এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩২ | 72.83.210.50
  • কিন্তু এতদ্বারা প্রমাণিত হল, পামিতাদির হিন্দীজ্ঞানের বিশেষ উন্নতি ঘটেছে। তখন কথা শুনে যে গানটাকে পিছু পিছু যাওয়া হাফসোল গান মনে হত, এখন তার কথা মনে করে বুঝতে পারলো , সেসব কিছুই না । ঃ)
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:১১ | 72.83.210.50
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:১০ | 65.124.26.7
  • কতবার ভেবেছিনুও হাপসোল নয়।
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৯ | 65.124.26.7
  • ঃ)) বেসুরো গলায় ভেবেই হাসি পেয়ে গেল
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৯ | 72.83.210.50
  • মুকেশ !

    এতো রফি। লতার ও একটা ভার্শন আছে অবিশ্যি। সেটা বেশ পচা।

    আর রফির গলায় এটা আমার অন্যতম প্রিয় গান ঃ)
    রফির ঐ বুক-নিংড়ানো গাওয়ার জন্য ই।
  • Paramita | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৯ | 115.184.55.89
  • তবে এটা ঠিক হাপসোল নয়, পেছন পেছন যাবো বলে নি, মুকেশও নয়, মানে যা যা বলছিলাম কোনটাই মিললো না, কিন্তু এটার কথাই ভাবছিলাম।
  • Paramita | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৭ | 115.184.55.89
  • এহেসান তেরা হোগা মুঝপর
  • a x | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৬ | 143.111.108.33
  • কি কি?
  • Paramita | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:০২ | 115.184.55.89
  • মনে পড়েছে!!
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:০২ | 65.124.26.7
  • যব কোয়ি তুমহারা হৃদয় তোড় দে - আরে আগে বলবে তো
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:০১ | 72.83.210.50
  • কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
    তোমার চরণে দিব হৃদয় খুলিয়া

    চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
    গোপনে তোমারে সখা কত ভালবাসি
    ভেবেছিনু মনে তাই, তুমি স্বর্গের দেবতা
    কেমনে তোমারে কব প্রণয়ের কথা।

    ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
    চিরজন্ম সংগোপনে পূজিব একাকী।

    আহা, সাগর সেনের গলায় ! আহা !
    রবিবাবুর কবিতা পাতে দেবার অযোগ্য। কিন্তু গান নিয়ে কোনো কথা হবে না বাপু ।
    না না, আমি এসব বলিনি। লোকজনকে বলতে শুনেচি। এই গুরুতেই। আর শুনে ইস্তক একটু ঘেঁটে গেছি।
    সুর পড়লেই কি রবিবাবুর কথার সব দোষ কেটে যায় ? এমনকি সেই কথা ও আহা আহা টাইপের হয়ে যায় ? গান তো সুর কথা সব মিলিয়েই। গান ভালো লাগে যখন কথা ও ভালো লাগে নিশ্চয়। গান আর কাব্যে কথার গুরুত্ব আলাদা মাথায় রেখেই বলছি।
    বেশ ওঁচা টাইপের কিছু লিরিকস, যার সমান বা দুয়-তৃতীয়াংশ ওঁচাত্ব ও যদি ষাট-সত্তরের দশকের গানে থাকে, তাহলে গ্যাদগ্যাদে ন্যাকামি বলে মার্ক করে দি অনায়াসে। কিন্তু রবীন্দ্রসঙ্গীত। সেটা একটা অন্য লেভেলের ব্যাপার বস। কথা হবেনা। একটা টোটাল অন্য লেভেলে উত্তরণ।
    আমি বলছিল্‌না। লোককে বলতে শুনেছি। আর আরো ঘেঁটে গেছি।

    আরো একটা প্রশ্ন। গানের বেলায় কথার দুর্বলাতা অনেক বেশি চাড় পায়,এই এক ই লজিকে তাইলে বেনীমাধব কাব্যির দোষ ( যাঁরা পান) ও গানে খন্ডিত হয়ে যায়া উচিত ছিলো। কিন্তু তা না হয়ে হল উল্টো ! আরো ঘেঁটে গেলুম । ঃ(
  • Paramita | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৭ | 115.184.55.89
  • না মুকেশ টাইপ।
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৭ | 198.82.21.198
  • যাহ্‌ এমন সুন্দর ইয়েটা ইসে হয়ে গ্যালো। হিন্দি গান হায় কেয়া?

    নিলয়বাবুর ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি দারুণ। দুর্দান্ত কিছু মুহূর্ত তুলেছেন।
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৫ | 198.82.21.198
  • মান্না দের কান্নাটাইপ গান্নতো?
  • Paramita | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৫ | 115.184.55.89
  • তবে মোটামুটি পপুলার গান
  • Paramita | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৩ | 115.184.55.89
  • না ওগুলো নয় ঃ( সরি আর কোন ক্লু দিতে পারছি না।
  • Du | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৭ | 65.124.26.7
  • হাঁ তুম মুঝে ইউঁ ভুলা না - কিন্তু ওটা তো ভালো - তবে বেসুর গাওয়ার চান্স ৯০ এর কাছাকাছি
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৫ | 143.111.108.33
  • তু যাঁহা ম্যায় উঁহা এমন একটা গান আছে না?
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪০ | 143.111.108.33
  • ক্লাসিক স্টকারের গান তো সেই পুলিশের গানটা-

    Every single day
    And every word you say
    Every game you play, every night you stay
    I'll be watching you


    আহা যন্ত্রণা চুইঁয়ে চুইঁয়ে পড়ছে গা!
  • Paramita | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪০ | 115.184.55.89
  • নাহ..
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৮ | 72.83.210.50
  • মেরা সায়া ?
  • Paramita | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৮ | 115.184.55.89
  • না না রিয়াল প্যাথোজ। তুমি যেখানেই যাও আমি তোমার পেছন পেছন যাবো টাইপস।
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৭ | 12.163.39.254
  • আগে আগে লড়কি চলে পিছে দিল দিবানা বোলেঃ

    ওলে ওলে।

    এই গানটা?
  • Paramita | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৬ | 115.184.55.89
  • কন্নড় শিখতে হবে। ভুতোকে ভাবছি মাস্টার রাখবো। তবে হিন্দী বলা প্রবলভাবে চলছে। চান্স পেলেই।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৬ | 143.111.108.33
  • আরে যমজ বাঁদরের ছবিটা এক্‌খুনি দেখলাম! যা-তা! মনে হচ্ছে যেন সুপারইম্পোসড অলমোস্ট।
  • Paramita | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৪ | 115.184.55.89
  • এদিকে আমার একটা হিন্দী হাপসোলের গান পেটে আসছে মুখে আসছে না। আপিশে একজন রোজ বিকেলবেলায় বেসুরে গাইতো। কি অস্বস্তি রে বাবা।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৪ | 143.111.108.33
  • কবিতাটা তাও যা, এইটা গান গেয়ে শোনালে বেজায় রাগ হয়ে যায়।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৩ | 143.111.108.33
  • নিলয়বাবুর কয়েকটা ছবি বেশ ভালো লাগল।
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৩ | 12.163.39.254
  • বেণীমাধব বেণীমাধব, তুমহারা ঘর যাতি হুঁ।

    বেণীমাধব বেণীমাধব, মেরে বারেমে সোচতে হো?
  • san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩২ | 115.117.203.213
  • ইংরিজি না বুঝলে কন্নড় বলবে সমস্যা কী? ঃ-)
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩১ | 122.252.231.12
  • ক্যানো? কেউ ইংরেজি বোঝে না?
  • Paramita | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৯ | 115.184.55.89
  • ইদিকে আবার হাপসোলের দুখ ভরি কাহানি।

    আমার আবার খুব হিন্দী পাচ্ছে। সারাদিন হিন্দী বলতে হয়।
  • Du | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৯ | 65.124.26.7
  • অত খুশি হয়ো না ভেতরে ঐ একই সিপিএম। নিছকই একটা গল্পে পুলিশ টাকা বিয়ে ভাঙা অবদি এসেছিল - ভাবলাম এই সিপিএম আসবে কিন্তু আসে নি ঃ)
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৮ | 72.83.210.50
  • আর খোঁচাগুলোর জন্য ই কবিতাটা ভালো লাগে। প্যাথোজ খুঁজতে যাইনা তো ওর মধ্যে।
  • Paramita | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৫ | 115.184.55.89
  • ইশকুল সুতো এখনো রমরমিয়ে চলছে। কি আনন্দ।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৫ | 72.83.210.50
  • শরৎবাবুটাও খোঁচা ই তো।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২০ | 122.252.231.12
  • মানে ওটা আদৌ প্যাথোজ জাগায় না।
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২০ | 12.163.39.254
  • অবৈধ না হলে কোনো প্রেমের কবিতাই ভালো না।

    কোন একটা সিনেমায় দেখেছিলাম, নায়িকার চোখে জল এল। গাড়ি চালাতে চালাতে বর জিজ্ঞাসা করল কেসটা কি? নায়িকা বলল কিছু না। (জীবনে একজন এসেছিল, তার কথা ভেবে জল, সে আর বলবেই বা কিকরে।) বর শুনে বলল, অ, আচ্ছা।

    গাড়ি চলিতে লাগিল।

    ( কি এই সিনেমার নাম, যা দেখে আমি পুরো ফিদা হয়েছিলাম?)
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৯ | 112.133.206.20
  • স্যান, ওটা রিমির মত আমারো মনে হয়েছে শরৎবাবুর প্রতি একটি মধু-চিমটি। ঃ-)
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৬ | 72.83.210.50
  • যাচ্চলে, এটাও তো আরেক রকমের ঠোকাই। ডিগ্রী ফিগ্রী না বাগালে, বিদেশীরা আহা-উহু না করলে তার কোন কদর নেই।এটা খোঁচা না ?
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১১ | 198.82.21.198
  • টুকে ফার্স্ট হবে নাকি? চোথা রিলেটেড স্তুতি?
  • san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৬ | 115.117.203.213
  • এবং তার পরেও নায়িকার যে আবদার - উনি গণিতে প্রথম হয়ে ইওরোপে যাবেন, কিন্তু লোকে স্তুতিবাক্য জানাবে ওনার চোখের সৌন্দর্য নিয়ে। মাইরি। এর মানে আমি কোনদিনই বুঝি নি।
  • Du | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৫ | 65.124.26.7
  • ওরেব্বাবা এত চলছে? মালতীবালার জন্য বাঁশি, সাধারন মেয়ে সবাই কোতল হয়ে গেল? ঃ))
    যাকগে গল্পগুচ্ছতে একটা কয়েদী আর জাজ এর গল্প ছিল। সেই মেয়েটি বিনোদচন্দ্রের দেওয়া আংটি লুকিয়ে রেখেছিল , কিন্তু গিয়ে বলেনি বিনোদবাবু বিনোদবাবু - সেই যে তুমি আমাকে ঘর থেকে বের করে এনেছিলে - হ্যানাত্যানা। স্ট্যান্ডার্ডটা সেই সেট করে দিয়ে গেছে- কি আর করবো।

    আর ব্রীজের ধারে যার সাথে লুকিয়ে দেখা হয় - যার পরে প্রেমিকা হয়েছে অন্য - তার ক্ষেত্রে - ভালোবাসা মোরে - হয়তো কিছুই নাহি পাবো - এইসব যাস্ট আসে না - স্ক্রীপ্টেই নেই।
  • san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০১ | 115.117.203.213
  • বা অপ্পনের এই দাবিদাওয়া বেশ পছন্দ হল ঃ-)
  • rimi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৭ | 168.26.215.135
  • সাধারণ মেয়ে তো শরৎবাবুর প্রতি মিষ্টি একটা চিমটি। ওটার সঙ্গে মালতীবালার তুলনা করাই উচিত নয়। ঃ-))))
  • kc | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৩ | 89.203.49.18
  • আজ সন্ধেবেলায় অম্লান দত্ত মারা গেছেন।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৪ | 112.133.206.20
  • আবার সে এসেছে ফিরিয়া - যা যা লেখার ছিল

    মালতীবালা স্কুলের সাথে কোনমতেই সাধারণ মেয়ের তুলনা হয় না। দ্বিতীয়টি অত্যন্ত গ্যাদগেদে একটি কবিতা, যেখানে নায়িকা "সেল্ফ-পিটি'র চূড়ান্তে পৌঁছে গিয়ে আশ্রয় খোঁজে শরৎবাবুর নভেলের পাতায়। আর্জি, সাহিত্যসম্রাট তাকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ পরীক্ষায় গণিতে প্রথম করে দেবেন। এদিকে পাড়ার সেলাই দিদিমণি হবার সাহসটুকু তার আছে কিনা কোনদিনই জানা যায় না। কী বলব একে? ভিখিরিপনা? ঃ)

    তবে কি মালতীবালার নায়িকার সাথে মিল আছে বাঁশি কবিতার নায়কের? আছে। আবার নেইও। দুদি যেমনটি লিখল সে ভালোবেসেছে মেয়েটিকে। সে রাজার মেয়ে, রাঁধে না বাড়ে, চুল ডাই করে কি করে না এসব তার কাছে বিবেচ্য নয়। কিন্তু তাই কি? কবিতাটি পড়ার পরে মনে হয় মেয়েটি নয়, তাকে জানার অবকাশ সে পেল কোথায়, সে ভালোবেসেছে ঢাকাই শাড়ি আর কপালের সিঁদুরকে। ওই মেয়েটিকে সে ভালোবাসেনি, বেসেছে বিবাহ নামক কনসেপ্টটিকে। অধস্তন কেরানির জীবনে সেটি এল না, সূর্য ঢলে পড়ছে পশ্চিমে, সেই নিয়ে "সেল্ফ-পিটি'রও অন্ত নাই।

    বাদ দিলাম কিছু?
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৩ | 12.163.39.254
  • এখন অ্যাত্তো পাতা পড়তে হবে?
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪০ | 168.26.215.13
  • হ্যাঁ আমিও তাই বলছি। ওভারঅল ফটোর কোয়ালিটি গত কয়েকবছরে খুব ভাল হয়ে গেছে। তার সাথে তো শিল্প, আগ্রহ ইত্যাদি তো রয়েইছে। লোকে এখন অনেক ছবি তোলেও। আগে তো এক রিল ছবি তুললেই একগাদা খরচ। আজকাল কোন খরচই নেই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত