একটা বই ছিল হিন্দুস্থানী উপকথা - বোধহয় কার্লেকরদের বাড়ির লোকেদের কিম্বা সুকুমারের বোনেদের লেখা। মনে নেই। ওটাও কি আর পাওয়া যায়?
. | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৮ | 219.64.73.16
লামাদের গন্ধ শুঁকতে গিয়িছিলি কেন?
san | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৭ | 115.117.199.150
হাঁড়ি ভাঙা খারাপ নয় যদি ভিতরে পান্তুয়া থাকে। হুড়মুড়িয়ে ভাঙা হাঁড়ি থেকে পড়ে যাওয়া পান্তুয়া তুলতে গিয়ে লোকের চোখ এড়িয়ে একগাদা করে খেয়ে ফেলা যায়। এ তো ছোটবেলা থেকে জানি।
d | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৭ | 117.195.32.95
আজকের শিক্ষাঃ ল্যামীর পুংলিঙ্গ লামা। কিন্তু লামা তো সেই পুচ করে মুখ দিয়ে জল ছেটায়। আর নয়ত মস্ত মস্ত মেরুণ জোব্বা পরে ঘুরে বেড়ায় আর তাদের গায়ে ভীষণ দুগ্গন্দ। ইঁইঁইঁইঁঃ
aka | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৫ | 168.26.215.13
স্কুল কলেজের নাম নিয়ে ডাকাডাকি হলে আতান্তরে পড়ি। কে কখন কোথায় হাটে হাঁড়ি ভেঙে দেবে বলা যায়!
a x | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৪ | 143.111.109.1
রিভার্স ক্রোনোলজিও চলবে। সিভিতে যেমন থাকে।
Ishan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৩ | 12.163.39.254
তার আগে জানতে হবে, ল্যামি কেন ল্যামি? ঃ)
M | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২২ | 59.93.196.178
বাবার গল্প বলা টপিক নাকি?
আম্মো বাবার কোল ঘেঁষে খুব গপ্প শুনিচি, রুশ দেশের উপকথা পড়ার আগে বাবার কাছে শুনেচিতো।আর বাবা খুব বানিয়ে গল্প বলতো, যেমন ব্যাঙ নিয়ে যেদিন সেদিন আমি যা যা করতে চাই, আর যা যা ভলোবাসি, তা ব্যাঙের দল করতো।আর আমি সেই ছোট থেকেই তাই বকবকে টাইপের হয়ে গেলুম।
a x | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২২ | 143.111.109.1
কিন্তু লামা কেন লামা?
Ishan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৯ | 12.163.39.254
রাইটো। মাইনিং। আমি ভুলে গিয়েছিলাম। ঃ)
aka | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৯ | 168.26.215.13
আমি জ্ঞানগর্ভ গল্প শুনতাম মার কাছে। বাবার সাথে গল্প বানাতাম। সেই গল্প বললব কি, বলব না ভাবতে ভাবতে মনে হল বলেই ফেলি। বন্ধু বান্ধবদের ব্যপার তো, হাসবেন না প্লিজ। এই যেমন ধরুন ক্রিকেট ভালো লাগে আবার ওদিকে ইন্দ্রজাল কমিকস, কিছুটা ইতিহাস। তাই খেলা হচ্ছে ড্রিম টিম ভার্সেস তারাকিমোর শয়তান। অবশ্যই বেতাল, ম্যানড্রেক, বাহাদুর, কপিল দেব, শিবাজী ভালোদের দলে। অন্যদিকে ওয়েসলি হল, রয় গ্রিফিথ, ট্রুম্যান ইত্যাদি বিজাতীয়দের রাখা হত। গাভাসকরকে কোনদিনও পছন্দ করতাম না বলে সেও ওদিকে। এইসব আর কি। এরই মধ্যে কোনদিন ম্যানড্রেকের ম্যাজিক, কোনদিন কপিলদেবের দুরন্ত মার, অথবা কোনদিন শিবাজীর বোলিং জেতাত। বিভিন্ন ভ্যারিয়েশন। কখনো টুন ক্যারেকটার কখনো ঐতিহাসিক চরিত্র, অন্যদিকে কখনো ফুটবল তো কখনো ক্রিকেট এই কম্বিনেশনে অন্তত দুশ খানা গল্প আমরা বানিয়েছিলাম। এরকম হতে হতে একসময় বাবা ঘুমিয়ে পড়ত আর আমিও সুখস্বপ্ন দেখতাম কখনো বেতালকে কখনো কপিলদেবকে। এছাড়া বাবার সাথে প্রচূর প্রোজেক্ট করেছিলাম। একবার রেডিও সারালাম তো রেডিও থেকে তামিল কথা ছাড়া আর কিছু বেরত না। এইসব উদ্ভট কাজেই সময় চলে যেত। কাজের কাজ আর কিছু হত না। এই নিয়ে মার খুব রাগ।
Ishan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৮ | 12.163.39.254
আমি তো প্রথমে ভাবতাম দে একজন পুরুষ। ঃ)
Lama | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৮ | 117.194.235.99
@d, হ্যাঁ আমিই শঙ্খ। @ঈশান, বুঝতে পেরেছি। আমি সেই সৈকতের কথা বলছি না। সে তো মাইনিং এর।
M | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৭ | 59.93.196.178
বোঝো, দের নিজেকে লুকিয়ে রাখার প্রানান্তকর কষ্টটা দ মাঠে মেরে দিলো। ক্ষী সব লোখ!
Ishan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৫ | 12.163.39.254
কেসির গপ্পোটা যাতা। ঃ)
কিন্তু কেসি ক্ষিঃ ক্ষিঃ বইয়ের কথা বললেন, সেটা এত পাতা পড়ে ঠিক ট্র্যাক কত্তে পারিনি।
d | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৪ | 117.195.32.95
আচ্ছা এই ল্যামী কি তিনি যিনি আসলে "শঙ্খ'? বছর কয় আগে ওপাড়ায় অজ্জিত জনৈক "শঙ্খ'কে ল্যামী নামে ডেকেছিল মনে হচ্ছে।
এই "দে' কি আগে "বাঙালী বিজ্ঞানীরা' টইতে যে দেবযানী লিখতেন তিনি? তখন জার্মানীতে থাকতেন?
m | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৪ | 173.26.17.106
এখানে একজনের তেরো বছুরে মেয়ের পর একটা 'ভুউউল' হয়ে গেছে- এইবার বাড়িতে লোকজন ডেকে তারা সেই সুখবর দেবে ভেবেছে। লোকজন এসেছে, মা সবার সামনে সুখবর দেওয়া মাত্র মেয়ে প্রবল বিষ্ময়ে বলে উঠেছে- কি করে করলে বলো তো, আমি তো তোমাদের মাঝখানে শুই"!
Ishan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৩ | 12.163.39.254
গ্লোবে দেখা হয়েছিল? মনে নাই কেন?
উলফে কিন্তু আমার জুনিয়ার একজন সৈকতও ছিল। আমি সেইটি না। আমি বেসিকালি সুপ্রকাশ, গিটার ওলা জয়দীপদের ব্যাচ।
Lama | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১২ | 117.194.235.99
এখনি ঘুমপাড়ানি গান কিসের? বিছড়া হুয়ারা মিলেছে, এবার সবাই মিলে ভিলেনের দলবলকে ক্যালাবে, সাইরেন বাজিয়ে বাঁ হাতের তালুতে বেঁটে লাঠি ঠুকতে ঠুকতে পুলিশ আসবে, তারপর তো!!!
M | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১১ | 59.93.196.178
ছাইদানের কথায় মনে পড়লো, ছুটি আমায় একটা আজগুবি সিগারেট দিয়েছিলো, ঐ যে গরম মশলা টশলা দিয়ে বানানো।খুঁজে দেখি।
de | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১১ | 117.98.177.21
কেসি, এটা ব্যাপক!!
a x | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৯ | 143.111.109.1
ঃ-))
Lama | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৮ | 117.194.235.99
kc, গড়াগড়ি দিয়ে হাসতে গিয়ে ছাইদানি উল্টে গেল।
de | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৭ | 117.98.177.21
তবে আর কি, ঘুমপাড়ানী গান হোক, বিছড়া/রা- হুয়া বন্ধুরা মিলে গ্যাছে ঃ))
M | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৫ | 59.93.196.178
আমার ঠাম্মা, তাপ্পর বম্মা হবার দিন কি তড়ায়িত হচ্ছে, আমি আহ্লাদিত।
kc | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৫ | 89.203.49.18
হোস্টেলের গপ্প, রাত্রে খাওয়ার টেবিলে সুমনদা খুব চিন্তায় বসে আছে, জিজ্ঞাসা করতে বলল,ভাই আজ মামার বাড়ি গেছে, বাড়িতে বাবা মা একা আছে, সবাই বলল তাতে কী হয়েছে? জবাব এল, আরে যদি আরেকটা ভাই বা বোন হয়ে যায়?
M | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৪ | 59.93.196.178
সেরেছে!
সব উল্ফেনডেন
Lama | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৩ | 117.194.235.99
আজকে দেখছি ক্ষিঃ ক্ষান্ড বলার দিন
প্রায় আধ যুগ আগে গ্লোব সিনেমায় দেখা হয়েছিল, তার পর এই।
. | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৩ | 219.64.73.16
না রে ভাই, ম, দ, দু, স্যান- কিছুই না। স্মৃতির প্রঃ হতে পারে।
Ishan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০২ | 12.163.39.254
ইয়েস স্যার। ঃ)
M | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০১ | 59.93.196.178
এইরে, ঠিক জানিনা।অমন ধারা কইসিলো না?
Lama | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০১ | 117.194.235.99
ইয়ে, ঈশান/ সইকত, আমরা কি পূর্বপরিচিত? উলফের সৈকত নয় তো?
de | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০০ | 117.98.177.21
দূর ঘুমাইতে দেয় না!
বম্ম, আমি দেখসি! মুকুস্ত হইয়া গ্যাসে গিয়া! খুব ভালো! টেরিবিথিয়া না টেরা?
san | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০০ | 115.117.199.150
বাই দ্য ওয়ে, এই রাশিয়ান বইয়ে বৈঁচিফলের গল্পটা আদৌ সত্যি তো না আরেকখানি মঃ?
Lama | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৮ | 117.194.235.99
আমার বাবা বই থেকে পড়ে না শোনালেও নিজের বিভিন্ন অভিজ্ঞতার কথা বলতেন এবং বলেন। সে রকমই একটা গল্প মনে পড়ল। বলা যেতে পারে 'গল্পের গল্প'
হয়েছে কি, হোস্টেলের বন্ধুদের কাছে বাবার কাছে শোনা একটা সেকেন্ড হ্যান্ড গল্প বলছিলাম- হাতির গল্প। বাবা বুনো হাতির পাল্লায় পড়েও কি করে পালিয়ে এল ইত্যাদি।
সবাই শুনে ভদ্রতাবোধে 'তাই নাকি?','কি সাংঘাতিক' এই সব বলল। শুধু শ্যাম উঙ্কÄল মেদ্দা নামে একজন ছিল, সে বলল 'কাকু ভয় পেলেন কেন? হাতি তো কামড়ায় না শুনেছি?'
de | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৭ | 117.98.177.21
তাইলে কেসি এইবার আরেকবার অনুসন্ধান করেন ঃ))
গুন্নাইট!!
san | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৬ | 115.117.199.150
নাঃ , রুশদেশের উপকথায় বৈঁচিফল নাই।
M | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৬ | 59.93.196.178
আরে কেউ ব্রিজ টু টেরাবেথিয়া দেখেচো?
কি কেলো, আমি এই ভ্যালেন্টাইনস ডে-র আগে জানলুম আমার ক্ষুদেটা ইজ ইন লাভ।
আসলে ও বেচারী যখন বন্ধু পাচ্ছিলো না তখন এই মেয়েটাও হোস্টেলে থাকতো আর ওর খুব বন্ধু ছিলো।তারপর মেয়েটা স্কুল ছেড়ে চলে যায়। ছেলে এট্টুস মন খারাপ করে থাকতো। তখন তো কুঁচো ছিলো আর এখন টিনের দু বছর আগেই এই প্রমিস।যদিও মেয়েটা কোন স্কুল কে জানে!
আমার এখন যাস্ট ব্যাটাকে তুলে খাচুম খুচুম করে আদরাতে ইচ্ছাচ্ছে।
Ishan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৪ | 12.163.39.254
কিন্তু বৈঁচির নাম সৌগত, আর ল্যামি হল হুতোর দাদা। ক্ষিঃ কান্ড। ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন