কিন্তু আমার বলা দুটো ঠিকঠাক করে প্রোজেক্ট করলে কান-ফানে প্রাইজ পেত। জনি গদ্দারটা পেতনা। কেন পেতনা বোঝানো ভারি শক্ত। ঃ)
de | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৬ | 59.163.30.2
নো স্মোকিং অসম্ভব ভালো, দম বন্ধ হয়ে যায় ---
তাহান দ্যাখো, অবশ্য হলে পাবা না, এসব মুভি চলে না!
dipu | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৪ | 61.12.12.83
ইকবাল দ্যাখো। আরো কি কি য্যানো দ্যাখা উচিত। মনে পড়ছে না।
Ishan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৪ | 173.26.17.106
আজ্জোর মুখে ফুলচন্দন পড়ুক। জ্যাকির কথা ভুলেই গিয়েছিলাম।
আপাতত এইটুকুই বললাম। বাকি যা বলার ছিল সে আর বলা যাবেনা।
Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৪ | 216.52.215.232
ঠিক ঠিক। আরো একটা অ্যাড করলাম।
৩। জনি গদ্দার। (ট্যারেন্টিনোকে মনে প্ড়তে বাধ্য)
de | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৩ | 59.163.30.2
আমি সেবারে ফ্লাইটে ক্যাটরিনার একখান মুভি দেখলাম -- মানে নেহাত ক্যাটরিনা ছিলো বলে তাকিয়ে থাকা যাচ্ছিলো সেটার দিকে -- তাতে দিশী অক্ষয়-কে বে' করে, বিদেশে নিয়ে গে' অনেক হ্যাঠা দিয়ে পরে আবার সুরসুরিয়ে সতী হওয়া আছে --- অ্যাতো কিচু মনে আছে আর সিনিমার নামটাই মনে নাই ঃ(((
'ক্যাট্রিনা' কি সাইক্লোন না টাইফুন?
m | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৩ | 173.26.17.106
ঐ যে .. গুরুর চ্যালা এসে গেছেন!
Ishan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৩ | 173.26.17.106
হ্যাঁ, অপ্পনকে নামটা মনে করানোর জন্য থ্যাঙ্কু।
aka | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫২ | 24.42.203.194
বুম তো, জাভেদ জাফরি হিরো। লম্পট বলে লম্পট। ঐ সিনেমায় সবাই লম্পট। ইনক্লুডিং গুরু। গ্রেটেস্ট লম্পট ছিল জ্যাকি।
Ishan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫২ | 173.26.17.106
অক্ষকেঃ আমি থ্রি ইডিয়েটসও দেখেছি। বুমও দেখেছি। তবে এগুলো বাজে সিনেমা।
আমার দেখা শ্রেষ্ঠ বলিউডি হিন্দি সিনেমাঃ ১। মনোরমা সিক্স ফিট আন্ডার ২। নো স্মোকিং।
না দেখে থাকলে পস্তাবেন।
a x | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫২ | 75.53.200.167
প্রিজুডিস থাকলে তাও দেখতাম!
m | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫০ | 173.26.17.106
ওরে বাবা, সেই অমিতা বচ্চন পাকাচুলো ভিলাইন!! ওফ্ ইদানীং অবশ্যি বুম শুনলেই ব্ল্যাক আয়েড পীস এর কথা মনে পড়ে((
Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯ | 216.52.215.232
তবে তুমি একটাই মুভি দেখ। গর্ভ - প্রাইড অ্যান্ড হনার। ;-)
dipu | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯ | 61.12.12.83
নাঃ, এই তিন বোকা দেখতেই হবে। নয়ত লোকে কুলাঙ্গার বলে গাল পাড়বে!
a x | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৮ | 75.53.200.167
গর্ব সহকারে দাবী করছি, এর একটিও আমি দেখি নাই। দেখব না।
Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৭ | 216.52.215.232
কী সমাপতন! ঈশান ওই মুভির কথাই লিখেছে।
a x | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৫ | 75.53.200.167
ঝিকি, আপনাদের ওখানে হিন্দি ডিভিডি রেন্ট করা যায়না? মানে সব হিন্দি মুভি কেনেন তাই জিগালাম। কোনো বিতর্ক কাম্য নয় ;-)
Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৩ | 216.52.215.232
কেউ বুম দেখেছ? মানে দেখার দুর্ভাগ্য হয়েছিল?
dd | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৩ | 122.167.5.148
কিন্তু র বাবু আপুনি শোনো। শিশির বাবু যা লিখেছিলেন আমি তো সেটার পুরোটাই তুলে দ্যালাম। উনি চৈতন্য জীবনী গুলান ঘেঁটে, তাপ্পরে নিজের মতন করে নিজের ব্যাখ্যা দিয়েচেন ,কিন্তু নিজস্ব তথ্য কিসু দ্যান্নাই। আর আমার মতম,উনিও কোনো লিং ফিং ও দ্যায়া বিশ্বাস কত্তেন্না।
১৬ শতকের মধ্য ভাগ থেকে আর একশো বছর -সাড়ে সপ্তদশ। চৈতন্যের জীবনী তো ল্যাখা হলো মেরে কেটে গোটা পাঁচেক ,(সমকিতো আর বাংলায়)মুরারী গুপ্তের কড়চা,চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভগবত,চৈতন্যমংগল, গোবিন্দদাসের করচা আর নাটকের মধ্যে চৈতন্য চন্দ্রোদয়। ব্যাস ! এই তো। এর মধ্যে দ্বিতীয়টি আমার কাছেই আছে।
আর শ্রী চৈতন্যের ভারত ভ্রমন, তিন চার পাতার বেশী নয়। কোনোটাতেই।
কিন্তু সে সময়ের কোনো পুঁথিতে অমন কথা ল্যাখা থাকলে রোমিলা থাপারের সোমনাথ থিসীস মোটেই চলে না।
হায়,হায়, আমি ক্যানো কলকেতায় নেই।
Ishan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪২ | 173.26.17.106
যদি না ভুল করে থাকি, আমি ক্যাটরিনা কাইফকে প্রথম দেখেছিলাম এমন একটা সিনেমায়, যেখানে অমিতাভ বচ্চন আর জিনাত আমন ছিলেন। সে কি সিনিমা, বাপরে বাপ। ঝড়ই বটে। ঝড়ের চোটে সিনেমার নাম ভুলে গেছি।
Ishan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৯ | 173.26.17.106
অ্যায় এইটা অনেকটা ঠিক ধরেছেন। মার্কেটিং তখন অনেকটা সফল, যখন সে পিয়ার প্রেশার তৈরি করতে পারছে। আর মার্কেটিং তখন পুরোটা সফল, যখন আপনি নিজেই নিজেকে প্রেশার দিচ্ছেন, যাকে বলে অটো বাড়।
যেমন ধরুন আইপিএল। না দেখলে লোকে প্যাঁক দেবে, সেটা আইপিএল দেখার একটা কারণ বটে। কিন্তু না দেখলে যে নিজের প্রাণও হাঁকুপাঁকু করে, সেটা আরও বড়ো সাক্সেস স্টোরি।
baps | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৬ | 203.199.41.181
আমি একখান মুভি বনামু। নাম দেব "সহবাস'। ফুটনোটে ছোট্ট ছোট্ট করে লিখে দেব সহবাস এর একখান সোন্দর দেখে মানে। শালা মুভি রম রম করে চলবে আর আইন ও কিছু করতে পারবে না ঃ))
rokeyaa | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৫ | 203.110.243.22
প্রকৃত প্রস্তাবে, ক্যাটরিনাও ঝড়, তবে অন্যরকম ;)
Jhiki | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৪ | 124.81.82.83
আজকাল অনেক সিনেমা এক এক শ্রেণীর দর্শক কে টার্গেট করে তৈরী হয়, আর সেই শ্রেণীর কাছে সেই সিনমাটা দেখা ধর্মগ্রন্থ পাঠ করার মত পুণ্যের কাজ হয়ে যায়, তার ফলে সিনেমা হিট ও হয়ে যায়। উদাঃ সিং ইজ কিং - সব সর্দাররাই এই সিনেমা দেখেছে, and ফল সুপারহিট। 3 idiots - এটা আবার engineer দের অবশ্য দ্রষ্টব্য। আমি রিলিজ এক প্রায় মাসখনেক বাদে সিনেমাটা দেখেছি। ততদিন অফিস এ সমস্ত দেশীদের একটাই প্রশ্ন যে আমি কি করে engineer হয়েও, এখনও সিনেমটা দেখছি না। অবশেষে দেখলাম, ওদের কথায় বার খেয়ে নয়, আমি যখন ই সময় পাই হিন্দি সিনমার DVD কিনে আনি, এই সিনেমাটার সথে Pyaar Impossible আর Isqiyaan ও কিনেছি, pyaar Impossible আর 3 idiots আমার একই রকম লেগেছে, মানে বসে দেখা যায়। কিন্তু ঐ যে engineer হয়েও সিনমাটা না দেখলে লোকে কিপটে বলবে এই চাপে পড়েও অনেকে সিনেমাটা দেখছে আর তার পরে অন্য লোকজনকে চাপ দিচ্ছে।
সেই রকম my name is khan সব খান রা অবশ্যই দেখবে। বাকি লোকজনের ভালো না লাগলেও সিনেমা হিট। আমি খালি আবু ধাবি ট্যাক্সি ড্রাইভারদের (সবাই পাঠান) খুব মিস করছি, ওখানে থাকলে এই রকম কথাবার্তা হতঃ - জ্বি আপনে ওহ শারুক খান কি নই পিক্চার দেখি -নহীঁ -আরে তো ক্যা কিয়া জিন্দগী মেঁ। কেয়া আপ মুসলমান নহীঁ হ্যায়?
আমার এই কথাগুলো লিখতে ইচ্ছ করলো তাই লিখলাম। কোন বিতর্ক কাম্য নয়।
m | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৫ | 173.26.17.106
একি!
Ishan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৪ | 173.26.17.106
ঝড়ের নাম ইউনিক না। ১২ বছর পরপর রিপিট করে।
এইটা আমায় খুব সম্ভবত ভজু ফান্ডা দিয়েছিল। ভুল হলে কোং দায়ী না।
M | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:২২ | 173.26.17.106
নএ তয়ে একার দিলে কি সুন্দর কাব্যিক শোনাচ্ছে, অন্তে রও বাস- মানে বাস আমার পেচুনে পেচুনে এসো:P
lcm | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:২১ | 69.236.176.155
ক্যাটরিনা আসছে! আবার! কিন্তু ঝড়ের নাম তো ইউনিক না?
Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:২০ | 216.52.215.232
ওটা পড়তে হবে এমনভাবে।
অন্তরওবাস।
Arijit | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৯ | 61.95.144.122
এমআরআই রিপোট দেখে ভয় খেয়ে ডাগদারকে আমি কতকগুনো কোশ্চেন করলুম সেদিন, ছেলেটা পাত্তাই দিলো নাঃ-(
Ishan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৮ | 173.26.17.106
টয়ে রফলা দিয়ে লিখলাম, তবু এই ছেলেপুলের পচা মন।
m | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৮ | 173.26.17.106
দীপু আর রোকেয়াকে 'মিচকেপোড়া'।
Ishan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৮ | 173.26.17.106
আমি সিনেমার নাম দেব অন্তঃসত্বা (বানান ভুলের জন্য বাংলা লেখার কল দায়ী)। নিচে লিখে দেব যে সত্বার অন্ত হইয়াছে। ঃ)
m | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৬ | 173.26.17.106
অরি কে পেঁচো উপাধি দেওয়া হোক.. খুব প্যাঁচ মনে;)
rokeyaa | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৬ | 203.110.243.22
ক্যাটরিনা আসছে জানলে অনেকেই আরো বহু কষ্ট করতে পারে, এতো নস্যি!
dipu | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৬ | 61.12.12.83
কাইফ? দুর্গত!
Arijit | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৫ | 61.95.144.122
আজ একটা সিনিমার পোস্টার দেখলুম। নাম "অন্তরবাস' - কেউ যাতে গুলিয়ে না ফেলে তাই ওপরে ছোট করে মানেটা বলে দেওয়া আছে "অন্তরে আছে যে' ;-)
Ishan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:১২ | 173.26.17.106
সিনেমায় যেটা সবচেয়ে ভালো লাগল। ক্যাট্রিনা আসছে খবর পেয়েই দুর্গত দের উদ্ধারকল্পে এক বুক জল ঠেলে ঝড়বৃষ্টি মাথায় করে এলএ থেকে জর্জিয়া গেলেন খান। প্রচন্ড উদ্ধার টুদ্ধার করলেন। এবং জর্জিয়া থেকে যখন ফিরলেন, তখন ওবামা ক্ষমতায় এসে গছেন। ঃ)
Ishan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৪ | 173.26.17.106
আর রঙ্গন একা নয়, আম্মো মাই নেম ইজ খান দেখেছি। সিঙ্গ ইজ কিঙ্গ এর চেয়ে স্লাইটলি বেটার লেগেছে (হুঁহু বাওয়া, আমি সেটাও দেখেছিঃ) )।
Ishan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৩ | 173.26.17.106
বলতে ভুলে গেছি। সিনেমাটার নামের জন্য থ্যাঙ্কু। ওটাই সেটা ছিল। ঃ)
Tim | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০৬:০২ | 198.82.22.194
আকাবাবু? কাকাবাবুর মত? আজ্জোদার জন্য মানানসই রোল কিন্তু। ঃ-))
এই কদিন আগে আমার ল্যাপিতে উইণ্ডোজের অটো আপডেট হল, হয়েই মেশিন ক্রাশ করল। আমি হেল্পডেস্কে দিলাম। তো সেই ছেলেটা আমার সামনেই ডিস্ক ভরে উবান্টু দিয়ে ঢুকল, আমি এক্সটার্নাল হার্ড ড্রাইভে সব ডেটা ট্রান্সফার করলাম, তারপর সে আবার রিইমেজ করে দিল।
আমি বললাম বাবা লিনাক্ষ ইন্সটল করে দাও না, ঝামেলা চুকে যায়। লোকটা মিষ্টি হেসে বলল, না উইন্ডোজই ভালো, আমাদেরও তো করে খেতে হবে ঃ)
a x | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৪ | 143.111.108.241
ট্যানের গল্প দেশে? কেউ পড়ার কোনো উপায় করে দিতে পারে/ন?
kk | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৪ | 67.187.111.178
আকাবাবু, তোমায় একটা ইমেল করেছি। একটু দেখে উত্তর দেবে?
a x | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৪ | 143.111.108.241
এখন হোম। বাট স্লিপিং স্লিপিং হোমিং। বহু নাইটস্ নট স্লিপিং। নট গুগলিং আইদার।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন