এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৮ | 61.95.144.122
  • এই রে, এবার আর কমন পড়ে নাই। চাও তো খোঁজ নিয়ে বলতে পারি - টাইম লাগবো।
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৭ | 75.53.204.181
  • ভোট দেয় কে? অভিভাবকেরা? আর কমিটির প্রার্থীই বা ঠিক হয় কি করে? ভারি বেখাপ্পা লাগছে কেমন।
  • de | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৭ | 59.163.30.2
  • পুরাকাল থেকে হয়, স্বদেশী আমলেও ছিলো ঃ)), এখন একটু বেশী চোখে পড়ছে এই যা!
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৫ | 61.95.144.122
  • স্কুল কমিটি/বোর্ড তো অনেকদিন থেকেই আছে - হয়তো এদ্দিন এরকম পোলারাইজেশন ছিলো না। তবে দুটো কথা - স্কুল কমিটিতে ওরম জোটফোট হয় বলে মনে হয় না, এখন এটা জোরখবর বলে বেশি লেখে, আর দুই - এই তীব্র পোলারাইজেশনটা গত কয়েকবছরের ঘটনা।

    তবে এগুলো আমাচ্চেয়ে ঢের ভালো অন্যরা বলতে পারবে।
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৩ | 75.53.204.181
  • মানে সব সরকারী স্কুলেই এই জিনিস হয়? কবে থেকে হয়?
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৩ | 61.95.144.122
  • একদম পার্ফেক্ট দিলুম তো;-)
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২১ | 75.53.204.181
  • গুরু'র কি ট্রেন্ড? আমি এতদিনেও বুঝলাম না!
  • de | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২১ | 59.163.30.2
  • অরিজিত,
    কি ছাট্টিফিটই না দ্যালেন ঃ))
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২১ | 61.95.144.122
  • যদিও এই স্কুল বোর্ড ইলেকশনে এরা যেম্নি করে লেখে তেম্নি করে সিপিয়েম-তিনোমুল হয় বলে আমি বিশ্বাস করিনে।
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২০ | 75.53.204.181
  • স্কুল কমিটিতে এরা কেন? এরকম কি চিরকালই হত?
  • de | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৯ | 59.163.30.2
  • পাই, গুরুর ট্রেন্ড আমি এক'দিনে মোটামুটি বুঝে গেছি ঃ)), তবু আমি অনেক চেষ্টা কল্লেও মাওবাদীদের টেররিস্ট ছাড়া কিছু বলতে পারি না ঃ((
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৯ | 61.95.144.122
  • স্কুল কমিটি/বোর্ড
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৮ | 75.53.204.181
  • কিন্তু আমি এবার একটি মারাত্মক বকরী প্রশ্ন করব টু ব্যালান্স।

    স্কুল ভোট কেসটা কি? মানে স্কুলে সিপিএম/তৃণমূলের কি ভোট? এই যে শুনছি সালকিয়া হাইস্কুলে তৃণমূল জিতেছে কিম্বা জ্ঞানদাময়ী বিদ্যাপিঠে জোট জিতেছে, এই কেসটা কি?
  • kc | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৬ | 194.126.37.5
  • এইটা ভালো কাম করেছ। সেলোটেপ আটকিয়ে।
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৪ | 75.53.204.181
  • আমি কিচ্ছু বলিনি ঃ-+
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৪ | 61.95.144.122
  • ঝিকির খপর জানি নে, তবে দে তো কদাপি সিপিএম নয়। অক্ষ ওই স্ট্যাটিস্টিশিয়ানদের মত কইলো;-)
  • kc | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৩ | 194.126.37.5
  • অক্ষ, সিপিএমের নাম নিলে খেলবনা।
  • de | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১১ | 59.163.30.2
  • অক্ষ, এট্টু শুনিনা!
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১১ | 72.83.210.50
  • দে দি, মাওবাদী আর পুনের ব্লাস্ট ঘটানো বাদে আশেপাশে আর কোনো টেররিস্ট চোখ পড়ে না ? ঃ)

    ঘুমুতে চল্লুম।
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১১ | 61.95.144.122
  • স্যাম্পলিং এরর;-)
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১১ | 75.53.204.181
  • আচ্ছা গুরুতে কোনো প্লান্ট মলেকিউলার বায়োলজিস্ট আছে/ন?
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৮ | 75.53.204.181
  • আমি একটা কমন ব্যাপার পাচ্ছি কারা চেনেনা সেই দেখে। কিন্তু বলবনা।
  • Jhiki | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৮ | 124.81.82.83
  • আম্মো, কাল ভাত এ পড়া বোলান গঙ্গোপাদ্যায় এ গ্রেফতারের ঘতনা টা বর্কে বললাম...
    বরঃ বোলান গঙ্গোপাদ্যায় তো মহিলা?
    যি্‌হকিঃ না না মহিলা নয়। আমি জানি।
    হায়, আজ নিজের কথা গিলতে হবে!
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:০০ | 61.95.144.122
  • যাক আমি একা নই। অক্ষ এম্নি আওয়াজ দিলো যে আমি নুকোতে যাচ্ছিলুম।
  • kc | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:০০ | 194.126.37.5
  • আমিও জানতাম না। এই একটু আগে জানলাম।
  • Blank | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৪ | 203.99.212.54
  • নাম দেখে বোঝা যায় না তো
  • de | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৩ | 59.163.30.2
  • সত্যি, অক্ষ এমন ছিছিক্কার কল্লো ঃ), আম্মো জানতুম না ঃ((
  • Arpan | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫২ | 204.138.240.254
  • যাহ্‌, এরা সত্যি জানত না!!
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫১ | 75.53.204.181
  • হায় হায় এদের কি হবে গো!
  • Blank | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫০ | 203.99.212.54
  • বোলান গঙ্গোপধ্যায় মহিলা নাকি?
  • de | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৯ | 59.163.30.2
  • আর হ্যাঁ, অক্সি-হিমোগ্লোবিন বা অন্যকিছুর ডায়াম্যাগনেটিক ব্যাকগ্রাউন্ডটাকেও ক্যালিব্রেশন করে বাদ দিতে পারার কথা, মানে একটা প্লেন স্যামপ্লিং করে যদি দেখা হয় ব্লাড ইউনিটে অক্সি-হিমোগ্লোবিনের অ্যামাউন্ট আর তার জন্য সিগন্যাল-রেঞ্জের এনার্জি-স্কেল দেখে নেওয়া হয়!
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:২২ | 75.53.204.181
  • শুধু আসেনা তাই না, এই কথাগুলো অরুন্ধতী রায় বললে তাকে প্রবল গালি খেতে হয় ঃ-)

    আর তোমারে শত ধিক্‌ তুমি বোলান গঙ্গোপাধ্যায় যে মহিলা জানতে না!
  • de | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:২২ | 59.163.30.2
  • হ্যাঁ, পাই , এটা নিয়ে পরে আর ভাবা হয়নি, এখন তুমি বল্লে বলে খেয়াল এলো। হিউম্যান ব্লাডের পাউলি প্যারাম্যাগনেটের মতোই কাজ করার কথা (http://www.indianetzone.com/26/magnetism_blood_human_body.htm), ফেরোম্যাগনেট নয়। ফেরোম্যাগনেটের লজিকটা অন্য লোহা-জনিত বস্তুর জন্য কাজে দেবে। ব্লাডের রেসপন্সটাকে ইগনোর করা যাবে, সিম্পল এনার্জি স্কেলের লজিকে, যার জন্য EPR (electron paramagnetic resonance) আর NMR (nuclear magnetic resonance)এর এনার্জি-স্কেল কখনোই এক হবে না। MRI NMR রেঞ্জের এনার্জি নিয়ে ডিল করে!

    অরিজিত,
    থ্যাংকু!
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৯ | 61.95.144.122
  • যেটা বড় পয়েন্ট সেটা হল এই দুটো প্যারা (যেগুলো তুলে দিলুম) এদুটো অশোক মিত্রের লেখা নয়, অন্য কোনো তৃতীয় ব্যক্তিরও নয় - খোদ ভারত সরকারের এক মন্ত্রালয়ের রিপোর্ট। অথচ এই সমস্যা নিয়ে যখনই বড় বড় মিটিন হয়, মনুবাবু-চিদুবাবুরা বক্তৃতা দেন, তখন এই কথাগুলো কখনোই সামনে আসে না।
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৪ | 61.95.144.122
  • ব্যথা এম্নিতে কম - তবে সেটা ওষুধ খেয়ে কিনা জানি না।
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:০২ | 72.83.210.50
  • হুম, ডাগদারে কি বলে দ্যাখো। ব্যথা কমেছে ?

    আচ্ছা দেদি, হঠাৎ মনে পড়লো, এই অজ্জিতদার mri র কথা মনে আসাতে। তোমাকে সেদিন ই জিগেস করবো করবো ভেবে ভুলে গেসলাম।তুমি লিখেছিলে, রক্তে ফেরোম্যাগনেটিক আয়রনের কথা।
    কিন্তু রক্তের লোহা মানে তো ঐ হিমোগ্লোবিন এর হিম আটকে পড়া লোহা। কিম্বা ফেরিটিন।সেখানেও সেই হিমের গপ্পো। আর হিমের ভিতরে চারপাশে নানান বন্ধনে আটকে ফেরোম্যাগনেটিকত্ব সেতো কবে খুইয়েছে !
    অক্সিজেন না থাকলে প্যারাম্যাগনেটিক। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাথে তার অ্যালাইনমেন্ট হওয়া বড়ই দুষ্কর, তাপমাত্রা অনেক অনেক নিচে না নামলে।
    ঘরের তাপমাত্রায় তো নাচানাচি করেই করেই তাদের সব এলোমেলো দশা।
    আর অক্সিজেনের ঢুকে পড়লে তো গ্যালো। যেটুকু যাওবা ছিলো, তাও গ্যালো। ডায়াম্যাগনেটিক।

    তাই হিমু বাবা থাকতে লৌহ মানব মানবীর mriতে আর ক্যামনে বাধা দ্যায় !
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:০১ | 61.95.144.122
  • এই যে - http://www.telegraphindia.com/1091120/jsp/opinion/story_11750719.jsp

    দুটো প্যারা তুলে দিলুম -

    ?A civil-war-like situation has gripped the southern districts of Bastar, Dantewada and Bijapur in Chattishgarh. The contestants are the armed squads of tribal men and women of the erstwhile Peoples War Group now known as the Communist Party of India (Maoist) on the one side and the armed tribal fighters of the Salva Judm created and encouraged by the government and supported with the firepower and organization of the central police forces. This open declared war will go down as the biggest land grab ever, if it plays out as per the script. The drama being scripted by Tata Steel and Essar Steel who wanted 7 villages or thereabouts, each to mine the richest lode of iron ore available in India. There was initial resistance to land acquisition and displacement from the tribals. The state withdrew its plans under fierce resistance. An argument put forward was ?you don?t play foul with the Murias?, it?s a matter of life and death and Murias don?t fear death. A new approach was necessary if the rich lodes of iron ore are to be mined. The new approach came about with the Salva Judm, euphemistically meaning ?peace hunt?. Ironically the Salva Judm was led by Mahendra Karma, elected on a Congress ticket and the Leader of the Opposition and supported wholeheartedly by the BJP led government. The Salva Judm was headed and peopled by the Murias, some of them erstwhile cadre and local leaders of the Communist Party of India (Maoist). Behind them are the traders, contractors and miners waiting for a successful result of their strategy.

    ?The first financiers of the Salva Judm were the Tata and the Essar groups in the quest for ?peace?. The first onslaught of the Salva Judm was on Muria villagers who still owed allegiance to the Communist Party of India (Maoist). It turned out to be an open war between brothers. 640 villages as per official statistics were laid bare, burnt to the ground and emptied with the force of the gun and the blessings of the state. 350,000 tribals, half the total population of Dantewada district are displaced, their womenfolk raped, their daughters killed, and their youth maimed. Those who could not escape into the jungle were herded together into refugee camps run and managed by the Salva Judm. Others continue to hide in the forest or have migrated to the nearby tribal tracts in Maharashtra, Andhra Pradesh and Orissa. 640 villages are empty. Villages sitting on tons of iron ore are effectively de-peopled and available for the highest bidder. The latest information that is being circulated is that both Essar Steel and Tata Steel are willing to take over the empty landscape and manage the mines.?
  • Arpan | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৯ | 216.52.215.232
  • কোথায় বেরিয়েছিল? টেলিগ্রাফে?
  • de | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৯ | 59.163.30.2
  • আচ্ছা, পরে কখনো পারলে লিং দিয়েন! কিন্তু সারমর্ম কি সেই লিংয়ের?
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৪ | 61.95.144.122
  • ভাটে দিয়েছিলুম - আবার খুঁজতে হবে। এসব দায়িত্ব অপ্পনকে দাও - সে¾ট্রাল নিউজ লিংক সার্ভার;-)

    অক্ষ আমাকে মিনিস্ট্রির রিপোর্টটাও পাঠিয়েছিলো। পুরোটা পড়া হয়নি এখনও।
  • kc | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯ | 194.126.37.5
  • ঠিক কথা অশোক মিত্রর লেখার কথাটাই বলতে যাচ্ছিলাম। কিন্তু লেখাটা খুঁজে পাচ্ছিনা, তোমার কাছে থাকলে লিঙ্ক দিও তো।
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৬ | 61.95.144.122
  • রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রিই কি? হতে পারে। এদের বা অন্য কোনো মন্ত্রালয়ের একটা রিপোর্ট আছে - অশোক মিত্র সেটা নিয়ে কিছুদিন আগে লিখেওছিলেন - এই ভেবলে বসে থাকার কারণটা কিছুটা পেয়ে যাবেন।
  • de | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪২ | 59.163.30.2
  • সে তো ঠিকই, এই মাওবাদী সমস্যাটাও কেন জানিনা কেমন ইচ্ছে করে জিইয়ে রাখার মতো লাগছে, -- কবে থেকে শুনছি উন্নয়ন, অভিযান সব বড় বড় কথা -- কোন স্টেপ কেন কেউ নেয় না? কিরকম একটা ভেবলে বসে আছে সব!
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৫ | 61.95.144.122
  • আসল ইস্যুগুলোকে অ্যাড্রেস না করলে এই সমস্যাগুলো চলতেই থাকবে। আর দুপক্ষই এই অবস্থাটাকে এক্সপ্লয়েট করবে নিজের স্বার্থে।
  • de | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩২ | 59.163.30.2
  • কি বিচ্ছিরি রকমের রক্তারক্তি আরম্ভ হয়েছে, পুনে -- জঙ্গলমহল -- হতচ্ছাড়া টেররিস্ট গুলো জ্বালায় আর পারা যাচ্ছে না -- আবার টিভির সামনে মাথায় গামোছা জড়িয়ে ইন্টারভিউ অব্দি দেয়। সেইসব সাংবাদিক দের ধরেও ক্ষেলানো উচিত যারা এই খুনী গুলোর বাইট নিতে যায়!
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৪ | 61.95.144.122
  • কি জানি, লিগামেন্ট কথাটা ছাড়া আর তো কিছু বুঝলুম না। বাংলায় লেখে না তোঃ-(
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৩ | 72.83.210.50
  • অজ্জিতদার রিপোর্ট ঠিকঠাক ?
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৭ | 61.95.144.122
  • ইন্ডো - এট্টু জিমেল দেখিস বাবা
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৫ | 97.81.107.193
  • আজ্জো তুমি যখন ফোন করেছিলে তখন আমি একটা মিটিংএ ছিলাম। তারপরে এখন মনে পড়ল। নতুন কোনো খবর নেই।
  • M | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ০৮:০১ | 59.93.244.196
  • থ্যাঙ্কু পিপি
    দু,
    ক্ষী ক্ষেলো!চেষ্টাবো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত