এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫২ | 198.82.16.229
  • ও শার্লক হোমস দেখলাম। অদ্ভুৎ হোমস বানিয়েছে। ঃ-)
  • Du | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫২ | 65.124.26.7
  • আমি স্লৎস্কির ফিয়েস্তা স্যান্ডুইচ। মন খুশ হয়ে আছে ঃ)
  • aka | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫০ | 168.26.215.13
  • কদ্দিন সিনেমা দেখি না। এখন মনে হচ্ছে কদ্দিন ঘুমোই না।

    আজ লাঞ্চে খানিক স্যালাড, লিভার ভাজা, বেকড চিকেন, সলিসবেরি স্টেকের ঝোল দিয়ে ভাত।

    কি আর লাভ বিকেল হতেই মনে হবে কদ্দিন খাই না।
  • Du | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৯ | 65.124.26.7
  • কলি পান দিই - সিনেসিজম ঃ)

    আর সুচেতনা তো নীল ছাতার থ্রেডে লিখতে পারো - টিম কি সুন্দর লিখেছিল!
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৮ | 198.82.16.229
  • তোমরা কেউ র‌্যাবিট প্রুফ ফেন্স দেখেছো। আমার ভালো লেগেছিলো।
  • tkn | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৭ | 122.162.16.194
  • টুক করে ইউটিউব খুলে একটা যে কোনো দৃশ্য দেখে নিলেই মনে পড়ে যাবে ঃ-)

    তুই তাইলে কদিন যাত্রাটাত্রা দ্যাখ কেকে, পরে আবার সিনেমায় ফিরিস, এখন তেমন ভালো কিছু হচ্ছে না।
  • Du | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৭ | 65.124.26.7
  • ঐ যেখানে বউটা ট্র্যাফিক লাইটের সময় কাঁদছিলো সেইটা ভালো সিনেমা ঃ)

    অস্ট্রেলিয়া একটা বিশাল সিনেমা। ঐ বাচ্চা ছেলে আর তার গানটা আমায় হন্ট করে। যদিও বাকী খুব ভালো লেগেছে বলতে পারবো না।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৬ | 198.82.16.229
  • মনে না পড়াই ভালো। আমি ঐ দশ মিনিতই ভুলতে পারিনি। দুঃস্বপ্নের মত।
  • Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৬ | 115.184.98.18
  • আরে না না কলি, আমি অন্য পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছিলাম।
  • kk | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৫ | 67.187.111.178
  • ওরে, আমি তো দেখতে বসি কোনও এক্সপেক্টেশন না নিয়েই। সত্যি বলছি।
  • Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৪ | 115.184.98.18
  • আমার কি হবে? কিচ্ছু মনে পড়ছে না।
  • kk | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৪ | 67.187.111.178
  • হুঁউউ, এসবই দেখা। বেশির ভাগ হিন্দি সিনেমা আমি ডিভিডি বেরোলেই দেখে ফেলি ঃ)। ঐ করে করে আজকাল আদ্ধেক সিনেমার নামই মনে থাকেনা ঃ(।

    আহা, পামিতাদি আর দু দি কি সুন্দর লাঞ্চ নিয়ে কথা শুরু করেছিলো। ভাবলাম ভালো ভালো খাবারের নামই শুনি খান কতক। কিন্তু আমার এই সিনিসিজমের চোটে বেচরীরা চুপ করে গেলো। ধুত!
  • tkn | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৩ | 122.162.16.194
  • কিন্তু... লাভ আজকাল-এ ঋষি সঈফ হল, না সঈফ ঋষি?
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৩ | 198.82.16.229
  • ইউনিকোডে কি বীভৎস লাগে যুক্তাক্ষরগুলো। আরেকটু হলেই পড়ে যাচ্ছিলাম।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪২ | 198.82.16.229
  • আমি হিন্দি সিনেমা দেখতে বসলেই এক্সপেক্টেশনটা কমিয়ে নি, সুজ্জের তেজের মত। ঃ-)
    বিল্লু তে আমার ইরফানকে গুচ্ছ লেগেছে, এইরকম রোলে দেখি নাই এর আগে বলে হয়ত।

    ভালো সিনিমা মনে পড়লো দুটোঃ
    ইকবাল আর ব্লু আম্ব্রেলা।
    না না তারে জমিন পর ও আছে।
  • tkn | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৯ | 122.162.16.194
  • কেকে, "ডোর", "ভেজা ফ্রাই"... তবে এ সবই মনে হয় তোর দেখা। আর সাজেস্ট করতে গিয়ে দেখছি আমার ভাঁড়ারেও "খবদ্দার দেখিস না" টাইপ সিনেমার নাম উপছে পড়ছে কিন্তু "দেখতে পারিস" খুঁজে পাচ্ছি না বেশি ঃ-(

    লাভ আজকাল হল সেই সিনেমা যেখানে হঠাৎঅই ঋষি কাপুর সঈফ আলি খান হয়ে যায়.. ও না, উল্টোটা। আর সবাই খুব কনফিডেন্টলি কনফিউজড থাকে শুরু থেকে শেষ অবধি
  • kk | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৭ | 67.187.111.178
  • বিল্লু আমার ভালো লাগেনি রে ভাই, (অ্যাজ ইউজুয়াল), মনে হয়েছিলো ওটা নিয়ে টিভি সিরিয়ালে ছোট একটা এপিসোড হলে ঠিক হতো, সেই কথা সাগর, এক কাহানী টাইপের। থ্রী ইডিয়ট্‌স, ওয়েল, ঠিক আছে,ওকে মুভি।এত বেশি হাইপ কেন হচ্ছে তা আমি ঠিক খুঁজে পাচ্ছিনা। ওয়ে লাকি, হ্যাঁ, এই নিয়ে লিখেওছিলাম সোমনাথের টইতে। কিছু জিনিষ নিয়ে আপত্তি আছে, তবে ভালোই এমনিতে।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩২ | 198.82.16.229
  • কয়েকটা মাঝারি মানের সিনিমার নাম বলছি।

    ১। নাচগানের দৃশ্য বাদে বিল্লু বার্বার ।
    ২। থ্রি ইডিয়েট্‌ তো সবাই দেখে ফেলেছে। আহামরি না। দেখা যায়।

    ৩।ওয়ে লাকি লাকি ওয়ে। খোসলা'র মত অত ভালো না হলেও চলনসই।

    আর মনে পড়ছে না....

    এইসব কারণে ফাস্টু খেয়ে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের সিনেমা কিনে আনলাম। ঃ-)
  • kk | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩২ | 67.187.111.178
  • পামিতাদি, লাভ আজকাল সেই সঈফ ও দীপিকা পাড়ুকোন। তাদের আলাদা হয়ে যাওয়া নিয়েই সিনেমার শুরু। কি বিষম ফিলিম বাপ রে!!

    তেকোনা, হ্যাঁ লাকও দেখেছি ঃ))।
  • Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩০ | 115.184.98.18
  • আমি লাভ আজকাল পুরোটা দেখেছি। (কিন্তু মাক্কালি একটা লাইনও মনে পড়ছে না। কেউ একটু খেই ধরিয়ে দেবে?)
  • Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৯ | 115.184.98.18
  • দুপুরে রেগুলার সম্বর-রসম-কার্ড রাইস - এর কোন নড়চড় নেই।
  • tkn | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৭ | 122.162.16.194
  • আমি একবার ভলভো চড়ে কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার সময় 'লাক' নামে একটা সিনেমা দেখতে প্রায় বাধ্য হয়েছিলাম, ফেরার সময় (সেদিনই) 'লাভ আজকাল' দেখতেও পুরো বাধ্যই হলাম (বাইরে যা অন্ধকার, আর কিছু দেখার ছিল না ঃ()
    রাতে বাড়ি ফিরে একটা পছন্দসই স্বপ্নও দেখতে পেলাম না...
    সে যে কি দিন গেছিল... ভাবলেও... ঃ-(((
  • kk | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৪ | 67.187.111.178
  • আচ্ছা টিম, সেই একটা দুটো ভালোর নামই একটু বলো তো, দেখে দেখি। এই রাতদিন 'সেকীঈঈঈঈ!! এটাও তোর ভালো লাগেনিইইইইই!!' শুনে শুনে ক্লান্ত হয়ে গেলাম ঃ(।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৯ | 198.82.16.229
  • বেশিরভাগ সিনিমা তো খারাপ লাগার মতই। এরই মধ্যে একটা-দুটো ভালো। এবার ফেরার সময় একরকম বাধ্য হয়ে (ঘুম পাচ্ছিলো না, অন্য সিনিমা সব দেখা ইত্যাদি) "লাভ আজকাল"" দেখার চেষ্টা করলাম। দুবার মিনিট দশেক করে দেখে হাল ছেড়ে দিলাম। এয়ারিন্ডিয়ার ফ্লাইটে আরো ভালো সিনিমা রাখা উচিত। এইসব কারণেই মনে হয় যাত্রী কমে যাচ্ছে ওদের।
  • Du | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৮ | 65.124.26.7
  • তোমার সেই ভের্দে সালসা, স্যালাড আরও কত কি। আজকাল কি দোসা ইত্যাদি না বাড়ির লাঞ্চ?
  • Paramita | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৬ | 115.184.98.18
  • এইতো লাঞ্চের সময়েই উদয় হয়েছি দু।
  • kk | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪১ | 67.187.111.178
  • দে যে সিনেমাটার কথা বলছো, ক্যাটরিনা আর অকশয়, বিয়ে করে বিদেশে নিয়ে গিয়ে অন্য লোকের সাথে ইত্যাদি, তার নাম নমস্তে লন্ডন।

    ও, প্যার ইম্পসিবল্‌ আমিও দেখলাম তো। প্রিয়াংকা চোপড়ার হেয়ার স্টাইল ছাড়া আমার তো কিছু ভালো লাগলো না? আমার কেন বেশির ভাগ সিনেমা ভালো লাগেনা? এতো মহা মুশকিল!!
  • Paramita | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৯ | 115.184.98.18
  • এই রাজু ড্রাইভার গত দুদিন ধরে আমায় নিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে। দুদিনই একজিট দিয়ে ঢুকেছে আর এϾট্র দিয়ে বেরিয়েছে। সিকিওরিটি বাইরে থেকে পিঁ পিঁ করে বাঁশি আর আমি ভেতর থেকে হৈ হৈ করে না করা সত্বেও(হিন্দীতে)। তারপর সে কিছুতেই EGL মনে রাখতে পারে না। চেনেও না। বিকেলে তোলবার সময় কোন এক জায়গা থেকে ফোন করে বলে(কন্নডে), সিকিওরিটি ওকে EDP-তে ঢুকতে দিচ্ছে না। পথে ডিরেকশান চাইলেও EGL না বলে EDP-র ডিরেকশান চায়। আর আমার কোম্পানির নাম তো তাকে সকাল বিকেল দুবেলা মনে করিয়ে দিই। আপিশ থেকে বাড়ি যাবার একটা শর্টকাট রাস্তা আছে, সেটা মারপিটের কারণে বন্ধ ছিল। সোমবার বিকেলে কোরমঙ্গলর দিয়ে(নন-শর্টকাট) গিয়েছি। এইবার আজ সকালে শর্টকাট ধরেছে। যাই বলি না কেন, "নেহি ম্যাডাম, রাস্তা খুলা হ্যায়।" তারপর যত দ্বিধাবিভক্ত রাস্তা আসে, আমায় জিগেস করতে থাকে, কোথায় যাবে। অর্থাৎ কিচ্ছু চেনে না, এদিকে নাকি জানে রাস্তা খুলা হ্যায় তো ভাগ্যক্রমে দেখা গেল রাস্তা খোলা। বিকেলে সেই রাস্তাতেই ফিরবো, ও ক্রমাগত বলতে থাকলো "রাস্তা বন্ধ্‌ হ্যায় ম্যাডাম" আর আপন মনের মাধুরী মিশায়ে আমার চেঁচামেচি, সিকিওরিটির বাঁশি অগ্রাহ্য করে এϾট্র দিয়ে বীরদর্পে একজিট দিয়ে কোরামঙ্গলার পথ ধরলো।
  • Du | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৬ | 65.124.26.7
  • হালুম, তোমার লাঞ্চের গল্পগুলো বেশ মিস করি।
  • Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩১ | 112.133.206.20
  • সব ঠিক হয়ে যাবে। ঃ-)

    পার্সোনাল ফোন এলে টেলে আমি হাঁটতে হাঁটতে হয় বাগানে যাই না হলে বেসমেন্ট পার্কিং।
  • Paramita | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৭ | 115.184.98.18
  • ইউজুয়ালি আমি এইসব ফলো আপের কল টল যাতায়াতের পথে করি। আপিশে কিউবিকল কালচার, এখনো পার্সোনাল ফোন করতে পারার ওব্যেশ পুরোপুরি হয় নি। আজ এক অদ্ভুত ক্যাব ড্রাইভার সঙ্গী ছিল। তাকে গাইড করতে গিয়ে আর ..
  • Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২২ | 112.133.206.20
  • আইএসডি তো অটোমেটিকালি হবার কথা। ওদের কাস্টমার কেয়ারে ফোন করেছ?
  • Paramita | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২১ | 115.184.98.18
  • এয়ারটেল। দুঃখের ব্যাপার হচ্ছে মোবাইলে কোন কারণে আই এস ডি হচ্ছে না, ফলে পুরোনো বন্ধুদের হারাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মোবাইল নিয়ে আবার ফলো আপ করতে হবে।
  • Paramita | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৮ | 115.184.98.18
  • তবে কাল এয়ারটেল থেকে ফোন করে বললো, পাসপোর্ট ফোটো জমা দিয়েছিলেন অ্যাপ্লিকেশানের সঙ্গে? হ্যাঁ বলাতে, "কি রঙের পোশাক পড়েছিলেন তাতে মনে আছে?" মানে আমার ছবি অনেক ছবির মধ্যে হারিয়ে এখন প্যাটার্ন ম্যাচ করছে। মরুগ্গে। মনে নেই বলে কাটিয়ে দিয়েছি।
  • Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৭ | 112.133.206.20
  • কাদের? বিএসএনএল নয় তো?
  • Paramita | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৬ | 115.184.98.18
  • এগুলোতে আর বেশী খাটাখাটনি করি নি। সোজাসুজি চ্যানেলে অ্যাপ্লাই করে বসে আছি। অন্য সবকিছুর মত পেছনে লেগে থাকলে কি দৌড়োদৌড়ি করলে হয়তো তাড়াতাড়ি মিলতো। বাকি সবকিছু করেটরে আর এনার্জি নেই - মোবাইল আর ডেটা কার্ড দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। যবে আসে আসুক এমন একটা ভাব আর কি।
  • m | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০২ | 173.26.17.106
  • পারমিতা,সে আবার কি?কি হয়েছে? এখনো ল্যান্ডলাইন পাও নি?কেন? কবে পাবে কিছু বলেছে?
  • Paramita | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫১ | 115.184.98.18
  • মিঠু, এখানেই উত্তর দিই। ল্যান্ডলাইন ইন্টারনেট এসব পাওয়ার আশা এবার ছেড়ে দিলেই হয়। তাই ভোনাজ টোনাজও শিকেয়।
  • Tim | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫১ | 198.82.16.229
  • ষ দিলে বেশ একটা ঐতিহাসিক নামের মত হয়।
  • m | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৯ | 173.26.17.106
  • স্‌মিক, স্‌সমীক, সোমিক, ষোমিক,শোমিক-সব ই চলবে, চালালেই হলোঃ)
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৭ | 128.192.7.51
  • আমিও তো তাই লিখতাম। পরে সে আমায় বলল যে ঐ বানানটা নাকি ভুল। ঠিক কি সেটাও অবশ্য ভুলে গেছি ঃ)
  • Tim | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৭ | 198.82.16.229
  • ষমিক চলবে না?
  • m | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৪ | 173.26.17.106
  • না শমীক।
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪০ | 128.192.7.51
  • শমিক?
  • m | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৮ | 173.26.17.106
  • 'শমীক' বিষম রেগে যেত...
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৭ | 128.192.7.51
  • সমিক থাকলে বুঝতো। মামী নো হোপ
  • m | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৫ | 173.26.17.106
  • অ্যাঁ!! খাদ্যাভ্যাস বই পড়ে তৈরী কত্তে হবে!
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৪ | 128.192.7.51
  • মামী, টিনটিন পড়ো। বাংলায়। বিপ্লবীদের দঙ্গলে।
  • m | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩০ | 173.26.17.106
  • লুরুর সব জনতা ঠিকঠাক আছো/ছেন তো?
  • m | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৯ | 173.26.17.106
  • অভ্যু কি ঘটি নাকি!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত