ঃ)
san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৩ | 203.91.201.56
অসম প্রেমের কথা আমি বলেছিলাম। যেখানে যাকে চাওয়া হচ্ছে আর যে চাইছে তাদের জগৎ খুব বেশি আলাদা। বন্ধুবান্ধবের মধ্যে জাস্ট ক্লিক করলনা বলে প্রেম হলনা, এমনটা নয়। হওয়ার সম্ভাবনাই যেখানে নেই, থাকবেনা, জানা আছে। তখন প্রেমের মধ্যে সেল্ফ পিটি ইত্যাদি মিশে থাকাই স্বাভাবিক।
(এর মানে এই না যে সম-প্রেমে কখনও এইসব ফিলিংস থাকতেই পারেনা ইত্যাদি।)
একে খোঁড়া, তায় জটপাকানো সুতো, তায় সান, তায় নেক্ষট উইক থেকে ইনটেল - আমি অলরেডি পাগল হয়ে গেছি। কামড়েও দিতে পারি।
Samik | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০০ | 122.162.75.15
পানি বলতে মনে পড়ল, কাল দেখলাম একটা লরির ডিজেল ট্যাঙ্কারে লেখা ঃ
কম পী মেরি রানী, ম্যাহঙ্গা হ্যায় ইরাক কা পানি
Samik | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৯ | 122.162.75.15
প্রথম একতরফা প্রেমে ল্যাং খাবার পরে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম এই বলে, ও আমাকে ভালোবাসে নি তো কী হয়েছে, আমি তো ওকে এখনো ভালোবাসি, আর সেইখানেই আমার জিত।
তাই শুনে আরেক ফ্রাস্টু প্রেমিক চোখ বড় বড় করে আমাকে বলেছিল, তুই নির্ঘাৎ কবি হবি।
ও কাগজ কি কশ্টি, ও বারিষ কা পানি
Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৮ | 216.52.215.232
অসম না। একমুখী বললে বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট হবে।
suchetana | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৭ | 122.172.106.160
তাহলে অসম প্রেমের কথা আসছে কেন? কোন প্রেমই বা সমানে সমানে প্রেম?
pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৬ | 72.83.210.50
সুচেতনাদি, হুঁ। কিন্তু আমি শুধু ঐ সমতাই বলছিলাম না। এক পক্ষের প্রেম অন্যপক্ষের অ্যাকনোলেজ করা না করা/ জানা না জানা , এ দিয়ে। তবে ঐ তো বল্লাম, ভিখিরিপনা বল্লে টেকনিক্যালি যেকোনো চাওয়াকেই ঐ টার্মে ভূষিত করে দেওয়া যায়।
Samik | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৬ | 122.162.75.15
ইপিস্তাখুক্স,
প্রাপ্তিস্বীকার করিবা।
Samik | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৫ | 122.162.75.15
প্রেম তো কোনো বিজনেস ডিলিং নয় যে প্রেমের প্রোপোজাল বিজনেস প্রোপোজালের মত হবে, উইন উইন সিটুয়েশন।
pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৩ | 72.83.210.50
সেটা মামুকেই কাল জিগাতে হবে ঃ)
pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৩ | 72.83.210.50
মেলে চাই। এখানে বল্লুম ।
suchetana | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫২ | 122.172.106.160
পাই, আমারো তাই মনে হয়। কাউকে ভালোবাসাটাই তাহলে ভিখিরিপনা হয়ে দাঁড়ায়। আর এতে অসম, বিষমের কি আছে? ঐভাবে দেখতে গেলে তো কোনো প্রেমেই সমতা খুঁজে পওয়া যাবে না। আমার প্রেমিক আমার থেকে এক হাত লম্বা, আমি বেঁটে, তাহলে আমার প্রেম জানানোর দরকার নেই। আমার প্রেমিকা ফার্স্ট ক্লাস পেয়েছে , আমি দুটো পেপারে সাপ্লি, এখন বলে কাজ নেই, যদি ভিখিরিপনা হয়!
samik | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫২ | 122.162.75.15
ধ্যাত্তেরি, মালা সিনহা কী করে মামা সিন্হা হয়ে গেল? :-P
Samik | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫১ | 122.162.75.15
ভিডিওটা চাইলে আমাকে মেল করো।
Samik | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫০ | 122.162.75.15
দুখ অওর সুখ কে রাস্তে বনে হ্যায় সবকে ওয়াস্তে জো গ্ম সে হার জাওগে তো কিস্ তরহ নিভাওগে
মামা সিনহার লিপে আশা গেয়েছেন, দেবানন্দের (নায়কের) উদ্দেশ্যে মালা গাইছেন। এমন গ্রেসফুল প্রেমের গান খুব কম শুনেছি হিন্দিতে।
ঐ একই সিনেমার গান। রফিরটাই বেশি চলে, এই গানটা বিশেষ চলে না।
san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৮ | 203.91.201.56
আর মাইরি এরম দাঁড়িপাল্লা হাতে নিয়ে প্রেমে পড়া যায় নাকি? কাউকে খুব বেশি চাইলে ভিখিরিপনা, খুব কম চাইলে ফ্লার্টেশন !
san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৬ | 203.91.201.56
ভালোবাসা ছাড়া কোন যোগ্যতাই নাই এ দীনের, দয়াময়ী, দয়া করো, ভিখারিরে অন্নবস্ত্র দাও ....
যাঃ যেই প্রেমের কবিতা ভাবতে যাই অম্নি ভিখিরিপনাই খালি মনে পড়ে। কী যে হবে ঃ-((((
pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৪ | 72.83.210.50
এই রে শমীক , বিলকুল ভুলে মার দিয়া ঃ( ফিরসে ভেজেগা ? ইসবার পাক্কা ইস্নিপস মে আপলোডানেকা ঃ) পরমিস।
আর, সুচেতনাদি, সেটাই বলছিলাম। সেরকম ভাবে দেখলে, সব রকম চাওয়ার অনুভূতিকেই কোনো এক অর্থে ভিখিরিপনা বলে দেওয়া যায় !
lcm | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৫ | 69.236.176.155
যা যা মুঝে না অব ইয়াদ আ
suchetana | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩২ | 122.172.106.160
কোন গান শমীক? একটু লেখো না?
Samik | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩০ | 122.162.75.15
অভি না জাও ছোড়কর্ -এর সিকোয়েলটা কেউ শুনেছে? পাই-কে পাঠিয়েছিলাম, নিজে গেয়ে ইস্নিপ্সে আপলোড করে দেবার জন্যে। অজ্জিনালটা আশা ভোঁসলের গাওয়া। আল্টিমেট লিরিক্স।
lcm | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৬ | 69.236.176.155
সুচেতনা ঠিক বলেছে। কবিতাটা দুঃখের।
suchetana | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৫ | 122.172.106.160
আমার কবিতাটা পড়ে মেয়েটির জন্য কষ্ট হয়। এটা তো একজন মানুষের নিজের মনে মনে বলা কিছু কথা। নিজের মনের কাছে মন খুলে কথা বলা। এই প্রকাশটুকু হলেই কি বা কাউকে তীব্রভাবে চাওয়া হলেই কি সেটা ভিখিরিপনা!
shrabani | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৭ | 124.30.233.102
মালতীবালা, হ্যাঁ, তবে বোঝা গেছে তো। আমার বাজে ভালো কিছুই লাগেনা।
pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৫ | 72.83.210.50
নাঃ এই তো একটা মনে পড়েছে।
'আভি না যাও ছোড় কর '।
সেভাবে দেখতে গেলে প্রেম ব্যাপারটাই তো ভিখিরিপনা। আর্জি, আবদার, বিরহকাতরতা, মান ভঞ্জন সব তো ই ঐ বেসিক্যালি ভিখিরিপনা ই । সম হলে মিচ্যুয়াল হয়, বা নিদেনপক্ষের একপক্ষের অ্যাপ্রিসিয়েশন পাওয়া ভিখিরিপনা কে অন্যপক্ষের, অসম হলে একপেশে ভিখিরিপনা। এই তো।
lcm | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:১১ | 69.236.176.155
আরে তো এটা তো সেই হিট গান-কাম-কবিতা। লোপামুদ্রা।
kc | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:১০ | 194.126.37.5
মালতীবালা খুবই ভালো লাগে, যতবার শুনি ততবারই যিনি আবৃত্তি করছেন তাঁর প্রেমে পড়ি। কালকে আমার বউএর মুখে আবার শুনলাম। প্রেমেও পড়লাম ........ এইসব।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন